এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ৪২ এ কে কত ? : পব ভোটের প্রেডিকশন টই

    একক
    অন্যান্য | ১৬ মে ২০১৯ | ৯৫৫৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 342323.228.783412.120 | ২৫ মে ২০১৯ ০৮:৪৯383806
  • "তার মানে কি ডিসি ধরে নিলেন মেমে পোস্ট করা মানেই ওটা সিপিএম এর জাস্টিফিকেশন ?"

    আমি কখন বল্লাম ওটা সিপিএমের জাস্টিফিকেশান? আমি লিখেছি সিপিএম সমর্থকদের জাস্টিফিকেশান। সিপিএম পার্টি আর সিপিএম সমর্থক যে আলাদা সে নিশ্চয়ই বলে দিতে হবে না।
  • dc | 342323.228.783412.120 | ২৫ মে ২০১৯ ০৮:৫০383808
  • অমিত, আমার পোস্টটা আরেকবার পড়ে দেখুনঃ "কি আজব সব জাস্টিফিকেশান রে বাবা! সিপিএম সমর্থকরা এভাবে নিজেদের জাস্টিফাই করছে?"

    সিপিএম পার্টি অফিশিয়ালি জাস্টিফাই করছে, এরকম বলিনি কিন্তু ঃ-)
  • PT | 340123.110.234523.24 | ২৫ মে ২০১৯ ০৮:৫৬383809
  • "এরকম ফরমান বারবার দিতে থাকাটা স্রেফ নোংরামো।"
    আগেও কুৎসা করছি বলে পোস্ট করেছিলেন। প্রশ্ন করার পর আর উত্তর দেওয়ার মোডে যাননি।
    বারবার নাম করার কি দরকার? আপনি নাম জানার জন্য খুব ব্যাকুল হলে জানাই যে গুরুর বাইরের লোকেদের নাম বহুবার লিখেছি আর গুরুভাইবোনদের নাম আগের কোন টই খুললেই পেয়ে যাবেন।
    এমনকি আপনি ঐসবের প্রতিবাদ না করলে আপনিও তালিকাভুক্ত থাকবেন।
  • Amit | 340123.0.34.2 | ২৫ মে ২০১৯ ০৮:৫৭383810
  • পাই ম্যাডাম র স্টেটমেন্ট বা প্রশ্নটা বোঝা গেলো না। এটা কি জনে জনে সিপিএম সমর্থক দের এক্সিট পোল ডাটা নিয়ে তৈরী করা হয়েছে ? নাকি দু একটা ফেবু মেমে বা পোস্ট/ ছবি দেখেই সিদ্ধান্ত হয়ে গেলো ?

    আর যারা এক সময় সিপিএম কে সমর্থন করতেন, তারা তো সবাই সাধারণ মানুষ, তারা কেও জাস্ট ভোট কাউন্ট বা সংখ্যা নন। কেও তো দাসখত লিখে দেন নি যে সেই পার্টি কে সারাজীবন ভোট দিতে হবে। সুতরাং সেটা কোনো চুক্তি ভঙ্গের আইনে আসে না।

    এখন গত আট বছরের পরিবর্তিত পরিস্থিতিতে তারা তিনো দের অত্যাচারে অতীষ্ট হয়ে যদি অন্য পার্টি কে ভোট দেন, তাহলে তাদেরকে ব্লেম করা হচ্ছে কেন ? তারা যখন মার খাচ্ছিলেন তখন তো সিপিএম তাদের কে বাঁচাতে পারে নি। তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, কার কি বলার আছে ? যারা বিজেপির রাজনীতির এগেইনস্ট এ দাঁড়াতে চান, তারা স্বাগত। তারা নিজের মতবাদ প্রচার করুন না। কিন্তু ডেমোক্রেসি তে মেজরিটি ভোট যেদিকে যায়, মেনে নিতেই হবে। মানে যদ্দিন বিপ্লব এসে দরজায় না কড়া নাড়ে।

    আর আগুন নিয়ে খেলা র কথাই যদি আসে, তাহলে একবার সেই খেলা হয়ে গেছে 2011 -এ, তার ফল দেখাই যাচ্ছে গত আট বছরে। একবার প্রাকটিস হয়ে গেলে ভয় অনেক কেটে যায়।
  • Amit | 340123.0.34.2 | ২৫ মে ২০১৯ ০৮:৫৯383811
  • ডিসি , আমার প্রশ্নটা একই । একটা মেমে পোস্ট করা মানেই কি ওটা কি সিপিএম পার্টি বা সমর্থক দের জাস্টিফিকেশন ?
  • S | 458912.167.34.76 | ২৫ মে ২০১৯ ০৯:০৩383812
  • বাম ভোট নিয়ে যদি এতই চিন্তিত হয় লোকজন, তাহলে ২০০৬ অবধি বামেদের একটা বড় অংশ ভোটাররা এখন তিনোদের ভোট দেয়। সেই নিয়ে কারোরো কোনও মাথাব্যথা নেই কেন?
  • | 670112.193.127812.16 | ২৫ মে ২০১৯ ০৯:০৬383813
  • সক্রিয় সিপিএম ও অন্য বামদলের কর্মীরা অন্য কিছু সিপিএম ও অন্য বামকর্মীদের তৃণমূলের আফিস পোড়ানোয় উল্লাস ও নাচের ছবি পোস্ট কারাআয় উদ্বেগ প্রকাশ করছেন। তাঁরা এটা মানতে পারছেন না, উদ্বিগ্ন হচ্ছেন, বারণও করছেন।

    দেখে ভাল লাগল যে পিটি ও পিটির চামচুদের থেকে সম্পূর্ণ ভিন্নমতের লোকজনও আছেন।
  • Amit | 340123.0.34.2 | ২৫ মে ২০১৯ ০৯:০৭383814
  • বাম ভোট নিয়ে এতো হৈচৈ চলছে গত দুদিন ধরে যেন মনে হয় দিদির দলবল জাস্ট বামেদের ভরসায় ভোট দাঁড়িয়েছিল। নিজে দাঁড়ানোর মুরোদ নেই তো ভোট দাঁড়াতে যাওয়া কেন ? যা হচ্ছে হোক। নিজের কাটা খালে কেও পড়লে পড়ুক। এতদিন তো সেই খালেই বাকিদের চুবিয়ে মারা হচ্ছিলো।
  • S | 458912.167.34.76 | ২৫ মে ২০১৯ ০৯:১২383815
  • Mamata didi sends me sweets and Kurtas: PM Narendra Modi

    দুদিন আগেই বলেছে।
  • PT | 340123.110.234523.24 | ২৫ মে ২০১৯ ০৯:১৫383819
  • "দেখে ভাল লাগল যে পিটি ও পিটির চামচুদের থেকে সম্পূর্ণ ভিন্নমতের লোকজনও আছেন।"
    " পিটির চামচুদের" তালিকাটা পাওয়া যেতে পারে? তাদের খাওয়াতাম তাহলে। এই বেলা " পিটির চামচুদের" দলে নাম লিখিয়ে ফেলুন!!

    আর পিটির কোন মতামতটা "দ"-এ পড়ল সেটা জানলেও ভাল লাগত।
  • pi | 2345.110.894512.30 | ২৫ মে ২০১৯ ০৯:১৫383818
  • সব মিলিয়ে শুধু না, প্রায় প্রতি লোকসভাতে ভোটের হিসেব দেখুন, তিনো ভোট প্রায় একই আছে, আর বিজেপি ততটা বেড়েছে, বাম % যতটা কমেছে।
    এগুলোর কী ব্যাখ্যা?৷ বিজেপি জেতা জায়গায় সিপিএম এর পার্টি অফিস খোলার কী ব্যাখ্যা?
  • dd | 90045.207.0156.145 | ২৫ মে ২০১৯ ০৯:১৫383817
  • just যদি পড়তে চান,

    খোদ গণশক্তির আজকের খবর।



    হেডিং হচ্ছে "পার্টী অফিস দখলমুক্ত করে ওড়ানো হল লাল পতাকা"। সাজানো ঘটনা নয়।
  • S | 458912.167.34.76 | ২৫ মে ২০১৯ ০৯:১৯383820
  • "বিজেপি জেতা জায়গায় সিপিএম এর পার্টি অফিস খোলার কী ব্যাখ্যা?"

    বামেদের পার্টি অফিসগুলো তিনোদের শাসানোতে বন্ধ করে রাখতে হয়েছিলো। তিনোরা নিজেদের গুন্ডাদের আর ধরে রাখতে পারছেনা। পরে বিজেপিও একই কাজ করবে, করবেই, কারণ তিনো দলটাই বিজেপি হয়ে উঠবে আর কয়দিনে। অনুব্রতও জয় সিয়ারাম বললো বলে।
  • dd | 90045.207.0156.145 | ২৫ মে ২০১৯ ০৯:২০383821
  • আর এটাও। "বাম ভোট কেটেছে পদ্ম , কবুল সিপিএম মুখপত্রে"।http://www.epaper.eisamay.com/Details.aspx?id=48714&boxid=37364

    বা কেউ যদি গণশক্তির কালকের এডিশন পড়তে পারেন তো আরো ভালো।

    ব্যাস। হয়ে গ্যালো তো? এখন যাও সবে নিজ নিজ কাজে।
  • dd | 90045.207.0156.145 | ২৫ মে ২০১৯ ০৯:২১383822
  • কেনো যে আপনেরা নিয়মিত গণশক্তি পড়েন না, এটা একটা আশ্চজ্জির ব্যাপার।
  • S | 458912.167.34.76 | ২৫ মে ২০১৯ ০৯:২২383824
  • তাহলে দিদিভক্তদের দাবীটা কি? সিপিয়েমের পার্টি অফিস খোলা যাবেনা? দিদির গুন্ডামো আর কুশাসন যেমন চলছিলো, তেমনই চলতে দেওয়া হবে?
  • lcm | 900900.0.0189.158 | ২৫ মে ২০১৯ ০৯:২২383823
  • হে হে, ডিডিদার লিংকটা খুলে ঘাবড়ে গেলাম, ইয়া বড় বড় ফন্টে হেডলাইন - আশির দশকে ভোটের পরের দিন গণশক্তিতে এরকম বড় ফন্টে প্রথম পাতার ওপরটা ভরে থাকত।
  • S | 458912.167.34.76 | ২৫ মে ২০১৯ ০৯:২৪383825
  • ওটা ম্যাক্সিমাইজ করা পেজ, লসাগুদা।
  • dc | 342323.228.893412.72 | ২৫ মে ২০১৯ ০৯:২৫383826
  • "একটা মেমে পোস্ট করা মানেই কি ওটা কি সিপিএম পার্টি বা সমর্থক দের জাস্টিফিকেশন ?"

    অমিত, সিপিএম পার্টি যে জাস্টিফিকেশান দেয়নি সে তো আগেই বলেছি। যিনি এটা পোস্ট করেছেন তিনি তো জাস্টিফিকেশান হিসেবেই পোস্ট করেছেন বলে মনে হচ্ছে।
  • Amit | 012312.22.5623.88 | ২৫ মে ২০১৯ ০৯:২৬383829
  • S এর কোশ্নো টার উত্তর কেও দেন না।

    “বাম ভোট এর একটা বড় অংশ ভোটাররা এখন তিনোদের ভোট দেয়। সেই নিয়ে কারো কোনও মাথাব্যথা নেই কেন?”
  • PT | 340123.110.234523.24 | ২৫ মে ২০১৯ ০৯:২৯383832
  • ডিডিদা কিংবা পাইদিকে কেউ কখনো কতগুলো সিপিএমের আপিস দখল হয়েছে গত ৮ বছরে পবতে তার তত্ব-তালাস করতে দেখেছে (মানে টইতে লিখে লিখে)? কিন্তু এখন একটা আপিস কেন আর কি করে খুলল তাইনিয়ে কাটা-ছেঁড়া করতে লেগেছেন!!

    dc খ্যাল করেছেন আশা করি!
  • dc | 342323.228.893412.72 | ২৫ মে ২০১৯ ০৯:২৯383831
  • "আগেও কুৎসা করছি বলে পোস্ট করেছিলেন। প্রশ্ন করার পর আর উত্তর দেওয়ার মোডে যাননি।"

    মেরেছে কি প্রশ্ন? দেখতে পাইনি, যদি আরেকবার প্রশ্ন করেন তো অবশ্যই উত্তর দেব।

    "বারবার নাম করার কি দরকার? আপনি নাম জানার জন্য খুব ব্যাকুল হলে জানাই যে গুরুর বাইরের লোকেদের নাম বহুবার লিখেছি আর গুরুভাইবোনদের নাম আগের কোন টই খুললেই পেয়ে যাবেন।"

    বারবার নাম করার অবশ্যই দরকার আছে বলে মনে করি। নাম না করে হাওয়ায় ভাসিয়ে কথা বলাটা খুব একটা ভ্দ্রতা বলে মনে হয়না। যার বিরুদ্ধে অভিযোগ তাদের নাম দিয়ে অভিযোগ করলে অভিযুক্তও জবাব দিতে পারেন।

    "এমনকি আপনি ঐসবের প্রতিবাদ না করলে আপনিও তালিকাভুক্ত থাকবেন।"

    অবশ্যই আমাকে তালিকাভুক্ত করতে পারেন। সরাসরি আমার নাম নিয়ে যদি অভিযোগ করেন তো অবশ্যই জবাব দেব।
  • lcm | 900900.0.0189.158 | ২৫ মে ২০১৯ ০৯:২৯383830
  • এটা কিন্তু হেব্বি হয়েছে - সিপিএম এবারের একটাও সিট জিততে পারে নি, কিন্তু তাতে করে বন্ধ পার্টি অফিস খুলে গেছে, কারণ বিজেপি জিতেছে।
    এদ্দিন কে কার পেঁচা তাই নিয়ে ধন্ধ ছিল, যাক সে কনফিউশন ঘুচল।
  • lcm | 900900.0.0189.158 | ২৫ মে ২০১৯ ০৯:৩০383834
  • বড়েস,
    ঠিক, ঠিক। ওটা প্রথম পাতার ওপরের হেডলাইন নয়, নীচের দিকের হেডলাইন।
  • T | 342323.176.452312.122 | ২৫ মে ২০১৯ ০৯:৩০383833
  • আরে ব্বাপরে! শিপিয়েম পার্টি আপিস খুলতেই রে রে করে উটেছে। গণশক্তির লিংকও পড়ে গ্যালো। ঃ)))

    ভোটের আগে তৃণমূল দায়িত্ব নিয়ে প্রচুর পার্টি অফিস খুলিয়েছে যেগুলো গত আট বছর বন্ধ ছিল। :)
    প্রচুর জায়গায় ভোটের পর তৃণমূলের তাজা মুলোরা এলাকাছাড়া। সেই সুযোগে দখলীকৃত পার্টি অফিস পুনর্দখল চলছে। রিল্যাক্স। আপিসই খোলা হচ্ছে শুধু। ভোট সেই ৭% ই আছে। চিন্তা করবেন না।
  • Amit | 012312.22.5623.88 | ২৫ মে ২০১৯ ০৯:৩১383835
  • ডিসি, ওই পোস্ট পড়ে ঠিক কি ভাবে বুঝলেন ওই দুজনের কেও সিপিএম সমর্হক ? যদি ব্যক্তি গত ভাবে না চেনেন ? কোথাও তো কেও বলেনি সেটা পুরো মেমে টায়।

    সেক্ষেত্রে আপনি লেখাটা পড়ে একটা ধারণা বানিয়ে নিয়েছেন , তাই নয় কি ?
  • S | 458912.167.34.76 | ২৫ মে ২০১৯ ০৯:৩২383836
  • যাঁরা ২০১১র সময় "যে আসে আসুক" লাইনে কথা বলেছিলেন, আজকে তাঁদের রিয়্যাকশান দেখে বোঝা যায় যে তাঁরা একটুও "যে আসে আসুক" চাননি, স্পষ্ট ভাবেই "দিদি আসুক" চেয়েছিলেন। এখন সেই একই লাইনে "দিদি যাক" দেখতে পেয়ে দিদিভক্তরা খুব আশাহত। কারণ? তাঁরা কি এটাই এক্সপেক্ট করেছিলেন যে দিদিও ৩৪ বছর ...? হতে পারে।

    এই কারণেই তখন এই লাইনের বিরোধিতা করেছিলাম। এখনও করছি। গণতন্ত্রে "যে আসে আসুক" খুব বিপজ্জনক। ঐ লাইনে ভোট হওয়ার মানে একদিন বিজেপিও আসবেই। সেটা তখন যারা বোঝেননি, তাঁদের অন্তত এখন যে টনক নড়েছে, সেইটাই প্রাপ্তি।
  • lcm | 900900.0.0189.158 | ২৫ মে ২০১৯ ০৯:৩৩383837
  • খেয়েছে! বড়ো-টি বলছে যে ভোটের আগে তৃণমূল সিপিএমের পার্টি অফিস খুলে দিয়েছে। যাহ তেরি! পেঁচা ইকোয়েশন তো আরও জটিল হয়ে গেল।
  • dc | 342323.228.893412.72 | ২৫ মে ২০১৯ ০৯:৩৪383838
  • "ডিডিদা কিংবা পাইদিকে কেউ কখনো কতগুলো সিপিএমের আপিস দখল হয়েছে গত ৮ বছরে পবতে তার তত্ব-তালাস করতে দেখেছে (মানে টইতে লিখে লিখে)? কিন্তু এখন একটা আপিস কেন আর কি করে খুলল তাইনিয়ে কাটা-ছেঁড়া করতে লেগেছেন!!"

    পিটিদা, খেয়াল করেছি। এটা কি ওনাদের করা উচিত না? আমার সেরকম মনে হয়নি, সেজন্যই আমি ওনাদের প্রশ্ন করিনি কেন আপনারা অফিস খোলা নিয়ে পোস্ট করছেন।

    আর আমার নিজের মত হলো যে অফিস খোলা হয়েছে ভালোই হয়েছে, যদি আদৌ ফিরে আসতে পারে।
  • dc | 342323.228.893412.72 | ২৫ মে ২০১৯ ০৯:৩৬383841
  • "সেক্ষেত্রে আপনি লেখাটা পড়ে একটা ধারণা বানিয়ে নিয়েছেন , তাই নয় কি ?"

    অমিত এটা একদমই ঠিক বলেছেন। এমনও হতে পারে বিজেপির আইটি সেল মেমেটা বানিয়ে পোস্ট করেছে। তবে সারকাম্স্ট্যান্স থেকে মনে হলো সিপিএমে সমর্থকরা ওইভাবে বিজেপিকে ভোট দেওয়াটা জাস্টিফাই করছে (মানে বিজেপিকে ভোট যে দিয়েছে সেটার একটা কোথাও তো জাস্টিফাই করতে হবে, এটা সেরকমই একটা চেষ্টা মনে হয়েছে)।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন