এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | 236712.158.786712.145 | ০৩ অক্টোবর ২০১৯ ১৩:৩১384215
  • লেখক পাঠকের যুগলবন্দী-ই কোনো অতি ছোট্ট কিন্তু গভীর লেখাকে সম্পূর্ণ করে। কিন্তু আজকের পাঠকের এত সময়ই বা কোথায়, ধৈর্য অথবা ইচ্ছেই বা কোথায় লেখকের অব্যক্ত কথাগুলোকে খুঁজে খুঁজে পথ হাঁটার? সবাই যে গোলগাল বস্তু চায়।
  • | 236712.158.1234.135 | ০৫ অক্টোবর ২০১৯ ০৮:১৯384216
  • শক্তিপদ রাজগুরু র গল্প থেকে তৈরি আরেকটি সুপারহিট সিনেমা
    " অনুসন্ধান" এবং এর হিন্দি ভারসান " এক বরসাত কি রাত"

    অমিতাভ, অন্ধ রাখী, উৎপল দত্ত আর সবাই ছাড়িয়ে কালীবাবু আমজাদ খান।
    "আমার স্বপ্ন যে সত্যি হল আজ", " ফুল কলি রে ফুল কলি ", " আর সবাই কে ছাপিয়ে " ফেঁসে গেল ফেঁসে গেল কালীরামের ঢোল "
  • | 236712.158.1234.135 | ০৫ অক্টোবর ২০১৯ ০৮:২৮384217
  • রমাপদ চৌধুরীর ছোট গল্প ( নাম টা বাড়ি তে ফিরে লিখে দেবো)। অবলম্বনেে সুপারহিট সিনেমা "মাদার"।
    অমল পালেকার, শর্মিলা আর তৃতীয় নায়ক?

    মান্না লতার ওয়ান অফ বেস্ট রোমান্টিক গান " এই বৃষ্টিতে ভিজে মাঠে"।
    "'এক যে আছে রাজপুত্তর ", " হাজার তারায় আলোয় ভরা" ইত্যাদি অসাম গান
  • avi | 236712.158.1234.155 | ০৫ অক্টোবর ২০১৯ ০৯:৩৩384218
  • কালীঝোরার আগের যে জায়গায় এই অনুসন্ধান ছবিটির শ্যূটিং হয়েছিল, সে স্থান এখন দেখলে কান্না পায়। ড্যাম, রাস্তার কাজ, গাড়ির মিছিল, জলশূন্য তিস্তা - সব মিলিয়ে সে এক ক্যডাভারাস কাণ্ড।
  • Kaju | 236712.158.455612.30 | ০৫ অক্টোবর ২০১৯ ১১:০৩384219
  • পাখিদের রং ঐইই নিলাভোওও
    এতো খুশি কাকে আর মিলাবো

    কি অখদ্দে যে লিরিক্স।
  • | 236712.158.1234.155 | ০৫ অক্টোবর ২০১৯ ১৯:৩৮384220
  • এত খুশী কাকে আর মিলাবো নয়, বিলাবো।
  • Kaju | 236712.158.455612.30 | ০৫ অক্টোবর ২০১৯ ২১:৩৩384221
  • ঐ হল আর কি। পচা গান আরো পচে গেছে। আজকাল আর এসব সইতে পারিনে।
  • ন্যাড়া | 237812.68.234512.178 | ০৫ অক্টোবর ২০১৯ ২২:০৫384222
  • নীলাভ-র সঙ্গে বিলাবোর মিল খুবই ইনোভেটিভ ও আধুনিক।
  • Kaju | 124512.101.780112.71 | ০৫ অক্টোবর ২০১৯ ২২:৫৭384223
  • মিলের কথা যদি ধরতে হয় তবে

    "মেরে হাত মে হ্যায় গুলাব
    পিলায়ে পিলায়ে এক গিলাস জুলাব"

    চুপকে চুপকে সিনেমায় কেষ্ট মুখুজ্যের এই অবিস্মরণীয় পদ্যটির সুগভীর ব্যঞ্জনা ও অন্ত্যমিলকে এগিয়ে রাখব।
  • r2h | 236712.158.455612.30 | ০৫ অক্টোবর ২০১৯ ২৩:২২384225
  • উফ কাজু যে কি করে, অনেক ভেবে ভেবে মনে করলাম পাখি নয়, আকাশের রং নীলাভ, আর খুশি বিলাবো। কিন্তু লিরিক হিসেবে বিটকেল তাতে সন্দেহ নেই। ইন ফ্যাক্ট স্বর্ণ যুগের গান টান বলে যেসব চলে তাদের বেশীরভাগেরই অতি অখাদ্য লিরিক। (সৈকতদা ক বছর আগে ভালো ভালো গানের লিরিক নিয়ে খুব ভয়ানক রকম ব করেছিল, ঐটা খুঁজতে হবে)

    বাড়ির সামনে দিয়ে মরণযাত্রা, এই গানটা শুনে আমি প্রথম ভেবেছিলাম হাসির গান। তারপর শুনি নাকি খুব করুণ। আরেকটা গান আছে, ডক্টর সেন আমি কী আর বাঁচবো (বা ঐরকমই কিছু)। খুবই জটিল কঠিন জিজ্ঞাসা, কিন্তু গান হিসেবে কেমন গোলমেলে। আক্ষরিক অর্থেই জীবন/মরণমুখী।

    তবে আবার ভাবি এইসব গান, এত লোকের ভালো লেগেছে, এত বছর ধরে লোকজন শুনছে, এক হিসেবে কালজয়ী তো বটেই, এসবেরও একটা বড় রকম সার্থকতা নিশ্চয় আছে। শিল্পের জনপ্রিয়তা এবং সার্থকতা - এই দুইয়ের বিরোধ ইত্যাদিতে যাচ্ছি না, কিন্তু তবু।
  • | ০৬ অক্টোবর ২০১৯ ০০:১৩384226
  • আমি আবার শুনতাম
    'এত খুশী কাকে আর কিলাবোও'

    আরেকটা ছিল সেই 'তোমার সেদ্ধপাটি হাসি: ইত্যাদি।

    তারপরে 'চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি'। শুনে প্রথমে ঘাবড়ে গিয়ে ভাবলাম প্রেমিকা মনে হয় গাছে ঝুলে আত্মহত্যা করেছেন তাই চাঁদ দেখতে গিয়ে প্রেমিক সেইটে দেখে হায় হায় কিরছেন। পরে শুনি এটা নাকি তা নয়।

    হুতো নিশ্চয় আমার গানতুতো ভাই।
  • | 236712.158.1234.135 | ০৬ অক্টোবর ২০১৯ ০৫:১৯384227
  • কিন্তু মুশকিলটা অন্য জায়গায়।

    এই এই বিটকেল লিরিক র গান ৫০/৬০ বছর পরেও শোনে এবং ভালোবেসে।

    অন্য দিকে অসম্ভব "স্মার্ট", " বুদ্ধিদীপ্ত, " জীবনমুখী" গানের কয়েকটি বাদ দিয়ে ক বছর পর লোকে তার কথা লোকে মনে রাখে না।

    স্ববিরোধ কিনা বলা যাচ্ছে না তবে এককথায় সামারাইজ করলে

    ১।পুরোনো
    "গ্যা দগেদে",
    " ভুলভাল" " লিরিকওয়ালা" গান স্বমহিমায় এখনো উজ্জ্বল ( লতা/ মান্না/ আশা/ হেমন্ত/ সন্ধ্যা/প্রতিমা ইত্যাদি )

    ২। অন্যদিকে "ঝকঝকে" "স্মার্ট", "অসম্ভব ভালো লিরিক" ওয়ালা গান ( সুমন/শিলাজিত/নচি/ অঞ্জন দত্ত ইত্যাদি)
    গুলো কালের বিচারে চরম ব্যর্থ
  • | 236712.158.1234.135 | ০৬ অক্টোবর ২০১৯ ০৫:২৪384228
  • "তোমার বাড়ির সামনে দিয়ে তোমার মরণযাত্রা যেদিন যাবে " গানটি পুলক বাবু (?) প্রথমেে অনেক চেষ্টা করেছিলেন মান্না দে দিয়ে গাওয়াতে। কিন্তু মান্না ওই গাইতে কিছুতেই রাজি হন নি।

    শেষে " তুমি কতো সুন্দর(?)" সিনেমা য় কিশোর ওটি গান।
  • avi | 236712.158.1234.155 | ০৬ অক্টোবর ২০১৯ ০৭:০৫384229
  • ইয়ে মানে, সুমন বা অঞ্জন দত্ত কালের বিচারে চরম ব্যর্থ বলা যাচ্ছে কী করে? পঁচিশ তিরিশ বছর পরেও তো দিব্যি লোকজন শুনছে, কথাবার্তায় উঠে আসছেন, গানের জগতে পরিচিত নাম হিসেবেই থাকছেন, কলামন্দিরে গান শোনাতে গেলে লোকজন আসছে, নিয়মিত গাল টালও খান, এগুলো তো সব সাফল্যেরই নিদর্শন। প্রসঙ্গত, নব্বইয়ের দশকেই মনে হয় সত্তরের গান কালোত্তীর্ণ ধরনের বলা হত।
  • Kaju | 236712.158.565612.241 | ০৬ অক্টোবর ২০১৯ ০৮:৫১384230
  • ৫০ ৬০ বছর পরে হেমন্ত মান্না অনেক তাজা। কিশোরের আর ডির যেগুলো মেলোডি সেইগুলো। এইসব বাজে গোঁজামিলের গান গুলো না। তবে এটা মানতেই হবে গানের লিরিক্স এখন অনেক ভালো। সুর সবসময় না। আর হিন্দি তো অন্য লেভেলে আজকাল অনেক সময়েই। কথা সুর। সুফি ফোক তো প্রায়ই।
  • | 236712.158.1234.135 | ০৬ অক্টোবর ২০১৯ ১৫:১২384231
  • অভী, সুমন / অঞ্জন দত্ত বেশির ভাগ কিন্তু নয়, কয়েকটি, যার কথা আমি বলেছি।

    পুরোনো দিনের
    লিরিক্সের খামতি সুর আর কন্ঠ পুষিয়ে দিয়েছে।

    তবে পুরোনো দিমের বেশ কিছু লিরিকস ও অসাধারণ, মানতে ই হবে
  • Kaju | 124512.101.780112.173 | ০৬ অক্টোবর ২০১৯ ১৯:৫২384232
  • লিরিক্স খারাপ হল ৮০ র দশকের শেষ থেকে। সিনেমার গানের।
  • Atoz | 890112.162.893423.166 | ০৬ অক্টোবর ২০১৯ ২২:৪৭384233
  • "ওই নীল পাখিটাকে পাখিটাকে পাখিটাকে"--- কী লিরিক!!!!! ঃ-)
  • Kaju | 236712.158.455612.162 | ০৭ অক্টোবর ২০১৯ ১৩:৩৮384234
  • না সেটা ঠিক। দেদার নীল গগনে কোথায় পাখিকে খুঁজে পাবে বেশীক্ষণ? ঐ গান শুনেই তো ফুড়ুৎ হয়ে যাবে।
  • | 236712.158.1234.135 | ০৭ অক্টোবর ২০১৯ ১৭:২৪384236
  • " একটা দেশলাই কাঠি জ্বালাও, তাতে আগুন পাবে"
  • Kaju | 236712.158.455612.210 | ০৭ অক্টোবর ২০১৯ ১৯:০৩384237
  • বোতিন্দার এই গানটা ভাল্লেগেছে!! আর ঐ গানটা - "এমন মধুর সন্ধ্যায় একা ক্কি থাক্কা যাআআআয়"? একান্তো আপন সিন্মার।

    "লোক্‌খিটি দোহাই তোমার আঁচল টেনে ধোরো না, লোকে দেখলে বলবে কি দুষ্টুমি আর কোরো না" -
    এইটা? এইটা শুনলে আমার ঠাম্মা নাকি বলত আমার সদ্যবিবাহিতা মাকে "দেখছ বৌমা কিসব অসব্য গান বেরিয়েছে !"
  • | 236712.158.1234.155 | ০৭ অক্টোবর ২০১৯ ১৯:২৩384238
  • আশা ভোঁসলে গলা জাস্ট জিনিস।

    " চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, তুমি তো আমার ই ছিলে, আজ কত পর যে"
  • পদে পদে মিল খুঁজে গুণে দেখি | 347812.245.4556.6 | ০৭ অক্টোবর ২০১৯ ২১:২৪384239
  • পা চালাও তাড়াতাড়ি ঘন মেঘ গর্জে
    মোবাইলটা তাড়াতাড়ি দিয়ে রাখো চার্জে
    পোড়া দেশ ডুবুডুবু হলো ধার কর্জে
    কী দারুন টিনটিন এঁকেছেন হার্জে।
  • Lambda | 236712.158.786712.59 | ০৭ অক্টোবর ২০১৯ ২৩:৪৩384240
  • বন্ধুগণ, সিনেমা কিন্তু এখন সাহিত্যের হাত ছেড়ে বেরিয়ে পড়েছে।সিনেমাএখন আর শুধু গল্প বলে না।
    তবে রিসেন্টের মধ্যে সাহিত্য থেকে সিনেমার সফল ট্রানজিশন মনে পড়ছে গন গার্ল।বই আর সিনেমাটা দুটোই সকলে পড়ুন/দেখুন।সিনেমাটা প্রেফারেবলি আগে দেখলে ভাল হয়।
  • Atoz | 237812.69.4545.147 | ০৮ অক্টোবর ২০১৯ ০০:৫৪384241
  • এই যে সিনেমার মধ্যে মাঝে মাঝেই এরকম "আঁচল টেনে ধোরো না" টাইপের গান (এখনকার দিনে ব্যান্ডের গান যেমন সেই "সোম্বার সহ্‌কালে ঢেউ তোহ্‌লা আহ্‌লে" টাইপ ), এসব কি উপমহাদেশের সিনেমার বৈশিষ্ট্য? বাংলা হিন্দি তামিল মালয়ালি ইত্যাদি ভাষার সিনেমার? ইংরেজী সিনেমায় এরকম দেখেছেন কেউ?
  • | 236712.158.1234.155 | ০৮ অক্টোবর ২০১৯ ০২:১৬384242
  • রাহুলের সুরে আশার " আঁচল টেনে ধরো না" কিন্তু আধুনিক গান আটোজ। ফিল্মি নয়।
  • Atoz | 237812.69.4545.151 | ০৮ অক্টোবর ২০১৯ ০৩:৫১384243
  • গান আর নাচ। মাঝে মাঝেই নানারকম গান। আর গানের সঙ্গে শয়ে শয়ে লোক এসে নাচতে থাকা। বাংলা আর হিন্দী সিনেমার আন্তরিক নিবেদন। ঃ-)
  • lcm | 237812.68.234512.178 | ০৮ অক্টোবর ২০১৯ ০৫:২৯384244
  • তা কেন, কিছুদিন আগে হয়েছিল হলিউড সিনেমা La La Land - তাতে তো সিনেমার মাঝখানে অনেক গান - শুরুতে লস এঞ্জেলস-এর ফ্রি ওয়ের ওভারবৃজের ওপর নায়ক নায়িকার গান। এই সিনেমা তো অনেক পুরস্কারও পেল।
  • Kaju | 236712.158.453423.33 | ০৮ অক্টোবর ২০১৯ ০৭:১৬384245
  • না না আঁচল টেনে ধোরো না তো পুজোর সময় বেরিয়েছিল সেবার।

    তখন তো ৫ ৬ টা ওরম গান গুঁজতে হতই, নায়ক নাইকা লিপ মিলিয়ে বিচ্ছিরি নেচে নেচে নয়ত হাত ধরাধরি করে গাইবে। এখন গান সিনেমাকে এগিয়ে নিয়ে যায় আবহে বাজে কোলাজ করে দৃশ্য। সেটা বেটার। বেকার ঐ হাদ্ধরাধরি লিপ মেলানো আর পোষায় না। বোর হতাম বড়।
  • Atoz | 237812.69.4545.151 | ০৮ অক্টোবর ২০১৯ ০৭:১৮384247
  • আইডিয়া চুরি করেছে। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন