এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • র‌্যাগিং: সমর্থনযোগ্য?

    Samik
    অন্যান্য | ২০ এপ্রিল ২০০৭ | ১৯২৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | 67.111.229.98 | ২০ এপ্রিল ২০০৭ ২০:০৮385859
  • সবচেয়ে আশ্চর্য্য ব্যাপার হল যে গ্রুপকে র‌্যাগিং করা হয়নি তারাই এ ব্যাপারে অতি উৎসাহী হয়। আমরা করিনি এবং উঠিয়ে দিতে চেয়েছি কিন্তু পরের ব্যাচ অত্যন্ত বেশি করে করে এবং আমাদের মানা করা তারা পরোয়াও করেনি । এই একই অভিজ্ঞতা আমার বরেরও আর এখানেও অনেকেরই মনে হয়।

  • Arijit | 82.39.156.102 | ২০ এপ্রিল ২০০৭ ২০:৩৪385860
  • উইকি থেকেই আরো একটু -

    Similar but not exactly the same as the practice of 'hazing' in Western countries, ragging is a colonial legacy in the Indian sub-continent. The literal meaning of the word "ragging" is 'to tease'. Ragging is done ostensibly to 'break the ice' between 'seniors' and 'freshers'. In theory, it is said to be a means of 'interaction', but in practice it is more than that. Ragging, often explained away as a tradition, gives senior students unfair opportunity to control, abuse and exploit freshers, and derive sadistic pleasure, the sort that they will never again be able to.

    Ragging is justified by the seniors in the following ways. Some say that it helps to boost self-confidence in oneself, whereas others say that ordinary, unragged freshmen need some "motivation" to stay together and develop the qualities needed to stay in the college community. It can also be a means to "shape up" an unruly or ostentatious junior,if the senior deems the former as one.


    এই প্যাটার্নটাই তো দেখলুম।
  • Arijit | 82.39.156.102 | ২০ এপ্রিল ২০০৭ ২০:৩৮385861
  • আরো একটা -

    Ragging is a systemised form of human rights abuse in educational institutions in South Asia, the worst forms of which are found in engineering, medical and military colleges. It is committed by ?senior? students (those in second year or higher) upon ?freshers? or first-year students. The forms and traditions of ragging may vary from one place to another, but the greatest common factor in ragging in any educational institution is the creation of an environment of constant fear and intimidation for freshers, wherein even the air they breathe becomes ?Kafkaesque?; every bit of matter around them is their enemy. As part of this effort, freshers are used, one, as slaves and two, as objects of torture. The first element involves carrying luggage, cleaning rooms, fetching daily necessities, doing long assignments for seniors. The system is carefully drilled into their minds. They are told the rules of ragging: never ask questions, never smile, always look at the third button of your shirt, address seniors with the title ?Sir?, etc. This is the base on which the superstructure of mental, physical and sexual abuse is built, what may in totality be called mental rape. Sexual abuse is one of the most prevalent forms of ragging. This ranges from asking freshers to undress (?stripping?) to male rape. Even socalled ?verbal ragging? is sexual in nature: sing pornographic limericks, describe how one?s parents would copulate. The ragger adopts a bullying, bellowing persona, his language is terse and insulting, with the object of imposing a hierarchy between the abuser and the abused. Ragging is conducted during a fixed period in every institution, which may range from one day to the whole year-the norm being about a month or two, depending upon the tradition of ragging in that institution. Such traditions are not formed by institutions but by students and are thus very fluid within a batch of raggers, and across successive generations of raggers. Once the period is over, enemies suddenly become friends: the beginning of this new relationship is often a fresher?s party. Seniors then go out of the way to help the freshers they ragged. They become their guardians. But before this can happen, innumerable freshers already suffer from stress and trauma, and may thereafter continue to suffer from post-traumatic stress disorders. Many leave the institution and some commit suicide. But most survive ragging, and are taken aback with this transformation of enemy to friend, and are only too happy to forget their trauma and move on. Ragging is thus the fresher?s passport to joining the college/hostel community, and many suffer ragging precisely because they wish to ?belong?. Those who rebel against it are promptly ostracised; retribution may also take the form of harsher ragging, greater harassment and physical/sexual assault, leading to fatal injuries, in rare cases even murder! But even those who ?survive? ragging are victims: they are co-opted into a system of abuse and exploitation. Ragging legitimises violence and promotes violent, oppressive, sadistic instincts in people who had lived cocooned lives under the care of their parents till they arrived in an outstation hostel. Studies have shown that students of medical and engineering colleges are also given to a higher amount of smoking, alcoholism and drug abuse all of which the fresher is initiated to, through ragging. It has also been found that the degree of ragging that is perpetrated is directly proportional to the amount of ragging the perpetrator has himself gone through. This generalisation, however, may not be true in all cases. This may also be a justification that the ragger may use. This also explains why raggers should not be ?othered?; a ragger is a criminal by law, but raggers are also people like us, they are not juvenile delinquents. The doctor who saves hundreds of lives, the company executive who can move the stock exchange, and the engineer, who builds bridges, may have been terrible raggers in college. He may tell you something clichéd like ?Ragging can be fun in limits?, trying to forget how he abused a fresher to satisfy his own ego, and how the fresher was traumatised enough to commit suicide or leave the institution. Similar but not the same as the practice of ?hazing? in Western countries, ragging is a colonial legacy in the Indian sub-continent. The literal meaning of the word ragging is ?to tease?, but even the dictionary says this is an archaic meaning. Ragging is conducted ostensibly to ?break the ice? between seniors and freshers. In theory, it is said to be a means of interaction of ?getting to know each other?, but in practice it is anything but that. Ragging, as we know it in India is a ?tradition? that gives senior students an unfair opportunity to control, abuse and exploit freshers and derive sadistic pleasure. The law clearly states that ragging is a crime, and this is how the Supreme Court of India defines it; broadly speaking, ragging is: ?Any disorderly conduct whether by words spoken, or written, or by an act with the effect of teasing, treating or handling with rudeness any other student; indulging in rowdy or in-disciplined activities which causes or is likely to cause annoyance, hardship or psychological harm or to raise fear or apprehension thereof, in a fresher or a junior student, or asking the students to do any act or perform something which such student will not do in the ordinary course and which has the effect of causing or generating a sense of shame or embarrassment so as to adversely affect the physique or psyche of a fresher or a junior student.? ?The cause of indulging in ragging is deriving a sadistic pleasure or showing off power, authority or superiority by the seniors over their juniors or freshers.? Every fresher gets ragged by hundreds of seniors, and even the mildest of ragging can be very unpleasant precisely because so many people do the same thing to you, again and again, day and night. The strength of the raggers is that they are all united in abusing freshers, and they are familiar with the rules, customs and environment of the hostel, and this knowledge becomes a tool of enforcing power equation.

    সুত্র - http://www.ststephens.edu/ststephens/httpdocs/magazines/stephanian04/english/Whatis.htm
  • Arijit | 82.39.156.102 | ২০ এপ্রিল ২০০৭ ২০:৪৩385862
  • ধেত্তেরি - এটা তো দেখছি উইকি থেকেই টোকা।
  • appan | 193.134.170.35 | ২০ এপ্রিল ২০০৭ ২০:৪৫385864
  • Quote গুলো "?' হয়ে যায় কেন পেস্ট করলে? :-)
  • Arijit | 82.39.156.102 | ২০ এপ্রিল ২০০৭ ২০:৫৩385865
  • এটা আমার কাছে অন্যতম সেনজিটিভ টপিক, কারণ একটা সময় প্রচণ্ড লড়েছিলাম এটা আটকানোর জন্যে - নিজে দেখেছি বলে। সেই আটকাতে গিয়ে বন্ধুর সঙ্গে লড়তে হয়েছে - আক্ষরিক অর্থে। তাই আরো একটা লিংক - http://india.indymedia.org/en/2004/07/209581.shtml
  • Suvajit | 203.51.52.147 | ২০ এপ্রিল ২০০৭ ২১:০৯385867
  • আমাদের ব্যাচে বোধহয় আমাকে ম্যাক্সিমাম র‌্যাগ করা হয়েছিলো। আসলে আমি তখন প্রচুর গাঁট জনতা ছিলাম। এটা করতে বলছে করছি, ওটা বলছে করছি, আধ ঘন্টা রেডিওতে খবর পড়ার সঙ্গে নাচতে হয়েছিলো, এক ঘন্টা মেট্রো রেল খেলতে হলো, কিন্তু যখন মুড না থাকবে আমাকে শত চেষ্টা বা ধমক ধামকেও কিছু করানো যাবে না (যেত না)। তা এই ব্যাপারটা কিছু সিনিয়রের চোখে নিতান্ত দু:শাহস বলে মনে হয়েছিলো। আমার মাথায় লাইট ট্রেসের কাঁচ ভাঙ্গা হয়েছে, কান ও কপাল কেটে রক্ত ভেসে গেছে, সিনিয়ররাই তরিঘড়ি ডেটল ফেটল লাগিয়ে দিয়েছে। গুরুতর সমস্যা হলো আমার চশমা নিয়ে, আমার ফোটোক্রোমাটিক লেন্স ছিলো, রোদ পড়লে কালো হয়ে যেতো, সিনিয়ারেরা ভাবলো আমি সানগ্লাস পড়ে কলেজে যাচ্ছি, অক্ষমনীয় অপরাধ। তাই জি এফের আগের দিন রাত্রে আমার সমবেত বিচার হলো, শাস্তি ৫০০ ওঠবোস। আমিও গাঁট। অন্য কেউ হলে গোটা ২০ করে কান্নাকাটি নাটক করে ব্যাপারটা কাটিয়ে দিতো, আমি ওদের কাছে (পড়ুন ঐ অত্যাচারি সিনিয়ারদের কাছে) মাথা নিচু করবো না বলে, গুনে গুনে ৫০০ টা ওঠবোস করেছিলাম। তার পর তিন সপ্তাহ আমি ভালো করে বসতে পারতাম না, চলতে পারতাম না, পায়খানায় বসতে গিয়ে চোখে জল চলে আসতো।
    সবাই ভেবেছিলো পরের বছর বদলা নেবার জন্য আমি ভয়ঙ্কর র‌্যাগিং করবো। কিন্তু আমি কিচ্ছু করি নি, জাস্ট কিচ্ছু না, এই নতুন বোকা বোকা চেহারার ছেলেপিলেদের এই বাঁদর নাচ নাচাবার আনন্দটা আমার ভীষন immatured লাগতো। তবে র‌্যাগিং এ বাধাও দিই নি, নিরামিষ র‌্যাগিং হচ্ছে দেখলে উৎসাহ দিয়েছি, সি পি র অ্যান্টি র‌্যাগিং গ্রুপকে বুঝিয়ে নয়ত খিস্তি মেরে তাড়িয়েছি।
    মূল কথা, স্যাডিসিমটা সকলের মধ্যে থাকে, মওকা পেলে কারও ভীষন ভাবে প্রকাশ পায়, কেউ দমন করতে পারে। এই নিয়ে বিহেভিওরাল সায়েন্সে একটা প্রসিদ্ধ এক্সপেরিমেন্ট আছে।
    দু দল লোককে রিক্রুট করা হলো। এক দলকে বলা হলো তাদের এক মাস জেলের মতো একটা সেটআপে একদল বন্দিকে পাহারা দিতে হবে। আর এক দলকে বন্দি সাজতে হবে। এবার বন্দিরা গড়বড় করলে পাহারাদারেরা তাদের বিভিন্ন ভোল্টেজের বৈদ্যুতিক শক দিতে পারবে। এই বন্দিরা এক্সপেরিমেন্টের বিষয়ে জানে, গন্ডোগোল করে আর শক দিলে শকের মাত্রা অনুযায়ী আর্তনাদ করে। আসলে শকটা ফাঁকি, বিভিন্ন বোতাম টিপে পাহারাদারেরা ভাবছে যে শক দিচ্ছে আর বন্দিরা আর্তনাদের নাটক করছে। এই পাহারাদারদের সমাজের সমস্ত স্তর থেকে নেওয়া হয়েছিলো, দেখা গেলো যারা বাইরের জীবনে আপাতনীরিহ তারাই ৮০ ভোল্ট, ১০০ ভোল্ট, ১২০ ভোল্টের শক দিতে পিছপা হচ্ছে না।
    তাই মানুষের দমনেচ্ছা বেসিক ইন্সটিঁক্ট।

  • Ishan | 130.36.62.139 | ২০ এপ্রিল ২০০৭ ২২:৫৯385869
  • কোনো সন্দেহ নেই বিই কলেজে যা র‌্যাগিং হত, এখন হয়না শুনেছি, সেটা একটা চূড়ান্ত বাজে ব্যাপার। সেটাকে শেষমেশ হস্টেল আলাদা করে আটকাতে হল, আমরা নিজেরা বন্ধ করতে পারলামনা, সেটা আরও লজ্জার। পনেরো দিনের র‌্যাগিং পিরিয়েড আসলে একটা ট্রেনিং পিরিয়েড ছিল, যার শেষে ছেলেমেয়েরা শিখে যেত, যে, উপর তলার লোকেদের সামনে কিকরে সর্বদা মাথা নিচু করে থাকতে হয়, আর নিচের তলার লোকেদের কিভাবে দাবড়াতে হয়। সোসাইটি আমাদের এমনিতেই এই সুশিক্ষাটুকু দেয়, সেই শিক্ষার ভিত আরও জোরদার করা হত আরকি।
  • tan | 131.95.121.129 | ২০ এপ্রিল ২০০৭ ২৩:০৩385870
  • আহা ঈশেন,
    শিক্ষার কোনো শেষ নাই।
  • dd | 58.68.81.3 | ২০ এপ্রিল ২০০৭ ২৩:১৩385871
  • সবার উপরে আমাদের ঈশেন সত্য। তাঁহার উবরে নাই।

    এতোক্ষনে ঠিক কথা কইলে। র‌্যাগিং শেখায় আনুগত্য। রাজার হুকুম নির্বিচারে মেনে যাওয়ার শিক্ষা।

    যারা বি ই কলেজের র‌্যাগিংএর বাড়াবাড়িতে সন্ত্রস্থ তাঁরা একবার NDA মানে মিলিটারী একাদেমীর র‌্যাগিংএর গপ্পো শুনবেন। জানবেন যে ওখানে র‌্যাগিং প্র্যাকটিক্যালি কারিকুলামেরই অন্তর্গত:। কেননা সেখানে উপরওয়ালার প্রতি আনুগত্য আরো জরুরী।
  • tan | 131.95.121.129 | ২০ এপ্রিল ২০০৭ ২৩:১৮385872
  • আরে সব্বোনাশ!
    মিলিটারি অ্যাকাডেমি? এদের তো শুনিচি মেডিকেল উইং ও আছে!
    সেখেনে করে কি?
    জলের ট্যাংকে পেচ্ছাপ করায়?(এদের গেস্ট হাউসে খাওয়া দেখছি একেবারে অনিরাপদ!)
    তিনতলার ছাদ থেকে পাশের বাগানে ঝাঁপ দেয়ায়?
  • tan | 131.95.121.129 | ২০ এপ্রিল ২০০৭ ২৩:২৬385873
  • অন্যান্য দেশে? মানে অন্যান্য দেশের মিলিটারি অ্যাকাডেমিতে? সেখানে কি হয়?
    ধরণীনাথের কৃপায় তো কোনো দেশই মিলিটারিশূন্য না!:-)))
    ধরুন গিয়ে চীনের মিলিটারি ইস্কুল, বর্মার মিলিটারি ইস্কুল, ফিজির মিলিটারি ইস্কুল?
    ধরুন গিয়ে উরোপ আম্রিকার মিলিটারি ইস্কুল?
    সবেতেই কি কারিকুলামে র‌্যাগিং থাকে?
  • tan | 131.95.121.129 | ২১ এপ্রিল ২০০৭ ০০:২২385874
  • ক্যালানেচন্ডী
    বাঁধো হে গন্ডী
    কোথা সে দন্ডী
    আসিবে কবে?

    ভাঁজিছে ডান্ডি
    লোন্ডা লৌন্ডী,
    গুন্ডা গুন্ডী
    ভরিবে ভবে?
  • J | 77.56.83.48 | ২১ এপ্রিল ২০০৭ ০০:৩১385875
  • এতক্ষণে একটা জিনিস বুঝলাম, আমরা কোনোদিন র‌্যাগিং করিনি বা র‌্যাগড্‌ হইনি। কারণ যে সব কদর্য র‌্যাগিং এর উদাহরণ এখন পড়লাম, সে তুলনায় আমার সেই র‌্যাগিং কোনো র‌্যাগিং ই নয়।
  • ayan | 155.201.35.50 | ২১ এপ্রিল ২০০৭ ০১:১৩385876
  • এই শুভজিত (দা?) কে কি চিনি?? কোন বছর পাস আউট বলো তো??

    সি পি র Anti ragging group টা কিছু মনে পড়ালো

    অয়ন
  • Arijit | 82.39.156.102 | ২১ এপ্রিল ২০০৭ ০১:১৭385877
  • আমার বছর তিনেক আগের - সম্ভবত:
  • m | 71.239.32.103 | ২১ এপ্রিল ২০০৭ ০১:২৫385880
  • আমাদের ছানাকে আমেরিকার একটি পাঁচ তারা মার্কা ডে -কেয়ারে দিয়েছিলাম।তখন তার ২৫ মাস বয়েস।ডে-কেয়ারে সে ছিলো সব চাইতে সুবোধ বাচ্চা।আমাকে আঁকড়ে ধরে সে প্রায় দিন ই বাড়ি ফিরে আসতে চাইতো,একদিন দেখি সারাজামায় রং,বল্লো ইয়েলো কালার বেবি( সে একটা হলুদ জ্যাকেট পড়তো) দিয়েছে।সারাদিন ই বাড়িতে সে অ্যাভেন নাম্‌ক সেই হলুদ বেবির কথা বলতো।আমরা হাসাহাসি করতাম,ঐ দেখো গুরু খুঁজে নিয়েছে- একদিন জানলায় দাঁড়িয়ে আছি,আমার চোখের সামনে তিন ফুট উঁচু স্লাইড থেকে অ্যাভেন ওকে মারলো এক ধাক্কা।(টিচার তখন অন্য দিক ফিরে গল্প করছিলো)।আমি ওখানে দাঁড়িয়ে তখন ঠকঠক করে কাঁপছি।ছেলে খুব কাঁদছে দেখলাম।তার দশ মিনিটের মধ্যে আমরা দুজনে স্কুলে গেলাম।আমি কি দেখেছি বলায় ভদ্রমহিলা অপ্রস্তুত হয়ে গেলেন।ছেলে আগেই যেতে চাইতো না,এরপর থেকে সকালে স্কুলে যেতে হবে শুনলেই হিস্টিরিয়া আক্রান্ত মানুষের মত করতে থাকতো। স্কুলে যাওয়া বন্ধ করার পর ও বহুদিন পর্যন্ত সেই শক সে সামলাতে পারে নি।
    কাল হঠাৎ সন্ধ্যে বেলা খেতে খেতে বল্লো,তুমি তো স্কুলে যেতে,স্লাইডে ও চড়তে,he is pushing me...
    আমরা শুনে হতবাক।
    জানিনা,ছেলে এই ক্ষত নিয়েই সারাজীবন চলবে কিনা।
  • Sh | 141.218.214.213 | ২১ এপ্রিল ২০০৭ ০১:২৫385878
  • যে কোনো র‌্যাগিংই র‌্যাগিং। যে মদ খায়না তাকে মদ খেতে বাধ্য করা, যে সিগারেট খায়না তাকে সিগারেট খেতে বাধ্য করা, যে একা থাকতে ভালোবাসে তাকে জোর করে নাচানো অবশ্যই মানবাধিকার লঙ্ঘনের মধ্যে পড়ে।

    আমার ভাই কোন একান্ত ব্যক্তিগত কারনে প্রতিজ্ঞা করেছিল কখনো সিগারেট খাবেনা। প্রতিজ্ঞাটা খুব অদ্ভুত লাগতেই পারে, কিন্তু ওর কাছে এটা সিরিয়াস ইস্যু। ওকে যখন কলেজে সিগারেট খেতে বাধ্য করা হয় তখন ও লাঙস খারাপ, হার্টের অসুখ আছে ইত্যাদি বলে পার পায়। ও বেশ ভালো অভিনয় করতে পারে। কেউ ধরতে পারেনি। কিন্তু প্রশ্নটা হল যার সিগারেট বা মদ খেতে ইচ্ছে করছে না তাকে জোর করে খাওয়ানো হবে কেন? হোস্টেলে মদ না খেলেই খোরাক হতে হবে। কোন যুক্তিতে এটা হিন্দু বাড়িতে বিফ খেলে প্রাচীনাদের চোখ রাঙানির থেকে আলাদা?
  • Arijit | 82.39.156.102 | ২১ এপ্রিল ২০০৭ ০১:৪০385881
  • এই ধরণের bullying ঠেকানোর জন্যে স্কুলের তরফ থেকে চেষ্টা করে বলেই মনে হয়। সরকারী লেভেলেও চেষ্টা আছে। পেরেন্টস নাইটে আমাদের জিগ্গেস করেছিলো এইসব নিয়ে - পেরেন্টসদের ইনভলভ করাতে চায়। এই bullying ব্যাপারটা প্রচণ্ডভাবে বাড়ির পরিবেশের ওপর নির্ভর। Supernanny-তে দেখবে চার-পাঁচ বছরের বাচ্চা কি অবলীলায় মা-কে বা বাবা-কে চার অক্ষরের শব্দ বলছে - তার কারণ হয়তো সেই শব্দগুলো অনবরত বাড়িতে শুনছে সে। বাড়িতে যদি ডোমেস্টিক ভায়োলেন্স দ্যাখে তাহলে সেই বাচ্চার bully হওয়ার প্রবল চান্স।

    কিন্তু ভালোর দিকটা হল এই bullying-কে কেউই ডিফেন্ড করেন না।

    কিন্তু র‌্যাগিংকে করেন অনেকেই। সেটা আমার সবচেয়ে শকিং লাগে। অল্প হোক, বেশি হোক, মানসিক হোক কি শারীরিক, আমার কাছে এটা বেসিক অধিকারভঙ্গের ইস্যু।
  • Moloy | 207.45.43.68 | ২১ এপ্রিল ২০০৭ ০১:৪৪385882
  • লোকজন কে নেহাত স্মার্ট বানানোর জন্য র‌্যাগিন এর দরকার আছে বলে মনে করি না। তা সে যেকোনো ভাবেই হোক না কেন ।

    তবে হ্যা নেহাত মজা করার বা আলাপ করার জন্য কিছু নাচ গান বা কিছু বিশেস পদ্ধতিতে খবরের কাগজ পরানো ইত্যাদি হলে মন্দ হয় না । তবে জানিনা এগুলোকে র‌্যাগিন বলা যায় কি না।

    আরে ধুত্তোর এই র‌্যাগিন শব্দ টা কিছুতেই ঠিক ঠাক লিখতে পারছি না যে
  • Moloy | 207.45.43.68 | ২১ এপ্রিল ২০০৭ ০১:৫১385883
  • বি ই কলেজের অনেক জনতা রয়েছে মনে হচ্ছে। আমি ২০০২ পাস করেছি । বাকিরা ?
  • Arijit | 82.39.156.102 | ২১ এপ্রিল ২০০৭ ০১:৫৫385884
  • র‌্যাগিং = ryaagi`m

    আমি ৯৫ পাস-আউট, কম্পু। তুমি?
  • Moloy | 207.45.43.68 | ২১ এপ্রিল ২০০৭ ০১:৫৮385885
  • আমি ইলেক্টনিক্স এর ২০০২ পাস ।

    **র‌্যাগিং-- এবারে হয়েছে ।। ধন্যবাদ দাদা।
  • appan | 80.43.31.99 | ২১ এপ্রিল ২০০৭ ০২:১২385886
  • ঠিক, এটা বেসিক অধিকারভঙ্গের ইস্যু। অন্তত যখন একপক্ষ সেটাকে অধিকারভঙ্গ বলে মনে করতে শুরু করে সেটা অবশ্যই ইস্যু। সেইজন্যই সীমারেখাটা টানা অত্যন্ত জরুরী।

    নিজের সীমিত অভিজ্ঞতার কথা আগেই লিখেছি। হস্টেলে থাকতাম না। হস্টেলে থাকলে আমার অভিজ্ঞতা অন্যরকম হত তাও জানি এবং তখন একবাক্যে "যেকোন র‌্যাগিং সমর্থন করিনা' হয়তো বলতাম।

    ক্যাম্পাসে যেটুকু টুকরোটাকরা র‌্যাগিং-এর কথা বলেছি তাতে আমি মনে করিনি কোনদিন তাতে আমার সাথী সিনিয়রের চেনা পরিচয় বেড়ে গিয়েছে। কোনদিন আমাকে কাউকে দাদা বা স্যার বলে ডাকতে বাধ্য করানো হয়নি। র‌্যাগিং নিয়ে আমাদের (হস্টেল পাবলিকদের কথা জানিনা) সিনিয়ারদের সম্পর্কে কোন রাগ পুষে রাখতে হয়নি এবং আমাদের সম্পর্কেও পরের ব্যাচ পুষে রাখেনি। এটা ঘটনা।

    কিন্তু যেটুকু হয়েছে তাতে আমার কী পরিবর্তন হয়েছে? এক, অনেক ব্যপারে ছুতমার্গ কেটে গিয়েছে, দুই, বেশ কিছুটা ভ্যাদভেদে সাবমিসিভ ভাব আমার এতদিন ছিল সেটার থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম।

    তা এটুকু অন্যভাবেও পরে ঠিকই শিখে নিতাম। তার জন্য ওই টুকরোটাকরা র‌্যাগিং বন্ধ করে দিলেও আমার আপত্তির কিছু নেই। কিন্তু ফাজালামো, খোরাক, বাওয়ালি থেকে কখন র‌্যাগিং-এ টার্ন নেয় সেটা ভগা ন জানন্তি। এটা একটা স্টেটমেন্ট অব ফ্যাক্ট। এটা শকিং হলেও রিয়ালিস্টিক। কারণ শুভজিত একটা দামী কথা লিখেছে মানুষের দমনেচ্ছা বেসিক ইনস্টিক্ট।
  • tan | 131.95.121.129 | ২১ এপ্রিল ২০০৭ ০২:৪৩385887
  • ওরে, ঠাকুর কি বলেছেন? তোরা নিজেকে দম করতে শেখ!
    মানে আমাদের মতন অভাগা পাব্লিকদের উনি বলছেন আরকি,বেসিক দমনেচ্ছা তো আছেই,সে থেকে তো তোর রেহাই নেই,তো সেটাকে নিজেকে দমন করার কাজে লাগা!
    এক ঢিলে মার দুই পাখি।

  • newbie | 128.220.81.51 | ২১ এপ্রিল ২০০৭ ০৩:০০385888
  • কে যেন লিখলেন iit টাইপ র‌্যাগিং মানে কার্নিস,কমোড etc etc, এখন সেটা আর নেই,এখন জানি না anti-র‌্যাগিং কমিটি না ছেলেপিলের শুভবুদ্ধি,র‌্যাগিং কিছুটা হলেও কমেছে(২০০২-এর পর থেকে ,আমার মনে হয়েছে)।মানে নাচা-গানার ওপর দিয়ে যাচ্ছে।আর যারা এরকম কদর্য ভাবে র‌্যাগিং করে,তারা ভবিষ্যতে বন্ধু হয় বলে মনে হচ্ছে না।

    অনেকে যে পয়েন্ট-গুলো দিয়েছেন,পুরোপুরি একমত। saddist-রাই একমাত্র এসব করে,দমনেচ্ছা এটার কারণ,আর কলেজের হস্টেলে সবাই adult,তাই কে স্মার্ট হবে কে হবে না সেটা ঠিক করার অধিকার সিনিয়রদের কে দিয়েছে।

    আমার জীবনের মোস্ট ইনটারেস্টিং র‌্যাগিং -১০ জন ছেলেকে একটা লাইনে দাঁড় করিয়ে বলা হল-এবার একটা progressive sine wave বানাও, তোমাদের মাথাগুলো হল wave-এর ওপরের পয়েন্টগুলো।না পারলে শাস্তি বোধহয় সিনিয়রদের জন্যে ক্যান্টিন থেকে খাবার নিয়ে আসা।কেউ পারেনি।
  • tan | 131.95.121.129 | ২১ এপ্রিল ২০০৭ ০৩:০৩385889
  • খানিকটে ব্রতচারী তাইপ নাচ আর খানিকটে লাঠিখেলা জানলেই পারতো।:-)))
  • tan | 131.95.121.129 | ২১ এপ্রিল ২০০৭ ০৩:০৮385891
  • শালা এইসব ইয়েদের নিয়ে গিয়ে হুমায়ুনের মোতামিয়ার কাছে ছেড়ে দিতে হয়,র‌্যাগিং কাকে বলে দেখে আসবে। কেমন সমর্থন করে বোঝা যাবে।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন