এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • র‌্যাগিং: সমর্থনযোগ্য?

    Samik
    অন্যান্য | ২০ এপ্রিল ২০০৭ | ১৯২৭৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • *.* | 125.133.187.193 | ২১ এপ্রিল ২০০৭ ১০:১০385670
  • এতো খুল্লম খুল্ল বোলেও "ঐ জে কে জেন কৈলো" লিখতে হোলো। নামটা লেখ গেলো না বিপ্লবিনি সাহসিনি? "ঐ জে কে জেন" বেড়াতে জাবেন বোলে এতো দেরীতে বোলতে হোলো? জাতে দেখতে না পান?
    হেহেহেহেহেহেহেহেহেহে খেখেখেখেখেখে :))))))))))))))))))
  • tan | 131.95.121.129 | ২১ এপ্রিল ২০০৭ ২২:০১385671
  • ডট মারা ল্যাংবোট মহায়, আগে নামটাম লন। বানামের মাবাপ হোক, তাপ্পরে নাহয় কথা হবে! কেমন?
    :-)))))
  • Z | 61.2.7.182 | ২২ এপ্রিল ২০০৭ ০০:০৪385672
  • আমার মনে হয়, মিডিয়া যতটা হাইপ করে, র‌্যাগিং সমস্যা অতটাও গুরুতর নয়। মানে, আমি কলেজে ঢোকার আগে আগে, TV দেখে আর খবর পড়ে/শুনে এমন ধারণা হয়েছিল যে, কলেজে ঢুকলেই বুঝি মেরে ফেলবে কি কেটে ফেলবে। গিয়ে দেখি তেমন কিছুই নয়। কেবল একটু ড্রেস কোড, আর অল্পস্বল্প চাটাচাটির প্রশ্ন (যেমন দ্রৌপদীর IUPAC নাম ইত্যাদি)।

    শুধুমুধু সব কলেজের সিনিয়রদের ভিলেন বানানো উচিত নয়।
  • S | 122.162.83.23 | ২২ এপ্রিল ২০০৭ ০০:১৭385673
  • যা তা লেভেলে চলে যাবে, বেল্টের নিচেও ঘা পড়বে, জানাই ছিল।

    যাই হোক, আমি আমার হস্টেলবাসের অভিজ্ঞতার ভিত্তিতেই কিছু কথা বলেছিলাম। আবার বলবও (আপাতত অনেক রাত হয়েছে, এত লম্বা সুতো পড়ে বেজায় ক্লান্ত)।

    আমার বয়েস বত্তমানে তিরিশ বছর। গত তিরিশ বছরে আমি একটাও সিগারেট বিড়ি ছুঁয়ে দেখি নি, কোনওদিন গাঁজা ভাঙ সিদ্ধি ছুঁই নি, মদ আজ পর্যন্ত খেয়েছি টোটাল ... তিন পেগ মত, হুইস্কি ছিল বোধ হয়, তা-ও সে হস্টেল ছাড়ার আড়াই বছর বাদে, মোটরসাইকেল কেনার পর কুন্তী খাইয়েছিল, এবং সেটা স্বেচ্ছায় টেস্ট করার জন্যই খেয়েছিলাম। নিয়মিত চা খাই গত তিন বছর ধরে, তার আগের সাতাশ বছরে সম্ভবত দশ পনেরো কাপের বেশি চা খাই নি।

    এই গতজন্মের নামচায় আমার হস্টেল বাসের চার বছর এবং পেয়িংগেস্টবাসের এক বছরও ইনক্লুডেড। কোনওদিন, কোনও অছিলায় কেউ আমাকে জোর করে নি মদ বা সিগারেট বিড়ি খাবার জন্য, জোর করে কোনওদিন কেউ আমার মুখে ঢেলে / গুঁজে দেয় নি মদ / সিগারেট।

    মোস্ট প্রব্যাবলি আমি র‌্যাগ্‌ড হই নি বা র‌্যাগিং চোখেও দেখি নি।
  • Blank | 59.93.241.193 | ২২ এপ্রিল ২০০৭ ০০:২০385675
  • S তো পুরো শিশু, এলে বেলে দুধ ভাত।
  • S | 122.162.83.23 | ২২ এপ্রিল ২০০৭ ০০:২০385674
  • স্বয়ং মহামতি আইজ্যাক নিউটন বলে গেছেন, 'নামে কী আসে যায়?' প্রত্যুষা নন্দিতা ট্যান নাম নিয়েও যদি চ্যাটানো যায়, *.* কী প্রবলেম করল?
  • S | 122.162.83.23 | ২২ এপ্রিল ২০০৭ ০০:২৩385676
  • Z,

    জয়েন্টে চান্স পেয়ে আমারও ঐ কেস ঘটেছিল, মানে ঐ 'স্পেসে চলে যাবার ব্যাপার' আর কি। প্রচন্ড দুর্বল আর আন্ডারওয়েট আমি, ছোটবেলাতেও বন্ধুদের মধ্যে ঝগড়ায় মার খেয়েছি, মারতে পারি নি কাউকেই। সুতরাং গিয়েই র‌্যাগিংয়ের মধ্যে পড়তে হবে ভেবেই রাতের ঘুম উড়ে গেছিল, তার ওপর জলপাইগুড়ি, চাইলেই যেখান থেকে বাড়ি ফিরে আসার রাস্তা নেই। শালা, বাবা যে দিন আমায় রেখে ট্রেনে উঠল, জলপাইগুড়ি রোড স্টেশনে বসে মনে হচ্ছিল ডাক ছেড়ে কাঁদি, আর দরকার নেই আমার ইঞ্জিনীয়ারিং পড়ার, এত্তো ভয় পেয়ে গেছিলাম।

    তারপর সিস্টেমে ঢুকে দেখলাম, ব্যাপারটা সত্যিই হাইপ, অতশত কিছুই নয় আসলে।
  • Z | 61.2.7.182 | ২২ এপ্রিল ২০০৭ ০০:৩৩385678
  • মানে চান্স পেয়েও যায় নি।
  • Z | 61.2.7.182 | ২২ এপ্রিল ২০০৭ ০০:৩৩385677
  • আমার কয়েকজন বন্ধু আছে যার just র‌্যাগিং এর ভয়ে জলপাইগুড়ি ছেড়ে দিয়েছে।
  • tan | 131.95.121.129 | ২২ এপ্রিল ২০০৭ ০৩:০৮385680
  • এ কি রে,শালা আর বাবা দুজনে রেখে আসতে গেছিলো জলপাইগুড়িতে?
    :-)))))))

  • tan | 131.95.121.129 | ২২ এপ্রিল ২০০৭ ০৩:১৮385681
  • বছর দুই-তিন মতো আগেই না জলপাইগুড়ির র‌্যাগিং নিয়ে মারাত্মক কেচ্ছা হয়েছিলো?
    কজন যেন হসপিটালাইজ্‌ড ছিলো, পুলিশ গিয়ে কি কেচ্ছা কি কেচ্ছা,কেউ নাকি কারু নাম জানে না, গামছাকাকু মুর্গিদা পাগলা ষাঁড়,চতুর্ভুজ ছাগল এইসব কোড নেম নিয়ে নাকি এসে অত্যাচার করতো নবাগগতদের, কজন সে প্রায় জেলে যায়-জেলে যায় কেস? নেটেও তো তখন ওপাড়ায় এই নিয়ে হুলিয়ে সব আলুচান্না হতো? সেসব কি সব বানানো থসথসে দই ছিলো?
    হতেও পারে, যা বিচিত্র দুনিয়া!
    এই ইয়েতে বাঁশ ঢোকায় তো কিছুদিন যেতে না যেতেই গলা ধরে খায় কলা!
    (এইটার ইমেজারি ভারী সুন্দর ছিলো,দুটো বাঁদর পরস্পরের গলা জড়িয়ে ফিক ফিক করে হেসে সামনে তাকিয়ে আছে, একটা কলা অর্ধেক খোসা ছোলা,এক কামড় এই বাঁদর খায় পরের কামড় বন্ধু-বাঁদরের মুখে দ্যায়।:-)))))) )
  • tan | 131.95.121.129 | ২২ এপ্রিল ২০০৭ ০৪:২১385682
  • এক হোস্টেলের তত-মারাত্মক-নয়(তাদের জবানে) র‌্যাগিং ছিলো এরকম:
    র‌্যাগার দাদারা এলো।একজন নতুনকে ধরলো।প্রচন্ড চড়িয়ে প্রথমেই তার কয়েকটা দাঁত নড়িয়ে দেওয়া হলো।তারপরে জিজ্ঞেস করা হলো,""তোর কটা বাপ?""
    সে বেচারা কোনোরকমে মিনমিন করে বলে,""একজনই তো জানি।""সঙ্গে সঙ্গে মুখে লাথি।তারপরে তাকে শেখানো হলো,""তোর চারটে বাপ।এক শিব,দুই ষাঁড়,তিন বাপুজী,চার তোর নিজের বাপ।এইবারে আমাদের সঙ্গে বল এগুলো।""
    তো সে বললো।
    তারপরে আরেক প্রশ্নের বোমা,""তোর কটা মা?""
    সে ছেলে ততক্ষণে ভয়ে হাফ ডেড,বললে কি হয়েছে দেখেছে বলে কিছু আর বললো না, কিছুই বলছে না দেখে আবার মুখে লাথি।তারপরে শেখালো,""তোর তিনটে মা।এক মা দুর্গা, দুই গরু-গোমাতা,তিন তোর নিজের মা। এইবারে আমাদের সঙ্গে বল।""
    সে বললো।
    তারপরে অকথ্য গালাগাল লেখা কাগজ ধরিয়ে দিয়ে বলা হলো নিজের বাপমার উদ্দেশ্যে এইগুলো চিৎকার করে বলতে।সে বলতে অস্বীকার করায় আরেকপ্রস্থ ধোলাই ও আরেকপ্রস্থ আরো মারাত্মক গালাগাল লেখা কাগজ এলো,তাতে একেবারে সৃষ্টি উদ্ধার করে গালাগাল দেওয়া হয়েছে মোক্ষম মোক্ষম চারক্ষরের কথায়।এইবারে সেটি নিয়ে ওকে বাপমায়ের উদ্দেশ্যে বলতে বাধ্য করলো।

    এইসব র‌্যাগিং কি সত্যিই সখ্যতা বা নিকটত্ব বাড়ায়? স্মার্ট করে কাউকে?
    এসবের জন্য তো নিখাদ ঘৃণাই তৈরী হয় মনে!

  • Arijit | 82.39.156.204 | ২২ এপ্রিল ২০০৭ ২০:১১385683
  • Z আর বেথে

    হাইপ নয়। তোমাদের সৌভাগ্য বলতে হবে তোমরা দেখোনি বা ভোগ করোনি। এটা এক্সেপশন। আমি নিজে যা দেখেছি, ভুগেছি সেটাও "শিশু' বললেই চলে।
  • Sh | 141.218.214.213 | ২২ এপ্রিল ২০০৭ ২১:০৫385684
  • Z এবং S,
    আপনাদের সাথে হয়তো র‌্যাগিং হয়নি। তাবলে পুরো ব্যাপরটাই হাইপ, এসব কিছুই হয়না - এটা ভাবা তো ঠিক নয়। আমরা যারা ভুক্তভোগী তারা কি মিথ্যা বলছি? অবশ্য হতে পারে আপনাদের সহ্যশক্তি বেশি। আমাকে কেউ হুকুম করলেই আমার মাথা গরম হয়ে যায়। জেদ চেপে যায়। সেটা হয়তো আপনাদের হয়না। কিন্তু তাবলে তো হুকুম করাটাকে জাস্টিফাই করা যায়না, তাই না?

  • AS | 74.129.113.231 | ২২ এপ্রিল ২০০৭ ২২:২১385685
  • হোস্টেলে থাকার সৌভাগ্য বা দুর্ভাগ্য আমার হয়নি। র‌্যাগিং সম্পর্কে যা কিছু জেনেছি বা পড়েছি সবই কাগজ পড়ে। ভাবতাম কিছুটা ঘটনা, আর বাদবাকিটা বানানো। এখানে অন্যান্য সবার pratical experience পড়ার পর ভাবতেই পারছিনা কোনো শিক্ষিত এরকম ভাবে কারোর সাথে ব্যাবহার করতে পারে, তাও কিনা যেখানে সাবাই চান্স পায় মেধার ভিত্তিতে। পাড়ার বিশু, হুলো, যখন গালাগালি দেয় বা মাস্তানি করে তাদের সাথে এই তথাকথিত শিক্ষিতদের কোনো ফারাক নেই।
  • kd | 72.229.130.144 | ২৩ এপ্রিল ২০০৭ ০০:০১385686
  • পাঁহ পাতা ধরে পড়ছি র‌্যাগিংএর সপক্ষে/বিপক্ষে। Zএর যে বন্ধুরা র‌্যাগিঁএর ভয়ে জলপাইগুড়ি যায় নি, তারা বোধহয় প্লেনেও ওঠে না, কতোও ক্র্যাশ হচ্ছে চারাদিকে। বিপক্ষের বেষের ভাগই দেখি্‌ছ, জীবনে হোস্টেলে থাকেনি, খবরের কাগজ পড়ে তার reaction - তাদের একটা কথা ভাবা উচিৎ - প্রতি বছর শয়ে শয়ে ছেলেমেয়েরা যাচ্ছে হোস্টেলে থেকে পড়তে, কত পারসেন্ট এইঅরকম অত্যাচার face করেছে? যে কোন সমাজে কিছু দুষ্টলোক থাকে, তারা কুকর্ম করে, তার জন্যে পুরো সমাজটাকে ঘেন্না করা কেমন উদারতা বুঝিনা - এরাই আবার BJP মুসল্মান বিদ্বেষকে বলে extremist - এবাঅর একবার নিজেদের দিকে তাকিয়ে দেখুন।

    আমার র‌্যাগিংএর experience। ৬১সালে বিইকলেজে ঢুকি ১৫ বছর বয়সে, বেঁটে(৪'১০""), কালো, মোটা, ন্যাড়ামাথা (একমাস আগে পৈতে হয়েছে), আর হাফপ্যান্ট (ফুলপ্যান্টগুলো দর্জি তখনও দেয়নি, আগে কোনদিন পরিনি); এইরকম মাল পেলে অজ্জিতও বোধহয় নিজেকে সামলাতে পারতো না। আমায় টেবিলের ওপর, ওভালের মধ্যে, লেডিজ হোস্টেলের সামনে জাঙ্গিয়া পরে 'কুমড়োপটাশ' গাইতে গাইতে নাচতে হয়েছিলো। হ্যাঁ, প্রথমবার বেশ লজ্জা লেগেছিলো, পরে ভবিতব্যের হাতে ছেড়ে দিয়েছিলুম - মনে হয় না তাতে আমার মানসিক অসুখ আগের থেকে কিছু বেড়েছে। একটা জিনিস হয়েছিলো, মাএর আঁচল থেকে বেরিয়ে প্রথম একা - কিকরে নিজেকে cool রেখে surrounding environmentsurvive করতে হয়, এবং পরে সেইটাকেই exploit করতে হয় শিখে গেলুম। তখন না হলেও ভবিষ্যতেও শিখতে হতই, যত কমবয়সে শেখা যায় ততই ভালো, তাই না!

    অনেকে খুব মানবাধিকার নিয়ে বলাবলি করছে। আরে, কলেজে যখন গেলুম, মানুষই হইনি তো মানবাধিকার! এখনও কী হয়েছি? দুনিয়ার কটা জায়গায় কেউ অন্যের মানবিধিকারের পাত্তা দেয়? ও সব বইতে লেখা থাকে। এ দুনিয়ায় একমাত্র নিয়ম মনেহয় ডারউইন সাহেব বলে গেছেন, survival of the fittest
  • Z | 61.2.6.195 | ২৩ এপ্রিল ২০০৭ ০০:০৭385688
  • অরিজিতদা, অদ্ভুত ব্যাপার, আমি দেখিনি, আপনি দেখেননি, S দেখেনি কিন্তু তবুও না দেখাটাই এক্সেপশান!

    আসলে আমার মনে হয় যে কদর্য র‌্যাগিং এর সবাই নিন্দে করছেন সেটাই এক্সেপশান। কিছু স্যাডিস্টিক সব জায়গাতেই থাকে। এমনিতে মোটেও অতটা ভয়ংকর নয়।

    রাস্তাঘাটে যে গণধোলাই ইত্যাদি ঘটে, সেটাও তো মুষ্টিমেয় কিছু বিকৃত মনেরই প্রকাশ -- এক্সেপশান। নাকি সেটাই স্বাভাবিক?
  • kd | 72.229.130.144 | ২৩ এপ্রিল ২০০৭ ০০:০৭385687
  • screenএ রোদ্দুর পড়ছিলো বলে প্রচুর টাইপো হয়েছে; বাইরে-টা এত সুন্দর, ছদে বসে আছি। যাক্‌গে, বোঝা গেলেই হলো।
  • Blank | 59.93.197.219 | ২৩ এপ্রিল ২০০৭ ০০:১০385691
  • KD কে ডিটো। হোস্টেলে কত টা র‌্যাগড হয়েছি জানি না, ফিসিকালি র‌্যাগিং হয় নি (সরকারের কড়া আইনে সেটা করা সম্ভব ও ছিল না)। তবে যা হয়েছিল সেটা আমাকে শিখিয়েছে critical situation গুলো কে কত টা মাথা ঠান্ডা করে হ্যান্ডেল করতে হয়।

    অন্তত কর্ম জীবনে ঢোকার আগে আমার ওটা শেখা জরুরী ছিল।
  • tan | 131.95.121.129 | ২৩ এপ্রিল ২০০৭ ০০:১০385689
  • এই যুক্তিতে তো তাহলে শিশুর অধিকার বলে কিছু থাকেই না! বাবা মা তো বটেই কাকু মাসী জ্যেঠা ইস্কুলের স্যর দিদিমণি যে যেখানে আছে,চড়চাপ্পড় মেরে কিল ঘুষি মেরে চাইকি বেত টেত মেরে সিধে করে যেতে পারে,কেননা সবই তো শিশুটিকে "মানুষ" করার সদিচ্ছায়!!!!!
    তাইলে এত এত যুক্তি দিয়ে আজকের সভ্যসমাজের লোকেরা কেন শিশুর অধিকার সংরক্ষিত করার চেষ্টা করছে? কেন তার গায়ে হাত তোলা বারণ হচ্ছে?
    খুব বাজে আইন হচ্ছে নাকি? কি সব্বোনাশ!!!!

  • Z | 61.2.6.195 | ২৩ এপ্রিল ২০০৭ ০০:১২385692
  • kdদা একদম আসল কথা বলেছেন। র‌্যাগিং র‌্যাগিং করে করে বাবা-মা দের মনে অবধি ভয় ঢুকে গেছে।

    Sh, সহ্যশক্তিও কিন্তু শেখার। যেমন শেখার মাথা ঠান্ডা রাখা।
  • tan | 131.95.121.129 | ২৩ এপ্রিল ২০০৭ ০০:১৬385693
  • যদি দুচারটে হতো,এভাবে ঝোলা থেকে বেড়াল বেরোনোর মতন বেরোতো না।এত হৈ চৈ হোতো না।
    ছাদ থেকে ঠ্যালা খেয়ে যে ছেলেটি তিনতলা থেকে পড়ে গেছিলো,শেষ পর্যন্ত কি হলো ওর? কেউ কি খোঁজ রেখেছে?
    যে ছেলেটা গলায় দড়ি দিয়ে মরলো,তার মাবাপের কোল খালি হলো,অপরাধীদের কিছু হলো কি? "কিছু হলেও কি সে ফিরে আসতো?" হয়তো অনেকে বলবেন,হয়তো বলবেন দুর্ঘটনায় বা অসুখে ও তো কত তরুণ প্রাণ বিনষ্ট হয়।
  • tan | 131.95.121.129 | ২৩ এপ্রিল ২০০৭ ০০:১৯385694
  • আজ সেইসব দুই দশক আগের র‌্যাগাররা অনেকেই হয়তো প্রতিষ্ঠিত ও সংসারী,অনেকের ছেলেমেয়ে হয়তো আজ আঠেরোর দরজায়,এইবার ওরা যাবে হোস্টেলে।
    যদি কালচক্র ঘুরে আসে? যদি এই নিষ্পাপ সন্তানটি ঐ অত্যাচারে অপামানে আত্মঘাতী হয়? তখন কি বলবেন সুধী আপনেরা? বাপের পাপের প্রায়শ্চিত্ত করলো ছেলে?

  • Z | 61.2.6.195 | ২৩ এপ্রিল ২০০৭ ০০:২০385695
  • আমি র‌্যাগিংকে justify করছি না। কিন্তু TV,মিডিয়া সবাই মিলে এমন করেছিল যে, কলেজে ঢোকার আগে আমার মুখটা হয়েছিল ঠিক যেন কুম্ভীপাকে ঢুকছি। কিন্তু গিয়ে দেখলাম ব্যাপর মোটেও অত বাজে নয়।

    এই করে করে এমন কড়াকড়ি হল যে আমাদের আর 1st yearএর ধারে কাছে যেতে দেওয়া হত না। ফলে interaction পুরোপুরি বন্ধ।
  • Z | 61.2.6.195 | ২৩ এপ্রিল ২০০৭ ০০:২২385697
  • tanদি, কিছু sadist সব জায়গাতেই থাকেন।
  • Blank | 59.93.197.219 | ২৩ এপ্রিল ২০০৭ ০০:২২385696
  • tan
    এমনিতেই এই টপিকস টা ডেড টপিকস। আমাদের সময়ে ফিসিকাল র‌্যাগিং হতো না। আজকাল এমনিতেই কিস্যু হয় না। কলেজ গুলো তে কড়া কড়ি খুব বেড়ে গেছে। এখন কেউ কাউকে ঘাঁটায় না।
    সব ইয়ার গুলো যে যার নিজের মতন থাকে। সেটা ভাল না খারাপ, সেটা অন্য আলোচনার ব্যপার।

  • tan | 131.95.121.129 | ২৩ এপ্রিল ২০০৭ ০০:২৪385698
  • আর সেই যে ""মানুষ করা মানুষ করা"" বলে এতজন বলছেন,এদের যদি বলা হয়,ওহে আঁচলের তলায় রেখে মানুষ করছো,কিছুই তো শিখলো না দুনিয়াটা,যাও কবছরের জন্য জাঠদের বস্তিতে রেখে এসো।তখন কজন নিজেদের সন্তানদের "মানুষ করার" জন্য চার-অক্ষরী জাঠবস্তিতে রেখে আসবেন?

  • tan | 131.95.121.129 | ২৩ এপ্রিল ২০০৭ ০০:২৮385700
  • আপনাদের যুক্তিগুলোতে বিরাট বিরাট ছ্যাদা থাকছে,সেটা খেয়াল করছেন কি?
    মানবাধিকার যদি বইয়ে লেখা থাকে,তাইলে নিজের ও নিজের প্রিয়জনের জন্য অধিকার ও নিরাপত্তা কেন চান?
    ছুঁড়ে ফেলে দিন জঙ্গলে,ফিটেস্ট হলে সারভাইভ করবে, নাহলে করবে না।
    পারি কি আমরা?

    এককালে বাচ্চাদের চাবকে চাবকে মানুষ করাই ছিলো দস্তুর,এখনো বহু লোকে করে থাকে,কিন্তু সেটা কি আজ সমর্থন করতে পারবেন?

  • Z | 61.2.6.195 | ২৩ এপ্রিল ২০০৭ ০০:২৮385699
  • tanদি, নিজে উবজে গিয়ে জাঠ বস্তিতে রেখে আসা আর কিছু মুষ্টিমেয় saddist এর ভয়ে কলেজ ছাড়িয়ে নিয়ে আসা (বা admission ই নিতে ন দেওয়া) এক নয়।
  • Z | 61.2.6.195 | ২৩ এপ্রিল ২০০৭ ০০:৩২385703
  • সমবেত জনগণ, র‌্যাগিং আজকাল প্রায় কিস্যু হয় না। 1st year এর ধারেকাছেই ঘেঁষতে দেওয়া হয়না! এই নিয়ে ভাটিয়ে লাভ নাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন