এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • র‌্যাগিং: সমর্থনযোগ্য?

    Samik
    অন্যান্য | ২০ এপ্রিল ২০০৭ | ১৯৬৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • tan | 131.95.121.129 | ২৩ এপ্রিল ২০০৭ ০০:৩২385702
  • লেজনাড়া মংগ্রেল বানাবার জন্য উবজে গিয়ে দিয়ে আসি,ও মংগ্রেলের দাম যে অনেক!
    এবিষয়ে B অনেক ভালো করে বলতে পারবেন,আমি ওরকম পারবো না।আরে B,গেলেটা কোথা?

  • tan | 131.95.121.129 | ২৩ এপ্রিল ২০০৭ ০০:৩৪385704
  • কতটা দেখেছ হে শেষাক্ষর? কটা হোস্টেল দেখেছ?

  • tan | 131.95.121.129 | ২৩ এপ্রিল ২০০৭ ০০:৩৬385705
  • এতো পকেটমার বানাবার ইস্কুল না,চোর গুন্ডা ডাকাত বানাবার ইস্কুলও না,তবু এরকম হয়।
    কেজানে হয়তো পকেটমার বানাবার ইস্কুলই।
    আরে B,কবে তুমি মেনুসংহিতা লিখবে?
  • Z | 61.2.6.195 | ২৩ এপ্রিল ২০০৭ ০০:৩৮385706
  • হে স্পর্শক, আমাদেরটাতে র‌্যাগিং হয় না। এখানে কেউই নিজে তেমন র‌্যাগিং এর মুখে পড়েছেন বলে মনে হয় না। আমার বন্ধুরাও কেউই তেমন ভাবে র‌্যগ্‌ড হয়নি। তবুও এগুলো সবই এক্সেপশান। আসলে কলেজে ঢুকলেই মেরে দাঁত-মুখ ফাটিয়ে দেওয়াই রীতি।
  • tan | 131.95.121.129 | ২৩ এপ্রিল ২০০৭ ০০:৪৩385707
  • বোঝার চেষ্টা করুন,আপনি আর আপনার বন্ধুরা দুনিয়ার সবটা নন।
    চেনাজানা বন্ধুদের মধ্যে কেউ কখনো মলেস্টেড হয় নি,সেক্সুয়ালি অ্যাসল্টেড হয়নি,রেপড তো দূরের কথা,তাবলে সমস্যাটাই যে নেই,এত জোর দিয়ে কিকরে বলতে পারা যায়?
    এতো বালি আর উটপাখির গল্প হয়ে গেলো।
    অথবা সেই ফরাসী মহিলার গল্প,ওরা রুটি চায় কেন,এত কেক থাকতে?
  • Z | 61.2.6.195 | ২৩ এপ্রিল ২০০৭ ০০:৪৭385708
  • আমি বলছি র‌্যাগিং আজকাল প্রায় কিস্যু হয় না। যতটা দেখানো হয় ততটাতো নয়ই। আপনি খোঁজ নিয়া দ্যাহেন।
  • Z | 61.2.6.195 | ২৩ এপ্রিল ২০০৭ ০০:৫৪385709
  • চেনাজানা বন্ধুদের মধ্যে কেউ কখনো মলেস্টেদ হয়নি।তার মানে হল রাস্তায় বেরোলেই যে মলেস্টেড হতে হবে ব্যাপারটা সেরকম নয়।

    তেমনি কলেজে ঢুকলেই যে র‌্যাগ্‌ড হতে হবে তেমন ও নয়। কিন্তু TVতে যেভাবে দেখায় তাতে সেরকমটাই মনে হয়।
  • Z | 61.2.6.195 | ২৩ এপ্রিল ২০০৭ ০০:৫৫385710
  • টাইপোর জন্য দু:খিত।
  • tan | 131.95.121.129 | ২৩ এপ্রিল ২০০৭ ০০:৫৮385711
  • Z,
    আপনার কোন্‌ কলেজ? কোথাকার হোস্টেল?
  • tan | 131.95.121.129 | ২৩ এপ্রিল ২০০৭ ০০:৫৯385713
  • এখনো সেখানে আছেন কি? নাকি বেরিয়ে গেছেন?
  • Z | 61.2.6.195 | ২৩ এপ্রিল ২০০৭ ০১:০০385714
  • কলকাতার এক অখ্যাত সরকারী কলেজ। হস্টেল না।

    ঘুম পেয়েছে বাড়ী যাই।
  • kd | 72.229.130.144 | ২৩ এপ্রিল ২০০৭ ০১:৩০385715
  • ট্যান, সমস্যা নেই কে বলেছে? লক্ষ লোকের সমাজে জদি একজন খুনী থাকে, সে খুনী, সমাজের উচিৎ তাকে শাস্তি দেওয়া। কিন্তু ঐ একটা খ্‌নীর জন্যে পুরো সমাজটাকে নিন্দে করা, কেননা সেই সমাজ সঙ্গে সঙ্গে সেই খুনীকে ফাঁসীতে না ঝুলিয়ে 'বিচার' করে সময় নষ্ট করে - এই চিন্তাধারা extremism, না?

    আমার অতি পরিচিত কয়েক্‌জন 'কনিস্ক'তে ছিলেন; আমার অতি আপন তিনজন গাড়ী অ্যাকসিডেন্ট মারা গেছে; তবুও আমি নিশ্চিন্তে হরদম প্লেনে চড়ি, গাড়ী নিয়ে দেশের এপ্রান্ত ওপ্রান্ত করি - কেননা আমি জানি, ওগুলো exception - আর exception makes the rule। পৃথিবীতে কোন কাজই করা যাবে না exceptionকে অত বেশী পাত্তা দিলে। কারুর বাচ্চা হবেনা যদি বিকলাঙ্গ হয় এই ভয়ে, কেউ বিয়ে করবে না ডিভোর্সের ভয়ে। অব্যিসি তেমন লোকজন যে নেই, তা বলছি না, আছে, তবে তারা খুব সুস্থমস্তিস্কের নয়।

    survival of the fittest সবসময় সত্যি; আইন করে কিছু বুদ্ধিজীবি মনে শান্তি পেতে পারে (বা কিছু রোজগারের ব্যবস্থা করতে পারে), কাজের কাজ কিছু হয় না। এ দুনিয়ায় বাঁচতে গেলে common sense চাই, survival instinct চাই। যদিও এজন্যে PhD খাতে লক্ষ/কোটি ডলার/টাকা খরচা হতে থাকবে, NGOরা পয়্‌সা লুটবে, আর আনন্দবাজার ইত্যাদি আরও বড়লোক হবে তোমাদের রসদে জোগান দিয়ে।

    আর একটা কথা, ফ্রান্সের রানী এমন কিছু খারাপ কথা বলেননি। সেই সময় cakeএর মানে আমরা এখন যা জানি তা ছিল না; এবং breadএর থেকে বেশ সস্তা ছিল।
  • newbie | 71.166.122.187 | ২৩ এপ্রিল ২০০৭ ০১:৪৩385716
  • জেড, কটা হস্টেল দেখেছেন?আপনার সঙ্গে র‌্যাগিং হয়নি তার মানে "র‌্যাগিং আজকাল প্রায় কিস্যু হয় না?" ফিজিকাল র‌্যাগিং কমেছে?(জলপাইগুড়ি-এর পরেও??), মানসিক র‌্যাগিং - মানতে পারলাম না।আর 1st ইয়ার-দের ধারেকাছে ঘেঁষতে দেওয়া হয় না,তো 2nd ইয়ার-এ উঠলে কে বাঁচাবে?নাকি 2nd ইয়ার-এর ছেলেপিলে সব শক্তপোক্ত?আমার পাশের ঘরের ছেলে-টা,1st ইয়ার-এ(নো র‌্যাগিং,বাচ্চাদের অন্য হল) অন্‌ক আর ফিজিক্সে cgpa10/10 পাওয়া ছেলেদের থেকে বেশি পেয়েছিল(এটা আমি পরে জানি) , 2nd ইয়ারে তাকে ১টা সেম ড্রপ করতে হয়,মানসিক র‌্যাগিং, নো ফিজিকাল, আমি জানি কারণ আমি তার next door neighbor,অনেক চেষ্টা করেও কিছু করতে পারিনি। আমার প্রশ্ন হল, যারা মানুষ করা বলছেন বা যাদের সহ্যশক্তি বেশি kd,Z কি ভেবেছেন আপনাদের মতন লোকেরা উতরে গেছেন কিন্তু যারা পারলো না তাদের কি হবে?যারা মেন্টালি স্ট্রং,তারা তো আস্তে আস্তে শিখে যাবেন-ই মাথা ঠান্ডা রাখা etc etc, কিন্তু যারা উইক,তাদের কাছে সেটা শেখা না অত্যাচার? সেই একটা ছেলেই বা কেন tortured হবে?

    সবচেয়ে বড় কথা কটা র‌্যাগিং-এর ঘটনা রিপোর্ট হয়?সব ইউনিভারসিটি-ই তো চেপে যেতে চায়,কেউ কি বলবে আমার এখানে র‌্যাগিং হয়েছে?

  • tan | 131.95.121.129 | ২৩ এপ্রিল ২০০৭ ০১:৫২385717
  • ""খুন করছে,বেশ করছে,মানুষ করছে।"" এইধরনের কথা বলতে হবে বুঝি এক্সট্রিমিস্ট না হতে হলে?
    শুধু ফ্রান্সের সেই মহিলা কেন,এখনো তো অনেকে বলে,ঠিক ঐ কেকরুটি না হলেও,একই ধরনের কথা।
    আইন টাইন করে কিছু যখন হয় না,তখন সব মুক্তাঞ্চল করে দিলেই হয়,যে যা খুশী করবে বেহড় অঞ্চলের মতন। উকিল ফুকীলের পয়সাও বেঁচে যাবে।
    ঝাঁকে ঝাঁকে গানম্যান ছেড়ে দিলে তো আরো ভালো,পথে পথে সমস্যামুক্তি।
    গাড়ী দুর্ঘটনা হয়,যন্ত্রপাতি ছিঁড়ে পড়ে কারখানায়,প্লেন ভেঙে পড়ে,ঝড়জলবন্যায় হাজার হাজার প্রাণ ও সম্পত্তিহানি হয়,কিন্তু এগুলোর সঙ্গে একদল ব্যাদড়া লোকের অত্যাচারের জাস্টিফিকেশান মেলানো যায় না।

  • tan | 131.95.121.129 | ২৩ এপ্রিল ২০০৭ ০২:০০385718
  • একটা গণতান্ত্রিক সেটাপে এরা বলছেই বা কিকরে "মানুষ" করবে?
    প্রত্যেকটা লোকের নিজের মতন হওয়ার অধিকার আছে না? যতক্ষণ না সেটা অন্যের অধিকারকে বিঘ্নিত করে?
    একজন বোকাসোকা ভালোমানুষ হবে না রামপাঁঠা আলাভোলা হবে না কুঁতকুঁতেচোখ হাড়শয়তান হবে,কট্টর নিরামিষাশী হবে না গবগবিয়ে গরুশুয়োর গিলবে,সেটা সে নিজে ঠিক করবে না? গনতান্ত্রিক সমাজে একদল "দাদা" সেটা ঠিক করে দেবে কেন?
    একজন কট্টর টিটোটালার হবে না দুবেলা আকন্ঠ মদ গিলে পড়ে থাকবে,সেটা তার ব্যাপার।অন্য সদ্দারে সদ্দারি করে তাকে শেখাতে আসবে কেন?

  • kd | 72.229.130.144 | ২৩ এপ্রিল ২০০৭ ০২:১০385719
  • নিউবি ঠিক বলেছে, সত্যিই কটা আর হোস্টেল দেখেছি, statistically একেবারেই insignificant। কলেজ কেন, মায়ের আঁচলের বাইরে সব জায়গাতেই তো মানসিক র‌্যাগিং চলছে, তার বেলায়? cgpaটা কী জানিনা, মুখ্যুসুখ্যু লোক, তবে 10/10এর বেশী পেয়েছে যখন, তখন নিশ্চয়ই খুব hifi ব্যাপার - খোঁজ নিয়ে দেখুন রেজাল্ট ভালো করলেও একটা সেমেস্টার না, জীবনে সে অনেক কিছুই ড্রপ করেছে (যদি না প্রথম experienceএ কিছু শিখে থাকে)- নিজের failure দেখাটা সোজা না, তাই আমরা scapegoat খুঁজি।

    সাধারণ run of the mill র‌্যাগিং, যা বেশীর ভাগ ক্ষেত্রেই হয়ে থাকে, আমি তার defencceএই বলছি, ঐ মুষ্টিমেয় কয়েকটা sadistদের সাপোর্ট করে নয় - তাদের কড়া শাস্তি হওয়া উচিৎ। কিন্তু তা কী হবে, তখন আবার এই একই জনতা জেলে তার 'মানবাধিকার' দেওয়ার জন্যে টই খুলবে।
  • tan | 131.95.121.129 | ২৩ এপ্রিল ২০০৭ ০২:১৮385720
  • র‌্যাগিং-সমর্থকেরা শুধু কতগুলো চিত্র কল্পনা করুন, আপনাদের অনেকেরই সন্তান আছে, কারুর এখনো শিশু কারুর আরেকটু বড়ো কারুর টিনেজার কারুর রীতিমতন সংসারী।
    এবারে ভাবুন, ক্ষুদ্র শিশুটিকে নির্মমভাবে চাবকে মানুষ করছেন তার শিক্ষকেরা/শিক্ষিকারা,সবই নাকি তার ভালোর জন্য,পরিণামে শিশুটি বোবা হয়ে গেলো।
    টিনেজার ছেলে/মেয়েটিকে গুন্ডা বন্ধুরা জোর করে ধরে মদ গেলাচ্ছে,অকথ্য গাল দিতে বাধ্য করছে। একসময় সে ড্রাগ অ্যাডিক্ট হয়ে পড়ছে।
    আপনার সংসারী মেয়েটি শ্বশুরবাড়ীতে অত্যাচারিত হতে হতে একসময় আত্মহত্যার পথ নিলো।
    এইসব ব্যাপারগুলোকে কি সমর্থন করতে পারবেন, তখনো?
    র‌্যাগিং এগুলোর থেকে আলাদা কিছু না।

  • newbie | 71.166.122.187 | ২৩ এপ্রিল ২০০৭ ০২:২৫385722
  • সরি kd,আমার এই পয়েন্টটা পরিষ্কার করা হয়নি,আমি সাধারণ নাচ-গান নিয়ে কিছু বলিনি,আমার পুরো বক্তব্য-টা "ফ্লাশ,কমোড,হীটার,ছাদের কার্নিস etc" নিয়ে,এগুলো আমি মানসিক র‌্যাগিং-এর মধ্যে ফেলেছি।
  • tan | 131.95.121.129 | ২৩ এপ্রিল ২০০৭ ০২:২৫385721
  • নিউবী,
    আপনি ঠিকই বলেছেন।র‌্যাগিং এর ঘটনার রিপোর্ট খুব কম হয়। কেন কন তো?
    টিক্কি বাঁধা থাকে যে!
    যে কারণে একসময় মেয়েরা রেপের কথা বলতো না(এখনো অনেক জায়্‌গাতে বলতে পারে না,পাশে দাঁড়াবার কাউকে পাবে না তো),কারণ তাহলে সমাজে বেঁচে থাকা সমস্যা হয়ে যেতো,সেই একই কারণে কি এত না না না না এইসব কুৎসিৎ র‌্যাগিং রিপোর্টের ব্যাপারে?

  • tan | 131.95.121.129 | ২৩ এপ্রিল ২০০৭ ০২:৩২385724
  • এক র‌্যাগার বুক ফুলিয়ে বলছে ভিক্টিমকে মদের বোতলসহ বাক্সে পুরে নাকি তারা পালিয়েছিলো পুলিশ আসছে শুনে। এই নাকি তার সাহস?
    আরে,পুলিশ আসছে শুনেই লেজ গুটিয়ে পালালি? দুয়ো দুয়ো।সে আবার কিনা অন্যকে "মানুষ" করতে চায়?
  • newbie | 71.166.122.187 | ২৩ এপ্রিল ২০০৭ ০২:৩৩385725
  • ট্যান,
    র‌্যাগিং-এর ঘটনা শুধু ইউনিভার্সিটি তো চাপে না, ছেলেপিলের টিক্কি-ও তো বাঁধা আছে,খবর চাউর হয়ে গেলে পাড়াপড়শি থেকে কম্প্যানি কেউ-ই তো আর ডাকবে না, তাই না?
  • tan | 131.95.121.129 | ২৩ এপ্রিল ২০০৭ ০২:৩৯385726
  • এরা আবার চায় সমাজ হবে খুব উদার,তার নিজের ব্যাপারে সে পাবে সব বিপ্লবাত্মক কর্মের স্বীকৃতি ইত্যাদি, পাবে আইনের সর্ববিধ সাহায্য। পুলিশ হবে খুব ভালো, সদাতৎপর হয়ে সমস্যামুক্ত করবে, পথঘাট ঝকঝক করবে অমরাপুরীর পথের মতন, স্কুলটুল এত ভালো হবে যেমন হতে হয় আরকি, কেউ কারো প্রাইভেসিতে হস্তক্ষেপ করবে না, রাজনীতির লোকেরা হবে একেবারে যেন শেরশাহ, মানুষের ভালো করতে করতেই জীবনটা কাটিয়ে দেবে।
    অথচ অন্যের অধিকার হরণের সময় সে নির্মম।সে অন্যকে "মানুষ" করেই ছাড়বে।
    এটা কি একটু ডাবল স্ট্যান্ডার্ড হয় না?

  • kd | 72.229.130.144 | ২৩ এপ্রিল ২০০৭ ০২:৪০385727
  • ট্যান, একটা জিনিস বুঝলুম। তোমার সঙ্গে কোন logical argument চলে না - তুমি নিজে যা ভেবে নিয়েছে, সবার উপরে তাহাই সত্য, তাহার উপরে নাই। এখানে, আমরা, তোমার ভাষায় র‌্যাগিংএর সাপোর্টাররা, বারবার বলছি, এই sadistদের আমরা সমর্থন তো করিই না, তাদের শাস্তি demand করি। কিন্তু তোমাকে বলে লাভ নেই, কারণ তোমার আর কোন argument নেই - তাই সেই পুরোনো পয়েন্ট নিয়েই কচ্‌লাচ্ছো। তোমার হয়তো তাই ভালো লাগে, আমি bored, tired

    তব বয়সে বড় বলে একটু উপদেশ দেওয়ার লোভ সামলাতে পারলুম না। তুমি বিয়ে করার আগে ভালো করে ভেবে দেখো, অনে...ক বর বৌকে প্যাঁদায়, পুড়িয়ে মারে; ছেলেমেয়েদের home schooling কোরো, কেননা bullied হতে পারে, নিজে কোম্পানি খুলে তাতে ওদের চাকরি দাও, বাইরে ল্যাঙ খেতে পারে। আগামী কয়েক-শ বছরে এ দুনিয়ায় তোমার utopia আসার সম্ভাবনা তো দেখি না!
  • tan | 131.95.121.129 | ২৩ এপ্রিল ২০০৭ ০২:৪৫385728
  • আপনার উপদেশ শিরোধার্য কাবলিদা।
    আহা,এতদিনে আপনি বুঝেছেন বুঝি যে আমার সঙ্গে আর্গুমেন্ট চলে না? বড় দেরিতে বুঝলেন গো!
    সাদা র‌্যাগিং ভালো আর কালো র‌্যাগিং খারাপ সে আর কেনা জানে?
    টিক্কি বাঁধা থাকলে সাদাকে কালো আর কালোকে সাদাও যে বলা যায়,তাও তো জানেন?
    বিয়েটিয়ে কিকরবো না করবো,বাচ্চাদের মঙ্গলগ্রহে পাঠাবো না কোথায় পাঠাবো,সে ব্যাপারে তখন নাহয় আরেকপ্রস্থ উপদেশ নেবো।:-)))
  • tan | 131.95.121.129 | ২৩ এপ্রিল ২০০৭ ০২:৪৯385729
  • কাবলিদা,
    আপনি গুরুজন,পেন্নাম হই। আবার কদিন পরে দেখা হবে। আজ আসি গো।
    :-)))

  • Sh | 141.218.214.213 | ২৩ এপ্রিল ২০০৭ ০৬:৪৭385730
  • kd, আপনার কথা বুঝলাম। কলেজে র‌্যাগিং হবে বলে ভালো জায়গায় চান্স পেয়েও যে ঘরে বসে থাকে সে নিশ্চয়ই বোকা এবং তাকে জীবনে আরো অনেক জায়গাতেই বসে থাকতে হবে। সেরকম লোকের সংখ্যা খুব বেশি নয় বলেই মনে হয়।
    কিন্তু কথাটা সেটা নিয়ে ছিল না। অনেকে বলছেন একটু আধটু র‌্যাগিং হওয়া ভালো। আমার সেখানে আপত্তি। একটু, আধটু, বেশি, মাত্রাছাড়া - কোন রকম র‌্যাগিংই সমর্থনযোগ্য নয়। আমার ইচ্ছার বিরুদ্ধে কেউ আমাকে কিছু করাতে চাইলে সেটা আমি কিছুতেই করবো না এবং এই প্রতিবাদের অধিকার আমার অবশ্যই আছে। যারা এরকম জোরজুলুম করবে তাদের মুক্তকণ্ঠে ঘৃণাও করবো।

    এবার Z কে আরেকটা কথা। হ্যাঁ, সহ্যশক্তি, মাথা ঠান্ডা রাখা এগুলো শেখার জিনিস। কিন্তু র‌্যাগিং সহ্য করাটা আমার ক্লীবতা মনে হয়। এর মধ্যে সহ্যক্ষমতার কোন মহত্ব আমি দেখি না। র‌্যাগিংএর সময় মাথা ঠান্ডা রাখা বলতে বোঝায় কম্প্রোমাইজ করা, মাথা নিচু করে অন্যায়কে মেনে নেওয়া। হ্যাঁ, এগুলো শেখার জিনিস বইকি। তবে যত দেরিতে শেখা যায় ততই হয়তো ভালো।

    আমার স্কুলের সিনিয়র-জুনিয়রদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। এখনো আছে। স্কুলে ঢোকার সময় র‌্যাগিং কথাটা শুনিই নি। আপনাদেরও নিশ্চয়ই ক্লাস ফাইভে র‌্যাগিং হয়নি। কিন্তু তাই বলে কি সিনিয়রদের সাথে সম্পর্ক তৈরী হয়নি?
  • Blank | 203.99.212.224 | ২৩ এপ্রিল ২০০৭ ১০:০২385731
  • Sh
    রাস্তা ঘাটে যত অন্যায় দেখি, তার সব কটার প্রতিবাদ করি তো? ছোট বেলা থেকে আজ অব্দি নিজের ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ করি নি তো?
    কিছু জিনিস মেনে নিতে শেখা ভাল। যত পরে শিখবে তত নিজের সাথে লড়াই বাড়বে।

    newbie কে
    পশ্চিম বঙ্গের কলেজ গুলোতে র‌্যাগিং এখন শুধু বিচ্ছিন্ন ঘটনা ছারা কিছু নয়। সরকারি আইন, আর কলেজ কতৃপক্ষ আজকাল বেশ কড়া এসব বিষয়ে। বেশ কয়েক বছর আগেও বেশির ভাগ কলেজ গুলোতে আমার বন্ধু বান্ধব, বা জুনিয়ার রা পড়তো। ফ্রেশার ওয়েলকামের দিন গান গাইতে বলা আর নাচতে বলার বাইরে কোনোদিন কিছু হয় নি।

    কিছুদিন আগেও যে অফিস টা তে বসতাম তার পাশেই একটা কলেজ ছিল। কলেজ ক্যান্টিনে খেতে যেতাম মাঝে মাঝেই (মসালা থামস আপ বানাতো দারুন)। নতুন বাচ্ছারা এলে কোনোদিন দেখিনি কিছু হতে। কলেজ ক্যান্টিনে কিছু না হলে ক্লাশ রুমে কিছু হবার সম্ভাবনা আরো কম।
  • kd | 72.229.130.144 | ২৩ এপ্রিল ২০০৭ ১০:১০385732
  • Sh, আপনার কথাও বুঝলুম। আমার তবুও মনে হয় একটু আধটু খারাপ নয় - অনেকটা টিকের মতো আর কি -আসলটার জন্যে রেডি করা।

    আসলে জানেন, আমি ৩৭ বছর দেশছাড়া, এখনকার ছেলেপুলেরা হয়তো অনেক matured কলেজ যাওয়ার সময় - আমরা কিন্তু পুরো দুধেভাতে ছিলুম - সব কিছু অন্য কেউ করে দিত - কলেজে গিয়ে গভীর জলে - এই ছোট্‌খাটো র‌্যাগিং খুব তাড়াতাড়ি 'মানুষ' করে দিলো - ফাল্‌তু লজ্জা, মুখচোরামো থেকে বেরিয়ে আসতে সত্যিই সাহায্য করেছে।

    তবে আবার বলবো, র‌্যাগিংএর নামে নোংরামি, অত্যাচার যদি এখন norm হয়, তাহলে আমিও র‌্যাগিংএর againstএ। আরও একটা কথা, সিনিয়রদের কর্তব্য নয় fresherদের মানুষ করা - যেন্মন আমাদের পাড়ার গুরুজনেদের কর্তব্য ছিলোনা আমাদের অন্যায় করতে দেখলে বকুনি দেওয়া, কিন্তু তবুও দিতেন, মজার কথা আমরাও বকুনিটা মাথা পেতে নিতুম। মনে হয়না এই মানবধিকারের যুগে কোন গুরুজন এটা করতে সাহস পাবে। একেই বোধহয় progress বলে।
  • newbie | 71.166.116.220 | ২৩ এপ্রিল ২০০৭ ১০:২৮385733
  • ব্ল্যান্‌ক, ক্লাশরুম বা ক্যান্টিনে নাচগান ছাড়া আর কিছুই হতে পারে না, কদর্য র‌্যাগিং হস্টেলের ঘরেই হয়,সেটা হস্টেলে না থাকলে বাইরে থেকে তো দেখতে পাবেন না।আপনি যদি হস্টেলে থাকে এমন ছেলেপিলেকে জিগ্যেস করেন তবেই জানতে পারবেন সেই কলেজে র‌্যাগিং হয় কিনা।সরকারি আইন কড়া হওয়ায় র‌্যাগিং হয়তো কমেছে ,কিন্তু কথা হল কটা ঘটনা কাগজে আসে?আর আপনি জিগ্যেস করলে কেউ কি বলবে আমার কলেজে র‌্যাগিং হয়?আপনি তো আর সেই স্ট্যাটিসটিক্স পাচ্ছেন না। নাচগান-এর ওপরে আমার কিছু বলার নেই,কিন্তু বোতল দিয়ে মারা আর ছাদের কার্নিস-এ দাঁড়ানোর ওপরে আমার প্রতিবাদ।
  • Blank | 203.99.212.224 | ২৩ এপ্রিল ২০০৭ ১০:৩৭385735
  • আমি নিজে হোস্টেলে ছিলাম আর আমার সময়ে জলপাইগুড়ি ছারা আর সব কটা তথাকথিত ভয়াবহ হোস্টেল গুলোতে আমার বন্ধু রা ছিল।
    কেউ কোনো ভয়ঙ্কর র‌্যাগিং এর কথা বলে নি। নর্মালি কোথায় কেমন ঝামেলা হচ্ছে, কোথায় কি হচ্ছে এসব জিনিস গুলো বন্ধুরা নিজেদের মধ্যে লুকিয়ে রাখে না।
    ছাদের কার্নিশে দাড়ানো, এবড়ো খেবড়ো উঠোনে হামাগুড়ি দেয়া এগুলো কিছু বিচ্ছিন্ন ঘটনা।
    স্ট্যাটিসটিকস দেখানো সম্ভব না, আমি যা বললাম তা আমার আর আমাদের সময়কার বন্ধু বান্ধব দের নিজেদের অভিজ্ঞতা।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন