এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 237812.68.454512.252 | ০২ নভেম্বর ২০১৯ ১৪:৩৪388109
  • সিলভা যা বলেছেন সেটাও কিছুটা ঠিক, মানে বাণিজ্যিক কারন, আবার এটাও ঠিক যে লতা আর আশা জিনিয়াস গায়িকা ছিলেন। অন্তত পঞ্চাশ থেকে সত্তর ওনাদের ধারেকাছে কেউ ছিল না, আর তখনকার সুরকাররা যে অসাধারন সুর দিয়েছেন সেসব গান ওনারা ছাড়া আর কেউ গাইতেও পারতেন না। ওরকম সিঙ্গার আর হবে না, সেইসব সুরকারও আর ফিরে আসবেন না। ওটা হিন্দি গানের একটা গোল্ডেন পিরিয়ড ছিল।
  • sm | 124512.101.780112.173 | ০২ নভেম্বর ২০১৯ ১৫:৪৯388110
  • কি অন্যায়!লতা আশা কেন,বাচ্চার লিপে গাইবে?
    হংসরাজ সিনেমায় অরিন্দম গাঙ্গুলির লিপে আরতি অনবদ্য গান গুলো গেয়ে দিলো।সুপার হিট ও করে গেলো। প্রযোজক এর লাভ হলো।
    কি অন্যায়।আরতি কেন গাইলো বাচ্চা ছেলের গলায়?
    হা হা প গে,,
  • এলেবেলে | 236712.158.565612.115 | ০২ নভেম্বর ২০১৯ ১৬:৪২388111
  • মুশকিল হচ্ছে @বড়েস সেই যে ফাটা রেকর্ডে ফেঁসেছেন, সেখান থেকে আর বেরিয়ে আসতে পারছেন না! লতা-আশা সস্তায় গেয়ে দিতেন, অন্যদের থেকে গান কেড়ে নিতেন, বাচ্চাদের গান গেয়ে দিতেন, কোনও বাছবিচার করতেন না - লিস্টি বা অভিযোগ ক্রমে বেড়েই চলেছে! অথচ এই একই ফর্মুলা রফি-কিশোর অ্যাপ্লাই করেছিলেন কি না জিজ্ঞাসা করলে আর উত্তর দিচ্ছেন না!!

    মুকেশ গান গাওয়া শুরু করেছেন স্বাধীনতার আগে থেকে, শেষ করেছেন মৃত্যুতে। তাতেও তাঁর গানের সংখ্যা সম্ভবত এক হাজারের আশেপাশে। অথচ কিশোর শুধু আরডি-র সুরে গেয়েছেন সাড়ে ৫০০ গান। হিসেব মিলছে? নাকি মেলাবেন তিনি মেলাবেন!!!
  • এলেবেলে | 124512.101.89900.39 | ০২ নভেম্বর ২০১৯ ১৭:৩২388113
  • দ্য সিলভা, লিঙ্কটার জন্য ধন্যবাদ। পড়লাম। আশা-উষা বিবাদ সুবিদিত এবং এই বিবাদ পঞ্চমকে ঘিরে। কিন্তু তার পরেও পঞ্চম উষা উত্থুপকে দিয়ে একাধিক গান গাইয়েছেন তাঁর সুরে। প্রোডিউসারের যে বিশাল চাপ থাকে সুরকারদের ওপরে প্লাস নায়ক-নায়িকাদের বাহানা -- সেই সব অস্বীকার করা একজন সুরকারের পক্ষে খুবই মুশকিল। খেয়াল করে দেখুন শাম্মি কাপুর 'তিসরি মঞ্জিল'-এর সুর পঞ্চম করবেন শুনে কেমন বেঁকে বসেছিলেন।
  • দ্য সিলভা | 236712.158.676712.22 | ০২ নভেম্বর ২০১৯ ১৮:০২388114
  • এলেবেলে, একদম একমত।
  • দ্য সিলভা | 237812.68.674512.103 | ০২ নভেম্বর ২০১৯ ১৮:১৬388115
  • একটু অপ্রসঙ্গ। তবুও শেয়ার করার লোভ সামলাতে পারলাম না।

    পুরনো ফিল্মফেয়ার পত্রিকায় তৎকালীন আর্টিস্টরা নিজেদের অভিজ্ঞতা নিজেরাই লিখতেন। সাংবাদিকতা তখন এত কেচ্ছা প্রবন ছিল না। কিশোরের একটি অসামান্য লেখা। পড়ে দেখুন কেমন লাগে।

    https://www.bobbytalkscinema.com/recentpost/An-Artists-MOOD-Article-by-1349

    সবার অনুমতি বিনা শেয়ার করলাম।
  • dc | 236712.158.786712.105 | ০২ নভেম্বর ২০১৯ ১৮:৪৪388116
  • সিলভার দেওয়া ইন্টারভিউ পড়ে একটা কথা মনে হলো, ভাগ্যিশ আর ডি দম মারো দম উষা উত্থুপকে দিয়ে গাওয়াননি! ওটা কিন্তু আশার সিগনেচার সং গুলোর মধ্যে একটা!
  • b | 236712.158.676712.108 | ০২ নভেম্বর ২০১৯ ১৮:৪৭388117
  • গাওয়ালে হয়্ত বলতেন, ওটা উষার সিগনেচার সং।
  • dc | 236712.158.786712.105 | ০২ নভেম্বর ২০১৯ ১৮:৪৮388119
  • বোধায় না। কারন আশার মতো করে অন্য কেউ গাইতে পারতো না।
  • dc | 236712.158.786712.105 | ০২ নভেম্বর ২০১৯ ১৮:৫০388120
  • বাই দ্য ওয়ে, উষা উত্থুপ এর দুটো গান মনে পড়লো, শালিমার সিনেমার ওয়ান টু চা চা চা আর শান সিনেমার দোস্তোঁ সে পেয়ার কিয়া। দুটোই খারাপ গান নি।
  • dc | 236712.158.786712.105 | ০২ নভেম্বর ২০১৯ ১৮:৫৫388121
  • উষা উত্থুপের সিগনেচার সঙ গুলোর মধ্যে বোধায় হরি ওম হরি আর রাম্বা হো পড়বে। ওগুলো বিরাট হিট হয়েছিল।
  • b | 237812.68.454512.132 | ০২ নভেম্বর ২০১৯ ১৯:০২388122
  • ওগুলো আশা গাইলে হয়ত বলতেন ওরকম আশার মত আর কেউ গাইতে পারবে না। সিগনেচার সং ইত্যাদি।
  • dc | 236712.158.786712.105 | ০২ নভেম্বর ২০১৯ ১৯:০৪388123
  • তা হয়তো বলতাম।
  • b | 237812.69.563412.223 | ০২ নভেম্বর ২০১৯ ১৯:১৫388124
  • আমার এই গানের উপরে গায়কের কপিরাইট গজিয়ে যাওয়াটা অদ্ভুত লাগে। খুলে কই। মাদ্রাজ বা ব্যাঙ্গালোরের কোনো এক ঘরোয়া ফাংশানে অজয় চক্রবর্তী গাইছেন। ইয়াদ পিয়া কি আওয়ে গাইলেন, যাকে ওঁর দাদাগুরু বিখ্যাত করে রেখেছেন। অমুক গাইলেন, তমুক গাইলেন।তারপরে বাঙলা গান গাইলেন। দু চাট্টে শ্যামা সঙ্গীত, একটা নজরুল। তারপরে মান্না দে-র গলার একটা জনপ্রিয় রাগাশ্রয়ী গান ধরতেই শ্রোতারা বেশ রুঢ় ভাবেই বললেন, আপনাকে "মান্না দে-র গান" গাইতে হবে না।
  • dc | 237812.68.674512.103 | ০২ নভেম্বর ২০১৯ ১৯:১৭388125
  • আমি তো ইন জেনারেল কপিরাইটেই সেভাবে বিশ্বাস রাখি না।
  • S | 890112.162.564523.225 | ০২ নভেম্বর ২০১৯ ১৯:৩৬388126
  • @এলেবেলে, লতা মঙ্গেশকার মোট কটি গান গেয়েছেন?
  • S | 890112.162.564523.225 | ০২ নভেম্বর ২০১৯ ১৯:৩৯388127
  • @বি, বম্বেতে অনেক থেকেই একটা আলোচনা হচ্ছে যে গানের উপর গায়ক-গায়িকাদের কপিরাইট থাকবে না। কারণ তাঁরা তো সুরকারের থেকে সবকিছু বুঝে, স্বরলিপি দেখে গেয়ে দিচ্ছেন। ক্রিয়েটিভ প্রসেসে তাঁদের কন্ট্রিবিউশান নেই।
  • আলফা | 236712.158.676712.108 | ০২ নভেম্বর ২০১৯ ২০:২২388128
  • এই গানটা যেন গীতা দত্তর কথা মাথায় রেখেই লিখেছিলেন মাজরূহ সুলতানপুর অন্তত আমার ঐরকম মনে হয়। Lullaby বা ঘুমপাড়ানি গান অনেক আছে কিন্তু এই গানের ধারে কাছে কোনোটা আসে না। লতা, আশা হতে পারেন খুব বড় গায়িকা কিন্তু এই ঘুমপাড়ানি গান গীতা দত্তর গলায় অনন্য।
  • dc | 236712.158.676712.108 | ০২ নভেম্বর ২০১৯ ২০:২৯388130
  • গীতা দত্ত সত্যি ইনকম্পারেবল, ওনার গাওয়া কিছু গান বোধায় স্বয়ং লতাও ওরকমভাবে গাইতে পারতেন না (অবশ্যই আমার পার্সোনাল মত, অমি লতা আর গীতা দত্তর মধ্যে তুলনা করার কেউ না)। গীতা দত্তর দুয়েকটা গান মনে পড়ছে, যেমন বাবুজি ধীরে চলনা বা জানে কেয়া তুনে কাহি। আরেকটা হলো ওয়াক্ত নে কিয়া কেয়া হাসিন সিতম। ওগুলো কি আর কেউ ওরকম গাইতে পারতেন? জানিনা।
  • S | 236712.158.780112.148 | ০২ নভেম্বর ২০১৯ ২০:৩৪388131
  • গীতা দত্ত বাকীদের থেকে মাইলস অ্যাহেড।
  • dc | 236712.158.566712.153 | ০২ নভেম্বর ২০১৯ ২০:৪০388132
  • তাই যদি হয় তো গীতা দত্তর একখানা গান শুনে নেওয়া যাক। সুরের যাদু, গলার যাদুঃ

  • S | 236712.158.670112.167 | ০২ নভেম্বর ২০১৯ ২০:৫৭388133
  • আমিও একটা দিলাম। একদম লঘু সঙ্গীত। লোকে আশার কথা বলে, কিন্তু এই গানটা শুনলে বোঝা যায় যে গীতা দত্ত ক্যাবারে গানেও বহু মাইল এগিয়ে। পিকচারাইজেশান নিয়ে কোনও বক্তব্য রাখলাম না আর আলাদা করে। কালি ব্যানার্জির মতন স্মার্ট অভিনেতা এখন একজন থাকলে বাংলা সিনেমা উদ্ধার হয়ে যেত।

  • দ্য সিলভা | 236712.158.786712.59 | ০২ নভেম্বর ২০১৯ ২১:০১388134
  • আমিও মনে করি, গীতা দত্ত অতুলনীয়। একমাত্র উনিই লতাকে বেগ দিয়েছেন। আশা ওর ধারেকাছেও ছিলেন না।

    কেন যে গীতা অকালেই শেষ হয়ে গেলেন !
  • S | 236712.158.670112.167 | ০২ নভেম্বর ২০১৯ ২১:০৮388135
  • কেন আবার? গুরু দত্তের কার্যকলাপ। তিনি নিজেও আরেকজন জিনিয়াস ছিলেন। আমার মনে হয় গুরু দত্ত বেঁচে থাকলে বলিউডের এই অধঃপতন হতে দিতেন না।
  • dc | 236712.158.786712.127 | ০২ নভেম্বর ২০১৯ ২১:৫৮388136
  • হ্যাঁ, গুরু দত্তও জিনিয়াস ছিলেন। কোন সন্দেহ নেই।
  • dc | 236712.158.786712.127 | ০২ নভেম্বর ২০১৯ ২২:০৬388137
  • তাহলেও সেই সময়ের আশাও শুনে নেওয়া যাক একবার। এসব গান কি আর কখনো হবে? এমন সুরকারও আর আসবে না, এমন গায়িকাও আর আসবে না। (সিনেমাগুলো দেখার অযোগ্য)

  • এলেবেলে | 236712.158.565612.241 | ০২ নভেম্বর ২০১৯ ২২:২৬388138
  • @বড়েস, এই টইয়ের প্রায় প্রথম থেকেই লতা সম্পর্কে যে প্রতিপাদ্যটি আপনি উপস্থাপিত করতে চাইছেন, সেটাকে প্লিজ কিশোর-রফি দিয়ে বাকি সমস্ত মেল সিঙ্গারকে (সমসাময়িক) রিপ্লেস করে দেখান। নতমস্তকে মেনে নেব।
  • দ্য সিলভা | 236712.158.676712.22 | ০২ নভেম্বর ২০১৯ ২২:২৭388139
  • ডিসি, একটু ভুল হলো। এই গানের সময় ষাটের শেষের দিকে। ঠিক গীতা দত্তের সোনালী সময়ের নয়।
    ষাটের প্রথমার্ধে গীতা দত্তের কাছে আশা দাঁড়াতেই পারেন নি।

    এখন প্রমাণ দিতে পারবো না। তবে অনন্দবাজার রবিবাসরীয় তে গীতা দত্ত নিয়ে অসামান্য লেখা ছিল।

    সেই লেখায় যাকগে: গীতা তাঁর জীবন নিয়ে বিপর্যস্ত। মদ্যপানে আসক্ত। ওপি নাইয়ারের কাছে কাজ চাইছেন প্রায় ভিখারির মতো। নাইয়ার পরে ইন্টারভিউতে জানাচ্ছেন, ' তিনি তখন আশার সঙ্গে ইমোশনালি ইনভলভড( এই শব্দবন্ধ ব্যবহৃত ছিল)।'

    সুতরাং, গীতা আর কাজ পান নি।
    অথচ এই ওপি নাইয়ারের সুরে পঞ্চাশ দশকে বা ষাটের দশকের প্রথমার্ধে গীতা দত্তের কী সব অসামান্য গান আছে ভাবলে অবাক হতে হয়।
  • দ্য সিলভা | 237812.69.563412.27 | ০২ নভেম্বর ২০১৯ ২৩:০১388141
  • এলেবেলে।

    প্রথমত বলি রফি ও কিশোরের আধিপত্য ছিল। কিন্তু, সেটা লতা আশার সঙ্গে কখনোই তুলনীয় নয়। কেননা পাশাপাশি ভুপিন্দর সিং, শৈলেন্দ্র সিং, যেশুদাসের উজ্জ্বল উপস্থিতি। উজ্জ্বল বললাম কেননা এরা বাণী জয়রাম বা হেমলতার মত একটি দুটি গান গেয়ে বিলীন হয়ে যান নি। এদের আলাদা করে বহু ক্যাসেট বিকোতে দেখেছি। আমি বেস্ট অফ বাণী জয়রাম বা বেস্ট অফ সারদা এমন কিছু সেই সময়ে দেখিনি।

    আটের দশকে অমিতকুমার ও সুরেশ ওয়াদেকর, এসপি বালসুব্রাহ্মণীয়ম ও জগজিত সিং, নীতিন মুকেশ। আরো পরে সাব্বিরকুমার ও আজিজ। আনোয়ার।

    মনোহর উদাস ও মহেন্দ্র কাপুর, মান্না, মুকেশ কিন্তু পাশাপাশি অনেকদিনই গেয়ে গেছেন।

    কিন্তু, আমাকে গায়িকার সংখ্যা ও গানের পরিমান দিয়ে দেখান যে সত্তর ও আশির দশকে অন্যান্য গায়িকারা গেয়েছেন।

    সাত ও আটের দশকে আমাকে তথ্য দিয়ে দেখান যে অন্যান্য গায়িকারা রীতিমত সুযোগ পেয়েছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন