এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০০৭-০৮

    Som
    অন্যান্য | ০৬ আগস্ট ২০০৭ | ৯৭২৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 79.73.116.171 | ১৯ আগস্ট ২০০৭ ০৪:০১390614
  • প্রথম দুটো ডিটো। লাস্টেরটা আমার বাজি চেলসি। অ্যানফিল্ডে খেলা জেনেও। :-)
  • Arijit | 77.98.196.117 | ১৯ আগস্ট ২০০৭ ০৪:০৪390615
  • চেলসী কিন্তু গত দুই সীজনে অ্যানফিল্ডে ঝুলিয়েছে - চ্যাম্পিয়নস লীগের খেলাগুলো মনে করো।
  • Arijit | 77.98.196.117 | ১৯ আগস্ট ২০০৭ ২০:১৩390616
  • ম্যানিওর হেরে গেলো তো!!! তিন ম্যাচের পর ম্যানিওর 16th - শেষ কবে এমন হয়েছে কে জানে।
  • Arpan | 79.73.125.182 | ১৯ আগস্ট ২০০৭ ২০:৩২390617
  • সোম কি অনশন শুরু করেছ?

    আর্সেনাল এক গোলে এগিয়ে হাফটাইম পর্যন্ত।

    চেলসি-লিভারপুল শুরু হল।
  • Arijit | 77.98.196.117 | ১৯ আগস্ট ২০০৭ ২০:৫৭390618
  • লিভারপুল ১ - ০ - ফার্নান্ডো টরেসের প্রথম গোল

    ;-)
  • Arpan | 79.73.125.182 | ১৯ আগস্ট ২০০৭ ২১:৪৭390619
  • ১-১ - ল্যাম্পার্ড (পেনাল্টি)
  • Arijit | 128.240.233.197 | ২০ আগস্ট ২০০৭ ১৩:০৬390620
  • ও: রব স্টাইলস যা রেফারিং দেখালো লিভারপুল-চেলসী খেলাটাতে...
  • - | 125.18.104.1 | ২০ আগস্ট ২০০৭ ১৪:২১390621
  • এত বাজে রেফারিং দীর্ঘ দিন দেখি নি। প্রথম কথা আমাদের ফ্রি কিক টা টরেস ঢপ দিয়েছে। কিন্তু ওদের পেনাল্টি টা ফুল চাপ হয়ে গেল।

    জেনেরালি কাল বোঝা গেছে টেরি র সেই ফর্ম এখনো নেই। বার বার স্পিডে ঝাড়। আর এসিয়েন এখন চেলসির বেস্ট।
  • Som | 169.200.204.36 | ২৮ আগস্ট ২০০৭ ২১:০৯390622
  • যা;,

    ফুটবলের টই টা এমন মরে গেল।

    শেষ উইকএন্ডের রিভিউ

    লিভারপুল ২-০ গোলে সান্ডারল্যান্ডকে হারালো। সান্ডআরল্যান্ডের নতুন সাইনিং ক্রেগ গর্ডন দুর্দান্ত না খেললে ওটা আরো বেশী হত।মোমো সিসোকো একটা জেরার্ড মার্কা গোল করল।

    প্‌মপেই এর ডিফেন্সে সল ক্যাম্পবেল অসা খেলল। চেলসি কোনো মতে ১-০ গোলে জিতল। ফ্যাট ফ্র্যানক আবার গোল কল্লে।

    আর্সেনাল এই সিজনে প্রথম টিম যারা সিটি-র গোলে বল পাঠালে। পুরো ম্যাচে আর্সেনাল দাপটের সাথে খেললেও সিটি-র ডিফেন্স বেশ ভালো করল। আর একজেন্র কথা কইতে হয় - কাসপার স্মাইশেল। বাবা-র মত যেন অতিমানব হয়ে উঠেছিল। ভ্যান পার্সি-র পেনাল্টি বাঁচাল, ঠিক যেমন ৯৯ এফ এ কাপ সেমি ফাইনাল রিপ্লে তে পিটার বার্গক্যাম্পের পেনাল্টি বাঁচিয়েছিল। শেষে হ্লেব আর ফ্যাব্রেগাস এর কম্বিনেশনে গোল এল।

    ম্যান ইউ আবার হতাশ কল্লে। মোটেই ভালো খেলল না। স্পারসের রাইট ব্যাক চিমবোন্দা দারুণ খেললে। যাই হোক, শেষ মেশ নানি-র একটা ৩০ গজী শটে জয় এল - এই সিজনে প্রথম।

    নিউক্যাসল বরোর সাথে ২-২ ড্র করল। কার আর র‌্যামেজের চোট বিগ স্যামের ডিফেন্সের টেন্‌শন বাঋহিয়ে দিলে।

    অনেক আশা নিয়ে বার্সেলোনা-র খেলা দেখতে বসেছিলাম। কিন্তু হতাশ হলাম। এখন ও জেলিং হয় নি। উদ্দেশ্যহীন ভাবে প্রচুর স্কোয়ার পাস খেলে গেল , কিন্তু একটাও গোল হল না।

    এখনো পর্যন্ত ইউরোপের বেস্ট টিম এই সিজনে - বায়ার্ন মিউনিখ। দু ম্যাচে ৭ গোল। প্রথম ম্যাচে ব্রেমেনে গিয়ে ৪ গোল। অ্যালটিনটপ, রিবেরি স্বপ্নের ফুটবল খেলছে। দুর্ভাগ্য এই সিজনে ওরা চ্যাম্পিয়নস লীগ খেলবে না।
  • Som | 169.200.204.34 | ২৮ আগস্ট ২০০৭ ২১:১৫390329
  • মিডউইকে ইংল্যান্ড - জার্মানি ফ্রেন্ডলি হল নিউ ওয়েম্বলি তে। জার্মানি-র দ্বিতিয় সারির দলের কাছে রুনি-জেরার্ড-হার্গ্রেভস বিহীন ইংল্যান্ড ১-২ হারলো।
    এক্টা গোল রবিনসন উপহার দিলে- গিফট র‌্যাপে মুড়ে আরেকটা পান্ডের একটা গোলার মত শটে। ইংল্যান্ডের হয়ে ফ্যাট ফ্রানক অনেক যুগ পরে গোল করল। সব মিলিয়ে ইংল্যান্ড খুব বাজে খেলল। রুনি এখনো মাস দুই বাইরে - এই হাল চললে ইংল্যান্ড ০৮ এর ইউরোতে কোয়ালিফায় করা চাপ হবে।

  • Arpan | 193.134.170.35 | ২৮ আগস্ট ২০০৭ ২১:৫২390330
  • ধ্যাৎ, ভ্যান পার্সি পেনাল্টি শটটা অতি অখাদ্য নিয়েছিল। আর্সেনাল আর হল্যান্ড এই দুটি টিম যারা সবসময় বড়লোকের উড়নচন্ডী ছেলের মত পেনাল্টি মারে।
  • Arpan | 193.134.170.35 | ২৮ আগস্ট ২০০৭ ২১:৫৫390331
  • স্পার্সের লাক খারাপ। একটা পরিষ্কার পেনাল্টি ছিল।
  • Som | 169.200.204.15 | ২৮ আগস্ট ২০০৭ ২২:০০390332
  • শটটা খারাপ ছিল ঠিক-ই, তাও পেনাল্টি বাচানো আমার মতে অবিশ্যি-ই ক্রেডিটের।
  • Som | 169.200.204.15 | ২৮ আগস্ট ২০০৭ ২২:০১390333
  • ওটা ব্রাউনের চেস্টে লেগেছিল দাদা
  • Arijit | 77.98.196.117 | ২৯ আগস্ট ২০০৭ ০২:১৪390334
  • ম্যান ইউয়ের বিরুদ্ধে পেনাল্টি? তাও ওল্ড ট্রাফোর্ডে? পাগল না ম্যাকেম?
  • Som | 169.200.204.17 | ২৯ আগস্ট ২০০৭ ০২:১৬390335
  • অরিজিতকে মোরিনহোতে পেয়েছে

    :-)
  • Som | 169.200.204.17 | ২৯ আগস্ট ২০০৭ ০২:১৭390336
  • ব্রকোলি দিলে চিলড মেরিনেটেড ব্রকোলি দিও ...
  • Arijit | 77.98.196.117 | ২৯ আগস্ট ২০০৭ ০২:১৯390337
  • গত সীজনে এমন ঘটনা বেশ কয়েকটা হয়েছে। এটা মোটামুটি গ্র্যান্টেড যে হোমটীম অ্যাডভান্টেজ পায়, আর বড় টীম আরো বেশি পায়। মোরিনহো-তে পাবে কেন? চেলসী কি কম ফায়দা পেয়েছে? নিউক্যাসলের সাথে খেলায় ৭৫ মিনিট অবধি ০-০, দ্রোগবা নেমে একটা ফ্রীকিক পেলো, ছয় গজের বক্সের সমান লেভেলে, বলটা দিব্যি তিন গজ ওপরে নিয়ে এসে বসালো - যাতে ভালো অ্যাঙ্গেল পায়। রেফারি চুপ, নিউক্যাসলের প্রোটেস্ট সঙ্কেÄও। চেলসী পেনাল্টিও পোচুর পেয়েছে। প্রিমিয়ারশীপে সবচেয়ে অবভিয়াস ডাইভারদের মধ্যে ছোট রোনাল্ডোর সাথে রবেন (এখন অবিশ্যি এটা চেলসী নয় আর) আর দ্রোগবার নাম আসে।
  • Arijit | 77.98.196.117 | ২৯ আগস্ট ২০০৭ ০২:২৩390338
  • কিন্তুক আমি এত ভেবেচিন্তে একটা কি দারুন ডায়লগ দিলুম - পাগল না ম্যাকেম - সেটা কেউ দেকলো না। ধুস্‌স্‌স্‌স।
  • Arijit | 77.98.196.117 | ০১ সেপ্টেম্বর ২০০৭ ২১:২৮390340
  • লিভারপুল ছয় গোল দিয়েছে ডার্বিকে...
  • Arijit | 77.98.196.117 | ০২ সেপ্টেম্বর ২০০৭ ০০:২৩390341
  • সোমের টীমের হাল বে-এ-এ-এ-শ খারাপ;-)
  • Jay | 195.93.21.98 | ০২ সেপ্টেম্বর ২০০৭ ১৩:৫৫390342
  • লিভারপুলের খেলা উদ্দাম হল। টেবিলের শীর্ষে, পাঁচ বছরে প্রথমবার। তার থেকেও বড় কথা, বেনেতেজ যে নতুন বচ্চাগুলোকে নিয়েছে ব্যাপক দৌড়ুচ্ছে,টোরেস (স্পেন), বাবেল (হল্যান্ড), মাস্কারেনহো (বুড়ো, আর্জেন্টিনা) ভালো রিক্রুট। জেরার্ড, ক্রাউচ, বেলামি বাদ দিয়েই ৬ গোল। ডার্বি অবশ্যি তলার দিকের দল। তবে ১২ গোল হতে পারত।
    ওয়েস্টহ্যাম তেভেজের ভালো বদলী পেয়ে গেছে- বেলামি। কিছু প্লেয়ার বোধহয় ছোট টীমে ভালো খেলে। তেভেজ এখানেতো একাই একশ ছিল, ম্যানইউতে গিয়ে মনে হচ্ছে হারিয়ে গেছে। এবার বেলামি টানবে।
    কেউ খেয়াল করেছ? ইংল্যান্ডের টপ চারটে টীমের মালিক বিদেশী। দুটোর আমেরিকান মালিক (ম্যান ইউ, লিভারপুল), দুটোর রাশিয়ান (চেলসি, আর্সনল)
    আর্সনল অবশ্যি পুরোটা এখনও হয়নি।
    ম্যান ইউএর সোলস্কিএর এর মধ্যেই রিটায়ারমেন্ট নিয়ে নিল!!!! আমি অবাক।
  • Arijit | 128.240.233.197 | ০৩ সেপ্টেম্বর ২০০৭ ১৩:২৪390343
  • এবার প্রিমিয়ার লীগ যা তা জমবে...কাল ভিলা চেলসীকে দু গোলে হারিয়েছে, অবিশ্যি চেলসী গুচ্ছ মিস করেছে, আর একটা পেনাল্টিও হওয়া উচিত ছিলো - সেটা হলে রেজাল্ট কি হত বলা যায় না। আর মোরিনহো পেনাল্টিটা নিয়ে বেশ একটা নির্বিকার-নির্বিকার ভাব নিলো:-))
  • Arpan | 79.73.119.59 | ০৩ সেপ্টেম্বর ২০০৭ ১৩:২৮390344
  • কাল চেলসি হারল। আর গানার্সরা সেকেন্ড হাফ দশজনে খেলে জিতল। চেলসির হারাটা জরুরি ছিল। :-)
  • - | 125.18.104.1 | ০৩ সেপ্টেম্বর ২০০৭ ১৩:৩৪390345
  • জয়, এটা যাকে বলে হাই স্কোরিং উইকেন্ড।
    আমারো দিব্য কাটলো। ৬-০ জিতলাম। তোমার সঙ্গে বেশ একমত হলাম।

    একটা বাদে। বেলামি তেভেজের বিকল্প নয় বলেই মনে হয়। বেলামি র ব্যাপক স্পিড খুব খাটিয়ে কিন্তু ঐ সৃজনশীলতা নাই। বেলামি খুব বেশি গোল করবে না সিজনে। মাথা গরম করে তার পরে বেঞ্চে থাকবে। টেভেজ যে কোয়ালিটির ১৫ উপরে গোল না করলে আশ্চর্য্য হবো। রুনি নেই, ফার্গি ওকে খেলাতে বাধ্য।
  • Arpan | 79.73.119.59 | ০৩ সেপ্টেম্বর ২০০৭ ১৩:৪০390346
  • রিয়াল কাল ৫ গোলে জিতেছে।
  • Arijit | 128.240.233.197 | ০৩ সেপ্টেম্বর ২০০৭ ১৩:৪২390347
  • তেভেজ কি সে অর্থে স্কোরিং স্ট্রাইকার? মনে হয় না, বরং ভালো স্ট্রাইক পার্টনার হতে পারে। দ্বিতীয়ত:, ফুটবলে একটা ট্রাডিশনাল ভাবনা আছে - লম্বা-বেঁটে স্ট্রাইকিং জুটি - ম্যানিওরের কোন লম্বা স্ট্রাইকার নেই - রুনি আপাতত বাইরে, এবং রুনিও আউট অ্যাণ্ড আউট স্ট্রাইকার হিসেবে - মানে ওয়েন, শিয়ারার স্টাইলে - খেলতে পছন্দ করে না। এই জুটিটা খুব ইম্পর্ট্যান্ট। গত সীজনে লিভারপুল এখানে পিছিয়ে ছিলো, এবার কাউট আর টরেস - ভালো পার্টনার। ভিলার দেখো ক্যারু আর আবোন(সামথিং), নিউক্যাসল খেলাবে মার্টিনস/ভিদুকা আর ওয়েন/আমিওবি...
  • Arijit | 128.240.233.197 | ০৩ সেপ্টেম্বর ২০০৭ ১৫:৫৫390348
  • আমি এই উইকে ৪৩ পয়েন্ট পেয়েছি। এদ্দিনে ফাণ্ডাটা ধত্তে পেরেছি - পরের খেলাগুলো দেখে টীম তৈরী করতে হবে, তাই তো?
  • Arijit | 128.240.233.197 | ০৩ সেপ্টেম্বর ২০০৭ ১৬:১৯390349
  • ওয়েস্ট হ্যামে এবার ডায়ার, বোওইয়ার, বেলামি - অহো - পুরো সেই ত্রয়ো কি যেন বলে?
  • Arijit | 128.240.233.197 | ০৩ সেপ্টেম্বর ২০০৭ ১৯:৪৮390351
  • ত্রহস্পর্শ

    এতক্ষণে মনে পড়লো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন