এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০০৭-০৮

    Som
    অন্যান্য | ০৬ আগস্ট ২০০৭ | ৯৫৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 79.73.43.98 | ৩০ ডিসেম্বর ২০০৭ ০৩:০৫390418
  • ঠিক।
  • Arijit | 77.103.111.51 | ৩০ ডিসেম্বর ২০০৭ ০৩:২৪390419
  • এখানে লিখবো কি - মুড থাকলে তবেই না। কাগজে কলমে নিউক্যাসলের যা টীম তাতে পাঁচ-ছয় নম্বরে থাকা উচিত। কিন্তু কনসিস্টেন্সি বলে কিছু নেই। আর্সেনালের সাথে দারুণ খেললো তো ডার্বির সাথে হারতে হারতে ড্র, উইগ্যানের কাছে যাচ্ছেতাই খেলে হার...অ্যাওয়ে ম্যাচে ড্র করবার মেন্টালিটি নিয়ে নামাটা বড় নেগেটিভ - স্পেশ্যালি উইগ্যান, ফুলহ্যাম, রেডিং ইত্যাদিদের সাথে। ববি রবসনের আমলে শেষ নিউক্যাসল জেতার মেন্টালিটি নিয়ে খেলতো। তারপর থেকে তিন নম্বর ম্যানেজার - সকলেই নেগেটিভ।
  • Arijit | 77.103.111.51 | ৩০ ডিসেম্বর ২০০৭ ০৩:২৬390420
  • পরপর দুটো ম্যাচ হারায় ববি রবসনকে তাড়িয়ে দিলো - ওই হালার মোটাটা। সেই থেকে এই হাল চলছে। অথচ এর চেয়ে বাজে ডিফেন্স নিয়ে ববি টীমটাকে তিন-চার-পাঁচে রেখেছিলেন...
  • Arijit | 77.103.111.51 | ১০ জানুয়ারি ২০০৮ ০৩:০৯390421
  • বিগ স্যাম অপসারিত। আজ দুপুরেও নিউজ কনফারেন্সে ট্রান্সফার প্ল্যান নিয়ে কথা বলেছে, বিকেলে আচমকা খবর - মিউচুয়াল কনসেন্টে!!! অ্যালেক্স ফার্গুসন ঠিকই বলেছিলেন - poisoned challice
  • Arijit | 80.229.80.170 | ১১ জানুয়ারি ২০০৮ ১৬:১১390423
  • বুকিদের ফেভারিট - হ্যারি রেডন্যাপ - নিউক্যাসলের ওনার বলেছে হ্যারিকে ২০মিলিয়ন পাউন্ড দেবে, নিজের প্রাইভেট জেটে সাউথ কোস্ট থেকে কমিউট করাবে...

    নেক্সট ফেভারিট - Mark Hughes
  • Jay | 195.10.45.235 | ১৫ জানুয়ারি ২০০৮ ১৯:০৯390424
  • অপ্পন এবং অন্যান্য ইবেপ্রেমীদের খোঁটা দেওয়ার অভূতপুর্ব সুযোগ পেয়ে হাত ছাড়া করতে পারলুম না। অনেক দিন ধরে হাত নিশপিশ করছিল- আর গান্ধীগিরি দেখান গেল না ( পাছে আবার ভালো খেলতে শুরু করে, আর মোবা ছড়াতে শুরু করে! এমন সুযোগ বেশী পাওয়া যায় না তো!!) আই-লীগে দশ দলের মধ্যে তোমাদের ইবে নয় নম্বরে- হ্যা হ্যা হ্যা, এগারো ম্যাচে সাতটাতে হার- হ্যা হ্যা হ্যা; এগারোটা গোল দিয়েছে আর খেয়েছে মাত্তর আঠারোটা- হ্যা হ্যা হ্যা। সামনেরবার আইলীগে খেলতে পারবে তো? কটা টীম রেলিগেটেড হয়?-'হ্যা হ্যা হ্যা'টা পুরো কপি/পেস্ট করে গেলাম। আ:।
    অজ্জিত, তোমার নর্দান রক নতুন-দুর্গে তো ক্লিন্সম্যান আসছে গো। কি টম, ডিক, হ্যারি রেডন্যাপকে ধরছ? ক্লিন্সম্যান নিশ্চই নতুন-দুর্গের যে জায়গা (মানে ৬-৭ নম্বরে) সেখানে নিয়ে যেতে পারবে! এখনও নতুন-দুর্গের খেলা দেখ?
    আজ পুরো চাঁটার মুডে ছিলুম। চর্ব, চোষ্য এবং লেহ্য। আজকের হিসেব আজই চুক্তা।
  • Arijit | 128.240.229.68 | ১৫ জানুয়ারি ২০০৮ ১৯:১৭390425
  • কোতায় ক্লিন্সম্যান? সে তো বায়ার্ন মিউনিখে গেছে।

    হুঁ, আমি এখনও দেখি - হার্ডকোর ফ্যান বলে কথা, তবে ম্যাকলারেন এলে (কাগজে একটা খবর ছিলো) আর দেখবো না।
  • RATssss | 63.192.82.30 | ১৬ জানুয়ারি ২০০৮ ০৩:২৯390426
  • ইবের ধর্ম - নতুন লীগ শুরু হলে একবার দ্বিতীয় ডিভিশনে নেমে যায় - কলকাতা লীগেও হয়েছে - এবার আই লিগেও এক অবস্থা। খুব অবাক হব এ সুযোগে দ্বিতীয় ডিভিশনে না নামলে। তবে এবার ক্লাবটাই না উঠে যায়। আর দু-চারবার মোবার কাছে হারলে লোকে পেদিয়ে ক্লাব তুলে দেবে :))
  • nyara | 67.88.241.3 | ১৬ জানুয়ারি ২০০৮ ০৩:৫৪390428
  • বাঙালদের দু:খে আমারই গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। ইস্টবেঙ্গল না থাকলে মোহনবাগান ক্লাব তুলে দেওয়াই ভাল।
  • Arpan | 202.91.136.4 | ১৬ জানুয়ারি ২০০৮ ১২:১৫390429
  • হাতি কাদায় পড়লে ব্যাঙেও মুতে যায়। আমাগো ক্লাবটার হয়েছে এখন সেই অবস্থা।

    তবে ভুলি নাই ভুলি নাই প্রিয়, প্রথমবার ন্যাশনাল লীগ (১৯৯৬?) মোবা চূড়ান্ত পর্যায়ে খেলার জন্য কোয়ালিফাই করতে পারে নাই। সব ম্যাচ গোহারান হেরে আবার কাঁদুনি জুড়েছিল হালার এমন ঐতিহ্যশালী কেলাবের নাকি এমনি এমনি মূল পর্বে খেলার সুযোগ পাওয়া উচিৎ।
  • Blank | 203.99.212.224 | ১৬ জানুয়ারি ২০০৮ ১২:১৬390430
  • অপ্পন দা, বাড়িতে আসন আছে? মাটি তে পেতে বসার?
  • nyara | 64.105.168.210 | ১৬ জানুয়ারি ২০০৮ ১২:২৪390431
  • অর্পণের ১৯৯৬ সালের কথায় আমারও ১৬৬৭ সালের কথা মনে পড়ে যাচ্ছে। ঠিক কি হয়েছিল মনে পড়ছে না, কিন্তু মনটা হুহু করে উঠছে।
  • Arpan | 202.91.136.4 | ১৬ জানুয়ারি ২০০৮ ১৩:৩৩390432
  • আসন তো আছে। আপাতত ব্যাঙের বর্জ্য পরিষ্কার করে শুকোতে দেওয়া হয়েছে।
  • Blank | 203.99.212.224 | ১৬ জানুয়ারি ২০০৮ ১৩:৩৬390433
  • এবারে ওটি কাজে লাগবে। :)
    এখন থেকে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে টীমের লিস্টি তে ইবের নাম তো দেখতে পাবে না। আসন পেতে মাটি তে বসলে দেখবে, ঐ নীচের দিকে পাবে ইবের নাম।
  • Sudipta | 122.169.134.139 | ১৬ জানুয়ারি ২০০৮ ১৬:৪৪390434
  • বুনুদা এবার কি ইস্ট বেঙ্গল নামের কোনো দল জাতীয় লীগ খেলছে? কি জানি আমি তো নাম টা লিস্টিতে খুঁজেই পাচ্ছি নে, নীচের দিক থেকে দেখা শুরু করবো কি? তুমি কি বলো? ;-))
  • Arijit | 77.103.111.51 | ১৭ জানুয়ারি ২০০৮ ০৩:২২390435
  • রিটার্ন অফ দ্য কিং
    দ্য কিং ইজ ব্যাক

    কিং কেভ - কেভিন কীগান আবার নিউক্যাসলে। জর্ডি নেশন দুহাত তুলে নাচছে। এফএ কাপ রিপ্লেতে নিউক্যাসল ৪, স্টোক সিটি ১, এখনও অবধি।
  • Arijit | 77.103.111.51 | ১৭ জানুয়ারি ২০০৮ ০৪:০৪390436
  • ৯২-৯৭ - নিউক্যাসলের গত বিশ তিরিশ বছরের ইতিহাসে সেরা সময় এই পাঁচ বছর। তখনকার দ্বিতীয় ডিভিশনের তলায় ধুঁকতে থাকাএ একটা ডিজেক্টেড দলকে প্রথম ডিভিশনে তুলে আনার পিছনে কীগান। ফুটবল মানে প্যাশন। দমফাটা আক্রমণ। পিটার বিয়ার্ডসলে, ডেভিড গিনোলা, টিনো অ্যাসপ্রিলা, অ্যাণ্ডি কোল, আরো পরে অ্যালান শিয়ারার - কীগানের নিউক্যাসল - কীগান'স এন্টারটেইনারস তখন ম্যান ইউ-কে সেন্ট জেমসে পাঁচ গোলে হারিয়েছে। প্রথম ডিভিশনে ওঠার পর থেকেই তিন, চার নম্বরে। কিন্তু ট্রফি পায়নি - ডিসেম্বরে পনেরো পয়েন্টে এগিয়ে থেকেও লীগ হাতছাড়া হয়েছিলো, তারপরেই হঠাৎ বয়স বেড়ে যাওয়া কীগান ক্লাব ছেড়ে দেন। কিন্তু গোটা জর্ডি নেশন ফুটবল বলতে ওই পাঁচ বছরের দিকে তাকিয়ে থাকে। কীগন এদের messiah। ফুটবল মানে প্যাশন, এন্টারটেইনমেন্ট - হারলে ক্ষতি নেই, কিন্তু লড়ে হারো, আর খুঁটে খুঁটে এক গোলে জেতার চেয়ে ৪-৩ গোলে জেতো...কিন্তু ওই দমফাটা আক্রমণ যেন বন্ধ না হয়।
  • RATssss | 63.192.82.30 | ১৭ জানুয়ারি ২০০৮ ০৪:২২390437
  • আগামীবার থেকে আসনও লাগবে না পিঁড়িও লাগবে না, মোহনবাগানের ঘরের ছেলে জন্মজন্মান্তরের মতন ইবেকে হারিয়ে দিয়ে গেল , আই লিগ থেকে নেমে যাবে - নতুন কর্পোরেট দলগুলো যেভাবে উঠে আসছে ভারতের ফুটবলে, তাতে এই তলিয়ে যাওয়াটা কি শুধু সময়ের প্রতিক্ষা ছিল! মোবা-রও প্রথম দিকে টিকে থাকার লড়াই ছিল, এখন দ্বিতীয় থাকার লড়াই - প্রথম ৫ জনের মধ্যে থাকলে ফিল-গুড ফ্যাক্টর। কর্মকর্তা ও ব্যা-ভা সহ সকল খেলোয়ারদের নিজেদের প্রমান করবার চেষ্টাটা প্রসংসার যোগ্য। ৫বার টানা ইবে কে হারানোর নজির গড়ার পরে আবার হয়তো দেখা হবে জুনিয়র আই লিগে। শতাব্দীপ্রাচীন ক্লাব আমাদের - ঐতিহ্য বজায় রাখব আমরা। আমাদের তাই স্টেডিয়াম হলনা এখনো। দ্বিতীয় ডিভিশনে নেমে গিয়েও আমরা তাই কুলীন।
  • Arijit | 128.240.229.67 | ১৭ জানুয়ারি ২০০৮ ১৭:৩৩390440
  • উচ্ছ্বাস কনট্রোল হইতাসে না। এইতা পড়ানোর লোভ সামলাতে পারলুম না - মাফ করে দিয়েন...

    Keegan to replay a black and white love supreme
    Whether it ends in tears or not, Kevin Keegan's relationship with the Newcastle fans will ensure a warm welcome

    Richard Williams
    January 17, 2008 12:00 AM
    It is hard to imagine anyone in football, from his old adversary Sir Alex Ferguson at the top of the Premier League to the most casual watcher of Match of the Day, suppressing an instinctive smile at the news of Kevin Keegan's return to St James's Park. By inviting the great enthusiast back into the game the board of Newcastle United have made the one decision guaranteed to earn them a period of virtually unanimous approval and gratitude.

    Keegan is a Yorkshireman whose greatest feats as a player were achieved in the shirts of Liverpool and Hamburg. But Newcastle is where he belongs. In the great stadium that looms over the capital of the north-east, his endearing emotional incontinence found its perfect echo.

    His statistics go some of the way to explaining the affection in which he is held by the Geordie fans. As a player between 1982 and 1984 he gave them 48 goals in 78 games, the highest average of his professional career. As the manager from 1992 to 1997 he presided over 249 league and cup matches, winning 55.4% of them and drawing 20.1% - the best figures of any manager in the Magpies' history. Among the players he brought to the club during that period were Andrew Cole, Peter Beardsley, Les Ferdinand, David Ginola and Alan Shearer.

    Until his first spell as a manager reached its climax with that ill-fated 12-point lead over Ferguson's Manchester United on January 22 1996, it had been euphoria all the way. He had been brought back to Newcastle by Sir John Hall, who had created the Metro Centre as a cornerstone of the city's revival, harboured the vision of developing Newcastle into a multi-platform sports club to rival Barcelona and Real Madrid and believed he had found the perfect front man. Keegan was given a house in the grounds of Hall's estate, Wynyard Hall. As tied cottages and feudal relationships go, it was some kind of idyll for the son of an Armthorpe miner.

    Keegan's rapport with the fans was wonderfully intimate. He ran open training sessions at Durham University's sports ground, where the fans could gather each morning to watch the manager and his assistant and former Anfield team-mate Terry McDermott attempt to make mugs of the current squad in the eight-a-side games that were his idea of preparation for the weekend's big match.

    He is not an angel and can respond badly to criticism. But a personal memory from that time is of half an hour spent observing him at Heathrow airport one evening, as he was drawn into conversation with a couple of supporters while waiting to board the evening shuttle to Newcastle. Unusually for Keegan, he looked drained, like a businessman at the end of a day of awkward meetings. He could have said a brief hello to the fans, signed an autograph or two and politely retreated into the contents of his briefcase. Instead he gave them the full 30 minutes and every sign of his fullest attention.

    That era was to end in anticlimax. Ferguson's team remorselessly overhauled Newcastle's lead to win the 1995-96 title, with Keegan's £7.5m capture of Faustino Asprilla, the sporadically brilliant but hideously infuriating Colombian striker, widely blamed as the catalyst and symbol of the sudden decline. There were other disappointments, starting with defeat against United in the following season's Charity Shield. On a wider front Hall's achievements never quite matched his stated ambitions, and the club's administration began to drift into a period of self-indulgence and negligence that would reach its nadir shortly after Keegan had been replaced by Kenny Dalglish, when the chairman and vice-chairman, Freddy Shepherd and Douglas Hall (Sir John's son), were lured by the News of the World into making insulting remarks about the club's fans and players, not to mention the women of Newcastle.

    When Keegan resigned on January 8 1997 the team were lying fourth in the Premier League. He had taken them, he said, as far as he could. It was an impulsive gesture in keeping with other pivotal decisions he had made and would still make throughout his career, but the entropy within the club was already making itself apparent and he could consider himself well out of it.

    Now he is right back in it, eyeing the chance to erase the memory of the two incidents that define his managerial career so far. The first was the notoriously ill-judged televised outburst aimed at Ferguson in April 1996, when the dream of a black and white championship was crumbling between his fingers. The second was his resignation from the job of England manager on October 7 2000, when he brought his 21-month tenure to an end after the 1-0 defeat by Germany at Wembley with the typically honest and unguarded declaration that he had "come up short" in his tactical thinking.

    No lover of English football will begrudge him the opportunity to redeem those lapses or the chance to write a new chapter in the history of an extraordinary club. The cavalier has entered the gates and the roundheads are in flight. It may all end in tears. But the noise when he makes his return on Saturday evening will be worth hearing.

    http://blogs.guardian.co.uk/sport/2008/01/17/keegan_to_replay_a_black_and_w.html

  • Arijit | 128.240.229.3 | ১৮ জানুয়ারি ২০০৮ ১৭:০৫390441
  • কাপ ম্যাচে নর্মালি মাঠে ৩০-৩৫ হাজার লোক হয়। সেদিন বিকেলে অ্যানাউন্সমেন্টের পর সেন্ট জেমসের সামনে লাইন লেগে গেছিলো - পনেরো হাজার এক্সট্রা টিকিট বিক্রি হয়। রাজা ফিরে এসেছেন শুনে।। ইউফোরিয়া এখনও চলছে। চলবে আগামী বেশ কয়েকদিন। কাল তো মনে হয় ছাদ ফেটে যাবে।

    মাথা ঠাণ্ডা করে ভাবে এটা একটা শ্রুড বিজনেস ডিসিশন। লোকের সমর্থন আছে, বিরাট ফ্যানবেস আবার টিকিট কেটে মাঠে আসবে, মেমোরিবিলিয়া কিনবে। "ইউ ডোন্ট নো হোয়াট ইউ আর ডুয়িং' (টিভি ক্যামেরার সামনে বিগ স্যামকে বলেছিলো সাপোর্টারদের একটা বড় অংশ) বলার সাহস কারো হবে না। "লুজিং দ্য ড্রেসিংরুম' - অর্থাৎ ফুটবলারদের সাথে গোলমাল - কীগানের কখনো হয়নি - দুরন্ত ম্যান-ম্যানেজমেন্ট জানেন রাজা। আর এই রাজাকে বরখাস্ত করতে হয় না - কখনও। না পারলে নিজেই গদি ছেড়ে দেন। কাজেই সেদিক থেকেও বোর্ডরুম সেফ।

    The King has returned...Howay the toon...
  • Arpan | 202.91.136.4 | ১৮ জানুয়ারি ২০০৮ ১৭:৪৭390442
  • একটাই ভাল ব্যপার - সোজা ম্যাচ দিয়ে শুরু করবেন। সামনে বোল্টন।
  • Arijit | 128.240.229.3 | ১৮ জানুয়ারি ২০০৮ ১৭:৫৪390443
  • শক্ত ম্যাচ হলেও কিছু যেত-আসতো না। জেতা-হারার ব্যাপার নয় - এখানে আসল হল প্যাশন, ফ্লেয়ার। এই কীগানের ফিরে আসা প্রসঙ্গে লিনেকারের বক্তব্য হল "নর্থ ইস্টে হার্ট থেকে অ্যাপয়েন্টমেন্ট হয়' - সত্যিই - এবং সেটাই এখানে অ্যাট্র্যাকশন। অনেকদিন বাদে লোকে স্বপ্ন দেখছে।
  • cephren | 68.184.212.140 | ১৯ জানুয়ারি ২০০৮ ১০:৫৮390444
  • season এর শুরুতে আমিও ভেবেছিলম এবার সাদা-কালোরা আবর পুরানো গৌরব ফিরে পাবে। সোলানো চলে গেলেও ওয়েন সুস্থ হয়ে ফিরে আবার গোল করবে, ডাফ আবার ডানদিক দিয়ে ডেডলি দৌড় গুলো দৌড়োবে--জেরেমি র মত মিডিও রয়েছে, মাঝমাঠের লড়াইগুলো যে জিতবে।

    প্রিমিয়ার লিগ কে আকর্ষণীয় করে তোলার জন্যে নিউক্যাসল এর ফর্মে ফের খুবই জরুরি। মনে আছে দু-বছর আগে ফিরতি লিগে সোলনোর পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া একটা শর্টে আর্সেনাল ১-০ হেরে ছিলো। এবার সেরকম কিছু হোক, কেভীন কিগানের দেখানো স্বপ্ন গুলো জেনো ডানা মেলে উড়তে শুরু কোরে।।লিগটা একটু জমা দরকার।
  • Jay | 90.200.160.142 | ১৯ জানুয়ারি ২০০৮ ২৩:৪৬390445
  • তখনও কেউ কোচ হয় নি, বাজারে অনেক নাম। কোন পেপারে এখলাম মনে নেই- একটা কার্টুন দেখলাম। "New-Castle must have acoch who speaks English" এমন একটা হোর্ডিং দেখে এক বন্ধু আরেক জাকে বলে, তাহল তো কোনো দিন কোনো জর্ডির নিউ-ক্যাসলের কোচ হওয়া হবে না!!!!:)-
  • Jay | 90.200.160.142 | ১৯ জানুয়ারি ২০০৮ ২৩:৪৭390446
  • * আরেক জনকে
  • Jay | 90.209.106.252 | ২০ জানুয়ারি ২০০৮ ০৫:১২390447
  • ** a coach সরি, মাতালের মত টাইপাচ্ছিলাম
  • Jay | 90.208.19.248 | ২২ জানুয়ারি ২০০৮ ০৬:২১390448
  • ব্যাঙায় আবার হাথিরে নাথালে, পরপর পাঁচবার। টিসু লাগলে ব'ল।
  • Sudipta | 122.169.152.235 | ২২ জানুয়ারি ২০০৮ ১৫:২৫390449
  • বার বার পাঁচ বার!!! আর কি চাই :-)
  • Arijit | 128.240.229.67 | ২২ জানুয়ারি ২০০৮ ১৫:৩৩390451
  • ইয়ে - এট্টু পলিটিক্যালি কারেক্ট কথা কই - ইশব্যাঙ্গল নেমে গেলে বাংলা থেকে একখানিই দল থাকবে - একে একে নিভিছে দেউটি - আগে তিন প্রধাণ বলতো, এখন দুই...টালিগঞ্জ বছর দুয়েকের জন্যে জাতীয় লীগে ছিলো বটে, কিন্তু এটা মোটামুটি পরিস্কার যে কলকাতা থেকে ফুটবল প্রায় উঠে যাবার মত অবস্থা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন