এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০০৭-০৮

    Som
    অন্যান্য | ০৬ আগস্ট ২০০৭ | ৯৭৬৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cephren | 128.252.20.65 | ৩১ জানুয়ারি ২০০৮ ০০:১৬390485
  • মিদলসবরো নিয়ে অতি বড় জুয়ারী ও জুয়া খেল্বে না, ব্যাটারা আজ আর্সেনাল কে হারাছে তো কাল বার্মিংহাম এর কাছে হারছে
  • cephren | 128.252.20.65 | ৩১ জানুয়ারি ২০০৮ ০১:০৩390486
  • Tim

    লিংক গুল দিলাম।।

    হ্‌ত্‌ত্‌প://য়্‌ব্‌ব।সোপঅস্ত।ওর্গ/দোয়ে্‌ন্‌লাঅদ/

    sopcast এর পাতায় ২।০।৪ টাই লেটেস্ট

    হ্‌ত্‌ত্‌প://য়্‌ব্‌ব।সোতে্‌পদিঅ।ওম/গেত/ঈন্তের্নেত/ঈন্তের্নেত-ঋঅদিও-ট-লয়ের/টঊলয়ের।শ্‌ত্‌ম্‌ল
  • cephren | 128.252.20.65 | ৩১ জানুয়ারি ২০০৮ ০৩:৪৬390488
  • ছোটো দুটো আনন্দ পেলাম। ইন্টারমিলান ৩-২ জুভেন্টাস, কোপা ইতালিয়া থেকে চোর গুলোর বিদায়।

    ওদিকে সেষ মিনিটের পেনাল্টি তে লিভারপুলের কপাল পুড়ল। হ্যামার্স জিতেছে বলে খুশি নই, গতানুগতিক ক্লাবটা হেরেছে তাই ভালো লাগলো।

    পাশাপাশি দুটো ম্যাচ sopcast এ দেখতে দেখতে বুয্‌হতে পারচিলাম, দুটো কত ভিন্ন ধাঁচের ঘরানা, স্পিডের কত দিফেরেন্স। ইতালি তে ওরা ক®¾ট্রাল অনেক বেশী করে, অর ছোটো ছোটো লব এর ব্যবহার বেশী করে।সাধে শেভচেনে্‌কার এত অসুবিধে হচ্ছে!!
  • Arijit | 77.103.111.51 | ৩১ জানুয়ারি ২০০৮ ০৩:৪৮390489
  • ভিদুকা ইনজিওরড। তাছাড়া বয়সও হয়েছে, বেশ স্লো। তবুও ভিদুকার খেলার স্টাইলের মধ্যে একটা ক্রিটিক্যাল জিনিস আছে - ও বল ধরে রেখে পার্টনারকে জায়গা করে নেবার সুযোগ করে দেয়, ছোট ছোট টার্নও ভালো পারে। কিন্তু এই সীজনে সেভাবে সুযোগ পায়নি - এক ইনজুরি, দুই - মিডফিল্ড থেকে বল আসবে তবেই না...বিগ স্যামের কনসেপ্টে তো মিডফিল্ড বলে কিছু ছিলোই না। ওদিকে ওয়েনও চলছে না - হয় আগ্রহ নেই, নয়তো ওয়েন শেষ।
  • cephren | 128.252.20.65 | ৩১ জানুয়ারি ২০০৮ ০৩:৫৩390490
  • ওয়েনের খেলা দেখে তাই মনে হচ্ছে, কেমন যেন আগ্রহ হারিয়ে ফেলেছে, সেই চটফটে ভাবটই নেই, ২-৩ বছর আগেকার সেই সময়, যখন ওয়েনের পায়ে পেনাল্টি বক্ষে বল পড়লেই গেল গেল রব উথতো, সেই ব্যপারটই নেই।

    ভিদুকা বড় ম্যাচে ভালো খেলে।।আর হঠাৎ হঠাৎ অবিশ্যাস্ব সব গোল করে বসে।সুস্থ হলে হয়তো কিছুটা কাজে আসবে। আসলে ২ বছর আগে এই ওয়েন আর মার্টিনের ওপর invest করাটা খুব একটা কাজে দেয় নি। ০৮-০৯ তে এই যায়গায় ভালোপয়সা ঢালতে হবে।
  • Arijit | 77.103.111.51 | ৩১ জানুয়ারি ২০০৮ ০৩:৫৪390491
  • আমি বিগ ফোরের কোনটাকেই সাপোট করি নে - আমি সাব-অল্টার্নদের দলে - তাই নিউক্যাসল। সেদিন লিভারপুলের সাথে খেলায় হাভান্ট-ওয়াটারলুভিলকে কত সাপোর্ট করলুম। তবে বিগ ফোরের মধ্যে খেলা হলে লিভারপুলকে সাপোট করি। যদিও ফর্মে থাকলে আর্সেনালের খেলা দেখে সুখ।
  • cephren | 128.252.20.65 | ৩১ জানুয়ারি ২০০৮ ০৪:০২390492
  • সেটা নিরপেক্ষ ভাবে ভেবে আমারো মনে হয়েছে।।আর্সেনাল তিপিক্যাল হিট অয়ান্ড রান ইংলিশ স্টাইল ফুটবল খেলে না।।ওদের খেলার মধ্যে শিলপ আছে, তবুও কেনো নিজের মধ্যে এতো আর্সেনাল বিদ্বেষ কে জানে:(

    ম্যান সিটি তো ওদিকে আবার ছোরাতে আরম্ভা করেছে।।কুকুরের পেটে আর কতদিন ঘি সঝ্য হবে:)
  • Arijit | 77.103.111.51 | ৩১ জানুয়ারি ২০০৮ ০৪:২৮390493
  • আর্সেনাল = ফ্রান্স। এখানকার লোকজন তাই কয়:-)
  • Arijit | 128.240.229.3 | ৩১ জানুয়ারি ২০০৮ ১৪:৫৭390495
  • কাল পোর্টসমাউথের সাথে ছোট রোনাল্ডোর এই গোলটা দ্যাখো -
    - সার অ্যালেক্সের মতে "বেস্ট ফ্রী কিক ইন প্রিমিয়ার লীগ' - এই প্লেয়ারটাকে আমি একদম দেখতে পারি না - অ্যাটিচিউডের জন্যে - সুযোগ পেলেই ডাইভ দেয়। কিন্তু একটা উইঙ্গার মাঝ সীজনে ২৫টা গোল করে ফেললো - এ জিনিস খুব কমই হয়।
  • cephren | 128.252.20.65 | ৩১ জানুয়ারি ২০০৮ ২২:৫১390496
  • কাল রাতে ফক্সে দেখলম গোলটা। ছোটো রোনাল্ডো সত্যি অসধারণ ফরমে রয়েছে।।তবে তেভেজ আসাতে ওদের অনেক সুবিধা হয়েছে, রুনির ওপোর থেকে চাপ কমে গেছে, একটা পজিতিভ গোল করার লোক পেয়েছে, অর ইংলিশ ঘরানার সংগে লাতিন স্টাইল খুব সুন্দর মিশিয়েছে তেভেজ।

    রোনল্ডো মনে হয় ধিরে ধিরে দাইভ দেওঅর philosophy পাল্টাচ্ছে।
    গোলটার পর ডেভিড জেমস এর অসহায় মুখটা দেখার মত ছিলো। অবশ্য তারপর বাকি ম্যাচ্‌টা তে ও পুষিয়ে দিয়েছে।।কি করে জে ম্যান ইউ অত মিস করলো কে জানে।
  • Arpan | 202.91.136.4 | ০৪ ফেব্রুয়ারি ২০০৮ ১০:৫৮390497
  • যা ভেবেছিলাম, স্পার্স ম্যানিউকে আটকে দিল। ইন্‌জুরি টাইমে গোল না পেলে ম্যানিউর কপাল আরো পুড়ত। :-)

    আর ম্যান সিটি এই সীজনে ফার্স্ট হোম ম্যাচ হারল - গানার্সের কাছে।

    নিউক্যাসল হোম ম্যাচেও বরোর কাছে আটকে গেল।

    এদিকে বাঙ্গালরা প্রায় রেলিগেশন বাঁচায়ে দিল। মোবা সমর্থকদের ধন্যবাদ পাওনা রইল। পরপর ডেম্পো, এয়ার ইন্ডিয়া আর মাহিন্দ্রার পয়েন্ট কেড়ে নিলাম।
  • Arpan | 202.91.136.4 | ০৪ ফেব্রুয়ারি ২০০৮ ১১:০১390498
  • ডি: মোবা সমর্থকদের থেকে ধন্যবাদ পাওনা রইল। :-)
  • Arijit | 128.240.229.66 | ০৪ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:৩১390499
  • এ সেই মাইক ডীন যে স্ট্যামফোর্ড ব্রীজে চেলসীকে ভুলভাল অফসাইড গোলে জিতিয়েছিলো। কালও চার মিনিটের মাথায় ওয়েনের একটা গোল দেয় নি। তারপর আরো একটা (এর ক্ষেত্রে দাবী এমরের কর্নার নাকি বাইরে থেকে বাঁক খেয়েছিলো)। এবং বরোর গোলটাও অফসাইডে।
  • Arijit | 128.240.229.65 | ০৮ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:৪১390500
  • দুটো পয়েন্ট -

    (১) দুদিন আগে ১৯৫৮-র মিউনিখ প্লেন দুর্ঘটনার পঞ্চাশতম বার্ষিকী ছিলো - ওই দুর্ঘটনায় একুশজন যাত্রী মারা যান, তাঁদের মধ্যে সাত জন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্লেয়ার। আশ্চর্যভাবে বেঁচে যান একজন - সতেরো বছর বয়সী ববি চার্লটন।

    (২) http://tinyurl.com/37mbez - ইন্টারেস্টিং? নাকি...
  • cephren | 68.184.212.140 | ১০ ফেব্রুয়ারি ২০০৮ ০৬:৩৮390501
  • বুশবির টিম কে নাকি জিনিয়াস ইত্যাদি বলা হত, কিন্তু তখন সেই সময়ে ম্যান ইউ এর রেকর্ড ঘেঁটে দেখলাম, চ্যাম্পিয়ান্স লিগ তো মাদ্রিদ জিততো তখন।

    আর এই আইডিয়া টা একেবারে টোটাল ম্যাডনেস। premiere league কে বারো ভূতে লুটে খাওয়ার চেষ্টা চলছে। ফুটবলের বদলে বিনোদনের দিকে বেশী নজর দিতে গিয়ে লিগ এর মান ধীরে ধীরে পড়ে যাচ্ছে।বেশীর ভাগ ই এখন জার্সি ব অন্য merchandise বিক্রি করার একটা মিডিয়াম।এই বাইরে খেলা করার একমাত্র সেটাই উদ্দ্যেশ্য।এইসব এশিয়ান, মধ্য-প্রাচ্যে খেলা ফেল্লেই লোকে হু-হু করে জার্সি কিনবে , মাঠে ভিড় হবে, হাইপ হবে, মোটা টাকা ক্লাব-ওনারদের পকেটে আসবে।

    কিন্তু এতে ইংল্যান্ড ফুটবল এগোবে ঘন্টা, আর চ্যম্পিয়ন্স লিগ ও সেই মিলান, মাদ্রিদ, বার্সেলোনা নিয়ে যাবে।
  • Arpan | 124.125.226.232 | ১০ ফেব্রুয়ারি ২০০৮ ১৩:২১390502
  • এ: নিউক্যাসল দেখছি কালকে আবার ধরাশায়ী হয়েছে।

    যা ভবিষ্যদ্বাণী করেছিলাম (৩০ জানু, ৩:৫২ পিএম) বরো অলরেডি নিউক্যাসলকে টপকে গেছে। এবার সান্ডারল্যান্ডের পালা। ;-)
  • Arijit | 77.103.111.51 | ১০ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:২০390503
  • দাও - দাও - ইশব্যাঙ্গলের শোধ এখানে নাও।

    গোটা ফার্স্ট হাফ দাপিয়ে খেলে (১-০ টা আরো বেশি হতে পারতো) সেকেণ্ড হাফে দুট ছয় ফুটিয়া স্ট্রাইকারের সামনে চারটে ডিফেন্ডার পেন্টুল হলদে করে ফেললো। রহস্য।
  • Arpan | 124.125.226.232 | ১০ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:৫১390504
  • ইশব্যাঙ্গল কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। আমরা এত বাজে খেলেও ডেম্পো আর মাহিন্দ্রাকে ঘরের মাঠে হারিয়েছি। যদিও সেই পড়ে পাওয়া সুযোগ মোবা কাজে লাগাতে পারে না।

    আর এই মরসুমে একমাত্র আমাদের দলকেই ডেম্পো (যারা পরপর দুবার এনেফেল চ্যাম্পিয়ন হয়ে আমাদের রেকর্ডে ভাগ বসাবে) হারাতে পারেনি। উল্টে দুইবার হেরেছে।

    সুব্রতর গেম রিডিং নিয়ে কোন কথা হবে না। কিন্তু ম্যান ম্যানেজমেন্ট জঘন্য। মনা শুরু থেকে থাকলে আমাদের এই অবস্থা হত না। দেখা যাক, সামনের মরসুমের দিকে তাকিয়ে আছি। মোবারও তো গত তিনবছর এই রকম গেছে।

    সে যাক, কীগান এইভাবে ফিরে না এলেই পারতেন। লোকে তো তবু পাবে বসে বলত, আহা, সেই লোকটা যদি একবার ফিরে আসত ইত্যাদি ইত্যাদি। এখন সেই ভাববিলাসিতাটুকুও রইল না।
  • Arpan | 124.125.226.232 | ১০ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:৫৯390506
  • একটা কথা আছে ভাল কোচ যারা তারা হাফটাইমের দশ মিনিট তাদের রুটিরুজি যোগাড় করেন। রহস্যের কিছু নাই।
  • Arijit | 128.240.229.3 | ১১ ফেব্রুয়ারি ২০০৮ ১৪:৫১390507
  • না: সেটা এত চট করে হবে না। কীগান কীগানই। টাইনসাইড থেকে কীগানের নাম মুছতে অনেক সময় লাগবে। কেন, সেটা কাগজ পড়ে বোঝা যাবে না, এখানে লোকের সাথে মিশতে হবে:-)
  • Arijit | 128.240.229.3 | ১১ ফেব্রুয়ারি ২০০৮ ১৪:৫৩390508
  • এই সীজনটা শুরু থেকেই "গনার' - সমস্যাটা আউটলুকের - নইলে রেডিং, ডার্বি, উইগ্যান - এসব জায়গায় গিয়ে দাপিয়ে খেলার কথা, কুঁকড়ে ডিফেন্ড করার কথা নয়। লোকে অলরেডি সামনের সীজনের কথা বলতে শুরু করেছে। সামারে অনেক ঘটনা ঘটবে।
  • Arpan | 202.91.136.4 | ১১ ফেব্রুয়ারি ২০০৮ ১৪:৫৪390509
  • কাল ম্যানিউ ছড়ায়েছে। রুনি না খেললেই হারে। এই নাকি বড় টিম!
  • cephren | 128.252.20.65 | ১২ ফেব্রুয়ারি ২০০৮ ০০:৪৭390510
  • নিউক্যাস্লের খেলার হাইলাইট্‌স দেখলাম।।বাজে গোলগুলো খেয়েছে সেকেন্ড হাফে।

    চেলি্‌স লিভার্পুলের খেলা আর দেখবো না ভাবছি।।এতো বোরিং।।আর দেখা জায়না।।বেকার সময় নষ্ট।
  • Arijit | 77.103.111.51 | ১২ ফেব্রুয়ারি ২০০৮ ০৩:৩৪390511
  • গোলগুনো দেখতে দেখতে মনে হল কাচাপা আর স্টিভি কার-এর চে আমি ভালো ডিফেন্ডার। সুযোগ পাইনি, তাই হইনি। নইলে হপ্তায় আশি হাজার পাউন্ড কামাতুম।
  • cephren | 128.252.20.65 | ১৩ ফেব্রুয়ারি ২০০৮ ০১:৫২390512
  • নিউক্যাসল সহ বেশ কিছু প্রিমিয়ার লিগ টিমের এটা একটা বাজে অভ্যাস, পুরানো দিনের বাতিল প্লেয়ারদের খেলিয়ী চলা, নতুন ভালো প্লেয়ার না খুঁজে।

    কাচাপা আগে বুন্দেশলিগাতে খেলতো, একসময়ে মোটমোটি নামও ছিলো, এখন কিসুই নাই।
    সেরকম অনেক প্লেয়ার এখন epl এ খেলে চলেছে জাদের ৪-৫ বছর আগে অন্য ভালো ক্লাবের জার্সি গায়ে দেখা জেতো।
  • Arijit | 128.240.229.67 | ০৫ মার্চ ২০০৮ ১৫:৪৫390514
  • খেলাটা না দেখেই বলছো, খেলা দেখলে কি বলতে? আর্সেনাল ফর্মে থাকলে খেলা দেখে সুখ, কালকেরটা একটা উদাহরণ।

    এদিকে নিউক্যাসল এখন রেলিগেশন ফাইটে। নিউক্যাসল ২৮, উইগ্যান, সাণ্ডারল্যাণ্ড, বার্মিংহ্যাম ২৭, রেডিং ২৫, ফুলহ্যাম ভুলে গেছি, ডার্বি ১০/১১ এমন কিছু একটা। ১০টা খেলা বাকি, তার মধ্যে ৬-টা অ্যাওয়ে। হোম ম্যাচগুলো রেডিং, ফুলহ্যাম, চেলসী আর সান্ডারল্যাণ্ড। অ্যাওয়ে লিভারপুল, স্পারস, বার্মিংহ্যাম, পম্পেই, এভার্টন, হ্যামারস। নেমে হয়তো যাবে না, কিন্তু...
  • Arijit | 128.240.229.67 | ০৫ মার্চ ২০০৮ ১৫:৪৭390515
  • এবং ফেয়ার অ্যাণ্ড স্কোয়্যার পুরোটা বিগ স্যামের ঘাড়ে চাপানোই যায়। ডার্বির সাথে ৬ পয়েন্টের জায়গায় ১, রেডিং-এর কাছে অ্যাওয়ে ম্যাচে হার, উইগ্যানের কাছে হার, ম্যান সিটি হোম ম্যাচে হার - অনায়াসে নিউক্যাসল ৫০ পয়েন্টে থাকতে পারতো এগুলো জিতলে। জেতেনি কারণ কোনো চেষ্টা ছিলো না - অত্যধিক ডিফেন্সিভ অ্যাটিচিউডের জন্য।
  • Arijit | 128.240.229.66 | ১২ মার্চ ২০০৮ ১৮:২৫390517
  • চ্যাম্পিয়নস লীগ কোয়ার্টার ফাইনালে এই প্রথম একটা দেশ থেকে চারটে দল - ইংল্যাণ্ড থেকে ম্যানিওর, আর্সেনাল, চেলসী, লিভারপুল - আনপ্রিসিডেন্টেড ঘটনা। বাকি চারটে হল বার্সেলোনা, রোমা, ফেনারবাচে, শালকে (এটার উরুশ্চারণ জানি না)।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন