এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতের কেলাস

    r
    গান | ০৬ সেপ্টেম্বর ২০০৭ | ৬২৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r | 59.162.191.115 | ০৬ সেপ্টেম্বর ২০০৭ ১৫:৩৯391090
  • শিক্ষক/শিক্ষিকা জোটার আগে ছাত্র জুটে গেলুম। যদি কেউ....
  • Arijit | 128.240.233.197 | ০৬ সেপ্টেম্বর ২০০৭ ১৫:৫৮391201
  • আগে ইশেনরে কও স্টাফ নোটেশানের ব্যবস্থা করতে।
  • omnath | 61.14.13.7 | ০৬ সেপ্টেম্বর ২০০৭ ১৫:৫৯391249
  • কেন, গুগুল নাই? লিংক নাই? পিডিয়া কি কম পড়িয়াছে?
  • Arijit | 128.240.233.197 | ০৬ সেপ্টেম্বর ২০০৭ ১৬:০৬391260
  • চোখের সামনে ছবি থাকলে অনেক বেশি সুবিধা। কিন্তু র কি শিকবে কইলো না তো?
  • r | 59.162.191.115 | ০৬ সেপ্টেম্বর ২০০৭ ১৬:২১391271
  • প্রথমে বেসিক স্ট্রাকচার, কনসেপ্টগুলো এবং নোটেশন। তারপর আরও ডিটেল্‌সে যাব। এটা উইকির কম্মো না। মাস্টারমশায় উদা দিয়ে শেখাবেন। কেউ যদি জানো এইরম উদাসহ শেখার সি ডি বা ক্যাসেটের সেট পাওয়া যায় তাও জানাও।
  • Arijit | 128.240.233.197 | ০৬ সেপ্টেম্বর ২০০৭ ১৬:২৩391282
  • নোটেশন তো বাজনার বই থেকে শিকেছি - কিন্তু তোমার তো জেনেরিক জিনিস চাই। দাঁড়াও খুঁজে দেখি।
  • Arijit | 128.240.233.197 | ০৬ সেপ্টেম্বর ২০০৭ ১৬:৩৪391293
  • প্রথম জিনিস (জানলে ইগনোর করবে) -

    সা - রে - গা - মা ইত্যাদি ইঞ্জিরিতে "ডো - রে - মি - ফা' বলে ঠিকই, কিন্তু নোটেশনে ওসব নাই। নোটেশন সব "এ - বি - সি - ডি - ই - এফ - জি' - তাপ্পর ঘুরে আবার এ থেকে। এবার এক একটা স্কেলে এক এক জায়গা থেকে শুরু - অর্থাৎ "সা'। স্কেলের ভাগ হয় - মেজর/মাইনর - এবং সেটা ওই বাংলা গানের ক্ষেত্রেও মনে হয় একই পদ্ধতি। তবে এতগুলো স্কেল আমাদের বাংলা/দেশজ গানে ব্যবহার হয় কিনা জানা নেই।

    ডি মেজর, জি মেজর, এ মেজর, ই মেজর, এফ মেজর ইত্যাদি - ডিটেইল্‌স কম্পোজিশনটা পরে লিখে দেবো। ছোট উদাহরণ - ডি, ই, এফ-শার্প, জি, এ, বি, সি-শার্প, ডি। নোটেশনে ডি মেজরের চিহ্ন উইকিতে দেখতে পাবে (http://en.wikipedia.org/wiki/D_major) - ওই দুটো জায়গায় যে শার্প চিহ্ন দেওয়া - ওই দুটো স্বর "শার্প' - একটা সি, একটা এফ।
  • r | 59.162.191.115 | ০৬ সেপ্টেম্বর ২০০৭ ১৬:৪৫391304
  • আগে স্ট্রাকচার বলো। ধরো ভারতীয় সঙ্গীতে যেমন রাগ, রাগের ঠাট, তারপর আরোহ, অবরোহ- এইভাবে শেখানো হয়।
  • r | 59.162.191.115 | ০৬ সেপ্টেম্বর ২০০৭ ১৬:৪৯391315
  • হার্মনি, স্কেল, কর্ড, কীনোট- সব আলাদা আলাদা ভাবে শেখাও।
  • Arijit | 128.240.233.197 | ০৬ সেপ্টেম্বর ২০০৭ ১৬:৪৯391091
  • এইখানে একটা বিরাট ফারাক আছে। আমি শিখেছি ইনস্ট্রুমেন্টাল - একদম স্কেল দিয়ে শুরু। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত - ইনস্ট্রুমেন্টালেই - একদম অন্যভাবে শেখায় - যেভাবে তুমি বললে। তাই আমি পরে যখন ভারতীয় ক্লাসিক্যাল শুরু করলাম তখনো (এবং এখনো) আমার স্বরলিপি লাগে - বা নোটেশন। দুটো পদ্ধতির মধ্যে এটা বিরাট ফারাক। যতদূর জানি পাশ্চাত্য সঙ্গীতে ভোকালেও অনেকটা এরকম - তবে দেখে লিখবো। এই রাগ/ঠাট - এই কনসেপ্টটা নাইই।
  • Arijit | 128.240.233.197 | ০৬ সেপ্টেম্বর ২০০৭ ১৬:৫১391102
  • হার্মনির আগে স্কেল - আর স্কেল বলতে গেলেই কীনোট আসে যে:-( কর্ডটা আবার যারা গীটার বাজার তাদের বলতে হবে।
  • Arijit | 128.240.233.197 | ০৬ সেপ্টেম্বর ২০০৭ ১৭:০৭391113
  • হার্মনি পরে আসবো - স্কেল আর কীনোট আগে।

    কীনোট মানে স্বর - এ, বি, সি, ডি...স্কেল যে কোন কীনোটে শুরু হতে পারে, আর শেষ হবে সেম নোট, পরের অক্টেভে - এই অবধিও সা, রে, গা, মা-র সাথে এক। স্কেলের নাম দেওয়া হয় সবচেয়ে নীচের নোটের নাম দিয়ে - আর সেটা মেজর না মাইনর তাই দিয়ে।

    একটা ভালো সাইট দেখো - http://www.musictheory.net
  • r | 59.162.191.115 | ০৬ সেপ্টেম্বর ২০০৭ ১৭:১৩391124
  • বা:! আরো বলো।
  • `' | 10.153.103.97, 10.150.50.89, 10.150.50.89 | ০৬ সেপ্টেম্বর ২০০৭ ১৭:১৪391135
  • একটা অডিও বুক পেলাম: A-Z of Classical Music
    Naxos Audio book
    ISBN: 1930838018
    Price: 750
  • Arijit | 128.240.233.197 | ০৬ সেপ্টেম্বর ২০০৭ ১৭:৪৮391146
  • সেমিটোন (বা হাফস্টেপ) - দুটো নোটের মধ্য গ্যাপ/ধাপ। যেমন ধরো:

    A/B: এই দুটোর মধ্যে দুটো ধাপ - কারণ A-র ঠিক গায়ে হল Bb (b = ফ্ল্যাট, # = শার্প), তার পর B

    পুরো কীনোটগুলো তাই এরকম (এ মেজর) -

    A, Bb, B, Cb, C, D, Eb, E, Fb, F, Gb, G, A

    বা

    A, A#, B, B#, C#, D, D#, E, E#, F#, FX, G#, A

    দুটোর নোটেশন একটু আলাদা - প্রথমটা কমন - বলা হয় সেকেন্ড মাইনর, দ্বিতীয় পদ্ধতিকে বলা হয় "অগমেন্টেড ইউনিসন' - স্কেল দুটো একই। ওপরের স্কেল দুটো হল "ক্রোম্যাটিক স্কেল' - মানে সবকটা সেমিটোন দিয়ে তৈরী স্কেল।

    মেজর-মাইনর একটু আলাদা - ওগুলো "ডায়াটনিক' - কারণ ওর মধ্যে সেমিটোন আর পুরো টোন - দুটোই থাকে। সাধারণত: মেজর স্কেলগুলো 2-2-1-2-2-2-1 ধাপে চলে, আর মাইনর চলে 2-1-2-2-1-2-2 ধাপে - অর্থাৎ, আগের ক্রোম্যাটিক স্কেল থেকে যদি এ-মেজর বের করতে হয়, তাইলে জিনিসটা এরকম দাঁড়াবে -

    A, B, C, D, E, F, G, A
  • r | 59.162.191.115 | ০৬ সেপ্টেম্বর ২০০৭ ১৮:০৪391157
  • সাইটটা বেশ ভালো।
  • Arijit | 77.98.196.117 | ০৭ সেপ্টেম্বর ২০০৭ ০১:১৪391168
  • এবার যেটা অসুবিধা সেটা হল নোটগুলো দেখাবো কি করে, কি করেই বা হাফনোট ইত্যাদি দেখাবো - সেই ঘুরে ফিরে উইকিতে যেতে হবে। নইলে ওই মাত্রার কনসেপ্ট আসবে না।
  • Arijit | 77.98.196.117 | ০৭ সেপ্টেম্বর ২০০৭ ০১:৪২391179
  • http://en.wikipedia.org/wiki/Key_signature - এই লিংকটা খুব জরুরী - কী সিগনেচার হল নোটেশনের প্রথম বেসিক জিনিস। ডিটেলস পরে লিখবো। হানিম্যানের বইটা বের করতে হবে - যদি না অলরেডি প্যাক না হয়ে গিয়ে থাকে:-) নইলে উইকি ভরসা।
  • nyara | 67.88.241.3 | ০৭ সেপ্টেম্বর ২০০৭ ০২:৩৪391190
  • ব্যকরণ শেখার আগে কিছু গান - থুড়ি বাজনা - শুনলে দিল্‌ খুশ্‌ হবে, পড়াতেও মন বসবে। NPR-এর একটি চমৎকার guide book আছে, নাম বোধহয় How to build a classical libraryNet-এও কি করে classical music-এর collection করতে হয় সে ব্যাপারে পাঠ পাওয়া যায়। খুঁজে দেখব আমার কাছে সে link এখনও আছে কিনা।

    এলোপাথাড়ি কিছু suggestion:

    ১। classical era দিয়ে শুরু করুন। Mozart symphony ২৫, ২৮, ৪০, ৪১; Eine Kleine Nachtmusik, Horn ceoncerto - #4 - এগুলো আমার ভালো লাগে

    ২। Beethoven অবশ্যই শুনবেন - ৯টা symphony-ই। Deutsche Grammophone-এর Karajan-এর ৯টা symphony-র একটা box set ছিল - পেলে চোখ বুজে কিনে ফেলুন।

    ৩। Brahms-এর Hungarian Dance

    USA-র কোনো মাঝারি শহরে থাকলে এগুলোন সব public library-তে পেয়ে যাবেন। পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতে কার composition, কি composition-এর মতই গুরুত্বপূর্ণ হল কে conductorBeethoven-এ Karajan এক নম্বর বা তার কাছাকাছি, Mozart-এ Neville Mariner -এর baton-এ Academy of St. Martin-in-the-Fields শুনলে, যাকে বলে "you cannot go wrong"
  • abaar nyara | 67.88.241.3 | ০৭ সেপ্টেম্বর ২০০৭ ০২:৫৬391213
  • কার যেন বাচ্চাদের জন্যে বেশ explain করে Peter and the Wolf ছিল। বাজারে বেশ কিছু "how to listen" গোছের CD আছে। মালগুলো কেমন জানিনা। তবে Aaron Copland-এর "What to Listen for in Music" বিখ্যাত বই, আমি পড়ে প্রভূত আনন্দিত হয়েছিলাম।

    হিন্দুস্তানি কালোয়াতি গানের রাগের basic note pattern-কে পাশ্চত্য scale-এ কিছুটা map করা যায়। কিন্তু আমাদের রাগে যেমন একই বা প্রায় একই আরোহ-অবরোহ নিয়েও স্রেফ বাদি-বিবাদি-সম্বাদি নিয়ে খেলা করে, note emphasis বদ্‌লে নতুন রাগ ব রাগের color বদ্‌লে দেওয়া যায়, পশ্চিমী scale দিয়ে সেটা ধরা যাবে না।

    এদের muscial mode ব্যপারটা - যা বুঝেছি - আমাদের ঠাটের সঙ্গে খুব মেলে। কিন্তু মোদ্দা, এদের mode ব্যাপারটা আমার কাছে অত্যন্ত গোলমেলে।

    তবে আমি যা বলছি সবই এক চিমটে নুনের সঙ্গে নেবেন - না ধাপানো-ই বাঞ্ছনীয়।
  • Arijit | 77.98.196.117 | ০৭ সেপ্টেম্বর ২০০৭ ০২:৫৬391202
  • বা: এই তো। আরো চাই:-)
  • dri | 129.46.154.111 | ০৭ সেপ্টেম্বর ২০০৭ ০৪:৪২391224
  • লেনার্ড বার্নস্টাইনের পিটার অ্যান্ড দা উল্ফ?
  • dri | 129.46.154.111 | ০৭ সেপ্টেম্বর ২০০৭ ০৪:৪৪391235
  • লিস্টই যখন হচ্ছে তখন লিখে রাখি। পাখেলবেলের ক্যানন আমার খুব ভালো লাগে।
  • nyara | 67.88.241.3 | ০৭ সেপ্টেম্বর ২০০৭ ০৫:০৩391243
  • Bernstein-এর কি? এটাতেই কি এক একটা instrument এক একটা জন্তু দিয়ে চেনানো হয়েছিল? যেমন, হাতি introduce করা হল horn বাজিয়ে। তাই যদি হয় তবে এটাই সেটা। আমার কেমন যেন মনে হচ্ছে আমি ওনার Young People's Concerts-এর Peter and the Wolf শুনেছি কিন্তু তাতে ঐ instrument intrduction-টা ছিল না।

    Pachelbel-এর Canon আমারও ভালো লাগে। আমি ঠিক আমার কি ভালো লাগে সেই লিস্টি দিতে বসিনি। আমি ভাবছিলাম যখন প্রথম western classical শুনতে আরম্ভ করেছিলাম তখন কি ভালো লাগত। উদাহরণ - Tchaikovsky আমার দিব্য লাগে এখন, কিন্তু প্রথম প্রথম অত dramatic music অমার সেরকম ভালো লাগতনা।
  • dri | 129.46.154.111 | ০৭ সেপ্টেম্বর ২০০৭ ০৫:০৫391244
  • হ্যা। বার্নস্টাইনে হাতি হর্ন বাজিয়ে। আর কে যেন ওবো, আর কে যেন বেসুন। অনেকদিন শুনিনি।
  • dri | 129.46.154.111 | ০৭ সেপ্টেম্বর ২০০৭ ০৫:০৯391245
  • আমার মনে হয় প্রথম দিকে শুনলে ক্যানন ভালো লাগবে।

    প্রথমের দিকে শুনতে গেলে মোৎজার্টের টার্কিশ মার্চ ভালো। বিজের কারমেনের কয়েকটা মুভমেন্ট দারুন। আর র‌্যাভেলের বোলেরোও খুব ভালো।
  • nyara | 67.88.241.3 | ০৭ সেপ্টেম্বর ২০০৭ ০৫:১৯391246
  • বো লেরো বললে আবার বো ডেরেকের কথা মনে পড়ে যায়। আর কলকাতা TV-র old spice-এর adMozart-এর 25th symphony শুনলে যেমন চোখের সামনে সারি সারি Titan-এর ঘড়ি দুলতে দেখি। :)
  • r | 59.162.191.115 | ০৭ সেপ্টেম্বর ২০০৭ ০৯:২৩391247
  • ভালো জিনিষপত্তর নামছে। শোনার কাজটা তো চলছে, গ্রেগরিয়ান চ্যান্ট থেকে শুরু। নাটবল্টুগুলো শিখতে চাইছি। নোট-স্বরের একটা ম্যাপিং বানানো যায় বোঝা যাচ্ছে। এবং স্কেলের জায়গাটাও খানিকটা ভারতীয় সঙ্গীত দিয়ে ধরা যায়। মেজর-মাইনর বনাম শুদ্ধ-কোমল ধরে। কর্ড মনে হল খানিকটা স-প-স গোছের আইডিয়া। কিন্তু এই মালমশলা দিয়ে কম্পোজিশন বানানোর সময় দুজনে পুরো উল্টোদিকে হাঁটা দেয় শুনেছি। বিশেষ করে হার্মনি, কাউন্টারপয়েন্ট ইত্যাদির ব্যবহারে। সেটা কেউ বিশদে বলুক।
  • `' | 10.153.103.97, 10.150.50.89, 10.150.50.89 | ০৭ সেপ্টেম্বর ২০০৭ ১০:২২391248
  • আমিও লিস্টি দেবো। তবে একটু সাজিয়ে।

    সিম্ফনি:
    Haydn : London Symphony(No. 104)
    এটা শুনতে হবে, বীঠোফেনকে কেমন প্রভাবিত করেছিলেন হাইড্‌ন বোঝা যাবে।
    Mozart: Symphony 23.& 35.
    Schubert: Unfinished Symphony(No. 8)
    Beethoven: Symphony 1-9
    শুনিচি ফুর্টহ্বাঙ্গলারের ৯ নম্বর সব থেকে বিখ্যাত।
    মধ্যিখানে অনেক বাদ পড়ে গেল মনে হয়।
    Mahler: Titan Symphony (No. 1)

    ভায়োলিন কনচের্তো:
    Bach: A minor, E major
    Beethoven: D Major, op 61
    Brahms: D Major, op 77
    Mendelssohn: E minor, op 64, Menuhin
    Tchaikovky: D major, op 35, Perlman
    Dvorak: A minor, op 53
    Sibelius: D minor, op 47
    Saint-Saens: B minor op 61
  • `' | 10.153.103.97, 10.150.50.89, 10.150.50.89 | ০৭ সেপ্টেম্বর ২০০৭ ১১:১৪391250
  • পিয়ানো কনচের্তো:

    Mozart: 1-5, 22, 23 ,24
    Chopin: 1, 2
    Rachmaninov: 2
    Grieg: A minor, op 16

    বাকি কম্পোজিশন:

    Bach: Branderburg concertos
    Goldberg variation
    Cello suite
    Haydn: Emperor quartet
    Vivaldi: Four seasons
    Mozart: Horn Concerto
    Flute & Harp concerto অবশ্য শোনা দরকার।
    Magic Flute: opera

    Schubert: Trout
    Chopin: Nocturne, Polanoise, Ballad সব
    Listz: Hungarian Rhapsody
    Tchaikovsky: 1812 overture, March Slave
    Swan lake, Sleeping beauty, The Nutcracker-ballet

    Bizet: Carmen
    Dvorak: Serenade for Strings in E minor
    Cello concerto in A major
    Rachmaninov: Rhapsody on a theme of Paganini অবশ্য শোনা দরকার।
    Enescu: Violin sonata no.3 in A minor ওয়েস্ট মীট্‌স ইস্ট ক্যাসেটের ২ পিঠে ছিল, ইহুদি মেনুহিন আর তাঁর বোন হেপজিবাহ মেনুহিন এর বাজানো।
    Edouard Lalo: Symphonic Espanogle
    Cello Concerto

    এ ছাড়া, বিখ্যাত ভায়োলিনবাদকদের বাজনা:
    Sarasate,Kreisler, Grumiax, Oistrakh, Heifetz, Ysaye,Itzhak Perlman

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন