এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতের কেলাস

    r
    গান | ০৬ সেপ্টেম্বর ২০০৭ | ৬৩০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | 61.11.19.254 | ০৭ সেপ্টেম্বর ২০০৭ ২২:১৫391284
  • জীও নীলাঞ্জন। বহুত ভালো সাইট।
  • nyara | 67.88.241.3 | ০৭ সেপ্টেম্বর ২০০৭ ২২:২৪391285
  • হার্মনি বা কাউন্টার পয়েন্ট বলে বোঝানো দু:সাধ্য, প্রায় অসম্ভব।

    Counter point মূলত: main melodic line-এর পাশপাশি যখন আর একটা minor melodic line চলে। একটা উদাহরণ বাংলা folk থেকে নিলে -

    melody : ব - ন্‌ - ধু - উ - উ - রে - এ - এ - এ
    দোতারা : সরস সপ সরস সপ সরস সপ

    দোতারা ঠিক counter point না বাজালেও ব্যাপারটা ঐরকম-ই দাঁড়াচ্ছে। (সত্যজিৎ এটাকে chordal music-এর আগের ধাপ বলে মনে করেন।)

    গু-গা-বা-বা থেকে উদাহরণ নিলে, যখন গুপি গাইছে, "মহারাজা ---" (চোদ্দ মাত্রার টান) তখন তার পেছনে একটা সেতার পেছনে বোধহয় "সরগমপমগরস" বলে ওঠানামা করছে - এক্ষেত্রে সেতার একটা counterpoint বাজাচ্ছে বলা যেতে পারে।

    লিখে বোঝানোর সুবিধের জন্যে এগুলো খুব সহজ আর সাধারণ উদাহরণ নিলাম। আশির দশকের শেষের দিকে আর নব্বইয়ের গোড়ার দিকে দিলীপ রায় রবীন্দ্রসঙ্গীতের যে arrangement করতেন তাতে violin দিয়ে একটা উচ্চকিত counter point তৈরি করতেন - আমার কানে অতি ধুর - এখন আর করেন কিনা জানিনা। পুরোনো হিন্দি বা বাংলা গানে বহু সময়ে accordian বা (পয়সা থাকলে) strings দিয়ে counter point তৈরি করা হত - তবে ভালো লোকের কাজ ছাড়া এগুলো বিশেষ পাবেন না।

    baroque music - যেমন Bach সাহেবের বাজনা শুনুন, প্রচুর counter point পাবেন, যদি ঐ harp-এর পিড়িং পিড়িং সহ্য করে নিতে পারেন।

    হার্মনি এক কথায় বলা অসম্ভব। গোদা বাংলায় বলতে গেলে, যখন একাধিক voice বিভিন্ন note গাইছে বা বাজাচ্ছে - সব মিলেমিশে যদি একটা সুখশ্রাব্য ব্যাপার হয়, তবে হার্মনি হয়েছে বলা যেতে পারে। হার্মনি হল গিয়ে chord, counterpoint, unison, dissonance সব কিছুর super set

    হার্মনি নিয়ে সাহেবরা গোব্দা গোব্দা লেখা লিখে গেছে, circle of fifths ধরণের হুদো হুদো theory ফেঁদে গেছে - সেসব কি আর দুলাইনে বলা যায় রে দাদা, না সে আমি জানি যে বলব!
  • r | 59.162.191.115 | ০৭ সেপ্টেম্বর ২০০৭ ২২:৩৫391286
  • বুঝছি বুঝছি মনে হচ্ছে। ছাড়বেন না দাদা।
  • `' | 122.169.151.169 | ০৭ সেপ্টেম্বর ২০০৭ ২২:৩৭391287
  • ন্যাড়া দা দারুন লিখেছেন।
  • nyara | 67.88.241.3 | ০৮ সেপ্টেম্বর ২০০৭ ০০:১০391288
  • দু পিস খুচরো কথা বলে নিই -

    টপ্পার মুড়কি নিয়ে কথা হচ্ছিল দেখলাম, এবং টপ্পার মুড়কির সঙ্গে খেয়ালের তানের তফাৎ ইত্যাদি। হক্‌ কথা কয়েছেন r। কিন্তু এখানে এটাও বলা দরকার (যখন টপ্পার origin হিসেবে শোরি মিঞার টপ্পার কথা বলাই হয়েছে) যে পাঞ্জাবী বা উত্তর ভারতীয় টপ্পার তুলোনায় বাংলা টপ্পার মুড়কি অনেক মোলায়েম, দানা অনেক বড় আর গোলাকার। উত্তর ভারতীয় টপ্পার মুড়কির আন্দোলন অনেক সূক্ষ্ণ। আরেকটা trivia, হয়তো সবাই জানে, টপ্পা আজ্‌কাল semi-classical হিসেবে পরিগণিত হলেও আদতে কিন্তু তা উটচালকদের গান - মানে folk ছিল। এ হল subaltern থেকে elitist হবার খাপে খাপ দৃষ্টান্ত।

    J হিন্দুস্তানী কালোয়াতি গানে খরজ পরিবর্তনের কথা লিখেছেন, পাশ্চাত্য সঙ্গীতে যেটা change in tonic বলা হয়। হিন্দুস্তানী কালোয়তি গানে আমি যদ্দুর জানি একই গানে কখনও key change (যাকে অসতর্কভাবে scale change করা বলা হয়) করা হয়না - নিজেও কখনও শুনিনি। শুনেছি মূর্ছনার ব্যবহারে এই খরজ পরিবর্তন করা হতে পারে। J কি একটা উদাহরণ দিয়ে হিন্দুস্থানী গানে খরজ পরিবর্তন বুঝিয়ে দেবেন?
  • r | 59.162.191.115 | ০৮ সেপ্টেম্বর ২০০৭ ০০:২৮391289
  • ন্যাড়া একদম ঠিক কথা কয়েছেন। আমি আরও একটু এগিয়ে বলব, আমার মনে হয় নিধুবাবুর টপ্পার অপেক্ষাকৃত মোটা দানাগুলো রবিঠাকুরের টপ্পাঙ্গে গিয়ে আরও এলিয়ে যাবে।
  • Arijit | 77.98.196.117 | ০৮ সেপ্টেম্বর ২০০৭ ০১:২৯391290
  • পাশ্চাত্য সঙ্গীতে সাইক্ল অব ফোর (খুব সম্ভবত) বলে একটা টার্ম আছে - হারমনি বোঝাতে ব্যবহার করে। অনেকটা এই রকম - ধরো "দিস ল্যাণ্ড ইজ ইওর ল্যাণ্ড' গাইছ, তুমি একটা স্কেলে ধরলে, আরেকজন আরেকটু ওপরে ধরলো - অনেক ক্ষেত্রেই তোমার থেকে চার নোট ওপরে (ওই সাইক্ল অব ফোর), আরেকদল আরেকটু ওপরে...রুমা গুহঠাকুরতার কয়্যারের প্রচুর পাবে, পীট সীগারের গানে পাবে - অডিয়েন্সের সাথে। অনেক সময় সুরের তফাতও থাকে - যেমন বেহালার নোটেশনে সেকেণ্ড ভায়োলিন বা পিয়ানোর অংশটুকু - মূল বেহালার সাথে বাজছে, কিন্তু এক্স্যাক্ট সেম নোটগুলো নয়, অন্য স্কেলেও হতে পারে।
  • Arijit | 77.98.196.117 | ০৮ সেপ্টেম্বর ২০০৭ ০১:৩০391291
  • ওই যে - সার্কল অব ফিফথ :-)
  • J | 77.56.90.24 | ০৮ সেপ্টেম্বর ২০০৭ ০১:৪১391292
  • ন্যাড়া,
    আপনি ঠিকই বলেছেন, একই গানে খরজ পরিবর্তনের ঘটনা নিয়ে। বাকি যে উদাহরণ টা চাইলেন আমার কাছে, তেমন জ্ঞান আমার নেই। সেই সঙ্গে গত ২০ বছর ধরে সঙ্গীতের সঙ্গে সরাসরি সম্পর্ক নাই।
  • nyara | 67.88.241.3 | ০৮ সেপ্টেম্বর ২০০৭ ০৩:২৫391294
  • হার্মনির একটা প্রধান component হল chord। তবে তার আগে ভারতীয় আর পাশ্চাত্য scale নিয়ে দু কথা।

    আমাদের সরগম ব্রহ্মার মতন - সর্বত্র বিরাজমান। অর্থাৎ যন্ত্রের যেকোন জায়গা থেকে শুরু করা যায়।

    সাহেবদের C-D-E scale system তেমন নয়। এ একেবারে মাপামাপি জিনিষ - middle A 440Hz frequency হতেই হবে, একেবারে tuning fork দিয়ে মেপে - নট-নড়ন-চড়ন-নট-কিচ্ছু। সেইমত অন্যান্য সব note এরও frequency নির্ধারিত হয়ে যাবে। কাজেই ইন্ডিয়ান এসোসিয়েশনের পিয়ানোতে যা C, হাবশীবাগান লেনের পিয়নোতেও তাই।

    এবার যদি সাহেবদের system-এর সঙ্গে আমাদের system মিলিয়ে দিই তাহলে ব্যাপরটা এরকম দাঁড়ায় : C থেকে সা-রে-গা-মা গাইলে তা হল C major scale, Eb key থেকে শুরু করলে সেটা Eb major scale (ই-ফ্ল্যাট মেজর)। (আপাতত minor scale-এর আলোচনা বাদ থাক)।

    এবার chord-এ আসা যাক। তিন বা তার বেশি নোট একসঙ্গে গাইলে বাজালে সব মিলিয়ে একটা chord তৈরি হয়। নিচে কতকগুলো সাধারণ chord :

    স-গ-প : major chord
    স-কোমল গ-প : minor chord
    স-গ-প-ণ : major seventh
    স-গ-দ : augmented
    স-কোমল গ-হ্ম : diminished
    স-র-প : suspended 2nd
    স-ম-প : suspended 4th

    ইত্যাদি

    আপনার সা যদি C হয় আর আপনি যদি major chord বাজান, তাহলে আপনি C major chord বাজাচ্ছেন।

    একটা গানে একটা chord বাজে না, একাধিক chord একটার পর একটা বাজতে থাকে সুর অনুযায়ী। এই কর্ড পরিবর্তন পুরোটাকে একসঙ্গে মিলিয়ে chord progression বলে। বিশ্বের তাবৎ pop music-এর বোধহয় ৯০% I-IV-Vprogression-ভিত্তিক (উদা : C-F-G, C-F-G, C-F-G, C-F-G বেজেই যাবে)। chord progression যে কোন গানের harmonic progression-এর বড় অংশ।

    রবীন্দ্রনাথের অনেক গান আছে, যাতে melodic line চলছে, কিন্তু কোন harmonic progression হচ্ছেনা । tonic major chord-এ দাঁড়িয়ে আছে। এ গান arrange করে বিশ্বাসযোগ্য chord progression লিখতে গলদ্‌ঘর্ম হয়ে যেতে হয়। শুধু রবীন্দ্রনাথ কেন প্রায় সব পুরোনো বাংলা গান সম্বন্ধেই এ কথা বলা যায়। ব্যতিক্রম, দ্বিজেন্দ্রলাল রায়ের অনেক গান - এমনকি ওনার যে গানগুলো টপখেয়াল বলা হয় তাতেও বেশ সুস্পষ্ট harmonic progression আছে। অবশ্য রবীন্দ্রনাথও বিলিতি কায়দার অনেক গান লিখেছেন আর তাতে progression-ও পাওয়া যাবে। বাংলা গানের ছবিটা বদলাতে আরম্ভ করল দিলীপ রায়, হিমাংশু দত্ত-র সময় থেকে। যাকগে, এসব অন্য কথা।

    আবার অন্যদিকে melody স্থানু, কিন্তু harmonic progression-এর জন্যে গান এগিয়ে যাচ্ছে এরকম উদাহরণও আছে। ধরুন "আজ তবে এইটুকু থাক" গানের অন্তরায় "আজ নয় / নিষ্ফল / ক্রন্দন" এই অংশে একই melodic phrase তিনবার ব্যবহার করা হয়েছে - "প-ম-গ / প-ম-গ / প-ম-গ"। সলিল চৌধুরী এখানে "Bb / Dm / Bb" (আমার মনে নেই ঠিক কোন স্কেলে গানটা বাঁধা, ধরে নিলাম Bb-এ বাঁধা) progression ব্যবহার করে harmonically গানটাকে এগিয়ে নিয়ে গেলেন, melody একই জায়গায় থাকা সত্বেও। এতে গানটা অনেক interesting হয়ে গেল।

    প্রচুর বকা হয়ে গেল।
  • dri | 129.46.154.111 | ০৮ সেপ্টেম্বর ২০০৭ ০৪:০৮391295
  • ঈশ, এইসব শুনে মনে হয় আমি কেন তালকানা হলাম।

    সারা জীবন সঙ্গীতের কাস্টমারই রয়ে গেলাম। সুর তৈরিতে শূণ্য।
  • r | 59.162.191.115 | ০৮ সেপ্টেম্বর ২০০৭ ১০:১১391296
  • দুরন্ত। শুধু harmonic progression-এর ব্যাপারটা আরও একটু ডিটেলে বোঝান।
  • kallol | 122.167.111.52 | ০৮ সেপ্টেম্বর ২০০৭ ১৬:৫০391297
  • ন্যাড়া
    আজ তবে এইটুকু থাক-এর অন্তরায় - আজ নয় নিস্ফল ক্রন্দন কেমন যেন ঠেকছে ! একটু ঠিক করে বলো না ভাই। রসে ডুবে আছি..... তাই আরো ডুবতে ইচ্ছে।
  • r | 59.162.191.115 | ০৮ সেপ্টেম্বর ২০০৭ ১৭:৫১391298
  • আমারও একটু কেমন ঠেকছে। "আর নয় নিষ্ফল ক্রন্দন" মনে হচ্ছে "আর নয় গুন্‌গুন্‌ গুঞ্জন প্রেমের" অন্তরা, "আজ তবে এইটুকু থাক"এর অন্তরা নয়। তবে সে যাই হোক, কেলাস চলুক।
  • r | 59.162.191.115 | ১০ সেপ্টেম্বর ২০০৭ ১২:৫৫391302
  • ন্যাড়াবাবু কোথায় গেলেন?
  • nyara | 67.88.241.3 | ১০ সেপ্টেম্বর ২০০৭ ২২:২৮391303
  • ইয়ে, মানে, 'আর নয় নিষ্ফল ক্রন্দন" অবশ্যই "আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের" অন্তরা। এটা আমার ছড়ানো নাম্বার ওয়ান।

    পরের নেজ্জলাটি আরও লজ্জাকর - "আর নয় / নিষ্ফল / ক্রন্দন"-এ নোট লাগে " প ম / প ম / প ম" - 'গা'-এর কোন গন্ধবাষ্প নেই (যা আমি আদতে লিখেছিলাম)। ফলে chord progression-টাও অন্য হয়ে যাচ্ছে। কিন্তু মোদ্দা ব্যাপারটা একই থাকছে যে যেখানে melody স্থানু সেখানেও chord change করে harmonic progression ঘটিয়ে গানটাকে আরো interesting করা হয়েছে।

    harmonic progression-কে এই ভাবে ভাবা যেতে পারে : যে কোন গানের কোন একটা measure-এর প্রথম beat-এ গানটাকে pause করে দেখা গেল সব voice মিলে একটা harmony (নাম দিলাম 'harmony A') তৈরি করেছে। এবার এর পরের measure-এর প্রথম beat-এ আবার গানটা pause করে দেখা গেল harmony B তৈরি হয়েছে। harmony A আর harmony B যদি আলাদা হয় তাহলে এখানে দুটো measure-এর মধ্যে একটা harmonic progression হয়েছে।

    আগে যে 'বন্ধুরে ----'র উদাহরণ দিয়েছিলাম, সেখানে সুর এক জায়গায় থাকলেও দোতারার জন্যে harmonic progression হচ্ছে। অন্যদিকে, আব্দুল করিম খাঁ তার-সপ্তকের পঞ্চমে দাঁড়িয়ে আছেন আর জোড়া তানপুরো drone করে যাচ্ছে এরকম অবস্থায় লোকে ভেউ-ভেউ করে কাঁদছে বটে (কুমারপ্রসাদ মুখোপাধ্যায় দ্রষ্টব্য) কিন্তু গানে কোন harmonic progression নেই। প্রয়োজনও নেই।

    এর পরে আসার কথা relative major/minor-এর আলোচনার। কিন্তু তিনি কবে আসবেন এক্‌খুনি বলা যাচ্ছে না।
  • d | 192.85.47.11 | ১২ সেপ্টেম্বর ২০০৭ ১৪:৩২391305
  • এইটা থেমে গেল কেন? চলুক চলুক।
  • d | 192.85.47.11 | ১২ সেপ্টেম্বর ২০০৭ ১৫:০৮391306
  • সে জানি। খারাপ মনে বলবে কেন। সব্বাই এসে পরপর বলছে বলেই বোধহয় দেখতে বিচ্ছিরি লাগছে।
  • nyara | 67.88.241.3 | ১৩ সেপ্টেম্বর ২০০৭ ০২:১২391307
  • আমাদের আটপৌরে স-র-গ-ম-প-ধ-নি সাহেবদের কাছে major scale। আর আমরা যখন স-র-জ্ঞ-ম-প-দ-ণ গাই, সেটা সাহেবদের কাছে minor scale (যারা হিন্দুস্তানি সঙ্গীতের হাল-হকিকৎ জানেন তাদের কাছে প্রশ্ন - এটাই অমাদের ভৈরব রাগের আরোহন, নয়?)।

    কবি বলেছেন, নদীর যেমন ঝর্ণা আছে, ঝর্ণারও নদী আছে এবং বাঁশির যেমন ফুটো আছে, ফুটোরও তো বাঁশি আছে। ঠিক তেমনই প্রত্যেক major scale-এর একটি করে relative minor scale আছে এবং প্রত্যেক minor scale-এর একটি করে relative major scale আছে।

    ধরুন আপনি গাইলেন :
    (১) স-র-গ-ম-প-ধ-নি-স

    তরপরে গাইলেন :
    (২) ধ-নি-স-র-গ-ম-প

    এক্ষেত্রে (২) হল (১)-এর relative minor, কেননা যদি ধরেন যে (২) আপনি আসলে ধা থেকে শুরু করেননি, করেছেন সা থেকে (অর্থাৎ আপনি, যাকে বলে, খরজ পরিবর্তন করেছেন) তাহলে আপনি গেয়েছে স-র-জ্ঞ-ম-প-দ-ণ - মানে একটি নিটোল minor scale। যদিও (১) এবং (২) দুটোতেই একই note গেয়েছেন, কিন্তু একটা major scale আর একটা minor scale - কাজেই একে অপরের relative scale হয়ে গেল।

    এটারই অনুসিদ্ধান্ত হল যে প্রত্যেক major chord-এর একটি করে relative minor chord আছে। C-কে সা করে যদি C-E-G বাজান, তাহলে আপনি C major chord বাজালেন। C-কে সা করলে, ধা হয় A। এখন যদি A-C-E বাজান, তাহল আপনি A minor chord বাজালেন। লক্ষ্য করুন major chord আর তার relative minor chord-এর তফাৎ শুধু একটা নোটে - পঞ্চম (রোমান IV দিয়ে লেখা হয়) নোটে; ছিল G, হয়ে গেল A (নোটের অর্ডার এখানে গুরুত্বপুর্ণ নয়, অন্তত এখনও)। পঞ্চম নোটটা একটা whole note বাড়িয়ে দিয়ে তাহলে relative minor chord পাওয়া গেল। major chord আর relative minor chord-এ প্রায় একই নোট লাগলেও তাদের color অলাদা। গোদা করে বললে, major chord দাঁত-ক্যালানে হাসিখুশি, আর minor chord গোমড়ামুখো থুম্‌-মারা। একই গান পিকনিকে যাবার সময়ে major chord-এ accompany করা হয় আর funeral-এ যাবার সময়ে minor chord-এ accompany করা হয়। (কল্লোলবাবু ও অন্যান্য গেনো লোকেরা আমার এসব অতি-সরলিকরণ পড়ে আমার পিঠের ছাল না তুলে নেন!)
  • Ishan | 71.239.38.136 | ১৩ সেপ্টেম্বর ২০০৭ ০৮:৩৩391308
  • ন্যড়াবাবু, খুবই এনজয় করছি। কিন্তু একই গান কিকরে মেজর আর মাইনরে হবে? ওটা লুজলি বলা, না অন্য কোনো ফান্ডা আছে?
  • kallol | 122.167.81.72 | ১৩ সেপ্টেম্বর ২০০৭ ১৪:১৬391309
  • ন্যাড়া - যদি ফের আমায় কল্লোলবাবু বলেছো তো খুব ক্যালাবো।
    খুব ভালো লাগছে ভাই। আমাদের মত মানুষ যারা গানের ব্যাপারে বলতে পারো খাম্‌চা শিক্ষিত, তাদের কাছে তোমার এই প্রয়াসটি ভীষণ ভালোবাসার, ভালোলাগার।
    চালিয়ে যাও। শুধু কল্লোলবাবু বোলো না।
  • J | 192.6.178.101 | ১৩ সেপ্টেম্বর ২০০৭ ১৬:৫৫391310
  • না, ওটি ভৈরবের আরোহ নয়, আশাবরীর আরোহ।
    ভৈরবের আরোহ হচ্ছে,
    স ঋ গ ম প দ ন র্স
  • J | 192.6.178.101 | ১৩ সেপ্টেম্বর ২০০৭ ১৬:৫৮391311
  • আর ইয়ে, ১) থেকে ২) এর যে উদাহরণ দিয়েছেন, সেটা এক্কেবারেই খরজ পরিবর্তনের উদাহরণ নয়, না: হিন্দুস্থানী সংগীতের নিয়মে ওটি কিছুতেই খরজ পরিবর্তন নয়।
  • Ishan | 130.36.62.139 | ১৩ সেপ্টেম্বর ২০০৭ ২১:১২391312
  • ন্যাড়া বোধহয় ভৈরবী বলতে চেয়েছিলেন।
  • nyara | 67.88.241.3 | ১৩ সেপ্টেম্বর ২০০৭ ২২:৩৯391313
  • 'ভৈরবী" লিখতে গিয়ে "ভৈরব" লিখেছি minor scale-এর হিন্দুস্তানি Counterpart-কে। কিন্তু ভৈরবী-তে রে-ও কোমল, কাজেই ভৈরবী বাতিল। বই দেখে জানা গেল minor scale-এর চলন "সিন্ধু ভৈরবী"র সঙ্গে খাপে খাপ মিলে যায়। "আশাবরী" নয়, তার প্রধান কারণ 'আশাবরী" আরোহণে গা ও নি বর্জিত - শুদ্ধ বা কোমল দুই-ই। অবরোহণেও আলতো করে স্পর্শ স্বর হিসেবে কোমল-গা ছুঁয়ে আসে খালি, তবে কোমল নি পরিষ্কার করে লাগে। আশাবরী ঔড়ব-সম্পূর্ণ রাগ। (V Balsara-র "A book on Orchestration' বলে এক পিস বই আছে, তা'তে এই বিলিতি স্কেল আর নেটিব রাগের mapping-গুলো করা আছে। বহুবছর আগে এই সিরিজে উনি এক বা একাধিক audio cassette-ও বের করেছিলেন, নিশ্চয়ই কেউ কেনেনা।)

    ঈশান একই গান মেজর আর মাইনরে নিয়ে যে প্রশ্ন তুলেছেন, সেট বোধহয় আপনি scale নিয়ে ভাবছেন - একই গান কি করে একইসঙ্গে মেজর স্কেলে আর মাইনর স্কেলে হবে - ডুডু ও টামাকু একইসঙ্গে চলতে পারেনা। তাই যদি হয়, তাহলে আপনি ঠিকই বলছেন, যদিও গানের মধ্যে স্কেল চেঞ্জ করে এমনটা হয়ে থাকতে পারে। স্পষ্ট উদাহরণ এই মুহূর্তে মনে আসছে না, তবে যতদূর মনে পড়ছে "অবাক পৃথিবী" গানটা minor scale-এ শুরু হয়ে "বিদ্রোহ আজ"-এর জায়গায় গিয়ে major scale-এ চলে যায়। তবে ভুল-ও বলতে পারি।

    আমি কিন্তু একই গান মেজর আর মাইনরে বলতে accompaniment মানে accompanying chord-এর কথা বলছিলাম। যেখানে major chord বাজানোর কথা সেখানে relative minor chord বাজানো যেতে পারে, বা কি নোট লাগছে তার ভিত্তিতে V-th chord-এর relative minor-ও লাগানো যেতে পারে। (অর্থাৎ C-major-এর বদলে অবস্থাবিশেষে A-minor কিম্বা E-minor বাজানো যেতে পারে) অবশ্যই কি গান তার ওপর ব্যপারটা নির্ভর করবে। কিন্তু এইভাবে পুরো গানটারই chord progression relative chord-এ বদলে দিয়ে গানের মেজাজ পালটানো যায় - অন্তত theoretically
  • r | 59.162.191.115 | ১৩ সেপ্টেম্বর ২০০৭ ২২:৪৬391314
  • "বিচারপতি তোমার বিচার করবে যারা" গানটায় পুরোপুরি কীর্তনাঙ্গ গানের পিছনে একটা অদ্ভুত হার্মনি তৈরি করা হয়। এটা নিয়ে একটু বলবেন কি?
  • Ishan | 130.36.62.139 | ১৩ সেপ্টেম্বর ২০০৭ ২২:৫৪391316
  • দুটো কথা।

    এক। আপনি ভৈরবী একশ এক বার ঠিক লিখেছেন। কারণ ভৈরবীতে শুদ্ধ রে লাগে। ভরপুর লাগে। আরোহণে কোমলের জায়গায় শুদ্ধ রে দিলে ভৈরবীর মতই শুনতে লাগে। এবং মাইনর কর্ডের ধ্বনিটার সঙ্গে ভৈরবী একদম খাপে খাপ বসে যায়।

    দুই। থিয়োরিটিকালি মেজরের অ্যাকম্প্যানিমেন্ট মাইনর দিয়েও হয়তো করা যায়। কিন্তু পাতি C-F-G র গানকে Am-Dm-Em দিয়ে বাজালে একটু ব্যথা হয়ে যায় আর কি :-)

    যাই হোক, কেলাস চলুক। হ্যাঁ কেলাস মানে মোটেও ক্রিস্টাল নহে :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন