এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • পুজাবার্ষিকী - ২০০৭

    umesh
    বইপত্তর | ৩১ আগস্ট ২০০৭ | ৮৫৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • umesh | 65.206.71.3 | ১৩ সেপ্টেম্বর ২০০৭ ১২:২০392236
  • samik, তুমি কি বলতে পারবে, অদ্ভুতুড়ে, পড়ে বই হিসাবে বেরিয়েছে কিনা।

    দারুণ লাগতো গল্প টা। এখনো কিছু কিছু মনে পড়ে। খুব ইচ্ছা গল্প টা আবার পড়ার।

    সেই ভুত দেখার যন্ত্র আবিষ্কার।
    এক কথায়, Excellent
  • Tim | 204.111.134.55 | ১৩ সেপ্টেম্বর ২০০৭ ১২:২৮392237
  • অদ্ভুতুড়ে বই হয়ে বেড়িয়েছে তো! দেজ থেকে বোধহয়।
  • Samik | 125.18.104.1 | ১৩ সেপ্টেম্বর ২০০৭ ১৪:০৫392238
  • আমি বোধ হয় অল্প ডাইভার্জ করেছি। আমি যে ধারাবাহিকটার কথা বললাম, তার নাম ছিল 'গোলমাল'। ঐ একই চরিত্রদের নিয়ে (প্লাস জটাই তান্ত্রিক ছিল) আরও আগে পূজাবার্ষিকী আমেলায় বেরিয়েছিল ভূতুড়ে ঘড়ি।

    ধারাবাহিকটা বেরোয় ৮৫ থেকে ৮৮ সালের ভেতরে। তার পরে অদ্ভূতুড়ে বলে কোনও ধারাবাহিক শীর্ষেন্দুর বেরিয়েছিল কী? মনে পড়ছে না ঠিক। স্টোরিলাইনটা কী?

    গোলমাল আনন্দর লিস্টে (http://www.anandapub.com) নেই। ভুতুড়ে ঘড়ি আছে।
  • umesh | 65.206.71.3 | ১৩ সেপ্টেম্বর ২০০৭ ১৫:৪৯392239
  • ৮৫ থেকে ৮৮ এর মধ্যে আনন্দমেলা তে ধারাবাহিক বেরোতো অদ্ভুতুড়ে।
    তার পর, সেটা বই হয়ে বের হয়েছে কিনা জানি না।
    দেজ এ একটা বই আছে অদ্ভুতুড়ে বলে।
    কিন্তু জানি না সেটা-এ সেই কিনা।

  • Tim | 204.111.134.55 | ১৩ সেপ্টেম্বর ২০০৭ ২১:৫৩392240
  • গোলমাল'ও দেজ থেকে বেড়িয়েছিলো।
  • Samik | 122.162.81.188 | ১৩ সেপ্টেম্বর ২০০৭ ২৩:২৪392241
  • ওফ্‌ফ্‌, বেড়িয়েছিল না, বেরিয়েছিল।
  • Tim | 204.111.134.55 | ১৩ সেপ্টেম্বর ২০০৭ ২৩:২৫392242
  • বুনান কই রে? সব গুলিয়ে দিয়েছে...আসুক একবার। :(
  • Samik | 125.18.104.1 | ১৪ সেপ্টেম্বর ২০০৭ ১১:০২392243
  • হিন্দি বোঝো? বেড়িয়েছিল মানে, ঘুমা থা। বেরিয়েছিল মানে, নিকলা থা।
  • Tim | 204.111.134.55 | ১৪ সেপ্টেম্বর ২০০৭ ১১:১৭392244
  • হ্যাঁ হ্যাঁ... এট্টু এট্টু জানি তো। ""বেড় দিয়ে"" কথাটা, বা বেড়ার কন্সেপ্ট এখান থেকেই এয়েচে না? ওটা বানান ভুল (অনিচ্ছাকৃত) ছিলো রে! ঘুমচোখে টের পাই নি।
  • Samik | 125.18.104.1 | ২১ সেপ্টেম্বর ২০০৭ ১৪:০৮392246
  • শারদীয়া আবাপ তে সুচিত্রা ভট্‌চায এক নিশ্বাসে কাল শেষ করলাম। বিশাল দুর্ধর্ষ কিছু বলব না, কিন্তু কমপ্যাক্ট, টেনে রাখার ক্ষমতা আছে। এই সময়ের ১৮-২৩ বছরের জেনারেশনকে এত্তো নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে, জাস্ট টু মাচ। এত নির্ভুলভাবে কী করে পাল্‌স ধরেন মহিলা?
  • umesh | 65.206.71.3 | ২৪ সেপ্টেম্বর ২০০৭ ০৮:১৩392247
  • সুচিত্রা ভট্টাচার্ষ এর 'চার দেয়াল' পড়েছি। কিন্তু আনন্দমেলা তে সুচিত্রা'র জঘন্যতম প্লট নিয়ে জঘন্যতম গোয়েন্দা উপন্যাস পড়ার পর ওর কোন লেখা ভালো বলতে ইচ্ছা হচ্ছে না।

    স্মরণজিৎ চক্রবর্তী এখন বেশ লিখছে। আনন্দলোক এ নতুন style এ একটা লিখেছে। লেখা টা যায় হোক style টা ভালো লাগলো । এখন দেশ ধারাবাহিক লিখছে, 'উল্টো হাওয়া'।

    আমরা মনে হয় আবার একটা 'মতি নন্দী' পেতে চলেছি। আনন্দলোক অ সব্যসাচী সরকার, পুরো মতি নন্দী style এ একটা cricket নিয়ে উপন্যাস লিখেছে।
  • i | 202.128.112.253 | ১৫ অক্টোবর ২০০৭ ১১:৫৩392248
  • বলবো না ত্রুটিহীন লেখা। কিন্তু শারতীয়া আ বা প তে সঙ্গীতার 'রুহ' তে মুগ্‌ধ হলাম।মুগ্‌ধর থেকে বেশি-ই । অনেকদিন পরে আনন্দের পুজোসংখ্যায় এইরকম একটি লেখা(আমার মতে অবশ্যই)যাতে আচ্ছন্ন হয়ে রইলাম ক'দিন।
  • Samik | 125.18.104.1 | ১৫ অক্টোবর ২০০৭ ১২:৪১392249
  • রুহ্‌ সত্যিই ভালো লাগল। অনেকক্ষণ হ্যাংওভারটা ছিল, উপন্যাসটা শেষ করার পর। ঠিক গতানুগতিক এন্ডিং নয়।
  • Paramita | 63.82.71.132 | ১৫ অক্টোবর ২০০৭ ২২:৪৬392250
  • ডিটো - ভাটে এই উপন্যাসটা খুব ভালোলাগার কথা জানিয়েছিলাম। সঙ্গীতা যা খামচা খামচা আগে পড়েছি বা যে পরিমাণে বিরূপ সমালোচনা শুনেছি - তারপর এটা লেখিকার একদম ঘুরে দাঁড়ানো। অত্যন্ত সৎ আর বুক-নিঙড়োনো লেখা।
  • Jay | 195.10.45.235 | ১৭ অক্টোবর ২০০৭ ০৯:৩৩392251
  • ঊমেশ,
    দে'জ যে "অদ্ভুতুড়ে' প্রকাশ করেছে সেটা শীর্ষেন্দুরই বটে। ১০০%। সেই আন্দমেলার ধারাবাহিকই।
  • * | 203.196.253.193 | ১৭ অক্টোবর ২০০৭ ১০:১৮392252
  • "দেশ" পড়লাম,,,বিনায়ক , সুকান্ত খুব ভাল,,এরকম আরো লেখা চাই,
    তিলোত্তমা যথাপুর্বং ,,অখাদ্য
  • umesh | 65.82.126.100 | ১৭ অক্টোবর ২০০৭ ১০:২৭392253
  • thanks Jay
    বই টা পড়ার ইচ্ছা আছে।

    দেশ এ সমরেশ আর বিনায়ক এর লেখা পড়লাম।
    সুকান্ত শুরু করেছি,
    বিনায়ক টা কে, আগে তো পড়িনি।
    সমরেশ আর আগের মতো নেয়।

    সাপ্তাহিক দেশে তো তিলোত্তমা'র লেখা শেষ হচ্ছে। কে আসবে?

  • umesh | 65.82.126.100 | ১৭ অক্টোবর ২০০৭ ১০:৩০392254
  • sorry, সাপ্তাহিক নই, পাক্ষিক দেশ।
  • shrabani | 124.30.233.102 | ১৭ অক্টোবর ২০০৭ ১০:৪৪392255
  • দেশে শীর্ষেন্দুর, "বাঁশিওলা"। ভালো লাগল তবে কেন মনে হল তাড়া হুড়োয় শেষ। নাহলে এই গল্প আরো একটু সময় নিয়ে বললে, আরেকটু জাল ছড়িয়ে দিলে খুব ভালো বলতে পারতাম একেবারে শীর্ষেন্দু ট্রেডমার্ক।
    সুকান্তর লেখা খুব ভালো লেগেছে।

  • d | 219.65.181.71 | ১১ নভেম্বর ২০০৭ ১২:৫৪392257
  • "অপর' অবশেষে প্রকাশিত হয়েছে। জাদুকর ম্যানড্রেককে নিয়ে লেখা সৈকতের উপন্যাসটা স্লাইট একটু বদলেছে দেখলাম। যথারীতি ব্যপক লাগল।
    কিন্তু .... কিন্তু .... আমার বইটায় ৯৬ পাতার পরই ১১৩ পাতা। :(( ফলে চন্দ্রিলের লেখাটা মাঝখান থেকে পাচ্ছি। আর কার যেন একটা লেখার শেষ নেই। :(( কি অন্যায়!!

    "অনুষ্টুপ' হাতে এলো। "লীলা মজুমদার ক্রোড়পত্র' টা বেশ ইন্টারেস্টিং লাগল। তবে এখনও ভাল করে দেখার সময় পাইনি।

    "বিষয়মুখ' এ রাঘব বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস "শোকবার্তার কয়েকটি লাইন' বেশ লেগেছে। বাকীকিছু এখনও পড়া হয়ি্‌ন।

    "বিভাব' এ সলিল চৌধুরীর একটি নাটক প্রকাশিত হয়েছে দেখলাম । "আপনি কে? কী করেন? কী করতে চান?' তারাপদ রায়ের একটি অপ্রকাশিত কবিতা ও "বিভাব'এই বিভিন্নসময় প্রকাশিত তারাপদ রায়ের কবিতাগুচ্ছ নিয়ে "তারাপদ রায়' ক্রোড়পত্র' প্রকাশিত।

    "কবিতীর্থ' পত্রিকায় নবারুণ ভট্টর সাক্ষাৎকার বেরিয়েছে। এছাড়াও কাফকাকে নিয়ে কুন্দেরার একটা লেখা বেরিয়েছে। কুন্দেরাপ্রেমীরা পড়ে দেখতে পার।

    "অতিথি' পত্রিকায় ক্রোড়পত্রের বিষয় "ঐতিহাসিক কলকাতার অঞ্চল'। ওপর ওপর যতটুকু দেখলাম তাতে বেশ so so টাইপের লাগল। তবে ভাল করে পড়িনি এখনও।

    "একক মাত্রা' পত্রিকায় প্রচ্ছদকাহিনী "শিক্ষার হ য ব র ল' --- লেখাগুলো ভালই লাগল। তবে এইটি শারদীয় সংখ্যা নয়। রেগুলার সংখ্যা বলেই মনে হোল।
  • sneha | 61.2.1.35 | ১২ নভেম্বর ২০০৭ ০০:২৩392258
  • পুজোর "সন্দেশ" দারুন হয়েছে।রামকিঙ্কর ও শমীঠাকুরের ওপর লেখা গুলো বেশ।রজেশ বসুর বড় গল্পতে অনেকটা সত্যজিত গন্ধ আছে।এছাড়া "চাঁদামামা ও চাঁদুচোর একটা স্মাট গল্প মন ভরিয়ে দিল।
  • nyara | 64.105.168.210 | ১২ নভেম্বর ২০০৭ ০৩:৪৯392259
  • প্রত্যেকবার অনুষ্টুপে অন্তত একটা 'পয়সা ভসুল' লেখা থাকে - কোনো কোনোবার একাধিক। এবারে আমার কাছে 'পয়সা ভসুল' হল দেবাশিস দেবের লেখা সত্যজিৎ রায়ের ইল্লস্ট্রেশানের ওপর প্রবন্ধটি। সুমন্ত বন্দ্যো-র এবারের লেখা আগের বছরের ধাঁচে - তবে অনেক ছোট আর জোলো। জমার আগেই ফুস্‌।

    দেশে শীর্ষেন্দুর উপন্যাসের ব্যাপারে শ্রাবনীকে ডিটো দিলাম। বিনায়ক বন্দ্যো-র উপন্যাস দেশে পড়ে বেশ আনন্দ পেয়েছি। বছর দশেক আগে পড়লে ফিদা হবার একটা সম্ভবনা ছিল। জোর বেঁচে গেছি।
  • rimi | 168.26.215.135 | ০৯ ডিসেম্বর ২০০৮ ০৩:০৬392260
  • কোত্থেকে একটা আনন্দমেলা পূজোসংখ্যা জোগাড় করে পড়লাম খানিক। অদ্ভুত লাগল, প্রায় সব কটা গল্পই গোয়েন্দা গল্প। বাচ্চাদের কাছে কি গোয়েন্দা গিরি ব্যপারটা খুব ইন্টারেস্টিং? নাকি গোয়েন্দা গল্প লেখা সহজ কারণ তাতে বড়দের গপ্পের মালমসলা বেশ খানিক ঢুকিয়ে দেওয়া যায়?

    ছোটোদের মনের মতন করে গল্প লেখা কঠিন কাজ। সে এক ছিলেন লীলা মজুমদার। কল্পনা আর বাস্তব মিলিয়ে এমন জগৎ সৃষ্টি করতেন যা ক্ষুদে, কিশোর এমনকি ধেড়েরাও অনাবিল উপভোগ করতেন। বাংলায় ঐরকম আর কাউকে পাই নি। (যদিও ইংরিজি তে কিছু পেয়েছি)। ঠিক ঐরকম না হলেও সুনীল, শীর্ষেন্দু কিম্বা আশাপূর্ণা দেবীর গল্পও যথেষ্ট মনকাড়া ছিল। আশ্চর্য্য, এঁদের প্রত্যেকেরই অনেক গল্পেই ছোটোদের গোয়েন্দাগিরি আছে, কিন্তু ঠিক ছোটোদের মত করেই।

    আর সুচিত্রা, সুকুমার, সমরেশ ইত্যাদিদের আনন্দমেলার গল্পগুলো পড়ে মনে হল বড়দের রদ্দিমার্কা গোয়েন্দাগল্প পড়ছি, যেমন মাঝে মাঝে আনন্দবাজারে বেরোয় রবিবাসরীয়তে। যেগুলো অ-গোয়েন্দা গল্প, সেগুলো ঠিক গল্পই হয় নি, অথচ গল্প হিসেবে ছাপা হয়েছে।
  • siki | 219.64.11.35 | ০৯ ডিসেম্বর ২০০৮ ১০:১৬392261
  • কেন, শৈলেন ঘোষ?
  • r | 198.96.180.245 | ০৯ ডিসেম্বর ২০০৮ ১৭:০৯392262
  • "মিতুল নামে পুতুলটি"র মত দুই একটি ছাড়া শৈলেন ঘোষ অত্যন্ত ন্যাকা। তাই কোনোদিন ভালো লাগে নি।

    বা দ্য ও, এটা তো ২০০৭ সালের থ্রেড!
  • siki | 219.64.11.35 | ০৯ ডিসেম্বর ২০০৮ ১৮:৫৫392263
  • দু:সাহসী দুই বুড়ো
    সোনাঝরা গল্পের ইনকা
    আবু ও দস্যু সর্দার
    গল্পের মিনারে পাখি

    এগুলো তো ন্যাকা কিছু ছিল না। শৈলেন ঘোষ লিখতেনই একটু ছোটদের জন্য। "তোমরা যদি এখন আমাকে দ্যাখো, তাহলে বুঝতেই পরবে না' টাইপের লিখতেন।

    সেটা ন্যাকা ভাবলে ন্যাকা :-)
  • siki | 219.64.11.35 | ০৯ ডিসেম্বর ২০০৮ ১৮:৫৬392264
  • ইতিমিচিসাহেব

    ভুলে গেছিলাম।
  • d | 203.143.184.10 | ০৯ ডিসেম্বর ২০০৮ ১৯:১১392265
  • হ আমারও ২-৩ খান ব্যতিক্রম বাদে জেনেরালি শৈলেন ঘোষকে চটচটে ন্যাকা লাগে।
  • san | 12.144.134.2 | ০৯ ডিসেম্বর ২০০৮ ১৯:১৭392266
  • আমার কেমন জানি ধারণা ছিল - আবেগপ্রবণ ব্যক্তিরাই খালি শৈলেন ঘোষ পড়ে উঠতে পারে। দেখছি ঠিকই ভাবতাম ;-)
  • Blank | 203.99.212.224 | ০৯ ডিসেম্বর ২০০৮ ১৯:২০392268
  • সোনাঝরা গল্পের ইনকা , এটা বেশ মনে আছে। তখন খুব ভাল লেগেছিল। আর তার সাথে ছবি গুলো ও থাকতো বড় সুন্দর। বাকিগুলোর কথা জানি না, নামে মনে নেই। ছবি দেখালে বা গল্প বললে মনে থাকবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন