এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • বইমেলা বন্ধ,,কি আনন্দ !

    rg
    বইপত্তর | ২৯ জানুয়ারি ২০০৮ | ১১০৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rg | 203.196.253.193 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৪:৩১394752
  • বইমেলা বন্ধ
    আহা কি আনন্দ

    শুদ্ধ বাতাস বয় মৃদুমন্দ !

    যেখানে মেলা
    সেখানেই মামলা

    মাঠে হলে লীলাখেলা
    হবে নাকো ঝামেলা
  • lcm | 71.132.136.124 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৪:৫৮394863
  • মেলা হবে বলছে তো, শুধু একট "প্রতীকী' শব্দ আছে এক্সট্রা। টাউন হলে উদ্বোধনে মুখ্যমন্ত্রী থাকবেন, আমেরিকান অতিথি থাকবেন, পার্ক স্ট্রিট ময়দানে মেলা হবে।
    টিকিট নেই, ভেজিটেবল চপ নেই, নামী দামী প্রকাশনার বই নেই। "ওরা" থাকবে না, "আমরা' থাকবে। লিটল ম্যাগাজিন থাকবে, উল্টো দিকে অনতিদূরে পার্ক স্ট্রিটের ফুটপাথে বিগ ম্যাগাজিন থাকবে।
    http://www.aajkaal.net/report.php?hidd_report_id=91548
  • kallol | 220.226.209.2 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৫:৩০394959
  • এবছর বইমেলা হচ্ছে না। আনন্দ বা দু:খ নয়, বরং কেমন একটা স্মৃতিমেদুর লাগছে। আপনজন কেউ দূরে চলে গেলে যেমন হয়।
    পরিবেশ নিয়ে যে ঝামেলাটা হল, সেটা দরকারি বলে আমার মনে হয়। পার্ক সার্কাসে হলে ওখানকার বাসিন্দাদের যে প্রচন্ড ঝামেলায় পড়তে হত সেটাও ঠিক। এখন তো গড়িয়া অবধি পাতালরেল। ওদিকে কোন জায়গায় করা যেত কি ? মেলা যেখানেই হোক সেখানে দূষণ হবেই। তা বলে কি তাবৎ মেলা বন্ধ হয়ে যাচ্ছে? কেঁদুলী, সতীমা, সারা বাংলা জুড়ে নানান রথের মেলা, চড়কের মেলা, রাসের মেলা...... চলছে তো দিব্যি। দূষণ কি শুধু শহরের একচেটিয়া নাকি?

    বইমেলায় যাচ্ছি প্রথম থেকেই। ১৯৭৫-এ শুরু। রবীন্দ্রসদনের উল্টোদিকের মাঠে বসতো মেলা। প্রথম দুবছর, ভিক্টোরিয়ার দক্ষিণ গেট থেকে পূবের গেট পর্যন্ত ছিলো মেলার পরিসর। পরে বেড়ে প্ল্যানেটোরিয়ামের উল্টোদিক পর্যন্ত বিস্তৃত হল।

    ৭৭ সাল থেকে ৭৯ পর্যন্ত আমাদের বন্ধুদের একটা ছোট্ট অ্যাড এজেন্সি ছিলো। তখন প্রচুর স্টল বানিয়েছি। বুকমার্ক দিয়ে শুরু। তখন নারকেল ছোবড়ার কার্পেট পাতা হত। আর সেই কার্পেট সারা মেলায় যোগান দিত সুশীলদা। ওঁর বাড়ি ছিলো প্রতপাদিত্য প্লেসে। সেই সুবাদে আমাদের সাথে খুব ভাব ভালোবাসা ছিলো। সুশীলদা, আমি, সুমিত, জয়মোহন আর গৌতম একসাথে মেলার মাঠে রাত জাগতাম প্রায় দুসপ্তাহ ধরে। নিজামের ভূনা-পরোটা আর দেদার চা-বিড়ি সহযোগে আড্ডা আর কাজ চলতো। আর এই কাজের দৌলতে ফ্রি পাশ পেতাম।
    টাকা পাওয়া যেত বইমেলা শুরুর দিন তিনেকের মধ্যেই। তাই দিয়ে বই কেনা। যাদের স্টল করলাম, তারা বই উপহারও দিতো।
    ৮০তে ব্রিগেডে হল মেলা। ৮১ থেকেই নেহেরু মুর্তির পেছনে।
    গতবার সল্টলেকের মেলায় থাকতে পারিনি। এবার তো মেলাই নেই।
  • lcm | 71.132.136.124 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৫:৫০394970
  • পরিবেশ দূষণ ফুশন নয়, ফি বছর শেষ মুহুর্তের এই তামাশা, গিল্ড/সরকার/হাইকোর্ট/পুরসভা মিলে হেব্বি সাসপেন্স... বইমেলার ভেনু নিয়ে জুয়াড়িদের বাজি...
    অল দ্যট গ্লিটার্স ইস নট "গিল্ড'...

  • r | 125.18.17.16 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৭:২১394981
  • বই দেখা আর কেনার (বাংলা বই বাদ দিলে) জন্য বইমেলা যেতে হলে, দিল্লি বইমেলাতেই যাব, কলকাতা বইমেলায় নয়। ২রা ফেব্রুয়ারি থেকে প্রগতি ময়দানে শুরু হচ্ছে।
  • Blank | 59.93.218.210 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৭:৪১394992
  • বই মেলা না হতে খুব খারাপ লাগছে। বছররে শুরু টা যেন শুরু ই হলো না মনে হচ্ছে। খুব ই ফালতু আর বাজে লাগছে। দিল্লী যাওয়া তো সম্ভব নয় ...
  • Arijit | 128.240.229.68 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৭:৫০395003
  • প্রতিবার এই ভ্যান্তারা ভাল্লাগে না। কেউ একটু লং টার্ম প্ল্যান করতে পারে না?
  • d | 192.85.47.2 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৮:১০395014
  • একদম। এইটাই আমারও কথা। প্রতিবার এই নাকে কান্না আর একে তাকে ধরে "বইবিদ্বেষী' বানিয়ে দেওয়াটা খুবই বিরক্তিকর। এইবারেও "মিলনমেলা' প্রাঙ্গনে নাকি গিল্ড যাবে না ---- কেন??? তার কোন সদুত্তর নেই। এদিকে আমরা "অলাভজনক' বলে তেনারা প্রায় সব সার্ভিস ফিরিতে নেন, আর ওদিকে নাকি দূয্রে গেলে বই বিক্রী কম হবে। ভন্ডামির ল,ইমিট আছে!! গোটা কলেজস্ট্রীটে কেবল সাজেশান আর মানেবইয়ের রমরমা --- আর সেই সোমোস্কিতির গর্ব্বে মাটিতে পা পড়ে না!!!
  • Blank | 59.93.207.73 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৮:১৮395025
  • পার্ক সার্কাস ময়দানে যে বই মেলা করা হবে এই ঘোষনা গিল্ড বহুদিন আগে করেছে। আবার সেই শেষ সময়ে 'জন' স্বার্থ মামলা করার মানে টা কি? অন্তত মাস তিনেক আগেই গিল্ড জানিয়েছে যে এবারের বই মেলা হবে পার্ক সার্কাস ময়দানে। এই ধরনের 'জন' স্বার্থ মামলা গুলোতে আর যাই হোক 'জন' ব্যপারটাই নেই।

    আর মিলন মেলা প্রাঙ্গন বলছে ২.৫ লক্ষ বর্গ ফুট, যেখানে পার্ক সার্কাস ময়দান ছিল ৫ লক্ষ, আর ময়দান ১২ লক্ষ। 'মিলন মেলা' প্রাঙ্গনে মেলা হলে কি ট্রাফিক জ্যাম হবে না? না কি দুষন কমে যাবে?
  • Arpan | 202.91.136.4 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৮:২৩394753
  • সেই চর্বিত চর্বণ। বাইপাসে মেলা হলে লোকে আসবে না, কারণ বেনফিশ আর ঝালমুড়ির স্টল হবে না, টিকিট বিক্রি কমে যাবে। অথচ গিল্ড নাকি একটি অলাভজনক সংস্থা, তাই তারা একটি পয়সাও কর দেবেন না, হিসেবপত্তরও পাবলিশ করবেন না, কিন্তু টিকিট ছাপিয়ে বিক্রি করবেন।

    এর মধ্যে আর বই আর বইপ্রেমের গল্প কোথায়?
  • d | 192.85.47.2 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৮:২৫394764
  • খুব অদ্ভুতভাবে বাসিন্দাদের অসুবিধাটাকে উপেক্ষা করা হচ্ছে। কেন??? কিভাবে স্কুল কলেজের টাইম বদলে দেবার কথা বলা হয়েছিল? দুর্গাপুজোর কথা বলা হচ্ছে কিকরে?? দুর্গাপুজো বা অন্য পুজোর দিন কটা তো স্কুল কলেজ ছুটি থাকে। তাহলে কি এই ১৫ দিনের জন্য জবরদস্তি ছুটি দেওয়াই দরকার ছিল?? আর ঘোষণার ভিত্তিতে কোন মামলা করা যায় কি? বড়জোর আবেদন করা যেতে পারে। তা আবেদনে কি তেনারা কান দেন??
  • Blank | 59.93.207.73 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৮:২৮394775
  • সে স গপ্প হলেও মামলাটা আগে করা যেত। আর বেনফিশ আর ঝালমুড়ির স্টল মনে হয় কয়েক লক্ষ বর্গ ফুট জায়গা নেয় না। ক্রমশ জায়গা কমানোর মানে হলো বই এর স্টল গুলোকে ছোট করা, বই দেখার স্পেস কমানো।
  • r | 59.162.191.115 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৮:৩০394786
  • বেশ করেছে জনস্বার্থ মামলা করেছে, সে তিনদিন আগেই করুক কি তিন সপ্তাহ আগেই করুক। ওরিয়েন্ট রো খুঁড়ে শেষ করে দিয়েছে। দরগা রোড আর ওরিয়েন্ট রো-কে গাড়ির পার্কিং স্পেস বানিয়ে দেওয়ার কাজ চলছে। এমনিতেই সেভেন পয়েন্ট ক্রসিং কলকাতার সবথেকে বেশি ট্র্যাফিক জ্যামের জায়গা। সেখানে করবে কলকাতার সব থেকে বড়ো মেলা- মামদোবাজি নাকি! লোকে হাসপাতালে যেতে না পেরে মরুক, ছেলেপুলের পড়াশুনো লাটে উঠুক, চারদিকের লোকের চলাফেরা কাজকর্ম সব বন্ধ হয়ে যাক- কেন? না, বইমেলা হচ্ছে। দরকার নেই এমন বইমেলার। বই পড়তে গেলে কলেজ স্ট্রীটে চরে খাও। আর ঠেক মারাতে হলে নলবনে যাও।
  • Blank | 59.93.207.73 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৮:৩৩394797
  • আমন্ত্রন পত্র ছাপানো হলেই তো মামলা করা যায়।
    মিলন মেলায় মেলা করতে গেলে কি সেখানে যান জট হবে না? পার্ক সার্কাস ময়দানে কি অন্য মেলা হয় না?
  • r | 59.162.191.115 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৮:৩৪394808
  • আর গিল্ড এবং কলকাতা পুরসভা যেন দুইটি অবোধ শিশু- পার্ক সার্কাস যে কলকাতার সব থেকে ঘন বসতিপূর্ণ ও ট্র্যাফিকে ভরা এলাকা, তা এনারা কিছুই জানেন না। দ্বিতীয়ত:, একটা পার্কের মধ্যে মেলা করলে লোকে বাওয়াল করবে এটাও যেন তারা জানতেন না। জনস্বার্থ মামলা হওয়াটাই স্বাভাবিক ছিল এবং তার জন্য বিকল্প জায়গার বন্দোবস্ত থাকা উচিত ছিল। কিন্তু সোনার চামচে মুখে নিয়ে জন্মানো কিছু ঘুঘুর বাসা আছে- যার মধ্যে প্রধানতম হল গিল্ড, যার সেক্রেটারির নামে কপিরাইট চুরির মামলা ঠোকা হয়েছে মিত্র ও ঘোষের তরফ থেকে।
  • Blank | 59.93.207.73 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৮:৩৭394819
  • তার মানে কোলকাতার সবচেয়ে বড় মেলা তুলে দাও। এবং সেটার পেছনে দরকার মতন কাঠি দাও। কিছু বললে 'কলেজ স্ট্রীট' দেখাও।
  • r | 59.162.191.115 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৮:৩৯394830
  • ১) হবে, কিন্তু এত ভয়ঙ্কর হবে না। ওখানে প্রচুর মেলা হয়েছে, কখনও জ্যাম দেখি নি। সায়েন্স সিটির সামনে ট্রাফিক আর সেভেন পয়েন্ট ক্রসিঙের ট্রাফিকের তুলনা করলেই বোঝা যায়।

    ২) গিল্ড বলে কুম্ভমেলা আর গঙ্গাসাগরমেলার পরেই নাকি সবথেকে বেশি লোক হয় কলকাতা বইমেলাতে। তার সাথে ফঙ্গবেনে পুঁচকি পুঁচকি মেলার তুলনা, যাতে দিনে হাজার লোকও হয় না?
  • r | 59.162.191.115 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৮:৪২394841
  • কেউ তুলে দিতে বলে নি, একমাত্র গিল্ড ছাড়া।

    কোর্ট বলেছিল- ময়দান থেকে সব মেলা সরে যাবে। সরকার হলফনামা দিয়ে বলেছিল- হ্যঁ স্যার, এই তো সরিয়ে নিচ্ছি। সব সরল, বইমেলা সরল না। পুরোটাই মামাবাড়ির আবদারের উপর ভিত্তি করে চলছে। সরকার যে কোর্টে গিয়ে বারবার মিথ্যে প্রতিশ্রুতি দিল, তাতে যে কারো জেল হয় নি, এ বাপের ভাগ্যি!
  • Blank | 59.93.207.73 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৮:৪৫394852
  • কিন্তু এই তিন দিন আগে মামলা, আর একদিন আগে রায়, পুরো টাকেই দিল ভেস্তে। ধুর। বড়ই বিরক্ত লাগছে।
  • Arpan | 202.91.136.4 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৮:৪৭394864
  • শ্যামলবাবু রাজ্যের একজন মন্ত্রী, সিটু নেতা, সর্বোপরি বইপ্রেমী। তিনি বলেছেন এর পরে মেলা তো সুন্দরবানে করতে হবে। তো সেখানেও তো পরিবেশবিদেরা কাঠি করবে।
  • Blank | 59.93.207.73 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৮:৪৯394875
  • গিল্ডের উচিৎ এ বছর ও সল্টলেকে তুলে নিয়ে যাওয়া। জাতীয় লিগ শেষ হয়ে যাবে শিগ্গীর। স্টেডিয়ামে করা যেতেই পারে। মাস খানেক পরেই হোক, তবু হোক ...
  • d | 192.85.47.2 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৮:৫১394886
  • আরও একটা জিনিষ প্রচন্ড বিরক্তিকর। সেটা হল এই কলকাতার একদম কেন্দ্র থেকে একটু দূরে যেতে বললেই "গেল গেল' রব। এই সুন্দরবন জাতীয় মন্তব্যগুলো দেখলে ঠাস করে একটা চড় কষাতে ইচ্ছে করে।
  • san | 220.227.64.98 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৯:০১394897
  • ম্যারেজ রেজিস্ট্রেশন টা হল সই সাবুদের পার্টটা।সেটা হিন্দু অ্যাক্ট বা মুসলিম অ্যাক্ট বা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট যে ভাবেই বিয়ে হোক ওটা করতেই হয়।অ্যালং উইথ রিচুয়াল্‌স। আর রেজিস্ট্রি ম্যারেজ হল যেখানে শুধুই ঐ সই টা করা হয় উইদাউট এনি রিচুয়াল।
  • san | 220.227.64.98 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৯:০২394908
  • সরি সরি
  • Arijit | 128.240.229.68 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৯:০৩394919
  • সল্টলেক স্টেডিয়ামে কোনো অনুষ্ঠানেই আমার আপত্তি আছে। খেলার মাঠকে খেলার মাঠ হিসেবেই রাখা উচিত। বড়জোর স্টেডিয়ামের প্যাভিলিয়ন ব্যবহার করা যেতে পারে - সেক্ষেত্রেও আলাদা স্যুইট থাকা উচিত - এখানে যেমন সেন্ট জেমস ইত্যাদিতে আলাদা কনফারেন্স স্যুইট আছে।

    এটা বইমেলা প্রসঙ্গে বল্লাম না - এটা সাধারণভাবে যে কোনো খেলার মাঠকে খেলার উপযুক্ত রাখার জন্যে বলা। "গোল' সিনেমায় একটা দৃশ্য ছিলো - সান্তিয়াগো রাত্রিবেলা সেন্ট জেমসে মাঠের ভিতরে একা একা প্র্যাকটিস করছে - ম্যানেজার এসে বল্লেন - মাঠ থেকে বেরোও, কেয়ারটেকারের হার্টফেল হবার যোগাড়। এইভাবে মাঠ বাঁচায় এরা।

    উল্টো ঘটনাও আছে - গুচ্ছ গুচ্ছ খরচ করে তৈরী ওয়েমব্লিতে পর পর কনসার্ট - পরিবেশ সংরক্ষণের জন্যে, ডায়নার স্মৃতিতে - এই নিয়ে অনেক আপত্তি তুলেছে লোকে - মাঠের বারোটা বাজানো হয়। লেটেস্ট হল ওয়েমব্লির মাঠের ওপর আর্টিফিশিয়াল রেসট্র্যাক বসানো নিয়ে।
  • r | 59.162.191.115 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৯:০৪394930
  • আর একটা কথা বলে নিই- পার্ক সার্কাসের বইমেলার বিরুদ্ধে রায়ের সাথে ময়দানের বইমেলার বিরুদ্ধে রায়ের একটা তফাৎ আছে, যেটা বিভিন্ন মহল থেকে গুলিয়ে দেওয়া হচ্ছে। পার্ক সার্কাসের রায়ের একটা অংশ পরিবেশজনিত, কিন্তু কোর্ট মোদ্দা কথা বলেছে তা হল- প্রতিদিন এক লাখ লোক আমোদ আর ব্যবসা করবে বলে কোনো এলাকার বাসিন্দা, স্কুলের পড়ুয়া, হাসপাতালের রোগী, অফিসকর্মী- সবাই বারো দিন ধরে নরকযন্ত্রণা সহ্য করবে- এটা সংবিধানবিরুদ্ধ।
  • Arpan | 202.91.136.4 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৯:০৫394941
  • তো, এই 'ব্যভিচারী' বিচারপতি নির্ঝরকে "বাংলা ছেড়ে পালা' এখনই বলা হবে না কেন? তিনি ক'দিন আগে সিঙ্গুরের জমি অধিগ্রহণের বিরুদ্ধে আনা পিটিশন খারিজ করে দিয়েছেন বলে?
  • r | 59.162.191.115 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৯:০৬394952
  • সল্ট লেক স্টেডিয়ামে মেলা মাঠের মধ্যে হয় না রে বাবা! স্টেডিয়ামের বাইরে যে চত্বর রয়েছে তাতে হয়। ;-)
  • Arijit | 128.240.229.68 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৯:০৭394960
  • জানি। মাঠে আরো অন্যান্য উপদ্রব হয় তো - সেগুলো নিয়ে বল্লাম।
  • Blank | 59.93.207.73 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৯:০৭394958
  • স্টেডিয়াম মানে স্টেডিয়ামের বাইরে। যেখানে অগের বার হলো। মাঠে না,মানে হায়ারর্কি তে ধরলে স্ট্যডেল রেস্টুরেন্টের হায়ারার্কি। পরের লেভেলে আসে প্যাভিলিয়ন,
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন