এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • বইমেলা বন্ধ,,কি আনন্দ !

    rg
    বইপত্তর | ২৯ জানুয়ারি ২০০৮ | ১১২৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r | 59.162.191.115 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৯:১২394961
  • এখন বুদ্ধবাবু একপাশে মহর্ষি ও অন্যপাশে দেবর্ষি (সৌ: চ:)-কে নিয়ে টাউন হলে প্রতীকী বইমেলার উদ্বোধন করছেন। ঘোষণা করছেন রাজকবি শ্রী সু:স:।
  • d | 192.85.47.2 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৯:১৩394962
  • রঙ্গনের 7.04 এর পোস্টটাকে ডিট্টো। এইটাই আমার অদ্ভুত লাগছে যে একটা গোটা জনবসতির লোকের সুবিধে অসুবিধেকে কিরকম তুচ্ছ করে দেখা হচ্ছে এবং বেশ সচেতনভাবে গুলিয়ে দেবার চেষ্টা হচ্ছে।
  • - | 220.225.2.203 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৯:৩০394963
  • পার্ক সার্কাসের জনগণের অসুবিধে হবে টা ঢপ। যে কোন বড় ইভেন্টে ট্রাফিক ম্যানেজেমেন্টে সমস্যা হয়, এটাতেও হত। পার্ক সার্কাসের পুজো টা বন্ধ হোক তাইলে। হাসপাতাল তো পুজোতে খোলা থাকে। বেসিকালি বারোয়ারী পুজোর বিরুদ্ধে মামলা করা উচিত।

    গুলোনোর কোন সমস্যা নেই।

    গিল্ডের নিজের প্রচুর সমস্যা আছে। তা কোন সংস্থায় নেই? বইমেলা না হলে কার সুবিধে বোঝা যাচ্ছে না।

    পরিবেশ দূষণ টা গতবার পর্যন্ত সকলের হৃদয়ের একেবারে কাছের বিষয় ছিল আজ থেকে জনগণের অসুবিধে টা বিষয় হয়ে গেল। ফাল্‌তু গল্প।

    সম্প্রতি পার্কসার্কাসে গোলমালের সময়ে বড় বড় চ্যানেলে বড় বড় সাংবাদিক আর বুদ্ধিজীবিরা এসে স্থানীয় বাসিন্দাদের 'লুম্পেন প্রোলেতারিয়েত' বলে গেছেন, আজ তাদের অসুবিধে তে লোকের শোক উথলে পড়ছে এটা আমার সিরিয়াসলি অদ্ভুত লাগছে।

    বইমেলা বন্ধ থাকুক। জায়গা না পাওয়া অব্দি। এই ঢপ গুলো ও বন্ধ হোক।

    গতকাল কন্টিনিউয়াস ফিডে একটা চ্যানেলে প্রচার করা হল মিলন মেলাতেই হবে বইমেলা। যে সংবাদ টার ক্‌ন ভিত্তি নেই।

    প্রকাশনা সম্‌স্‌থা গুলোর মধ্যের নিজের রাজনীতি একটা মেলা একটা ইনি্‌স্‌টটুশন বন্ধ করে দিলো এই জিনিস একমাত্র কলকাতায় সম্ভব। বেসিকালি ফালতো লোকজনে ভর্তি বাজে শহর।
  • Arijit | 128.240.229.68 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৯:৪১394964
  • তাইলে এর করোলারী হল লোকজনকে রাজনৈতিকভাবে সচেতন করতে গিয়ে বেসিক্যালি যেটা হয়েছে - সবাই রাজনীতি কত্তে লেগেছে - মানে এর তার পিছনে কাঠি কত্তে লেগেছে - আর বেসিক্যালি হারামী হয়ে গেছে।

    টীকা লিখঅঅঅঅ। ২০ নম্বর।
  • r | 59.162.191.115 | ২৯ জানুয়ারি ২০০৮ ১৯:৪৩394965
  • কলকাতা বইমেলা একটি মহৎ ইনস্টিটিউশন- এই প্রেমিসটাই আমার চিরকাল ঢপ লাগে। একসময় বঙ্গ সংস্কৃতি সম্মেলন ছিল- উঠে গেছে। বঙ্গসংস্কৃতি বহাল তবিয়তে করে খাচ্ছে। এইজাতের হুজুগে ইনস্টিটুশন যদি ঠিকঠাক না চালাতে পারে, উঠে যাওয়াই ভালো।
  • - | 220.225.84.122 | ২৯ জানুয়ারি ২০০৮ ২০:১৩394966
  • বঙ্গ সংস্কৃতি সম্মেলন উঠে গিয়ে কি উপকার হয়েছে? পুতুলের মেলা আমারো মনে আছে।

    কলকাতার অন্যতম সেকুলার একটা উৎসব সেটা উঠিয়ে দেওয়ার জন্য সুভাশ দত্তদের এত উৎসাহ, বারোয়ারী পুজো তুলে দেওয়াতে কেন নেই। কলেজ স্ট্রীট টাও তো তুলে দিলে হয়। ওখানকার জনগণ ট্রাফিক জ্যাম থেকে মুক্ত হবে তাহলে। বেসিকালি বই এর অনেক দোকান প্রাঅশনার ব্যবসার ক্ষতি হলে বইয়ের সাড়ে বত্রিশ্‌ব্‌হাজার মনোপোলি ব্যবসার সুবিধে।

    আদেকলামোর কারণে , ন্যাকামোর কারণে যদি বইমেলা কে খারাপ লাগে তাহলে সেরকম তুলে দেওয়ার মত ক্যান্ডিডেট কিছু কম পড়বে না।

    পৃথিবীর কোথাও বইয়ের বিক্রিবাটা কমানোর এই উৎঅসাহ প্রায় দেখিনি।

  • r | 125.18.17.16 | ২৯ জানুয়ারি ২০০৮ ২০:২৪394967
  • কলেজ স্ট্রীটে প্রেসিডেন্সির রেলিঙের দোকানগুলো তুলে দেওয়াই উচিত। (পাবলিক ঝাঁপিয়ে মারবে:-))

    বইমেলা বাইপাসে হলে লং টার্মে বিক্রিবাটা কমবে? মনে করি না। প্রথম দুই একবার সেল্‌স ড্রপ করবে, কিন্তু তারপর আবার পুরোনো লেভেলে ফিরবে। যে কোনো বিজিনেসের মডেল তাই বলে।

    ইন ফ্যাক্ট, ২০০৩ সালে বইমেলা কোনো ইস্যু ছিল না। ইস্যু ছিল ময়দান ও ভিক্টোরিয়া মেমোরিয়াল। যখন সব মেলা সরল, বইমেলা সরল না কেন? আদালতে হল্ফনামা দেওয়া সঙ্কেÄও? এইখান থেকেই যাবতীয় গন্ডগোলের শুরু।
  • - | 220.225.2.203 | ২৯ জানুয়ারি ২০০৮ ২০:২৭394968
  • বাইপাসে দুষণ কেন নেই? বিক্রিবাটার সঙ্গে দুষণ কেন বাড়বে না, অ্যাডভান্স মামলা কেন হবে না ইত্যাদি?
  • a | 220.226.65.117 | ২৯ জানুয়ারি ২০০৮ ২০:৩৩394969
  • বেশ করেছে মামলা করেছে। এটা আদলতে প্রমাণিত যে গিল্ড আর পুরসভা(মেয়র নিজে গিল্ডের advisory board member) পুরোপুরি আইন বিরুদ্ধ ভাবে বইমেলা করার চেষ্টা করছিলো, লোকে মেরে দিয়েছে।

    যদিও আমি মনে করি মিলন মেলায় ও দূষণ হবে, তো সেটা ঠেকাতেও নিয়ম মানাতে হবে। "কম হবে" বা "হবে কি না" কথাগুলোর কোনো মানে নেই, আসল কথা হল অনুমোদিত মাত্রার কম হবে কি না। আর জনজীবন বিপর্যস্ত হবার চান্স কম।

    তবে হ্যান, পুরোটাই রাজ্‌নীতির খেলা। সল্লেক স্টেডিয়ামে হবে না, কেনো বলতো? ওটা সুভাষের এরিয়া। গতবার সুভাষ নিজে এগিয়ে এসেছিল, এবার সাদা টুপির কোনাও কেউ খুজে পায়ি্‌ন। বইমেলা হল বুদ্ধর পেটোয়া ওর্গ, তাই সুভাষ বাদ লাইন থেকে। সিমিলারলি, যারা মামলা করেছে তারাও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
  • r | 125.18.17.16 | ২৯ জানুয়ারি ২০০৮ ২০:৩৪394971
  • দূষণের পুরো ব্যাপারটাই তো রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও NEERI-র দেওয়া তথ্য থেকে বিচার করা হয়েছে। ময়দানে বইমেলার সময় দেখা গেছে SPM কাউন্ট ১৩০০ হয়ে যায়, যেখানে গড়িয়াহাট কি শ্যামবাজার মোড়ের মত সবথেকে দূষিত এলাকার SPM কাউন্ট ৩০০-৪০০, এবং নিরাপদ সীমা মোটমুটি ১০০-র কম। পার্ক সার্কাস ময়দানের ক্ষেত্রেও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ প্রায় একই রকম তথ্য দিয়েছে। বাইপাসে দূষণের মাত্রা অনেক কম, কারণ যানবাহন, পথচারী, জনবসতি- সবই অনেক কম। গতবারের বইমেলার দূষণের তথ্য থেকেও একই জিনিষ ধরা পড়বে।
  • r | 125.18.17.16 | ২৯ জানুয়ারি ২০০৮ ২০:৩৮394972
  • রাজনীতি তো বটেই- সুভাষ দত্ত থেকে বিকাশ ভট্টাচার্য্য- প্রত্যেকের নিজের খেলা আছে।

    কিন্তু কুশীলব যেই হোক, ইস্যুটা তো থেকেই যায়।
  • Arijit | 128.240.229.68 | ২৯ জানুয়ারি ২০০৮ ২০:৩৯394973
  • অয়নের শেষ কথাটা গুরুত্বপূর্ণ। এটা আমারও মনে হয় - গিল্ডও ফালতু - প্রতি বছর একই ভ্যান্তারার কোনো মানে হয় না, আর উল্টোদিকে মামলাটাও এক্কেরে নি:স্বার্থ সৎ উদ্দেশ্যে করা নয়। ওটাও কাঠি করার জন্যেই।
  • r | 125.18.17.16 | ২৯ জানুয়ারি ২০০৮ ২০:৪৩394974
  • এবং এটাও সত্যি কথা- কলকাতার দূষণ নিয়ে কারো কোনো চিন্তা নেই, কেউ সিরিয়াসলি কিছু করতে চায় না। কলকাতার ৭০% লোক ফুসফুসের রোগে ভোগে। কলকাতায় ফুসফুসে ক্যান্সাররোগীর সংখ্যা সব ভারতীয় শহরের থেকে বেশি, এক লক্ষতে ১৮.৪জন।

    http://news.bbc.co.uk/2/hi/south_asia/6614561.stm
  • - | 220.225.2.203 | ২৯ জানুয়ারি ২০০৮ ২০:৫৬394976
  • আদৌ বেশ করেনি। মামলা টা বারোয়ারী পুজোর বিরুদ্ধে করে নি কেন?
  • arjo | 168.26.215.54 | ২৯ জানুয়ারি ২০০৮ ২০:৫৬394975
  • গিল্ড এতো গাঁট কেন? অন্য কোথাও করলেই তো হয়। এই শেষ বাজারে মেলা ভেস্তে যাওয়ার পর তো সব গেল। লাভের জন্য করা তো লাভের গুড় পিঁপড়ে খেয়ে গেল। কত টাকার লোকসান হল সেই হিসেব কি কেউ জানে? অদ্ভুত বিজিনেস স্ট্র্যটেজি।
  • r | 125.18.17.16 | ২৯ জানুয়ারি ২০০৮ ২১:১২394977
  • ময়দানে বারোয়ারী পুজো হয় না বলে।
  • r | 125.18.17.16 | ২৯ জানুয়ারি ২০০৮ ২১:১৭394978
  • বিকাশবাবুরে টি ভি-তে দেখলাম বলছেন- যে সমস্ত স্কুল যানজটের জন্য আপত্তি করছেন, তাদের যদি বলা হয় আপনাদের ছুটির সময় যানজট হয়ে বলে আমাদের অসুবিধা হচ্ছে, জনস্বার্থ মামলা করব, তবে?

    অর্থাৎ, বইমেলার প্রয়োজন ও ইস্কুলের প্রয়োজন একই স্তরে চলে এল।

    এর মধ্যে সুভাষবাবু বলেছেন, গিল্ড অনুরোধ করলেও তিনি গিল্ডকে যুবভারতী ক্রীড়াঙ্গনে মেলা করতে দেবেন না। তবে মুখ্যমন্ত্রী অনুরোধ করলে আলাদা কথা।
  • r | 125.18.17.16 | ২৯ জানুয়ারি ২০০৮ ২১:২৯394979
  • বারোয়ারী পুজো আরও দুটো কারণে ছাড় পায়। এক, যাবতীয় অফিসকাছারি ইস্কুলকলেজ বন্ধ থাকায় অন্যান্য ভিড়ের চাপ ও দূষণের চাপ অনেক কম থাকে। দুই, বারোয়ারি পুজোর যে সময় হয় সেইসময়ে দূষণের মাত্রা জানুয়ারি-ফেব্রুয়ারি থেকে অনেক কম। শীতকালে কলকাতায় সব থেকে বেশি দূষণ হয়।

    হাইকোর্ট মেলা ছাড়া অন্য কোনো দূষণের ব্যাপারে আদেশ দেয় নি তাও ঠিক নয়। বহুবার কোর্ট আদেশ করেছে পনেরো বছরের বেশি পুরোনো কমার্শিয়াল ভেহিক্‌ল বাতিল করার জন্য, অটোতে সি এন জি/এল পি জি চালু করার জন্য। প্রশাসন কিছুই করে নি। একমাত্র দিওয়ালির শব্দদূষণের ক্ষেত্রে আংশিক কাজ হয়েছে।
  • d | 61.17.13.114 | ২৯ জানুয়ারি ২০০৮ ২২:১৭394980
  • প্রথম কথা বারোয়ারী পুজো ৫-৬ দিনের ব্যপার, ১৫ দিনের নয়। দ্বিতীয় কথা পুজোর সময় সমস্ত স্কুল কলেজ আর অধিকাংশ অফিস বন্ধ থাকে। কাজেই বারোয়ারী পুজোর সাথে বইমেলার তুলনা করাটাই হাস্যকর।

    ময়দানে মেলা বন্ধ করার কথা হয়েছে পরিবেশজনিত কারণে কাজেই গতবছর ওটা মেইন ইস্যু ছিল। ময়দান ওরকম ঘনবসতিপূর্ণ অঞ্চলে হলে সেখানকার বাসিন্দাদের অসুবিধে আগেই সামনে চলে আসত।

    এইবারে ঘনবসতিপূর্ণ এলাকায় হচ্ছে বলেই বাসিন্দাদের অসুবিধে সামনে এসেছে। ময়দানে হওয়ানোর চেষ্টা করলে আবারও পরিবেশ সামনে আসত।

    যেসব বারোয়ারী পুজো রাস্তা আটকে হয় সেগুলোর সবকটার বিরুদ্ধে মামলা হওয়া উচিত এবং বন্ধ হওয়া উচিৎ। শুধু তাই নয় গঙ্গায় ঠাকুর ভাসানও অবিলম্বে বন্ধ হওয়া উচিৎ। কিন্তু কে করবে মামলা? তাকে যে আবার তসলিমার মত রাজ্য থেকে ভাগানো হবে না তার কোন গ্যারান্টী আছে? যাঁরা এখন ধর্মনিরপেক্ষ উৎসবের খোঁজে বইমেলাকে আঁকড়ে ধরছেন তাঁরাই তখন লোকের ভাবাবেগের দোহাই পাড়বেন। আরও একটা বড় সমস্যা হল, আমাদের লিগ্যাল প্রসেসের অসম্ভব দীর্ঘসুত্রতা। যে কোন মামলার ফল পেতে বহু দেরী হয়। তবু যদি কেউ মামলা করে বা অন্য উপায়ে রাস্তা আটকে বারোয়ারী পুজা এবং গঙ্গায় ঠাকুর ভাসান বন্ধ করতে পারেন তো আমি তাঁকে/তাঁদের দুহাত
    তুলে সমর্থন করব।

  • Z | 117.194.192.130 | ২৯ জানুয়ারি ২০০৮ ২২:৪৫394982
  • যদি লোকের সল্টলেক স্টেডিয়ামে ফুটবল খেলা দেখতে যেতে পারে তো সে¾ট্রাল পার্কে বইমেলায় যেতে পারবে না কেন???
  • rabaahuta | 13.8.137.11 | ২৯ জানুয়ারি ২০০৮ ২২:৫৫394983
  • software কোং গুলো সল্ট লেক থেকে ময়দানে নিয়ে আসা উচিত, এতো দুর্গম জায়গায় অফিস করতে যাওয়া যায়?
  • Blank | 59.93.199.68 | ২৯ জানুয়ারি ২০০৮ ২৩:০৩394984
  • বই মেলা বন্ধ করে আবাপ খুব আনন্দ পেয়েছে। এখন এত টাই মাথা জ্বলে আছে যে আবপ র আপিসে আগুন ধরিয়ে দিতে পারি আমি।
  • Blank | 59.93.199.68 | ২৯ জানুয়ারি ২০০৮ ২৩:১০394985
  • ১) Z কে
    ফুটবল খেলা আর বই মেলা যাওয়া আলাদা। ফুটবলের বেশীর ভাগ দর্শক ই যায় বিশাল গ্রুপে, বড় গাড়ি ভাড়া করে (টেম্পো, ম্যাটাডোর ...)।
    ২) (এটা দম দি)
    মেলায় দূষন হয়, তাই মেলা বন্ধ করো, পুজোয় দূষন হয় তাই পুজো বন্ধ করো ...
    এই ধরনের সলিউশান দিয়ে যদি পরিবেশ দূষন আটকানো হয়, তবে কিছুদিনের মধ্যেই ব্যথা আছে। পরিবেশ দূষনের এই অদ্ভুত সলিউশান টা আবাপ গোষ্ঠীর তৈরি। দেখা যাক কবে ওরা খবরের কাগজ প্রিন্ট বন্ধ করে, কারন ঐ প্রিন্টিং এর কালি টা ভয়ঙ্কর খারাপ স্বাস্থ্যের পক্ষে।
    ৩) (এটা রঙ্গন দা কে)
    পাড়ার ইস্কুলের জন্য আমায় সকাল বিকেল যান জটের মুখে পরতে হয়। ইস্কুল দরকারী হোক, অদরকারি হোক আমার কিস্যু যায় আসে না। আমার অসুবিধে হয় যান জটে। আমি কেন জন স্বার্থ মামলা করতে পারবো না?
  • " | 61.2.2.201 | ২৯ জানুয়ারি ২০০৮ ২৩:১৩394986
  • কাল রায় ঘোষনার পরেই চ্যানেলে চ্যানেলে লাইভ বকবকানি শুরু হয়ে যায়, দুজনের বক্তব্য দারুন লাগল,,

    এক প্রাক্তন মেয়র বলে কিনা "দুষণ হবে , ট্র্যাফিক জ্যাম ইত্যাদি "

    আর সে ব্যাটা নিজেই একমাস ধরে একডালিয়া রোড আটকে পুজো করে,,
    মামলাবাজরা তখন কি করে কে জানে?

    আরেক মহাভারত বিশারদ নৃসিংহ (অবতার!) বল্লে "বাইপাসে হলেই ভাল ,কাছেই সেক্টর ফাইভ - ওরাই সমঝদার ক্রেতা , ময়দানে হলে ওদের খুব অসুবিধা"

    এরপর আর শো দেখার ধৃষ্টতা হয় নি,,একটাই আক্ষেপ সুনীল-নবনীতা-শরৎ এর মত মানুষরা জেনেশুনে এইসব নমুনার সঙ্গে লাইভ শো তে রাজি হয়
  • r | 59.162.191.115 | ২৯ জানুয়ারি ২০০৮ ২৩:১৯394987
  • ব্ল্যাঙ্কিকে:

    তোমার কিছু নাই যেতে আসতে পারে, কিন্তু কলকাতার মেয়রের যদি কিছু না এসে যায়, তবে বড় চিন্তার বিষয়!
  • r | 59.162.191.115 | ২৯ জানুয়ারি ২০০৮ ২৩:২৩394988
  • বাই দ্য ওয়ে ব্ল্যাঙ্কি, স্কুলের তৈরি যানজট নিয়ে প্রশাসনিক অর্ডারও হয়েছে। ব্যাঙ্গালোরেই অর্ডার দেওয়া হয়েছিল যে স্কুলের একটা নির্দিষ্ট সীমানার মধ্যে অভিভাবকেরা গাড়ি নিয়ে যেতে পারবেন না, শুধু স্কুল বাস ও পুল কার ঢুকতে পারবে। জানি না, এই নিয়ম এখনও চালু আছে কিনা। কাজেই তুমি জনস্বার্থ মামলা অবশ্যই করতে পার।

    কিন্তু তাই বলে একটা স্কুল বইমেলা নিয়ে আপত্তি তুলেছে বলে মেয়র সেই স্কুলকে হুমকি দেবেন, এটা..........
  • Ishan | 12.240.14.60 | ২৯ জানুয়ারি ২০০৮ ২৩:২৮394989
  • রাস্তা আটকে পুজো তো বন্ধ করা উচিত। ইমিডিয়েটলি। হাজারখানেক প্রতিমা গঙ্গার জলে ভাসানোর রিচুয়ালও তুলে দেওয়া উচিত।
  • Blank | 59.93.254.8 | ২৯ জানুয়ারি ২০০৮ ২৩:৩২394990
  • এরকম মামলা করলে কোর্ট ও একই রায় দেবে কি? আর এই বিভিন্ন গোষ্ঠী গুলো আমাকে সাপোর্টাবে কি?
  • d | 61.17.13.114 | ২৯ জানুয়ারি ২০০৮ ২৩:৩৫394991
  • ব্ল্যাঙ্ক,

    আবারো বাসিন্দাদের অসুবিধের কথা (যেটা এইবছর অত্যন্ত প্রাসঙ্গিক)এড়িয়ে যেতে দেখলাম। তা বেশ।
    মেলা বন্ধ করার কথা ঐ গিল্ড ছাড়া আর কেউ বলছে কি? সবাই বলছে অন্য জায়গায় করতে। বিভিন্ন অপশান দেওয়া হয়েছে। যেগুলোতে প্রথম থেকেই মানা করা হ্‌জয়েছে, সেইগুলোতেই মেলা করতে হবে --- এই জেদ বা দম্ভ আসে কোত্থেকে?

    রাস্তা আটকে পুজো অবশ্যই বন্ধ করা উচিৎ। সেখানে দূষণ ছাড়াও অন্যের অসুবিধে একটা মস্ত বড় কারণ। বন্ধ করতে বলিনি, ছোট করতে বলেছি। রাস্তা আটকাতে না বলেছি। গঙ্গায় ডোবান যদি ঠিক কাজ মনে হয় ---- তাহলে অলিভ রিডলে কচ্ছপের জন্য সই সংগ্রহ বা নদী রক্ষায় সই সংগ্রহের সত্যিই কোন মানে থাকে না।
  • Blank | 59.93.254.8 | ২৯ জানুয়ারি ২০০৮ ২৩:৩৬394994
  • রাস্তা আটকে পুজো কটা হয়? বেশীর ভাগ বড় পুজো ই তো দেখি নিজেদের মাঠে করে। রাস্তা আটকে পুজো-- এই কেসের সলিউশান জানি না।
    কিন্তু গঙ্গায় ভাসানের মত ফটোজেনিক জিনিস বন্ধ করার কোনো মানে হয় না। গঙ্গা ঠিক রাখার অন্য অনেক উপায় আছে।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন