এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • বইমেলা বন্ধ,,কি আনন্দ !

    rg
    বইপত্তর | ২৯ জানুয়ারি ২০০৮ | ১১২৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r | 59.162.191.115 | ২৯ জানুয়ারি ২০০৮ ২৩:৩৬394993
  • অবশ্যই উচিত।

    কিন্তু সবসময় "এটা তো করছ, কিন্তু ওটা করলে না কেন?" জাতীয় প্রশ্ন করা নিরর্থক।

    আমির খান যখন মেধা পটকারের ধর্নায় গেলেন বি জে পির নেতাদের মুখে এক রা- আমির কাশ্মীরি পন্ডিতের বিতাড়নের বিরুদ্ধে কিছু বলে নি কেন? এর একটা এক্সট্রিম ভার্শন ছিল গোধরা এবং গুজরাট নিয়ে- গুজরাট নিয়ে এত গলা ফাটাচ্ছ, গোধরা নিয়ে কিছু বল না কেন? নন্দীগ্রামের কেসেও সেই এক জিনিষ দেখেছি।

    দূষণের সহস্র উৎস, তার নয়শো নিরানব্বইটি বন্ধ হয় নি বলে যেটি বন্ধ হয়েছে সেটিকেও খুলে দিতে হবে?
  • d | 61.17.13.114 | ২৯ জানুয়ারি ২০০৮ ২৩:৩৮394995
  • আর হ্যাঁ। শুধু আবাপই বন্ধ করেছে? নাকি সি আই এ'র কালো হাতও আছে এর পেছনে? কি জানি! হয়ত সি আই এ'ই টাকা দিয়েছে আবাপ'কে ;-)
  • Blank | 59.93.254.8 | ২৯ জানুয়ারি ২০০৮ ২৩:৪৯394996
  • দেখো ঠাকুর বিসর্জন হবেই। গঙ্গায় আটকালে পাড়ার পুকুরে হবে। অথবা আইন করে পুজো আর বিসর্জন বন্ধ করতে হয়। সেটা অসম্ভব।
    গঙ্গায় বিসর্জনের জন্য পারমিট চালু করো, আর বিসর্জনের কিছু স্পেসিফিক জায়গা নির্দিষ্ট করো। লাখ টাকা পুজোর বাজেট যাদের তারা হাজার দশেকের পারমিট কিনতে পারবে। যা টাকা হবে, তাতে খুব ভালবাসে দ্বাদশীর দিন ড্রেজিং করা যাবে নদী। বরং ভালই হবে, বছরে একবার নদী খাত পরিষ্কার হবে।
    এছারা এমনিতেই ঐ ফেলে দেয়া খড়ের কাঠামো, আর সাজের জরি তুলে আনে কুমোর টুলির আশে পাশের বাচ্চারা। নদী পরিষ্কার করে ওগুলো তুললে ওদের ডাইরেক্ট কাজে লেগে যাবে।
    কিন্তু বিসর্জন বন্ধ করে দেয়াটা কোনো সলিউশান হতে পারে না। বরং আরো ক্ষতিকর। পাড়ার পুকুর গুলোকে পরিষ্কার করা অসম্ভব, যদি না তার মালিক পয়সা ফেলতে ইন্টারেস্টেড থাকে।
  • san | 220.226.16.140 | ২৯ জানুয়ারি ২০০৮ ২৩:৫০394997
  • আরে ব্ল্যাংক প্রায়োরিটি বলে কি কোন কনসেপ্ট নেই? ভাসান ফোটোজেনিক ,বইমেলা সাংস্কৃতিক উৎসব সব সত্যি। তা দেশের সৌন্দর্য রক্ষা টা আগে না স্বাস্থ্য? আগে জনতার জন্য মিনিমাম পরিষেবা টুকুর বন্দোবস্ত করে তারপর এইসব ঐতিহ্য নিয়ে বাকতাল্লা মারলে হোতো না?

    এই পুজোর ভিড়ের জন্য অ্যাম্বুলেন্সে আমার আসন্নপ্রসবা বন্ধু ঘন্টাভর ব্যথায় কাতরেছে। আমি এনি ডে বাঙালির ঐতিহ্য সৌন্দর্য্য ইত্যাদি রক্ষার বিনিময়ে তার নর্মাল ভাবে হাসপাতালে পৌঁছবার অধিকারকে বেছে নেবো। তুই?
  • san | 220.226.16.140 | ২৯ জানুয়ারি ২০০৮ ২৩:৫৭394998
  • আর হ্যাঁ আইন করে বিসর্জন বন্ধ করা অসম্ভব ধরে নিলি কেন? ধর্মের কোন রিচুয়াল প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কারুর ক্ষতি করলে তার বিরুদ্ধে আইন করা যাবে না ধর্ম এমন কি হাতিঘোড়া? অনেক রিচুয়াল ই তো আইন করে বন্ধ করা হয়েছে। নতুন কিছু তো না।লোকে ভোট ইত্যাদির জন্য করতে চাইবে না সেটা আলাদা কথা। চাইলে একটুও অসম্ভব না।
  • Blank | 59.93.254.8 | ২৯ জানুয়ারি ২০০৮ ২৩:৫৮394999
  • স্যান,
    কথাটা হচ্ছে চিন্তা ভাবনা। 'না রহেগি বাঁশ, না বাজেগি বাঁশরী' টা কোনো সলিউশান হতে পারে না, যেখানে অন্য অনেক ভাবে প্ল্যানিং করা যায় (কথার সেকেন্ড পার্ট টা বোল্ড অ্যান্ড আন্ডারলাইনড)।
    এই একটা অদ্ভুত কনসেপ্ট লোক কে খাওয়ানো হয়, যে পরিবেশের সমস্যা, তাহলে এটা বন্ধ করে দাও, ওটা বন্ধ করে দাও। জানি এই অদ্ভুত খাওয়ানোর পেছনে কি আছে?
  • Blank | 59.93.254.8 | ৩০ জানুয়ারি ২০০৮ ০০:০১395000
  • স্যান, আইন করে পুজো আর বিসর্জন বন্ধ করাটা ঠিক বাস্তব মুখী চিন্তা হলো না।
  • d | 61.17.13.114 | ৩০ জানুয়ারি ২০০৮ ০০:০২395002
  • আমার মতে বিসর্জন বন্ধ করে রিউজেবল ঠাকুর করা উচিৎ। যারা এতদিনেও ধোঁয়াছাড়া বাস আর অটোকে শায়েস্তা করতে পারল না , তারা ঐসব অত অত কাজ করবে -- বিশ্বাস করি না। বরং বন্ধ করে রিউজেবল ঠাকুর চালু করাটা অনেক সোজা -- ইমপ্লিমেন্ট করার পক্ষে।
    আর কলকাতা বাদেও তো রাজ্যে আরো জায়গাটায়গা আছে। সেসব জায়গায় দিব্বি রাস্তা আটকে গাদাগাদা পুজো হয়। কেউ আপত্তি করলে তাকে বরং অনেক বেশী চাঁদা দিতে বাধ্য করা হয়।
  • Abhyu | 128.192.7.51 | ৩০ জানুয়ারি ২০০৮ ০০:০২395001
  • ব্ল্যানকি তুই এ কথাটা কেনো বুঝছিস না যে কেউ বইমেলা বন্ধ করতে বলে নি। লোকের ভাবাবেগকে সুড়সুড়ি দিতে গিল্ড এই কথাটা বলছে।
  • Blank | 59.93.254.8 | ৩০ জানুয়ারি ২০০৮ ০০:১৪395004
  • অভ্যু দা
    আমি এটা জানি যে গিল্ড এখনো চাইলে বইমেলা করতে পারে, মাস খানেক পরে হবে বড়জোর। কিন্তু যে ভাবে বইমেলা বন্ধ করা হলো, সেটা পাতি বাঁশ দেয়া টাইপ। এইটা নিয়েই আমার বক্তব্য। আর এই বন্ধ হওয়া টা তে আমি affected। আমার বহুত বাজে লাগছে যে এবারে বই মেলা যাওয়া হবে না।
    আর পরিবেশ দুষনের নামে যেটা লোকে বেশী খাচ্ছে, সেটাই আমি বোঝাতে চাইছি। ঠিক ঠাক প্ল্যানিং করলে আরামসে ময়দানেই বই মেলা করা যায়, পরিবেশ দূষন বাঁচিয়ে। অনেক রকম ভাবে প্ল্যান করা যায় এগুলোতে।
  • ulpusen | 59.93.199.66 | ৩০ জানুয়ারি ২০০৮ ০০:১৬395005
  • এতো সেই বাচ্ছাকে গাম লায় স্নান করিয়ে বাচ্ছা সমেত গাম লার নোংরা জল ফেলে দেওয়ার মত হল! পরিবেশ দুষণ যাতে কম হয়,নাগরিক দের চলাফেরার স্বাচ্ছন্দ যাতে বজায় থাকে, এ বিষয়্‌গুলো তো মনে রাখতেই হবে। কিন্তু এটা মানতে গিয়ে বইমেলা একেবারেই বন্ধ হওয়ার উপক্রম! এতে কার লাভ হল?
  • Blank | 59.93.254.8 | ৩০ জানুয়ারি ২০০৮ ০০:১৯395006
  • দম দি,
    রি-ইউজেবল ঠাকুর চালু করার চেয়েও মনে হয় পয়সা নিয়ে গঙ্গায় ভাসান করতে দেয়া অনেক সহজ। ইমপ্লেমেন্ট করার দিক থেকে।
    ১) তুমি ঠাকুর বানাবে কি দিয়ে? মাটির ঠাকুর এক বছরই থাকবে না ভাল ভাবে, বড় ঠাকুর গুলো তো নয়ই। খুব সামান্য জিনিস দিয়ে বানানো সব। ফাইবার গ্লাস বা ঐ সব দিয়ে বানাতে গেলে প্রচুর খরচ পরবে। ছোট করে বানালেও খরচ পরবে প্রচুর।
    ২) কুমোরটুলির হাল ঢিলে হয়ে যাবে। ওদের ম্যাক্সিমাম প্রফিট আসে এই সময়। শুধু ঠাকুর নয়, তার সাজ, ঠাকুর বওয়ার লোক, মাটি খড় সাপ্লাই। একটা বিশাল ব্যপার। তার কি হবে?
    ৩) গঙ্গা বছরে দু-তিনবার ড্রেজিং করানো উচিৎ। কিন্তু একবার ও হয় না। এই ভাবে কিছু পয়সা তুলে ড্রেজিং করালে কি ক্ষতি?
  • r | 59.162.191.115 | ৩০ জানুয়ারি ২০০৮ ০০:২১395007
  • গঙ্গায় ভাসান দূষণের প্রতিকারের মেথড নিয়ে আমি হয়তো ব্ল্যাঙ্কির সাথে একমতই হব। কিন্তু অন্তত: এটা তো স্বীকার করা হচ্ছে যে, ভাসান হলে গঙ্গায় দূষণ হয় এবং তার প্রতিকার হওয়া দরকার। এটাও কেউ জিজ্ঞাসা করছে না যে ভাসান বন্ধ কারার আগে ঐ সব কলকারখানাগুলোকে চেপে ধর না কেন বাপু?

    তবে এইটা মানতে কিসের আপত্তি যে সব মেলাতেই দূষণ হয় এবং বইমেলা বৃহত্তম বলে বইমেলাতে সবথেকে বেশি দূষণ হয়? এটা মানতে আপত্তি কেন যে শহররে কেন্দ্রে দূষণবৃদ্ধির যে কুপ্রভাব তা শহরের সীমানার দূষণের থেকে অনেক বেশি ক্ষতিকর? বাইপাসের ধারে বইমেলা সরিয়ে নিয়ে যাওয়ার মানে নিশ্চয় এই নয় যে এখন আর গাড়ি অটো লরি থেকে নির্গত ধুঁয়ো ধুলোর বিরুদ্ধে লড়াই করার আর দরকার নেই।
  • Blank | 59.93.254.8 | ৩০ জানুয়ারি ২০০৮ ০০:২৪395008
  • রঙ্গন দা
    তোমার লেখা একটা পয়েন্টেও আমার আপত্তি নেই। এই মামলাটা দিন পনের আগে হলে, আর রায় টা দিন দশেক আগে বেড়োলেও আমার আপত্তি থাকতো না। এইটাই আমার স্ট্যান্ড।
    এই তিন দিন আগে মামলা করা টা পুরো পুরি উদ্দেশ্য প্রনোদিত ছারা কিচ্ছু মনে হচ্ছে না।
  • r | 59.162.191.115 | ৩০ জানুয়ারি ২০০৮ ০০:৩২395009
  • গিল্ড গত বছরের অভিজ্ঞতা থেকে কোনো শিক্ষা নিতে পারে নি? ময়দানে যদি বইমেলা বাতিল হতে পারে, তাহলে একই গ্রাউন্ডে পার্ক সার্কাস ময়দানে মেলা বাতিল হতে পারে, গিল্ড জানত না? গিল্ড জানত না, পার্ক সার্কাস ময়দানে পরিবেশ ছাড়া আরও অনেকগুলো নাগরিক স্বাচ্ছন্দ্যের ইস্যু নিয়ে প্রশ্ন উঠতে পারে? যখন সেই প্রশ্নগুলো উঠছিল, যখন ডন বস্কোর সামনে সই সংগ্রহ চলছিল, তখন গিল্ড কোনো ব্যাক আপ প্ল্যান করতে পারে নি? গিল্ড কি ভেবেছিল পুরসভার মত হাইকোর্টও ওঁদের জমিদারী? যেখানে চাইব সেখানে মেলা করাটাই কি গিল্ডের উদ্দেশ্য নাকি মেলা করাটা গিল্ডের উদ্দেশ্য? প্রথমটাই হবে, নইলে গিল্ডের নেতা কেন বলেন- "গিল্ডের একটা মর্যাদা আছে। যেখানে মেলা করতে বলবে, সেখানেই যেতে হবে নাকি!"?

    প্রোজেক্ট প্ল্যানে যখন ঠিকঠাক রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান থাকে না, বিজিনেস কন্টিন্যুইটি প্ল্যান থাকে না, তখন দোষটা কার? প্রোজেক্ট ম্যানেজারের, নাকি প্রতিযোগী কোম্পানির?
  • Du | 67.111.229.98 | ৩০ জানুয়ারি ২০০৮ ০০:৩৩395010
  • এখানে দূষণ নেই সত্যিই। এখানে কোন পশু, একটা কুকুর হলেও পথে ঘুরে বেড়ায় না। ছুটি হলে বাচ্চারা দুদ্দাড় করে বেরোয় না ছুটে। সমস্ত বাড়িগুলোর মধ্যে একটা সাজুয্য আছে। কোনও কিছু নয় খাপছাড়া ।

    হৈ হৈ হট্টগোলে দূরে জেগে থাকে একটা নোংরা দেশ।

  • a | 220.226.51.70 | ৩০ জানুয়ারি ২০০৮ ০০:৪৬395011
  • ডবল কোট,

    হাসালেন মাইরি!! সুনীলকেই ওখানে সবচেয়ে সার্কাস মনে হয়েছে আমার।

    সারাদিনে ওনার কথাগুলো শুনুন:

    ১। এটা অবিচার। এটা বলার জন্যে মানহানির মামলা করলেও কিছু যায় আসে না(মানে উনি জানেন এটা অপরাধ)

    ২। ময়্‌দানকে মুক্ত করতে হবে সেনা বাহিনীর হাত থেকে। অত বড় জায়্‌গা সেনা বাহিনীর হাতে থাকার মানে নেই, কারণ ঐসব পুরনো অস্ত্র দিয়ে আজকাল কেউ যুদ্ধ করে না (এটা সৌমিত্রবাবুও আজ বলেছেন)

    ৩। শিল্পী, সাহিত্যিক দের নিয়ে হাইকোর্ট অবরোধ করতে হবে।

    আমি এটা বুঝতে পারি না যে এই সুনীল ফুনীলের মত আতাকে কেন এইসব সিরিয়াস আলোচনায় ডাকে!!! ঐদ্ধত্য আর বাগাড়ম্বর ছাড়া আর কিছু ওর দেবার আছে বলে মনে করি না।

    (তবে স্টারানন্দের আলোচনাটাও উদ্দেশ্য প্রোণোদিত, সন্দেহাতীতভাবে)

  • Paramita | 63.82.71.141 | ৩০ জানুয়ারি ২০০৮ ০০:৫৪395012
  • "গিল্ডের একটা মর্যাদা আছে..সেখানেই যাবো নাকি" - আবাপতে এইটা পড়ে মনে হচ্ছে পুরো গিল্ডের ইগোর খেলা। কিন্তু এটাও সত্যি, লাস্ট মোমেন্টে হাইকোর্টের অর্ডার কেন? কদিন আগে মামলা করলে অনেক গল্লাটা হত সত্যি কিন্তু প্ল্যান করে অন্য জায়গায় যাওয়ার তো সময় থাকতো। এতো অপচয়ও হোতো না।
  • a | 220.226.51.70 | ৩০ জানুয়ারি ২০০৮ ০০:৫৯395013
  • ব্ল্যাংকি,

    গিল্ড এটা খুব ভালো করে জানতো যে ওরা বেআইনিভাবে অনুমতি নিয়ে বইমেলা করছে। প্রথম থেকে জানতো।
    (জান্তো না বলাই যাবে না, মেয়র নিজে advisory board এ আছে, মেয়র পারিষদ extended exe-com এ আছে, ওদের নিজেদের আইনজীবি আছে)।

    সুতরাং atleast they should have known যে ওরা খাদের ধারে দারিয়ে আছে। তাছাড়াও, এটা খুব prominent যে একটা হাইপ তৈরী হচ্ছিল বইমেলার বিরুদ্ধে। এটা অনিবার্যই ছিল। ঐ, বালিতে মুখ গুজে থাকলে তো চলে না, political ন্যাজ ধরে ঝুলে পড়লেও চলে না। দায়িত্ব ব্যপারটা নিতে হয়। এর ওর ঘাড়ে বন্দুক রেখে ক্যাওড়ামি হয়, বইমেলা organize করা যায় না।

    মোদ্দা কথা, ধর্ম নিরপেক্ষ এবং রাজ্‌নীতি নিরপেক্ষ একটা কাজ কে সংকীর্ণতম রাজনীতি তথা গোষ্ঠী দ্বন্দ পুরো ডুবিয়ে দিল।
  • Paramita | 63.82.71.141 | ৩০ জানুয়ারি ২০০৮ ০১:০৬395015
  • আচ্ছা গিল্ডের কোন প্ল্যান বি নেই? ওরা কি করে ধরে নিল যে পার্ক সার্কাসের মধ্যিখানে বইমেলা করবে আর লোকে চাঁদমুখপানা করে মেনে নেবে? আমি পার্ক সার্কাস থেকে বেশ অনেকটা দূরে থাকি কিন্তু আমারই তো মামলা ঠুকে দিতে ইচ্ছে করছে।
  • RATssss | 63.192.82.30 | ৩০ জানুয়ারি ২০০৮ ০১:৪৫395016
  • প্ল্যান বি --হা: হা: হা:-- গোঁয়ার্তুমির এই পর্যায়ে প্ল্যান বি-এর কথা কেউ মনে রাখে না। অবশ্য কলকাতা তথা পশ্চিমবঙ্গের কোনরকম কাজেই কেউ প্ল্যান-বি শুনেছে কি না বোঝা যায় না। "যা চেয়েছি তাই পেয়েছি' - সমস্ত ক্ষমতা ভোগী লোকেদের মনের মধ্যে গেঁথে গেছে, প্ল্যান-বি তৈরি রাখার কথা কেউ ভাবেই না। কাঠি যে দেবে তাকে শুদ্ধু কাঠিতে গেঁথে ফেলব - এই ভাবটাই সব শেষ করে দিয়েছে। সাধের বইমেলা বন্ধ হওয়াতে তাই আমজনতা কষ্ট পাচ্ছে, গিল্ড তথা বইপ্রেমী তকমাধারীদের তাতে কোন হেলদোল নেই - মুখ দেখানো VIP ট্রিটমেন্ট পাওয়া যাচ্ছে - বইমেলা হোক বা না হোক তাতে কি আসে যায়!

  • RATssss | 63.192.82.30 | ৩০ জানুয়ারি ২০০৮ ০১:৫০395017
  • আবাপের সঙ্গে বইমেলার শত্রুতাটা বোঝা গেল না!
    আনন্দের সামনে তো সবচেয়ে বড় লাইন-ই থাকে।
  • dri | 129.46.154.111 | ৩০ জানুয়ারি ২০০৮ ০২:০৪395018
  • এই ব্যাপারটা সত্যি আমি কিছুতেই বুঝতে পারছি না। এরকম হতে পারে। বইমেলায় যদিও আনন্দের সামনেই বেশী ভীড় থাকে, বইমেলা না হলে ক্ষতি তাদের সবচেয়ে কম। ছোট পাবলিশারদের ক্ষতি বেশী। তাই কম্পিটিশান মারতে এই স্ট্র্যাটেজি।

    এত বড় একটা ব্যাপার ঘটিয়ে দেওয়া হল, অথচ ক্ষমতাবান কোন গ্রুপের কোন লাভ হল না (শুধু সাবল্টার্ন পার্কসার্কাসবাসীরা কথা বলতে পারল), এটা জাস্ট বিশ্বাস হচ্ছে না।
  • nyara | 67.88.241.3 | ৩০ জানুয়ারি ২০০৮ ০২:৩৪395019
  • আনন্দ পাবলিশার্স, যারা বই ছাপায় আর বইমেলায় স্টল দেয়, সেটা চালান বাদল (দ্বিজেন্দ্রনাথ) বসু। বলা যেতে পারে মোটামুটি একাই চালান। টাকাকড়ি অর্থাৎ অ্যাকাউন্টিং-এর দিক থেকে আনন্দবাজার গোষ্ঠির সঙ্গে কি সম্পর্ক ঠিক জানিনা। আনন্দবাজারের গোষ্ঠিপতি ও দৈনিক কাগজের সম্পাদক অভীক সরকার। দৈনিক কাগজের সম্পাদকীয় নীতির ওপর বাদলবাবুর কোনরকম হাত না থাকাই স্বাভাবিক। কাজেই দৈনিক কাগজের পজিশন আর আনন্দ পাবলিশার্সের পজিশন এক্ষেত্রে আলাদা হওয়া কিছু বিচিত্র নয়।

    এসবই, IMHO
  • cephren | 128.252.20.65 | ৩০ জানুয়ারি ২০০৮ ০৩:২১395020
  • সবচেয়ে মার খেলো ছোটো ছোতো প্রকাশক রা, যাদের কাছে এই বইমেলাই একমাত্র উপায় পাঠকের কাছে পৌঁছনোর।
    আনন্দ ইত্যাদি বঋহ পাব্লিশর্স দের বিশেষ যায়-আসে না।

    মাঝে মাঝে সত্যি বুঝি না আমর কি চাই।
  • cephren | 128.252.20.65 | ৩০ জানুয়ারি ২০০৮ ০৩:২২395021
  • আমরা কি চাই :))।।ডানদিকে বাংলা আরছে না
  • omnath | 61.14.13.7 | ৩০ জানুয়ারি ২০০৮ ১০:১১395022
  • আর এই স্থায়ী মেলা প্রাঙ্গণ বানাবার নাম করে একটা গোদা জায়গা নিয়ে যে এরা গত কয়েক বছর ধরে ধুনচুন করছে তার জন্য প্রাপ্য গণক্যাল থেকে এদের বঞ্চিত করা কি ঠিক হচ্ছে?

    হে বঙ্গজনতা, এসো ক্যালাই, কিছু করে দেখাই।
  • rg | 203.196.253.193 | ৩০ জানুয়ারি ২০০৮ ১০:২৭395023
  • একটা ব্যাপার আবার চোখে পড়ছে,
    তথাকথিত সুশীল থুড়ি নাগরিক থুড়ি বিদ্বজন থুড়ি স্বজন সভ্য-সমর্থকরা এই বিষয়ে হয় চুপচাপ আছে নয়তো রাতারাতি পরিবেশবাদী হয়ে গেছে,,,

    সমাজের মুখপত্র আবাপ বলে দিয়েছে যে!
  • Arpan | 202.91.140.4 | ৩০ জানুয়ারি ২০০৮ ১০:৩৮395024
  • তাহলে কী দাঁড়াল,,, সিআইএ আছে কি নেই? আমেরিকা অবশ্য আবার এবার থিম কাϾট্র ছিল,,, তো সিআইএ কি করে আসে? না:,,, হিসেবটা তো মিলছে না।
  • m | 12.240.14.60 | ৩০ জানুয়ারি ২০০৮ ১১:২৩395026
  • অপ্পন,
    সিআইএ নেই কি করে জানলে???আমেরিকান লেখক জানিয়েছেন যে এই বইমেলা ভেস্তে যাবার প্রভাব ভারত-মার্কিন সম্পর্কের উপর পড়বে না-ভাবতে পারছো এই বইমেলা না করতে দেবার ফল কি সুদূর প্রসারী হতে পারে!!!!!!!!!!!!!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন