এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বি ই কলেজ ও বাওয়ালি

    Blank
    অন্যান্য | ৩১ মার্চ ২০০৮ | ১২০১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | 203.99.212.224 | ৩১ মার্চ ২০০৮ ১৫:৫৩397295
  • বি ই কলেজ মানেই বাওয়ালি, প্রতি বছর বেশ কয়েকবার কলেজ বন্ধ, পরীক্ষ পেছোনো। সেই যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে মনে হয় এই সব শুনে আসছি। আর নিজের বন্ধু বান্ধব থেকে শুরু করে জুনিয়ারদের মধ্যেও দেখেছি, বি ই কলেজের স্টুডেন্ট হিসেবে এই সব বাওয়ালি করে তারা বেশ গর্বিত।
    এবারে পুরনো ছাত্র র সব দিক দু তিন পয়সা করে। আমি শুনি, আর পোশ্নো করি
  • d | 192.85.47.11 | ৩১ মার্চ ২০০৮ ১৫:৫৬397406
  • যারা বাওয়ালি করে তারা তো গর্ব্বিতই হয়। ব্ল্যাংক তুই নিজের পোস্টগুলো একবার দেখে আয় "হোস্টেল দুর্ণীতির বীজতলা' থ্রেডে।
    আমার মতে এগুলোর শাস্তি প্রথম থেকেই হওয়া উচিৎ সব কলেজ-হোস্টেলেই।
  • Arijit | 128.240.229.3 | ৩১ মার্চ ২০০৮ ১৬:০২397466
  • জল বাওয়ালি ইত্যাদি নিয়ে অসুবিধা নাই - নেহাত মজা। র‌্যাগিং নিয়ে আপত্তি ছিলো, আছে, থাকবে। তবে এই বাওয়ালিগুলোকে সমর্থন করা, বা গর্বিত হওয়ার কোনো প্রশ্নই নেই। ইনফ্যাক্ট বুলবুলভাজায় যে ঘটনাটার কথা লিখে এলাম - পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন - আজ হলে সেটা করতাম না, এবং হাইন্ডসাইটে সেটাকে এখন ভুল বলেই মনে করি। তখন ছাত্রাবস্থায় রক্ত গরম ছিলো এবং নিজেকে হয়তো "লীডার' বা "হনু' ভাবতে ভালোই লাগতো - তাই ওটা করেছিলুম। বড়রা (মানে ওই রাজ্যস্তর-টর আর কি) আমাকে বকেছিলো ওইজন্যে।

    আমি হোস্টেল আলাদা করা নিয়ে ওই ভুখ হরতালকেও ভুল মনে করি - কারণ ওটাও সেন্টু খাইয়ে আন্দোলন ছিলো। আসল সমস্যাগুলোকে কেউ, আই রীপিট কেউ, তোলেনি - ইশান যাই লিখুক তাই নিয়ে। কিন্তু ওইসময়, ওইখানে দাঁড়িয়ে, ছাত্র সেন্টিমেন্টকে পুরোপুরি অগ্রাহ্য করা মুশকিল, এবং মনে হয় ঠিকও নয়। মামুর লেখার এইটুকুই তুলে নিতে পারি - যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপই (যে কোনো কলেজেই) ছাত্র সেন্টিমেন্টকে পুরো অগ্রাহ্য করে নিলে মুশকিল বাড়ে বই কমে না।
  • Blank | 203.99.212.224 | ৩১ মার্চ ২০০৮ ১৬:১১397477
  • বাওয়ালি করা এক জিনিস, আর কেউ বাওয়ালি বন্ধ করতে চাইলে তাকে সাপোর্ট করা বা না করা অন্য জিনিস। বাওয়ালি করার সময়েও জানতাম যে এটা বাওয়ালি।
    আর কলেজেও ঠিক ততটাই বাওয়ালি করতে পেরেছি যতটা কলেজ অ্যালাউ করেছে। তার বেশী করতে পারিনি (ইচ্ছে থাকলেও)।
    বি ই কলেজে ঠিক এই সিচুয়েশান টাই নেই, কর্তৃপক্ষ চাক বা না চাক বাওয়ালি আর মারামারি চলছে , চলবে হয়ে গেছে। কেন ক®¾ট্রাল নেই?
  • Arijit | 128.240.229.3 | ৩১ মার্চ ২০০৮ ১৬:১৬397488
  • এবং প্রতিবারই ঠিক পরীক্ষার সময় বা তার ঠিক আগে গণ্ডগোলটা ইশান বা অন্য অনেকের চোখে না পড়লেও আমার চোখে অদ্ভুত ঠেকে। বছর বছর একই কোয়েনসিডেন্স...না:।

    আমি এখন চোখে ঠুলি পড়ি না।
  • a | 220.225.7.11 | ৩১ মার্চ ২০০৮ ১৭:১৩397499
  • আমি বোধহয় সবচেয়ে নতুন পুরোনো স্টুডেন্ট এখানে।

    আমার মত বলবো?

    বেসুর আদত সমস্যা হল কলেজে পড়শুনো হয় না। টিচাররা নিজেদের রাজনীতি নিয়ে বিজি। কে সিপিয়েম আর কে নকশাল তাই নিয়ে খুব স্পষ্ট ভাগ আছে। তবে,সে তাদের নিজেদের ব্যাপার। পড়শুনোটা নিয়ে কেউ ভাবিত নয়, খুব হাতে গোণা কয়েকজন টিচার বাদে।

    কলেজে কোনো গঠনমূলক কাজ/ক্লাব/সোসাইটি নেই যার মধ্যে দিয়ে ছাত্রদের বিকাশ ঘটবে। ফল? মারামারি মদ ম্যাগ্‌স আর দলাদলিটাই recreation এর পথ।

    আমি মনে করি,ছাত্র একটা কলেজের একমাত্র most important point of interest। বাকিরা সবাই আদতে support stuff। বেসুতে ছাত্র স্বার্থ সবচেয়ে অবহেলিত।

    (ছাত্র ইউনিয়নের অবদান? পরের পার্টে)
  • Blank | 203.99.212.224 | ৩১ মার্চ ২০০৮ ১৭:১৭397510
  • যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রেই জিনিসটা প্রযোজ্য। কেউ যদি বলে যে সে কলেজে চার বছর পড়াশুনো করেছে, তাহলে সে হয় আইনস্টাইন না হয় মোল্লা নাসিরুদ্দিন।
    কিন্তু বাকি কলেজগুলোর হাল এমন নয় কেন?
  • a | 220.225.7.11 | ৩১ মার্চ ২০০৮ ১৮:০৩397521
  • উহু, যদুপুরে caseটা এরকম নয় বলেই জানি। (ওখনকার লোকে আরো ভালো বলতে পারবে)।

    পড়াশুনা করার কথা না, কথাটা সেই environment টা থাকা। এবং টিচারদের মানসিকতা। IIT তে সেই মানসিকতার কথা শুনেছি, ISI তে শুনেছি। যদুপুরে অনেকটাই শুনেছি। বেসুতে, যাস্ট দেখিনি।

    উদা চাও? কোটি কোটি দিতে পারি। জেমন আমাদের একজন জালি ছিল, টিভিতে রামক্রিষন দেখবে বলে ক্লাস কাটিয়ে দিয়ে পাশের ঘরে বসে স্টুডেন্টদের নিয়ে মজলিশ বসাত। আর পরীক্ষার আগে (মনে ১-২ দিন আগে) রাত ৯টা অবধি নোট দিত!!!

    এদের কি বলবে?
  • Arijit | 128.240.229.3 | ৩১ মার্চ ২০০৮ ১৮:১৬397532
  • টিচারদের আপসি রাজনীতি যদুপুরেও আছে, এবং সেটা নিয়ে কম নোংরামি হয় না। এবং কতকটা একই গোলমাল সেখানেও লেগে থাকে। প্রতি বছর একবার না একবার ইসি ঘেরাও, এবং সেখান থেকে গোলমাল হয় না?

    টিপিক্যাল মিডিয়া এবং শিবিল সোসাইটি পুরোটা "রাজনীতি'-র ঘাড়ে চাপিয়ে দেন। তফাতটা রাজনৈতিক চিন্তাভাবনা, রাজনৈতিক পরিবেশ এবং রাজনীতির ব্যবহারের মধ্যে করা উচিত। জেএনইউ-তেও রাজনীতি হয়, প্রভুত পরিমাণে, কিন্তু গোলমালের কথা তো শুনি না? কেন যাদবপুর/শিবপুরেই?
  • Blank | 203.99.212.224 | ৩১ মার্চ ২০০৮ ১৮:৪৮397296
  • যাদবপুরে ৬ মাস কতন কেলাশ করেছি। টীচারদের আলাদা কিচ্ছু মনে হয় নি।
  • Blank | 203.99.212.224 | ৩১ মার্চ ২০০৮ ১৮:৫১397307
  • সমাজবিরোধী মুলক কাজকম্ম কাকে বলে? সেরকম ঘটনা ঘটলে পুলিশ বা র‌্যাফ নামানো উচিৎ কি?
    যদি উচিৎ হয় এবং স্টুডেন্ট রা যদি (যদি) সেই রকম কাজ কম্মই করে , তবে পুলিশ বা র‌্যাফ নামাতে কি অসুবিধে?
    আমি যদি বি ই কলেজের টীচার হই, আর একদল ছাত্র যদি আমার বাড়ির সামনে হুজ্জোতি করে তবে জীবন ও সম্পত্তি রক্ষার জন্য আমি পুলিশে ফোন করতে পারি কি?
    সেক্ষেত্রে পুলিশ এসে যদি ছাত্র ঠ্যাঙায় তবে কার দোষ, আমার, নাকি পুলিশের নাকি স্টুডেন্টদের?

  • a | 220.225.7.11 | ৩১ মার্চ ২০০৮ ১৮:৫৩397318
  • বল্লুম তো.... বেসুতে ছাত্রদের মনসিক বিকাশের কোনো স্বাভাবিক পথ নেই। JNU,JU তে আছে। তাই...

    টিচারদের রাজ্‌নীতি তখনি প্রতিবাদযোগ্য যখন সেটা ছাত্র-স্বার্থের পরিপন্থী।
  • a | 220.225.7.11 | ৩১ মার্চ ২০০৮ ১৮:৫৬397329
  • ব্ল্যাংকির উত্তর (আমার জানামতে) না, পারো না পুলুশে ফোন করতে।

    university র চত্বরে, কোন পুলিশ নামানো তখনি যায় যখন college admin categorically request করে।


  • Blank | 203.99.212.224 | ৩১ মার্চ ২০০৮ ১৯:০০397340
  • মানে আমার জীবন ও সম্পত্তি রক্ষার জন্য আমি পুলিশে ফোন করতে পারবো না? আমার কোনো নিরাপত্তা নেই?
  • Arijit | 128.240.229.3 | ৩১ মার্চ ২০০৮ ১৯:১১397351
  • না না - কোনো ছাত্র নিশ্চয় পুলিশে FIR করতে পারে - ডক্টর রয় করেছিলো তো।

    তবে কলেজে মাস স্কেলে পুলিশ নামাতে গেলে গেলে অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার আসে। এবং সম্ভবত: পুলিশকে কলেজে ঢুকতে গেলেও এই পারমিশনটা নিতে হয়। তবে সিওর নই। প্রথম কেসটা সিওর।
  • arjo | 168.26.215.54 | ৩১ মার্চ ২০০৮ ১৯:১৫397362
  • অবশ্যই হয়। কলেজের হর্তাকর্তাদের পুলিশ ডাকতে হয় তাহলেই তারা কলেজে ঢুকতে পারে নইলে নয়। সেটার সাথে নিজের সম্পত্তি রক্ষা অমুক তমুক কোনো তুলনা হয় না।
  • Arijit | 128.240.229.3 | ৩১ মার্চ ২০০৮ ১৯:২০397373
  • অয়নকে - এই মানসিক বিকাশের পথ আগেই বা কতটা ছিলো? আমি আমাদের সময় বা তারও আগের কথা বলছি। সেই তো রিইউনিয়ন+বেকা - পরে রেবেকা, বা এসএফআই বা সিপি প্রেজেন্টস ইত্যাদি - আর তো কিছুই ছিলো না। কই - এমন গণ্ডগোল তো হত না। আমার কাছে এটাই মহা আশ্চর্যের লাগে - যে পোস্ট ৯৫ কি এমন হল (হোস্টেল আলাদা ছাড়া) যে এই মাসিক বাওয়ালির স্টেজ এসে গেছে?
  • a | 220.225.7.11 | ৩১ মার্চ ২০০৮ ১৯:৪২397384
  • অজ্জিতদা, সময় অনেক বদলেছে। তুমি চাও বা না চাও, ৯৫ এর সমাজ আর ২০০৫ এর সমাজের বদলকে শুধু ১০ বছরে মাপা যায় না। সারা ভারতেও না,কলকাতাতেও না।

    তাছাড়া, historically ৯১-৯২ (সঠিক মনে নেই) থেকে ১৯৯৯ অবধি একছত্র CP ছিল। ১৯৯৯ তে প্রায় ৬-৭ বছর পরে SFI বেশ কিছু সিট জেতে ও গন্ডগোল শুরু হয়। এখন সেটা একটা সীমানা ছাড়ানো দিকে চলে গেছে।

    শুধু তাই নয়, এই টাইম ফ্রেমে, SFI DC বেসুতে নিজেদের পথ আবার খুজে নিয়েছে।

    এছড়াও, বেসুটা তে নকশাল্পন্থী গোষ্ঠী ক্ষমতায় এসেছে, লোক বেড়েছে আর মাথায় দুটি অকরমণ্য VC বসেছেন

    আরো নানা কারণ আছে।
  • arjo | 168.26.215.54 | ৩১ মার্চ ২০০৮ ১৯:৪৯397407
  • অয়ন সমস্যাটা বোঝা গেল না। এস এফ আই কিছুটা ক্ষমতায় এসেছে সেটা সমস্যা না, সিপি ক্ষমতা থেকে সরে গেছে সেটা সমস্যা না ভিসি অকর্মণ্য সেটা সমস্যা না নকশালপন্থী গোষ্ঠী ক্ষমতায় এসেছে সেটা সমস্যা? নাকি সব মিলিয়ে সমস্যা নাকি আপনিও আমাদের মতন কনফিউসড?
  • Arijit | 128.240.229.3 | ৩১ মার্চ ২০০৮ ১৯:৪৯397395
  • ছবিটা যদি এতই বদলে গিয়ে থাকে আমি মাইরি কলকাতা গিয়ে এক্কেরে আউট অব প্লেস হয়ে যাবো:-(

    যাউকগা - ভিসি নিয়ে বলার ছিলো - স্পর্শমণি ভদ্রলোক ঝুল ছিলেন সেটা দেখেইছি। অ্যাটলিস্ট অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে। ওঁর পরিচিত লোকজন অবশ্য অন্য কথা বলে - যে লোক হিসেবে উনি খুবই ভালো। কিন্তু সেটা বেসুতে কাজে আসেনি। কিন্তু নিখিলরঞ্জন সম্পর্কে দুরকম কথা শুনি - উমাদি - আমাদের ডিপের প্রোফেসর - কিছুকাল আগে এখানে এসেছিলেন - আমার সাথে কথা হয়েছিলো - উনি কতকটা মামুর মতনই কথা বল্লেন ভদ্রলোকের সম্পর্কে। অথচ, আমি অন্যান্য জায়গা থেকে ভদ্রলোকের প্রশংসাই শুনেছি। এবং যাদের কাছে শুনেছি তারা উমাদির থেকে বেশি বিশ্বাসযোগ্য।
  • Souvik | 216.183.136.2 | ৩১ মার্চ ২০০৮ ১৯:৫১397418
  • Ami dirghodin dhorei guru porchhi.. tobe kokhono kichhu likhe otha hoini.. bangla te likhte onek samay lagbe bole english ei likhchhi... ami BE College 2001 grad.. Electrical.. amader batch thekei bodhhoi ei situation create hote suru korechhe... 2000 batch e amar besh kichhu bondhu chhilo.. (11,12 er batch mate)... tokhono oi bhot er kodin i bojha jeto ke SFI ke CP.. amader batch e somehow ekta distance toiri hote suru kore.. mane SFI r CP r chheleder interaction tai bondho hoye gechhilo.. mane protyeker bondhu circle tai ronger opor hoye gechhilo.. amader 3rd year (2000) e result chhilo 12-9. Amader 4th year tai hoito urge ta du pokhkher i beshi chhilo.. ekdik er abar 21-0 korar..onno diker majority paoar..aar setai hoito situation ta create korechhilo... amader final year e 17-4 ba 18-3 holeo relation ta bodhhoi aar improve hoini...
  • Arijit | 128.240.229.3 | ৩১ মার্চ ২০০৮ ১৯:৫৩397429
  • আরেকজন নতুন পাওয়া গেলো। এই নতুন দুজনে মিলে আরেকটু খোলসা করো দেখি।
  • r | 198.96.180.245 | ৩১ মার্চ ২০০৮ ২০:১৪397440
  • এই প্রশ্নটা আমারও আছে- বি ই কলেজের রাজনীতি ইত্যাদিতে মেয়েদের পার্টিসিপেশন কিরকম?
  • Arijit | 128.240.229.3 | ৩১ মার্চ ২০০৮ ২০:২০397451
  • যৎসামান্য।

    দিদিদের ব্যাচে (৮৩-৮৭) কিছু মেয়ে SFI করতো, তার চেয়েও কম কিছু সিপি। তার পরে সিপির ইউনিয়নের সময় অধিকাংশ মেয়েই সিপিকে ভোট দিত - তার বেশি কিসুই করতো না। আমাদের সময় খান কয় মেয়ে ছিলো যারা এসএফআইয়ের মিছিলে গেছিলো বারকয়েক (এরা সকলে ট্র্যাডিশনাল বামপন্থী পরিবারের মেয়ে), একজনকে আমরা দুবার ইলেকশনে দাঁড় করিয়েছিলাম। সিপি কোনোকালে কোনো মেয়েকে দাঁড় করিয়েছিলো বলে মনে পড়ে না। কিন্তু লেডিজ হোস্টেল ঢেলে ব্লক ভোটিং করতো সিপিকে - কিছু এক্সেপশন বাদ দিয়ে।

    পোস্ট ৯৫ অন্যরা বলুক।
  • Arijit | 128.240.229.3 | ৩১ মার্চ ২০০৮ ২০:২৫397461
  • মেয়ে সম্পর্কে বিই কলেজের জেনারেল পার্সেপশনের কথা আন্দাজ করে নেওয়া খুবই সহজ। ঐন্দ্রিলাকে দুবার ভোটে দাঁড় করিয়েও আমরা কখনো ওকে হোস্টেল হোস্টেলে ঘোরাতে পারিনি। যেটা আমরা নিজেরা করতে পারতাম। ঐন্দ্রিলা শুধু লেডিজ হোস্টেলের অল্প কিছু আর পাঁড় এসএফআইয়ের ব্লক ভোট ছাড়া কোনো ভোট পায়নি - অনেক হাল্কা এসএফআইয়ের সমর্থকও ওকে কাটিয়ে দিয়েছিলো - আরেকটা জেনারেল পার্সেপশন - মেয়েদের ভোট দেবো না/দিয়ে হবেটা কি গোছের?
  • Arijit | 128.240.229.3 | ৩১ মার্চ ২০০৮ ২০:৩২397462
  • সোশ্যাল ইত্যাদিতে ধরে বেঁধে আনতে হত গান বা অন্য প্রোগ্রামের জন্যে। ঐন্দ্রিলা সুন্দর নাচতো - দুবার নাচের সময় জনতা নাচের চেয়ে অন্যদিকে বেশি মন দেওয়ায় পরে আর কখনো রাজি হয়নি।
  • Arijit | 128.240.229.3 | ৩১ মার্চ ২০০৮ ২০:৫২397463
  • এক একটা ব্যাচে সাড়ে তিনশো ছেলে, চল্লিশটা মেয়ে। ছেলেদের মধ্যে "বাঁটোয়ারা' হত - অবশ্যই ওই মুখে। আর "তোলা' বলে একটা কথা খুব চালু ছিলো - যেন ছিপ ফেলা। আমার এক একটা সময় খুব রাগ হত। আরও বেশি হত যখন দেখতুম যে মেয়েদের মধ্যে একটা বড় অংশ এটা রেলিশ করতো - এই "বাঁটোয়ারা', বা "ইঁট পাতা', বা "তোলা' ইত্যাদি। এইসব "আনপপুলার' কথা বলার জন্যে আমি এবং আরো অনেকে, এবং গোটা এসএফআই ইউনিট - অন্তত: ওই চার বছরে - বেশ আনপপুলার ছিলো

    (ডি: এখানে একটা কথা বলা দরকার - যে এই আউটলুকটা দলমত নির্বিশেষে মেজরিটির মধ্যে ছিলো, যদিও আমি মনে করি এটার আমদানির জন্যে দায়ী সিপি।)
  • Arijit | 128.240.229.3 | ৩১ মার্চ ২০০৮ ২০:৫৪397464
  • এই আউটলুকটা আমি অন্তত: যাদবপুরে দেখিনি। যাদবপুরের জন্যে আমার একটুও টান নেই - যতটা বিইকলেজের জন্যে আছে - তবুও যাদবপুরের পক্ষে এটুকু বলবো।
  • Arpan | 124.125.224.220 | ৩১ মার্চ ২০০৮ ২০:৫৯397465
  • "তোলা' কথাটা ইউনিভার্সাল হে। ক্যাম্পাসে। মেয়েরাও দিব্যি ইউজ করত।
  • Arpan | 124.125.224.220 | ৩১ মার্চ ২০০৮ ২১:০১397467
  • যাদবপুরে না থাকার কারণ আর্টস আর সায়েন্স ডিপ ছিল। এবং ইঞ্জিনীয়ারিংয়ের ছেলেমেয়েদের সাথে তাদের ভালই ইন্টার‌্যাকশন ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন