এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বি ই কলেজ ও বাওয়ালি

    Blank
    অন্যান্য | ৩১ মার্চ ২০০৮ | ১১৯৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 128.240.229.3 | ৩১ মার্চ ২০০৮ ২১:০২397469
  • তখন ব্যবহার করতে দেখিনি/শুনিনি - কিন্তু শুনে রেলিশ করতে দেখেছি। অবশ্য এখন মেয়েরাও দিব্যি "মালটা' বলছে - এই একটু আগে একজনের ওক্কুট প্রোফাইলে দেখে এলুম তার সম্পর্কে একটি মেয়ের টেস্টিমোনিয়াল...আমি তো আগেও পারতুম না, এখনো পারি না...আউটডেটেড পিউরিটান।
  • d | 121.247.66.171 | ৩১ মার্চ ২০০৮ ২১:০২397468
  • আমাদের কলেজে তো এস এফ আইয়ের ছোকরাদের দিব্বি বলতে শুনেছি এইসব "সুভাষিত'। এস এফ আই আর সিপি র খিস্তির ধরণে কোন তফাৎ আমি দেখিনি। বি ই কলেজের তেনারা স্বর্গ হতে খসে পড়েছেন -- উঁহু বিশ্বাস করলাম না।
  • Arijit | 128.240.229.3 | ৩১ মার্চ ২০০৮ ২১:০৩397470
  • দমু ডি: টা পড়ে নাও।
  • Arijit | 128.240.229.3 | ৩১ মার্চ ২০০৮ ২১:০৬397471
  • এসএফআই ইউনিটের কথা লিখেছি কারণ সেটার বিচার হত "মুখ' দিয়ে(যেমন সিপিএমের বিচার হয় সাধারণত: বিমান বসু বা বুদ্ধবাবুকে দিয়ে) - এবং সেই মুখগুলো আনপপুলার ছিলো। বাদবাকি ডি: টা একদম সঠিক। মেজরিটির মধ্যে ওই ভাগটাগ কিছুই ছিলো না।
  • d | 121.247.66.171 | ৩১ মার্চ ২০০৮ ২১:১৩397472
  • ক্রিমিনাল হিস্টরিও চেক করা হয়। একটি ছেলের বিরুদ্ধে একটা গাজিপুরে একটা অ্যাকসিডেন্টের কেস ছিল। সেটা ব্যাকগ্রাউন্ড চেকে এসে যাওয়ায় প্রচুর ঝামেলা হয়। পুলিশ কেস আছে দেখেই ক্লায়েন্ট বেঁকে বসেছিল।
  • d | 121.247.66.171 | ৩১ মার্চ ২০০৮ ২১:২০397473
  • আগেরটা ইগনোর।
  • Souvik | 216.183.136.2 | ৩১ মার্চ ২০০৮ ২১:৩৬397474
  • Arijit da..
    post 95 janina.. knitu 97-01..SFI kintu onek beshi popular chhilo pandiya te... CP bisesh bhot peto na... aar ekta kotha..amader next batch theke CP uthe giye IC holo.. bhabna ta chhilo je college r baire bamponthi holeo keu keu college e SFI korte chaito na.. kintu CP kora tao mene nite parto na.. tader onek ei IC hoar pore IC te involved chhilo.. aar bairer sathe oi CP naam tar jonno jetulu link lok e khunje peto seta keo baad deoa.. bolte paro tokhon theke eta kitnu aar CP SFI issue nei..etake SFI Anti-SFI jhamela bolte paro..

  • a | 220.226.54.156 | ৩১ মার্চ ২০০৮ ২৩:০২397475
  • সৌভিকদা, কোন ডিপ? pandya (জনতা পান্ডিয়া হল লেডিজ হোস্টেল।) র কথাটা বাদে বাকিটুকুর সাথে মোটামুটি একমত।

    আমরা হিসেব করে দেখেছিলাম, ২০০১ আর ২০০২ সালের ভোটে শুধু মেয়েদের ভোটে SFI হেরেছিলো। মানে যে তফাতটা ছিল সেটা পান্ডিয়া থেকেই ঘটে।

    এটার মূল আবার,আমার মতে, অন্য যায়্‌গায়। বেসুতে মেয়ে বেশি ৩ টে ডিপে। Electical,Civil আর archi। এই ডিপগুলো তে penetration SFI তৈরী করতে চেষ্টা করছিল কিন্তু পারেনি।

    পারাটা খুব টাফ ও ছিল। rebeca সহ কলেজের যাবতীয় cultural or interactive program CP corolled। (এবং জেনে রাখুন এখানেও কিন্তু ক্যাডার পরিচালিত তথা আনুগত্যই মূল কথা)। ফলে প্রথম দিন থেকেই brain-wash and threat start হয়ে যেত।

    প্লীজ এটা কেউ প্রোপাগন্ডা ভাববেন না। এটা ground reality

    (আর্যদা, আমার মত তো বলেইছি। আমার মতে মূল সমস্যা কলেজের পড়াশুনোর environment নেই আর ছাত্রদের মনসিক বিকাশের কোনো পথ নেই)
  • a | 220.226.54.156 | ৩১ মার্চ ২০০৮ ২৩:০৭397476
  • সবাই আমাকে ঘেটে দিচ্ছে। মেয়েদের রাজনীতিতে participation বেসুতে মেরে কেটে ২০-৩০%। বেশীরভাগ ই whispering campaign and hostel politics এর মাধ্যমে কাজ করে, প্রকাশ্যে প্রায় নেই। নেই মানে নেই ই ই।

    তবে এখন শুনছি IC has got real women activists যারা মাঝরাতে গোপন মীটিং করে পরিকল্পিত ভাবে IC করছে। এই development জানা নেই।
  • Souvik | 216.183.136.2 | ৩১ মার্চ ২০০৮ ২৩:১৬397478
  • a: amar electrical... amara sobai jeta boli ba bolchhi..seta amader 4 bochhorer opor bhitti kore.. amader samaye archi..ebong electrical er meyeder bhot ta SFI i peto... Civil ta borabor i CP r dike chhilo.. aar Rebeca chhara college r baki cultural program bolte to CP/SFi presents, Hall presents (seta to uthei gechhilo).. dept welcome.. egulo CP controlled chhilo mone hote pare karon CP'r chhatro sonkha ta beshi chhilo.. aar brain wash r threat r kothai uthlo jokhon... seta keu i baad dito na.. mane jar jotota sadhdhe kuloto r ki.. ami ETC r ek chhele ke jani..je konodin CP korar sahos paini karon dept theke threat deoa hoyechhilo.. ekhat e tali konodin i baje na..
  • Moloy | 207.45.43.67 | ০১ এপ্রিল ২০০৮ ০১:২৪397479
  • সৌভিক এর শেষের কথা টা ঠিক হজম হল না।
  • Probir | 171.159.192.10 | ০১ এপ্রিল ২০০৮ ০২:৪০397480
  • আর হাত গুটিয়ে থকতে পারলম না।

    নাম : প্রবীর ধাড়া (College এ ধাড়া টাই use হত।
    Year : ১৯৯৪- ১৯৯৮ ETC

    আমরাই হলাম প্রথম batch যাদের সময় থেকে hostel আলাদা হয়। সত্যি বলতে আমার মনে হয় Ragging কিছুটা কম হয়েছিল ( যে রকম ragging এর গপ্প শুনেছি সেই অনুযায়ী)। Senior - Junior relationship প্রথম দিকে কিছুটা ধাক্কা খেলে ও ধীরে ধীরে সব ঠিক হয়ে গিয়েছিল।

    Inter Hostel ঝামেলা / Inter Year ঝামেলা যা হত সেগুলো খুব তাড়াতাড়ি মিটে যেতো। Hostel এ জল না থাকা ( অথবা থাকলে ও -- অনেক সময় দেখা গেছে যে already জল চলে এসেছে ) এর জন্য Strike কে হয়ত অনেকে ভুলভাল বলবে, কিন্তু তার একটা আলাদা মস্তি ছিল।

    আমার ৪ বছর এ ২ বার college এ বড় রকম ঝামেলা হয়
    ১) 2nd Yr Vs. 3rd/4th Yr - Residential college এ একটু আধটু গোলমাল হবে ই।
    ২) আমার 4th yearelectionfirst yr এর vote counting এর সময়। একটু ধাক্কাধাক্কি , একটু মারামারি আর Director, Register, PICSA কে ঘেরাও করা ছাড়া আর কিছু ই হয় নি। :-) ।

    আরিজিত দা র হয়ত মনে থাকবে যে '৯৪ এর election এর আগে hostel 14 ( First Year Student Hostel ) এ CP (leading by Dad -Debajyoti da) আর SFI ( leading by Arijit da) এর মুখোমুখি debate [ গুচ্ছ চেচামেচি ] হয়েছিল hunger strike এর conclusion নিয়ে।

    যতো ই ঝামেলা হোক না কেনো, তারপরে ও CP আর SFI এর ছেলেদের একসাথে এক ই সিগারেট counter করতে কোন অসুবিধা হত না। কারন সবুজ আর লাল থাকলেও বাইরে র politics থেকে দূরে ছিলো ( আমি CP র কথা বলতে পারবো )। কিন্তু ধীরে ধীরে বাইরের লোকজন বেশী করে involve হতে থাকল আর ছেলেদের নিজেদের মধ্যে Color দিয়ে চেনা শুরু হলো।

    আর কোন মেয়ে কাকে Vote দিত তা না জানলে ও as a group either CP - or - SFI -- এই রকম ভাগ হত বলে মনে হয় না। তবে ঘটনা হল এই যে, Pandiya তে যখন meeting করতে গেছি তখন দলে দলে ছেলেপুলে জুটে যেতো। কিন্তু বাকি hostel এ যাবার সময় ৮ - ১০ জন।

    আমার মনে হয়, আজকের BESU র গোলমাল কে drink করা / শরীর / নৈতিকতা র অধ:পতন এর দোহাই দিয়ে authority দায় সারতে চাইছে। বুলবুল ভাজা র বক্তব্য সেখানে ই।
  • kd | 76.118.120.131 | ০১ এপ্রিল ২০০৮ ০৪:৫২397482
  • এখানে বিইকলেজের ঐতিহাসিক জমানার কথা হচ্ছে তাই প্রাগৈতিহাসিক (৬১-৬৬) জমানার ছাত্র হিসেবে আমার কিছু বলা হয়তো অপ্রাসঙ্গিক। তাও বলি -

    ১। আমাদের সময়ে সাধারণত: হোস্টেল segregated ছিলো - যেমন (৬১তে) 12-13, Slater, Heaton - 1st yr; 7,8,9 - 2nd Yr; 10,11, Downing - 2nd Yr Old; Wolfendon, Richardson, McDonald, Sen, Sengupta - 3rd/4th Yr old; Pandya - PG; 3rd/4th Flr of Staff Qtr next to Slater - Ladies)। আমাদের 4th/5th yrএ আমরাও হলগুলোয় থাকতুম, 4th yr 14/15 (brand new)তেও থাকতো। E1, E2 তে জলপাইগুড়ি।

    ২। আমাদের সময়েও ভালোই র‌্যাগিং হতো, তবে নোংরামো ছিলো না। আমি পনেরো বছর বয়সে ঢুকেছি, সদ্য পৈতে হয়েছে, একটু ভুঁড়িও ছিলো - তাই বেশ কয়েকবার 'কুমড়োপটাশ' গেয়ে নাচতে হয়েছে (শেষের দিকে expert হয়ে গিয়েছিলুম, আর র‌্যাগাররা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই, মানে কিছু বলার আগেই শুরু করে দিতুম)। অন্যরাও এইজাতীয় নিরামিষ যন্ত্রণা ভোগ করেছে। জানিনা এই কারণ কিনা, আমরা আমাদের সিনিয়ারদের সম্মান করতুম এবং আমরাও জুনিয়ারদের কাছ থেকে সম্মান পেয়ে এসেছি (এটা লিখলুম কেননা যতদূর শুনেছি এ জিনিস আর নেই)।

    ৩। কোন রাজনৈতিক দল ছিলো না। ইউনিয়ন ভোটে দুটো দল - Civil আর Non-Civil। কোন মারামারি ছিলো না, মানে এই ব্যাপারে। '৭৪ সালে কলেজে গিয়ে নানা রকমের রাজানৈতিক স্লোগান লেখা কলেজ বিল্ডিং দেখে গা ঘিন্‌ঘিন করতে লাগলো - এরপর আর কোনোদিন কলেজ যাইনি।

    ৪। '৬৪ সালে যুদ্ধের সময়ে কার্ফ্যু চলাকালীন আমাদের কয়েকজনকে পুলিশ(বা মিলিটারী) ধরে নিয়ে গিয়েছিলো (আমি Richardsonএ থাকতুম, Wolfendonএ আড্ডা মারতে যাচ্ছিলুম) - নেপাল রায় (আমাদের প্রিন্সিপ্যাল A C Roy) এসে ইঞ্জিরিতে কী খিস্তি কর্তাব্যক্তিদের - It's private property, you've no right to touch my boys - curfew does not apply inside the campus etc. (obviously paraphrase করছি)।

    ৫। মদ, গ্যাঁজার খুব চল ছিলো না আমদের মধ্যে, তবে ওটা মনেহয় for economic reasons। এর মানে এই নয় যে কেউই এসব করতো না, ব্যাতাইতলা জনতাও ছিলো - তবে এদের সংখ্যা significant না।

    দি: ৪২-৪৭ বছর আগের কথা, কিছু ভূল থাকতেই পারে, তবে মোটামুটি যা লিখেছি তা ঠিক।
    দি(২): অযথা এত আজেবাজে লিখে ফেলার জন্যে ক্ষমা চাইছি। একটু nostalgic হয়ে পড়েছিলুম আর কি! অনেক hesitate করে শেষে 'জয় মা' বলে 'submit' টিপে দি...
  • ip | 69.251.184.3 | ০১ এপ্রিল ২০০৮ ১০:২২397483
  • college building এ রাজনৈতিক স্লোগান গা-ঘিনঘিনে ?
  • nyara | 64.105.168.210 | ০১ এপ্রিল ২০০৮ ১১:১৬397484
  • কাবলিদার কথা জানিনা, কিন্তু আমার তরফ থেকে একট বেশ জোরে হাঁক পেড়ে 'হ্যাঁ'।
  • a | 220.225.7.11 | ০১ এপ্রিল ২০০৮ ১২:১২397485
  • মলয় কি লাদেন নাকি?

    সৌভিকদার কথাটা আমি পুরো অস্বীকার করবো না। হত,সবি হত। কিন্তু ETC থেকে, ১৯৯৮,১৯৯৯,২০০০ পরপর ৩ বছর CP র সি আর ছিল, এটা ভুলে গেলে?

    কিন্তু ২টি জিনিস আমি কোনোদিন পছন্দ করতে পারিনি:

    ১। political ragging। যেটা ২ন্ড ইয়ারে বেশী হত।

    ২। সিনিয়ারদের সম্মান পাবার আব্দার। সম্মান নিজেকে আদায় করে নিতে হয় বলেই আমার চিরকাল মনে হয়েছে। বিশেষত সেটা যখন political inclination কে প্রভাবিত করে।

    আবার পরে
  • nirmalya | 117.198.146.103 | ০১ এপ্রিল ২০০৮ ১২:২২397486
  • প্রবীরের পোস্ট থেকে একটা খুব দামী কথা উঠে এসেছে। সেটা হচ্ছে - আজকে বেসুর ক্যাম্পাসের আইন-শৃঙ্খলা জনিত সমস্যা যে আকার নিয়েছে - তার মূলে আছে বেসুর ক্যাম্পাসে বহিরাগতদের interference। এবং বলাই বাহুল্য, এই interference রাজনীতির সূত্রেই। এই মূল সমস্যাকে স্বীকার না করে, বা তার সমাধানে কোনো step না নিয়ে শুধু discipline আনার নামে কিছু করে আর যাই হোক বর্তমান সমস্যার সমাধান হবে বলে মনে হয় না। এবং এটাই ধরে নেব, যে সমধানের কোনো সদিচ্ছাই নেই।

    আমার ধারনা, কলেজে / ইউনি তে ছাত্র রাজনীতি বা অল্পবিস্তর মারামারিও হয়, বেশিরভাগ ক্ষেত্রেই। তা থেকে অবস্থা এই যায়গায় আসতে পারেনা। কারন আজকে মারামারি হলে কালকে আবার ওরাই shakehand করে নেবে। প্রবীর যেটা বলেছে, সিগারেটের কাউন্টার share করার কথা। কিন্তু বহিরাগতদের interference হলে ঐ shakehand টা আর হবে না। আর ঝামেলা টা একটা snowball এর মত শুধু বাড়তেই থাকবে।

    আর মদ গাঁজা বন্ধ করে এই সমস্যার সমাধান? হলে সত্যি অবাক হব।

  • lcm | 71.132.133.160 | ০১ এপ্রিল ২০০৮ ১২:৫৭397487
  • কিন্তু বেসু-র ওয়েব সাইট কি ডাউন?

    যাই হোক, গিন্নী-কে (৮৭-৯১ cst) জিগ্গেস করলাম, তোমাদের কলেজে গন্ডগোল হচ্ছে, স্টুডেন্ট ইউনিয়ন মারপিট ইত্যাদি।
    বলল, হ্যাঁ, ছিল সব পার্টি-ফার্টি। ফাংশানের সময় খুব লম্ফ-ঝম্ফ করত, আর্টিস্ট আনার উদ্যোগ, মঞ্চ সাজানো ইত্যাদি।
    - ব্যস্‌ আর কিছু না!
    - একবার বোধহয় কর্তৃপক্ষ সেমিস্টার সিস্টেম চালু করবার চেষ্টা করেছিল, কিন্তু এত বেশী পরীক্ষা দেওয়া যাবে না বলে ইউনিয়ন সেটা গুলিয়ে দেয়। বার্ষিক পরীক্ষা সিস্টেম বহাল থাকে।

    আর কথা বাড়াই নি। সে দিন আর নেই। এখন কি স্টুডেন্ট ইউনিয়ন-এর প্রায়োরিটি মারপিট?
  • Blank | 203.99.212.224 | ০১ এপ্রিল ২০০৮ ১৩:০৭397489
  • এবং ঠিক সেমিস্টারের আগেই সবার আন্দোলন পায় ...
  • a | 220.225.7.11 | ০১ এপ্রিল ২০০৮ ১৩:১১397490
  • এইটা কিন্তু,basically, একটা চূড়ান্ত mis-conception যে গন্ডোগোলের মূল কারণ বাইরের সাথে যোগাযোগ।

    আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, SFI বাইরের সাথে যোগাযোগ রাখতো না, বা রাখলেও খুব খুব minimal। আজ রাখে কি না জানি না।

    যদিও, আমি মনে করি না এই যোগাযোগ রাখা খারাপ বা ক্ষতিকর। প্রতিটা কলেজেই CP/tmcp/sfi/ABVP নির্বিশেষে মূল স্রোতের সাথে যোগাযোগ থাকে,না থাকার কোনো কারণও as such নেই কারণ এরা সবাই আদতে একটা বড় organization এর শাখা। কিন্তু তার মানে এই নয় যে সেখানে গন্ডোগোল হবেই। উদা: JNU। সেখানেও কলেজে SFI আছে, জেতে বা হারে। আর বাইরে অন্য পার্টির বিধান্সভা বা লোকসভা।

    এটা খুব অর্থহীন, বাজে, gimicky,short-sighted প্রচার। As if বাইরে থেকে যারা আসবে তারা বেসুর সর্বনাশ করে দেবে!!!! তারা বেসুর পালস বুঝবে না!!! এও সেই মামুর যুক্তি!!!আরে বেসু কি সমাজের বাইরে একটা দ্বীপ নাকি? না ওখানকার ছেলেরা মূর্খ যে নিজেদের ভালোমন্দ বোঝে না?
  • Blank | 203.99.212.224 | ০১ এপ্রিল ২০০৮ ১৩:১৩397491
  • a কে ডিটো
  • a | 220.225.7.11 | ০১ এপ্রিল ২০০৮ ১৩:১৬397492
  • আবার বলি, বেসুর সমস্যা পড়শুনোর environement কে (আমি একধাপ এগিয়ে বলি) উদ্দেশ্য প্রণোদিত ভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে। আর সেটা করছে শিক্ষকরা।

    একটু খেয়াল করে দেখবেন কি যে এই পুরো গন্ডোগোলে আদতে কাদের লাভ হচ্ছে?


  • lcm | 71.132.133.160 | ০১ এপ্রিল ২০০৮ ১৩:২৩397493
  • স্টুডেন্ট ইউনিয়ন - গোটা ব্যাপারটা নিয়ে বোধহয় ভাবনা চিন্তার সময় হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে। আইডিয়ালি, স্টুডেন্ট ইউনিয়ন হল স্টুডেন্ট-দের ইন্ডিপেন্ডেন্ট চিন্তাধারা (রাজনৈতিক/অরাজনৈতিক/বহির্জগৎ/কলেজের ভেতরের জগৎ) প্রকাশের প্লাটফর্ম। মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টির সাথে এত ক্লোজ অ্যাফিলিয়েশন কিন্তু এই চিন্তাধারার প্রতিবন্ধক।
  • Blank | 203.99.212.224 | ০১ এপ্রিল ২০০৮ ১৩:২৫397494
  • মামু আর একটা কথা লিখেছিলো 'এত গুলো ছাত্র এবং শিক্ষক মিলে যখন ধর্নায় বসেছে'।
    শিক্ষক রা ধর্নায় বসা মানেই কি সাত খুন মাপ হয়ে গেলো? শিক্ষক রা কি ধোয়া তুলসী পাতা? বাংলা সিনেমার পাহাড়ি সান্যাল মার্কা টীচার? শিক্ষক দের এই 'মহান' সাজানো টা খুব ক্লীশে লাগে
  • a | 220.225.7.11 | ০১ এপ্রিল ২০০৮ ১৩:৩২397495
  • আমি এখনো ইউনিয়নের গপ্পে যাই ই নি।

    বুঝতে পারছিনা সেটা উচিত হবে কি না। কারণ অনেক ঘটনা তুলে উদা দিতে হবে।

    তবে আলোচনা চলুক
  • Arijit | 128.240.229.65 | ০১ এপ্রিল ২০০৮ ১৩:৪৬397496
  • বাইরের সাথে যোগাযোগটা আদৌ ক্রিমিন্যাল কিছু নয়। এসএফআই একটা বড় সংগঠন - তার সাথে জেলা বা রাজ্যের যোগাযোগ থাকতেই পারে, থাকতোও। সেদিন মামুও লিখেছে। সিপিরও থাকতো - সে সিপি তখন হাজার ডিনাই করলেও এগুলো নিজের চোখে দেখা - যে জোলো (কদাচিৎ অম্বিকা ব্যানার্জীও) ইলেকশনের সময় সিপির বেঞ্চে বসে থাকতো। জোলো কে সেটা হাওড়ায় কাউকে জিগ্গেস করলেই জানতে পারবে। যাই হোক - পয়েন্ট হল এগুলো সত্বেও সেই সময় এই টাইপের গোলমাল হত না। এবং JNU-এর উদাহরণটা আমি বারবারই টানবো।
  • kd | 76.118.120.131 | ০১ এপ্রিল ২০০৮ ১৩:৪৯397497
  • ১। হ্যাঁ, গা ঘিনঘিন করেছে, কলেজটাকে 'কলঙ্কিত' মনে হয়েছে (হয়তো তেমন আগে দেখিনি বলে)। আমি আজ যা করেছি, যা হয়েছি, তার জন্যে আমি বিইকলেজের কাছে কৃতজ্ঞ। তাই যখন কেউ কলেজের নামে খারাপ কিছু বলে (হয়তো সঠিক কারণেই), তখন কষ্ট পাই।

    ২। সিনিয়াররা সম্মান deserve করতেন, আব্দার করতেন না। দাদারা আমাদের পুরোনো বই ফিরিতে দিতেন, ৫৫নং বাসে কোন দাদা থাকলে টিকিটটা তিনিই কাটতেন, আর tutoring, তা না পেলে কোনোদিন পাস করতুম কিনা সন্দেহ (কলেজের gst থাকলেও সেটা অন্তত: আমার কাছে যথেষ্ট ছিল না)। আর আমরাও জুনিয়ারদের একই রকম treat করতুম।

    ৩। আমাদের সময়ে ইউনিয়নের main কাজই ছিলো reunion organize করা। তখন আমাদের classical function আর যদুর 'আধুনিক' functionএর খুব নাম ছিলো।
  • a | 220.225.7.11 | ০১ এপ্রিল ২০০৮ ১৪:২০397498
  • কাবলি দা,

    যারা সম্মান deserve করে, তাদের সম্মান দিতে অপত্তি নেই।

    কিন্তু, মালের ঘোরে হোস্টেলে ঢুকে, আমি সিনিয়ার তাই তোকে চড় মারবো, আর সেই নিয়ে কেউ কিছু বল্লে ইয়ার-সেন্টু তুলে আবার মারবো, এতে আমার আপত্তি।

    কেন বলছি? দেখেছি যে আমার সিনিয়ার আর ব্যাচ-মেটদের অনেকেই এটাকে তাদের অধিকার ভাবতো। আমার মতে, এভাবে সম্মান পাওয়া যায় না। এ জিনিস যে করবে, তাকে আর ৪ বছর আমি কোনো সম্মান ই দেবো না। দিইও নি।
  • Arijit | 128.240.229.67 | ০১ এপ্রিল ২০০৮ ১৪:২৬397500
  • অয়ন সঠিক। এই জিনিস আমিও দেখেছি। এবং তখন এটা হত রং দেখে - যে জন্যে আমি প্রচণ্ড রকম ফ্যাসাদে পড়েছিলাম - অনেকক্ষেত্রে কয়েকজনের দৌলতে বেঁচে গিয়েছিলাম।

    ডি: অন্য কোনো সময় অন্য কোনো রং কলেজে মেজরিটি হলে টার্গেট ঘুরে যেতেও পারতো, বা অন্য অনেক কলেজে হয়তো যায়। আমি যা দেখেছি, তাই লিখলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন