এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বি ই কলেজ ও বাওয়ালি

    Blank
    অন্যান্য | ৩১ মার্চ ২০০৮ | ১১৭৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a | 220.225.7.11 | ০১ এপ্রিল ২০০৮ ১৫:৪৮397501
  • এখোনো এটা হয়। একেই আমি political ragging বলছিলাম
  • Probir | 171.159.192.10 | ০১ এপ্রিল ২০০৮ ১৯:২৮397502
  • আরে জনতা, এই আলোচনা তে যেটা আমরা সবাই জানতে চাইছি তা হল আজ B.E.College এ এই regular গোলমাল হচ্ছে কেনো ? মদ ? শরীর ? রাতে campus এ ঘুরে বেড়ানো ? এই গুলোর মধ্যে যদি একটা ও কারন হত তাহলে সব গোলমাল ই political হয়ে যেত না। আমার মনে হয় সেটাই বুলবুল ভাজা র বক্তব্য।
  • Ishan | 12.163.39.254 | ০১ এপ্রিল ২০০৮ ২১:৪৫397503
  • এতো বিষয় উঠেছে, যে, এর জবাব লিখতে গেলে আস্ত একটা পোবোন্ধো লিখতে হয়। মোটামুটি এক ধারসে লিখছি। কারোর নাম না ধরে।

    এক নম্বর। মদ। এইটা আমার খুব হাস্যকর লাগছে, যে, মদ ইত্যাদি নিয়ে একটা গান্ধীবাদী ধারণা আমরা এখনও বয়ে চলেছি। যদিও আমরা প্রায় হক্কলডিই মদ খেয়ে থাকি। আমাদের বাপ-ঠাকুদ্দারাও খেয়ে এসেছেন। ওটা আমাদের কালচার (হ্যাঁ সংস্কৃতি) এর অংশ। শুধু বুক বাজিয়ে বলতে লজ্জা পাই, যে মদ কোনো খারাপ জিনিস না। গুরুজনদের পায়ে হাত দিয়ে যখন পেন্নাম করি, তখন আমরা সব্বাই ভালো ছেলে হয়ে যাই। আর আড়ালে গেলেই স্বরূপ ধরি।

    কেস যদি এই হয়, তবে বলার কিছু নেই। আর যদি তা না হয়, তবে ডেফিনিটলি মদ খাওয়া আমার রাইট। হেরোইন বা গাঁজা খাওয়াটা নয়, কারণ ওগুলো বেআইনী। ইচ্ছে একশবার খাব। সকালে খাব। রাত্তিরে খাব। জিলিপির সঙ্গে খাব। বোঁদে দিয়ে মেখে খাব। যা ইচ্ছে তাই করে খাব।

    বিই কলেজের হস্টেল রুল আমি পড়িনি। সে বস্তু কোথায় পাওয়া যায় তাও জানিনা। তবে, বালা যায়না, মান্ধাতার আমলের কোনো রুলে এই নিষেধাজ্ঞা থাকলেও থাকতে পারে। থাকলে সেটাকে বদলানো দরকার।

    এখানে দুটো জিনিসের উপরে আমি জোর দেব। এক। মাল খাওয়া মানেই অন্যের সঙ্গে গিয়ে ঝামেলা করা নয়। মদ খাওয়া আমার রাইট হতে পারে, কিন্তু পাবলিক স্পেসে বাওয়ালি করাটা রাইট না। দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। একটা রাইট এবং অন্যটা অপরাধ। দ্‌ব্‌তীয়টার জন্য শাস্তি হওয়া উচিত। প্রথমটার জন্য না। এবং বাওয়ালি করা আর মদ খাওয়ার মধ্যে কোনো লিনিয়ার কার্যকারণ সম্পর্ক নেই। পৃথিবীতে লাখে লাখে লোক মদ খায় তারা সবাই অপরাধ করেনা। পৃথিবীতে লাখে লাখে লোক গাড়ি চালায়, তারা সবাই অ্যাক্সিডেন্ট করেনা। ইত্যাদি। পৃথিবীর কোনো রূপ বৃহৎ গোলমালের জন্য মদ দায়ী না। কোথাও না। বেসুতেও না।

    দুই। বিই কলেজীয় সংস্কৃতির প্রশ্নটা এই জন্যই আসবে, যে ইহা এমন একটি ক্যাম্পাস, যেখানে ক্যাম্পাসের মধ্যেই ছাত্র-ছত্রীরা চব্বিশ ঘন্টা থাকে। এমনি কলেজের চেয়ে এটা আলাদা। এমনি কলেজে মাল খাওয়া বন্ধ করার অর্থ হল, মদ খেয়ে ক্লাসে আসা বন্ধ করা। বিই কলেজে সেটা না। এখানে ক্যাম্পাসে মদ্যপান নিষিদ্ধ করার মানে হল, দিনের শেষে হস্টেলে বসে মদ্যপান করার রাইটটি কেড়ে নেওয়া। কাজেই এক ক.বি.র ভদ্রলোক এসে যান্ত্রিকভাবে "ক্যাম্পাসে মাল খাওয়া বন্ধ' বলে একুশে আইন জারি করলেন, সেটা আমার কাছে ছেলেপুলের রাইটে হস্তক্ষেপ। আর কিস্যু না। রেসিডেনি্‌শয়াল কলেজের রিয়েলিটি না বুঝে অ্যাডমিনিস্ট্রেশন চালানো যায়না।

    (চলবে)
  • a | 220.226.13.202 | ০১ এপ্রিল ২০০৮ ২২:০৩397504
  • মামু.... মাল খেয়ে গাড়ি চালালে কি হবে? যদি accident করে বা না করে উভয়ত:?

    তখন কি বলবে যে যাহ তোমাদের rule book আমি পড়িনি। তাতে BAL (ডি: Breath Alcohol level) এর কথা লেকা থাকলেও থকতে পারে সেটা বদলানো উচিত?

    যুক্তি শেষ অবধি টিকবে কি?

    আর, হে হে, বেসু বহুকাল বহুউউউউউউউউউউউকাল হল full residential নেই। আর আমার সঠিক হিসাব মনে নেই কিন্তু অনেক স্টুডেন্ট-ই কিন্তু day-schol

    সুতরাং, ২নং যুক্তিও ভুলভাল।

    বরং আমি বলি, হোস্টেলে বা কলেজে তুমি ঢুকেছ এক কথা বলে, মেনে নিয়ে। তুমি জেনেশুনেই এসেছ যে মদ খেতে তুমি পারবে না। এর পর মদ খেলে সেটা বেআইনি। একুশে আইন মানার মাথার দিব্যি কেউ দেয় নি, কিন্তু এক্বার মেনে নিলে সই করে, তার পরে কি এই রোয়াবি বা বাওয়ালি চলে?
  • arjo | 168.26.215.54 | ০১ এপ্রিল ২০০৮ ২২:০৮397505
  • আচ্ছা আমার একটা ছোট্ট প্রশ্ন সবাই এড়িয়ে যাচ্ছে না মিস করে গেছে কে জানে আবার দিয়ে রাখি।

    এই যে ফি বছর মারামারি হয় তা কি রাজনৈতিক মারামারি?
  • Ishan | 12.163.39.254 | ০১ এপ্রিল ২০০৮ ২২:১৭397506
  • এরা আমাকে পরের পার্টটাতে যেতেই দেবেনা।

    এক। খুব সোজা কথা। মদ খাওয়া খারাপ না। কিন্তু মদ খেয়ে গাড়ি চালানো খারাপ। অপরাধ। মদ খেয়ে গুন্ডামি করাও অপরাধ। এবং শাস্তিযোগ্য।

    দুই। হস্টেলের নিয়ম, কলেজের নিয়মের থেকে আলাদা হতেই হবে। যেখানে হস্টেল ক্যাম্পাসের মধ্যে, সেখানে নিয়মগুলোকে যথাযথ করে বানাতে হবে। ফুললি রেসিডেন্সিয়াল হোক বা না হোক। এমনকি ৫০% ছত্রছত্রী হস্টেলে থাকলেও তাইই হওয়া উচিত।

    আর ফুললি রেসিডেন্সিয়াল না সেটা জানি। কিন্তু কতো পার্সেন্টেজ এখন বাইরে থেকে আসে? এটা জাস্ট প্রশ্ন। আমি জানিনা তাই জিজ্ঞাসা করলাম।
  • Ishan | 12.163.39.254 | ০১ এপ্রিল ২০০৮ ২২:২৫397507
  • ওহো তিন নম্বর টা বাদ গেল। যে, আমি জেনেশুনেই এসেছি, মদ খাওয়া যাবেনা। এবং তাতে সই করেছি। আমি অন্তত: জানিনা, এইসব পেপারে কোথায় সই করানো হয়। ভর্তি হবার সময়ে কোনো নিয়মাবলী আমি অন্তত: হাতে পাইনি। পেলেও সই করতাম। কারতে হত। কারণ, অন্য কোনো অপশান নেই। এগুলো ফোর্সড এগ্রিমেন্ট। ওয়ান সাইডেড। এই এগ্রিমেন্টগুলোকে বৈধতার ভিত্তি ধরতে হলে, বন্ডেড লেবারদের এগ্রিমেন্টকেও "বৈধ ডকুমেন্ট' বলে ধরতে হবে।
  • nyara | 67.88.241.3 | ০১ এপ্রিল ২০০৮ ২২:২৬397508
  • জল খেয়ে লোকে রাস্তায় হিসি করে। জল খাওয়া বন্ধ করে দেওয়ার দাবী জানালাম।
  • r | 198.96.180.245 | ০১ এপ্রিল ২০০৮ ২২:২৮397509
  • ফোর্স্‌ড এগ্রিমেন্ট কেন?
  • Ishan | 12.163.39.254 | ০১ এপ্রিল ২০০৮ ২২:৩৬397511
  • দু নম্বর। বহিরাগত। প্রশ্নটা যদি রাইটের হয়, একজন ছেলে বা মেয়ে যেকোনো বহিরাগতকে নিজের হস্টেলে নিয়ে আসতে পারে। সিপি পারে। আইসি পারে। এস এফ আই পারে।

    ডেফিনিটলি এটা রাইট। কিন্তু বাইরের লোক যদি লাঠিসোঁটা নিয়ে হস্টেল আক্রমন করে, সেটা রাইট না। অপরাধ। একইই ভাবে কলেজের একদল ছেলে যদি আরেকটি দলকে বা ইনডিভিজুয়ালকে ঠেঙায়, সেটাও অপরাধ। শাস্তিযোগ্য। মাল খেয়েই ঠ্যাঙাক, আর নিষ্পাপ মুখে ঠেঙাক, তাতে কিছু ইতরবিশেষ হয়না।

    কথা হচ্ছে, আমি বিই কলেজের যে কটি বর্তমান ছত্রের সঙ্গে কথা বলেছি (গোটা দশেক হবে, দুই পক্ষেরই), তারা সবাইই জানিয়েছে, যে, বিগত কয়েক বছরে যাযা পলিটিকাল বাওয়ালি হয়েছে, তাতে তদন্ত কমিটি গুলি অশ্বডিম্ব প্রসব করেছে। কোনো ছেলেরই শাস্তি হয়নি। ধর-তক্তা-মার-পেরেক কিছু হয়েছে। কিন্তু দীর্ঘমেয়াদে তদন্ত করে কিছু শাস্তি দেওয়া যায়নি। এবার আমার বক্তব্য খুব ক্লিয়ার। তুমি, প্রশাসন, কোনো অপরাধীকে শাস্তি দিতে পারছনা। ধরতে পারছনা। সে মুরোদ তোমার নেই। অপরাধীরা নাকের ডগায় ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। আর তুমি বলছ, সব দোষ ব্যটা মদের। সব দোষ রাত্তির বেলা ঘুরে বেড়ানোর। এটা হল নিজের অপদার্থতা ঢাকার কল।

    হ্যাঁ, ছেলেপুলে রাতিরে ঘুরে বেড়াবে। মদ খাবে। বিই কলেজে আমার যা অভিজ্ঞতা, তাতে আমি বলতে পারি, এর জন্য কলেজের আইন শৃঙ্খলার কোনো ক্ষতি হয়না। আমি এই কথাও জোর দিয়ে বলতে পারি, যে, বাওয়ালি, মার-পিট, পলিটিকাল দাঙ্গার সঙ্গে মদের সম্পর্ক নেই। এগুলো থামানোর পদ্‌থতি অন্য। যেটা অনুসরণ করার মতো ক্ষমতা অথরিটির নেই। তাই তাঁরা সস্তা এবং পপুলার পদ্ধতি ধরেছেন। মদ খাওয়া বন্ধ। রাত্তিরে বেরোনো বন্ধ। এতে করে হাততালি জোরে পড়বে, কিন্তু কাজের কাজ কিসু হবেনা। এ কি রামকৃষ্ণ মিশনের ইশকুলের হস্টেল নাকি?
  • Ishan | 12.163.39.254 | ০১ এপ্রিল ২০০৮ ২২:৩৮397512
  • র, আমার হাতে কোনো অপশন নেই বলে ফোর্সড। ফ্রি মার্কেট, কিন্তু মনোপলি। :)
  • r | 198.96.180.245 | ০১ এপ্রিল ২০০৮ ২২:৪০397513
  • বি ই কলেজ ছাড়া আর কি কোনো কলেজ নেই? বন্ডেড লেবারারদের ক্ষেত্রে ফোর্স্‌ড বলাটা ভুল, বস্তুত: কোনো কনট্র্যাক্ট থাকে না, এবং তাদের কোনো আউটসাইড অপশনও থাকে না। কিন্তু এক্ষেত্রে তোমার না পোষালে অন্য কোথাও যাও- সই না করলে কি দরজা বন্ধ করে আটকে রাখে?
  • r | 198.96.180.245 | ০১ এপ্রিল ২০০৮ ২২:৪৩397514
  • আমি যাদবপুরের এঞ্জিনিয়ারিঙে ভর্তি হতে গিয়েও ভর্তি না হয়ে চলে এসেছিলাম- কেউ তো আটকায় নাই। পারিবারিক ফোর্স থাকলে অবশ্য অন্য কথা- তবে পরিবার সাধারণত: মোনোপলিই হয়- অন্যথা কেলো! ;-)
  • Ishan | 12.163.39.254 | ০১ এপ্রিল ২০০৮ ২২:৪৫397515
  • তিন নম্বর। এবারের বাওয়ালিটা নিয়ে জনা দশেক ছেলেপুলের সঙ্গে কথা বলেছি, ডায়রেক্টলি এবং ইনডায়রেক্টলি। আইসির লোকেদের বক্তব্য মোটামুটি এই, যে, এবারের গোলমালটা পুরোপুরি এস এফ আই শুরু করেছে। বাইরের লোক এনেছে মার দিতে। পুলিশ/র‌্যাফও তাদের কথা শুনেছে। এবং এক তরফা পিটিয়েছে।

    এস এফ আই এর ছেলেপুলে বলেছে মার হয়েছে ঠিকই। কিন্তু এতটা না। আর এর মূল কারণ হল, আইসির ছেলেরা অ্যাদ্দিন এস এফ আই এর ছেলেদের কলেজের মধ্যে পিটিয়েছে। এতদিন কিছু বলা হয়নি। এবার একটু পাল্টা পড়তেই কান্নাকাটি শুরু করেছে।

    আইসির ছেলেরা বলছে অথরিটি/পুলিশ পুরো এস এফ আই এর সঙ্গে। এস এফ আই বলছে, শিক্ষকরা (বড়ো অংশে) আইসির সঙ্গে।

    এগুলো পার্সোনাল লেভেলের কথাবার্তায় জানা গপ্পো। এভিডেন্স নাই। যা শুনেছি, উইদাউট ইন্টাপ্রিটেশন বললাম। শেয়ার করার জন্য।
  • Ishan | 12.163.39.254 | ০১ এপ্রিল ২০০৮ ২২:৪৮397516
  • রঙ্গন। না:। অপশন খুব বেশি নেই তো। ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য সাধারণভাবে পারিবারিক প্রেশার থাকে। সেটা ভেবেই বলা।
  • Ishan | 12.163.39.254 | ০১ এপ্রিল ২০০৮ ২২:৫১397517
  • আর বন্ডেড না। কথাটা পাল্টে indentured labour করলাম। :)
  • Abhyu | 128.192.7.51 | ০১ এপ্রিল ২০০৮ ২৩:০৫397518
  • আমি একটা হোস্টেলে (রামকৃষ্ণ মিশন নয়) ৫ বছর থেকেছি। ৯০% রেসিডেনশিয়াল, বাকিরা ডে স্কলার। লোকে মাল খেত, প্রচুর পরিমাণে খেত। রাত্তির ২টোর সময় ক্যাম্পাসের বাইরে যেত হাওয়া খেতে। তিনটের সময় ফিরত এবং দারোয়ান মুখ গোমড়া করে গেট খুলে দিত। যে কাউকে খুসি ঘরে এনে দরজা বন্ধ করা যেত (আমাদের সময় অন্তত:)। তাতে করে পড়াশুনোর পরিবেশ কিছু বিগড়োতো না। আর মাল খেয়ে কোনো সিনিয়র কখনো কাউকে ঠেয়িয়েছে বলে শুনি নি। হোস্টেলের নিয়মকানুন ছেলেরাই দেখত। পাঁচ হাজারটা কমিটি ছিল এই জন্যে, কিন্তু কর্তৃপক্ষ কখনো মাথা গলাতো না। একটা ছোট্টো উদা:

    একজন গিয়ে তৎকালীন ওয়ার্ডেন বিমল রায়কে বলল - বিমলদা কাল হোস্টেলে লোকজন অ্যাডাল্ট মুভি দেখছিল ইত্যাদি। বিমলদা মন দিয়ে সব শুনে বললেন - ঠিক কথা - খুব অনুচিত। কিন্তু একটা কথা বল - তোরা তো অ্যাডাল্ট, না কি?

    আর একবার একটা অশ্লীল নোটিস পড়েছিল। বিমলদা সেটার উপরে bad taste লিখে নিজের নাম সই করে দিয়েছিলেন। রিমুভ করতে বলেন নি। কিন্তু তারপর থেকে আর কখনো সে রকম কোনো নোটিস পড়ে নি।

    আমরা পাশ করে যাওয়ার দু তিন বছর পরে র‌্যাগিং করেছিল কিছু ছেলে। তাদের পত্রপাঠ বিতাড়িত করা হয় কলেজ থেকে (শুধু হোস্টেল থেকে নয়)। আর কখনো কোনো গোলমাল হয়েছে বলে শুনি নি।
  • Souvik | 216.183.136.2 | ০১ এপ্রিল ২০০৮ ২৩:৫১397519
  • অয়ন, ETCCR ছিলো মনে পড়ছে না। ২০০১ র কেউ ছিলো কি? নাকি junior ব্যাচ র কেউ? নাম শুনলে মনে পড়বে। আমি জেনারেলি যে ট্রেন্ড ছিলো সেটা বল্লাম। particularly আমাদের ব্যাচে। আর আরিজিত দা, আমি CP'র GSec ছিলাম। বাইরের কারুর CPর সাথে কোনো contact কিন্তু দেখিনি। তোমার আর আমার দুটো সত্যি হতে পারে কারন একটা টাইম গ্যাপ আছে। কথা টা political ragging এর জন্যে ও খাটে।
  • arjo | 168.26.215.54 | ০১ এপ্রিল ২০০৮ ২৩:৫৭397520
  • সব পড়ে মনে হল

    বি ই কলেজে আগেও বাওয়ালি হত এখনো হয় কিন্তু যখন থেকে এস এফ আই খানিকটা শক্তিশালী হয়ে উঠেছে তখন ক্যালাকেলিও হচ্ছে। প্রচন্ড হচ্ছে। এর জন্য কর্তৃপক্ষ বলেছেন মদ খাবেন না মদ খেলেই ক্যালাকেলি বাড়ে। তার থেকে রোজ সকাল বিকেল পুজো করুন। সমস্ত সমস্যার মুলে মদ। সমস্ত ব্যাপারটাতেই দেখলাম ইচ্ছে করে মদ খাবার ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। কেন?

    খুব চেনা ছকটা। পালসে আঘাত করো, ছেলেরা রিভল্ট করবেই পুলিশ এনে কেলিয়ে মেরুদন্ডটা ভেঙে দাও। জনমত তৈরি করো আরে ওরা তো মাল খায়, গাঁজা খায়।

    রোজই তো কত আইনি না ভাঙি(ক্ষমা কোরো মা) অফিসিয়াল রিসোর্স অফিসিয়াল কাজ ছাড়া ইউজ করা উচিতই নয়। সেখান থেকেই রোজ ঘন্টার পর ঘন্টা ভাটিয়ে চলেছি এর জন্য আবার কোথাও ক্যালাকেলি হবে না তো? কে জানে কোথায় কি ঘটে যায়?

  • Souvik | 216.183.136.2 | ০২ এপ্রিল ২০০৮ ০০:৫০397522
  • আর্য কে ডিটো।
  • r | 198.96.180.245 | ০২ এপ্রিল ২০০৮ ০১:০৬397523
  • ঈশেনের ফোর্সড কনট্র্যাক্টের প্রত্যক্ষ রুট কজ হিসেবে নিজের পরিবার (ফ্যামিলি অর্থে :-)) ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না। তাহলে ঈশেন পরিবারকে ছেড়ে রাষ্ট্র, কর্তৃপক্ষ, সাম্রাজ্যবাদ- ইত্যাদিকে ধরে কেন? ;-))))
  • Arpan | 124.125.224.212 | ০২ এপ্রিল ২০০৮ ০১:২১397524
  • কারণ ফিশবোন ডায়াগ্রাম আঁকলে ঐগুলো চলে আসে যে!! :))
  • Ishan | 12.163.39.254 | ০২ এপ্রিল ২০০৮ ০২:৩৩397525
  • আরে ধুর। এক লাইনে কেউ বোঝে না।

    এই ধরো আমি। যাদবপুরে গেলাম ভর্তি হতে। বলল হস্টেল কবে মিলবে ঠিক নেই। ওদিকে আমার বাড়ি থেকে যাদবপুর যাতায়াত করা খুব কঠিন। পড়ে রইল শিবপুর। নইলে দুর্গাপুর যেতে হত। সে তো আরও দূর।

    এবার কেন ইঞ্জিনিয়ারিং কলেজ এতো কম, কেন তাদের জাতের তফাত আছে, কেন দুর্গাপুর থেকে সিঙ্গুর যাতায়াত করা অতো কঠিন, এসব তো জলপুলিশের আন্ডারে। মানে সেই পরিকাঠামো-সরকার-সাম্রাজ্যবাদ ইত্যাদি। :)
  • r | 198.96.180.245 | ০২ এপ্রিল ২০০৮ ০২:৪০397526
  • তাইলে ফোর্সড কনট্র্যাক্টের বিরুদ্ধে বিদ্রোহ হল সেকেন্ড প্রায়োরিটি? প্রথম হল বাড়ির থেকে দূরত্ব। :-)

    তবে ঈশেনের মদ, পারিবারিক চাপ ও বি ই কলেজের ইতিহাসের এই সংগ্রামী থিসিসটা পড়তে হেবি লাগছে। :-))
  • Arijit | 77.103.111.51 | ০২ এপ্রিল ২০০৮ ০২:৪৯397527
  • আর এই থিসিসের অ্যান্টিথিসিস হল গে বুলবুলভাজাটা।
  • Ishan | 12.163.39.254 | ০২ এপ্রিল ২০০৮ ০২:৫৪397528
  • এমা এটাও জানেনা। একে বলে সিস্টেমের মধ্যে থেকে সিস্টেমের বিরুদ্ধে লড়াই।:)

    ডেফিনিটলি ডিগ্রি হল প্রথম প্রায়োরিটি। বিপ্লবই বলুন, বা মদ, তারা দুই নম্বর। আর এমন কোনো বিপ্লবী যদি থেকে থাকেন, যার প্রায়োরিটি অন্য, তবে তিনি যাদবপুর শিবপুর মাথাভাঙা উত্তরপাড়া কোনো কলেজেই ভর্তি হন না।

    তবে প্রায়োরিটিতে দুই নম্বর হলেই কোনো অধিকার গুরুত্ব হারায়, এটা আমি জীবনে প্রথম শুনলাম। মানে যারা দুবেলা খেতে পায়না, তাদের মাথা গোঁজার ঠাঁইয়ের কোনো প্রয়োজন নেই। কারণ ওটা তাদের কাছে দুই নম্বর প্রায়োরিটি। জয় মা তারা।:)
  • r | 198.96.180.245 | ০২ এপ্রিল ২০০৮ ০২:৫৯397529
  • তবে একটা কথা মানি- যেখানেই ডিসিপ্লিন নিয়ে অযথা অতিরিক্ত লম্ফঝম্ফ সেখানেই বদমাইশির আঁতুড়ঘর- স্কুল থেকে কোম্পানি।
  • Blank | 203.99.212.224 | ০২ এপ্রিল ২০০৮ ১১:১১397530
  • আজকে দেশে বেড়িয়েছে বি ই কলেজ , বাড়ি ফিরে তুলে দেবো নেটে।
  • Suvajit | 58.168.13.19 | ০২ এপ্রিল ২০০৮ ১৭:০৯397531
  • আমার অজ্ঞতা মাফ করবেন, কিন্তু কেউ কি বলবেন এই IC টা কি পার্টি? বি ই কলেজে একবার ABVP শুরু হয়েছিলো জানি, বোধহয় এক বছরের বেশী টেকে নি, এই IC কোত্থেকে এলো গো?
  • Arijit | 128.240.229.67 | ০২ এপ্রিল ২০০৮ ১৭:২১397533
  • এরা "ইন্ডিপেন্ডেন্ট' - অ্যাকচুয়ালি একটা খিচুড়ি গোছের জিনিস - বছর কয়েক আগে সিপি উঠে গিয়ে এটা হয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন