এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বি ই কলেজ ও বাওয়ালি

    Blank
    অন্যান্য | ৩১ মার্চ ২০০৮ | ১১৭৭৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Souvik | 216.183.136.2 | ০২ এপ্রিল ২০০৮ ১৭:৪৬397534
  • IC stands for Independent Constituency ২০০২ থেকে শুরু। অনেকে বাইরে বামপন্থী মনোভাবাপন্ন হলে ও collegeanti-SFI ছিলো। CP নাম টার জন্য CP করা টাও ঠিক মেনে নিতে পারতো না। ২০০২ এ প্রথম ঝামেলা শুরু হওয়ার পর IC তৈরী হয় যাতে সেই ছেলেগুলো যোগ দিতে পারে। এটা আমার শোনা version। এটাকে "খিচুড়ি" বলতে পারো আবার anti-SFI একটা front ও বলতে পারো।
  • Arijit | 128.240.229.67 | ০২ এপ্রিল ২০০৮ ১৭:৫০397535
  • খিচুড়ি = মেশানো জিনিস - তো ঠিকই আছে - সেদিক থেকে বামফ্রন্টও খিচুড়ি। চাপ নাই:-)
  • Suvajit | 58.168.13.19 | ০২ এপ্রিল ২০০৮ ১৮:৩১397536
  • বুঝলাম :-) ধন্যযোগ আরিজিত ও সৌভিক।
    তার মানে এদের কলেজের বাইরে কোনো অস্তিত্ব নেই। পেরেন্ট বডি নেই কোনো।

  • a x | 192.35.79.70 | ০২ এপ্রিল ২০০৮ ১৯:০৬397537
  • প্রেসিডেন্সিতে আছে। যদিও প্রেসি'র আইসি আর শিবপুরের আইসির সাথে কোন যোগ নেই। আইসি যথেষ্ট প্রসার করেছে এই ক'বছরে, মেনলি ইনক্লুসিভ আউটলুকের জন্য (obviously যা বিতর্কের উর্দ্ধে নয়)। আপনি যদি ওর্কুটের মেম্বার হন, তাহলে ওখানে IC'র একটা কম্যুনিটি আছে, তাতে প্রেসি'র IC'র ইতিহাস খুব ভালো ভাবে আলোচনা করা আছে। হাইলি ইন্টেরেস্টিং।

  • Arijit | 128.240.229.67 | ০২ এপ্রিল ২০০৮ ১৯:১০397538
  • প্রেসিতে PCSA ছিলো যে?

    তবে একদম যোগাযোগ থাকে না বলে মনে হয় না - শিবপুরে যখন PSA তৈরী হল - এই মামুরা বানিয়েছিলো - তখন ওদের সাথে PCSA-র লোকজনের যোগাযোগ ছিলো। অবশ্য সেটা PSA-PCSA হিসেবে না হয়ে PSA-র ভিতরের CPI(ML) (উদাহরণ) এবং PCSA-র ভিতরের CPI(ML) হবার চান্স বেশি। তবে ছিলো সিওর। আমি দেখেছি।
  • Arijit | 128.240.229.67 | ০২ এপ্রিল ২০০৮ ১৯:১৪397539
  • যোগাযোগ থাকাটা দোষের নয়। উল্টে যোগাযোগ নেই বল্লে মনে হয় ঢপ দিচ্ছে। সিপি এই ঢপটা বহুত দিত।
  • r | 198.96.180.245 | ০২ এপ্রিল ২০০৮ ১৯:২৮397540
  • আইসি সম্পর্কে দু এক কথা আমি যা জানি:

    মূলত: আই সির পূর্বসূরী হল ফ্রি থিংকার্স, সিপি বা এ আই এস এ- কোনোটাই নয়। ফ্রি থিংকার্স শুরু হয় জে এন ইউ-তে- কোনোদিনই খুব বেশি পাত্তা পায় নি। প্রেসিতে আই সি শুরু করে একটি খিচুড়ি কম্বিনেশন- শাশ্বত বা রাজর্ষির মত সুশীল বামপন্থী যেমন ছিল, রাজীবদার মত কংগ্রেসিও ছিল, গঙ্গার (নামটা মনে হয় ঠিক বলছি) মত এ বি ভি পি-ও ছিল, আবার প্রীতমের মত সম্পূর্ণ অরাজনৈতিক ছেলেও ছিল- কোয়ালিশন পলিটিক্সের শেষ কথা। এর আগে প্রেসিতে পি সি এস এ-র জমানা ছিল- রূপমদির ক্যারিশ্মা একটা বড় ফ্যাক্টর ছিল। পি সি এস এ হল সুশীল নকশালপন্থী গ্রুপ। এস এফ আই চিরকালই মার্জিনাল ফোর্স। আই সি সেই সময় অ্যান্টি-সি পি এম অবশ্যই ছিল, তার সাথে সাথে ঘোষিতভাবে "অরাজনৈতিক" ছিল, মূলত: পি সি এস এ-র কট্টর বামপন্থার সাথে টক্কর দেওয়ার জন্য। নব্বইয়ের দশকের প্রথমদিকে এই ধরনের সুশীল অরাজনৈতিক কোয়ালিশন প্রেসির সাধারণ ছাত্রছাত্রীদের কাছে আকর্ষণীয় ছিল, এবং ধীরে ধীরে পি সি এস এ জমি হারাতে শুরু করে। আমাদের সময় আই সি মূলত: দুটি ব্যাপারে পলিটিকাল স্ট্যান্ড নিয়েছিল- মন্ডল কমিশনের বিরুদ্ধে ও বাবরি মসজিদ ধ্বংসের বিরুদ্ধে। বাকি সময় আই সি-র ঘোষিত নীতিই ছিল- কলেজ রাজনীতি শুধু কলেজ নিয়েই, বাইরের বড়ো রাজনীতির সাথে নিজেদের জড়িয়ে নেওয়া আই সি-র নীতিবিরুদ্ধ ছিল। আই সি-র কট্টর অ্যান্টি-সি পি এম রূপ বড়ো হয়ে ওঠে অনেক পরে, এস এফ আই বহু দশক বাদে ইউনিয়ন দখল করার পরে। এবং সিঙ্গুর-নন্দীগ্রাম উত্তর পর্বে আই সি উত্তরোত্তর বামপন্থী রেটরিকের আশ্রয় নেয়। নইলে, আই সি-র আদিপর্বে ওদের পোস্টার বা প্যামফ্লেটে বামপন্থার খুব একটা নামগন্ধ ছিল না। ছাত্রছাত্রীমহলে ব্যক্তিগত পপুলারিটিটা এক নম্বর জোর ছিল, আর সোভিয়েত রাশিয়া পতন ও তিয়েনানমেন স্কোয়ারের সময় বামপন্থার সাথে সম্পর্কহীনতা দুই নম্বর জোর ছিল।
  • Arijit | 128.240.229.67 | ০২ এপ্রিল ২০০৮ ১৯:৩৭397541
  • এই কলেজ রাজনীতি শুধু কলেজ নিয়েই - এইটা সিপিরও বড় স্লোগান ছিলো (বাস্তব অন্য হলেও) - এবং অস্বীকার করে লাভ নাই - অ্যাট্রাক্টিভও ছিলো। বিই কলেজে আইসিও কি তাই বলে?
  • arjo | 168.26.215.54 | ০২ এপ্রিল ২০০৮ ১৯:৩৮397542
  • আই সি আমাদের সময় অ্যাপলিটিকাল ছিল। অ্যান্টি এস এফ আই ছিল। আর আমাদের সময় পি সি এস এ ইউনিয়ন এ এসেছিল। বাকি মোটামুটি র বলে দিয়েছে।
  • r | 198.96.180.245 | ০২ এপ্রিল ২০০৮ ১৯:৪৫397297
  • আরও একটা ব্যাপার ছিল- প্রেসির এক বিশাল সংখ্যক ছাত্রছাত্রী আসত ইংরিজি মিডিয়াম ও দিল্লি বোর্ডের স্কুল থেকে। সাধারণত:, লা মার্টস, মডার্ন হাই, এমন কি সাউথ পয়েন্ট, জেভিয়ার্স, সি বি এস থেকে আসা ছেলেমেয়েদের পুরো ভোটটাই আই সি পেত। অন্যদিকে মফ:স্বল বাংলা মিডিয়ামের ছেলেমেয়েদের পঁয়তিরিশ শতাংশ ভোট এস এফ আই পেত, আর বাকি পঁয়ষট্টি পি সি এস এ।
  • Arijit | 128.240.229.67 | ০২ এপ্রিল ২০০৮ ১৯:৪৯397298
  • প্রথমটা এক্সপেক্টেড, দ্বিতীয়টা ইন্টারেস্টিং!!!
  • arjo | 168.26.215.54 | ০২ এপ্রিল ২০০৮ ১৯:৫০397299
  • এটা ওভার সিম্পলিফিকেশন। অর্ণব ঘোষ পি সি এস এ র জি সেক হয়েছিল। অর্ণব লা মার্টসে পড়েছিল। এরকম অনেক অনেক উদা আছে। এক এক সময়ে এটা বদলে বদলে যায়।
  • r | 198.96.180.245 | ০২ এপ্রিল ২০০৮ ১৯:৫৪397300
  • ব্যতিক্রমের কথা হচ্ছে না- মোট ভোটপ্রাপ্তির অ্যানালিসিস করলে এই দাঁড়ায়- কে কোন সেকশনের কত পার্সেন্ট ভোট পেয়েছে। সে আমিও জেভিয়ার্স থেকে এসেছিলাম।
  • arjo | 168.26.215.54 | ০২ এপ্রিল ২০০৮ ২০:০৫397301
  • মানে সেই অনেক বছরের হিসেব করলে এটাই হয়ত দাঁড়ায় কিন্তু আমাদের সময় সোসিওলজির মতন ডিপার্টমেন্টের ভোট পি সি এস এ পেয়েছিল, এমনকি ইকনমিক্স থেকেও প্রচুর ভোট পড়েছিল। বলতে চাইছি এই জেনারাইলেজ্‌শন টা ৯৩-৯৬ খাটে না।
  • Souvik | 216.183.136.2 | ০২ এপ্রিল ২০০৮ ২৩:০৬397302
  • অরিজিত দা, তোমাদের সময়ে কি হত জানিনা কিন্তু আমাদের সময়ে বাইরের সাথে CPর কোনো contact ছিলো না। আমি CPG.Sec ছিলাম ২০০০-২০০১। এটুকু দ্বায়িত্ব নিয়ে বলতে পারি। আগে পরে কি ছিলো জানিনা। CP ঢপ দিতো টা তোমার ব্যক্তিগত ধারনা ও হতে পারে। College র রাজনীতি টা college এ থাকলে আজকের situation নাও হতে পারতো। এটা কিন্তু ব্যক্তিগত ধারনা :))
  • a | 220.226.46.163 | ০২ এপ্রিল ২০০৮ ২৩:১৭397303
  • চোখের সামনে বেসুতে IC জম্মাতে দেখলাম গ!!!

    আমার জানামতে, বেসুতে আইসি গঠনের পিছনে কয়েকটা কারণ ছিল:

    ১। একটা বড় সংখ্যক apolitical student কে নিজের দিকে নিয়ে আসা

    ২। ২০০২ তে তীব্র গন্ডোগোলের পরে CP হিসেবে থাকতে ভয় পাওয়া

    ৩। কিছু বুদ্ধিমান ও আদর্শহীন ছেলেপুলের খোলা মাঠে ক্ষমতা দখলের লোভ

    ৪। প্রেসি বা JU এর প্রভাবে নামকরণ। আমার মনে হয় they had plans and/or initiaves to integrate IC with preci/JU কিন্তু চিরচরিত ল্যাদ আর রাজনৈতিক দূরদর্শীতার অভাবে বেশীদূর এগোয় নি

    কিন্তু, CP র মাথারাই IC চালাত। বাকিরা পাতি খোরাক ছিল।
  • r | 198.96.180.245 | ০৩ এপ্রিল ২০০৮ ০১:০৭397304
  • তবে যে কোনো ছাত্র রাজনীতিতেই রাজনৈতিক কনটেন্ট যৎসামান্য। যে কোনো ভোটাভুটিতে মূলত: যে ফ্যাক্টর কাজ করে- এক, ব্যক্তিগত আলাপ ও বন্ধুত্ব (র যে পার্টিরই হোক ও আমার বন্ধু), দুই, ব্যক্তিগত প্রেজুডিস (শালা সি পি এমকে দুচক্ষে দেখতে পারি না, বা আর যাকে ভোট দিই শালা সিপি কে দেব না), এবং তিন, হেরিডিটি (এটা ম্যাক্সিমাম বামপন্থী মহলে হয়, বাপকাকারা ওল্ড সি পি এম/ সি পি আই ইত্যাদি, সাধারণত: কাকু বা বড়ো দাদা নকশাল, ছেলেমেয়ে আইদার নকশাল নয় এস এফ আই ইত্যাদি- যদিও ইদানীং শুনছি সি পি এমের শীর্ষনেতৃত্বের সন্তানেরা আই সির নেতৃত্ব দিচ্ছে)। এটা মূলত: পশ্চিমবঙ্গের গল্প। জে এন ইউর মত জায়গায় আরও কিছু এক্সট্রা ফ্যাক্টর কাজ করে, কিন্তু সেগুলোর কোনোটাই খুব একটা রাজনৈতিক ফ্যাক্টর নয়।
  • bozo | 128.111.119.174 | ০৩ এপ্রিল ২০০৮ ০১:০৯397305
  • কলেজ ভোটে পয়সা কোথা থেকে আসে? পেরেন্ট পার্টি থেকে না কি এরাও কমার্শিয়াল হাউসের দাক্ষিণ্য পায়?
  • r | 198.96.180.245 | ০৩ এপ্রিল ২০০৮ ০১:১৫397306
  • কলেজের ভোটে সাধারণত: খুব একটা পয়সা লাগে না- যা লাগে তার বেশির ভাগই হাল পোস্টার, সাইক্লোস্টাইল (অন্য যুগের কথা) ইত্যাদির জন্য- সেটা ইউনিটের চাঁদার থেকেই হয়ে যায়। কোনো কোনো ক্যান্ডিডেট গ্যাঁটের পয়সা খরচা করে পোটেনশিয়াল ভোটারদের বসন্ত কেবিনে নিয়ে যেত- তবে সেটা ব্যতিক্রম। ভারতে কয়েকটি ইলেকশনে দেদার পয়সা খরচ হয় যেমন ডি ইউর ইলেকশন। সেখানে বি জে পি ও কংগ্রেস অ্যাকটিভলি এন এস ইউ আই ও এ বি ভি পির ক্যাম্পেন ফান্ড করে।
  • kd | 76.118.120.131 | ০৩ এপ্রিল ২০০৮ ০১:২২397308
  • সৌভিককে,
    আগে পরে কি জানোনা লিখেছো তাই জানাই - আগে 'ব' নেই, পরে আছে:-))))
  • nyara | 67.88.241.3 | ০৩ এপ্রিল ২০০৮ ০১:৫২397309
  • আমাদের সময়ে যাদবপুরে স্টুডেন্ট ইলেকশনে ডিসিএফ এসে বলত - সাবসিডাইজড খাতা পাওয়া যাচ্ছে না কেন, রাত্তিরে রাস্তার অধিকাংশ আলো জ্বালাবার ব্যবস্থা করতে হবে, ফিজিক্স ল্যাবে যথেষ্ট ইনস্ট্রুমেন্টের ব্যবস্থা করতে হবে - এরকম সব আনইন্টারেস্টিং মানডেন মালপত্র। উলটোদিকে এসএফআই এসে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলত। যেমন রাজীব গান্ধি ঘুষ খেয়েছে কিনা, টাটা-বিড়লাদের হাতে দেশটা বিক্কিরি করে দিচ্ছে কিনা কংগ্রেস সরকার, অ্যামেরিকার বিদেশনীতির ফলে কিউবার কৃষকদের দুরবস্থা। এসবের প্রতিবাদ করার জন্যে সবাইকার উচিত এসএফআইকে ভোট দেওয়া। কিন্তু জালিম ছাত্রসমাজ বছরের পর বছর ডিএসএফকে জিতিয়ে দিত।
  • r | 198.96.180.245 | ০৩ এপ্রিল ২০০৮ ০১:৫৯397310
  • আই সি এসে এই ব্যাপারে কনসেন্সাস তৈরি করল এবং ফর্মালাইজ করল- মূলত: ছাত্র রাজনীতির অ্যাজেন্ডাটা যাতে উচ্চমানের ইউরিনাল এবং ক্যান্টীনের ভেন্ডিং মেশিনের বাইরে কখনই না বেরোতে পারে।
  • Souvik | 216.183.136.2 | ০৩ এপ্রিল ২০০৮ ০২:০৬397311
  • KD দা, মিসটেক,মিসটেক। correct করার জন্য ধন্যবাদ!

    অয়ন, ২০০২ এর পর CP হিসেবে থাকতে public হঠাৎ ভয় পেলো ক্যানো? আরেক টা প্রশ্ন, তোর কোন ব্যাচ? ২০০২-২০০৩ হলে চেনাজানা কিছু public র খবর জানতাম।
  • Arijit | 77.103.111.51 | ০৩ এপ্রিল ২০০৮ ০২:১৪397312
  • সৌভিক - আমি এসএফআইয়ের ইউনিট সেক, এবং হাওড়া জেলার সাথেও যুক্ত ছিলাম - কাজেই সেই সুত্রে অম্বিকা ব্যানার্জী এবং জোলো জাতীয় কংগ্রেসের চেনা মুখগুলোকেও চিনতাম - চিনতে হয়, নইলে রাজনীতি হয় না, কাজেই এগুলো শুধু ব্যক্তিগত ধারণা নয়, বোঝলা:-))
  • Arijit | 77.103.111.51 | ০৩ এপ্রিল ২০০৮ ০২:১৬397313
  • তবে আমি বল্লুম যে - বাইরের সাথে যোগাযোগ থাকলে সেটা খারাপ হবে কেন? এসএফআই এবং সিপি - দুটোই বড় সংগঠন, জাতীয় স্তরের। তাদের সাথে বাইরের যোগাযোগ নেই - এটা শুনলে বরং ঘুড়ায়...;-)
  • Souvik | 216.183.136.2 | ০৩ এপ্রিল ২০০৮ ০২:৪৩397314
  • অরিজিৎ দা, তফাৎ টা হল তোমার ঐ "এবং" টা। CPর কারোর ঐ এবং টা ছিলো না। আমি আমার ৪ বছরে কোনো বাইরের যোগাযোগ দেখিনি। তুমি হয়তো দেখেছো। আমি আমার দেখার basis এ তোমার দেখা টা কে ভুল বলতে পারি না সে ঘুড়ায় যতই হাসুক।
  • Souvik | 216.183.136.2 | ০৩ এপ্রিল ২০০৮ ০২:৫৯397315
  • অয়ন, তোর ১নং প্রশ্নের পরিপ্রেক্ষিতে - apolitical ছেলেগুলো IC টা CPdominated জেনেও just join করে গ্যালো? এটুকু তো জানতো যে ICpolitical কাজ করবে। ২০০২ এর মারামারি টা কিন্তু ঐ join করার পেছনে একটা বড় কারন ছিলো। ২০০২ এও আমি college গেছি।
  • a | 220.225.7.11 | ০৩ এপ্রিল ২০০৮ ১১:০১397316
  • আজ একটু কাজ্‌কম্ম এসে পড়েছে, তাই বিকেলে আসবোখন।

    আমি ২০০৩ ETC। মারামারিটা catalist ছিলো আর সেটাও প্রচারে ফুলিয়ে দেখানো
  • a | 220.225.7.11 | ০৩ এপ্রিল ২০০৮ ১১:২৭397317
  • খালি একটা কথা, CP তে থেকে বাইরের সাথে যোগাযোগ না রাখাটা দ্বিচারিতা।

    নাম itself proves the connection। আর এটাই (হয়তো) ICর গঠনের কারণ।

    apolitical org. এর pros and cons দুইই আছে, যে যেটাকে বেছে নেয়।
  • Suvajit | 59.154.50.124 | ০৪ এপ্রিল ২০০৮ ১১:২৩397319
  • অরিজিৎএর সংগে আমিও একমত পেরেন্ট পার্টির সংগে যোগযোগ থাকাটাই স্বাভাবিক ও যুক্তিসংগত। আমার মনে পড়ছে না আমাদের সময় একদম-ই যোগাযোগ নেই একথাটা সি পি-র কে/কারা বলত। তবে হ্যাঁ সৌভিকের মত আমাকেও (এবং পরিচিত অনেক বন্ধুদের) কখনো লোকাল পার্টি অফিস বা ব্রিগেডে বক্তৃতা শুনতে যেতে হয়নি।

    যোগাযোগ না থাকলে কোনো একটা রাজনৈতিক বিষয় নিয়ে সি পির কি স্ট্যান্ড হবে সেটা কিভাবে ঠিক হবে।
    উদা: সি পি, মন্ডল কমিশনের বিরুদ্ধে অ্যান্টি-রিসার্ভেশন ক্যাম্পেনিং অর্গানাইজ করেছিলো, কিন্তু এস এফ আই যোগ দেয় নি কেননা তারা (এবং সি পি এম) রিসার্ভেশনের পক্ষে ছিলো। সি পি এমএর এই স্ট্যান্ডের অন্যতম প্রধান কারন তারা ভি পি সিংহের জনতা পার্টিকে কেন্দ্রে সমর্থন করছিলো। একই ভাবে কংগ্রেস জনতার অপজিশনে ছিলো।

    সেই কারনেই এই কলেজের মধ্যেই রাজনীতি সীমাবদ্ধ থাকা বা আপোলিটিকাল পার্টি ব্যাপারটা আমার মাথায় ঢোকে না। মানে সিংগুর, নন্দীগ্রাম বা গুজরাট বা যে কোনো রাজনৈতিক দ্বন্দ/বিতর্কে এই পার্টিদের কোনো ইন্টারেস্ট/বক্তব্য/স্ট্যান্ড নেই ? আর কিছু ছাত্রগোষ্ঠীর জন্যো যাদি এরা কলেজের মধ্যেও আন্দোলন করে, তাহলেও তো সেটা পলিটিকাল ইস্যু হবে, তাহলে আপোলিটিকাল মানে কি ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন