এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বি ই কলেজ ও বাওয়ালি

    Blank
    অন্যান্য | ৩১ মার্চ ২০০৮ | ১১৭৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 12.163.39.254 | ১১ এপ্রিল ২০০৮ ২২:৪৮397420
  • বোধির ক্রিটিসিজমের সঙ্গে আমি একমত(মানে ঐ ক্ষুদ্র লেখায় যে অংশটি আমার জন্য নিবেদিত :) )। তবে ব্যাপারটা হল কি, বিভিন্ন টুপি থাকা সত্বেও পপুলার সেন্সে কথাবার্তা মাঝে মধ্যে বলে ফেলি। আমি মাওবাদ সম্পর্কে কথাগুলি খুব হাল্কাচালে বলেছিলাম, টেকনিক্যালি না। :)
  • gandhi | 203.110.247.221 | ১৩ জানুয়ারি ২০১২ ১৬:৫৭397421
  • ছাত্র মারপিট নিয়ে অনেক কথা হছে দেখে "বি.. কলেজ" সার্চ দিয়েই পেয়ে গেলাম... ২০০৮এ তো গুরু পরিনি তাই মিস করে গেছি ...
  • Lama | 117.194.231.141 | ১৩ জানুয়ারি ২০১২ ১৮:২৪397422
  • এই তো আমার পছন্দের টই। রাতের দিকে লিখব
  • gandhi | 203.110.247.221 | ১৩ জানুয়ারি ২০১২ ১৯:০২397423
  • আমাদের ৪ বছরে ২০০৪-২০০৮ এ বি ই কলেজে সর্বাধিক গন্ডগোল হয়েছে ( রিসেন্ট পাস্টের হিসেবে )... কিন্তু একটারও কোনো দরকার ছিল বলে আমাদের মনে হয়নি.. আমি যদিও কোনো ইউনিয়াম করতাম না... একচুয়ালি বি ই কলেজে ইউনিয়ন কোনো কাজের কাজ করতনা বলেই মনে হত...... "রেবেকা" করা ছাড়া..

    @ লামাদা

    লিখুন.. অপেক্ষায় আছি...
  • Mi | 122.172.247.101 | ১৩ জানুয়ারি ২০১২ ১৯:৩৯397424
  • আমারো ঐ মাক্‌ড়া নিখিলরঞ্জন ব্যানার্জীটাকে নিয়ে বহোত কিছু লেখার আছে।
  • gandhi | 203.110.247.221 | ১৩ জানুয়ারি ২০১২ ১৯:৪৩397425
  • লিখে ফেলুন.... আমার হেব্বি ক্ষার আছে... কলেজে নাকি বুট পরে যেতে হবে... একদিন ফাস্ট লবিতে কি ঝাড়ান ঝেড়েছিল মালটা... রায়গঞ্জ দাওয়াই দেওয়ার সাহস ছিল না... মনে মনে দিতাম...
  • bb | 115.117.248.252 | ১৩ জানুয়ারি ২০১২ ২২:০৯397426
  • যেখানে কলেজের অধ্যক্ষে লোকে "মাকড়া' বলে সম্বন্ধে লোকে লেখে , আবার তার সমর্থনে "রায়গঞ্জ দাবাই" দেওয়ার কথা হয়, সেখানে ভদ্রতা আশা কি করা যায়?

  • Nina | 12.149.39.84 | ১৩ জানুয়ারি ২০১২ ২২:১২397427
  • লামার রাত !! কোন শতাব্দিতে আসিবে তা কে জানে--লামাও জানেনা
  • gandhi | 203.110.247.221 | ১৩ জানুয়ারি ২০১২ ২২:১৯397428
  • bb দা

    কোন কলেজ হোস্টেলে এসব চিন্তা ভাবনা হয়না বলুন তো ??? ইয়ার্কি মেরে এসব ভাবা আর সত্যি সত্যি করার মধ্যে অনেক পার্থক্য আছে....

    এরকম বিরক্তিকর লোককে চোখের সামনে দেখলে হয়ত আপনারাও এটাই ভাবতেন....

    একটু আগেই অজয় রায়-এর কথা হচ্ছিল... কি উনার সম্বন্ধে তো কেউ এরকম কথা বলেন নি ..

    ২০০৪-২০০৮ এই সময় বি ই কলেজে যারা ছিল তাদের জিজ্ঞাসা করুন এর থেকে ভালো কিছু শুনতে পাবেননা... এন.আর. ব্যানার্জির নামে

    সরি ... এরকম বলা হয়ত উচিত হয়নি ...
  • byaang | 122.172.247.101 | ১৩ জানুয়ারি ২০১২ ২২:৫৯397430
  • বিবি, রায়গঞ্জ-দাওয়াই বলতে যা বোঝানো হচ্ছে, সেটা কী এই রাজ্যে নতুন? প্রথমবার হল? আমি বছর পনেরো-কুড়ি আগে অধ্যক্ষর গলায় ক্ষুর ধরতেও দেখেছি বহিরাগত কিছু প্রাক্তন ছাত্রকে, অধ্যক্ষের মাথায় কালির দোয়াত উপুড় করে দিতেও দেখেছি, এই খোদ কোলকাতা শহরেই। তখনও কেউ ভদ্রতার আশা করত না।
    তবে হ্যাঁ, এইভাবে লিখে আপনাকে বা আরো অনেককে আঘাত দিয়েছি বলে ক্ষমা চেয়ে নিচ্ছি।
  • aka | 168.26.215.13 | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:০২397431
  • ব্যাঙ বিবি ঐসব কলেজে পড়েন নি তাই জানেন না।
  • byaang | 122.172.247.101 | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:০৮397432
  • আকা, আমাদের কলেজে এক সিনিয়র দিদি একবার কলেজের অফিসে তালা দিয়ে চাবি হেদুয়ার জলে ফেলে দিয়েছিল, ভিতরে সব স্টাফরা আটকে ছিলেন কয়েক ঘন্টা। সেই দিদিদের ব্যাচের বহু ছাত্র-ছাত্রীকে নন্‌কলেজিয়েট করা হয়েছিল ৫০% অ্যাটেন্ডেন্সও না থাকার কারণে। সবাইকে কলেজের পরীক্ষায় অ্যালাও করতে হবে এই দাবিতে ঘেরাও, স্লোগান, মিছিল, সব শেষে মানিকতলা বাজার থেকে তালা কিনে এনে অফিসের দরজায় তালা দিয়ে দেওয়া।
    আর প্রিন্সিপালকে হেকেল করা! উদাহরণ দিতে গেলে রাত কাবার হয়ে যাবে।
  • aka | 168.26.215.13 | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:১১397433
  • অ্যাঁ সত্যি??? ব্যাং তুই কি প:ব:য়ে পড়েছিস? আর ইউ শিওর? মানে বলা যায় না তোকে কেউ ভুল বোঝাতে পারে। ওটা হয়ত হেঁদুয়ায় ফেলা হয় নি, শুধু ফেলার ভয় দেখানো হয়েছিল। কতরকম ওপেন কোশ্চেন আছে তার উত্তর দিতেও রাত কাবার হয়ে যাবে।
  • byaang | 122.172.247.101 | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:১৮397434
  • আকা, :-))। দিব্যি আমাদের চোখের সামনে হেদুয়ার জলে ফেলল, আমরাও তখন ছানাবিপ্লবী কিনা, ট্রেনিং চলছে, ক্লাসে পুরানো আমলের পাখা জোরে ঘোরে না বলে ইউনিয়ন রুমে যাই, সেই ঘরটা ঠান্ডা বলে। সেদিন অবিশ্যি ঐ দিদির সাহস দেখে দিদিটাকে হেব্বি ঘ্যাম লেগেছিল। ইউনিয়নের ছেলেরাই আবার সেনাপতির দোকান থেকে রোল ভাজিয়ে অফিসে আটক স্টাফদের খেতে দিল, ক্যান্টিন থেকে চা আনানো হল, ইউনিয়নের জিএস তালা ভেঙ্গে উদ্ধার করল, অবিশ্যি তার আগে সব্বাইকে অ্যালাও করা হবে সেই প্রতিশ্রুতি আদায় করা হয়ে গেছিল।
  • a | 208.240.243.170 | ১৪ জানুয়ারি ২০১২ ০০:২৭397435
  • সে বি ই কলেজের হোস্টেলের ভাষা নেহাতই নস্টালজির বিষয়।

    কিন্তু, কলেজে বুট পরে যেতে বলায় সমস্যা কোথায়?
  • Sibu | 74.125.59.177 | ১৪ জানুয়ারি ২০১২ ০০:৩৪397436
  • ইকি রে, সবাই বলছে পরিবত্তন হয় নাই।
  • bb | 14.96.24.30 | ১৪ জানুয়ারি ২০১২ ১০:০৯397437
  • অদ্ভুত ব্যাপার, কোন রকম বাজে ব্যাপারকেই সমর্থন করা হয় নি, সেটা বিপ্লবী বা অতি-বিপ্লবী যারাই করুক।
    বাম আমলে ছাত্র-রাজনীতির কোন অবনতি হয় নি সেটাও কেউ দাবি করেনা।
    ব্যাপারটা হল এই সম্পর্কটা আজ-কাল একটা ক্রেতা-উপভোক্তা পর্যায়ে পৌঁছে গেছে। আর কোন উপাচার্য ব্যক্তি যিনি আমার যত অপছন্দেরই হোক , তাকে এই রকম ফোরামে অশিষ্ট নামে ডাকার আগে আরও সতর্ক হওয়া উচিত বলে মনে হয় আমার।
    যাই হোক এই ব্যাপারটা এখানেই দাঁড়ি -কেন না আমার প্রতিবাদ টা যারা বলেছিলেন তারা বুঝেছেন।
  • gandhi | 203.110.246.25 | ১৪ জানুয়ারি ২০১২ ১১:১২397438
  • a দা
    সকালে উঠে লাইনে দাড়ানোটা মেইন সমস্যা ছিল... বুট পরার সময় কোথায় ??? সাত সকালে ঘুম থেকে উঠে ৮তর সময় ক্লাসে যাওয়ার কষ্টটা ভেবে দেখুন... সেখানে বুট পরে নাকি সেসব নিয়ে মাথা না ঘামিয়ে তার কি অন্য কাজ ছিলনা ???
  • kd | 59.93.198.208 | ১৪ জানুয়ারি ২০১২ ১১:৫৭397439
  • গান্ধী, আপনিও আমাদের কলেজের? বা:, ভালো - এখানে এত পাকিদের ভীড় হয়েছে, একটু রিলিফ পেলুম।

    এখন কলেজ ৮টা থেকে নাকি? আমাদের সময় এমন হ'লে একটা ক্লাস কম ডুব দিতে হ'তো। ওই কালে তো ৭-১১, ১-৪:৩০ ছিলো।
  • a | 208.240.243.170 | ১৪ জানুয়ারি ২০১২ ১২:৪৬397441
  • ঐ যে বললাম, ছাত্র সময় ও তার পরবর্তী জীবন কত্ত আলাদা!!

    গান্ধী (দাদা দরকার নেই, ,a ই বেশ) তো এখন চাকরি করেন নিশ্চয়। দোকানের sartorial guidelline মেনে চলেন তো?
    অন্তত সময়ে আপিস যান তো? মোদ্দা কথা কিছু নিয়ম তো মেনেই চলেন, তাই না?

    তো সেটা মেনে নিতে তখনো আপত্তি কি ছিল? রাতে হোস্টেলে রাত তিনটেয় না শুয়ে ২ টোয় শুলেই হয় :)

    আর কি জানেন, কালচার এমনি জিনিস যে কমফর্ট জোনের বাইরে ভাবতে শেখায় না। নইলে দেখতেন এয়ারহোস্টেস বা হোটেল mgmt ছেলে মেয়েদের শুধু বুট না, পুরো দস্তুর ড্রেস্‌সড হয়ে (আর ৮ টার আগেই) কলেজ যেতে হয়।

    আর শেষ কথাটা হল এই, আর এটা হয়তো পুরো প: বঙ্গেই ভ্যালিড, যে ঠিক এইরকম পার্সোনাল ভেনে্‌জন্স কে পলিটিকাল তথা সোশাল কালার দিয়ে দেওয়া হচ্ছে। মানে, "শালা জুতো পরিনি বলে ঝেড়েছিল, আজ ঘেরাও আছে, চল দুটো খিস্তি মেরে চাটি মেরে আসি", এই মনোভাব দুর্লভ নয়
  • gandhi | 203.110.246.25 | ১৪ জানুয়ারি ২০১২ ১৩:৩৭397442
  • a

    মিললনা... বি ই কলেজ যে ল্যাদ খাওয়া শিখিয়েছে সেটা বজায় রাখছি... চাকরি বাকরি গুলি মেরে এখন পি.এইচ.ডি. করছি... ১০তয ঘুম থেকে উঠে হওয়ায় চপ্পল পরেই ল্যাবে যাই.. তার আগে স্যারও আমাকে ফোন করেননা ... যাই হোক ... এগুলো বেকার কথা বার্তা...

    মানছি কর্পোরেট চাকরি বুট পরা, এসব করতে গেলে এসব লাগে... ভালো... তাহলে প্রফদেরও ড্রেসকোড চালু হয়নি কেন ??? বসদেরও বুট পরেই আসতে হয় জানি... ল্যাবের জিনিসপত্তর ভেঙ্গে পরে থাকলে সারায়নি কেন ??? আমি বলতে চেয়েছি যে জুতো পরে আসার থেকেও আগে জরুরি ক্লাসে যাতে সকলে আসে সেটার ব্যবস্থা করা...

    ল্যাবে জুতো পরে আসতে সকলে বাধ্য ছিল .. সকলেই (স্টুডেন্টরা) সেটা মানত.. তারপর দেখা যেত যে প্রফ বা যে এসিস্টেন্ট কাজ করছে সে হাওয়াই চপ্পল পরে ... এরপর কি ছেলেরা কিছু ভাবতে পারেনা ??? সেটাও কি স্টুডেন্টদের দোষ ??? এক্সপেরিমেন্ট বুঝিয়ে দেওয়ার পর বলা হত মেসিন খারাপ আছে , এক্সপেরিমেন্ট হবেনা .. শুধুই বুঝিয়ে দেওয়া হবে... কিন্তু বাবা জুতো সবার পরা চাই...

    ঘেরাও হয়ই .. এটা খুব একটা খারাপ বলে আমার মনে হয়না... বি.ই কলেজের মত জায়গায় যেখানে এসেফাই ছাড়া বাকি দলের মানে আইসির বাইরের কোনো হোল্ড নেই সেখানে তারা করবেই বা কি ??? প্রতিদিন বসে বসে মার খাবে আর যার প্রশ্রয়ে সেটা হচ্ছে তাকে গিয়ে স্মারকলিপি জমা দিয়ে বত্রিশ পাটি দেখিয়ে ফেরত আসবে ??? প্রফদের খিস্তি করাটা খারাপ ... কিন্তু তাদের উপর ক্ষার থাকবেনা এটা কেমন কথা !!!
  • gandhi | 203.110.246.25 | ১৪ জানুয়ারি ২০১২ ১৩:৩৮397443
  • kd দা

    এখন ৮-১১:৪০ তারপর ১-৪

  • gandhi | 203.110.246.25 | ১৪ জানুয়ারি ২০১২ ১৩:৪২397444
  • লামাদার রাত কবে হয় ???
  • kd | 59.93.198.208 | ১৪ জানুয়ারি ২০১২ ১৩:৪৭397445
  • আগে খেয়াল করিনি, এখন তো কলেজ আর ফুল্লি রেসিডেন্সিয়াল নেই - বাইরে থেকে ৭টায় ক্লাস করতে যাওয়া মুশকিল।

    আর হ্যাঁ, আগের পোস্টে খুব ভুল হয়ে গ্যাচে - একটা ডি: দিতে মিস করে গেচি। সেটা হ'লো পাকি = আইএসাই :)
  • Lama | 117.194.243.36 | ১৪ জানুয়ারি ২০১২ ১৪:৪৮397446
  • হেঁ হেঁ গান্ধী, আই মিন গাঁধিজি, গুগল ব্যান হবে শুনে মূহ্যমান কাম বাক্যহারা হয়ে পড়েছিলেম

    জুতোর ব্যাপারটা আমারও ছাত্রজীবনে অসহ্য লাগত। কিন্তু এখন মতের পরিবর্তন হয়েছে। কোনো কোলেজে ক্যাংপাস ইন্টারভিউ নিতে যখন যাই, যদি দেখি ছেলেপুলে হাওয়াই চটি পরে ফ্যা ফ্যা করে ঘুরছে, কেমন মনে হয় "এরা আবার কর্পোরেট জগতে কাজ করবে কি?' আমার মতটা ভুল হতে পারে, কিন্তু এরকম ভাবনা আসে।

    সুতরাং নিজেদের স্বার্থেই ছাত্রদের এই ড্রেসকোডটোড গুলো মেনে চলাই ভালো মনে হয়। প্রফেসরদের জুতো না পরা ইত্যাদি নিয়ে শান্তিপূর্ণ ভাবে প্রশ্ন তোলাই যেতে পারে- ঘেরাওটেরাও আমরাও করেছি কিন্তু লংটার্ম সমধান কখনো ঘেরাওএর ফলে হতে দেখি নি।

    আর নিখিল বন্দ্যো- আমি ভি সি হিসেবে তাঁকে কখনো পাই নি। কিন্তু একবার বি ই কলেজে নিজেদের মধ্যে ঝামেলায় একজন ছাত্রের মৃত্যুর তিন ঘন্টা পর ভদ্রলোককে দেখেছিলাম গলায় গাঁদাফুলের মালা পরে পটুলিতে লোকসংস্কৃতি মেলার প্রধন অতিথি হতে- তখন মন এটাই বলেছিল "মাকড়া"-
    স্বাভাবিক সৌজন্যবোধে ওটা মুখে বলা বা লেখ থেকে বিরত ছিলাম, আজ প্রসঙ্গ উঠল বলে স্বীকার করছি।
  • a | 208.240.243.170 | ১৪ জানুয়ারি ২০১২ ১৬:০৯397447
  • গান্ধীবাবু, আপনি হাসালেন।

    চোতা করেননি কোনদিনও? আগের বছরের স্টুডেন্টদের খাতা থেকে টুকে জমা দেননি? ঐ যে কি বলে attachই করেননি? বই খুলে পরীক্ষা? আগে নিজেদের দিকে তাকালে অনেক প্রস্নের উত্তর এমনিতেই এসে যাবে :) (এটা নিজেকে ইনক্লুড করেই বলছি)

    আর যখন প্রশ্নটা তুল্লেনই, তখন বলুন দেখি, কটা ঘেরাও স্ট্রাইক ইত্যাদি infrastructureএর উন্নতি, প্লেসমেন্ট এসব নিয়ে হয়েছে? আর কটা ঘেরাও হয়েছে সেইসব ছত্রদের পরীক্ষায় বসতে দেওয়া নিয়ে যাদের attendence নেই।

  • gandhi | 203.110.247.221 | ১৪ জানুয়ারি ২০১২ ১৬:৫৭397448
  • ঘেরাও দিয়ে লং-টার্ম সলুসন হয়না, কিন্তু তাত্‌ক্‌ষণিক কিছু তো হয় ?? বি ই কলেজে কোন ছেলেটা লং টার্ম পলিটিক্স বা লং টার্ম গোল নিয়ে ভাবে সন্দেহ আছে ???

    ইনফ্রাস্ট্রাকচার বা এসবের জন্য কিছু হয়নি বলাটা ভুল... হযেছে অল্প অল্প... সেগুলো মিডিয়া কভারেজ পায়নি.. তাই কলেজের ভিতরের ছেলেরা ছাড়া কেউ জানতে পারনি...

    প্লেসমেন্ট নিয়ে সেই কয়েকবছর হয়নি কোনো ঝামেলা কারণ তখন বাজার খুব ভালো ছিল.. তা সত্তেও প্লেসমেন্ট নিয়ে হালকা চিঠি চালাচালি ছোট্ট-খাট বিক্ষোভ হতই .. আমাদের ৪ বছরে এটা কোনো সমস্যা হয়নি ...

    যেকোনো কারণে পরীক্ষা বন্ধ বা ঘেরাও এটা সাপোর্ট যদিও করতামনা ... তবু সেই সময় একা হিরো হয়ে পরীক্ষা দিতে যাওয়ার ভয় ছিল... আর কিছু লোক পরীক্ষা বয়কটকে নিজ অধিকার ভাবত (কারণ সবাই জানত এটা মেনে নেবেই..)... এই সব ঘেরাও বা স্ট্রাইক সমর্থন করার কথা আমি বলিনি... এটা আগেই লিখেছি যে আমাদের সময় যতগুলো ঝামেলা হয়েছে তার একটার হয়ত কারণ ছিলনা... কিন্তু কয়েকটা ক্ষেত্রে সেটা ছাড়া কোনো উপায়ও ছিলনা...
  • bb | 14.96.24.30 | ১৪ জানুয়ারি ২০১২ ১৮:৪৩397449
  • গান্ধী- তোমার বয়স কম, তাই চিন্তাধারাটা ঠিক আছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে উপলব্ধিটা বদলাবে, এটা অর্জন করতে হবে। অন্যরা যতই বলুক এই মূহুর্তে হয়ত তুমি মানবে না। যেমন "লামা" বলেছে - আমিও মনে করি যে Discipline কম বয়েস থেকেই শিখতে হয়।
    ঘেরাও করে খুব স্বল্প মেয়াদী লাভ হয়, আর এই অস্ত্রটা এত বাজে ভাবে ব্যবহৃত হয়েছে এটি তার ধার হারিয়েছে।
  • pi | 72.83.83.28 | ১৪ জানুয়ারি ২০১২ ১৮:৫২397450
  • কানপুরে গিয়ে যখন দেখলুম প্রফরাও বারমুডা আর হাওয়াই চপ্পল ফটফটিয়ে ক্লাশ নিতে চলে আসেন ( অবশ্যই প্র্যাকটিকাল ল্যাবে নয়), তখন দেখে একটু অবাক ই লেগেছিল, তারপর বহু পড়াশুনার জায়গাতেই এরকম ব্যাপার দেখলাম। শিক্ষক ছত্র সবাই খুব ইনফর্মাল।
    খুব অসুবিধে হয় কি ?
  • bb | 14.96.24.30 | ১৪ জানুয়ারি ২০১২ ১৯:০৩397452
  • পাই - ইনফরমাল হওয়া কেন খারাপ হবে?
    দুটোতেই স্বছন্দ হতে হবে। প্রবলেম হচ্ছে যখন আমি একটাকেই মানব অন্যটা মানতে চাইব না।
    প্রতিষ্ঠানের নিয়ম মানাই ভাল, যদি তার উদ্দেশ্য ভালো হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন