এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • যখন সাহায্য দরকার হয়

    Blank
    অন্যান্য | ০৮ মার্চ ২০০৮ | ৩৭৫৮৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | 59.93.213.218 | ০৮ মার্চ ২০০৮ ১৯:৪৪397786
  • অনেক রকমের সাহায্যের দরকার হয় অনেক সময়। চারদিক থেকে আসে মেল, অনেক রিকোয়েস্ট। সেগুলো কে ভাটে দিলে হারিয়ে যাবে হয়তো। আমি এখানে রাখবো এবার থেকে।
  • Blank | 59.93.213.218 | ০৮ মার্চ ২০০৮ ১৯:৫১397897
  • ************************************************************
    কিডনি ট্রানসপ্ল্যান্ট
    ************************************************************

    মধুমিতা একটা ছোট্ট পুঁচকে মেয়ে। বয়স মাত্র ১০। দুটো কিডনিই আপাতত অকেজো। যত তাড়া তাড়ি সম্ভব সার্জারি করাতে হবে। আপতত ডায়ালিসিস চলছে দুদিন অন্তর অন্তর। ডায়ালিসিসে পদ্ধতি টাও ঠিক সাধারন নয়। এত ছোট বলে নর্মাল পদ্ধতি তে ডায়ালিসিস করানো যাচ্ছে না। সমস্যা বাড়ছে। চামড়ার নীচে ব্লাড ক্লডিং শুরু হয়ে গেছে।
    আপাতত দরকার অপারেশানের জন্য টাকা। মোটামুটি ২০০,০০০ মতন পরবে। মেয়েটির বাড়ি দক্ষিন কোলকাতার বস্তি অঞ্চলে। বাবা কিছুই করেন না, মানে স্থায়ী কোনো উপার্জন নেই। এদিক সেদিকে কাজ করে সংসার চালান মা। মাসিক উপার্জন ২০০০ এর বেশী হয় না কখনো। তাই সবার সাহায্য ছারা অসম্ভব এই টাকা জোগাড় করা। যদি কেউ ইচ্ছুক হোন সাহায্য করতে তো যোগাযোগ করুন আমার সাথে।
    কারোর যদি SSKM এ কোনো চেনা জানা থাকে তাহলেও কনট্যাক্ট দিন, খুবই উপকার হবে। মেয়েটি SSKM এ ভর্তি। Dr. S K Bhattacharya দেখছেন।

    আমার মেল : Dwaipayan.Basu জিমেলে।
  • Blank | 59.93.217.17 | ১০ মার্চ ২০০৮ ২৩:৩৪398008
  • ওপরে তুলে দিলাম শুধু
  • Blank | 203.99.212.224 | ১২ মার্চ ২০০৮ ১৩:৩০398119
  • যাস্ট ওপরে তুলে দেয়া
  • Blank | 203.99.212.224 | ১৭ মার্চ ২০০৮ ১২:৪৯398341
  • এখানে পোস্ট করার পর থেকে, অনেকেই এগিয়ে এসেছেন মধুমিতা কে সাহায্য করার জন্য। তাঁদের কে অজস্র ধন্যবাদ। যে ভাবে তাঁরা হাত বাড়িয়ে দিয়েছেন, তাতে সত্যি আমি অভিভুত।

    আজ অব্দি আপডেট :
    এখন ডায়ালিসিস চলছে একদিন অন্তর অন্তর। বায়োপসি হয়েছে গত বুধবার, তার রিপোর্ট পাওয়া যাবে ২৩ তারিখে।
    শনিবার আমার সাথে ডাক্তার বাবু কথা হয়। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে বায়োপসি রিপোর্ট যদি ভাল হয়, তবে কি ট্রান্সপ্ল্যানটেশান না করলেও চলবে? তাতে উনি বলেন যে, বায়োপ্সি রিপোর্ট পেলে উনি বলতে পারবেন যে কত তাড়াতাড়ি ট্রান্সপ্ল্যানেটাশান করতে হবে। কিন্তু এটা করা ছারা অন্য কোনো পথ নেই।
    উনি ই বলেন যে ছোট বেলায় নিশ্চয় জনডিস বা কোনো বড় রোগ হয়েছিল মধুমিতার। যার ঠিকমতন চিকিৎসা হয় নি , আর তার ফলেই এই হাল।
    মধুমিতার বাবা মার কাছ থেকে খোঁজ নিয়ে জানলাম যে, জনডিস এবং টাইঅফয়েড দুই ই হয়েছিল। এবং ওর বাবার কথা থেকে যা বুঝলাম, তা হলো যে কোনোটারই চিকিৎসা তেমন কিছু হয় নি।
    আপাতত বায়োপসি রিপোর্ট এর জন্য অপেক্ষা করছি। এই সপ্তাহে ওর বাবা মা ব্লাড টেস্ট আর আরো কিছু টেস্ট শুরু হবে (ওনারাই যেহেতু ডোনার হতে চান)।
    পরে আমি আবার আপডেট দেবো।
    সবাইকে ফের ধন্যবাদ মধুমিতার তরফ থেকে, আর আমাদের তরফ থেকে।
  • Blank | 59.93.213.254 | ১৮ মার্চ ২০০৮ ২২:৪০398424
  • গত কাল থেকে মধুমিতার নিমোনিয়া ধরা পরেছে। আজ থেকে তার জন্য আলদা করে ইনজেকশান শুরু হলো। আমরা চিন্তায়।
  • Blank | 59.93.247.155 | ২৬ মার্চ ২০০৮ ২৩:২৫398435
  • আজকে হাতে এসেছে বায়োপসি রিপোর্ট। একই কথা বলেছেন সবাই যে কিডনি বদলাতেই হবে। আর কোনো রাস্তা নেই।
    কিন্তু সমস্যা অন্য জায়গায়। এই মুহুর্তে অপারেশান সম্ভব নয়, কারন মেয়েটির ওজন খুব কম, অ্যাকিউট অ্যানিমিয়া, আর কিডনির সাইজ ছোট। তার ওপর নিউমোনিয়া এখনো পুরো সারে নি।
    আপাতত ডায়ালিসিস করতে হবে মাস দু-তিন। আর চলবে ওষুধ, ইনে্‌জকশান। ডাক্তার আশা করছেন যে তার মধ্যে অ্যানিমিয়া কমিয়ে, ওজন বাড়ানো যাবে কিছু টা। তার পর ওর মার কিডনি বসানো হবে ওর শরীরে।
    ফলে অপারেশান না হওয়া অব্দি ধারাবাহিক বাদে একটা ওষুধের খরচ থাকছে, যা মাসিক ১০,০০০ থেকে ১২০০০ মতন। তবে বহু মানুষই এগিয়ে এসেছেন এখনো অব্দি টাকা দিতে। তাই আপাতত আমরা কয়েক মাস খরচ চালাতে পারবো। কোনো অসুবিধে হবে না।
    কিছুদিন অন্তর অন্তর আমি আপডেট দিতে থাকবো আবার। যত তাড়াতাড়ি এই সমস্যা গুলো কাটবে, তত তাড়াতাড়ি অপারেশান টা করে নেয়া যাবে।
    বায়োপসি রিপোর্ট এখানে আমি আপলোড করে দিলাম



  • Div0 | 203.187.134.12 | ১০ এপ্রিল ২০০৮ ১৪:২৮398446
  • একটা in-house campaign পেলাম। কোনো ওয়েবলিঙ্ক নাই, তাই টাইপ করে দিচ্ছি পুরো খসড়াটা


    "Little Hearts Can Keep Beating Free of Cost …

    For most parents of children requiring heart surgery, the cost is unaffordable.

    Now here is good news. An Institute in Bangalore, India, performs any kind of heart surgery, free of cost:

    Sri Sathya Sai Institute of Higher Medical Sciences, E.P.I.P. Area, Whitefield, Bangalore – 560066, Karnataka, India

    Telephone: +91-080-28411500
    Fax: +91-080-28411502
    Email: [email protected]
    URL: http://www.sssihms.org.in

    Please show heart, by passing this information on to all the people you know. It just might reach someone, somewhere, who needs it."


  • Abhyuday | 71.59.3.22 | ১৩ মে ২০০৮ ২০:৫৮397787
  • এখানে নরেন্দ্রপুরের অনেকে আসেন। একটা মেল তুলে দিলাম

    Dear Brother,

     

    Our beloved Rasikda ( Prof. Rasik Chakraborty, Retired teacher, Department of Mathematics) is seriously ill. He is suffering from a severe Kidney problems and
    both of his Kidneys have been affected. The required treatment involves a lot of money. Would you please urgently contribute to a fund that Mahavidyalaya
    Praktani has decided to create specifically for this purpose. Please send cheques/ Demand Drafts in favour of " Mahavidyalaya Praktani" and send them to

    Secretary,

    Mahavidyalaya Praktani

    Ramakrishna Mission Residential College

    Narendrapur

    Kolkata- 700103

    You may contact 9433343046 (Nanigopal Mandal) for any further query.

     

    Best wishes,

    Nanigopal Mandal

    Secretary

  • d | 121.247.66.165 | ২৮ মে ২০০৮ ১৩:৩৮397798
  • মধুমিতা কেমন আছে?
  • Blank | 59.93.207.2 | ২৮ মে ২০০৮ ২১:২৩397809
  • এই সপ্তাহে ভাল আছে। গত স্পতাহ খানেক আগে অব্দি একটু টেনসন ছিল। ফ্লুইড ইনফ্লো আউট ফ্লো তে সমস্যা হচ্ছিল। এখন আগের মতন ফের।
  • Blank | 203.99.212.224 | ২৯ মে ২০০৮ ১৩:২৪397820
  • আজ সকাল থেকে সিচুয়েশান কিছুটা খারাপ। কাল হয়তো ওর একটা অপারেশান হবে ছোট। ডিটেলস টা জেনে নিয়ে পরে জানাবো।
  • S | 202.140.54.181 | ২৫ জুন ২০০৮ ১১:৩০397831
  • আমার ছোটবেলার বন্ধু সুদীপ্ত। তার ৭ মাসের মেয়ে ঐশ্বর্য্যের কঠিন প্রবলেম হয়েছে। সেপ্‌টিসেমিয়া। কিডনি থেকে যে দুটো রেনাল টিউব যায় মূত্রনালীর দিকে, তার একটা ড্যামেজ্‌ড। রাতারাতি ভেলোর নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে একটা অপারেশনের পর মেয়ে মোটামুটি সুস্থ হয়েছিল, কিন্তু এ মাসের গোড়ার দিকে আবার হঠাৎ করে প্রবলেম শুরু হয়, মেয়ে প্রায় মৃত্যুর মুখে পৌঁছে যায়, থ্যাঙ্কস টু বাংলা বন্‌ধ। পুরো একদিন তার কোনও চিকিৎসা করা যায় নি, কারণ কোনও ট্যাক্সি তাকে নিয়ে যেতে রাজি হয় নি, কোনও ডাক্তার ফোন ওঠায় নি , ইত্যাদি ইত্যাদি। অবশেষে যখন তাকে নিয়ে যাওয়া সম্ভব হয়, বাড়ির কাছে অ্যাপোলোতে (কলকাতা) তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে তার এমার্জেন্সি বেসিসে অপারেশন হয়, চারদিন আইসিইউতে রাখার পর এখন সে মেয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, কিন্তু এখনও তার হাত পা শক্ত, চোখের মণি স্থির, আরও কী সব যেন ভয় লাগা সিম্পটম।

    সম্ভবত ওর আরও একটা অপারেশন করা জরুরি। এবং তার সাথে সাথে বেশ কিছুদিনের জন্য আইসিইউতে রাখাও।

    ইতিমধ্যে ভেলোর এবং অ্যাপোলো কলকাতায় চিকিৎসা বাবদ প্রায় পৌনে দু লাখ টাকা খরচ হয়ে গেছে। সঙ্গীসাথীদের সাহায্যে সে টাকার ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু আগামী অপারেশন ইত্যাদির জন্য এখনই ওর ক্যাশ দরকার। এস্টিমেটেড দু লাখ আরও।

    সবার কাছে আবেদন, যদি সম্ভব হয়, যা সম্ভব হয়, সাহায্য করো / করুন।

    সুদীপ্ত চ্যাটার্জির মোবাইল নম্বর +91 9230549389
    তার আইসিআইসিআই ব্যাংক অ্যাকাউন্ট নম্বর: 004201504289
    তার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট নম্বর 10826702190

    অথবা আমার অ্যাকাউন্ট নম্বর; আইসিআইসিআই ব্যাংক : 003101504915
  • S | 202.140.54.29 | ২৭ জুন ২০০৮ ১৮:৩২397842
  • একটু ওপরে তুলে দিলাম।

    পয়সার খুব দরকার।
  • Blank | 65.218.154.195 | ২৯ আগস্ট ২০০৮ ০৪:১৫397853
  • ফের একটা সাহায্যের জন্য আবেদন। এবারে এই দুটো বাচ্চার জন্য,
    http://www.anandabazar.com/archive/1080815/15swasth2.htm

    http://www.anandabazar.com/archive/1080815/15swasth6.htm

    এবারে টাকার একটা মোটা মুটি ব্যবস্থা হয়েছে। এখানকারই একটি সফটওয়ার কোম্পানি রাজী হয়েছে স্পনসর করতে মোটামুটি অনেকটাই।
    কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। ওরা টাকা টা হাতে দেবে না, কোনো এক অর্গানাইজেসান যদি দায়িত্ত নেয় তবেই ওরা তাকে টাকা দেবে, আর অর্গানাইজেসাম সেই টাকা বাচ্চা দুটো কে দেবে।

    কেউ যদি কোনো NGOর সাথে একটু কথা বলে দেখো, যদি কেউ একটু রাজি হয় রিসিভ করতে টাকাটা তো সমস্যাটা মেটে। কেউ একট চেষ্টা করো প্লিজ। যদি কারোর চেনা কোনো সংস্থা, রোটারি ক্লাব, কেউ যদি একটু দায়িত্ত নিতে চায়। যাস্ট টাকাটা রিসিভ করে ওদের কাছে পৌছে দেয়া।

    আমাকে মেল করতে পারো,
    [email protected]
  • d | 117.195.35.22 | ১৩ নভেম্বর ২০০৮ ২০:০২397864
  • কেউ যদি কিছু করতে পারেন দেখুন প্লীজ
    http://www.sachalayatan.com/tareq/19768
  • a x | 143.111.22.23 | ১৩ নভেম্বর ২০০৮ ২০:৫৫397875
  • এই তারেক কি কনফু?
  • d | 117.195.35.22 | ১৩ নভেম্বর ২০০৮ ২০:৫৬397886
  • না না।
  • Sudipta | 122.169.136.73 | ১৪ নভেম্বর ২০০৮ ১৫:৫৬397898
  • সিকি-দা,
    ২৫ শে জুনের পোস্ট-টার আর কোনো আপডেট দিলে না তো!
  • siki | 203.122.26.2 | ১৪ নভেম্বর ২০০৮ ১৬:৩৬397909
  • আপডেট আর কিছু দেবার নেই। যুদ্ধে হেরে গেছে সে। বেঁচে আছে, কিন্তু মস্তিষ্ক পার্শিয়ালি নষ্ট হয়ে গেছে, যতদিন বেঁচে থাকবে, মানসিক বা শারীরিক প্রতিবন্ধী হয়েই বেঁচে থাকবে।
  • Blank | 203.99.212.224 | ২৩ ডিসেম্বর ২০০৮ ১১:০৮397920
  • বোম্বে ফেনোটাইপ ব্লাড গ্রুপ কারোর আছে? খুব দরকার
  • pi | 69.255.233.93 | ০৩ এপ্রিল ২০০৯ ১৮:৩৯397931
  • এই মধুমিতার শুনলাম সাত তারিখ অপারেশন। ডোনার পাওয়া গেছে কিন্তু টাকার অভাবে নাকি অপারেশন পিছিয়ে যাচ্ছে । অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে আর এখন ই কিছু না করালে হাসপাতালের ফ্রি বেডে নাকি আর রাখবে না। প্রায় লাখ দেড়েক টাকা এখুনি জোগাড় করতে হবে। বুনান তোরা কি এখনো আছিস এই টাকা তোলার মধ্যে ?
    TIFR এর কিছু লোকজন তুলছে।
    এখানে কেউ কোনোভাবে সাহায্য করতে উৎসাহী হলে একটু জানাবেন, ওরা যোগাযোগ করে নেবে।

  • Blank | 170.153.65.23 | ০৩ এপ্রিল ২০০৯ ১৮:৪৬397942
  • হুঁ এটা জানি। আমাদের সমস্যাটা অন্য জায়গায়। মেলে বলছি তোমায়।
  • Blank | 59.93.194.94 | ১৩ জুন ২০০৯ ২০:৪৭397953
  • কোলকাতা বাসি কেউ কি ব্লাড ডোনেট করতে ইচ্চুক। কাল ক্যালকাটা মেডিকেলে একটা ব্লাড ডোনেশান ক্যাম্পের আওয়জন করা হয়েছে। দুপুর ৩ টে থেকে ৬ টা।
    এখন ব্লাডের খুব অভাব চলছে। আমরা খুব বেশী লোক জোগাড় করেও উঠতে পারছিনা।
    কেউ ইচ্চুক হলে আমার সাথে একটু যোগাযোগ করুন দয়া করে।
  • Blank | 203.99.212.224 | ১৬ জুন ২০০৯ ১৯:৪১397964
  • মধুমিতার কিডনি ট্রান্সপ্ল্যান্ট শেষ হয়েছে একটু আগে। ডাক্তার বলছে অপারেশান ঠিক ঠাক হয়েছে। কিডনি অল্প ইউরিন তৈরী করছে।
    যেহেতু ডোনারের কিডনি সাইজে একটু বড়, তাই সেটা পুরো মাপমতন হয় নি (ঐরকম একটা কিছু), তাই পুরোপুরি কাজ করতে একটু সময় যাবে। আরো দু -তিনটে ডায়ালিসিসের পর কিডনি ঠিক ঠাক কজ করবে, এমনই বলছে ডাক্তার।
  • d | 117.195.39.58 | ১৭ জুন ২০০৯ ০৭:৫৬397975
  • এইটা বেশ ভাল খবর।
  • stoic | 160.103.2.224 | ০৪ আগস্ট ২০০৯ ১৮:৫২397986
  • ব্ল্যাংকি, তুলে দিলাম।
  • Blank | 170.153.65.102 | ০৪ আগস্ট ২০০৯ ১৮:৫৬397997
  • মধুমিতা আজ সকালে মারা গেছে। ব্রেনে ব্লাড করেছিলো কিছুদিন আগে, সেরিব্রাল মতন।
    ডাক্তার বলছিলেন ব্রেনে সার্জারি করতে হবে হয়তো, আর কিছুই লাগবে না
  • d | 117.195.33.139 | ৩০ আগস্ট ২০০৯ ১৩:১৫398009
  • সামরান, তুলে দিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন