এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • যখন সাহায্য দরকার হয়

    Blank
    অন্যান্য | ০৮ মার্চ ২০০৮ | ৩৭৮০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • samran | 117.99.179.112 | ৩০ আগস্ট ২০০৯ ১৯:১৮398020
  • থ্যাংক ইউ দ।

    "বন্ধু থাকো, থাকো আমার মনে' বলে যে টইটা লেখা শুরু করেছিলাম ঢাকা থেকে ফিরে এসে, সেখানে শুরুতে "মাসুদ-কাঁকনের' কথা লিখেছিলাম। সেখানে লিখেছিলাম, ওরা অপেক্ষা করছে পরীক্ষাটা দেবে বলে, ন'বছর পরে ওদের পরীক্ষাটা এবার হব হব করছে। কিন্তু মাসুদ-কাঁকন সেই পরীক্ষা দিতে পারবে কিনা জানি না, ওরা নিজেরাও জানে না।

    মাসুদের কিডনিতে একটা অসুখ ধরা পড়েছে, দুটো কিডনিতেই অসুখ। চিকিৎসা এখনও শুরু হয়নি, কারণ ওদের টাকা-পয়সা নেই। কাঁকনের বাপের বাড়ির অবস্থা এমন নয় যে সে বাপের বাড়ি থেকে আর্থিক সাহায্য পাবে, আর মাসুদের ও নয়। সাগর চেষ্টা করছে "ছবির হাটে' কিছু অনুষ্ঠান-প্রদর্শনী করে কিছু টাকা তোলার। সেই চেষ্টা জারী আছে, সাগর চেষ্টা করছে বন্ধু-বান্ধবদের কাছ থেকেও টাকা তোলার, কত টাকা লাগবে সেটা যেমন এখনও জানা যায়নি, তেমনি বোঝা যাচ্ছে না কত টাকা তোলা যাবে এভাবে চেষ্টা করে।

    ঢাকায় বসে ট্রিটমেন্টের যা খরচ আর চীকিৎসার যা মান তাতে কেউই সেখানে চীকিৎসা করাতে ভরসা পাচ্ছে না। কলকাতায় এসে চীকিৎসা করানোর ভাবনা চিন্তা সাগর, কাঁকন দুজনেই করছে কিন্তু টাকার ব্যপারাটা মাঝখানে এসে যাচ্ছে।

    সামনের মাসে ওদের পরীক্ষা শুরু হওয়ার কথা, কাঁকন মরিয়া পরীক্ষা দেওয়ার জন্যে, এদিকে ডাক্তার বলে দিয়েছেন, এমনিতেই অনেক দেরী হয়ে গেছে, এরপর মাসুদ হয়ত পরীক্ষার রেজাল্টের আগেই ডেথ সার্টিফিকেট পেয়ে যাবে।

    আমি সাগরের সাথে কথা বলে যেটুকু জেনেছি, চীকিৎসার খরচের কথা ভেবেই এখনও পর্যন্ত চিকিৎসা শুরুই হয়নি। সাগরকে বলেছি, ওদেরকে পাঠানোর ব্যবস্থা করো, কিছু করতে পারি কিনা চেষ্টা করে দেখা যাক অন্তত।

    এখানে, গুরুবন্ধুদের কাছে সাহায্যের আবেদন জানালাম, সাহায্যের আশ্বাস পেলে ওদেরকে জানিয়ে দেব, ওদেরকে এখানে নিয়ে আসার ব্যবস্থা সাগর করবে।

    মাসুদের অসুখ, ওদের অবস্থা যেটুকু আমার জানা ছিল, জানালাম, কিছু জানার থাকলে, প্রশ্ন থাকলে প্লিজ করুন, আমি খোঁজ নিয়ে সেগুলো জানাব। এখানে, এই থ্রেডে লিখতে পারেন, বা ই-মেল করতে পারেন আমাকে, [email protected]এ।

    সামরান
  • I | 59.93.212.108 | ৩০ আগস্ট ২০০৯ ২১:২৭398031
  • ঠিক কী হয়েছে, মাসুদের?
    এদেশে এলে সাধ্যমত চেষ্টা করে দেখতে পারি একবার।
  • kallol | 122.167.31.190 | ৩০ আগস্ট ২০০৯ ২৩:১৭398042
  • সামরান - তুই মাসুদ-কাঁকন কে কলকাতা আসতে বল। টাকা পয়সার কথা ভাবতে হবে না। আমি বেলুড় শ্রমজিবী হাসপাতালে কাথা বলছি। আপাতত ওখানে যাক। চিকিৎসার খরচ লাগবে না। কাঁকন তোর ওখানে থাকলে হাসপাতালে যাতায়াতের সুবিধা হয়। নাহলে আমার ওখানে থাকতে কোনো অসুবিধা নেই। যত তাড়াতাড়ি ওদের নিয়ে আসা যায় ততই ভালো।
    সেরকম হলে ব্যাঙ্গালোরেও আনা যেতে পারে।
  • aranya | 98.221.52.119 | ২০ ডিসেম্বর ২০০৯ ১১:১৬398053
  • কারও কি
    ১। আবাপ , telegraph, আজকাল - ইত্যাদি, প্রভৃতি কাগজের কোন সাংবাদিকের সাথে পরিচয় আছে, যার মাধ্যমে একটা প্রতিবাদমূলক খবর ছাপানোর চেষ্টা করা যেতে পারে ?
    ২। হিন্দুস্তান টাইমস, একদিন - এই কাগজগুলোর বিরূদ্ধে মামলা করার জন্য কলকাতাস্থ ভালো ল-ইয়ার দরকার - জান পহচান আছে কারুর ?

    গপ্পোটা এই রকম - আমার দাদা কল্যাণীতে গত প্রায় ১৮ বছর ধরে বাচ্চাদের ডাক্তার। ওর অনেকদিনের স্বপ্ন ছিল কল্যাণীতে একটা state of the art pediatric hospital করবে, যাতে পান থেকে চুন খসতেই কলকাতা দৌড়তে না হয়। তো বছর কয়েক আগে ক্যালিফোর্নিয়া নিবাসী কল্যাণীর এক ভূমিকন্যা যে দাদার ক্লাসমেটও বটে, নিজের শহরে একটা বড় হাসপাতাল তৈরীর কথা ভাবে আর দাদার সাথে কাজ শুরু করে। বড় করে এখনো কিছু হয় নি, অনেক রেড টেপ ইত্যাদি, আপাতত ওরা একটা ছোট নার্সিং হোম মত খুলেছে মাস কয়েক হোল অনেক আধুনিক instruments ইত্যাদি নিয়ে। প্রচুর রোগী আসছে আর তাতে অন্য নার্সিং হোম গুলোর ব্যবসা বোধ হয় মার খাচ্ছে।
  • aranya | 98.221.52.119 | ২০ ডিসেম্বর ২০০৯ ১১:৩৩398064
  • সপ্তাহ দুয়েক আগে Hindtstan Times-এর city edition-এ আর একদিন কাগজটাতে একটা খবর বেরোয় যে দাদা ভূয়ো MD ডিগ্রী নিয়ে এত বছর practice করছে আর একজন রোগী, একটা বাচ্চা ছেলের বাবা অভিযোগ করছেন যে ও বিনা প্রয়োজনে বাচ্চাটার একটা অপারেশন করিয়ে তাকে প্রায় মৃত্যুমুখে ঠেলে দিয়েছিল। দুটো-ই মিথ্যা অভিযোগ। কাগজের এই রিপোর্টগুলো র বহু ফোটোকপি করিয়ে লোকের বাড়ী বাড়ী বিলি করা হয়েছে, প্রচুর লোককে sms করে জানান হয়েছে, বেশ পরিকল্পিত অপপ্রচার। অন্য নার্সিং হোমের মালিকরা আর কিছু স্থানীয় ডাক্তার এর পেছনে আছে মনে হয়, কিন্তু প্রমাণ করা শক্ত।
  • aranya | 98.221.52.119 | ২০ ডিসেম্বর ২০০৯ ১২:২৯398075
  • দাদার সাথে কথা বলে দেখলাম বেশ ভেঙে পড়েছে। জয়েন্টে ১৯ র‌্যাংক পেয়েছিল, ক্যালকাটা মেডিক্যালে MBBS করেছে, বাচ্চাদের চিকিৎসাটাই ওর প্যাশন বলে pediatrics-specialize করেছে, আর সত্যিই খুব যত্ন নিয়ে দেখে বাচ্চাগুলোকে। নিজের ছোটবেলার শহরে-ই প্র্যাকটিস করবে বাইরে কোথাও না গিয়ে, সেখানকার বাচ্চাদের ভাল করে তুলবে, কল্যাণীতে আধুনিক চিকিৎসার ব্যবস্থা করবে - এই সব আদর্শ নিয়ে কাজ করে গেছে এতদিন। তার নামে প্রচার চলছে যে সে জাল ডিগ্রী নিয়ে প্র্যাকটিস করে, মনের অবস্থা কি হতে পারে সহজেই বোঝা যায়।
    অভিযোগ দুটোর ব্যাপারে সত্যি যা ঘটেছিল -
    ১। ১৯৯১ সালে ভূপালের গান্ধী মেডিক্যাল কলেজ থেকে ও pediatrics-এ MD করে। ২০০৭ সাল থেকে IMA( Indian Medical Association) গান্ধী মেডিক্যাল কলেজের ডিগ্রী আর recognize করছে না। তাতে অবশ্যই ১৬ বছর আগের ডিগ্রী নাকচ হয়ে যায় না, ২০০৭ অব্দি ঐ কলেজের ডিগ্রী IMA recognized-ই ছিল। কাজেই জাল ডিগ্রীর কোন প্রশ্নই আসে না।
    ২। ছোট বাচ্চাটার সমস্যাটা ছিল testicular tortion। দাদা একজন ডাবল FRCS সিনিয়ার সার্জেনকে রেফার করে, যিনি বাচ্চাটার বাবা-মা কে বলেন যে এ ক্ষেত্রে অপারেশান করতে হতে পারে বা ইনফেকশন হয়ে থাকলে ওষুধ দিয়েও চিকিৎসা করা যেতে পারে, কিন্তু প্রথমে একটা ছোট exploratory surgery করতেই হবে, না হলে সঠিক সিদ্ধান্ত নেওয়া যাবে না। medical text-এও পরিষ্কার লেখা আছে যে exploratory surgery is a must , কারণ অন্য টেস্ট যা আছে তাতে ৩০% ভুল রেজাল্ট পাওয়া যায়। তো সেই exploratory surgery করে দেখা যায় যে আর surgery না করে ইনফেকশনের ওষুধ দিলেই চলবে। এই exploratory surgery খুবই ছোট এক টা procedure, তাতে কারুর মারা যাবার কোন সম্ভাবনা থাকতেই পারে না,আর সেটাই recomended procedure, কিন্তু সেটাকে কেন্দ্র করেই এখন ইচ্ছাকৃত ভুল চিকিৎসার অভিযোগ আনা হচ্ছে।
  • aranya | 98.221.52.119 | ২০ ডিসেম্বর ২০০৯ ১২:৫০398086
  • মিডিয়ার কার্যপ্রণালীও খুব মজার। HindustanTimes-এর রিপোর্টার দাদাকে তদন্ত করতে ফোন করেছে, দাদা তাকে বলল - আপনার যদি মনে হয় আমি ভুল ডায়াগনোসিস করেছি, তবে অন্য বড় সার্জেনদের মতামত নিয়ে কাগজে ছাপুন। তা আর HT করল না। আরও কয়েকটা কাগজের রিপোর্টাররা ওর interview নিয়েছে, প্রত্যেকেই বলেছে যে বোঝাই যাচ্ছে যে এটা বোগাস কেস, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এইসব করা হয়েছে, কিন্তু আপনার বয়ান আমরা ছাপতে পারব না, কারণ আপনি যে সৎ লোক, কোন গোলমালে সেটা নেই - সেটা কোন খবর নয়। যদি সত্যিই আপনার ডিগ্রী জাল হোত, সত্যিই আপনি টাকা কামানোর জন্যে পেশেন্টকে ফালতু সার্জারী করতে পাঠাতেন - তাহলে সেটা খবর হোত - negative news-এরই একমাত্র news value আছে।
  • aranya | 98.221.52.119 | ২০ ডিসেম্বর ২০০৯ ১৩:০২398097
  • তো এই অবস্থায় কিছুটা বোধহয় লড়া উচিত। তাই ভাবছি আবাপ, telegraph,আজকাল - মানে যে কাগজগুলোর circulation বেশী, তাতে যদি সত্যি কথা গুলো বলে একটা স্টোরি করা যায়। আর হিন্দুস্তান টাইম্‌স, একদিন - এই কাগজ গুলোর বিরূদ্ধে মামলা করা যায় কিনা - জাল ডিগ্রী এসব লেখার আগে এদের তো দায়িত্ব আছে খবরটা র সত্যতা যাচাই করা - এ জন্য একজন আইনজ্ঞের সাহায্য দরকার। যদি কারুর চেনাজানা রিপোর্টার বা ল-ইয়ার থাকে তো আমায় একটু জানাবেন, এখানে পোস্ট করে বা [email protected]-এই id-তে mail করে।

  • ranjan roy | 115.184.10.23 | ২০ ডিসেম্বর ২০০৯ ১৪:১৪398108
  • অরণ্য,
    এত তাড়াতাড়ি ভেঙে পড়লে চলে? লড়াইয়ে ইনিশিয়ালি কিছু কোল্যাটারাল ড্যামেজ হতেই পারে। কারণ তোমরা প্রস্তুত ছিলে না।
    আমার ছোট ভাইয়ের বৌ HT তে ভাল সাংবাদিক। আমি তোমারটা পড়ে এক্ষুণি ওর সাথে ( সোহিনী ভট্টাচার্য্য) কথা বলেছি।
    ও আমাকে জিগ্যেস করলো --ওই ডাক্তার ভদ্রলোক এরপর HT তে কন্ট্যাক্ট করেছিলেন কি না?
    আমি বল্লাম যে ঠিক জানিনা। সম্ভবত খালি রিপোর্টারের সাথেই কথা হয়েছে।
    ও তিনটে নাগাদ অফিসে যাবে। আজ জেনে কাল আমাকে জানাবে। দেখা যাক কি হয়!
    আর কিছু না হলে উনি পেপার আর রিপোর্টারকে মানহানির নোটিস দিতে পারেন ( সিভিল/ ক্রিমিন্যাল) দুটৈ।
    তাতে খুব ভালো কাজ হয়। আমি বেশ কয়েকবার দেখেছি।
  • aranya | 98.221.52.119 | ২০ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৪398120
  • থ্যাংকু রঞ্জন-দা, এর মধ্যেই সাহায্যের হাত বাড়িয়েছেন, আপনার ওপর শ্রদ্ধা বেড়েই চলেছে। আপনার 'বাস্তুহারা'-র লড়াই-য়ের তুলনায় এই লড়াইটা কিছুই নয়, কিন্তু সেই লেখা আমার মত অন্য হরিদাস পাল-দেরও :-) প্রেরণা দিচ্ছে অন্যায় মেনে না নিতে, এইখানেই আপনার লেখার সার্থকতা।
    HT city edition-এ লেখাটা বেরিয়ে ছিল ডিসেম্বর ৭-এ, আর 'একদিন'-এ নভেম্বর ২৮। মানহানির মামলা করব বলেই ভাবছি, ভাল ল-ইয়ারের সন্ধানে রয়েছি।

  • ranjan roy | 115.184.72.248 | ২০ ডিসেম্বর ২০০৯ ১৯:৩৬398131
  • অরণ্য,
    শহরের বাইরে যাওয়ায় একটু দেরি হল। বিকেলেই খবর এসে গেছে। আমার ভাইবৌ সোহিনী ভট্টাচার্য্য Hindusthaan Times এ উচ্চতর লেভেলে কথা বলেছে।
    ওনারা তিনটে আই ডি দিয়েছেন। প্রথমটা সম্পাদকের, দ্বিতীয়টা চিফ রিপোর্টারের, তৃতীয়টি সোহিনীর।
    এই তিনটে আইডিতেই একই টেকস্ট ( মানে তোমার দাদার বক্তব্য) ই-মেল করে তুমি বা তোমার দাদা পাঠাও।
    তাতে ডাবল্‌ এফ আর সি এস সার্জনের নাম অ্যাড্রেস, ফোন নং, বাচ্চাটির নাম, ওর বাবার নাম, যথাযথ দেবে।
    ওরা তোমাদের বক্তব্য ভেরিফাই করে তারপর ছাপবেন।
    যদি এতে কাজ নাহয়,( আমার বিশ্বাস কাজ হবে), তাহলে দুটো রাস্তা।
    এক, একজন উকিল ধরে HT র্সম্পাদক ও ওই রিপোর্টারকে মানহানির নোটিস দেয়া( সিভিল এবং ক্রিমিনাল)। আমার অনুভব এতে দ্রুত কাজ হয়।
    দুই, ইতিমধ্যে ঐ পেপার ও অন্য একটি স্থানীয় পেপারে স্পেস কিনে বিজ্ঞাপন দেয়া।
    তাতে স্পষ্ট দুটো পয়েন্ট বলা--- কেন ডিগ্রি ভুয়োনয়, আর কেনপারেশ্নটা জরুরি ছিল। তাতে ঐ স্‌সর্জনের নাম-ঠিকানা স্পষ্ট করে দেয়া।
    এবং চ্যালেঞ্জ করা যে কারো সন্দেহ থাকলে দাদার কাছে এসে কাগজ দেখতে পারেন। আর বেসলেস অপপ্রচার করলে তার বিরুদ্ধে মানহানির মামলা হবে।
    এতে কিছু খরচা হবে, কিন্তু যেভাবে বিজনেস লস হচ্ছে সেইতুলনায় এ'খরচ কিছুই না।
    শীগ্গিরই আবার বিজনেস শুরু হবে, গুডউইল ফিরে আসবে। পুষিয়ে যাবে।
  • ranjan roy | 115.184.72.248 | ২০ ডিসেম্বর ২০০৯ ১৯:৪৩398142
  • ধ্যেৎ, বকবক করতে করতেআসল কাজটাই ভুলে গিয়েছি।
    ১) [email protected]
    [email protected]
    3. [email protected]

    আজকেই পাঠাও। আমার আগের পোস্টের নির্দেশগুলো মেনে।
  • aranya | 98.221.52.119 | ২১ ডিসেম্বর ২০০৯ ০০:২৪398153
  • রঞ্জন-দা,
    কি বলে যেন, ধন্যবাদ দিয়ে ছোট করছি না। এত দ্রুত ,এত মূল্যবান সব কন্টাক্ট দিয়েছেন, এমন সাহায্য কজন করতে পারে !! দাদাকে আপনার লেখাগুলো পাঠিয়েছি, ওর একটা চিন্তা দেখলাম যে HT যদি খুব ছোট করে পেছনের কোন পাতায় ওর বয়ান-টা ছাপায়, তবে সেটা যথেষ্ট প্রচার পাবে না, এদিকে HT-র বিরুদ্ধে মামলা ও করা যাবে না, কারণ ওরা দুদিকের বয়ানই ছাপিয়েছে। ও হয়ত সোহিনী-র পরামর্শ চাইবে এই ব্যাপারে।
    সোহিনী-র ফোন নাম্বার যদি share করা যায় তবে আমাকে [email protected]-এই address-এ একটা মেল করবেন। আমি পাই-য়ের কাছ থেকে আপনার yahoo-id পেয়ে একটা মেল করেছিলাম গতকাল, পেয়েছেন হয়ত।
    অবসর নিয়ে আপনি কলকাতায় এসে থাকলে আর সবার মত আমিও খুব খুশী হব। বিলাসপুরে নিরাপত্তার অভাব তো বটেই, আর কলকাতায় থাকলে অবরে-সবরে আপনার সাথে মুখোমুখি আড্ডাও হতে পারবে, সেটা আমার কাছে একটা বড় আকর্ষণ।
    NJ-তে অত্রি গুহ বলে আমার এক বন্ধু আছে, তাকে একদিন "বাস্তুহারা'-কাহিনী-টা বলছিলাম, ও বলল NY-নিবাসী ধ্রুব দত্তের কাছে আপনার কথা অনেক শুনেছে। It's a small world-সন্দেহ কি।
  • ranjan roy | 115.184.108.95 | ২১ ডিসেম্বর ২০০৯ ১২:২০398164
  • অরণ্য,
    কি করে ধরে নিচ্ছেন যে ওরা খালি পেছনের পাতায় ছোট করেই ছাপবে?
    আসলে এডিটর, চিফ রিপোর্টার, সোহিনী আপনার দাদার ভার্সন পেয়ে কনভিন্‌স্‌ড হলে ( না হওয়ার কোন কারণ নেই) ভালো করেও ছাপতে পারে।
    আমি যে থার্ড অপশন টার কথা বলছি সেটা ভেবে দেখ। তাতে কুইক রিলিফ পাবে।
    যদি বড় করে আধপাতার বিজ্ঞাপন দাও ( ডি: এটা কিন্তু সোহিনী বলেনি, এটা আমার রায়পুরের থিংক ট্যাংকের পরামর্শ) তাতে ডাবল এফ আর সি এস ডাক্তারের নাম-ফোন নাম্বার দিয়ে , এবং স্পষ্ট করে বল যে এটা যাদের স্বার্থে ঘা লাগছে তাদের অপপ্রচার, যারা চায় না যে কল্যাণীতে শিশুদের অ্যাডভান্সড চিকিৎসা পাক--- তাহলে ডাবল লাভ হবে।
    কয়েক হাজার টাকা এখন খরচা হবে, কিন্তু ওনার যে হারে বিজনেস লস হচ্ছে সেটা পুষিয়ে যাবে। ক্লায়েন্টদের বিশ্বাস ফিরে পাওয়াটাই স্ট্র্যাটেজিক লক্ষ্য।
  • sudarsana das | 115.117.166.23 | ২৪ জানুয়ারি ২০১০ ১৭:২৯398175
  • amrabivinnovabesahajyorjonnojogajogkorarchestakorchikintuparchina.........amarbarikrishnagara.amarbariraddress12R.N.TAGOREROAD,KRISHNAGAR,NADIA.ph....09333070342.amaderbarithikkotowalithanarsamnei.amarbarite82bochorerbridhyodaduachen.goto8.1.10tarikeamardaduk1jonpromoterotardalaljaderoriginalbarikolkatate.barirthekejorkorevoydekhiyeregistryofficeatuleniyegiyeonarjomijaigasabjorkoreregistrykoreneikonotakapoysaodeina.tacharaoijaigaruporcourterinjunctionorderachhetasatteoorapranemerefelarvoidekhiyejorkoreaikajkore.amrakarorkachthekekonosahajyopachhina.kaojodidayakoreaisahaisambalhinbridhyerjomijaigaudharerkichubabosthakorenamderkonovabeaktusahajjokorentaholeamardadubechejan.fromsudarsanadas.........12r.ntagoreroadkrishnagarnadia.ph..........09333070342
  • Sayantan | 125.22.97.34 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৭:৫৭398186
  • একটা ইমেল পেলাম। কনটেন্টটা হুবহু পেস্ট করে দিচ্ছি -

    If you know anyone who has met with a fire accident or people who are born with problems/disabilities such as joined ear, nose and mouth, please note they can avail free plastic surgery by Kodaikanal Pasam Hospital, between March 23rd and 4th April.

    Every thing is FREE. Contact nos. are - 045420240668, 240778, 245732

    http://www.thehindu.com/2009/01/11/stories/2009011151570300.htm

  • Abhyu | 97.81.110.134 | ১৫ আগস্ট ২০১০ ২০:৫৯398208
  • একটা মেল থেকে একটু কপি পেস্ট করি - এখানে অনেকে বারুইপুরের নিষ্ঠার নাম শুনেছেন, এবং আগে সাহায্যও করেছেন।

    Asha Atlanta has been funding the Nishtha project since 2006. Nishtha provides night shelter for the children of sex workers in the Baruipur area of West Bengal. Since 2006, we have closely monitored how Nishtha worked hard to improve the living condition of these poor souls. We are very happy to see that now these children not only have better education, but also are not ostracized anymore and can play with other kids of the locality freely. This year we are trying to raise $20,000 via our WAH campaign so that these children can have a permanent shelter. We are requesting you to donate one hour of your time towards this noble cause.

    The secured direct donation link to support Nishtha under Work-An-Hour Campaign is https://www.ashanet.org/workanhour/2010/donate/us.php?chapter=84&project=756
  • tania | 12.167.106.163 | ০২ সেপ্টেম্বর ২০১০ ১১:০৩398231
  • রঞ্জন আমাদের যাদবপুরের ব্যাচমেট (১৯৯৭), Comp Sc.। এখানে যারা আসে হয়ত অনেকে ওকে চিনবে। হেপাটাইটিস বি ও সি তে ভুগছে অনেকদিন। ডাক্তারদের মতে লিভার ট্রান্সপ্লান্ট একমাত্র উপায়। খরচ: ৩৭ লাখ। আমরা বন্ধুরা টাকা তোলার চেষ্টা করছি ওর জন্য। কিছুদূর এগোনো হয়েছে, কিন্তু আরো অনেক পথ বাকি। আমি রঞ্জনের লেখা ইমেল এখানে পেস্ট করছি please see if anyone can help। খুবই urgently টাকার বন্দোবস্ত করা দরকার। আমার কাছে ডাক্তারের prescription এর scanned copy আছে, কেউ দেখতে চাইলে জানাবেন, আমি ইমেল করে দেব।
    Ranjan's email:

    With due respect myself, , Ranjan Kumar Roy (JU, 1997-CSE Batch ) of M.B. Tower, 299 Mukundapur, Flat No- F4/F5, Kolkata – 700099, beg to state that I have been suffering from Hepatitis-B related Cirrhosis of liver and is under treatment of Dr. A. Konar of Peerless Hospital, Kolkata for more than 10 years.

    Recently Dr. Konar advised me for an urgent liver transplantation operation and he is referred to Dr. Subash Gupta of Indraprastha Apollo Hospital at New Delhi. After through diagnosis and treatments it has been found that the surgery is the only option to save my life and the transplantation needs to be performed within September 2010.

    The estimated cost of the surgery is given around Rs.19 lacs [Rupees Nineteen lacs only] by Delhi Apollo, excluding other necessary treatment costs. A rough estimation of the overall treatment is given below.

    Treatment TypeApproximate Cost (Lacs)
    · Pre surgery diagnosis2
    · Liver transplant surgery19
    · Hepatitis B immunization5
    · Post surgery4
    · Donor7
    Total37 lacs

    A noble donor has already been identified and the legal processes for getting permission for the transplant operation are also underway and expected to be finished within 3 weeks. The date of the operation will be finalized as soon as the legal formalities are over. Tentatively it will happen end of Sept’10 at Indraprastha Apollo Hospitals, New Delhi.

    It’s almost impossible for me to raise such a huge fund to support this operation. Under these circumstances I pray to you to provide some financial assistance to save my life.To know more details you may directly contact me @+91-9830484852 or [email protected]. Please pass this message to your friends or groups who can extend their helping hand.

    Those who are willing to contribute, please do so directly to my Bank account. The details are as follows:

    Name : Ranjan Kumar Roy
    Bank : ICICI Bank
    A/C type : Savings account
    Branch : Salt Lake, Sector-II, Kolkata-700091, W.B
    A/C No : 004201512081
    MICR No : 700229004
    RTGS/NEFT IFSC : ICIC0000042

    With Best Regards,

    Ranjan Kumar Roy
    Cell : +91-9830484852

  • pi | 128.231.22.87 | ০২ সেপ্টেম্বর ২০১০ ২২:৪৪398242
  • তানিয়াদি, তোমাকে কোন মেইল আইডি তে কন্ট্যাক্ট করা যাবে ?
  • Blank | 59.93.214.182 | ০২ সেপ্টেম্বর ২০১০ ২৩:৩৭398264
  • ইনি কগনিজেন্টের রঞ্জন তো?
  • tania | 12.167.106.163 | ০২ সেপ্টেম্বর ২০১০ ২৩:৩৭398253
  • tania90 at gmail
  • tania | 12.167.106.163 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৪৬398275
  • হ্যাঁ
  • aka | 168.26.215.13 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ০১:১০398286
  • যাস্ট একটা ক্লারিফিকেশন এই রঞ্জন কি আগে হিন্দ মোটরে কাজ করত? ২০০২ কগনিজেন্ট জয়েন করেছে?
  • aka | 168.26.215.13 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ০১:১৮398297
  • না সরি, সে রায় নয়। কগনিজেন্ট কিছু করছে না?
  • tania | 12.167.106.163 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ০১:২৫398308
  • লাল ফিতেয় আটকে আছে, তবে ২ থেকে ৭ এর মধ্যে একটা অ্যামাউন্ট পাওয়া যাবে কগনি থেকে। ইন্সিওরেন্স থেকে আরও চার। বন্ধুরা মিলে চার তোলা হয়েছে। আমরা আরও পাঠাচ্ছি এই সপ্তাহে। কিন্তু ৩৭ একটা হিউজ নাম্বার। কলকাতায় যেকটি অর্গকে অ্যাপ্রোচ করা হয়েছে তাদের সবার মোটামুটি একটাই কথা, আমরা গরীবদের সাহায্য করি। কগনির employee মানে গরীব নয়। সরি।
  • aka | 168.26.215.13 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ০১:৩০398319
  • বাস্টার্ডস। আমি জানি কগনিজেন্ট অক্সফোর্ডে এমবিএ পড়ার জন্য ৫০ লাখ টাকা ধার দিয়েছে, একবছরের ছুটি দিয়েছে। ০% ইন্টারেস্টে টাকা ধার দিতে পারছে না?
  • h.m | 198.184.5.252 | ২২ সেপ্টেম্বর ২০১০ ০০:৫৫398330
  • আপডেট *

    Ranjan is already in Delhi for his transplant. His transplant was originally scheduled for 20th Sept, however, he and his donor have been advised to go through some more tests (DNA test etc). The results are expected by 22nd Sep, upon receiving acceptable results of those tests, Ranjan and his donor along with their families would have to go through a formal interview with a panel of doctors and the officers from ministry of health. This is expected on Friday (24th Sep) at Apollo hospital, New Delhi. If everything goes as per plan, he would get admitted on Saturday (25th Sep) and the transplantation would be carried out early next week.
  • Samik | 121.242.181.2 | ২২ সেপ্টেম্বর ২০১০ ১৬:০৪398342
  • গুচ-র একজন নীরব পাঠক এইম্‌সের লিভার ট্র্যান্সপ্ল্যান্ট স্পেশালিস্ট। আমাদের ইন্দো ডাক্তারের বন্ধু। জানি না অ্যাপোলোতে সে কিছু করে উঠতে পারবে কিনা, তবুও তাকে আমি আজ সন্ধ্যেয় কনট্যক্ট করব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন