এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • যখন সাহায্য দরকার হয়

    Blank
    অন্যান্য | ০৮ মার্চ ২০০৮ | ৩৭০৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Biplob Rahman | 202.164.213.4 | ২৬ সেপ্টেম্বর ২০১০ ১৩:১৮398353
  • কার্টুনিস্ট আরিফ একা নন
    -----------------------
    বাংলাদেশের কারা নির্যাতিত কার্টুনিস্ট ও ব্লগার আরিফুর রহমান আর একা নন। তরুণ এই মেধাবী সম্প্রতি ব্লগে জানিয়েছিলেন, তার মার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, মাকে বাঁচাতে দ্রুত কিডনি প্রতিস্থাপনের
    কথা। কিন্তু বিপুল এই চিকিৎসা ব্যয় তার একার পক্ষে বহন করা সম্ভব নয়।

    তার এই অসহায়ত্বর খবরে মুক্তমনা ডটকম, আমারব্লগ ডটকম, সামহোয়ার ইনব্লগ ডটনেটসহ বিভিন্ন বাংলা ব্লগ এগিয়ে এসেছে। বাংলাদেশের কার্টুনিস্ট রাইট নেটওয়ার্ক কার্টুন বিক্রি করে এর অর্থ আরিফের মা'র চিকিৎসা তহবিলে দান
    করার উদ্যোগ নিয়েছে।

    বলা ভাল, ২০০৭ সালে সেনা সমর্থিত অস্বাভাবিক তঙ্কÄ¡বধায়ক সরকারের সময় বাংলাদেশের শীর্ষ স্থানীয় দৈনিক প্রথম আলোর ব্যাঙ্গাত্নক ম্যাগাজিন 'আলপিন' এ আরিফের আঁকা একটি কার্টুনের বিরুদ্ধে ইসলামী মৌলবাদী গোষ্ঠি হযরত মোহাম্মাদকে (দ.) অবমাননার অভিযোগ এনে আন্দোলন গড়ে তোলে। আন্দোলনের মুখে প্রথম আলো গোষ্ঠি ঐ ম্যাগাজিনটিকে বন্ধ ঘোষণা ও কার্টুনিস্ট আরিফ ও বিভাগীয় সম্পাদককে চাকরীচ্যুত করে এবং পত্রিকার সম্পাদক মতিউর রহমান
    বায়তুল মোকাররমের খতিব ওবায়দুল হকের কাছে প্রকাশ্যে ক্ষমা চান। সে সময় মৌরবাদী গোষ্ঠির মামলায় আরিফকে কারাভোগও করতে হয়।

    এক ভাই ও এক বোনের সংসারে আরিফ বড়। শৈশবেই তাদের বাবা অন্যত্র বিয়ে করে আলাদা হয়ে গেছেন। ফ্রি ল্যান্স কার্টুন ও ছবি আঁকাই আরিফের একমাত্র আয়।

    প্রিয় পাঠক, এ অবস্থায় যারা আরিফকে সাহায্য করতে চান, তাদের নীচের ঠিকানায় যোগাযোগ করতে আহ্বান জানানো হচ্ছে। মানুষ বড় অসহায়; আসুন, আমরা মানুষ হয়ে তার পাশে এসে দাঁড়াই।
    ---
    ArifurRahman
    DutchBanglaBank
    ShazadpurBranch, Bangladesh.
    SavingsAccountNo-157-101-8319
    ই-মেল: [email protected]
    ---
    Kishore
    AffiliateleaderCartoonistsRightsNetwork, Bangladesh
    [email protected]
    [email protected]
    +8802-01819186724
    ---
  • hukomukho | 198.184.5.252 | ২৯ সেপ্টেম্বর ২০১০ ২০:৫৩398364
  • রঞ্জনের কোন আপডেট পাইনি । কেউ কোন আপডেট দিতে পারবেন প্লিস। অপারেশন আশা করছি হয়ে গেছে, কেউ কোন আপডেট দিলে বাধিত হব ।
  • tania | 12.167.106.163 | ৩০ সেপ্টেম্বর ২০১০ ২৩:০৭398375
  • রঞ্জনের অপারেশন হয়ে গেছে ভালোভাবে। জ্ঞান এসেছে কাল রাতে। এখন ICU তে থাকবে আপাতত ৩ দিন। তারপর আরও ২১ দিন হসপিটালে থাকতে হবে।
  • hukomukho | 198.184.5.252 | ০১ অক্টোবর ২০১০ ০৪:২২398386
  • থ্যাংকস তানিয়া , হ্যাঁ আমিও অন্য সুত্রে আরেকজনের থেকে খবর পেয়ে গেছি।
  • Blank | 170.153.65.102 | ০৪ নভেম্বর ২০১০ ১৮:০৬398397
  • Ranjan has been released from the hospital last Sunday (31st Oct). He is still in Delhi and is visiting hospital every 2-3 days for post surgery checkups. He is expected to stay in Delhi for few weeks more till he gets the go ahead from the doctor to come back to Kolkata. He is staying in an apartment close to the hospital and is walking down to doctor’s chamber from the hospital gate. Overall, he is doing pretty well and we can expect to see him back in office very soon

  • Kartuj | 125.20.3.146 | ১৭ নভেম্বর ২০১০ ১৭:১২398408
  • Sodexo Gift Passএর ব্যাপারে একটু জানকারি চাই। আমাদের দোকান থেকে ধরো, ১০০০ টাকার গিফট পাস দিয়েছে, ২টো ৫০০ আলাদা করে। এইবার, আমি তার কোনো অ্যাফিলিয়েটেড শপ থেকে কিছু কিনলাম যাহার মূল্য ৭৫০/-। উক্ত দোকানী দ্বিতীয় পাসটি নিতে রাজি নয় কারণ এইরূপ Transactionএ কোনো balance ফেরত দেবার রীতি নাই। একটি পাসই আমি দিতে পারব এবং ২৫০/- আমার নিজস্ব গ্যাঁট হইতে দিতে হইবে। প্রশ্ন হচ্ছে, এতে কি সে ব্যাটা ঠকাচ্ছে না ইহাই প্রকৃত নিয়ম?

    কেউ পিলিজ পিলিজ হেল্পান। আমার আশেপাশের কেউ কিস্যু জানে না।

  • Arpan | 122.252.231.10 | ১৭ নভেম্বর ২০১০ ১৭:৪৯398419
  • এইটাই নিয়ম।
  • Samik | 122.162.75.133 | ১৭ নভেম্বর ২০১০ ১৮:৫১398422
  • এটাই নিয়ম। ৫০০ টাকার কুপন দাও, আর আড়াইশো ক্যাশ দাও। নয় তো দুটো ৫০০ টাকার দিলে সেটা লস, কারণ কুপনের এগেইনস্টে ক্যাশ ফেরত হয় না।

    বাকি ৫০০ টাকার কুপনটা অন্য কখনও কাজে লাগিয়ে নিও।
  • nyara | 122.172.47.14 | ১৭ নভেম্বর ২০১০ ১৯:০৯398423
  • আমাদেরও এই গর্দিশের মুখোমুখি হতে হয়েছিল। দেখা গেল কুপনের পেছনে 'টার্মস অ্যান্ড কন্ডিশনে' পরিস্কার লেখা আছে এই কথা।
  • Kartuj | 59.93.211.185 | ১৭ নভেম্বর ২০১০ ২০:৩২398425
  • ছুঁচো মারিয়া হাত গন্ধ। মানে, এমন একটা অ্যামাউন্টের জিনিস নিতে হবে যাতে গ্যাঁট থেকে বেশী না যায়। ওরাও ভালো-ই জানে, টায় টায় ৫০০ বা ১০০০ হওয়া নামুমকিন।

    ঠিক আছে, সক্কলকে হেল্পানোর জন্যে রাশি রাশি ধন্যযোগ। :-D
  • Kartuj | 59.93.203.248 | ২৪ নভেম্বর ২০১০ ১৮:১৬398426
  • Transcend JetFlash USB 2.0 পেনড্রাইভ আমার জানলা XP তে খুলছে না। Install the software এইসব দেখাচ্ছে। এমনিতে USB drive ঠিকই আছে। মোবাইলের ডেটা কেবল, ক্যাননের ডেটা কেবল সব ঠিকঠাক কাজ করে। কেউ একটু হেল্পাও প্লীজ।
  • Hukomukho | 204.194.141.30 | ১৩ জানুয়ারি ২০১১ ১৯:৩৩398427
  • কাল রাতে নিচের মেলটা পেয়েছি, একে আমি যে চিনি তা নয়, তবুও আমার দোকানে , আমাদেরই এক প্রজেক্টে আছে। মেলটা পড়ে ইস্তক মন খারাপ হয়ে আছে, আমি আমার সীমিত ক্ষমতায় যতটা পারি করছি , আমার দোকানেও একটা চেষ্টা চলছে যে যা পারে তাই দিয়ে,সায়কের মেলটা হুবহু গুরুতে তুলে দিলাম , যদি কোন গুরুভাই/বোন সাহায্যের হাত বাড়িয়ে দেন বলে।

    ---------- Forwarded message ----------
    From: Sayoke Shome
    [email protected]
    Date: Mon, Jan 10, 2011 at 7:20 AM
    Subject: I hate to say you this.. Sorry friends
    To:
    Cc: Somrita Ganguly
    [email protected]
    Hi,

    It is a post from me after a long time and I know I am not sharing something that will make you happy. I have been lying to all of you for a quite long time (about my health). Friends, I didn’t want to bother your lives with bad and worrisome news and instead decided to fight it alone. But not any more; the end game is near and my friends have a right to know the truth.

    I was operated last may (5th may 2010) in Kolkata for a tumor in my heart (Right Atrium). It was a successful operation and tumor was removed. Normally tumors in heart are benign in nature, but not in my case. Biopsy report confirmed that it is a malignant tumor (that makes me a cancer patient).

    Let me tell you a thing or two about my disease profile. I am diagnosed with “High Grade Angiosercoma in right Atrium”. Doctors told me that my case is a rarest of rare category (1 in 100k). My doctor (surgeon) wanted me to go to Bangalore Devi Shetty hospital for farther treatment. I didn’t have enough money to go there. I decided to fight it in Kolkata only.

    My Operation was successful but there was little residual disease left in my IVC (inferior vena curva). I underwent Radiation to remove it. It was successful too. Next scan show that the mother tumor has no trace left. But it also shows that 3 lymph nodes of my body are affected by malignance. I went through Chemotherapy (6 cycles). This was disaster. This tumor is aggressive and it does not respond to the chemo I took. I went to Mumbai on 3rd of Jan 2011 for farther evaluation and was shocked to know that not only disease is not cured (I was hoping that this would be over by now), it has came back with vengeance and affected some bones as well.

    My current profile is “if left untreated I will die within 2/3 months”. I changed my doctor and went to another renowned oncologist who informed me that there is hope and treatment available to save me and cure me for a long time. It is called “Gene suppressor technology”. I am coming to Bangalore within this week for treatment. My mom and my fiancée will come with me. We are planning to live and undergo treatment in Devi Shetty hospital in Bangalore (Tata memorial Mumbai told me that they don’t have any qualified doctors to treat my case).

    Finally I send out appeal of help to all my friends. Any type of help is welcome. You can provide me relevant information of Bangalore/ route map/places where medicine can be procured with good deal etc.

    I hate to say this but today I am not shying to say I have spent all my money in this fight. If you can help me with some money it will be a big help. It will be a loan to me. If I make it alive, I will pay it back.

    My bank a/c details:-
    A/c No: 022901500316
    ICICI Bank Limited
    Manikanchan SEZ Branch
    CN-1, Salt Lake, Sector V
    Kolkata 700091
    IFSC Code: ICIC0000229

    You can call me @ 9903180520 for farther queries (that I can answerļ).

    Please remember that it does not matter whether you are in a position to help me or not, I love you all. If I am not there, remember me as a good friend. If I make it back alive, call me whenever you need.

    Thanks,
    - Sayoke Shome |mail : [email protected] |call : +(91)9903180520

  • aka | 168.26.215.13 | ১৩ জানুয়ারি ২০১১ ২০:২২398428
  • হুকো, খুবই খারাপ লাগল। আজকাল অনেক ওষুধ কোম্পানিই কিন্তু দামী ওষুধে বিভিন্ন ডিল দেয়। যেমন রেড্ডি লিনালিডোমাইড নামে একটি ওষুধে একটি কোর্স কিনলে অন্যটি ফ্রি দেয়। এটা ওঙ্কোলজিস্টের কানেকশনের ওপর খানিকটা ডিপেন্ড করে। জিগ্যেস করতে অসুবিধা নেই। ওষুধ কোম্পানির সাব-এজেন্ট থাকে তারা বাড়িতে অবধি পৌঁছে দেয়। আমার ধারণা ব্যাঙ্গালোরেও এরকম সুবিধা আছে।
  • Blank | 170.153.65.102 | ১৩ জানুয়ারি ২০১১ ২১:১০398429
  • এই মেল টা আমরা পাই নি তো। তোমরা একটু চারদিকে পাঠাবার চেষ্টা করো। আমার দোকানের মেল বক্সে একটা পাঠিও ...
  • Hukomukho | 204.194.141.30 | ১৩ জানুয়ারি ২০১১ ২২:০৯398430
  • ব্ল্যাংকি , তোকে দোকানের মেলবক্সে পাঠিয়ে দিয়েছি। দেখে নিস সময় করে।
  • sinfaut | 117.194.224.16 | ৩০ জানুয়ারি ২০১১ ১০:৪৭398431
  • আমার পরিচিত একজনের মায়ের বাস অ্যাক্সিডেন্ট হওয়াতে সত্বর চেন্নাই নিয়ে যেতে হচ্ছে। তো, প্রশ্ন :

    ১। কী কী করতে হবে?
    ২। কোন এয়ারলাইন্সে নিয়ে যাওয়া ভালো? যদি এমন কোনো প্রেফারেন্স থেকে থাকে?
    ৩। এক্সট্রা কত খরচা পড়ে?
    ৪। প্লেনে স্ট্রেচার নিয়ে যেতে গেলে কি কোনো ডাক্তার কে সঙ্গে নিয়ে যেতে হয়?

    আরো কিছু জানা থাকলে জানান দয়া করে।
  • sayan | 59.164.96.211 | ৩০ জানুয়ারি ২০১১ ১২:৪২398432
  • সিঁফো, ইন্ডিগো'য় স্ট্রেচার সমেত নিয়ে যেতে চাইলে ৭২ ঘন্টা সময় লাগে পেপারওয়ার্ক'এর জন্য। স্টেপগুলো এরকম -

    ১) ডক্টরের সার্টিফিকেট আর বাদবাকি সমস্ত মেডিক্যাল পেপার ইন্ডিগো'র ইমেইল অ্যাড্রেস mod.indigo @ igt.in'এ পাঠাতে হবে অ্যাপ্রুভালের জন্য।

    ২) অ্যাপ্রুভড হয়ে গেলে ইন্ডিগো কল ব্যাক করবে।

    ৩) সার্ভিস চার্জ দিতে হবে ৩০,০০০ টাকা

    ৪) সার্ভিস চার্জ ছাড়া ৯+১=১০ টা সীট'এর ফেয়ার দিতে হয় (স্ট্রেচারের জন্য আবশ্যক স্পেসের ইক্যুইভ্যালেন্ট সীটের সংখ্যা)। "+১' মানে একজন অ্যাটেন্ডেন্ট যিনি ডাক্তারও হতে পারেন। এছাড়া অন্য কেউ যেতে চাইলে সেই ফেয়ার আলাদা।

    যদি এখুনি এই প্রসেস ইনিশিয়েট করা হয় তো ২রা ফেব'এর টিকিট পাওয়া যাবে @ Rs. 5282 পার পার্সন (6:30AM, 6:15PM, 8:45PM)। কিন্তু হাতে এত সময় থাকলে তবেই এগুলো কাজে আসবে। যদি পারিস তো অন্য এয়ারলাইনারে ফোন করে দ্যাখ কোনও স্পীডি প্রসেস আছে কিনা।
  • sinfaut | 117.194.224.16 | ৩০ জানুয়ারি ২০১১ ১৩:১৩398433
  • অনেক ধন্যবাদ সায়ন। এই ইনফো গুলো কাজে আসবে। আর কুমুদি কেও অনেক ধন্যবাদ, ভাটে লিখেছেন দেখলাম।
  • siki | 122.162.75.143 | ৩০ জানুয়ারি ২০১১ ১৩:১৪398434
  • আমার পরিচিত এক ভদ্রলোক আছেন ইন্ডিগোতে কাজ করেন। তবে তিনি ফিনান্সে আছেন। কতটা কী করতে পারবেন জানি না। আমাকে বিস্তারিত জানালে আমি কথা বলতে পারি।
  • Arpan | 112.133.206.2 | ৩০ জানুয়ারি ২০১১ ১৩:২২398436
  • সিঁফো, মেট্রো সিটিগুলিতে জেট এয়ারওয়েজে ২৪ ঘন্টায় রিজার্ভেশন পাওয়া যায়। এইখানে দ্যাখ:

    http://www.jetairways.com/EN/GB/ProductAndServices/MedicalCase.aspx#strecher

    কলকাতার ফোন নাম্বার: +৯১ ৩৩ ২৫১১ ১৩৫৯
  • achintyarup | 121.241.214.38 | ৩০ জানুয়ারি ২০১১ ১৮:২৭398437
  • ডিটেলে আমাকে মেল করলে একটু খোঁজ করে দেখি। আমার ইমেল অচিন্ত্যরূপ অ্যাট জিমেল
  • nyara | 203.83.248.37 | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৫০398438
  • ভয়াবহ ঘটনা। যদি সত্যি হয়। অবিশ্বাসের কারণ নেই কারণ যিনি লিখেছেন তিনি সাধারণে পরিচিত। আমার সঙ্গে আগে যোগাযোগ হয়েছে। দেখুন যদি কেউ কিছু করতে পারেন -

    I am Baidyanath Mukhopadhyay. I had the good fortune of being indirectly acquainted with you in connection with collecting the bio-data of the living and practicing drama personalities in Europe and America, a work which I undertook for compiling a Samsad Dictionary of Bengali Drama. My name is more or less familiar in the field of Bengali Drama. However, the appeal I hereby submit to you has nothing to do with drama. It is about the not-so-unfamiliar misfortune of a common, poor, unfortunate and feckless man, one of those multitudes who often appear as protagonists of many a play.

    Avery bright young man named Uttam Sarkar (of my grandson’s age) came in contact with me in his childhood, when I used to give free tuition to many young children like him. He is the son of a very poor fisherman, who holds a BPL (Below Poverty Line) Ration Card. However, after passing the Higher Secondary examination, he was compelled to start earning his living by working as a labourer in a wholesale fish market. Despite my best efforts, I could not find him any permanent job. And his problems multiplied after his father arranged for his marriage. Time passed, but his wife did not conceive. Under the pressure of their friends and relatives, the helpless couple went for medical treatment even beyond their financial means. When finally his wife gave birth to a child after a highly expensive and complicated surgical operation, Uttam found that all the ornaments of his wife had already been mortgaged to a usurer from whom they had taken loan at an exorbitant rate of interest. In order to pay off this monthly interest, Uttam had to take further loans from his wholesaler employer, and thus he found himself deeply immersed in debts.

    Now, the moneylenders, from whom Uttam had taken loans, have started threatening him sternly. His employer has clearly warned him that if he fails to pay off his debts to him by the first day of Baishakh, which is less than two months away, he will dismiss Uttam from his work in the wholesale fish market, and will do him severe harm, which may be of an extremely serious kind.

    When I came to learn Uttam’s condition, I helped him open an account in a bank and gave him ten thousand rupees by cheque. But his loan amount (along with the interest thereof)is a little above two lakh rupees. The distressed and endangered couple came to see me the other day, and confided that they had only two options left ▬ to commit suicide or to get killed. I shudder at the condition of their lives!

    Nothing can be more valuable than life! So I have been making an appeal to as many of my acquaintances as I can to help this couple out of their crisis, for only man, individually as well as collectively, can be the saviour of man.

    I earnestly entreat you to save this couple by donating whatever amount of money you can by cheque or draft (to be drawn in favour of Uttam Sarkar) and send it to the address given below:

    Sumi Sarker

    C/O- Uttam Sarker, Kalitala Jelepara, P. O. & Dist. Hooghly, West Bengal-712 103, India.

    If you believe that my appeal has any humanitarian value, and if you empathise with this couple, please do not send foreign currencies, because that will increase the complications of their situation. If you want to know more about Uttam Sarker and his predicament, you can contact me over phone at the following number:

    +91-33-2631-3675

    Baidyanath Mukhopadhyay

    Place: Hooghly

    Date: 24 February, 2011

  • siki | 122.162.75.251 | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ২০:৩৯398439
  • দাঁড়াও, বৈদ্যনাথ মুখোপাধ্যায়কে আমি খুব ভালো করে চিনি। আমাদের পাড়াতেই থাকেন। খোঁজ নিচ্ছি।
  • til | 220.253.71.144 | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ১৬:০৮398440
  • সিকি র রিপোর্টের অপেক্ষায়।
  • siki | 122.162.75.183 | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ১০:১৭398441
  • এখনো পর্যন্ত যা খবর পেলাম, এ রকম কোনও ঘটনার কথা বাবার জানা নেই। বৈদ্যনাথবাবু নিজেই প্রচন্ড অসুস্থ, আর্থিকভাবেও তিনি সেইভাবে দশহাজার টাকা কাউকে সাহায্য করার অবস্থায় নেই।

    বাবা আরেকটু খোঁজ নিয়ে জানাবে একদুদিনের মধ্যে।
  • nyara | 203.110.238.16 | ০৭ মার্চ ২০১১ ০৮:৩৮398442
  • সিকি, এনি আপডেট?
  • ranjan roy | 122.168.218.199 | ০৭ মার্চ ২০১১ ১০:২৯398443
  • হুতো,
    সায়ক সোমের কদ্দূর কি হল বলতে পারবে? আমারও ওর hate to say this পরে ইস্তক মনটা খুব খারাপ হয়ে ছিল।
    ভাবছিলাম, আমি হলে ওর জায়গায় কি করতাম! ওই কথাটা বলার যে সাহস সেটুকুও আমার নেই যে।
    যাকগে, ওর জীবনে সম্ভবত: দু'মাস টাইম ছিল। আশা করি সবার বাড়ানো হাতে ওর দু'লাখ টাকার ফান্ড ভরে গিয়ে চিকিৎসা হতে পেরেছে। সাম্প্রতিক অবস্থা জেনে বলতে পারবে?
  • siki | 123.242.248.130 | ০৭ মার্চ ২০১১ ১০:৫৭398444
  • হ্যাঁ, আপডেট এটাই, এই মেলটি সত্যি নয়। বৈদ্যনাথবাবু নিজেও জানতেন না তাঁর নামে এই মেল চলছে। উনি ইন্টারনেটে একেবারেই বিরাজ করেন না। আর্থিক অবস্থাও ভালো নয়, এর বেশি কিছু খোলা পাতায় লেখা উচিত নয়। উনি কাউকে এইভাবে সাহায্য করার পরিস্থিতিতে নেই।
  • Abhyu | 97.81.66.237 | ২৫ এপ্রিল ২০১১ ০০:০৪398445
  • কেউ একটু সাহায্য করবেন নাকি? তেমন মরণ বাঁচন কিছু না, তবে টাকাটা পেলে শেষ পর্যন্ত পিছিয়ে পড়া কিছু বাচ্চার সুবিধে হবে, তাই দেওয়া


    Time to show our face-book skills and unity!! We are among Top 20 now with 250 votes. Asha For Education will get $25K after round 1 if we can be among top 100. Most other charities are going up very fast, so we have to increase our momentum as well. The voting ends on 04/05...Lets start the chain reaction NOW....See below

    To learn more about the program/Vote :
    http://apps.facebook.com/chasecommunitygiving/charities/770459884-asha-for-education?src=charity_share

    Direct Voting Link : http://bit.ly/fCsHc7

    If u have never used this app (started 3 yrs back), First "Like" the community before voting -

    To "Like" Chase Community Giving, go to http://www.facebook.com/ChaseCommunityGiving

    and click on "Like" button

    If we proceed to Round 2 , we have a shot between another $25 -$500K!!!

    Your vote can get us to #1. Please pass this along to friends and family as well.
  • Samik | 123.242.248.130 | ১২ মে ২০১১ ০৯:১২398447
  • সুমিত সান্যাল, আমাদের ইন্দোডাক্তারের বন্ধুস্থানীয়। আমারও। ইনি কলকাতার এসএসকেএম হাসপাতালে লিভার ট্র্যান্সপ্ল্যান্টেশনের কাজে যুক্ত। আগে এখানে কিছুদিন দিল্লির এইম্‌স এবং ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে ছিলেন, সেই সূত্রে আমার সাথে আলাপ।

    কাল সুমিত একটি মেল পাঠিয়েছেন আমাকে। মুর্শিদাবাদ থেকে আসা সাড়ে ন' বছরের বাচ্চা, অনিমেষ বাগদির লিভার ট্র্যান্সপ্ল্যান্ট করা হয় গত ৫ই মে। সুমিতের তত্বাবধানে। বিশাল খরচা, কিন্তু পুরো অপারেশনটাই করা হয় অনিমেষের জন্য নিখরচায়, মূলত সরকার এবং হাসপাতালের বদান্যতায়। অনিমেষের বাবা একজন অলমোস্ট নিরন্ন দিনমজুর, এই অপারেশনের জন্য অনিমেষের বাবাকে একটা পয়সাও খরচা করতে হয় নি, এমনকি পেশেন্টের খাবারও সুমিত নিজের বাড়ি থেকে রোজ নিয়ে এসেছে। কেবল ট্র্যান্সপ্ল্যান্টেশনের জন্য, তার মা ছবি বাগদিকে নিজের বাম দিকের লিভারটা দান করতে হয়েছে।

    মা ও সন্তান দুজনেই এখন সুস্থ আছেন। আর দুচারদিনের মধ্যেই অনিমেষকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু বাকি পুরো জীবনটার জন্য, অনিমেষকে প্রতি মাসে "ইমিউনোসাপ্রেশন' করিয়ে যেতে হবে, যার খরচা প্রতি মাসে দশ হাজার টাকা।

    অনিমেষের পরিবারের পক্ষে এটা কোনওভাবেই জোগাড় করা অসম্ভব। জনৈক ব্যক্তি মাসপ্রতি পাঁচ হাজার টাকা করে দেবার অঙ্গীকার করেছেন। আমাদের এখন আরও পাঁচ হাজারের সংস্থান করে যেতে হবে প্রতি মাসে।

    খুবই কম অ্যামাউন্ট, হয় তো, অনেকের কাছে। কিন্তু লাইফলং সাপোর্ট। যদি কেউ (এক বা একাধিক ব্যক্তি) ইচ্ছুক থাকেন, সরাসরি সুমিতের সাথে যোগাযোগ করুন drsumit73 জিমেল ঠিকানায়।

    সুমিতের ফোন নম্বর ইচ্ছে করেই দিলাম না খোলা পাতায়, কেউ সরাসরি কথা বলতে চাইলে আমাকে কল বা মেল করে নিতে পারেন। আজ সুমিতের ডিউটি অফ আছে। আমি মেলে সুমিতের ডিটেইল্‌স পাঠিয়ে দেব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন