এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০০৮২০০৯

    Arijit
    অন্যান্য | ০৮ জুলাই ২০০৮ | ১২৭১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 122.252.231.206 | ০৮ আগস্ট ২০০৮ ০০:৪০399788
  • সুদীপ্তকে ধন্যযোগ।

    উ: কোরিয়া হেরে ফুটে গেল। ফাইনালে ভারতের সামনে তাজাকস্তান। গ্রুপ লিগে সেকন্ড ইলেভেন নামিয়ে ম্যাচটা ভারত ড্র রেখেছিল।

    বব হাউটনকে আরো পাঁচ বছরের মেয়াদে রেখে দেওয়া উচিত।
  • Arijit | 61.95.144.123 | ০৮ আগস্ট ২০০৮ ১০:২৫399789
  • হাউটনকে রাখা হবে না কারণ ফুটবলারদের সাথে ওর সম্পর্ক ভালো। কর্তাদের সঙ্গে নয়। প্রাক্তন "তাড়কা'-দের সঙ্গেও নয়। সম্ভবত: এই টুর্নামেন্টটাই শেষ। এবং আরো কয়েক বছর পিছিয়ে যাওয়া।
  • umesh | 62.254.196.200 | ০৮ আগস্ট ২০০৮ ১৫:১৬399790
  • লম্বা একটা বিরতির পর কাল থেকে আবার ইংলিশ ফুটবল সিজন ২০০৮-০৯ শুরু হচ্ছে।
  • umesh | 62.254.196.200 | ০৮ আগস্ট ২০০৮ ১৫:১৭399791
  • 'তাড়কা'? তাহলে তো রাম (বোতলে নয়) এর দরকার।
  • Sudipta | 122.169.177.160 | ০৮ আগস্ট ২০০৮ ১৫:২১399792
  • ঠিক কথা। এ প্রসঙ্গে মনে পড়ল, কল্লোলদা একবার বলেছিল, ক্রিকেটে তবু কিছু করে দেখায়, ফুটবলে তা-ও নয়। কাল খেলা দেখতে গিয়ে বুঝলাম, কথাটা পুরোপুরি ঠিক নয়। এই যে মাঠ বা স্টেডিয়াম গুলো, এর জন্যে সরকার যা পয়সা বরাদ্দ করে, সেগুলো মোটেই ঠিক ঠাক কাজে লাগানো হয় না। মাঠের ঠিক ঠাক পরিচর্যা-ও হয় না। পরিকাঠামো আছে, পারফর্ম করছে না, সেকথা আলাদা। কিন্তু এক্ষেত্রে তো পরিকাঠামো-ই নেই, প্র্যাকটিস করার-ও উপযুক্ত নয় এই মাঠগুলো। সত্যি কথা বলতে ভারত কোনো আন্তর্জাতিক লেভেলে ম্যাচ খেলানোর উপযুক্ত মাঠ তৈরী করতেই পারেনি বা মেনটেন করেনি। সল্টলেকের অবস্থা দেখলেও বোঝা যায়। কি করে ভালো পারফর্ম্যান্স আশা করা যায়? তা-ও যে লেভেলে কাল খেলেছে এত খারাপ মাঠে-ও, ভাবা যায় না, একবার-ও মনে হয় নি যে খেলা ঝুলে গেছে।সুব্রত-র দুটো সেভ ছিল আন্তর্জাতিক মানের। ছেত্রী সুযোগ নষ্ট করেছে ঠিক, কিন্তু গোটা তিন-চার খুব ভালো সুযোগ ও-ই তৈরী করেছে। আর তুল্যমূল্য বিচারে ক্রিকেট কটা দেশ খেলে আর ফুটবল কটা দেশ। আমার খুব দেখার ইচ্ছে আছে যেদিন চীন, জাপান, স্পেন, ফ্রান্স, জার্মানীর মত দেশ গুলো ক্রিকেট খেলতে শুরু করবে, সেদিন থেকে ঠিক পাঁচ বা ছয় বছর পর ভারতের ক্রিকেট র‌্যাঙ্কিং টা কোথায় গিয়ে দাঁড়ায়! অমল দত্ত সাধে একটা লোক-কে বেঁটে ইত্যাদি বলে খিস্তি করেছে!! হাউটন-ও খুব স্বাভাবিক বেশীদিন এদের সঙ্গে থাকবে না। সহজ উপায় , টাকা মেরে দাও। হকি-ও যেমন করছে!
  • kallol | 220.226.209.5 | ০৮ আগস্ট ২০০৮ ১৭:৪৪399793
  • আমি কথাটা বলেছিলাম বোধহয় জনপ্রিয়তায় কেন ফুটবল পিছিয়ে সেটা বোঝাতে।
    ক্রিকেটে এঅকদিন ভারত এলেবেলে ছিলো। বেশীদিন নয় ৬০-এর দশকেই। সেখান থেকে আজ যেখানে আছে সেখানে যাওয়াটা কম ব্যাপার নয়। আর হল্যান্ড, হংকং, কানাডায় নেই নেই করে প্রায় কুড়ি বছরের মত হতে চলল ক্রিকেট।
    অবশ্য জনপ্রিয়তার সাথে পার্ফরম করার সবসময়ে সম্পর্ক নেই। তাহলে ৬০-৭০এ হকি সবচেয়ে জনপ্রিয় খেলা হতে পারতো।
    আর এখন গোটা ব্যাপারটাই নিয়ন্ত্রন করে মিডিয়া আর বিজ্ঞাপনদাতা।
    যদি পরিকাঠামোর কথা বলো, ৫০/৬০-এর দশকে ভারতের ফুটবল পরিকাঠামো কি এমন আহামরি ছিলো? হ্যাঁ বলতে পারো অন্যদের তাও ছিলো না।
  • Sudipta | 122.169.177.160 | ১২ আগস্ট ২০০৮ ১০:১৬399794
  • মোহন বাগান ২-১ এ জিতে আবার লিগ শীর্ষে। ১-০ তে পিছিয়ে থেকে ২-১ এ জেতা নিয়ম করে ফেল্লে যে!! :-))

    অরিজিতদা, মেম্বারশিপ কোনটে নেবে? লাইফটাইম না অ্যানুয়াল?
  • Arpan | 202.91.136.4 | ১৩ আগস্ট ২০০৮ ১১:৩২399795
  • আজ সন্ধ্যে সাতটায় এফসি চ্যালেঞ্জ কাপের ফাইনাল। জিতলে দীর্ঘ চব্বিশ বছর বাদে ভারত আবার এহিয়া কাপের মূলপর্বে খেলবে।

    দেখা যাক!
  • umesh | 62.254.196.200 | ১৩ আগস্ট ২০০৮ ২০:১৮399796
  • ভারত জিতেছে। স্কোর ৩-১। সুনীল ছেত্রী ২, বাইচুং ১
  • Arpan | 122.252.231.206 | ১৩ আগস্ট ২০০৮ ২০:৫৫399798
  • ৪-১ : ফাইনাল স্কোর। আমার জীবদ্দশায় এত ভাল পারফরম্যান্স দেখিনি।

    তবে সেকেন্ড হাফের অনেকটা আÒট্রা ডিফেন্সিভ খেলতে গিয়ে ডিফেন্স মাঝে মাঝেই ডোবাচ্ছিল। নেহাত সুব্রত পাল ছিল।
  • RATssss | 63.192.82.30 | ১৪ আগস্ট ২০০৮ ০০:২৮399799
  • কপাল পুড়ল ইবের।
    এবার না আইলিগের প্রথম ডিভিশন থেকে নেমে যায়।
  • Arpan | 122.252.231.206 | ১৪ আগস্ট ২০০৮ ০১:১০399800
  • দাঁড়াও না। সুনীল ছেত্রী, স্টিভেন ডায়াস, সুব্রত পাল এরা তো ফিরবে। সব মিলিয়ে সাতজন এখন জাতীয় দলে খেলছে।
  • umesh | 86.2.255.217 | ১৪ আগস্ট ২০০৮ ০২:২৮399801
  • EPL এর চার প্রধান এর মধ্যে তিন প্রধান প্রথম ম্যাচ খেলে ফেললো। Manu, Liverpool স্কোর করতে পারিনি। আর্সেনাল ডবল। keep it up আর্সেনাল
  • shyamal | 64.47.121.98 | ১৪ আগস্ট ২০০৮ ০২:৪৬399802
  • দেশে থাকার সময়ে একটা মোহনবাগান - ইস্টবেঙ্গল খেলা দেখলাম টিভিতে। অদ্ভুত লাগল যে দুটো টীমই নিজের হাফের মাঝামাঝি এসে ( যেখানে হাফ ব্যাকেরা দাঁড়ায়) লম্বা পাস দিচ্ছে অন্যপক্ষের হাফের মাঝখানে। সেখানে নিজের টিমের লোক পেলে ভাল, নয়তো গেল। অথচ ছোট পাস দিয়ে বলকে নিজের টীমের ক®¾ট্রালে রেখে ওঠার চেষ্টা নেই। আর ভুল পাস তো অজস্র। চিরদিনই কি এরকম খেলা হত নাকি আগে ছোট পাস দিয়ে খেলত?
  • sg | 203.197.115.39 | ১৪ আগস্ট ২০০৮ ১৩:২০399803
  • কাল খেলা দেখতে দেখতে গায়ে চিমটি কেটে দেখছিলাম স্বপ্ন কী না! বিশ্বাস হচ্ছিল না যে ২৩ মিনিটে ৩-০ এগিয়ে ভারত। চিরকাল তো উল্টোটা দেখে এসেছি....... অসাধারণ অনূভুতি হচ্ছিল! প্রথম তিনটে গোল তো বিশ্বমানের। আরো ভালো লাগলো গোটা দলটার এবং কোচের সংযত উচ্ছাস দেখে। এই tempo ধরে রাখতে পারলে ভবিষ্যত নিয়ে স্বপ্ন দেখা যায়
  • Arijit | 61.95.144.123 | ১৪ আগস্ট ২০০৮ ১৩:৩৭399804
  • এখানে আগেও এরকম লং ট্যাকটিকস চলতো। আমরা বলতাম গগনে গগনে খেলা। কার্পেট ফুটবল খেলতে যে দম লাগে সে না থাকলে এই বিশ্রী অ্যালার্ডাইসীয় ট্যাকটিকসই ভরসা।
  • Arijit | 61.95.144.123 | ১৪ আগস্ট ২০০৮ ১৫:২২399805
  • আরো মজা হল লং বল খেলতে গেলে খুব ভালো কোয়ালিটির সেটপিস মুভমেন্ট দরকার হয় - ফ্রী কিক, কর্নার - এগুলো খুব উঁচুমানের হওয়া চাই। সেসবও খুব একটা নেই। সব হলেও এই ট্যাকটিকসে খেলাটা অতি কুৎসিত দেখতে হয়।
  • umesh | 62.254.196.200 | ১৪ আগস্ট ২০০৮ ১৬:০০399806
  • ইউরোপ তো গগনে গগনে খেলাই বেশী খেলে। বিশেষত ইতালী তো এই ভাবে খেলে বিশ্ব চ্যাম্পিয়ান। সেটপিস মুভমেন্ট থেকে ইতালী গোল করেছে, এরকম ঘটনা বিরল।
  • Arijit | 61.95.144.123 | ১৪ আগস্ট ২০০৮ ১৬:০৭399807
  • ইতালি ঠিক লং বল নয়। লং বল খেলে বেশি ইংল্যাণ্ড - ইংলিশ ম্যানেজারদের অনেকেই এই রীতিতে বিশ্বাসী, কিছু এক্সেপশন যেমন ববি রবসন, কীগান ছাড়া।
  • umesh | 62.254.196.200 | ১৪ আগস্ট ২০০৮ ১৬:৩২399809
  • ইতালির বিশ্বসেরা নামী খেলোয়াড় মানে-ই সে গোলকিপার (জফ, বুফোঁ) নয় ডিফেন্ডার(মালদিনি, বারেসি) নয় স্ট্রাইকার (ব্যাজিও, ভিয়েরা, পাওলো রোসি, তোনি)। ইতালী কোনো দিন ভালো মিডফিল্ডার বা playmaker (জিদান ইত্যাদি) বানিয়েছে বলে তো মনে হয় না। এতেই তো আমার মনে হচ্ছে ওরা গগনে গগনে খেলে।
  • Arijit | 61.95.144.123 | ১৪ আগস্ট ২০০৮ ১৬:৩৮399810
  • ভালো ডিফেন্ডারের সাথে লং বলের সম্পর্ক নাই তো। লং বল হল উঁচু করে তুলে দিয়ে খেলা। ইটালি ডিফেন্সিভ খেলে সেটা ঠিক, কাউন্টার অ্যাটাক নির্ভর খেলা। বাজ্জো বা দোনাদোনি, এমনকি টোট্টি, পিরলো - এরা গ্রাউন্ড পাসে ভালোই খেলে/খেলতো।
  • arjo | 168.26.215.54 | ১৪ আগস্ট ২০০৮ ১৮:১৪399811
  • গগনে গগনে খেলে ইংল্যন্ড আর আয়ার্ল্যান্ড। খুব বিরক্তিকর লাগে দেখতে।

    ইতালী ছোট ছোট পাসেই খেলা তৈরি করে। ইতালি প্রথম সুইপার পজিশন তৈরি করে। যে কিনা ডিফেন্স থেকে খেলাটা তৈরি করবে, মিডফিল্ড থেকে নয়। প্রথমে বারেসি পরে মালদিনি ঐ পজিশনে এতই ভালো খেলেছে যে ভালো মিডফিল্ডারের খুব একটা দরকার পরে নি।
  • arjo | 168.26.215.54 | ১৪ আগস্ট ২০০৮ ১৯:৪৫399812
  • মনে হয় ব্রাউজার ক্যাশ থেকে পড়ছে। প্রতি পেজে এইটা কি লাগিয়েছ। না লাগালে লাগিয়ে দেখো।

    response.setHeader("Cache-Control","no-cache");
    response.setHeader("Cache-Control","no-store");
    response.setDateHeader("Expires", 0);
    response.setHeader("Pragma","no-cache");


  • arjo | 168.26.215.54 | ১৪ আগস্ট ২০০৮ ১৯:৪৬399813
  • সরি ইগনোর, এটা সিঁফোর জন্য।
  • subha | 128.252.20.65 | ১৫ আগস্ট ২০০৮ ২২:২১399814
  • ইতালী কখনই লং বল ফুটবল খেলে না। ইতালীয়ান লিগে ছোতো পাস এই খেলা হয়।।কাউন্টার আয়াটাকের সঙ্গে wing play প্রচুর হয়।
    কার্পেট ফুটবলের সেরা নিদর্শন হল স্পেন আর লাতিন আমেরিকা। বার্সেলোনা আর মাদ্রিদের খেলা দেখে এজন্যেই চোখ মন সব জুড়োয়। স্প্যানিশ রা বলে tik-tak-toe ফুটবল।ছোটো ছোটো পাস আর দ্রুত জায়গা বদল।

    EPL এ আর্সেনাল কিছুটা ঐরকম খেলে, আর মাঝেসাঝে Man UTd। তবে এবার চেলসী খেলবে সেরকম। স্কোলারি খেলার ধরন একেবারে পাল্টে দেবে।
  • subha | 128.252.20.65 | ১৫ আগস্ট ২০০৮ ২২:২৭399815
  • ববি রবসন এজন্যেই ইংঅলন্ডের বাইরে সাফাল্য ও পেয়েছে। ১৯৮৮-৮৯ এ কোলকাতায় সুপার সকারে psv eindhoven এসেছিলো।কোঅচ ববি রবসন। ওদের খেল ছিলো সেই রকম।।ছোটো ছোটো পাস, হঠাৎ গতি বাড়ানো, অর মাঠ টাকে spread করে opponent ডিফেন্স ভেঙ্গে দেওআ।

    গত দশাকের সেষ দিকী নিউক্যাসল কিছুটা ওরকম খেলতো।
  • Arpan | 122.252.231.206 | ১৮ আগস্ট ২০০৮ ১০:২৯399817
  • আর চেলসি।
  • Arpan | 122.252.231.206 | ১৮ আগস্ট ২০০৮ ১০:২৯399816
  • বহুদিন পরে নিউক্যাসলের খেলা দেখে মন ভরে গেল।
  • Arijit | 61.95.144.123 | ১৮ আগস্ট ২০০৮ ১০:৫৪399818
  • কাল নিউক্যাসলের যেটা সবচেয়ে ভালো লাগলো সেটা হল আগে থেকে হারবো না মেন্টালিটি। কোয়ালিটির তফাত অনেক, কিন্তু ম্যানিউ তো কি?

    জোনাস "স্পাইডারম্যান' গুটিরেজ ভালো দৌড়য়, দাঁড়িয়ে যাবে, আর কোলোচিনিও বেশ স্টেডি। ম্যানিউ গোলটা যখন শোধ করলো তখন টেলর মাঠের বাইরে ছিলো। আর শে গিভেন বেশ কয়েকটা ভালো বাঁচিয়েছে।

    আপশোস হল কাল জেতা যেত, ২৬ বছর পর ওল্ড ট্রাফোর্ডে। এই সুযোগ আবার কবে আসবে...
  • Arpan | 202.91.136.4 | ১৮ আগস্ট ২০০৮ ১১:১৯399820
  • "জাতীয় দল'-এর এত দুরবস্থা যে এই রকম সদস্য সমর্থক এনে মাঠ ভরাতে হয়!!! একটা ম্যাচ না জিততে পারলেই ভদ্রতার মুখোশ খুলে বেরিয়ে আসে। তাও বুঝতাম আক্রোশটা নিজের দলের খেলোয়াড় বা কর্মকর্তাদের উপর গিয়ে পড়ত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন