এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বামফ্রন্টকে হারানো কি ভাবছেন সবাই

    Du
    অন্যান্য | ১৯ সেপ্টেম্বর ২০০৮ | ৮৫৭৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • quark | 202.141.148.99 | ১৩ মার্চ ২০০৯ ১৭:৫৬402806
  • জর্জ বুশ এবং ওয়েপন অব মাস ডেস্ট্রাকশন
  • shrabani | 124.30.233.101 | ১৩ মার্চ ২০০৯ ১৮:০১402807
  • যে যায় লঙ্কায় সেই হয় রাবণ।
    আমি এম পির একটি জায়গায় ছিলাম এর আগের আগের লোকসভা ইলেকশনে। সেখানে কং আর বিজেপি ছাড়া কোন সিন ছিলনা। তাও কং ক্যান্ডিডেট স্ট্রং।
    অনেক কাঠখড় পুড়িয়ে দুদুবার ছবি তুলিয়ে ভোটার লিস্টে নাম উঠেছিল। সবাই দলবেঁধে ভোট দিতে গিয়ে দেখি সক্কাল বেলাতেই আমাদের টাউনশিপের সবার ভোট পড়ে গেছে। এমনকি জেনারেল ম্যানেজার পর্যন্ত গিয়ে ফিরে এসেছেন।
  • quark | 202.141.148.99 | ১৩ মার্চ ২০০৯ ১৮:০৫402808
  • আজ আরেকটা গল্প শুনলাম। একজন বলল তার ভোটার আই ডি কার্ড ই নাকি হচ্ছিল না সিপিএম ক্যাডারদের জন্যে। শেশে সে হুমকি দেয় "ইলেকশন কমিশনকে চিঠি লিখব" ব'লে, এবং তাতে নাকি বাড়ি এসে কার্ড দিয়ে যায়। সবশেষে মন্তব্য, ""গ্রামের বাড়িতে আমি থাকিনা ব'লে, লিস্ট থেকে আমার নাম বাদ দিয়েছিল, সিপিএম এর ভোটার হ'লে দিত না"।

    এক টেবলে ব'সে চা খাওয়াও দুষ্কর।
  • Arijit | 61.95.144.123 | ১৩ মার্চ ২০০৯ ১৮:০৮402809
  • যে হিসেবটা করা দরকার সেটা হল বুথ-ওয়াইজ ভোট নিয়ে এখন কোন বুথ কোন কেন্দ্রে পড়ছে সেটা ধরে যোগ করা। একটা ফেয়ার আইডিয়া হবে। মোটামুটি ১২ লাখ নতুন অ্যাডিশন - তার একটা ডিস্ট্রিবিউশন ধরে নিয়ে। এর মধ্যে কিছু তো আমার মতন কেস - নাম কাটা গেছিলো, আবার ঢুকেছে, এবং কমিটেড ভোটার।
  • Arijit | 61.95.144.123 | ১৩ মার্চ ২০০৯ ১৮:০৯402810
  • ধোর। আমার নাম কাটা গেসলো কারণ আমি এখানে ছিলুম না। এবং আমাদের ওদিকে সিপিএম হুহা জেতে। সবাই জানে আমি কাকে ভোট দিই। তাও কাটা গেসলো। আমার বউয়েরও একই কেস। এবার আমার নাম উঠেছে, আমার বউয়ের ওঠে নাই। সিপিএম তো পুরো সুইসাইড করছে;-)
  • arjo | 168.26.215.13 | ১৩ মার্চ ২০০৯ ১৮:১১402811
  • আমি এখানে চলে আসার পর আমার আইডি কার্ড নিয়ে ভোট পড়েছে। কিভাবে সম্ভব হল? আমি বলব না। কিন্তু হয়েছে। এই ফলস ভোটে অবশ্যই আমার দায়িত্ব ষোল আনা কিন্তু এরকম ভোট যে হয় সে নিয়ে আমার কোনো সন্দেহ নেই।
  • Arijit | 61.95.144.123 | ১৩ মার্চ ২০০৯ ১৮:১৩402812
  • হয় তো সবাই জানে, এবং ওই যে বল্লাম কেউ ধোয়া ইত্যাদি। গোটা ভারতে হয়। কিন্তু ফ্যাশন হল...
  • Arijit | 61.95.144.123 | ১৩ মার্চ ২০০৯ ১৮:১৫402813
  • অন্য দেশে হয় না (বুশের প্রথম ইলেকশন বাদ দিলে)। কেন হয় না আর এখানে কেন হয় সেটা ভাবা দরকার।
  • shyamal | 24.117.80.243 | ১৩ মার্চ ২০০৯ ১৮:২২402814
  • যদি প্রত্যেক ভোটারের আঙ্গুলের ছাপ নিয়ে স্টোর করা হয় আর ভোট দিতে এলে তার সঙ্গে কমপেয়ার করা হয়, তাতে কি খুব বেশী খরচ পড়বে বা ভোট দেওয়া স্লো হয়ে যাবে?
    শুনেছি জার্মানীতে গ্রসারী স্টোরে ফিঙ্গার প্রিন্ট দিয়ে পেমেন্টের ব্যবস্থা হয়েছে , কাজেই ক্রেডিট কার্ড লাগেনা। ফুল প্রুফ।
  • san | 12.144.134.2 | ১৩ মার্চ ২০০৯ ১৮:২৬402816
  • হ্যাঁ, সে তো আমার ভোটারকার্ড আমি যদ্দিন কলকাতায় ছিলাম চেষ্টা করেও বার করা যায়নি , কার বাড়ির কি রং ইত্যাদি, সে যাই হোক। প্রমাণ বলে আদৌ কিছু হয়না সেও ঠিক। আব্বুলিশ।
  • Arijit | 61.95.144.123 | ১৩ মার্চ ২০০৯ ১৮:২৭402817
  • ১ বিলিয়ন লোকের জন্যে এটা করতে গেলে পেন্টুল আর থাকবে না। ভোটার আইকার্ড দিতে হলদে হয়ে যাচ্ছে...
  • Arpan | 65.194.243.232 | ১৩ মার্চ ২০০৯ ১৮:৩৯402819
  • মোটেও পেন্টুল হলুদ হবে না। করাই যায়। এরকম কিছু কাজ শুরু হয়েছে বলেও শুনেছিলাম। হয়ত আগামী আট-দশ বছরে নেমেই যাবে ফান্ডাটা।
  • Arijit | 61.95.144.123 | ১৩ মার্চ ২০০৯ ১৮:৪২402820
  • আট দশ বছর - অন্তত: দুই থেকে তিনটে ইলেকশন। মানে দুইবার সরকার বদল। প্রোফেশনাল হ্যাজার্ডগুলো ভুলে যাও কেন?

    ইসি-র সাইট থেকে ২০০৪-এর এক্সেল শীট নামিয়েছি। পুরো ক্যালকুলেট করে দেবো। অবশ্যই ওই রি-অ্যালাইনমেন্টের জন্যে এই ক্যালকুলেশন অনেক ক্ষেত্রেই খাটবে না। তাও।
  • Arijit | 61.95.144.123 | ১৩ মার্চ ২০০৯ ১৮:৪৬402822
  • আবার অনেকগুলোতে অন্য ঝামেলা - যেমন আলিপুরদুয়ার - আগেরবার ছিলো আরএসপি, বিজেপি, কং (র‌্যাঙ্ক) - এখন বিজেপি যা ভোট পেয়েছিলো তার কতটা বিজেপি কতটা তৃণমূল কে জানবে?
  • Arpan | 65.194.243.232 | ১৩ মার্চ ২০০৯ ১৮:৪৬402821
  • তা ঠিক। তবে এই ডেটা ব্যাঙ্ক বানানোর কাজটা শুধু ভোটের জন্য বানানো হচ্ছে না তো, তাই হয়ত নেমে গেলেও যেতে পারে। অবশ্য সবই যদি আর কিন্তু ...

    কী ক্যালকুলেট করবে?
  • Arijit | 61.95.144.123 | ১৩ মার্চ ২০০৯ ১৮:৪৭402823
  • বাম ভোট ভার্সাস কং-তৃণমূল ভোট।
  • Arpan | 65.194.243.232 | ১৩ মার্চ ২০০৯ ১৮:৫৪402824
  • ধুর, ২০০৪ দিয়ে না। ২০০৮-এর পঞ্চায়েত ইলেকশনের ডিটেলড রেজাল্ট পেলে কাছাকাছি যাওয়া যেত।
  • Subrata Dutta | 121.241.208.61 | ১৩ মার্চ ২০০৯ ১৯:৪১402825
  • এব্র
  • Ri | 122.169.171.163 | ১৩ মার্চ ২০০৯ ২২:০৩402827
  • শহরে সিপিএম ঠিক করে প্রচার করতে পারলে তো তৃণমূলের ভোট হুহা কমবে।শুধু শিক্ষিত শহুরে বেকার যুবক যুবতীদের খেপাতে হবে তৃণমূলের জন্যে তোমাদের চাকরী হতে হতেও হল না বলে।
    আর গ্রামাঞ্চলে আছে সংগঠন।তৃণমূল ভাবছে দক্ষিণ ২৪ পরগনা ,পূর্ব মেদিনীপুরের কথা ; বীরভূম বাঁকুড়া পুরুলিয়া প: মেদিনিপুর , জলপাইগুড়ি ,কুচবিহার দ: দিনাজপুর কি করবি বাবা ? আর ভোটের পর নন বিজেপি গভ: গড়তে কং সিপি এম হাত মেলাতেই পারে । তখন মমতার খোয়াব ফুরুত।একটা পাতি আঞ্চলিক শক্তি হয়ে থাকবে
  • bb | 117.195.172.157 | ১৩ মার্চ ২০০৯ ২২:৫৫402828
  • প্রতিটা ভোটের আগে শ্যামলের মতো প্রচুর বামবিরোধী লোক আশা করে পুজো দেয় (ভগবান ছাড়া কাউকে ভয় করেন না হা (কা)গজ পড়ে আশা করেন) যে এবার বোধহয় বামফ্রন্টকে হারান যাবে। এরা সিপিএমকে হারাতে নকশাল, সুশি সবার হাত ধরেন,আর তার পর হেরে গেলে রিগিং রিগিং করে চেঁচান।
    তবু আমি শ্যামলের প্রশংসা করব যে উনি যা মনে করেন তাই বলেন আর প্রকাশ্যে অন্তত: তার সমর্থনকে জানান। আরও বহু লোক আছে যারা মুখে বামপন্থী সাজেন কিন্তু ভোট দেন কংগ্রেসকে। তাই ৩০বছর ধরে কিন্তু বিরোধীর কিন্তু ৪০% ভোট পেয়ে এসেছেন। দেখা যাক কংগ্রেস '৮৪ এ ১৬টার বেশী সিট পায় কিনা, যদিও শ্যামল বা a ৫০% এর বেশী সিট এই জোট পাবে বলে আশা করছেন।
  • shyamal | 24.117.80.243 | ১৩ মার্চ ২০০৯ ২৩:২২402829
  • আমি আশা করছিনা কিছু। শুধু ২০০৪ এর ফলের ভিত্তিতে বলেছি জোট কমপক্ষে ১৬ আর খুব বেশী হলে ৩০টা সীট পাবে।
    এবারে যে ব্যাপারটা আলাদা তা সিপিএমও বলছে। প্রাক্তন অর্থমন্ত্রী অশোক মিত্র মশাই খুব চিন্তিত। তিনি টেলিগ্রাফে দেখিয়েছেন ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর পশ্চিম বিধানসভা আসনে গতমাসে সিপিএম গোহারা হেরেছে। পেয়েছে ৩৭% ভোট মাত্র। এত কম % ১৯৬২ থেকে কোনদিন পায়নি।
    যদিও একটা আসন থেকে ২৯৪ টা এক্সট্রাপোলেট করা যায়না, কিন্তু মনে হচ্ছে বামেদের দুশ্চিন্তার কারণ আছে এবার।
    ২০০৪ এর লোকসভা নির্বাচনে এই আসন-সেগমেন্টে পেয়েছিল ৪৯%। তারপর ২০০৬ বিধানসভা ভোটে পেয়েছিল ৪৪%। এবারে ৩৭%।
  • bitoshok | 128.101.220.108 | ১৩ মার্চ ২০০৯ ২৩:৪০402830
  • bb-র জন্য কোশ্চেন:

    ১) বামপন্থী কাহাদের বলে? উহারা কয় প্রকার ও কি কি? উহাদের বৈশিষ্ট সমূহ উদাহরন সহ ব্যখ্যা কর।

    পুর্ণমান: ২০ [৩+৩+১৪]
  • bb | 117.195.172.157 | ১৪ মার্চ ২০০৯ ০০:১৫402831
  • ১) যাহারা সকল কার্যে দক্ষিণের বদলে বাম (হস্ত অন্তর্ভুক্ত)কে অগ্রাধিকার দেন তাহাদের বামপন্থী বলে। কুজনে বলে ইহারা পুর্বদশায় স্পিকার সাহেবের বামদিকে বসিতেন বলিয়া এইরূপ নামকরণ।
    ২)ইহারা প্রধানত তিন প্রকার অতি বাম, বাম আর দক্ষিণপন্থীবাম।
    ৩)অতি বাম -ইহারা মার্ক্স অপেক্ষা শক্তিমান এবং সর্বদা বিশ্বস করেন যে জনগনতান্ত্রিক বিপ্লব দরজায় আগতপ্রায়। উদা: মাওবাদী।
    বাম- যাঁরা বিশ্বাস করেন ব্যালটের মধ্য দিয়ে সমাজে পরিবর্তন এনে বিপ্লব করা যায়, উদা: প্রচুর।
    দক্ষিণপন্থীবাম- যারা বিশ্বাস করেন যে দক্ষিণপন্থীদের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা ভোগ একটি প্রজুক্তিগত কৌশল। উদা: ডাঙ্গে...। ইহারা খাওবাদী নামেও পরিচিত।
    :)
    কত নম্বর পেলাম জানাবেন

  • bitoshok | 128.101.220.108 | ১৪ মার্চ ২০০৯ ০১:০৫402832
  • ১২/১৪ (আর্টসে পুরো নম্বর দিতে নেই :)) )

    এইবার, সিপিএম অ্যান্ড কোম্পানী কোন ধরনের বামপন্থী ধারায় পড়বে? অতীতের উদাহরণ।

    (সিপিএম অ্যান্ড কো : + বিজেপি) বনাম কং

    (সিপিএম অ্যান্ড কো: + কং) বনাম বিজেপি

    (সিপিআই + কং)
  • kallol | 220.226.209.2 | ১৪ মার্চ ২০০৯ ১৩:১৩402833
  • প:ব:তে তৃমূ+কং(+/- এসইউসি) জোট হলো - ""ঘোঁট"" (বিমান বসু উবাচ)।
    সর্বভারতীয় তৃতীয় ফ্রন্টে কে কে ?
    মায়াবতী, চন্দ্রবাবু, জয়ললিতা, বামফ্রন্ট, দেবগৌড়া, চন্দ্রশেখর রাও - ইহা কিসে কম "ঘোঁট" ? অপূর্ব !!!!
  • Partho | 117.194.35.93 | ১৪ মার্চ ২০০৯ ১৩:৪৩402834
  • কৃষ্‌ণ করলে লীলা - লীলা - লীলা
    আমরা করলে বিলা !!

    নতুন বাঙ্গলা সিনেমা - চ্যালেন্‌জ -নিবিনা শালার গান- পাড়া গাঁয়ে খুব চলছে
  • Arpan | 122.252.231.12 | ১৪ মার্চ ২০০৯ ১৩:৪৯402835
  • কল্লোলদা ভুলে যাচ্ছে ওই ঘোঁটে সিপিয়েম অনুঘটকের ভূমিকা পালন কচ্ছে। অতএব কে না জানে উহা নীতিবাদী। অগ্নির ন্যায় শুদ্ধ ও গঙ্গাজলের ন্যায় পবিত্র।

    (সবে তো শুরু। তামাশা অ্যাতো অ্যাতো বাকি আছে!!)
  • Arpan | 122.252.231.12 | ১৪ মার্চ ২০০৯ ১৪:০৩402836
  • সরি, ওটা অনুঘোঁটক হবে। বুনানভুল। :P
  • Partho | 117.194.35.93 | ১৪ মার্চ ২০০৯ ১৪:০৪402838
  • এঁটো-র ছোঁয়া কোনো কিছুতে লাগলে তো শুনেছি সেটাও এঁটো হয়ে যায় । তা বাবু মশাইরা, বিজেপির ছোঁয়া লাগা চন্দ্র বাবু, মায়াবতি,জয়ললিতারা এখন কোন যাদুবলে শুদ্ধ হলেন বলতে পারেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন