এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বামফ্রন্টকে হারানো কি ভাবছেন সবাই

    Du
    অন্যান্য | ১৯ সেপ্টেম্বর ২০০৮ | ৮৫৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • umesh | 86.2.244.37 | ১৮ মার্চ ২০০৯ ০১:৪০402633
  • আমি শুধু বলেছি, কেরালা'র অবস্থা ভালো কেন?
    আমি একবারো বলিনি প: ব: এর অবস্থা খারাপের জন্যে সিপিএম দায়ী।
    এটা তো ঠাকুর ঘরে কলা খাবার কেস।
  • Binary | 198.169.6.69 | ১৮ মার্চ ২০০৯ ০২:১৭402634
  • শ্যামলবাবু-র লিস্টি-তে সংযোজন,
    বুদ্ধবাবু, ভালকাজ করেছেন, ফুটে যাবেন :))))
  • santanu | 82.112.6.2 | ১৮ মার্চ ২০০৯ ০৭:৫১402635
  • প্রথমত: কেরালায় অর্ধেকের বেশী কর্মক্ষম মানুষ গাল্ফে থাকে আর প্রতি ৫ বছর অন্তর কেরালায় সরকার পাল্টে যায়।

    দ্বিতীয়ত: বুদ্ধবাবু যদি হারে, তবে ঐ ভুল-ঠিক (সিঙ্গুর, নন্দিগ্রাম) কিছু করতে গেসল বলে হারবে। জ্যোতিবাবুর পলিসি - যা চলছে চলুক, কিছু করার দরকার নেই বলে চালালে, এসব কিছুই হতো না।
  • shyamal | 24.117.212.246 | ১৮ মার্চ ২০০৯ ০৭:৫৯402636
  • যে কাজ করে সেই ভুল বা ঠিক কাজ করতে পারে। যে কাজ করেনা, ঠুঁটো জগন্নাথ হয়ে বসে থাকে তার ভুল হওয়ার কোন চান্স নেই।
  • Arijit | 61.95.144.123 | ১৮ মার্চ ২০০৯ ০৯:২৫402637
  • সরকারে যাওয়া/না-যাওয়া নিয়ে বিতর্কটা পুরনো। এই নিয়ে জানতে হলে কিছু বই পড়তে হবে যেগুলো অচ্ছুৎ মনে হতেই পারে;-) তবে এইবার হয়তো কিছু বদল হতেও পারে - যদি থার্ড ফ্রন্ট আসে - অবশ্য তার চান্স আছে বলে মনে হয় না।
  • quark | 202.141.148.99 | ১৮ মার্চ ২০০৯ ১০:৩৫402638
  • বুশ শুধু যে অ্যাম্রিকার উন্নয়ন করেছিলেন তাই নয়, সাথে সাথে ইরাকের উন্নয়ন ও করেছিলেন .... তাঁর গদিতে থাকার তো কন অধিকার নেই।
  • Blank | 203.99.212.224 | ১৮ মার্চ ২০০৯ ১০:৫৮402639
  • আর বিজেপির ভারত উদয় !!! উন্নয়ন করে ফুটে গেলো। কি অকৃতজ্ঞ মাইরি ভোটাররা।
  • Arijit | 61.95.144.123 | ১৮ মার্চ ২০০৯ ১১:০৪402640
  • ইদিকে মমোদেবী ডিলিমিটেশন নিয়ে একচোট গেয়ে রাখলেন।
  • dipu | 207.179.11.216 | ১৮ মার্চ ২০০৯ ১১:০৬402641
  • সেই ঘোষ দস্তিদার দেবী এবার কোত্থেকে দাঁইড়েছেন?
  • Arijit | 61.95.144.123 | ১৮ মার্চ ২০০৯ ১১:১১402643
  • কাকলি? বারাসাতে।
  • dipu | 207.179.11.216 | ১৮ মার্চ ২০০৯ ১১:১৫402644
  • একবার মোদের হাওড়ায় দাঁইড়েছিলেন, ভোটের আগের দিন সকাল থেকে রিগিং হচ্ছে, রিগিং হচ্ছে বলে তুমুল চেঁচামেচি, পরে দেখা গেল লাখদুয়েক ভোটে হেরেছেন।
  • quark | 202.141.148.99 | ১৮ মার্চ ২০০৯ ১১:২৬402645
  • ডিলিমিটেশনের পর এবার দক্ষিণ কলকাতায় মুসলিম ভোট বেশি, দিদির অস্ত্র তৈরী, রিজওয়ানুরের গোটা ফ্যামিলি।
  • Arijit | 61.95.144.123 | ১৮ মার্চ ২০০৯ ১১:৩৩402646
  • না উনি তো কইসেন সিপিএম ডিলিমিটেশন নিয়ে যা ইচ্ছে তাই করেছে! (সুত্র: প্রতিদিন)
  • quark | 202.141.148.99 | ১৮ মার্চ ২০০৯ ১১:৩৪402647
  • সেকি? এইতো শ্যামলবাবু বল্লেন ডিলিমিটেশন হয়ে যাদবপুরটা জেতা সহজ হয়ে গেল!
  • Arijit | 61.95.144.123 | ১৮ মার্চ ২০০৯ ১১:৪৫402648
  • যাদবপুর জেতা হয়তো সহজই। হিসেবটা এই রকম - কলকাতা দক্ষিণে মমতার মার্জিন সব সময়েই বেশ ভালো - রবীন দেব আগের বার একটু কমালেও। ওখান থেকে টালিগঞ্জের হাজার তিরিশের লীড বের করে আনলে ক্ষতি নাই - কিন্তু টালিগঞ্জ যাদবপুরে ঢুকে গেলে ক্যালকুলেশন ডিফিকাল্ট হয়ে যায়। আমাদের ওয়ার্ড বাদ দিলে আশেপাশে সবই তৃণমূল - যেগুলো আগে সিপিএমের ঘাঁটি হিসেবে পরিচিত ছিলো। ঘটনা এই যে আশির দশকের শেষের দিক থেকে এই দিকের ওয়ার্ডগুলোতে ভোটিং প্যাটার্ন বদলাতে শুরু করে, কারণ ডেমোগ্রাফির বিরাট বদল।

    তবে এবার ওই শিল্পায়ন/উন্নয়ন নিয়ে তৃণমূল বড় প্রশ্নের সামনে আসবে/আসছে। মা-মাটি-মানুষের রেটরিক বেশ কিছু জায়গায় ধাক্কা খাবে।
  • quark | 202.141.148.99 | ১৮ মার্চ ২০০৯ ১১:৫০402649
  • তৃণমূল কংগ্রেসের কর্মী/সমর্থকেরা এখন থেকে পরস্পরকে "জয় মমতা" বলে অভিবাদন করবেন, সৌজন্য: কবীর সুমন।
  • Partho | 202.177.144.18 | ১৮ মার্চ ২০০৯ ১২:০৭402650
  • অরিজিত-`কারণ ডেমোগ্রাফির বিরাট বদল ' - ব্যাপারটা একটু খুলে বলবেন ?
  • Arijit | 61.95.144.123 | ১৮ মার্চ ২০০৯ ১২:২০402651
  • এনএসসি বোস রোডের দক্ষিণে পূর্ব এবং পশ্চিম পুটিয়ারী, আরো দক্ষিণে এগোলে চাকদহ, রেনিয়া - এই অঞ্চলগুলো বছর পনেরো আগেও ফাঁকা ছিলো। রেনিয়া অঞ্চলটা তো পুরো ধানক্ষেত ছিলো। লোকজন বলতে অধিকাংশ উদ্বাস্তু - যারা প্রথম থেকেই প্রো-সিপিএম, এবং একটা বড় অংশ মুসলিম - এরাও মেজরিটি তাই। এটা ছিলো ওই আশির শেষদিক, নব্বইয়ের শুরুর দিক অবধি। তারপর হু হু করে লোক বেড়েছে - প্রপার কলকাতায় জায়গা নেই বলে। বিরাট বড় সংখ্যায় অবাঙালী - বিহার এবং উড়িষ্যার। এবং সো কলড অ্যাফ্লুয়েন্ট লোকজন। কাজেই ভোটিং প্যাটার্নও বদলেছে। এর সাথে কিছু পাট্টিকুলার লোকাল সিপিএম পাবলিকের ঔদ্ধত্ব যোগ করে গত দশ বছরে সিচুয়েশন পাল্টেছে। কর্পোরেশন ইলেকশনে ১১৪-র আশেপাশে সবই তৃণমূল - এক্সেপ্ট ১১৪ নং ওয়ার্ড। আরো পূর্বদিকে গেলে বাঁশদ্রোণীর ভিতরেও মোটামুটি এক ছবি।

    তবে ওই যে বল্লাম - সিঙ্গুর/নয়াচরের এফেক্ট এই মোটামুটি শহুরে টাইপের লোকজনের ওপর বেশি পড়বে।
  • Arijit | 61.95.144.123 | ১৮ মার্চ ২০০৯ ১৪:২৬402654
  • ধুর - সকাল থেকে TOI খুলতেই পারছি না। এখনও গেটওয়ে টাইমআউট:-(
  • Arijit | 61.95.144.123 | ১৮ মার্চ ২০০৯ ১৪:৩১402655
  • http://www.voiceofbengal.com/vobTopics.do?reqcode=politicsIssueDetails&issue=100

    এই সাইটটা কেউ দেখেছ নাকি? সিপিএমের সাথে যুক্ত কিছু নয় - কারণ প্রাক-বুদ্ধ আমলকে খিস্তি দিয়েছে। বুদ্ধের প্রশংসা করেছে। অ্যাবাউট আস-এ কিছু নাই। আবার বাংলাদেশী ইমিগ্র্যান্ট হঠাও গোছের স্লোগানও আছে।
  • Arijit | 61.95.144.123 | ১৮ মার্চ ২০০৯ ১৪:৪৪402656
  • http://tinyurl.com/cn8omy - এগুলো আমার আনেথিক্যাল মনে হয় - যেই করুক - এক ধরণের "ইউজ অ্যাণ্ড থ্রো' মেন্টালিটি। আগেও অনেকবার এরকম হয়েছে...
  • shyamal | 24.117.212.246 | ১৮ মার্চ ২০০৯ ১৮:৩৫402657
  • আমি আন্দাজে বলেছিলাম বটে যে যাদবপুরে কংজোটের জেতা সহজ হয়ে গেল। কিন্তু পরে ক্যালকুলেশন করে (২০০৬ এর বিধানসভার ভিত্তিতে) দেখেছি, যাদবপুরে জেতার চান্স কম। এছাড়া ডিলিমিটেশনের ফলে এই গ্যারান্টিড সীট গুলো জোটের হাতছাড়া হতে পারে :
    আলিপুরদুয়ার, বালুরঘাট, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, দমদম।

    তবে এবারে শোনা যাচ্ছে একট ফ্রন্টবিরোধী হাওয়া আসছে। তাহলে ফল কি হবে বলা মুশকিল।
  • sudeb mitra | 147.21.160.5 | ১৮ মার্চ ২০০৯ ২৩:১৩402658
  • আপনাদের আমন্ত্রন - http://www.voiceofbengal.com

    Please note - your opinion matters. Please raise it

  • shyamal | 24.117.212.246 | ১৯ মার্চ ২০০৯ ০১:০৪402659
  • খবরে প্রকাশ, তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারকে পিটিয়ে সিপিএম সমর্থকরা অচৈতন্য করে দেয়। তিনি হাসপাতালে আছেন।
    তবে এর ফলে বারাসাত, বনগাঁ, ব্যারাকপুরে ফলের হেরফের হবেনা, বাম ফ্রন্ট হারবে।

    তা গুরুচন্ডালির বাম সমর্থকরা আমার March 18, 1:11 AM এর তথ্যের ব্যাপারে কি বলেন?
    কি হল কারো যে মুখে কথা সরেনা?
  • umesh | 86.2.244.37 | ১৯ মার্চ ২০০৯ ০১:১৬402660
  • শ্যামল দা, ও সব তথ্য বুর্জোয়া দের অপপ্রচার। একদম কান দেবেন না।

  • Blank | 59.93.195.176 | ১৯ মার্চ ২০০৯ ০২:৩১402661
  • শ্যামল দার তথ্য গুলো বেশ মজার। সব কটা তথ্যই জন সংখ্যা নির্ভর।
    যেমন, মাথা পিছু power consumption। এটা gross power availability কে population দিয়ে ভাগ করা হয়। তাই প: বঙ্গের অর্ধেকের ও কম বিদ্যুৎ উৎপাদন করে ঝাড় খন্ড থাকে অনেক ওপরে। ওড়িষ্যাও অনেক কম। কিন্তু এদের জনসংখ্যা বড় ই কম। :)
  • lcm | 128.48.7.222 | ১৯ মার্চ ২০০৯ ০২:৩৭402662
  • ট্রেনে দুজন সাউথ ইন্ডিয়ান ছেলের সঙ্গে কথা প্রসঙ্গে লোকসভা ইলেকশন প্রসঙ্গ উঠল। একজন বলল, বেঙ্গল ইস হরিবোল। প্রথমে ঘাবড়ে গেলাম, বাংলায় ইয়ার্কি করছে নাকি!
    জিগ্গেস করলাম - কেন, horrible কেন ।
    - রুলিং লেফ্‌ট ইস প্যাথেটিক ওনলি। অ্যান্ড দ্য ওপোজিশন ইভেন মোর প্যাথেটিক।
    - হোয়াই?
    - লেফ্‌ট ইস ইউস্‌লেস্‌, দে অপোস্‌ড্‌ নিউক্লিয়ার ডিল। দে উইল সেল দ্য কাϾট্র টু চায়না।
    - ওকে। এন্ড, ওপোজিশন?
    - দে আর ওয়ার্স, দে রিজেকটেড ন্যানো। দে ইউল মেক বেঙ্গল গো ব্যাক টু এইট্টিন্থ সেঞ্চুরি।
    (সব মিলিয়ে এইট্টিন্থ সেঞ্চুরির চায়না-য় পাঠিয়ে দিল! )
    এরপর একটু মুচকি হেসে বলল, এন্ড দেয়ার ইস নো চিরঞ্জিবি টু সেভ ইউ, আনলেস্‌ গাংগুলি....
    (স্টেশন এসে পড়ল, মাঞ্চু ডিন্যাস্টির হাত থেকে সৌরভ বাংলাকে কিভাবে বাঁচাবে এসব ভাবতে ভাবতে নেমে পড়লাম)

  • shyamal | 24.117.212.246 | ১৯ মার্চ ২০০৯ ০২:৪৯402663
  • ব্ল্যাঙ্ক, মাথাপিছু মাপই ম্যাটার করে, মোট মাপ নয়। তার থেকে বোঝা যায় গড়ে প্রতিটা মানুষ কতটা বিদ্যুৎ ব্যবহার করছে, কতটা জল পাচ্ছে ইত্যাদি।
    মোট মাপে ভারতের জিডিপি সাড়ে তিন ট্রিলিয়ন ডলার আর সুইডেনের মাত্র ৩৪০ বিলিয়ন। কিন্তু মাথাপিছু ভারতের ৩০০০ ডলার আর সুইডেনের ৩৮০০০ ডলার। সেজন্যই ভারত গরিব দেশ আর সুইডেন ধনী দেশ। (সব হিসেবগুলো PPP)

    সেজন্যই প:বঙ্গ বেশি বিদ্যুৎ উৎপাদন করলেও মাথাপিছু হিসেবে ঝাড়খন্ডের পিছনে - এটা লজ্জার ব্যাপার।
  • Binary | 198.169.6.69 | ১৯ মার্চ ২০০৯ ০৩:৪১402665
  • শ্যামলবাবুর তথ্যে ক্ষেরে গিয়ে আজ সারাদিন গুগুলালাম, কোথায়, 'ওয়েস্ট বেঙ্গল সাকসস স্টোরি' পাওয়া যায়, আর শ্যামলবাবুর নাকের সামনে নাচাই। তো এনসিএআর-এর- কিছু রিপোর্ট পেলাম পজিটিভ। যেমন, পঞ্চায়েৎ, টেলিকম ইত্যাদি। প্রথম চারটে রাজ্যের অন্যতম ইত্যাদি ইত্যাদি। তারপর মনে হলো, ধ্যাত্তেরি, কার গোয়াল কাকেই বা বোঝাই, হ্যা: ......
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন