এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বামফ্রন্টকে হারানো কি ভাবছেন সবাই

    Du
    অন্যান্য | ১৯ সেপ্টেম্বর ২০০৮ | ৮৩৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • nyara | 67.88.241.3 | ১৯ মার্চ ২০০৯ ০৫:১৭402666
  • শ্যামলবাবুকে না দাও, আমাদের দাও। আমি আগ্রহী। বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গ কোথায়, সেটা জানতে। ওভারল (যেমন হিউম্যান ডেভলপমেন্ট ইনডেক্সে) কোথায়।

    আর একটা ইন্টারেস্টিং স্টাডি হবে, ঐ ক্ষেত্রগুলোয় ১৯৭৮ সালে পশ্চিমবঙ্গ কোথায় ছিল আর আজ কোথায়। লোকে মাঝে মাঝে বলে ১৯৭৪-এ শিক্ষায় পশ্চিমবঙ্গ ৪ নম্বর ছিল আর আজ অমুক নম্বরে। আমার প্রশ্ন, ১৯৭৪ কেন? তারপর থেকে নাবতে শুরু করেছে বলে? আমি ১৯৭৮ বলছি কারণ বামফ্রন্ট এসেছে ১৯৭৭-এ। বরং আর একটু এগিয়ে ১৯৭৯ থেকে স্ট্যাট নেওয়া যেতে পারে।
  • Arijit | 61.95.144.123 | ১৯ মার্চ ২০০৯ ০৯:৩২402669
  • আমি সর্বসমক্ষে প্রস্তাব রাখলাম শ্যামলকে প:ব:-এর মুখ্যমন্ত্রী করা হোক। ইনফ্যাক্ট গোটা ক্যাবিনেটটাই দিয়ে দেওয়া হোক।

    ;-)
  • Arijit | 61.95.144.123 | ১৯ মার্চ ২০০৯ ০৯:৩৩402670
  • http://www.anandabazar.com/19edit3.htm - কি বেয়াক্কেলে লেখা মশাই। ছি ছি। এসব বলতে নেই।
  • Binary | 70.64.8.206 | ১৯ মার্চ ২০০৯ ০৯:৫০402671
  • শ্যামলবাবু, অরিজিতের লিঙ্কগুলো নিয়ে কিছু বলুন ? দুচার পিস এক্সেলশীট ?
  • Ri | 203.145.145.33 | ১৯ মার্চ ২০০৯ ০৯:৫৮402672
  • ও শ্যামল দাদা, দমদম জোটের গ্যারান্টিড সীট ছিলো এটা বল্লে ঘোড়ায় হাসবে।অমিতাভ নন্দীর সামনে মমতা দাঁড়ালেও হেরে যাবে,তপন জিতেছিলো সুভাষের সাবোতেজে,আর তখন সিপিএম প্রার্থীও জবরদস্ত ছিলো না। কিন্তু নন্দীবাবুর ফেনমেনাল ভোট মেশিনারি, টুপি দাদু সাবোতেজ করবে না আশা করা যায়(ঐ যে জ্যোতিবাবু বলেছিলেন 'আমার জীবদ্দশায় যেন দমদম পুনরুদ্ধার হয়' )। তপন সিকদার সেকেন্ড হয়ে যাবে কিনা সেটা নিয়ে বাজি লড়ুন আপত্তি নেই ;-)
    জঙ্গীপুরে প্রনব জিতবে -আজকাল পর্যন্ত মেনে নিয়েছে । নামের ভারে বেরিয়ে যাবে। মুর্শিদাবাদে কং হারলে সেটা অধীর মান্নান কোন্দলে হারবে। অধীর কাউকে ফুল সাপোর্ট দিলে মুর্শিদাবাদে তাকে সিপিএমের বাবাও হারাতে পারবে না।

  • sibu | 71.106.244.161 | ১৯ মার্চ ২০০৯ ১০:০৩402673
  • এক্সেলশীট শব্দটা কি পান?
  • Binary | 70.64.8.206 | ১৯ মার্চ ২০০৯ ১০:০৫402674
  • হ্যাঁ পান, খয়ের দেওয়া :))) মধ্যখানে এট্টা ড্যাশ দেওয়ার দরকার ছিলো।
  • Arpan | 65.194.243.232 | ১৯ মার্চ ২০০৯ ১০:১৫402676
  • আহা, ই-কার লাগাতে হয়। অকাদেমি বলে দিয়েছে। :)
  • quark | 202.141.148.99 | ১৯ মার্চ ২০০৯ ১০:৫১402677
  • শ্যামলবাবু,

    কাকলিদেবীর খবরটার সোর্স দিন, তা নইলে এটাকে নোংরামি বলব।

    আল বারাসাতে স্টারানন্দের "বলুন সাংসদ" অনুষ্ঠান গন্ডগোলে বন্ধ হয়ে যায়। সেখানে কাকলিদেবী, সুদিনবাবু, এবং বিজেপির প্রাথীও ছিলেন।

    কিন্তু এর পরের খবর জানা নেই।
  • quark | 202.141.148.99 | ১৯ মার্চ ২০০৯ ১০:৫৩402678
  • যাদবপুরে সৈফুদ্দিন দাঁড়াচ্ছেন।
  • Arijit | 61.95.144.123 | ১৯ মার্চ ২০০৯ ১০:৫৮402679
  • প্রতিদিনের প্রথম পাতায় আছে, আর কোথাও পাইনি। প্রতিদিন পিডিএসকেও খিস্তি দিয়েছে দেখলাম।
  • Partho | 202.177.144.18 | ১৯ মার্চ ২০০৯ ১১:৩৩402680
  • এটা সত্যিই আশ্চর্যের যে খবরটা অন্য কোন কাগজে নেই। প্রতিদিনে তো ছবিও বেরিয়েছে। লিখেছে সুদিনবাবুও আহত ।

    একটা মজার ব্যাপার -
    সেলিম-এর `জয় হো' হোর্ডিং নিয়ে হইচই হওয়ার পরে আলিমুর্দিন স্ট্রীট-এর উল্টো দিকের - St James Churchএর দেওয়ালে লাগান হোর্ডিংটা সরিয়ে নেওয়া হয়েছে। ওখানে এখন সুদীপের হোর্ডিং শোভা পাচ্ছে !!
  • quark | 202.141.148.99 | ১৯ মার্চ ২০০৯ ১১:৩৬402681
  • এবং শ্যামলবাবু সঙ্গতকারণেই সুদিনবাবুর আহত হওয়ার খবরটা চেপে গেছেন।

    সেলিম এর হোর্ডিং সরিয়ে নেওয়াতে মজার কিছু নেই। এটা পার্টির সিদ্ধান্ত।
  • Partho | 202.177.144.18 | ১৯ মার্চ ২০০৯ ১১:৫৭402682
  • আহাহা আমরা তো আর পার্টি করিনা , তাই মজা পেতেই পারি !
  • umesh | 62.254.196.200 | ১৯ মার্চ ২০০৯ ১৩:০২402683
  • overall performance আর উন্নতি তে আমরা যে বেশ কিছু রাজ্য থেকে পিছিয়ে সেটা মেনে নিতে আপত্তি কোথায়?
    সন্মানে লাগছে স্বীকার করতে যে তামিল রা, গুজ্জু রা আমাদের থেকে অনেক এগিয়ে বলে?
    সত্যি টা সত্যি।
    আর ৩৫ বছর সরকারে থাকার জন্যে দায় টা বাম সরকার কে তো নিতে হবে-ই।
  • Arijit | 61.95.144.123 | ১৯ মার্চ ২০০৯ ১৩:৫২402684
  • তথ্যের ইনফারেন্সটা জরুরী। সেটাতে পরে আসছি। প্রথম পয়েন্ট হল কোনো জাজমেন্ট নেওয়া হবে কিসের ভিত্তিতে? ১৯৮১-র আগে কোনো ডেটা নেই। তাহলে ৭৭-এর আগের তিরিশ বছরের রেফারেন্সে কি অবস্থা সেটা জানার কোনো উপায় নেই।
  • Arijit | 61.95.144.123 | ১৯ মার্চ ২০০৯ ১৪:০৬402685
  • এবং ইনফারেন্স - ধরা যাক প্রথম ডকুমেন্টের টেবল 2.1 - নেট স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট। ১৯৮১-৮২ তে যারা যে পোজিশনে ছিলো, খুব ভুল না দেখলে ১৯৯৭-৯৮-এও পোজিশনটা প্রায় একই রয়ে গেছে। যারা বেশি থেকে শুরু করেছিলো তার বেশিই আছে, যারা কম থেকে শুরু করেছিলো তারা কমই (বেশিদের চেয়ে)।

    States/UTs 1981-82 1983-84 1991-92 1993-94 1997-98
    Andhra Pradesh 1,525 1,585 2,099 2,240 2,550
    Karnataka 1,584 1,668 2,215 2,393 2,866
    Kerala 1,502 1,405 1,876 2,112 2,490
    Gujarat 2,038 2,350 2,738 2,932 3,918
    Punjab 2,846 2,884 3,873 4,019 4,389
    Tamil Nadu 1,570 1,587 2,303 2,528 3,141
    Uttar Pradesh 1,318 1,359 1,648 1,601 1,725
    West Bengal 1,749 1,869 2,257 2,413 2,977
    Delhi 4,341 4,161 5,972 6,094 6,478


    উদাহরণ হিসেবে কয়েকটা রাজ্যের নাম তুলে দিলাম। পাঞ্জাব, দিল্লী - এরা বেশি থেকে আরো বেশি হয়েছে। শ্যামলের সো-কলড উন্নত রাজ্য - যেমন অন্ধ্র বা কর্ণাটক - এরা কিন্তু প:ব:-এর মতন রেটেই উঠেছে প্রায়। একমাত্র বলা যায় তামিলনাড়ু - কম থেকে অনেকটাই বেড়েছে।

    আমি যেটা বলতে চাইছি সেটা হল ১৯৮১ অনওয়ার্ডস প:ব: একদম গোল্লায় গেছে, এবং প্রাক ১৯৭৭ দারুণ ভালো ছিলো সেরকম তথ্য-প্রমাণ কোথায় আছে? বাকি টেবিলগুলো নিয়েও অনেকটা একইরকম কথা বলা যায়। এর থেকে যেটা প্রমাণ হয় সেটা হল অত উন্নতির গাওনা সঙ্কেÄও ওভার-অল ভারতের উন্নতি বিশেষ কিছুই হয়নি। যে যেখানে ছিলো, সে সেখানেই প্রায় রয়ে গেছে, কিছু এক্সেপশন ছাড়া। দিল্লীর বিরাট উন্নতি গোটা দেশের উন্নতি নয়।

  • quark | 202.141.148.99 | ১৯ মার্চ ২০০৯ ১৪:১৮402688
  • আজ শুনলাম, সুশীল সমাজ সৈফুদ্দিনকে বোঝাবেন প্রার্থীপদ প্রত্যাহার করবার জন্যে।

  • Arijit | 61.95.144.123 | ১৯ মার্চ ২০০৯ ১৪:৩১402689
  • ডি: - এখনও অবধি খান পাঁচেক টেবিলই দেখে উঠতে পেরেছি। আর পারা যাচ্ছে না - টেবিল দেখা বেজায় বোরিং।
  • shyamal | 24.119.109.19 | ১৯ মার্চ ২০০৯ ১৯:১৬402690
  • কোয়ার্ক,
    এইযে লিংকটা। http://www.sangbadpratidin.in/kolkata.php
    এখানে কাকলি ছাড়া আর কারো আহত হওয়ার খবর নেই।

    বাব্বা: আপনি নোংরামি বলবেন বলে এমন ভয় পাইয়ে দিয়েছিলেন মাইরী........
  • a x | 99.152.72.73 | ১৯ মার্চ ২০০৯ ১৯:৪৭402691
  • এই সুজন-সুমন-সৈফুদ্দিনের খেলাটা ভালো জমেছে। সৈফুদ্দিন দাঁড়ালে সুজনের ভোট কিরকম মারা যাবে?
  • a x | 99.152.72.73 | ১৯ মার্চ ২০০৯ ২০:০০402692
  • শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে প:ব:র র‌্যাংকিং নিয়ে যত কম বলা যায় তত ভালো। কিন্তু আমার কাছে তার চেয়েও মজার ব্যপার হল NREGA'র ইমপ্লিমেন্টেশন। ২০০৬-০৭'এ প:ব: তে মাত্র ১৪ দিনের কাজ তৈরি হয়েছে। এবং তার উপরে যে স্টেট গুলো সেগুলো বেশিরভাগই রাইটিস্ট সরকার। গুজরাট, রাজস্থান, উ:প:, মধ্যপ্রদেশ ইত্যাদি।
  • shyamal | 24.119.109.19 | ১৯ মার্চ ২০০৯ ২০:০৪402693
  • দেখা যাক প:বঙ্গের অন্য রাজ্যের তুলনায় কি অবস্থা। শুধু বড় ২০টা রাজ্যের তুলনা করছি, দিল্লি, গোয়া ইত্যাদিকে আনছিনা।
    মাথাপিছু আয় : প:বঙ্গ ১১ তম। ভারতের গড়ের চেয়েও নীচে।
    বাচ্চাদের টীকা দেওয়া : প:বঙ্গ ষষ্ঠ।
    সাক্ষরতা : প:বঙ্গ নবম।
    বাড়িতে বিদ্যুৎ সংযোগ : প:বঙ্গ ১৫ তম।
    স্বাভাবিকের চেয়ে কম ওজনের মানুষ: প:বঙ্গ পুরুষ: অষ্টম, নারী:ষষ্ঠ (এটায় যত ওপরে তত খারাপ)
    টিভি ওনারশিপ: প:বঙ্গ : ১৩ নম্বরে।
    মোট বিদ্যুৎ উৎপাদন : ১০ নম্বর, যদিও জনসংখ্যা হিসেবে প:বঙ্গ চতুর্থ।
    এগুলো সবই উইকিপিডিয়া থেকে। তারা ভারত সরকারের বিভিন্ন সার্ভে থেকে তথ্য যোগাড় করেছে।

    তা ওপরের ডেটাগুলো থেকে ক্লিয়ারলি বলা যায় যে প:বঙ্গ অনেক রাজ্যের চেয়ে পিছিয়ে পড়েছে। সেটাকে কি বামসরকারের ব্যর্থতা বলা চলে?
  • a x | 99.152.72.73 | ১৯ মার্চ ২০০৯ ২০:০৬402694
  • অর্জুন সেনগুপ্তর ঐ unorganised sectorএর রিপোর্টে এও দেখা যায় যে প:ব: ৯৫% কৃষি মজুর আইন দিয়ে বেঁধে দেওয়া ন্যূনতম মজুরীর চেয়ে অনেক কম পান। পুরুষেরা পান ৪৫ মত, মেয়েরা পান ৩০-৩২, মানে আর্ধেকেরও কম।
  • a x | 99.152.72.73 | ১৯ মার্চ ২০০৯ ২০:১১402695
  • ইনফ্যাক্ট NREGA ইমপ্লেমেন্টেশনে এই চূড়ান্ত ব্যর্থতার জন্য PBKMS একটা PIL ফাইল করেছিল, গত বছর।
  • a x | 99.152.72.73 | ১৯ মার্চ ২০০৯ ২২:০৭402696
  • আরেকটি তথ্য -
    ইনফ্যান্ট মর্টালিটি রেট (IMR) দেখলে দেখা যায় প: ব: খুব খারাপ না। Economic Survey of India, 2007'র রিপোর্টে ১৯৬১-২০০১ 'এর ট্রেন্ডে দেখানো হয়েছে, ভারতবর্ষে IMR ১০২% কমেছে, সেখানে প:ব:তে কমেছে ১৫০%। খুবই ভালো। কিন্তু এবার একটু খুঁটিয়ে যদি দেখা হয়, ফিমেল IMR এ দেশ এগিয়েছে ৮৩%, সেখানে প:ব: মাত্র ৪২% !!! মানে ঠিক আর্ধেক। এবং প:ব: তলার দিক থেকে দ্বিতীয় স্থানাধিকারী এই ক্ষেত্রে। এর মানে কি, মেল প্রেফারেন্স যথেষ্ট প্র্যাকটিসড প:ব: তে?
  • ranjan roy | 122.168.16.165 | ১৯ মার্চ ২০০৯ ২৩:৪৪402697
  • অরিজিৎ,
    এই ডেটা নিয়ে কিঞ্চিৎ বোরিং আলোচনায় আমার ঝোঁক অক্ষের দেয়া প্যারামিটার গুলোর দিকে।
    তুমি-আমি যারা মোটামুটি বাম রাজনীতিতে বা দর্শনে আস্থা রাখি তারা তো গ্রস ডোমেস্টিক প্রোডাকট এর মত নৈর্ব্যক্তিক মাপের চেয়ে ডিস্ট্রিবিউশনাল প্যারামিটর গুলোর উপর বেশি জোর দেব। টোটাল ডোমেস্টিক প্রোডাক্ট বাম বা ডান কোন শাসনেই যদি তাৎপর্য্যপূর্ণ ভাবে না বেড়েও থাকে, অন্তত: বাম শাসিত রাজ্যে তো ডিস্ট্রিবিউশনাল জাস্টিস এর বৃদ্ধির আশা করতেই পারি। কিন্তু সে গুড়েও বালি।
    শিক্ষা-স্বাস্থ্য-জেন্ডার জাস্টিস, গরীবের রোজগার বৃদ্ধি, উন্নততর র‌্যাশনিং এগুলো আশা করা কি খুব বেশি।
    আজকে পড়তে যাই দক্ষিণে, চিকিৎসার জন্যে ভেলোর বা এইমস্‌, গাঁয়ে গাঁয়ে সরকারি হাসপাতালের যা অবস্থা।
    NREGP র তথ্য এইজন্যে প্রাসংগিক যে বামেদের প্রেসার গ্রুপের জন্যেই UPA ঐ প্রোগ্রামটা নিল। কিন্তু পারফরম্যান্সে আগে ছত্তিশগড়। তিনটাকা করে বিপিএল এর জন্যে চাল ছত্তিশগড়ে। আর বামেদের কেন্দ্রের অনুদান খরচই হয় না।
    অশোক মিত্তির মশাইয়ের সময় শুনতাম কেন্দ্র টাকা দিচ্ছে না। আর এখন?
    স্থানীয় বিজেপি যখন এইসব তথ্য দিয়ে দাঁত বের করে তখন আমার --- জ্বলে যায়। কিন্তু কথাটা তো সত্যি!
  • sibu | 207.47.98.129 | ১৯ মার্চ ২০০৯ ২৩:৪৯402699
  • ঠিক কথা রঞ্জনদা। আমাকে একটা কমপিটেন্ট পার্টি দিন, আমি তাকেই ভোট দেব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন