এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বামফ্রন্টকে হারানো কি ভাবছেন সবাই

    Du
    অন্যান্য | ১৯ সেপ্টেম্বর ২০০৮ | ৮৫৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • M1 | 59.93.197.157 | ২০ মার্চ ২০০৯ ০০:৩০402700
  • ভাটে একটা প্রশ্ন রেখেছিলাম,উত্তর পাইনি।
    বিরোধী নেতৃ এবং তাঁর প্রার্থীরা মূলত সিপিএমের ব্যর্থতা এবং তার অযোগ্যতাকেই যেভাবে প্রচারের বিষয় করে তুলছেন (" সিপিএমের কোনো অধিকার নেই এই রাজ্য শাসনের")
    তাতে মনে হচ্ছে তাঁরা অদৌ লোকসভা নির্বাচন লড়ছেন তো?এ ধরনের মন্তব্য কি দিদির ঐ অর্জুনের চোখ মহাকরণের কথাই মনে করায় না?"এবার নাহলে নেভার" অর্থাৎ কিনা লোকসভায় গিয়ে দল বা প্রার্থী কি করবেন সেটা গুরুত্ব পূর্ণ নয় বরং লোকসভা নির্বাচনকে প্রাক বিধানসভা নির্বাচনী প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করাটাই আসল।
    এমন প্রচারে সাংসদ হবার আশ মিটবে তো গায়ক নায়ক নায়িকাদের?কি জানি কেন দলটার সব কিছুই মহাকরণ এর জন্য কেন 'সর্বভারতীয়' তৃণমূল কংগ্রেস তো?
  • Du | 74.7.148.7 | ২০ মার্চ ২০০৯ ০০:৪০402702
  • মজা পাওয়ানোর জন্যই তো সব ব্যবস্থা - তাই হেডলাইন হয় - 'কমরেডস গো অনলাইন' - মিডিয়ার কৌতুকবোধের জবাব নাই।
  • pinaki | 131.151.102.79 | ২০ মার্চ ২০০৯ ০১:৫০402703
  • শিবুদা বল্লেন অন্য কোনো পার্টি প:ব: তে নেই ভোট দেওয়ার মত। দু:খের বিষয় এই কথাটা বলে "তবু সিপিএম" পন্থীদের আর চুপ করিয়ে রাখা যাচ্ছে না। তাদের একটা বড় অংশ আগামী নির্বাচনগুলোয় ডানপন্থীদের ভোট দেবেন। কারণ দুটো: ১) মতাদর্শগত ভাবে সরকার চালানোর কোন বিকল্প রূপরেখা প:ব: সরকার দেখাতে পারছে না। ২) এই ব্যবস্থার সবকিছু মেনে নিয়েও যেটুকু উন্নতি একটা ডানপন্থী দলও করতে পারে, বহু ক্ষেত্রে প:ব: সরকার সেটুকুও করতে ব্যর্থ। এছাড়াও সিপিএম এর ভোট পাওয়ার আর একটা কারণ ছিল ৭২-৭৭ কংগ্রেসী সন্ত্রাস। কিন্তু এখন একটা বড় ভোটদাতা জেনারেশন তৈরী হয়ে গেছে, যারা ঐ সময়পর্বটি দেখে নি। স্বাভাবিকভাবেই তারা ঐ সময়পর্বটির প্রতি কিছুটা ইনসেন্সিটিভ। প:ব: এর কংগ্রেস বা টিএমসি-র নেতৃত্ব যতই জালি হোক না কেন, এই নতুন জেনারেশনটার অনেকেই এটা মনে করে না যে এরা ক্ষমতায় আসলে একেবারে অনর্থ হয়ে যাবে। কারণ তারা দেখছে অন্যান্য রাজ্যে অ-বাম সরকার দিব্যি চলছে। কিছু ক্ষেত্রে এমনকি প্রশাসনিক সাফল্য হয়তো প:ব: এর চেয়ে বেশী। তাই ধীরে ধীরে একটা অংশের মধ্যে এই যুক্তি তৈরী হচ্ছে যে - অন্যদের সুযোগ দিয়েই দেখা যাক না। এবং ইন্টারেস্টিং ব্যাপার হল, মমতার মত হুইমজিক্যাল নেতৃত্ব নিয়েও টিএমসি এইধরণের একটা অংশকে নিজের দলে পাচ্ছে। যেটা আজ থেকে ৫ বছর আগেও ভাবা যেত না। এবং এই ধরণের লোক যত বেশী টিএমসিতে যোগ দেবেন, মমতার পাগলামিতে কিন্তু নিয়ন্ত্রণ আসবে। আর সিপিএম-এরও বিপদ ঘনীভূত হবে। শুধু শিল্পয়নের ডংকা বাজিয়ে (মানে অন্তর্বস্তুতে একটি রাইটিস্ট এজেণ্ডা নিয়ে) রাইটিস্টদের সাথে নির্বাচনী লড়াইতে এঁটে ওঠা শুধু মুশকিলই নহী, না-মুমকিন হ্যয়।
  • sibu | 207.47.98.129 | ২০ মার্চ ২০০৯ ০২:০১402704
  • আরে ধ্যাৎ, মমতা আসবে তো আসবে। বিগি ডিলি।

    যারা সন্ত্রাসপর্ব দেখেনি তারা দেখবে, বেশ হবে। গোলী মার। তবে সুসীলদের নিয়ে খিল্লি চলছে চলবে।
  • shyamal | 24.119.109.19 | ২০ মার্চ ২০০৯ ০২:২১402705
  • ঠিক। সন্ত্রাসপর্ব যারা দেখেনি তারা দেখবে। মমতা ২০১১ তে বিধানসভায় জিততে পারবে কিনা তা বলা অসম্ভব। কিন্তু সেই অঘটন যদি ঘটেও যায়, অশোক মিত্র মশাই আগে থেকেই সাবধান করে দিয়েছেন। And yet, whatever the immediate outcome of the Lok Sabha polls, the hinterland in the state is bound to remain fertile ground for radical thoughts and praxis.

    এর অর্থ কি?আমার ইন্টারপ্রিটেশন হল উনি ১৯৬৯-৭২ এর সময়ের কথা মনে পড়িয়ে দিয়েছেন। সিপিএম সরকারে আসার পর সন্ত্রাস করে ঢেকেঢুকে। কিন্তু ঐ সময় সিপিএম আর নক্‌শালরা খোলাখুলি সন্ত্রাস করত। এমনকি কলকাতাতেও। মনে আছে রাত সাড়ে আটটার পর কেউ বাড়ির বাইরে থাকার সাহস পেতনা।
    অর্থাৎ যদি বাংলার মানুষ বিরোধীদের জিতিয়ে দেওয়ার অপরাধ করে, র‌্যাডিকাল কর্মের অভাব দেখবেন না।
  • Binary | 70.64.8.206 | ২০ মার্চ ২০০৯ ০৪:৫৩402706
  • আর যুবকংগ্রেস শান্তশিষ্ট লেজবিশিষ্ট ছিলো, সন্ত্রাস-ও করেনি, পাইপগান-ও চালায়নি, ছুরি-ও না !!!!
  • sibu | 207.47.98.129 | ২০ মার্চ ২০০৯ ০৫:৪০402707
  • মাইরি, এ জনতাকে পাড়ার চায়ের দোকানে ধরে খিল্লি করতে হয়।
  • shyamal | 24.119.109.19 | ২০ মার্চ ২০০৯ ০৬:০৪402708
  • ১৯৬৯-৭২ এ যুবকংগ্রেসের অস্তিত্ব ছিলনা। তখন কংগ্রেস ছিল প্রচন্ড দুর্বল।
    ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি আমাদের মত সম্পুর্ণ অরাজনৈতিক পাবলিকের ( যারা ভোট দেওয়া ছাড়া আর কিছু করেনা) দৃষ্টিভঙ্গি থেকে নক্‌শাল আমলের চেয়ে খারাপ আর কিছু ছিলনা। সত্যি বলতে কি, ৬৯-৭২ এর আতংক ছিল প্রধানত: ক্রসফায়ারে পড়ে প্রাণ খোয়ানোর। যেটা এর পরে হয় নি। যারা কোন পার্টি করত তারা অনেকে মরেছে কিন্তু অরাজনৈতিক মানুষ মরেনি।
    কংগ্রেস, সিপিএম, আর এস পি, ফ ব, কেউ ট্রাফিক পুলিশ খুন করেনি, বিদ্যাসাগরের মুর্তি ভাঙেনি। আর ব্যক্তিগত রাগের কারণে শ্রেনীশত্রু বলে খতম করাও আর কোন পার্টি করেনি।

    ৭২-৭৭ আমি যাদবপুরে। এটুকু বলতে পারি সেসময়ে যাদবপুরে কোন গুলিগোলা চলেনি। অথচ ৭০ সালে নকশাল ছাত্র আর সিপিএম জয় ইঞ্জিনিয়ারিংএর শ্রমিকদের মধ্যে তুমুল গুলি, বোমা বিনিময় হয় ইলেকট্রিকাল বিল্ডিংএ। আজও গেলে দেওয়ালে গুলির দাগ দেখতে পাবেন। ৭০ সালেই (খুব সম্ভবত: নকশালরা) ভিসি গোপাল সেনকে খুন করে।
  • Binary | 70.64.8.206 | ২০ মার্চ ২০০৯ ০৬:৩৩402710
  • ইকিরে, ৬৯-৭২ রে যুবকংগ্রেস ভেজাবেড়াল ছিলো, ঘুরায়-ও বলবে না। ৭২-৭৭ পজ্জন্ত স্বর্গ রাজ্য ছিলো সিদ্ধার্থ রায়ের আমলে তারপর আবার ৭৭ থেকে চোরাগোপ্তা গোলাগুলি, এই শ্যামলের বক্তব্য। শ্যামলবাবুর কথা শুনলে একটা ইইইইইইইইই টাইপের সেন্সেশন হয়। তারপর মনে ধ্যত্তেরি, কি আর কইমু।
  • a x | 99.152.72.73 | ২০ মার্চ ২০০৯ ০৮:১৮402711
  • কিন্তু বাইনারি, বাইনারি, শ্যামলের মত লোকেই বুদ্ধদেবের সিপিএমকে স্বাগত জানায়, কিম্বা ঐ ভয়েসঅফইন্ডিয়ার সাইটে দেখবেন, প্রো-নিউক্লিয়ার, কিন্তু প্রো-বুদ্ধ, অ্যান্টি জ্যোতি, এইসব দেখে ঐ ইইইইই'র পরে কি আর কিছু মনে হয়না? টার্গেট অডিয়েন্স সরে কোথায় চলে গেছে, সে ব্যপারে?
  • Binary | 70.64.8.206 | ২০ মার্চ ২০০৯ ০৯:০৪402713
  • আরে লেখার তোড়ে অক্ষ দু-দুবার সম্বোধন করে ফেল্ল :)))
    যাউকগা, বেসিক ভ্যালু মানষের বদলায় না। শ্যামলের পোস্টো পড়ে য্যামন ইইইই হয়, ত্যামন সুভাষ চক্কোত্তির, 'জয় মাতারা' বা তপন সুকুরের 'শালার মাতঙ্গিনি হওয়া বার করছি' বা সর্বহারা পেটমোটা সিপিএম দালাল দেখলেও হয়। কিন্তু তা বলে পেসাদের আশায় মমতার মঞ্চে বামপন্থীর হারাকিরি শুনলে হবে না কেন ?? বুদ্ধ-জ্যোতি কোন ভ্যালু নয়, একটা ইনস্টিট্যুশন মাত্র।

    সরি বলে রাখলুম অগে থেকে :)))
  • Ishan | 12.217.30.133 | ২০ মার্চ ২০০৯ ০৯:০৪402712
  • আর জরুরি অবস্থা? শ্যামলবাবু, সেটা সম্পর্কে কি বলেন? :)
  • Ishan | 12.217.30.133 | ২০ মার্চ ২০০৯ ০৯:১০402714
  • অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আমার সুভাষ চক্কোত্তির জয় মা তারা বলাটা খারাপ কিছু লাগেনি। দেশের নব্বই শতাংশ লোক পুজো আচ্চা ইত্যাদি করে। সিপিএমের মেম্বারদের বেশিরভাগও করে। তাতে দোষের কি আছে? সুভাষেরও এই ব্যাপারে আমি কোনো দুনম্বরি দেখিনা। পরিষ্কার বলেছেন, আমি আগে কি একটা যেন, তারপর কমিউনিস্ট।
  • a x | 99.152.72.73 | ২০ মার্চ ২০০৯ ০৯:১১402715
  • না না ওটা ইচ্ছে করেই দুবার লেখা, মানে মুখে বললে ওরকম করেই বলতাম।
  • Arijit | 61.95.144.123 | ২০ মার্চ ২০০৯ ০৯:৩৯402716
  • ওহ ইনি যা দেখাচ্ছেন না...
  • b | 203.199.255.110 | ২০ মার্চ ২০০৯ ১০:১৪402717
  • শ্যামল,
    অশোক মিত্রের উদ্ধৃতিতে দেখছি
    "And yet, w h a t e v e r the immediate outcome of the Lok Sabha polls...."
    (নজরটান আমার)

    তার মানে তো এইটাই দাঁড়ায় : যেই আসুক না কেন পাওয়ারে, মমতা বা বুদ্ধবাবু, একটা র‌্যাডিকাল (নকশালী?) ব্যাকল্যাশের সম্ভাবনা থেকে যাচ্ছে। আলাদা করে উনি মমতাকে টার্গেট করেছেন বলে তো মনে হচ্ছে না।
  • sibu | 71.106.244.161 | ২০ মার্চ ২০০৯ ১০:৩৬402718
  • আরে তাই তো বলছি। শ্যামলের মত লোকে বুদ্ধকে স্বাগত জানায়, আর সুমনের মত লোকে মমতার সাপোর্টে ভোটে দাঁড়ায়। সকলি তোমারি ইচ্ছা, ...
  • quark | 202.141.148.99 | ২০ মার্চ ২০০৯ ১০:৩৮402719
  • শ্যামলবাবু,

    ভয় যদি পেয়েই থাকেন তো ভালো, পরেরবার অন্তত: এমন খবর দেওয়ার আগে সতর্ক থাকবেন। পড়লেন যদি তো কেবল প্রতিদিন ই কেন? আমি তো আপনা খবর দেওয়ার পর বর্তমান (যাকে আমার এখন প্রায় তৃণমূলের মুখপত্র মনে হয়) পড়লাম। সে হেন কাগজেও তো সুদিনবাবু ও কাকলিদেবী দুজনের আহত হওয়ার খবর দিয়েছে।
  • quark | 202.141.148.99 | ২০ মার্চ ২০০৯ ১০:৪০402721
  • আর একটা জিনিস, পথে ঘাটে, কলকাতার টি ভি চ্যানেল এবং গুরুতে আলোচনার পরিধি দেখেশুনে তো প্রায় ভুলে যাওয়ার জোগাড় যে এটা লোকসভা নির্বাচন হচ্ছে, বিধানসভা নয়।
  • rokeyaa | 203.110.243.21 | ২০ মার্চ ২০০৯ ১৫:১১402722
  • শ্যামলবাবু, ইলেকট্রিক্যাল বিল্ডিং এ গুলির দাগের ব্যাপারটা বুঝলাম না, ওটা কি জয় ইঞ্জিনিয়ারিং এ, নাকি অন্য কোথাও?
  • shyamal | 24.119.109.19 | ২০ মার্চ ২০০৯ ১৭:৪১402723
  • রোকেয়া,
    সে সময়ে শ্রমিক আর ছাত্ররা মোটেই ভাই ভাই ছিলনা। সাধারণভাবে ছাত্ররা ছিল নকশাল আর শ্রমিকরা সিপিএম বা অন্য বাম পার্টি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিকাল বিল্ডিংএযুদ্ধ হয়েছিল নকশাল ছাত্র আর সিপিএম জয় ইঞ্জিনিয়ারিংএর শ্রমিকদের মধ্যে। ওটা ছিল যাদবপুরের একটা নিকটবর্তি ফ্যাকটরি। সেই গুলির দাগ আজও আছে।

    আরেকটা যুদ্ধও খুব বিখ্যাত। বোধ হয় ৭০ কি ৭১ এ আনোয়ার শা রোডে যাদবপুরের মেইন হোস্টেলে (তখন নক্‌শালদের আড়ত) পুলিশ ভোর রাতে রেইড করে। নক্‌শালদের এত অস্ত্রশস্ত্র জমা করা ছিল যে তারা প্রায় পাঁচ ছয় ঘন্টা রীতিমত যুদ্ধ করে পুলিশের সাথে।

    সেই সব সময়ের তুলনায় ৭২এর পরের বা ৭৮ এর পরের সময়কে শান্তির সময় বলা যায় ( কলকাতায়)।

    আর এ প্রসঙ্গে বলি, সিপিএম যতই গলাবাজি করুক, ৭২-৭৭ এ তাদের বিশেষ ক্ষতি হয়নি। সিদ্ধার্থ রায়ের মূল কাজ ছিল নকশাল দমন যেটা তিনি সিদ্ধ হস্তে করেছিলেন। এতে সিপিএমের বিরাট লাভ হয় কারণ মানুদা তাদের প্রধান শত্রুকে শেষ করেন। এ জন্যই ৭৮এ জ্যোতিবাবু আসার পর ৭২-৭৭ এর সময় নিয়ে রাজ্য সরকারের কমিশন ইত্যাদি হয়েছে কিন্তু তার রিপোর্ট আজও বেরোয়নি।
  • Arijit | 61.95.144.123 | ২০ মার্চ ২০০৯ ১৭:৪৮402724
  • এটা অবশ্যই ভার্সন-এস, এবং এর সাথে আরো কয়েকটা ভার্সন মিলবে। এগুলো চেনা কথা।
  • ranjan roy | 122.168.16.98 | ২০ মার্চ ২০০৯ ১৯:১৩402725
  • মাইরি! একদিকে আপনারা মমতাকে খিল্লি করছেন যে লোকসভা নির্বাচনে বিধানসভার মত কথাবার্তা বোলছে। কিন্তু আপনারাও অবচেতনে বিধানসভার ইলেকশনের মত করেই কথা বলছেন।
    যেন বাংলার বাইরে দেশ নেই। বাল!!!

    আরে, যাদবপুর আর ব্যারাকপুর ছেড়ে হিসেব কষুন না সর্ব ভারতীয় ক্ষেত্রে বামের এবার কি পজিশন হবে? পাওয়ার গ্রুপ হিসেবে কতদুর পলিসি লেভেলে প্রভব ফেলেবে?
    থার্ড ফ্রন্টের কনস্টিটুয়েন্ট দলগুলো ফল বেরুলে কে কোন দিকে ছিটকে যাবে? ফলে আগামী ভারত সরকারের চেহারা টা কি হবে?
    তা না, সেই সত্তরের দশক আর নব্বইয়ের দশক! শিবুদা আবার জানতে চাইছেন কাকে ভোট দেবেন? আপনার পাড়ায় যাকে ইচ্ছে দিন, কিন্তু কেরল- বঙ্গ- ত্রিপুরার বাইরে বেরুনোর বা গো-বলয়ে কি হবে তা নিয়ে বলুন না! আবার কেরালায় সিপিআই গোঁসা করেছে। সামলান গে!
  • kallol | 220.226.209.2 | ২০ মার্চ ২০০৯ ১৯:৩৯402726
  • জানি না শ্যামল এ সব তথ্য কোথায় পেলেন, যে, ৭২-৭৭-এ সিপিএমের বিশেষ ক্ষতি হয়নি।
    প্রথমদিকে ৭০-৭১-৭২-এ সিদ্ধার্থবাবু সিপিএম কে সাথে নিয়ে নব-যুবর যুগলবন্দিতে নকশাল নিধন করে চলেন (বরানগর, বারাসত, ইছাপুর গণহত্যা)। তারপর, অসংখ্য সিপিএম খুন এবং এলাকাছাড়া করেন।
    যদিও সিপিএম কোথাও একচুল প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। গলায় লাল রুমাল আর হাতে খেটো লাঠি নিয়ে যে ""রেড গার্ড""রা প্রমোদবাবুকে, শহীদ মিনারে লাল সেলাম দিয়েছিলো ১৯৬৬-৬৭ তে - তারা যে কোথায় গেলো কে জানে।
  • r | 198.96.180.245 | ২০ মার্চ ২০০৯ ১৯:৪২402727
  • মরে গেছিল।

    কিন্তু রঞ্জনদাকে কিরকম ক্রুদ্ধ ক্রুদ্ধ দেখাচ্ছে!

    ;-)
  • d | 117.195.32.154 | ২০ মার্চ ২০০৯ ২১:৪৭402728
  • রঞ্জনদাকে ত্রিপিটক পড়তে সাজেস্ট করলাম।
    :-p
  • ranjan roy | 122.168.68.144 | ২০ মার্চ ২০০৯ ২৩:০৬402729
  • ত্রিপিটক তোমরা পড় গে' যাও। আমি এখন হরিবংশ রায় বচ্চনের "" ভগবান বুদ্ধ ঔর নাচঘর'' কবিতাটা ওর ছেলে অমিতাভের ব্যারিটোন আওয়াজের ক্যাসেটটা শুনছি।
    আর সিরিয়াসলি বলছি-- Mrs, Rhys Devis এর বুদ্ধিস্ট ইন্ডিয়া আর ওল্ডেনবার্গের "" বুদ্ধ'' প্রায় ৪৫ বছর পরে রিপ্রিন্ট হয়েছে- শস্তা পেপারব্যাক। মন দিয়ে পড়ছি।
    এই নিয়ে কেউ সুতো খুললে লড়ে যাব।
    তবে আমার হটাৎ বাঙালীর ওপর রাগ হয়েছে( টেম্পোরারি)।
    এই সুতোটাকে ভাটপাতা বানাবো না, তাই সংক্ষেপে সারছি।
    আমার স্ত্রী একই সঙ্গে ফ্লোরেন্স নাইটিংগেল ও " রজনী'' সিন্ড্রোমে ভোগেন।
    ফলে নতুন ফ্ল্যাট বাড়িতে কোন পরিবারে কেউ ( গেস্ট শুদ্ধু) অসুস্থ হলে আকুপ্রেসার, মালিশ ইত্যাদি করতে পৌঁছে যান।পথ্য রান্না করে পাঠান। কারো লাইট চলে গেলে উনি ফোন করে ঠিক করান, লাইনম্যানকে বকশিস দেন। সবাইকে নিয়ে পিকনিকে যান, আবার বিল্ডারকে ধরে অন্যদের অসমাপ্ত কাজও করিয়ে দেন। দশহরার রাবণও আমাদের বসার ঘরে বসেই তৈরি হয়।
    দিন পনেরো ধরে বিল্ডারের অবৈধ কন্‌স্‌ট্‌রাকশন, প্রাঙ্গণে মন্দির বানানো ইত্যাদি নিয়ে ওনার সাথে লেগে যায়। ফলে বিল্ডার এক তারিখে আমাদের ছাদের তালা ভেঙে ওনার শ'দেড়েক ফুলের টব নীচে নামিয়ে দেয়। আমি বাইরে, ব্রাঞ্চের অডিট নিয়ে ব্যস্ত। ফোনে বল্লাম থানায় যেতে। ফলে পরের দিন বিল্ডার সিঁড়ির নীচে আমাদের নতুন থ্রি-ফেজ মিটার জ্বালিয়ে দিল' জলের সাপ্লাই কেটে দিল। সাঙ্গোপাঙ্গ নিয়ে বসে হাসতে লাগলো। বল্লো - কে করেছে জানিনে, আমি ঠিক করাবো না। আপ্নি বরং পুলিশের কাছেই যান। ফলে পাঁচ দিন আমার ৮৫ বছরের মা ও স্ত্রী বিনা লাইট বিনা জলে রইলেন। এসপি অফিসে গিয়ে কমে্‌প্‌লন করে পুলিশ আনিয়ে মিটার বদলালেন। তাও ওরা পরের রোববার মিটারের তার কেটে ডাক্টের মধ্যে চালাকি করে ঢুকিয়েয় রাখলো। বিকেলের দিকে শোধরানো গেলো। সে তো ঠিক আছে।
    কিন্তু কি আশ্চর্য্য, থানায় দেখলাম বিল্ডারের সঙ্গে গিয়ে তিনটে পরিবারের মেয়ে-পুরুষ জয়েন্ট কমপ্লেন করেছে যে বিল্ডার খুব ভালো, আমারা খুব হ্যাপি, মিসেস রায় ঝগড়াটে, শান্তিভঙ্গকারী। ঐ তিন পরিবারের দুটৈ বাঙালী। ওদের গরমে কষ্ট দেখে মিসেস নিজের নামে ধারে লিখিয়ে এসি কিনিয়ে দিয়েছিলো। মাত্র গত মাসেইও একসঙ্গে অমরকন্টক বেড়ানো হয়েছে। আমি অবাক।
    এদিকে আমি হোটেলে পাখার নীচে শুয়ে, আর ওরা অন্ধকারে আছে, আমি কিছু করতে পারছি না-- এই হেল্পলেসনেস এর চাপ থেকে আমার প্রচন্ড ব্রনকিয়াল অ্যাজমার অ্যাটাক হল দিন পনেরো বিছানায়।
    হোলির আগের দিন এসে ওরা আমাকে বল্লো- জেঠু, সরি, আমাদের মধ্যে কথা বলা কেন বন্ধ হবে। যখন দুদিন লাইট ছিলো না। আমরা খোঁজ খবর নিইনি, ভয়ে। ভুল হয়ে গেছে। জেঠি আমাদ্বের জন্যে অনেক করেছে, অস্বীকার করতে পারি নে।
    কিন্তু কাল থানা থেকে জানাল ওরা সত তারিখে আবার কমপ্লেন করেছে।
    আমরা ঠিক আছি। একটুও বিচলিত নই। বিল্ডারকে স্টেপ বাই স্টেপ টাইট করব।
    কিন্তু দুই প্রবাসী বাঙালী পরিবার নিরপেক্ষ থাকতে পারতো, তা না করে বিল্ডারের সঙ্গে--? শালা, একতা কাপুরের সিরিয়াল? না:, আমার উনিশশতকীয় মানবতাবাদে আস্থা নড়ে গেছে।
  • Blank | 59.93.247.229 | ২০ মার্চ ২০০৯ ২৩:৩৩402730
  • ইহাই তো সুবিধেইসম ...
  • lcm | 128.48.7.222 | ২০ মার্চ ২০০৯ ২৩:৪৬402732
  • হ্যাঁ, আগের আগের পোস্টে রঞ্জন-কে কেমন যেন একটু বেশী বিক্ষুব্ধ মনে হয়েছিল, পোস্টিং-এ কেমন অস্থিরতা, কিরকম অন্য রঞ্জন। এবার বোঝা গেল, মেজাজটা ভালো নেই, আস্থা নড়বড়ে হয়ে গেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন