এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইকনমি ক্রাইসিস ডোমেস্টিক মার্কিন গ্লোবাল

    lcm
    অন্যান্য | ১৬ সেপ্টেম্বর ২০০৮ | ৩৫১১৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | 75.3.201.245 | ০৬ মার্চ ২০০৯ ১১:২৯403238
  • জি এম এর অডিটর মনে করছেন ব্যাঙ্ক্রাপ্সির সম্ভাবনা খুব বেশী। স্টকের ভ্যালু এখন যাচ্ছে $1.86

    সিটিগ্রুপের স্টক যাচ্ছে $1.03। আজ একে নীচে নেমে গিয়েছিল কিছুক্ষণের জন্য।

    ফেডারাল রিজার্ভ বেলাউট মানি কাকে কত পরিমাণ দিচ্ছে সেটা পাবলিক করতে অস্বীকার করেছে। http://tinyurl.com/bbby5r

    সুদানে ইন্টারন্যাশানাল ক্রিমিনাল কোর্টের ইন্টারফিয়ারেন্সে চীন খুশী নয়। http://tinyurl.com/censf6

    পয়সার সোর্স যত কমে আসছে, জালিয়াতি বাড়ছে। মৃত মানুষের ঋণ ফেরত চাইতে ব্যাঙ্ক তার রিলেটিভদের ধরছে। রিলেটিভরা সেই লোনের জন্য লায়াব্‌ল নয়। কিন্তু অনেক ক্ষেত্রেই পরিস্কার নিয়ম না জানা থাকায় তারা সেই লোন শোধ করে দেয়, দিচ্ছে। http://tinyurl.com/bptxs5

    ভেনেজুয়েলায় ইউ এস ক®¾ট্রাল্‌ড রাইস মিল এই রিসেশানের তালেগোলে খাবারের দাম বাড়িয়ে দেবার প্ল্যান করেছিল। শাভেজ সেই সেই রাইস মিল ন্যাশানালাইজ করে নিল। http://news.bbc.co.uk/2/hi/americas/7925174.stm
  • dri | 75.3.201.245 | ০৬ মার্চ ২০০৯ ১১:৪৩403240
  • দার্ফুরে কতটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে জানতে গেলে বিবিসির থেকে আরেকটু বেশী নিউট্রাল সোর্স থেকে খবর পাওয়া দরকার। তবে এইটুকু চোখ বুজে বলে দেওয়া যায়, দার্ফুরের থেকে অনেক বেশী মানবাধিকার লঙ্ঘন হয়েছে গাজায়, ইরাকে। সেখানে আই সি সি কিছুই করেনি।

    দার্ফুরে ঝামেলা পাকানোর মূলে রয়েছে ব্রিটিশ ইম্পিরিয়ালিস্ট পাওয়ার। ব্যাপারটা এভাবে কাজ করে। দার্ফুরে অয়েলের ওপর নিয়ন্ত্রণ চাই। তো বৃটিশরা কি করল, আল-বাসিরের বিরোধী দলের হাতে অস্ত্র তুলে দিল। মারামারি হল। তখন বলল, আল-বাসির মানবাধিকার লঙ্ঘন করেছে। এবং এই পুরো ম্যানুভারের উদ্দেশ্য হল আল-বাসিরকে পাওয়ার থেকে সরিয়ে এমন একজনকে পাওয়ারে বসানো যে তেলের খনি পুরো বৃটিশদের হাতে তুলে দেবে এবং চীনকে তেল দেওয়া বন্ধ করবে।

    মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে একেবারে নিউট্রাল, ওয়েল মিনিং, অন্য কোন দুনম্বরী মতলব ছাড়া কেউ যদি আসত সেটা এক কথা ছিল। কিন্তু সেটা আদৌ নয়। এবং এই রকমের ডুবিয়াস আল্টিরিয়ার মোটিভ নিয়ে মানবাধিকার রক্ষার আমি পক্ষপাতি নই।
  • dri | 75.3.201.245 | ০৬ মার্চ ২০০৯ ১১:৪৪403241
  • দার্ফুরে কতটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে জানতে গেলে বিবিসির থেকে আরেকটু বেশী নিউট্রাল সোর্স থেকে খবর পাওয়া দরকার। তবে এইটুকু চোখ বুজে বলে দেওয়া যায়, দার্ফুরের থেকে অনেক বেশী মানবাধিকার লঙ্ঘন হয়েছে গাজায়, ইরাকে। সেখানে আই সি সি কিছুই করেনি।

    দার্ফুরে ঝামেলা পাকানোর মূলে রয়েছে ব্রিটিশ ইম্পিরিয়ালিস্ট পাওয়ার। ব্যাপারটা এভাবে কাজ করে। দার্ফুরে অয়েলের ওপর নিয়ন্ত্রণ চাই। তো বৃটিশরা কি করল, আল-বাসিরের বিরোধী দলের হাতে অস্ত্র তুলে দিল। মারামারি হল। তখন বলল, আল-বাসির মানবাধিকার লঙ্ঘন করেছে। এবং এই পুরো ম্যানুভারের উদ্দেশ্য হল আল-বাসিরকে পাওয়ার থেকে সরিয়ে এমন একজনকে পাওয়ারে বসানো যে তেলের খনি পুরো বৃটিশদের হাতে তুলে দেবে এবং চীনকে তেল দেওয়া বন্ধ করবে।

    মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে একেবারে নিউট্রাল, ওয়েল মিনিং, অন্য কোন দুনম্বরী মতলব ছাড়া কেউ যদি আসত সেটা এক কথা ছিল। কিন্তু সেটা আদৌ নয়। এবং এই রকমের ডুবিয়াস আল্টিরিয়ার মোটিভ নিয়ে মানবাধিকার রক্ষার আমি পক্ষপাতি নই।
  • dri | 75.3.201.245 | ০৬ মার্চ ২০০৯ ১১:৪৬403242
  • সরি, দুবার পোস্ট হয়ে গেল। এখানে নেট কানেকশানে কি একটা গোলমাল হল, প্রথম পোস্টটা কনফার্ম করল না।
  • Arijit | 61.95.144.123 | ০৬ মার্চ ২০০৯ ১১:৫৩403243
  • বাই দ্য ওয়ে - আমি যতদূর জানি আম্রিকা এই ইন্টারন্যাশনাল কোর্টকে স্বীকার করে না। তাই ইরাক যুদ্ধুর পর কিছু লেখাটেখা বেরিয়েছিলো যে এই নিয়ে ওই কোর্টে কেস হলে ব্লেয়ার ঝাড় খাবে, বুশের কিস্যু হবে না। তো আম্রিকা কি সুযোগমতন মানে আবার সুযোগমতন মানে না?
  • dri | 75.3.201.245 | ০৬ মার্চ ২০০৯ ১২:০০403244
  • ইন্টারন্যাশানল কোর্ট, ইউ এন পীসকিপিং ফোর্স, পলিটিক্স অব এইড, এ সবই হল গরীব দেশের ন্যাশানাল সভার্নিটি খর্ব করার মেশিন।
  • saikat | 202.54.74.119 | ০৬ মার্চ ২০০৯ ১৭:৩৮403246
  • এখানেই দিলাম:

    http://www.nybooks.com/articles/22490

    যদি কেউ কিছু বলেন।
  • dri | 75.3.201.245 | ০৭ মার্চ ২০০৯ ১০:৪৫403247
  • এবছরের ১৭তম ব্যাঙ্কটি ফেল করল, ফ্রিডম ব্যাঙ্ক অফ জর্জিয়া।

    ওয়েল্‌স ফার্গো ডিভিডেন্ট দেওয়া কমালো।

    যদিও ইউরোপের তুলনায় কিছুই নয়, নিউ ইয়র্কে একটা ছোটখাটো প্রোটেস্ট হল, http://tinyurl.com/d5g5z9

    ক্যালিফোর্নিয়ায় খরার গল্প আমরা শুনেছি। এবার ঝুলি থেকে বেরোল টেক্সাসের খরার গল্প। http://www.star-telegram.com/804/story/1242237.html। আমি সামারে খুব, খুব ফুড শর্টেজের গন্দো পাচ্ছি। ইন ফ্যাক্ট ভারতেও নাকি গম ভালো হচ্ছেনা, http://tinyurl.com/d24zsy
  • lcm | 69.236.185.129 | ০৮ মার্চ ২০০৯ ১৩:৩৯403249
  • গত সপ্তাহে ভারতের টপ দশটা কোম্পানীর মোট ৫৫,০০০ কোটি টাকার মার্কেট ভ্যালু পড়েছে, এর মধ্যে শুধু রিলায়েন্স-এরই প্রায় ১৫,০০০ কোটি।
  • lcm | 69.236.185.129 | ১০ মার্চ ২০০৯ ১৫:৪৬403251
  • বাজারে খবর হাউসিং মর্টগেজ ডিফল্টের পর এবার ক্রেডিট কার্ড ডেট ডিফল্ট আসছে, সুনামির মতন। অ্যামেরিকান এক্সপ্রেস কার্ড একটা অফার দেবে বলছে, যারা কার্ডে ব্যালান্স বয়ে বেড়াচ্ছে, তারা সব ধার মিটিয়ে দিলে ৩০০ ডলার ক্যাশ পাবে, এবং অ্যামেক্স কার্ড ক্যানসেল করে এই কাস্টমারের হাত থেকে মুক্ত হবে। এই সুযোগে শ-চারেক ডলার ব্যালান্স রেখে কার্ড ক্যানসেল করে দেবো কি না ভাবছি:)
    বেশীর ভাগ অটো কোম্পানী অ্যাড দিচ্ছে যে, গাড়ী কেনার পরে চাকরি চলে গেলে তিন মাসের পেমেন্ট গাড়ী কোম্পানী করে দেবে।
  • Arijit | 61.95.144.123 | ১০ মার্চ ২০০৯ ১৫:৫৮403252
  • এই মার্কেটে ভারতে গাড়ি আর বাইকের বিক্কিরি বেড়েছে - অনেকটাই।
  • lcm | 69.236.185.129 | ১০ মার্চ ২০০৯ ১৬:০৮403253
  • ন্যানো এসে গেলে, এবং তেলের দাম অসম্ভব রকম না বাড়লে, ভারতে গাড়ী বিক্রী আরো বাড়বে।
  • arjo | 168.26.215.13 | ১০ মার্চ ২০০৯ ১৮:৫৮403254
  • ইউনাইটেড টেকনলজি - ১১,৬০০
  • siki | 122.160.41.29 | ১০ মার্চ ২০০৯ ২৩:২৫403255
  • দময়ন্তী চেনে জায়গাটা। মোহন কোঅপারেটিভ, মথুরা রোড, অ্যামেরিকান এক্সপ্রেসের বিশাল বড় বিল্ডিং ছিল, NIIT টেকনোলজিসের পাশেই বোধ হয়। শুনলাম, সেখানে নাকি আর অ্যামেক্সের আপিস নেই। বন্ধ করে চলে গেছে, না অন্য কোথাও শিফ্‌ট করে গেছে, কে জানে!
  • d | 117.195.34.133 | ১০ মার্চ ২০০৯ ২৩:৫২403256
  • হ্যা: ভারতে অ্যামেক্স খুব একটা চলে না। সেই গুরগাঁও করিমস'এর গল্পটা বলেছিলাম না ....
  • Binary | 198.169.6.69 | ১১ মার্চ ২০০৯ ০০:৫৯403257
  • কোন কোন গাড়ী কোম্পানী এই ডিলটা দিচ্ছে ? শুধু চাকরী গেলেই ডিলটা দিচ্ছে ? এমনি দিচ্ছে না ? আমি বলে বসে আছি কবে দামটাম এট্টু কম্বে, আর পুরোনো মুড়ির টিনটা বেচে নতুন কিনবো !!
  • dri | 75.3.201.245 | ১১ মার্চ ২০০৯ ১০:৫০403258
  • ইউ সিতে স্যালারি ফ্রোজেন।

    কোম্পানীগুলোতে কস্টকাটিংএর ধূম। প্রিন্টাররুমে স্টেশানারি প্রায় কিছুই পাওয়া যায় না। ব্রেকরুমে খাবারও আর বেশী থাকেনা। বিজনেস ট্রাভেল আর সহজে অ্যাপ্রুভ্‌ড হতে চায় না। এমনকি বাথ্রুমে হ্যান্ডসোপেও জল মেশানো। অতীতের বুমময় দিনগুলি মনে পড়ে।

    লোকে বলাবলি করছে এই যে খরা হয়েছে, সামারে ওয়াটার শর্টেজ হবে এবং ওয়াটার বিল বাড়বে। জল র‌্যাশানও করা হতে পারে। একজল ক্যালিফোর্নিয়া ভেটারান তাঁর ছেলেবেলার এক খরা স্মরণ করলেন। সেবার নাকি নিয়ম হয়েছিল, হিসি করে ফ্লাশ করা নয়, শুধু হাগু করলেই ফ্লাশ। একটি কবিতাও লেখা হয়েছিল এই মর্মে। 'ইফ ইটস ইয়েলো, লেট ইট মেলো/ ইফ ইটস ব্রাউন, ফ্লাশ ইট ডাউন।' হোল কমিউনিটির গান গাইতে গাইতে হার্ডশিপ জয় করা ... খুবই ইন্টারেস্টিং হবে মনে হচ্ছে।

    আমেরিকার অবস্থা যত খারাপ হচ্ছে, দুটো জিনিষ লক্ষ্য করা যাচ্ছে। এক হল প্রবল ডেফিসিট বাজেট হছে, আর মানি প্রিন্টিং হচ্ছে। এবং দুই হল ইন্টারন্যাশানাল ট্রেডে প্রোটেকশানিজ্‌ম বাড়ছে। কিন্তু আয়রনিকালি, এতদিন ধরে যখন থার্ড ওয়ার্ল্ড কাϾট্রর ইকনমি ফেল করত, ইউ এস, আই এম এফ এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলে এসেছিল বাজেট ডেফিসিট কমাতে, সোশাল স্পেন্ডিং কমাতে এবং মার্কেট আরো ওপেন করে দিতে।

    এল সি এম একদম ঠিক। ক্রেডিট কার্ড ডিফল্টের ওয়েভ আসবে নেক্সট। এবং আসবে কমার্শিয়াল রিয়েল এস্টেট বাবল বার্স্ট।
  • Arpan | 216.52.215.232 | ১১ মার্চ ২০০৯ ১১:১৪403260
  • হি: করে ফ্লাশ নয়, হা: করে তবেই ফ্লাশ এই রুল তো ইউকেতে ২০০৫ সালে হয়েছিল। ওই বাগানে স্প্রিংকলারে করে জাল দেওয়াও আইন করে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল।

    ইউকেতে আরেকটা বাজে ব্যপার আছে। যে জল আপনি ব্যবহার করে/না করে ছেড়ে দিচ্ছেন তার ওপরেও চার্জ বসে।

    কবিতাটা দারুণ! :)
  • Arpan | 216.52.215.232 | ১১ মার্চ ২০০৯ ১১:১৫403261
  • ** জল
  • d | 117.195.37.60 | ১১ মার্চ ২০০৯ ১২:২১403262
  • ভারতে মন্দা'র দু'একটা ছবি:

    ১)
    মাসের ১৫ তারিখের আশেপাশে টয়লেটে হাত মোছার টিস্যু শেষ হয়ে গেলে পরের মাস শুরু হবার আগে আর রিফিল করা হয় না। হ্যান্ডসোপে তো নির্ঘাৎ জল মেশানো। শনিরবিবারে পুরো ফ্লোরের এসি চলে না। বলে বলে এসি চালাতে হয়। এদিকে এমন হতচ্ছাড়া ডিজাইন যে সব সলিড কাঁচ দিয়ে বন্ধ। কোন জানালা টাইপ কিছু নেই। একদিন একজন খেপে গিয়ে একটা কাঁচের বেশীরভাগ অংশটাই ভেঙে ফেলল। গুজবে প্রকাশ এই ভাঙা কার্য্য সে নাকি ল্যাপটাপ বা ফোনসেট দিয়ে সুবিধে করতে না পেরে একটা কাঠের ড্রয়ার খুলে নিয়ে সুচারুরূপে সম্পন্ন করে। যাই হোক প্রচুর মেল চালাচালি, জিজ্ঞাসাবাদ ত্যাদি করেও অপরাধী কে ধরা যায় নি। এই ফ্লোরে আর কাজের দিনেও এসি চলে না। কারণ কাঁচ সারাবার পয়সা নেই।

    ২)
    কোন এক শুক্রবার সন্ধ্যের দিকে দুটো কচি কচি ছেলেমেয়ে হঠাৎ মেল পায় হেড অফিসে এসে সমস্ত পাওনা বুঝিয়া লইবার জন্য। তারা তো প্রচন্ড কেঁদেকেটে পি এম কে ফোন করে। কিমাশ্চর্যম! দেখা গেল, PM, SPM, GH কেউ কিচ্ছু জানে না এই বিষয়ে। পরে অনুসন্ধান করে দেখা যায়, এদের নাকি আগের বছর অ্যাপ্রাইসালে রেটিং d ছিল। অথচ এখনকার PM এর মতে এরা দিব্বি B তে আসে, একজনকে তো Aও দেওয়া যায়। বলা হল, যে আগের বছরের ভিত্তিতে এখন করাটা কি ঠিক, যখন এই বছরের অ্যাপ্রাইসাল দরজায় কড়া নাড়ছে? কোন সন্তোষজনক উত্তর নেই। কি না, লিস্ট তো নভেম্বারেই বানানো হয়েছে। তাহলে হাফ-ইয়ার্লি রেটিং নেওয়া হয় নি কেন? না গাইডলাইনে ছিল না। গাইডলাইন বানাবার ভিত্তি কি ছিল? উত্তর নেই। প্রচুর টানাটানির পর শোনা গেল, ঠিক আছে, এদের তোমরা রাখো, তবে অন্য দুটো নাম দাও। মানে?? না, আমাদের তো নাম্বার মিট করতে হবে। ফার্স্ট কোয়ার্টারের মধ্যে এতজনকে দরজা দেখাতে হবে। তা তুমি রামকে রাখতে চাও রাখো কিন্তু তাহলে রহিমকে দাও। বলা হল, কাউকে দেব না, অ্যাকসেন্‌চুয়ারের মত কাঁইয়া কোং থেকে যারা KT নিয়েছে, তাদের রিপ্লেসমেন্ট এক্ষুণি কোথায় পাব?? আর কেনই বা খুঁজব??? যেখানে এই ছেলেপুলেগুলো দিনরাত এক করে অমন প্রচন্ড প্রতিকুলতার মধ্যেও কাজের জ্ঞান অর্জন করেছে, সেখানে এদের অত্যন্ত ভালভাবে পুরস্কৃত হবার কথা। তাতে RMG বলে ওসব জানি না, দেবে তো দাও, নাহলে তোমাদের নামে এসক্যালেশান হবে টপমোস্ট লেভেলে। SPM খেরে গিয়ে বলল করে দাও এসক্যালেশান। এদিকে GH এর আবার অত সাহস নেই। মিনমিন করে বলে, আহা আরেকটু খুঁজেপেতে দেখো কাউকে যদি পাও।

    শুনে ঠিক মনে হল, ঠিক "মা রক্ত চাইছেন বলি দেওয়ার জন্য খুঁজে আনো কাউকে'

    ৩)
    ধুর! আর লিখতে ভাল লাগছে না।
  • Blank | 59.93.198.145 | ১১ মার্চ ২০০৯ ১২:৪৬403263
  • টয়লেটের টিস্যুর কেসটা তে মনে হলো, আমাদের ও প্রতি সপ্তাহে বৃহস্পতি বার নাগাদ সব টিস্যু শেষ হয়ে যায়। দুদিন আর কিছু থাকে না। ফের সোমবার রিফিল হয়।
    চারদিকে আবার Save paperGreen office এই সব অ্যাড দেওয়া হয়েছে।

  • sayan | 160.83.96.81 | ১১ মার্চ ২০০৯ ১৫:০৯403264
  • এদিকে ডিবি অ্যানুয়াল বোনাস দিল দু'সপ্তাহ আগে, এনিহোয়্যার বিটুইন আশিহাজার টু দেড় লাখ। এছাড়া বিভিন্ন গুডিজ যেমন স্কাই ব্যাগ, ব্যাকপ্যাক, ল্যাপিব্যাগ ইত্যাদি লেগেই আছে। এরা কোথা থেকে এসেছে কে জানে!
  • Arpan | 216.52.215.232 | ১১ মার্চ ২০০৯ ১৭:০৫403265
  • ৪) অফিসের সুইমিং পুলে নোংরা জলে পাতা ভাসছে। লনে ঘাস ছাঁটাই হয়নি বেশ কিছুদিন।

    ৫) ওডিসি ফ্লোরগুলিতে চোকা-বেরোনোর দুটো করে দরজা ছিল এতদিন। সেগুলোর একটা করে দরজা সিল করে দেওয়া হয়েছে। একজন করে সিকিওরিটি পারসনেরও চাকরি গেল বোধহয়।
  • a | 121.245.123.241 | ১১ মার্চ ২০০৯ ১৮:১২403266
  • ডিবি কোন দোকান?
  • sayan | 160.83.96.82 | ১১ মার্চ ২০০৯ ১৮:৫১403267
  • "এ প্যাশন টু পারফর্ম' ... নাম নিতে নেই।
  • Arijit | 61.95.144.123 | ১২ মার্চ ২০০৯ ০৯:৩৮403268
  • (৬) হার্ডওয়্যার প্রোকিওরমেন্ট বন্ধ - ছয় মাস আগে পাঁচটা মেশিনের একটা ক্লাস্টারের স্পেক দিয়েছিলাম, শুনলাম এপ্রিল-মে অবধি কিচ্ছু কেনা হবে না।
  • dri | 75.3.201.245 | ১২ মার্চ ২০০৯ ১০:০২403269
  • ও বাওয়া! ফ্রেডি ম্যাক যে আরো টাকা চায়!
  • dri | 75.3.201.245 | ১২ মার্চ ২০০৯ ১০:২১403271
  • টয়োটা ব্রিটিশ এমপ্লয়ীদের মাইনে ১০% কমিয়ে দিল।

    ওবামা মেক্সিকোতে সৈন্য পাঠানোর কথা ভাবছেন। http://www.mcclatchydc.com/227/story/63800.html

    ব্রিটিশ টেলিকম স্যলারি ফ্রিজ করে দিল।

    জার্মানীর এইচ আর ই ব্যাঙ্ক ব্যাঙ্ক্রাপ্সির মুখে।

    লুফথানসার প্রফিট পড়ল ৬৪%।

    অ্যাথেন্সে সিটিব্যাঙ্কের অফিসের সামনে বোম পড়ল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন