এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইকনমি ক্রাইসিস ডোমেস্টিক মার্কিন গ্লোবাল

    lcm
    অন্যান্য | ১৬ সেপ্টেম্বর ২০০৮ | ৩৫৩২৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Binary | 70.64.8.206 | ১২ মার্চ ২০০৯ ১১:১২403272
  • হিসু-হাগু টয়লেট ফ্লাসের ব্যাপারটা এখানে গত এক বছর ধরে চালু আছে। তার জন্য নতুন ফ্লাশ লাগানো হয়েছে, সব টয়লেটে, ওপরে টানলে অল্প জল বেরোয়, নীচে টানলে হুড়ুম করে। এটা অবশ্য, পরিবেশ-পরিবেশ চ্যাঁচানোর ফল।
  • Binary | 70.64.8.206 | ১২ মার্চ ২০০৯ ১১:১৫403273
  • আজ কানাডায় জেনারেল মোটোরসে রেফারেন্ডাম ছিলো, ইউনিয়ানাইস্‌ড স্টাফদের, ওয়েজ ফ্রিজ ছাড়াও আনেক বেনিফিট কাট। ইউনিয়ান এই ডিল অ্যাক্সেপ্ট করলে, তবেই, জিএম বেল আউট এলিজিবল হবে। শোনা যাচ্ছে ৮৭% এমপ্লয়ি, অ্যাক্সেপ্ট করেছে।
  • saikat | 202.54.74.119 | ১২ মার্চ ২০০৯ ১১:২৩403274
  • UN-এ তে এবার resolution আনা হবে। সারা পৃথিবীর জনগণকে ভয় দেখাবার কারণে দ্রির ধারাবিবরণী ব্যান করা হোক।:-)
  • r | 125.18.104.1 | ১২ মার্চ ২০০৯ ১৪:১৪403275
  • শুনলাম সিটিএস এই বছর বেশ মোটামত বোনাস দিয়েছে। মায়ের দয়ায় আমাদের দোকানেও বোনাসের হার মন্দ নয়।
  • santanu | 217.196.19.45 | ১২ মার্চ ২০০৯ ২১:০৪403276
  • আমিও একটা সিলভার লাইন দি:

    এই বাজারে আমাদের দোকান 4.9 বিলিয়ান অর্ডার পেয়েছে। 2.4 আবুধাবি, 0.5 সৌদি আর গতকাল 2.05 আলজিরিয়া।

    সব কাজ ২০১১ র মধ্যে শেষ করতে হবে।
  • umesh | 62.254.196.200 | ১২ মার্চ ২০০৯ ২১:৫১403277
  • santanu, ঠিক বলেছো।
    petrofac এই বাজারে-ও ৫ বিলিয়ন এর কাজ পেলো।
  • santanu | 217.196.19.45 | ১২ মার্চ ২০০৯ ২১:৫৫403278
  • আরে বা:, তুমি দেখি Petrofac UK বেশ বেশ
  • lcm | 128.48.7.222 | ১৩ মার্চ ২০০৯ ০২:১৩403279
  • শুনে দ্রিশেসনের হাঁকাহাঁকি
    উড়ে গেল প্রানের পাখি
    চাকরি খানা যেতে বাকি
    চাকরি গেলে খাবো টা কি
    চাকরি ছাড়া বাঁচব না কি
    বাবারে বাবারে বাবারে বাবারে
    ছেড়ে দে এবারে বাবারে এবারে
    চাচারে চাচারে ছেড়ে দে এবারে
  • dri | 75.3.201.245 | ১৩ মার্চ ২০০৯ ১০:৫৮403280
  • বিপদের পূর্বাভাস শুনে যাদের হাঁটুতে ঠোকাঠুকি লেগে যায় তাদের কথা মাথায় রেখে আজ একটু অল্প।

    ২০০৮ এ আমেরিকার লোকেদের নেট অ্যাসেট (বাড়ির দাম প্লাস স্টক) ডাউন ১৮%। আর শুধু ফোর্থ কোয়ার্টার ধরলে অ্যানুয়ালাইজ্‌ড ৩১% ডাউন।

    অ্যানালিস্টরা ফোরকাস্ট করছে ২০০৯ এ অ্যাডভার্টাইজমেন্ট রেভিনিউ কমবে ১৩%। অবশ্য এই অ্যানালিস্টদের খুব বেশী বিশ্বাস না করাই ভালো (পড়ুন আরো বেশী কমতে পারে)।

    সুইস ফ্র্যাঙ্ক হুড়মুড় করে পড়ল।

    এবার একটু সিলভার লাইনিং। ওরাক্‌ল নাকি ঘরে লাভ তুলবে বলে শোনা যাচ্ছে।

    তবে, সিলভার লাইনিং হল ঐ ... লাইনিং। কালো মেঘের সারফেস এরিয়া অনেক বেশী।
  • Arijit | 61.95.144.123 | ১৩ মার্চ ২০০৯ ১১:০১403282
  • বাড়ির দাম কমা ইজ সিলভার লাইনিং। এখানে যে কবে ক্র্যাশ করবে...
  • Binary | 70.64.8.206 | ১৩ মার্চ ২০০৯ ১১:০৪403283
  • ওরাকেলের কথা এট্টুখানি আগে-ই ভাটে বল্লাম। আরো দ্যাখো, কোনো হেভী ইন্ডাস্ট্র স্টীল/অয়েল/কেমিক্যাল্‌স/ফার্মাসিউটিকাল্‌স এদের লোক ছাঁটাই-এর সেরকম কোনো খবর নেই। যা হচ্ছে সব ব্যাঙ্ক/এয়ারলাইনস/অটোমোবাইল ইত্যাদি ইত্যাদি।
  • dri | 75.3.201.245 | ১৩ মার্চ ২০০৯ ১১:২০403284
  • কারণ এই ক্রাইসিসের এপিসেন্টার হল ব্যাঙ্কিং।

    কিন্তু মুস্কিল হল ব্যাঙ্ক হল ইকনমির পিলার। শুরুতে ঝাড় খেল যারা ব্যাঙ্কিংএর সাথে ডাইরেক্টলি রিলেটেড। কিন্তু ব্যাঙ্ক বড় রকম ভাবে, লং টার্মে ঝাড় খেলে ফাইনালি মিডল ক্লাসের ওয়েল্‌থ ডেস্ট্রাকশান হবে। সেটা হলে পারচেজিং পাওয়ার কমবে। তখন সব কিছুর ডিম্যান্ড কমবে। হেভি ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং এগুলোর কথা শোনা যায়না কারণ আম্রিকায় আর এরা অবশিষ্ট নেই। এগুলো ঝাড় খেয়েছে চীনে। কিন্তু চীনে কজনের চাকরি গেল সেটা ঠিক ঐভাবে ডে টু ডে ভিত্তিতে রিপোর্টিং হয় না। এয়ারলাইন্স সেক্টর খুব একটা ভালো করছে না। সবাই প্রায় ট্রাফিক রিডাকশান রিপোর্ট করেছে। শুধু তেলের দাম কম বলে এখনও পার পেয়ে যাচ্ছে। তবে আমি মনে করি ফার্মা সবচেয়ে কম অ্যাফেক্টেড হবে। সফটওয়্যারে যাদের ভালো, ইউজফুল, গুড-ভ্যালু প্রডাক্ট আছে তারা কম অ্যাফেক্টেড হবে। অনেকে তো প্রেডিক্ট করছে মাইক্রোসফ্‌ট মার্কেট শেয়ার লুজ করবে, টু লিনাক্স।
  • lcm | 69.236.185.129 | ১৩ মার্চ ২০০৯ ১১:২৪403285
  • এখনও পর্যন্ত নাকি মোট ৩০ ট্রিলিয়ন (হাউসিং, স্টক মার্কেট, ব্যাংকিং, অটো, কনসিউমার....) হাওয়া, ওবামা-র এক ট্রিলিয়নে নাকি এই মুহূর্তে কিস্যু হবে না।
  • dri | 75.3.201.245 | ১৩ মার্চ ২০০৯ ১১:৩৮403286
  • বেলাউট মানিতে কিচ্ছু ফিক্স হবে না। শুধু ইনেভিটেবলটা ডিলেড হবে। যেই ক্র্যাশ আজই হত সেটা ছমাস বাদে হবে।
  • Soma | 203.77.211.146 | ১৩ মার্চ ২০০৯ ১১:৪২403287
  • Oil & Gas এ দিব্যি ছাঁটাই হচ্ছে। আবার অনেক কম্পানি এই মার্কেট এ লোকজন রিক্রূট ও করছে। সমস্যা টা হল ছোটো অপারেটিং কম্পানি গুলো ব্যাংকের থেকে লোন পাচ্ছে না। আমাদের একটা ইরানের, একটা মায়ানমারের প্রোজেক্ট এই কারণে আটকে আছে। আর কস্ট কাটিং পুরোদমে চলছে, ৫:৩০ তে এসি বন্ধ আর ৬:৩০ তে লাইট বন্ধ হচ্ছে, টয়লেট টিস্যু তে এখনও হাত পড়েনি।
  • h | 203.99.212.224 | ১৩ মার্চ ২০০৯ ১১:৫৭403288
  • ধুস ঐ বেল আউট দিয়ে কিসু হবে না। ব্যাংকিং প্রোডাক্ট গুলোর অধিকাংশ ফুল ঢপের উপরে দাঁড়িয়ে, যথা বিভিন্ন ধরণের ডেরিভেটিভ।

    ম্যানুফ্যাকচারিং এর ভাগ্য ঘুরবে বলে যারা আশা করছেন, তাদের কাছে আমার প্রশ্ন হল , ক্রেডিট এর ক্রাইসিস হলে ম্যানুফ্যাকচারিং এ প্রভাব পড়বে না , এটা কি আদৌ সম্ভব?
  • lcm | 69.236.185.129 | ১৩ মার্চ ২০০৯ ১২:০৭403289
  • ম্যানুফ্যকচারিং-এ পড়ছে তো । অলরেডি পড়েছে। ম্যানুফ্যাকচারিং-এর হিসেব হল - সেল্‌স, যত দিন বিক্রি বাটা হবে, ততদিন মাল তৈরী হবে, বিক্রী পড়ে গেলে, আস্তে আস্তে ঝাঁপ বন্ধ।
    চীনে জব ক্রাইসিস শুরু হয়েছে। কোথায় যেন দেখলাম (টিভি-তে বোধহয়), পূর্ব চীনের এক ইউনিভার্সিটি-তে জব ফেয়ারে প্রায় মারপিট হয়ে রায়ট হতে যাচ্ছিল। অ্যা®¾থ্রাপলজি-তে মাস্টার্স সবে কমপ্লিট করেছে এমন একটি মেয়ের ইন্টারভিউ নিল, জব ফেয়ারে সকাল থেকে গিয়ে লাইন দিয়েও সে একটা ব্যাংক টেলার-এর কাজ পায় নি।
  • lcm | 69.236.185.129 | ১৩ মার্চ ২০০৯ ১২:৪৮403290
  • পুরো ফাইন্যান্স সেক্টর নিয়ে এখন নানা প্রশ্ন উঠছে, রেডিও/টিভি/কাগজ/ম্যাগাজিন চতুর্দিকে নানা আলোচনা। এই যেমন ক্রেডিট মডেল। অনেকের মতে আমেরিকার গত একশো বছরে অর্থনৈতিক অগ্রগতি, ফ্লারিশিং মিডল ক্লাস -এর মূল ভিত্তি নাকি ক্রেডিট মডেল। ক্রেডিট মডেল ড্রাইভস্‌ ইনোভেশন। যেমন, ধারে টিভি কিনতে পারা যায় বলেই মানুষ ভালো কন্ডিশনের পুরোনো টিভি ফেলে দিয়ে নতুন প্রযুক্তির টিভি কেনে, আর, তাই সোনি/প্যানাসোনিক/স্যামসুঙ-রা ব্যবসা+রিসার্চ+ইনোভশন সব একসঙ্গে করে।

    বিংশ শতাব্দীর শুরুর দিকে ফোর্ড ছিল এক নম্বর অটোমোবাইল কোম্পানী। কিন্তু, জিএম নাকি স্রেফ ক্রেডিট মডেল দিয়ে মার্কেট নিয়ে নিয়েছিল। জিএম চালু করেছিল জিম্যাক(gmac), যারা লোন দিত গাড়ী কেনার জন্য, যে মডেল আজও কমবেশী চালু আছে। কিন্তু ফোর্ড এই ধার ব্যাপারটায় খুব একটা তখন বিশ্বাস করত না, একটু কনসারভেটিভ ছিল এসব ব্যাপারে। ফোর্ড চালু করল অন্য মডেল, যেখানে ভোক্তা মাসে মাসে ফোর্ড ডিলারের কাছে টাকা জমা রাখবে, সেই টাকা জমে অনেকটা হলে, তখন ফোর্ড-এর থেকে গাড়ী কিনবে, কিছু ডিসকাউন্ট পাবে। কিন্তু, সে মডেল চলল না। কয়েক বছরের মধ্যে ফোর্ড বাধ্য হল গাড়ী লোন স্কিম চালু করতে, কিন্তু তত দিনে মার্কেট জিএম-এর দিকে সরে গেছে।

    ক্রেডিট মডেলের চুড়ান্ত অপব্যাবহারের ফল হল ২০০৮-এর গ্রেট রিসেশন।
  • hukomukho | 198.184.5.252 | ১৩ মার্চ ২০০৯ ২২:২৮403294
  • বেশ লিখেছেন ভদ্রলোক, সোনার দাম আর ডলারের সম্পর্ক নিয়ে http://tinyurl.com/682kdg
    পড়ে দেখতে পারেন।
  • arjo | 24.42.203.194 | ১৪ মার্চ ২০০৯ ০৭:১৬403295
  • ও র, একবারটি পড়ে দেখো। হুকোর দেওয়া লিঙ্কটা।
  • dri | 75.3.201.245 | ১৪ মার্চ ২০০৯ ০৯:১৭403296
  • সিন্টা ফার্মাসিউটিকাল্‌স - ৯০, শুনতে বেশী না, কিন্তু দ্যাটস ৪০%। ছোট কোম্পানী এত লোক ছাঁটাচ্ছে। ব্যাপারটা সুবিধের নয়।

    অ্যাডভান্সড এনার্জি - ৩৩০, ২২%।

    গত বছর ১১০০০ পোজিশান কাট করার পর ডেল আবার নর্থ ক্যারোলিনায় জব কাট করছে। কিন্তু কত লোক সেটা বলছে না। http://tinyurl.com/bfzu8x

    ক্যালিফোর্নিয়ায় ২৬০০০ টীচিং পোজিশান কাট করা হবে বলে বলা হয়েছে। টীচাররা প্রোটেস্ট অর্গানাইজ করছেন। http://tinyurl.com/bk73bu

    ট্যাক্স রেভিনিউ ভীষন কমে গেছে। সেইজন্যই বোধায় ক্যালিফোর্নিয়ায় আবার মারিয়ুয়ানা লিগালাইজ করার প্রোপোজাল স্টেট অ্যাসেম্বলিতে তোলা হয়েছে। গাঁজার ট্যাক্সে যদি স্টেটের কিছু ইনকাম হয়!

    কোথায় যেন শুনছিলাম পর্ন ইন্ডাস্ট্রিকে ট্যাক্স করার প্রোপোজাল।

    ভেরি ইন্টারেস্টিং টাইম। এখন থেকে চল্লিশ বছর পর এই সময়টার কথা ইতিহাস বইতে দাগিয়ে দেওয়া থাকবে।
  • dri | 75.3.201.245 | ১৫ মার্চ ২০০৯ ১০:৫৯403297
  • আমেরিকা কোন দিকে চলেছে তার একটি স্নিক প্রিভিউ পাওয়া যাবে এই ভিডিওতে। ক্যালিফোর্নিয়ার রাজধানী স্যাক্রামেন্টো।

  • shyamal | 24.117.212.246 | ১৫ মার্চ ২০০৯ ২১:৫৯403298
  • আগে বলেছিলাম আমেরিকার সোশ্যাল সিকিউরিটি ২০১৭ থেকে যা টাকা পাবে ট্যাক্স থেকে, তার চেয়ে বেশী দেবে। এই বেশীটা আসবে ২০১৭ অবধি সরকার সোশ্যাল সিকিউরিটিকে যেসব IOU দিয়েছে তার থেকে। এটা কতটা?
    একটি হিসেব মত ২০২০তে ৬৮ বিলিয়ন, ২০৩০ এ ২৬৬ বিলিয়ন, ২০৩৫এ ৩৩১ বিলিয়ন।
    আজ সরকার এই সব IOU দিয়ে বাজেট ডেফিসিট কম দেখায়। ২০১৭ সাল থেকে আর সে টাকা তো পাবেইনা, উল্টে দিতে হবে। তখন বাজেট ডেফিসিট কি হারে বাড়বে ভাবতে ভয় করে।

    একটা সমাধান আছে কিন্তু, যেটা ওবামা ভোটের আগে বলেছিলেন। এস এস ট্যাক্সের নিয়মটা পালটে দেওয়া হোক যাতে ধনীরাও 6.2% এস এস ট্যাক্স দেন। আজ যাদের আয় বছরে $106800র বেশী তাদের এস এস ট্যাক্স বাড়েনা। তার মানে যার আয় $106800 সেও দিচ্ছে $6622 এস এস ট্যাক্স। আর যার আয় বছরে ৪ মিলিয়ন সেও দিচ্ছে $6622
  • arjo | 168.26.215.13 | ১৬ মার্চ ২০০৯ ১৮:০৭403299
  • ইউ এস ব্যাঙ্কিং ক্রাইসিস কেন এত জটিল।

    http://tinyurl.com/b469cx
  • arjo | 24.42.203.194 | ১৭ মার্চ ২০০৯ ০৭:৪৯403300
  • এই ইকনমিক ক্রাইসিস সামলাতে ইউএসের স্ট্যান্ড ক্রমশ প্রোটেকশনিস্ট। আগের লিংকেই সবিস্তারে বর্ণনা করা হয়েছে কি করে বিদেশীদের জন্য ব্যাংক ফেল করেছে। আউটসোর্সিং হয়েছে বলেই না আজ এই অবস্থা। সামুয়েলসন পেপার লিখে প্রুফ করছেন কি করে চায়নায় কাজ গেলে ইউএসের কর্মীর পার্মানেন্ট স্যালারি কমে। তাই এখন আম্রিগায় বিনা স্বদেশী ভাষা মেটে কি আশা। মেক্সিকোর সাথে চুক্তি হয়েছিল ওখান থেকে ট্রাক অবাধে আসতে পারবে আমেরিকায়, বাণিজ্য করার জন্য। কিন্তু গত সপ্তাহে সেই চুক্তি ক্যানসেল করা হয়েছে। আজ মেক্সিকো বলেছে আমেরিকার ৫০ টা জিনিষের ওপর তারিফ বাড়াবে। ওবামা ও তার সাঙ্গোপাঙ্গো বলেছে দেখছি। না দেখে উপায় কি? কানাডার পরে মেক্সিকোই তো দ্বিতীয় সর্বোচ্চ ক্রেতা। আউটসোর্সিং ভালনা বললেই হবে? ভুলে যাবেন না আমেরিকাও দাঁড়িয়ে রয়েছে বৈদেশিক রপ্তানীর ওপর। ভারত আজ কোক বন্ধ করে দিলে সেটা খুব একটা ভালো হবে না। বাঁচকে কাঁহা যাওগে।
  • shyamal | 24.117.212.246 | ১৭ মার্চ ২০০৯ ১০:০০403301
  • ভারতের অর্থনৈতিক অবস্থা নিয়ে লিখছেন শশী থারুর: http://tinyurl.com/dzhqq6
  • sibu | 71.106.244.161 | ১৭ মার্চ ২০০৯ ১০:০৬403302
  • এই শশী থারুর লোকটা সেকেন্ড-হ্যান্ড কার সেলসম্যানের মত কথা বলে। নো ওয়ান্ডার, ইউএনের সেক্রেটারী-জেনারেল পজিশনের জন্য ওকে কেউ ভোট দেয় নি।
  • Arijit | 61.95.144.123 | ১৭ মার্চ ২০০৯ ১১:৩৬403303
  • http://news.bbc.co.uk/2/hi/business/7945774.stm - AIG-র ১৬৫ মিলিয়ন ডলার বোনাস প্ল্যান নিয়ে ওবামা ক্ষুব্ধ।
  • dri | 75.3.201.245 | ১৭ মার্চ ২০০৯ ১২:৪৯403305
  • গত পাঁচ মাসে আম্রিকার এক্সপোর্ট কমেছে ৪৯% অ্যানুয়ালাইজ্‌ড রেটে।

    এই মুহুর্তে আমেরিকার স্টক মার্কেটে একটা র‌্যালি হচ্ছে। এটাকে বলা যেতে পারে সাকার্স র‌্যালি। বেশ কিছু ক্যাশওলা মুর্গী এই মার্কেটে টাকা ঢালার পর মার্কেট আবার পড়বে।

    ইউ এসের এই আর্থিক টানাটানির দিনে ইউরোপে মিসাইল ডিফেন্স শীল্ডের ওপর একশ' বিলিয়ান ডলার ঢালার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠল। http://www.usatoday.com/news/military/2009-03-15-missile_N.htm

    নেটোর এই অ্যাগ্রেসিভ পশ্চারের প্রত্যুত্তরে রাশিয়ার এয়ার ফোর্স চীফ বলল কিউবায় বা ভেনেজুয়েলায় মিলিটারি ইনস্টলেশান বসানো হতে পারে। শাভেজ অলরেডি রাশিয়াকে একটা দ্বীপ অফার করেছে এয়ার বেসের জন্য। http://tinyurl.com/c5gq78

    অবশেষে ফ্রান্সে সোনির বস কর্মীদের ঘেরাও থেকে মুক্তি পেলেন। http://www.guardian.co.uk/world/2009/mar/13/sony-france-boss-hostage

    ফ্রান্সে একটা টায়ার প্ল্যান্ট বন্ধ হওয়ায় ম্যানেজারদের পচা ডিম খেতে হল। http://tinyurl.com/cmtzbe

    এল সালভাদোরে লেফটিস্ট মার্কসিস্ট মরিসিও ফিউনেস প্রসিডেন্ট হল।

    মাদাগাস্কারে ক্যু।

    নর্থ কোরিয়া এপ্রিল মাসে লং ডিস্ট্যান্স রকেট লঞ্চ টেস্ট করবে বলে ঘোষনা করেছে। সাউথ কোরিয়া, জাপান এবং ইউ এস এর তীব্র নিন্দা করেছে এবং চোখ রাঙিয়েছে।

    ইরান নিজেদের স্পেস এবং নিউক্লিয়র কেপেব্‌ল বলে ঘোষনা করল। http://en.rian.ru/world/20090313/120554424.html

    এই অস্থির জিওপলিটিকাল এবং ইকনমিক অবস্থার মধ্যে আবার ভারতের সাথে এসের খুব দৃষ্টিকটু রকমের ফুটসি খেলা শুরু হয়েছে। ২.১ বিলিয়ান ডলারের অস্ত্র। http://www.reuters.com/article/topNews/idUSTRE52F6X520090316
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন