এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ঘোষ এয়ন্দ কোম্পানী ঋইউপর্ন ঘোষ

    kanti
    অন্যান্য | ০৭ ডিসেম্বর ২০০৮ | ১১৪৭৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | 12.144.134.2 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৬:৫০404359
  • নিরপরাধের কথা হচ্ছেনা। তবে রিহ্যাবিলিটেশন বলে একটা বস্তু আছে। 'সমাজ' যদি অসহায়তার ফলে গজিয়ে ওঠা ক্রাইমে 'শুধু' ক্রিমিন্যালের দোষ দেখে ,আর ভাবে এদের পেটালেই সমস্যার সমাধান, তাহলে সেই চিন্তাভাবনায় গলদ আছে। হিজড়েদের যদি পেটানোর ইচ্ছে তোমার হয় - তাহলে , তুমি যদি কাউকে চাকরি দেবার বেলায় 'হিজড়ে' দেখে পিছিয়ে যাও, তো তোমাকেও ইকুয়ালি পেটানো উচিত। এই আর কি।
  • siki | 219.64.11.35 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৬:৫৪404360
  • চাকরি দেবার বেলায় আমি পিছিয়ে যাব না, যদি সেই হিজড়ে শিক্ষিত মার্জিত হয়।

    হিন্দি অনেক সিনেমায় একজন হিজড়ে অভিনয় করেন, নাম জানি না, পেজ থ্রি সিনেমায় দেখেছো হয় তো তাকে। তিনি সত্যিই হিজড়ে। আলাদা বলতে তিনি বর্ন অ্যান্ড ব্রট আপ ইন লন্ডন, আর বেশ উচ্চশিক্ষিত।

    সমাজ তাদের রিহ্যাবিলিয়েট করে না কথাটা ঠিক নয়। আগে তাদের ভোটাধিকার ছিল না, এখন হিজড়েরাও ভোট দিতে পারে।

    সমাজ বারবণিতাদের রিহ্যাবিলিয়েট করা নিয়েও বিশেষ ভাবে না। সেক্সুয়ালি তারাও অ্যাবিউজ্‌ড। মেয়ে হিসেবে। তারাও এই রকমের অ্যাগ্রেসিভ নয়, যেমন হিজড়েরা হয়।

    যাক, এই নিয়ে আলোচনা এই সুতোর বিষয় নয়।
  • Blank | 203.99.212.224 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৬:৫৭404361
  • ক্রাইম, ক্রিমিনাল সবই তো সমাজের 'অসহায়তার' জন্যই তৈরী হয়। তা বলে সব বেকার ছেলেপিলেরা চুরি ছিনতাই করে নাকি? নাকি করলেও সেটাকে সাপোর্ট করা উচিৎ।
    আর হিজড় দের গ্রহনযোগ্যতা আরো কমে এই ধরনের আচার আচরনের জন্য। লোকে ভয়ের চোখে দেখে।
  • Partho | 202.177.144.18 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৭:০০404362
  • প্রসঙ্গটা ছিল মেয়েলি পুরুষদের নিয়ে হিজড়েদের নিয়ে নয়। মেয়েলি পুরুষদের জীবনের অনেক যন্ত্রনার কথা সেদিন ঋতুপর্ন বলেছিলেন, কিন্তু আক্ষেপের বিষয় যে তা মীর এর মত অনেককেই স্পর্শ করেনি।
  • san | 12.144.134.2 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৭:০৩404363
  • এইটা হেব্বি দিয়েছে। স্কুল টুলে অবশ্য হিজড়েদের নেয়না , ফ্যামিলি লাইফ ও তারা পায়না, তবে রাস্তায় রাস্তায় ঘুরে বড় হতে হতে যদি বাই এনি চান্স একবার শিক্ষিত আর মার্জিত হয়ে যেতে পারে, তো .......

    খোরাক কত রকমের হয় মাইরি। সিকির লেখার প্রথম লাইনটা আজকে ধরে ধরে লোককে গল্প করতে হবে ;-)
  • Blank | 203.99.212.224 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৭:০৮404364
  • স্যানের কথাটা বুঝলাম না। অনেক ছেলে মেয়ে জানি, যাদের নানা কারনে স্কুলে নেয় না। পরিচয় লুকিয়ে ভর্তি হয়। ফ্যামিলি লাইফ বলে কিছুই নেই।
    কিন্তু এর কোনোটা দিয়ে জাস্টিফাই করা যায় কি চুরি ছিনতাই?
  • san | 12.144.134.2 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৭:১৪404365
  • জাস্টিফাই করা যায়না। পিটিয়ে থামানো যায় বলেও মনে হয়না।

    বদলে রিহ্যাবিলিটেশনের চেষ্টা করা যায়। তবে তার জন্য খোরাক, বা বিরক্তির বাইরে কিছু ভাবার দরকার।ছিছিক্কার থেকে না বেরোলে সেটা সম্ভব নয়।
  • Partha | 202.177.144.18 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৭:২০404366
  • Kanti কে
    ঋতু কিন্তু স্পষ্ট বলেছেন যে তিনি এক্‌জন মেয়েলি পুরুষ। মীর হিজড়ে শব্দটি প্রয়গ করার পরে ঋতুপর্ন বলেছেন যে তাঁর কোন sexual prablem নেই অর্থাৎ তিনি হিজড়ে নন।
  • shyamal | 24.119.209.40 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৭:২৭404367
  • হিজড়ে কাহাকে বলে ? অনেক কাল আগে সানন্দাতে হিজড়ে নিয়ে একটা লেখা পড়ে অনেক কিছু জানতে পারি।

    হিজড়েরা হচ্ছে ক্রস-ড্রেসার বা ট্র্যান্সভেস্টাইট। অর্থাৎ পুরুষ যদি মেয়েদের পোষাক পরে তবেই হিজড়ে। কেন খামোকা পরতে যাবে? কারণ হরমোনাল ইমব্যালেন্সের জন্য এরা অনেকে মনে মনে মেয়ে যদিও শরীরে পুরুষ।
    আমার একটা ধারণা ছিওল, কিছু বাচ্চা যৌনাঙ্গ বিহীন ভাবে জন্মায় -- তারা হিজড়ে। ভুল ধারণা।
    তবে অনেক হিজড়ে সার্জারি করে নিজের যৌনাঙ্গ পুরো বা আংশিক বাদ দিয়ে দেয়। এটা বেশির ভাগই করেনা। অর্থাৎ বেশির ভাগ হিজড়ে হল অর্ডিনারি পুরুষ মানুষ যে শাড়ি পরেছে।

    আর ঋতুপর্ণর এফিমিনেট ব্যবহার মনে হয় পুরো কৃত্রিম। গে হতে পারে, হিজড়ে মনে হয় না।
  • Partho | 202.177.144.18 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৭:৪৯404369
  • হিজড়ের ইঙ্গরেজী মনে হয় eunuch যার মানে
    1. a castrated man placed in charge of a harem or employed as a chamberlain in a palace
    2 : a man or boy deprived of the testes or external genitals
    3 : one that lacks virility or power


    মেয়েলি পুরুষদের ক্ষেত্রে কিন্তু এই শারিরিক ব্যাপারগুলি সব সধরন পুরুষদের মতই হয় কিন্তু দুর্ভাগ্যক্রমে মননের দিক দিয়ে তারা মেয়েদের মত হয়।
  • shyamal | 24.119.209.40 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৭:৫৩404370
  • পার্থবাবু,
    হিজড়ে আর eunuch এক নয়। অল্প কিছু হিজড়ে সাধ করে eunuch। বেশির ভাগই নয়। eunuch হল আমরা যাকে বলি খোজা।

    আপনি যদি এ টি দেব মার্কা ডিকশনারি থেকে লিখে থাকেন , বলব ওরা জানেনা। উইকিপিডিয়া দেখুন।
  • Partho | 202.177.144.18 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৮:০৪404371
  • শ্যামলবাবুভাই আমি Merriam-Webster থেকে নিকেচি।
  • san | 12.144.134.2 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৮:১৪404372
  • আহা আপনি তো ডিকশনারি থেকে eunuch এর মানে লিখেছেন। সেটা ভুল না। কিন্তু eunuch এর বাংলা হিজড়ে এটাও কি ওখানে লেখা ?

    আমিও শ্যামলবাবুর মতই জানি, eunuch মানে খোজা। মানে যাদের কৃত্রিম ভাবে অঙ্গচ্ছেদ করা হয়েছে । মানে খোজারা হিজড়ে, কিন্তু হিজড়ে মাত্রেই খোজা না।
  • arjo | 24.214.28.245 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৮:২১404373
  • এই মনে হয় প্রথমবার স্যানের সাথে একমত হইলাম। :))। স্যান এগিয়ে চলো, ঠিক তোমার পিছনেই আছি। :)))
  • Partho | 202.177.144.18 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৮:২৭404374
  • San, আমার লেখা মানেগুলির মধ্যে প্রথমটির মানে দাঁড়ায় কৃত্তিম অঙ্গচ্ছেদ। পরের দুটিতে নয়।
    অর্থাৎ সব খোজাই eunuch কিন্তু সব eunuch খোজা নয়!!
  • siki | 219.64.11.35 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৮:৪৮404375
  • হিজড়ে কীভাবে হয়।

    মানবদেহে ২২ জোড়া অটোজোম আছে, আর একজোড়া আছে সেক্স ক্রোমোজোম। ছেলেদের ক্ষেত্রে এটার কম্বি হল XY আর মেয়েদের ক্ষেত্রে এটা হল XX। এই X এর ওরিয়েন্টেশন হল নারীত্বের দিকে, আর Yএর ওরিয়েন্টেশন পুরুষত্বের দিকে। যৌন মিলনের পরে এই XX আর XYএর মধ্যে যে কোনও একটি করে ক্রোমোজোম বেরিয়ে এসে জোড় বাঁধে, তৈরি করে শিশুর ভ্রূণ। নারীর যেহেতু দুটোই X, তাই নারীর কϾট্রবিউশন সর্বদাই X হয়। পুরুষেরটা নিয়েই লটারি, সে যদি X দেয়, তবে তৈরি হবে নারী ভ্রূণ, সে যদি Y দেয় তবে তৈরি হবে পুরুষ ভ্রূণ। এইখানটায় প্রোব্যাবিলিটি তার হাসি হেসে নেয়। এইখানটায় একটা জিনিসও প্রমাণিত হয় যে মায়ের গর্ভে যে সন্তান এল, সে মেয়ে না পুরুষ, তার জন্য সম্পূর্ণ ভাবে দায়ি পুরুষই, নারী নয়।

    এইবার প্রশ্ন আসতে পারে, পুরুষের যদি XY হয়, আর X যদি ফিমেল সেক্স ওরিয়েন্টেড হয়, তা হলে পুরুষের মধ্যে মেয়েলি ব্যাপার দেখা যায় না কেন? এর কারণ, Y ক্রোমোজোমের ওয়েটেজ বেশি। এক্স্যাক্ট নাম্বার বা তার ইউনিটটা মনে নেই, কিন্তু XY পেয়ারের ক্ষেত্রে Y সর্বদা Xকে ডমিনেট করে, তাই পুরুষ, পুরুষালি হয়, মেয়েলি হয় না। অন্যদিকে XX-এ দুটোই X তাই কারুর কাউকে ডমিনেট করার ব্যাপার নেই, তাই মেয়েরা অবধারিতভাবে মেয়েলি হয়।

    হিজড়েদের কেসটা হল একটা জেনেটিক ডিসঅর্ডার। মানে সাধারণ মানুষের দেহে যে ২৩ জোড়া ক্রোমোজোম থাকে, সেটা হিজড়েদের দেহে থাকে না। কোনও জেনেটিক ম্যালফাংশনিংয়ের জন্য তাদের সেক্স ক্রোমোজোম হয় তিনটে হয়ে যায়, কিংবা একটা। XXY যদি হয়ে যায়, একটা Y একটা Xকে ডমিনেট করার পক্ষে যথেষ্ট, কিন্তু দুটো Xকে ডমিনেট করার পক্ষে যথেষ্ট নয়। কিংবা কেবল একটা X

    অথবা এ-ও হতে পরে, XY দুটোই আছে, কিন্তু তাদের ওয়েটেজে গড়বড় আছে, DNA ম্যাপিং ঠিকঠাক নেই, তখন YXকে ডমিনেট করতে পারে না, দুজনেই সমান সমান ভাবে সহাবস্থান করে।

    এই হল হিজড়ে জন্মের ইতিবৃত্ত। আমাদের বায়োলজি স্যার বলেছিলেন।
  • siki | 219.64.11.35 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৮:৫১404376
  • মানে, শর্টে বলতে গেলে, আমরা যাদের হিজড়ে বলে দেখি, তারা সকলেই পুরুষালি মেয়ে। মেয়েলি পুরুষ নয়। শারীরিক গঠনে নারীত্ব আছে, কিন্তু টেস্টোস্টেরনের প্রভাবে মুখে বুকে লোম গজায় ইত্যাদি, গলার স্বর ছেলেদের মত হয়। আর এরা যৌন মিলনে অপারগ হয়। যদ্দূর জানি, এদের যৌনাঙ্গ সম্পূর্ণ হয় না, অসমাপ্ত কিছু একটা থকে।
  • Blank | 203.99.212.224 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৯:০৫404377
  • এই সব x,y এর ফাঁকে আসল গপ্পটাই চাপা পরে গেলো।
  • Blank | 203.99.212.224 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৯:০৬404378
  • আপাতত মীর আর ঋতুপন্নোর কি হাল?
  • siki | 219.64.11.35 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৯:৩০404380
  • ঋতুপন্নো মেয়েলি পুরুষ, এবং সে তার মেয়েলীপনাটাকে একটা ট্রেন্ড হিসেবে সচেতনভাবে সেট করতে চাইছে আঁতেল বঙ্গীয় সমাজে। কিন্তু লোকে খাচ্ছে না, কিন্তু ঋতুপন্নো সেটা বুঝছে না, তাই রাগের চোটে নেড়ু হয়ে (বোধ হয়) পুরুষালি হতে চাইল, কিন্তু লোকে খেল-কি-খেল না তাই নিয়ে আমার বিন্দুমাত্র মাথাব্যথা নেই, ওকে দেখলে আমার খোরাক পায়।

    মীরকে নিয়ে কে লিখবে?
  • Blank | 203.99.212.224 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৯:৩৩404381
  • এবং mimicry করার জন্য ঋতুপন্ন বেশ ভাল উপাদান। ও একটা অদ্ভুত ইমেজ বানিয়েছে নিজের। যা সাধারন না, হয়তো সাবলীল ও না
  • rimi | 168.26.215.135 | ০৮ ডিসেম্বর ২০০৮ ২০:১১404382
  • সিকির বায়োলজি স্যার মনে হয় ঠিক বলেন নি। এক্সট্রা সেক্স ক্রোমোজোমের ব্যপারটা বেশ কমন। সাধারণত ১৩, ১৮ বা ২১ নাম্বার ক্রোমোজোমের ট্রাইসোমি হয়। ২১ নাম্বারের ৩টে ক্রোমোজোম থাকলে ডাউন সিনড্রোম হয়। হিজড়ে নয়। এছাড়া XXY কে বলে ক্লিনফেল্টার সিন্ড্রোম। ট্রাইসোমি ১৩ বা ১৮ ও বেশ কমন। আমি যতদূর জানি যে কোনো ট্রাইসোমি তেই ফার্টিলিটির সমস্যা হয়। এছাড়াও এদের অন্য নানারকম শারীরিক সমস্যা থাকে। হিজড়েদের, আমি যতদূর দেখেছি, কোনো শারীরিক সমস্যা তো নেইই, বরং তারা যথেষ্ট শক্তসমর্থ। শ্যামলবাবুর বর্ণনাটা আমার লজিকাল মনে হল।

    ডি: XY নিয়ে আরো ফান্ডা বায়োলজির লোকজন দিতে পারবে। আমার ভুল হতেও পারে। :-)
  • a x | 143.111.22.23 | ০৮ ডিসেম্বর ২০০৮ ২১:৫২404383
  • সিকির এবং সিকির বায়োলজি স্যারের দুজনেরই আরো একবার বায়োলজি পড়া দরকার।

    আর এই কথাবার্তা গুলো শুনে আমার সেই ভদ্রলোকের কথা মনে পরে যাচ্ছে - সেই যাকে লিঞ্চিং করা হয়েছিল, "মেয়েলী" পোষাক পরে পড়াতে যাবার জন্য। কি নাম ভুলে গেছি। স্কুলের শিক্ষক ছিলেন। শুভংকর মনে হচ্ছে।

    হিজরেদের ক্ষেত্রে "থার্ড জেন্ডার" এই শব্দটা ব্যবহার করা হয়। হার্মাফ্রোডাইট, অন দ্য আদার হ্যন্ড তারা যাদের মধ্যে পুরুষ এবং নারী দুজনরেই পূর্ণ প্রকাশ হয়, যেটা মানুষের ক্ষেত্রে সম্ভব না, কেঁচোর ক্ষেত্রে সম্ভব। তাই মানুষের ক্ষেত্রে হার্মাফ্রোডাইট শব্দটা ব্যবহার হয়না এই দশকে। এরা ট্রাসেক্সুয়ালও না। ইন্টারসেক্সুয়াল। এই নিয়ে প্রচুর বিতর্ক আছে, একদল এদের শুধুই একটি "অ্যানোমালি" হিসেবে দেখে যেখানে কিছু জন্মগত বা কনজেনিটাল কারণে ক্রোমোজোমাল, বা জেনিটাল বা দৈহিক অন্যকিছুর বহি:প্রকাশ (ফেনোটাইপ) আলাদা। অন্যদিকে অ্যাক্টিভিস্টরা এটিকে বায়োলজির থেকে বার করতে চান, এবং কোনো স্পেসিফিক লিঙ্গর সংজ্ঞায় ফেলতে চান না। এই স্পেসিফিক লিঙ্গে ফেলতে হবে এই দাবীর জন্যই এদের সেন্সাস ডাটা পাওয়া যায়না, যেহেতু এরা না মেয়ে না ছেলে হিসেবে গণ্য হন।

  • d | 117.195.41.118 | ০৮ ডিসেম্বর ২০০৮ ২২:০৯404384
  • সাধারণত: স্যানের সাথে কখনই আমার মত পুরোপুরি মেলে না। কিন্তু এই থ্রেডে এ পর্যন্ত স্যান যা যা লিখেছে, আমি তার সাথে একশোভাগ একমত।

    ব্ল্যাংক,
    চুরি ছিনতাই সমর্থন না করা আর বাইচান্স চোর বা ছিনতাইবাজ ধরতে পারলে তুমুল ক্যালানো (একা কিম্বা গণ) এই দুইয়ের মধ্যে প্রচুর তফাৎ। আর সেটা তুই বুঝিস বলে আমার ধারণা ছিল।
  • I | 59.93.214.168 | ০৮ ডিসেম্বর ২০০৮ ২২:১৯404385
  • eunuch মানে খোজা বলেই জানি, যদিও dalrymple তাঁর city of djinns-এ (যেখানে দিল্লীর হিজড়েদের বড়োসড়ো first hand account দিয়েছেন), দুটোকে এক করে দিয়েছেন।
    হিজড়েরা আসলে একটি সেট, যার বিভিন্ন সাবসেট হল খোজা, ট্রান্সসেক্সুয়াল, hermaphrodite ইত্যাদি।

    শমীক ব্যাপারটা একটু গুলিয়ে ফেলেছে। অত সহজ নয়। ও যাদের কথা বলছে, তারা হল হার্মাফ্রোডাইট, হিজড়েদের সাবসেট। এরও আবার আসল, নকল আছে। True hermaphroditeদের শরীরে ovary , testis দু-ই থাকে। এদের ক্রোমোজোমাল গড়ন হয় XX/XY mosaicism, অর্থাৎ মাইটোসিসের গোলমালের জন্য কিছু কিছু সেলে দুটো X ক্রোমোজোম, কিছু সেলে XY
    আবার pseudohermaphroditism-এর male , female টাইপ আছে। নানা কারণে হয়। হর্মোনাল গোলমালের জন্য, গর্ভবতী মায়ের শরীরে male hormon-secreting tumour হলে কিংবা androgenic drugs খেলে, জন্মগত কিছু enzyme-এর গোলমালের জন্যে ইত্যাদি।

    অর্থাৎ সবই সেক্স ক্রোমোজোমের কমবেশী নয়।
  • I | 59.93.214.168 | ০৮ ডিসেম্বর ২০০৮ ২২:৩৯404386
  • হিজড়ের কোনো ইংরেজী প্রতিশব্দ আছে? কি জানি !! সম্ভবত: নেই, কেননা এরকম অদ্ভুত পেশা কি UK কেন, প্রথম বিশ্বের কোনো দেশেই কি আছে?
    ইসলামেও হিজড়েদের(ভুল বললাম, খোজাদের) রীতিমত সম্মান ছিল, আমরা সবাই সেকথা জানি। খোজা ও উভলিঙ্গ/লিঙ্গহীনদের চরম অপমান করেছে বৈদিক সভ্যতা, যেখানে তাদের সবচেয়ে নীচ অস্পৃশ্যদেরো নীচে জায়গা দেওয়া হয়েছিল।
    শমীক ও সম্প্রদায়ের জন্য একটু Dalrymple থেকে কোট করলাম:

    but when society closes off all other opportunities, there are only two choices for the eunuchs: dancing and prostitution. Of these , going on tolly is probably preferable-and possibly more lucrative.

    I was always struck by the eunuch's lack of bitterness.Through no fault of their opwn, through genetic deformity or accident, they found themselves marginalised by the Indian society, turned into something halfway between a talisman & an object of ridicule.Yet in their own terms they seem fairly content with their lives, and they donot rail against the fate that has left them with this role.
  • Arpan | 216.52.215.232 | ০৮ ডিসেম্বর ২০০৮ ২২:৫৫404387
  • একটু সিধুবাবু সুলভ জ্যাঠামো করি। :)

    অক্ষ কি এনার কথা বলছ? শুভঙ্কর নয়, ওঁর নাম সোমনাথ।

    http://www.dnaindia.com/report.asp?NewsID=1016843&CatID=2
  • sayan | 160.83.72.212 | ০৮ ডিসেম্বর ২০০৮ ২৩:০০404388
  • আচ্ছা শমিক কি হিজড়ে সম্প্রদায়কে কিছু বলল? আমার মনে হল শমিক "হিজড়েদের আর্থসামাজিক অবস্থান' সম্পর্কে কোনও প্রশ্ন না করে শুধু তাদের জোরজুলুম করার নৈতিকতা নিয়ে প্রশ্ন করছিল।
  • kanti | 125.20.11.34 | ০৮ ডিসেম্বর ২০০৮ ২৩:০৫404389
  • পার্থকে,ঋতুপর্ন মীরকে বলেছিলেন,তুমি জানো আমার কোন সেক্সের প্রবলেম নেই। এর নিহিতার্থ একটু ব্যাখ্যা করে দেবেন।সমস্কিতিবানের মুকে ইকি কতা।আর মাইনরিটি কমুনিটি তুলে সেই কতাটা। ওসব হিজড়ে বেত্তান্ত ছাড়ুন। হরের সমস্কিতিবান বলে একটু খ্যাতি হোয়েচে । সে চন্ডিমন্ডপে সমস্কিতিবানদের ডেকে ভারি ভারি আলোচনা করে ।মতি মানুষকে নকল কোরে নক্সা বানিয়ে লোককে হাসায়।কি কুখনে একদিন হরেকে নিয়ে নক্সা বানিয়ে ফেল্লো । হরে সুযোগ মত একদিন মতিকে মন্ডপের বারান্দায় ডেকে চাটা খাইয়ে বল্লো, তুই আমাকে নকল করার চেষ্টা করেছিস।ওটা কিস্‌সু হয়নি।অপসমস্কিতি।তবে মেয়ে মেয়ে ছেলেরা ভীষন কষ্ট পেয়েছে। আমি তাদের হয়ে ভীষ্‌ন পিতিবাদ কল্লাম। কি মজা ,সবাই হাত্তালি দিন ।সমস্কিতির জয় হোক।।
  • a x | 143.111.22.23 | ০৮ ডিসেম্বর ২০০৮ ২৩:১৬404391
  • হ্যাঁ হ্যাঁ রাইট অর্পণ, সোমনাথ - মানবী।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন