এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ঘোষ এয়ন্দ কোম্পানী ঋইউপর্ন ঘোষ

    kanti
    অন্যান্য | ০৭ ডিসেম্বর ২০০৮ | ১১৩১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | 59.93.200.113 | ০২ ডিসেম্বর ২০০৯ ০০:১০404195
  • মামুর ১১:০৫ এর পোস্ট টি নিয়ে কয়েকটি পোশ্নো।
    ১) ন্যাকা মেয়ে কাদের বলে? ন্যকা মেয়েদের মেয়েলী পনা নিয়ে মামু কিছু ভেবেছে কি?
    ২) গে-পনা = ঋতুপন্ন পনা এই ব্যপারটা মামু কি করে বলে?
    ৩) নিয়মিত টক শো হোস্টের অপ্রস্তুত না হওয়াটা কেন অস্বাভাবিক মনে হওয়াটা মামুর কষ্ট কল্পনার যুক্তি। মীর খুব একট অপ্রস্তুত হয় নি। পাগলকে সাঁকো নাড়া দেবার রিস্ক নোতে চাইছিলো না বলে আমার 'মনে' হয়েছে।
    আর একটা 'থট এক্সপেরিমেন্ট' মামুর জন্য
    মেধা পাটেকর ঋতুপন্নর মতন করে নর্মদা বাঁচাও নিয়ে বলে যাচ্ছেন। 'নরেন মোদী, তুই একি করলি রে? ইস্‌স্‌স্‌স্‌স, তোর কি মনে হলো না ....'
  • d | 117.195.40.180 | ০২ ডিসেম্বর ২০০৯ ০০:১১404196
  • কন্ডিশনিং দেখে মনে পড়ল "সব চরিত্র কাল্পনিক'এ ইন্দ্রাণীর প্রশ্নটা কিন্তু ইন্দো উত্তর দেওয়ার চেষ্টাও করে নি। :)
  • d | 117.195.40.180 | ০২ ডিসেম্বর ২০০৯ ০০:১৬404197
  • প্রশ্নদুটো এড়িয়ে গেলি। তা বেশ।
    তবে আমি কথা বলি না বা চিনি না ভাবলে খুব সেটা খুব একটা থিক নয়।
    যাগ্গে গুন্নাইট।
  • pi | 72.83.98.106 | ০২ ডিসেম্বর ২০০৯ ০০:১৮404198
  • অপ্পন , :)
  • Blank | 59.93.200.113 | ০২ ডিসেম্বর ২০০৯ ০০:৩২404199
  • পাই দির কথাটা ঋতুপন্নোর ব্যপারে বেশ খাটে। অন্তত বছর চার পাঁচ আগের ঋতুপন্নো কে দেখো আর এখনকার ঋতুপন্নো কে দেখো। আকাশ পাতাল তফাৎ পাবে।
  • Du | 65.124.26.7 | ০২ ডিসেম্বর ২০০৯ ০০:৩৯404200
  • আমার মতে মেয়েলী ছেলের জন্য একটা জায়গা থাকা উচিত। রিমি যা বলেছে সেই প্রোটোটাইপিং এ এ জায়গাটা একেবারেই নেই। হয় তুমি গে হবে , নয় মেয়ে হও অপারেশন করিয়ে, কিছু একটা তোমায় হতেই হবে। কেন রে বাবা, আমি যেমন তেমন থাকলে কার কি।
  • Ishan | 12.163.39.254 | ০২ ডিসেম্বর ২০০৯ ০০:৪৬404201
  • দ্যাখো বাপু ঐ সায়ন-দীপাংশু ঋতুপন্নোকে জবাব দিতে গিয়ে খুব ক্লিয়ার করেই দিল, গে এবং এফিমিনেট পুরুষরাও স্পেসিফিকালি তাদের টার্গেট। নিজেরাই দেখালো।

    এরপরেও বলব ঠিকই করেছে?
  • Blank | 59.93.200.113 | ০২ ডিসেম্বর ২০০৯ ০০:৫০404202
  • জগতের বেশীর ভাগ পানু জোকসের টার্গেট তো স্ট্রেট রা। গে বা লেসবি দের এমনি আতু পুতু করে রাখার কি আছে?
  • Arpan | 122.252.231.12 | ০২ ডিসেম্বর ২০০৯ ০০:৫২404205
  • সায়ন-দীপাংশুর স্পুফটা মোটাদাগের হয়েছে। কিন্তু মনে হয়নি ঐটা মীরের মাথা থেকে বেরিয়েছে। মামু বারবার ঐটাকে টানছে কেন?
  • Ishan | 12.163.39.254 | ০২ ডিসেম্বর ২০০৯ ০০:৫২404203
  • অপ্পনকে: কান্ডজ্ঞান বজায় রেখে কিকরে স্পুফ করা যায় সেটা যে স্পুফ করছে তাকে ঠিক করতে হবে। আমি কেন বলতে যাব?

    ব্ল্যাংকিকে:

    ১। ভাবিনি।
    ২। আমি গে-পনা = ঋতুপন্নোপনা বলিনি। ভাবিওনি। কিন্তু সায়ন-দীপাংশু-মীর তেমনি ভাবে দেখালো।
    ৩। হতেও পারে। তবে রিতুপন্নো একেবারে ধুইয়ে দিয়েছে। তারপরে মীর যা করেছে, পাতি পাড়ার ছেলেরা সেটা করে। অন্যের পাড়ায় মার খেয়ে এসে, "নেহাৎই কিছু বললাম না সেদিন, এখানে এলে দেখিয়ে দেব, আমাকে তো চেনেনা' টাইপ একটা হাস্যকর ব্যাপার করেছে।

    থট এক্সপেরিমেট প্রসঙ্গে: ঋতুপন্নো নরেন মোদি বা বুদ্ধদেব ভচ্চযের সঙ্গে তুই-তোকারি করেনা।
  • Arpan | 122.252.231.12 | ০২ ডিসেম্বর ২০০৯ ০০:৫৩404206
  • মীরের মিমিক্রির "কাণ্ডজ্ঞান' নিয়ে কথা হচ্ছিল। মানে আমি তাই ভেবে বলছিলাম। সায়ং-দীপাংশু নিয়ে আমার কোন কমেন্ট নাই।
  • Arpan | 122.252.231.12 | ০২ ডিসেম্বর ২০০৯ ০০:৫৭404207
  • কেন মীরের মাথা থেকে বেরোয়নি বলে মনে হচ্ছে কারণ মীর মিমিক্রি করেই অনেক সূক্ষ্মভাবে জবাব দিতে পারত। চাইলে। টাইমস অফ ইন্ডিয়ার লেখাটা পড়ে দেখো।

    সায়ং-দীপাংশু মীরের প্রোগ্রামে মীরের শাগরেদি করতে গিয়ে একটি মোটা দাগের স্পুফ নামিয়েছে। তার দায় মীরের ঘাড়ে চাপানো কেন?

    (এইবার ঘুমুতে গেলাম)
  • Blank | 59.93.200.113 | ০২ ডিসেম্বর ২০০৯ ০০:৫৮404209
  • ২) সায়ন দীপাংশু আর মীর কীনো? মীর তো হোস্ট মাত্র। জাজ অব্দি নয়।
    ৩) এই ব্যাপারটাই তো ঋতুপন্নো করলো। 'আমাকে নিয়ে খিল্লি, আয় শালা আমার পাড়ায়, তারপর দেখাবো মজা'।
    থট এক্সপেরিমেন্ট টা কে বদলাচ্ছি। এবারে অরুন্ধতি, মেধা কে ' মেধা, তোর কি মনে হয় এই নর্মদা নিয়ে তোর আন্দোলন সফল হবে্‌এ্‌এ। একটু বল না রে দর্শকদের সামনে ...'
  • Ishan | 12.163.39.254 | ০২ ডিসেম্বর ২০০৯ ০০:৫৮404208
  • ওটাকে টানবনা কেন? ওটা কি মীরের "জবাব' নয়? ওটা মীরের প্রোগ্রাম নয়? ঐ প্রোগ্রামে ফ্রি ফর অল পারফরমেন্স হয়? ঋতুপর্ণকে মীর আর আরেকটা ছেলে মিলে চুমু খেয়ে গে-পনা কে "এক্সপোজ' করে দিল, সেটাও কি অন্য লোকে করল? মীর নয়?

    এমনকি শেষকালে মীর নকল ঋতুপন্নোকে যেভাবে "যা: যা এবার' বলল, সেটাও চোখে ভাসছে। এগুলো যদি ঠান্ডা মাথায় তৈরি রি-অ্যাকশন না হয়, তো কোনটা রি-অ্যাকশন?
  • Blank | 59.93.200.113 | ০২ ডিসেম্বর ২০০৯ ০১:০১404211
  • ঋতুপন্নপনা = গে পনা সেটা তো ঋতুপন্নো নিজেই বল্লো। ও হলো মাইনরিটিদের প্রতিনিধি !!!!
  • Ishan | 12.163.39.254 | ০২ ডিসেম্বর ২০০৯ ০১:০১404210
  • ইন ফ্যাক্ট মীর নিজে একবার বললও বটে, এটা আমি করিনি না কি একটা। কিন্তু পাবলিক প্রোগ্রাম করতে হলে তার দায়িত্ব তো নিতেই হবে। প্রোগ্রাম করে বলব ওটা আসলে আমার দোষ নয়, সিআইএর মাথা থেকে বেরিয়েছে, সেটা হাস্যকর। এই নিয়েই তো আরেকটা গামা স্পুফ হয়। :)
  • Ishan | 12.163.39.254 | ০২ ডিসেম্বর ২০০৯ ০১:০৩404214
  • ১। চুমু খেল মীর। যা: ভাগ বলল মীর। নিজের চোখে দেখলাম।
    ২। তফাত আছে। রিতুপন্নো করে দেখালো। আর মীর শুধু তড়পাচ্ছে। :)

    থট এক্সপেরিমেন্ট। অরুন্ধতী আর মেধা একই আন্দোলনের শরীক। প্রশ্নটা হাস্যকর লাগবে সেই জন্য। কিন্তু অন্য কেউ, ধরা যাক, অপন্না সেন বললে ভালই লাগবে।
  • Arpan | 122.252.231.12 | ০২ ডিসেম্বর ২০০৯ ০১:০৩404213
  • যতদূর জানি এই ধরণের প্রোগ্রামে স্ক্রিপ্ট হোস্ট ঠিক করে দেয় না (তবে তলে তলে অন্য কিছু হতেই পারে অস্বীকার করব না)। আর এনজয় গুরুর মত প্রোগ্রামে মীরের সাথে সকল পার্টিসিপেন্টদেরই ইন্টার‌্যাকশন খুব বেশি হত (বিচ্ছিন্নভাবে একটি এপিসোড দেখলে অন্যরকম মনে হতে পারে)। হয় ইম্প্রম্পটু না হলে প্রচণ্ড ঠাণ্ডা মাথায় করা যাতে ইম্প্রম্পটু মনে হয়।

    এইবার দেখি প্রদোষ মিত্তির হতে হবে।
  • Blank | 59.93.200.113 | ০২ ডিসেম্বর ২০০৯ ০১:০৩404212
  • মামুর 1:01 এর যুক্তি টা দারাচ্ছে না। কোনদিন শুনবো মামু বলছে যে ধোনির বাজে খেলার দায়িঙ্কÄ হর্ষ ভোগলে কে নিতে হবে
  • aka | 168.26.215.13 | ০২ ডিসেম্বর ২০০৯ ০১:০৪404216
  • গে না গে না। উনি এফিমিনেট পুরুষদের প্রতিনিধি। গে কিনা সেটা জানা যায় নি।
  • pinaki | 131.151.102.250 | ০২ ডিসেম্বর ২০০৯ ০১:০৫404218
  • ওকে, আমি একটা মধ্যপন্থা দিচ্ছি।

    ১) ঋতুপর্ণের ম্যানারিজম কোনোভাবেই 'মেয়েলি' ইত্যাদি নয়। ওটা পাতি ন্যাকামো। এফিমিনেটরা অনেক রকম সামাজিক অবদমনের শিকার হয়ে থাকেন। তাই 'মেয়েলি' আচরণের নামে অনেক সময়েই তাঁরা যেটা করে থাকেন সেটাও প্রকারান্তরে ন্যাকামো ছাড়া কিছু নয়। কিন্তু একজন ডিপ্রাইভড মাইনরিটি কিছু বাড়াবাড়ি করতেই পারেন। আমাদের উচিৎ তাঁর সমস্যাগুলোর প্রতি সংবেদনশীল হওয়া এবং কিছু বাড়াবাড়ি / ন্যাকামোকে ইগনোর করা। সুযোগ পেলে তাঁকে বোঝানোর চেষ্টা করা যে ঐ প্রোটোটাইপিং গুলোকে আঁকড়ে থেকে জেন্ডার আইডেন্টিটির সমস্যার সমাধান খোঁজাটা কাজের কথা নয়। বরং সেখান থেকে বেরিয়ে এসে 'নিজের মত' হওয়ার চেষ্টা করাটা বেশী জরুরী। কিন্তু সেটা কখনই খিল্লির মাধ্যমে করা উচিৎ নয়। জাস্ট তাঁদের সমস্যার প্রতি সংবেদনশীলতার কারণেই। কিন্তু ঋতুপর্ণ এবং একজন সাধারণ এফিমিনেট মানুষকে গুলিয়ে ফেল্লে ভুল হবে। ঋতুপর্ণ প্রিভিলেজড এফিমিনেট। একজন সাধারন এফিমিনেটকে যেসব সামাজিক অবদমনের শিকার হতে হয় - তাঁকে সেসব কিছুই হতে হয় না। শুধু তাই নয়, সচেতনতার জায়গা থেকে দেখলে - তাঁর কাছে এই জেন্ডার প্রোটোটাইপিং এর ইস্যুটা ক্লিয়ার। তবু তিনি 'নিজের মত' এফিমিনেট মানুষ না হয়ে ঐ জেন্ডার প্রোটোটাইপিংগুলোর উচ্চকিত স্টেটমেন্ট করে চলেন। ইচ্ছাকৃত ভাবে। কাজেই একজন সাধারণ এফিমিনেট খিল্লিযোগ্য না হলেও ঋতুপর্ন অবশ্যই খিল্লিযোগ্য।

    ২) কিন্তু সমস্যা হল - এই খিল্লিটা যেমন খুশী করতে গেলে মুশকিল আছে। একটা ফাইন লাইন থাকতে হবে যাতে এই খিল্লিটা কেবলমাত্র ব্যক্তি ঋতুপর্ণর প্রতি-ই খিল্লি হয়, সমস্ত এফিমিনেট মানুষকে যেন তা ইনক্লুড না করে। এবং এই কাজটা সহজ নয়। দু:খজনক হলেও সত্যি যে মীর যেভাবে এটা বহুসময় করেছে সেখানে এই ফাইন লাইনটা ঘেঁটে গ্যাছে। সেটা এই ঘোষ এন্ড কোং এর আগেও। আমি অনেক দিন থেকে মীরের প্রোগ্রাম দেখি। অনেকবারই আমার এটা মনে হয়েছে। আর এই ঘোষ এন্ড কোং এর পরে মীর যা করেছে সেটা অত্যন্ত চীপ। নিজেকে অনেক নীচে নামিয়ে ফেলেছে। কাজেই ঋতুপর্ণর অভিযোগের অনেকগুলো জায়গা ভুল নয়। কিন্তু আবার এটাও সত্যি, এই অভিযোগগুলো করার নৈতিক অধিকার ব্যক্তি ঋতুপর্ণর নেই। এফিমিনেটদের প্রতিনিধি তো সে এমনিই নয়। কোনওদিন ছিলও না।
  • Ishan | 12.163.39.254 | ০২ ডিসেম্বর ২০০৯ ০১:০৫404217
  • ব্ল্যাংকিকে। আমি খুব মন দিয়ে শুনেছি ইন্টারভিউটা। ঋতুপর্ন একবারও গে শব্দটা উচ্চারণ করেননি। বলেছেন এফিমিনেট পুরুষ।
  • Arpan | 122.252.231.12 | ০২ ডিসেম্বর ২০০৯ ০১:০৭404220
  • হ্যা, দায় তো মীর এবং স্টার জলসার বটেই। সেইটা অস্বীকার করছি না। যেমন ধরো প্রশান্ত তামাংকে নিয়ে এক আরজে রেসিস্ট মন্তব্য করেছিল। সেই দায় রেডিও চ্যানেলের উপরেও বর্তায়। এইটা সেইরকমই। তার থেকে যদি সিদ্ধান্ত টানা হয় ওই চ্যানেলের অধিকর্তাও রেসিস্ট তাহলে সেইটা টেনেহিঁচড়ে দাঁড় করানো একটি সিদ্ধান্ত।
  • Sayantan | 159.53.110.140 | ০২ ডিসেম্বর ২০০৯ ০১:০৭404219
  • ধুস্‌। দুজন ধাড়ি লোক, নাকি একে-অপরের "অল্টার-ইগো', পাতি ইগোজনিত কারনে, নিজের নিজের "অরিজিনালিটি'র উৎকৃষ্টতা তুলে ধরতে, গে'পনার মোড়কাবদ্ধে আবিষ্টাবস্থায় একে অপরকে খিমচোচ্ছেন, আর তাতে ধরতাই দিচ্ছে "স্ল্যাপস্টিক' হিউমারপন্থী কিছু "ট্যালেন্ট', ব্যাস।
  • aka | 168.26.215.13 | ০২ ডিসেম্বর ২০০৯ ০১:০৯404222
  • আরে না না মীর নিজে ওটা না করিয়ে থাকলেও দিব্যি এনজয় করেছে। তার দায় তো মীরকে নিতেই হবে।
  • Blank | 59.93.200.113 | ০২ ডিসেম্বর ২০০৯ ০১:০৯404221
  • অপন্না কল্লে আরো আওয়াজ খাবে ন্যকা বলে। তবে আপাতত বলবো না। এখুন অপন্না কে কিছু বল্লেই সিপিয়েমের চক্রান্ত :)
    আর অপন্নার আদুরে গলায় তুই তোকারি মেধাকে তবু মান যায়। মনে হয় খুব বেশী পথাৎ নেই বয়সে। তা বলে নাতি নাতনির বয়সী কেউ !!!!
  • Blank | 59.93.200.113 | ০২ ডিসেম্বর ২০০৯ ০১:১০404224
  • তফাৎ
  • Ishan | 12.163.39.254 | ০২ ডিসেম্বর ২০০৯ ০১:১০404223
  • এনজয় না। পার্টিসিপেট করেছে। চুম্মা দিয়েছে। যা: ভাগ বলেছে। সেটার দায় তো নিতেই হবে।
  • Ishan | 12.163.39.254 | ০২ ডিসেম্বর ২০০৯ ০১:১২404225
  • পিনাকিকে: এফিমিনেটদের প্রতিনিধি ঋতুপর্ণ কেন হতে যাবেন? আগেও তো এটা লিখলাম। মীরকে নিয়ে তেমন কোনো স্পুফ করলে সেটা সংখ্যালঘুদের গায়ে লাগবে, বা লাগতে পারে। তা বলে মীর কি সংখ্যালঘুদের প্রতিনিধি? হওয়ার আদৌ দরকার আছে কি?
  • aka | 168.26.215.13 | ০২ ডিসেম্বর ২০০৯ ০১:১৫404227
  • হ্যাঁ পার্টিসিপেটও করেছে চুমু টুমু দিয়ে। মাইরি ঐটা দেখতে বেশ অশ্লীল লাগছিল।

    এই প্রসঙ্গে বলি বোস্টনে আমি দুজন ছেলেকে প্রকাশ্য দিবালোকে ""চুমু"" খেতে দেখেছিলাম। ইয়ে মানে বেশ ইয়ে লেগেছিল (বিয়িং পলিটিকালি কারেক্ট)। কণ্ডিশনিং ছাড়া মানুষ, সমাজ এসব হয় নাকি? সমাজে থাকব অথচ রীতি মানব না হয় না। বাজে এবং অযৌক্তিক চিন্তা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন