এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ঘোষ এয়ন্দ কোম্পানী ঋইউপর্ন ঘোষ

    kanti
    অন্যান্য | ০৭ ডিসেম্বর ২০০৮ | ১১৪৬৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • saikat | 202.54.74.119 | ২২ মার্চ ২০১০ ১৪:৪০404295
  • অনুষ্ঠানটায় ঋতুপর্ণর সাথে মীর-এর গদগদ ভাবটা নেয়া যাচ্ছেনা।
  • kanti | 125.20.14.77 | ২২ মার্চ ২০১০ ১৬:২৮404296
  • মীর ও ঋতুপর্নের দ্বিতীয় দিনের অনুষ্ঠানটি দেখেছি। বেশ কিছুদিন আগে এই টইটা
    আমিই খুলেছিলাম। তখন ঋতুর ব্যবহারে আমি খুবই বিরক্ত ও উত্তেজিত হয়েছিলাম।
    কিন্তু এই দিনের অনুষ্ঠান দেখার পর আমি নোতুন কোরে আবার ভাবছি। আমার মনে হয়েছে
    যে দুটি সম্পূর্ন বিপরীত মুখী সত্বা সব সময় তার ভিতরে যুদ্ধরত। একটি পুরুষ, অন্যটি নারী।পুরুষ
    সত্বাটি শিল্পী ,যুক্তিবাদী এবং অত্যন্ত পরিশীলিত ।কিন্তু আশ্চর্যজনক ভাবে নারীসত্বাটি প্রগলভ, যুক্তিহীন
    রূপচর্চা বিলাসী।আরো আশ্চর্য,প্রথম দ্বিতীয়ের প্রতি অত্যন্ত প্রশ্রয়শীল। তাই যত দিন যাচ্ছে ততই
    এই প্রশ্রয়ের পরিনাম লক্ষ্যনীয় ভাবে বহিরংগে এক রূপচর্চা ও সাজ-সজ্জায় বিদঘুটে কান্ড ঘটাচ্ছে।
    ঐ দিন প্রতীযোগীতার বিচারক ঋতুপর্নকে যে ভাবে যুক্তিবাদী এবং প্রতিবাদী হতে দেখেছি তা
    অন্য কোন বিচারকের মধ্যে দেখিনি। অথচ তাকে নিয়ে মীর বা অন্যান্যদের চটুলতায় বিপন্ন করুন হাসির প্রতিক্রিয়া কেমন যেন
    এক অসহায়তা ফুটিয়ে তুলেছে তার মধ্যে।
    একি তবে একই অংগে রামী-চন্ডী প্রেম ?

  • aka | 24.42.203.194 | ২২ মার্চ ২০১০ ১৭:১৬404297
  • এ তো বহুত না ইনসাফি। আমাদের লড়িয়ে দিয়ে নিজেরা মেখে গেল। আম, দুধ আর আঁটির গল্প। ঋতু-দা ওটা কি রেখার মতন সেজেছে?
  • de | 59.163.30.4 | ২২ মার্চ ২০১০ ১৭:৩০404298
  • নারীসত্তাটিকেই প্রগলভ, যুক্তিহীন মনে হলো কোন যুক্তিতে?

    সেদিনের অতো মাখোমাখো ভাবটা বা আগের খারাখারি---পুরোটাই কেমন যেন প্রী-রিহার্সড বলে মনে হয়!
  • a x | 143.111.108.124 | ২২ মার্চ ২০১০ ২০:৩০404299
  • এই মীরাক্কেল শো'টা কি অদ্ভূত বোকা বোকা লাগে! আর এই শো তে ঋতুপর্ণ এবং বাকিরা, সবার কথাবার্তার লেভেলটাই কমেডি। মাঝে মাঝে আবার ঐ নীল শার্ট যন্ত্রানুষঙ্গের ভদ্রলোক জোর করে হাসছেন মনে হচ্ছে - ক্যানড্‌ লাফটারের হিউমান বিকল্প।
  • arindam | 59.93.199.247 | ২৩ মার্চ ২০১০ ০৭:৩০404300
  • মীরাক্কেলে
    বিচারকের ভূমিকায় ঋতুপর্ণ ১০০তে ১০০ পাবে। নিখুঁত পর্যবেক্ষন।
    এবার আসি ব্যক্তি ঋতুপর্ণের আচার আচরন, ঋতুপর্ণ ভুলে গেছেন বোধহয় আজকাল মেয়েরাও এইরকম করেনা, করার দরকার পড়েনা।নিজের নারী সত্তাকে প্রকাশ করার জন্য এই বেশী বেশী করে সমাজের প্রাচীন প্রবাদ অনুযায়ী ন্যাকামি করতেই হবে এই বোধকে উসকে দেওয়ার স্বপক্ষে কোন কারণ দেখা যায়না।
  • arindam | 59.93.199.247 | ২৩ মার্চ ২০১০ ০৭:৩৫404301
  • চপল ভাদুড়িকে নিয়ে এর আগেও কাজ হয়েছে
    সম্ভবত ই টি ভি বাংলাতে - একটু উষ্ণ তার জন্য , কৌশিক গঙ্গোপাধ্যায়ের একটি টেলিফিল্ম।
  • a x | 99.165.170.39 | ২৩ মার্চ ২০১০ ০৮:২২404302
  • ক্রস ড্রেসারদের মধ্যে একাংশ "উগ্র" পোষাক আশাক পরেন। সেরকম মেকাপ করেন। এটা ঠিক শুধুই নারীসঙ্কÄ¡র প্রকাশ এমন না মনে হয়। এটা একটি বিশেষ ধরণের যৌনতার কিছু বাহ্যিক প্রকাশ যা "সাধারণ পুরুষ" বা "সাধারণ নারীর" "সাধারণ যৌনতা"র থেকে আলাদা।

  • tatin | 70.177.57.60 | ২৩ মার্চ ২০১০ ১১:৩৮404303
  • আরে স্টার জলসা চাইলে মীর ঋতু লিপলক কিসও করে ফেলবে - আর এতো একটা টক শো মাত্র
  • Blank | 170.153.65.102 | ২৩ মার্চ ২০১০ ১২:১৮404305
  • হ্যা ঐ 'উগ্র'তার জন্যই আরো বেশী খিল্লী হয়। ঠিক যেমন রুপম ইসলামের গ্যাঁজর গ্যাঁজর মাথা ঝাঁকিয়ে গান (অথবা চুড়ান্ত ক্যাও) নিয়ে খিল্লি হয়, তেমন
  • lcm | 69.236.191.168 | ২৩ মার্চ ২০১০ ১২:২০404306
  • হ্যাঁ, রেখা।
  • lcm | 69.236.191.168 | ২৩ মার্চ ২০১০ ১২:৩৭404307
  • ও, রুপম ইসলাম। মানে যে ঐ প্রচন্ড লেফ্‌ট-রাইট বডি ঝাঁকায়, মাইক্রোফোন-টাকে প্রায় শুইয়ে দেয়, আর বডি আর্মার এর মতন গীটার-টা নিয়ে নানারকম কসরৎ করে - আর মাঝে মাঝে খুব চেঁচিয়ে চেঁচিয়ে - তুমি, আমি, আকাশ.... -- এই সব বলে।
  • nyara | 203.110.238.16 | ২৩ মার্চ ২০১০ ১৪:৫৪404308
  • লসাগুর এই লেখাটা পড়ে খুব হাসলাম। "তুমি, আমি, আকাশ ..." :))
  • vikram | 193.120.76.238 | ২৩ মার্চ ২০১০ ১৪:৫৯404309
  • ভিডিও দেখলাম। ঋতুপর্ণকে বেশ অ্যাট্র্যাকটিভ লাগছে, মাথায় উষ্ণীশের মধ্যখানে ঐ গোলাপ ফুলের জন্য বোধ হয়। আমাদের ইতিহাস বইতে নূর জাহানের এমন একটা ছবি ছিলো।
  • mimi | 59.90.58.176 | ২৩ মার্চ ২০১০ ১৫:০৫404310
  • আমি তো প্রথমে ভেবেছিলাম কোনো মেয়ে ঋতুপর্ণ সেজে এসেছে - সত্যি :0

    (*v*)
  • Arijit | 121.242.15.238 | ২৩ মার্চ ২০১০ ১৫:২৩404311
  • মিসেস এক্স না কি যেন একটা সিনিমায় রেখা এরকম সেজেছিলো;-)
  • Arijit | 121.242.15.238 | ২৩ মার্চ ২০১০ ১৫:৩১404312
  • ম্যাডাম এক্স
  • kanti | 125.20.14.83 | ২৩ মার্চ ২০১০ ১৭:০৭404313
  • ঋতুপর্নের সাম্প্রতিক সমস্ত কিছুর মধ্যেই কিন্তু আমি লক্ষ্য করছি তার সেই দ্বিতীয় সত্বার এক ভয়ানক সর্বগ্রাসী প্রকাশ
    যার কাছে মূল ঋতুপর্ন কোন এক অজ্ঞাত কারনে আত্মসমর্পন কোরে বোসে আছেন।এমন কি তার ভবিষ্যত পরিকল্পনার মধ্যেও
    তার প্রভাব পড়েছে। তার ছবিতে কাজ করা অভিনেতারা বলেন যে ঋতুপর্ন খুব ভাল অভিনেতা।সেই তিনিই কিন্তু একটি আগামী
    ছবিতে চপল রানীর চরিত্রে অভিনয় কোরতে চলেছেন। কিন্তু কেন ?
  • vikram | 193.120.76.238 | ২৩ মার্চ ২০১০ ১৭:৫৮404314
  • বোধ হয় ওনার চপলের ভূমিকায় অভিনয় করতে ইচ্ছে করছে বলে। ভালো করে করলে শাবাশ হবে।

    কদিন আগে জন ট্র্যাভোল্টা হেয়ারস্প্রে তে মাঝবয়েসী মায়ের ভূমিকায় অতি ভালো অ্যাক্টো করে অনেক নামযশ কুড়িয়েছেন।
  • de | 59.163.30.5 | ২৪ মার্চ ২০১০ ১৩:৩১404317
  • ঋতুপর্ণ "চপলা রানী" বা "চপল রাজা" কার ভূমিকায় অভিনয় করবেন --- সেই ডিসিশন নেওয়ার অধিকার সম্পূর্ণভাবে ওনার --- "কেন করবেন" জিজ্ঞেস করাটা সেই অধিকারে হস্তক্ষেপ। আমার ওনার বানানো সিনেমা বা অভিনীত সিনেমা খারাপ লাগতে পারে, সেটা বলার অধিকার যেমন আমার আছে -- তেমনি "এই সিনেমা বানিয়েছি (/অভিনয় করেছি) বেশ করেছি--মনে হলে আরো হাজার বার করবো" --এটা বলতে পারাটাও ওনার মৌলিক অধিকার। অতো অপছন্দ হলে না দেখলেই মিটে যায়!
  • til | 220.253.187.47 | ২৪ মার্চ ২০১০ ১৭:০০404318
  • de এর কথায় ডিটো।
    কে কোন ভুমিকায় অভিনয় করবেন তাঁর ব্যক্তিগত ব্যাপার। আর পোশাক? আমাদের পোশাকটাই যে ঠিক তা কে বললো, ছবিতে, রামায়ণে রামের যে সব বর্ণনা পড়ি, তার বেলা?
    কর্ণে কুন্ডল, গলায় বিছে হার: সে সব?
    --
    অষ্ট্রেলিয়ান ফেডারাল পার্লামেন্টে বহু বছর আগে একটি ঘটনা ঘটেছিল। এক মহিলা এমপি প্যান্ট (trouser) এর ওপর কি একটা পরে এসেছিলেন। তখন মেয়েদের প্যান্ট পরা ড্রেস কোডের বহিভূত! তাঁকে বেরিয়ে যেতে বলা হল, চেম্বার থেকে। তিনি সর্ব সমক্ষে প্যান্টটা খুলে দিলেন, বাকী রইল ওপরের ড্রেস, সেটা OK!
    আজকাল তো আকছারই দেখি, শ্বেতাঙ্গিনীরা শুধু কামিজ পরেই ঘুরছেন, নো শালোয়ার!
  • kanti | 125.20.14.97 | ২৪ মার্চ ২০১০ ১৭:৫১404319
  • এই প্রসংগে আমি যা বোলতে চেয়েছিলাম তা আমারই দোষে ভুল প্রতিক্রিয়া সৃষ্টি কোরেছে। এ জন্য আমি মার্জনা চাইছি।একটু বিশদ
    ভাবে চেষ্টা করা যেত।তবে সে চেষ্টা থাক। তবে শিল্পস্রষ্টা ঋতুপর্নের প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধা নিয়েই বলছি,এবং ঋতুপর্ন থেকে শুরু
    করে এ পর্যন্ত তার নানা কাজ ও অনুষ্ঠানে বা টিভিতে যে ভাবে নিজেকে সাজাবার প্রয়াস দেখেছি তাআমার কাছে এলোমেলো,উদ্ভট এবং পরম্পরাহীন
    বলে মনে হয়েছে। কিন্তুআরো ভাটাতে গিয়ে আরো ঘোলানোর ইচ্ছানেই।তাই এ বিষয়ে আমার এখানেই ইতি।
    কান্তি।

  • vikram | 193.120.76.238 | ২৪ মার্চ ২০১০ ১৭:৫২404320
  • কান্তিকে বোধ হয় একটা ছোট ক দিলাম।

    তার ওপর সন্মার্জনা করলাম।
  • . | 125.18.104.1 | ২৪ মার্চ ২০১০ ১৮:৫০404321
  • সম্মার্জনা মানে ঝাঁট দেওয়া। সন্মার্জনা মানে কি?
  • vikram | 193.120.76.238 | ২৪ মার্চ ২০১০ ১৯:০৮404322
  • বানানান্তরে সন্মার্জনা। আবার সম্যক রূপে মার্জনা, মানে ভালো করে মাজা, এও হয়।

  • Shuchismita | 71.201.25.54 | ১২ এপ্রিল ২০১০ ০৪:২৫404323
  • ঘোষ অ্যান্ড কোম্পানীর যে শোটা নিয়ে এত বিতর্কের সুত্রপাত সেটা এতোদিনে দেখলাম। ঋতুপর্ণের প্রতিটা কথা আদ্যন্ত সেন্সিবিল লাগল। আর মীরকে দেখে মনে হল ও এই দিক দিয়ে ব্যপারটাকে ভাবে নি। ন্যাচারালি নিজেকে ডিফেন্ড করার জন্য অনেক বোকাবোকা যুক্তি দিয়েছে। কিন্তু যুক্তিগুলো যে দুর্বল সেটা ও নিজেই বুঝতে পারছে বলে মনে হচ্ছিল। সোজা কথা মীরকেও বেশ বুদ্ধিমান বলেই মনে হল। যেটা বুঝতে পারলাম না তা হল শো-টা নিয়ে পাবলিক ঋতুপর্ণর ওপর এতো চটে গেল কেন। আর দীপাংশু-সায়নই বা এটা নিয়ে এনজয় গুরুর এপিসোড বানাতে গেল কেন। ওদের অন্য পারফরমেন্স দেখে তো ওদের বেশ বুদ্ধিমানই মনে হয়। ঋতুপর্ণর কোন পয়েন্টটা ইনভ্যালিড, কোন কথাটা অসঙ্গত?


  • rivu | 78.232.127.201 | ৩১ মে ২০১৩ ১২:০১404325
  • কুম্ভিরাশ্রুর কিছু আছে বলে তো মনে হয়না। আজ থেকে পাঁচ বছর আগে, এস্পেসালি এই ভিডিওটা দেখার আগে, আমার মানসিকতাও কিছু এরকম ছিলো। বছর পাঁচেক আগে আমিও এই ভিডিওটা নিয়ে এমন কমেন্ট করেছি বন্ধু বান্ধব দের সাথে। তারপর আসতে আসতে বার বার এটা দেখতে দেখতে মানুষের সাথে কথা বলতে বলতে পাল্টেছি।

    আমার জীবনে ঋতুপর্ণের সবচেয়ে বড় অবদান যে উনি আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছেন, আমার চিন্তা ভাবনায় একটা মৌলিক পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। সেই ক্ষমতা সকলের থাকেনা। আর নিজেকে দিয়েই জানি, এই পাঁচ বছরে বাঙালির সমাজ যে সামান্য পরিণতমনস্ক হয়েছে, তার পিছনে ঋতুপর্ণের অবদান ভীষণ রকম ভাবে বেশি ।
  • lcm | 34.4.162.218 | ৩১ মে ২০১৩ ১২:২২404327


  • আরো কয়েকটা ক্রাইম থ্রিলার, সাসপেন্স, কমেডি বানাতেই পারত... could speak in film language, learnt it very well...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন