এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা

  • বই মেলা এসে গেলো। booklist টা বানিয়ে ফেলা যাক।

    UM
    আলোচনা | ০৮ জানুয়ারি ২০০৯ | ৭৭২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SB | 114.31.249.105 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৫৩409781
  • অর্পণ, তুমিটাই চলুক।

    . কিন্তু একটা ভাল খাজানার খপর দিলেন এটা, কিছু বই এখানে আছে, যেগুলো আউট অফ প্রিন্ট বা সহজলভ্য নয়, কিছু পুরোন এডিশনের বই আছে এখানে যার দাম এখন বাজারে অনেক বেশি।
  • Arpan | 216.52.215.232 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১৬:০৩409782
  • শিপিং মোড?

    আমি ৯০০ টকার ওপরে অর্ডার করতে যাচ্ছিলাম। এক পয়সা ছাড় দেবে না। তার ওপরে শিপিং আর ট্যাক্সো নিয়ে নেবে আরো প্রায় চারশো।

    পাগল না পেট খারাপ!
  • Arpan | 216.52.215.232 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১৬:০৪409783
  • * টাকার
  • SB | 114.31.249.105 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১৬:০৮409784
  • কুরিয়ার
  • Rajdeep | 202.79.203.59 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১৭:৩০409785
  • কেউ কি বলতে পারবেন দেব সাহিত্যের সচিত্র বহু রহস্য-রোমাঞ্চ কাহিনীর লেখক ময়ুখ চৌধুরীর ব্যাপারে , মানে উনি কে কি এট সেটরা ... পুরোনো শুকতারাতেও ওনার সিরিজগুলো দেখেছি বলে মনে পড়ে
  • ranjan roy | 115.184.6.214 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪৫409786
  • শমীক,
    অবশ্যি স্ক্যান করে পাঠাবে। ছোটবেলার সেই মুগ্‌ধতা! আজ কেমন লাগবে একটু দেখতে চাই।
    ফুটকি,
    এই মহর্ষি কণাদ কি বৈশেষিক দর্শনের সূত্রগ্রন্থের প্রণেতা বিখ্যাত কণাদ মুনি? উনি আবার চিকিৎসা নিয়েও ভেবেছেন!
    পড়া হয়ে গেলে প্লীজ হুতোমের টইতে দু'লাইন লিখো।
    ব্ল্যাংক,
    আমাকেও শ্রেণীশত্রু বানালে? আমি না হয় বইমেলা বা বইপাড়া থেকে সোজা বাড়ি আসতে পছন্দ করি। শুঁড়িবাড়ি যাওয়া নয়, তাবলে এই? তুমি কিষেনজীদের থেকে কম কিসে?
  • SB | 114.31.249.105 | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৭:৪৪409787
  • একটা ডি: বিশ্বায়ন এ বই-এর অর্ডার দিয়েছিলাম, কিছু পুরোন এডিশন কম দামে পাবো, আর আউট অফ প্রিন্ট বইগুলোর লোভে। তা যা জানা গেল, ওই লিস্টটা যেটা ওদের ওয়েবসাইটে আছে সেটা পুরোন। তাই অনেক বইয়ের দামই যা লেখা আছে তার থেকে বেশি দামেই কিনতে হবে কারন পুরোন এডিশন আর নেই, আর যেগুলো বাজারে আউট অফ প্রিন্ট সেগুলো ওনাদের কাছেও আউট অফ প্রিন্ট। যেমন হীরেন মুখার্জীর তরী হ"তে তীর খুঁজছিলাম, পেলাম না। কারোর কাছে থাকলে স্ক্যান করে পাঠালে খুব বাধিত থাকিব, বহু বছর আগে পড়েছিলাম, তখন কিনতে পারিনি, এখন আবার পড়তে ইচ্ছে করছে।

    বিশ্বায়ন খুব ভাল কাজ করছে। আর যা বুঝলাম, বড় অর্ডার দিলে পাঠানোর খরচটা নেগোশিয়েট করা গেলেও যেতে পারে, ওদের নাম্বার ৯৩৩১০১৯৮২৪, ই-মেল [email protected]
  • Blank | 170.153.65.102 | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৭:৫২409788
  • কিন্তু শৈবাল দাও শেষে নেট থেকে বই !!!
  • SB | 114.31.249.105 | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৭:৫৪409789
  • ছ্যা ছ্যা!! :(
  • . | 115.117.198.225 | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২০:০৪409791
  • ২০১০ সালের শেষ বইমেলা-লিস্টি:

    খোয়াবনামা, আখতুরাজ্জামান ইলিয়াস, নয়া উদ্যোগ
    গল্পসমগ্র, আখতুরাজ্জামান ইলিয়াস, নয়া উদ্যোগ
    ঠিকানা:কলকাতা, সুনীল মুন্সী, থীমা
    সচিত্র গুলজার নগর, সম্পা: চিত্তরঁজন বন্দ্যোপাধ্যায়, পুস্তক বিপণি
    ইংরাজ ডিটেকটিভের চোখে প্রাচীন কলকাতা, অনু: পরিমল গোস্বামী, উর্বী
    বাবু ও বিপ্লবী, শঙ্কর ঘোষ, উর্বী
    A History of Buddhist Philosophy, David L. Kalupahana, Motilal Banarasidas
    Old Mirrors: Traditional Ponds of Kolkata, ed. Mohit Ray, Kolkata Municipal Corporation
    Atlas of Kolkata, NATMO
  • ranjan roy | 115.184.125.42 | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০৪409792
  • আমি যদি এবারের বইমেলায় থাকতাম তাহলে অন্তত: এই বইটা কিনতাম--""মরিচঝাঁপি"", প্রকাশনা গাঙচিল।
    খুব সুসংবদ্ধ নয়, তবে জেনুইন র' ডেটা পর্য্যাপ্ত।
    আর তার পর গুগুলে সার্চ করে ট্রুথ আনফোল্ড বলে ভিডিওটা। মুশকিল আমার রিলায়েন্স এর ডেটা কার্ডটা দিল্লির, ফলে এখানে এত স্লো যে ইউটিউব খুলছে না। এয়ার টেল নিতেই হবে।
  • dukhe | 117.194.226.221 | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ০৯:১৪409793
  • কিনলাম - কে সি পালের লিফলেট - 'অসম্ভব শোনালেও সত্যি - সূর্যের বার্ষিক পৃথিবী পরিক্রমণ" - মূল্য এক টাকা ।
  • Samik | 122.162.75.172 | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ০৯:২১409794
  • রঞ্জনদা,

    ভিডিওটা ডাউনলোড করে পাঠিয়ে দিলে কেমন হয়? :-)
  • aka | 24.42.203.194 | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩৯409795
  • দুখে কেসি পালের বইটা স্ক্যান করে মেলে পাঠানো যাবে। ওপেন ফোরামে চাই না, ভদ্রলোক করে খান। কেনার উপায় থাকলে কিনেই পড়তাম।
  • ranjan roy | 115.184.45.60 | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৩৪409796
  • শমীক,
    মানে? তুমি আমাকে পাঠাবে, না আমি তোমাকে? বল্লাম না আমারটায় ইউটিউব খুলছে না। দিল্লির ডেটা কার্ড। লোক্যাল বি এস এন এল অ্যাপ্লাই করেছি, পেলে--।
    আর তুমি যদি ডাউনলোড করে আমাকে পাঠাতে পার তবে একেবারে হলিউড জলিগুড। গুগুল গিয়ে মরিচঝাঁপি ক্লিকালে। না: এর বেশি বলবো না। আমি এব্যাপারে মাটো।
  • Samik | 122.162.75.223 | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৩০409797
  • আরে আমিই আপনাকে পাঠিয়ে দেবো।
  • Blank | 59.93.164.182 | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:২৬409798
  • আমার এবারের লিস্টি,

    তপোভূমি নর্মদা (৮ খন্ডে) - শৈলেন্দ্রনারায়ন ঘোষাল শাস্ত্রী
    বাবুবৃত্তান্ত ও প্রাসঙ্গিক - সমর সেন (দেজ)
    আহাম্মকের অভিধান - ফ্লবের (অনু: চিন্ময় গুহ) গাঙচিল
    বাংলা বিভাজনের অর্থনীতি-রাজনীতি-সুনীতি কুমার (জাতীয় সাহিত্য প্রকাশ)
    উপন্যাস সমগ্র - আহমদ ছফা (মাওলা ব্রাদার্স)
    পশ্চিমের মেঘে সোনার সিংহ - শাহাদুজ্জামান (মাওলা ব্রাদার্স)
    কয়েকটি বিহ্বল গল্প - ঐ
    শাহীন আখতার গল্পসমগ্র (মাওলা)
    আঁধি - রাশিদা সুলতানা (মাওলা ব্রাদার্স)
    আবু ইব্রাহিমের মৃত্যু - শহীদুল জাহির (মাওলা)
    সে-যুগে মায়েরা বড়ো - দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় (অনুষ্টুপ)
    ফেলিনি একটি ছবির জন্ম ও অন্যান্য-মনফকিরা
    উত্তাল চল্লিশ, অসমাপ্ত বিপ্লব - অমলেন্দু সেনগুপ্ত (প্রতিভাস)
    আদি কোলকাতার জেলেপাড়া - শঙ্কর দে ওরফে দেঁড়ে (অফবিট)
    সংবাদপত্রে সেকালের কথা (দু খন্ড)-বঙ্গীয় সাহিত্য পরিষদ
    the calcutta municipal gazette - Subhash Bose centenary number
    কাফকার ডায়েরী (অনু: সৈয়দ সমিদুল আলম) - কবিতীর্থ
    তোত্তো - চান - তেৎসুকো কুরোয়ানাগি - (অনু - মৌসুমি ভৌমিক) NBT (গিফট পেয়েচিইইইইই)
    বাবর - পিরিমকুল কাদিরভ NBA (এটাই গিফট্‌ট্‌ট্‌ট্‌ট্‌ট)
    আমার জীবনযাত্রা - রাহুল সাংকৃত্যায়ান (পর্ব ১) - দেজ (ভালো লাগলে বাকিগুলো দেখা যাবে। ইনি সমস্কৃত নন, বাঙালীও নন, এর চেয়ে বড় শক আমি কম ই পেয়েচি জীবনে)
    রঙ্গ ব্যাঙ্গ সঙ্গীত - ড. গৌরী দে (দেব সাহিত্য কুটির)
    তহজির এ মৌসিকী - জ্ঞানপ্রকাশ ঘোষ - বাউলমন
    বাঙালীর আড্ডা - সম্পা: লীনা চাকী (গাঙচিল)
    কোলকেতার আড্ডা - সম্পা: সমরেন্দ্রা দাস (গাঙচিল) (এই বইদুটো আমার আপিসের কাজের বই)
    বিবি থেকে বেগম - আকিমুন রহমান (গাঙচিল)
    অগ্রন্থিত কমলকুমার - কমলকুমার মজুমদার - অবভাস
    দক্ষিন চব্বিশ পরগনার বিস্মৃত অধ্যায় - কৃষ্ণকালী মন্ডল - নব চলন্তিকা
    বর্ধমান রাজবংশানুচরিত ও জাল প্রতাপচাঁদ মামলা - রাখালাদাস মুখোপাধ্যায় (ইন্দু পাবলিকেশান)
    জীবন কুচীর বিশেষ শিল্প সংখ্যা (শিল্পায়ন নয়)
    রনাঙ্গনের চিঠি - অনিকেত (MEPL)
    দক্ষিন চব্বিশ পরগনার লৌকিক দেবদেবী : দেবব্রত নস্কর ( দেজ)
    ভারতবর্ষের ইতিহাস প্রসঙ্গে - ইরফান হাবিব (ণআ)
    মার্ক্স রচনা সংকলন NBA
    পুরনো বই কিনেছি ঐ রাশিয়ার অ-আ-ক-খ সিরিজ
    (এর আগে কাফকার কবিতা নাটক ও গিফট পেয়েছিলুম লিটল ম্যাগ মেলা থেকে, আর কিনেছিলুম নকশালবাড়ি ও বাগবাজার)
  • Blank | 59.93.164.182 | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:২৯409799
  • যা ত্তারা এই কটা হলো !!
    আমি ভেবেছিলুম আমি অনেক কিনেছি :(
    তাহলে আমি এ মাসে এক সপ্তাহের মধ্যে গরীব হলুম কি করে !!!!
  • SB | 59.93.247.136 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০০:০৩409800
  • *তহজিব-এ-মৌসিকি হবে।
  • Blank | 59.93.164.182 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৫409802
  • একটা . না হয় এক্সট্রা দিলাম, বিলকিল ফিরি তে
  • Blank | 59.93.164.182 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৭409803
  • কলেজ স্ট্রীটে উর্বীর অ্যাড্রেস কি?
  • ranjan roy | 115.184.95.92 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০৭:১৭409804
  • ব্ল্যাংকিকে,
    প্রথমে তোমার খুরে খুরে পেন্নাম। ক্যা কালেকশন! হিংসে হচ্চে! বিয়ে করেছ কি করনি?
    এর পর বলে কত কম?
    দুই, রাহুল সাংকৃত্যায়ন যদি ভালো লাগে মানে? লাগবেই লাগবে।
    উনি উত্তর প্রদেশের ঝিঝোতিয়া ব্রাহ্মণ, কেদার পান্ডে। হিন্দুদর্শন ও শাস্ত্রে পারঙ্গম হওয়ায় কাশীর সারস্বত সমাজ ওনাকে মহামহোপাধ্যায় উপাধি দিল, যেমন বাংলার গোপীনাথ কবিরাজ।
    উনি শৈব, বৈষ্ণব সব মত ঘুরে শেষে বৌদ্ধ ভিক্ষু হয়ে রাহুল সাংকৃত্যায়ন হয়ে সিংহলে বৌদ্ধ ইউনিভার্সিটিতে অধ্যাপনা করলেন। তবু ভরিল না চিত্ত। বিহারে স্বামী সহজানন্দদের সঙ্গে কৃষক আন্দোলন করতে করতে কম্যুনিষ্ট হলেন। ইতিমধ্যে লিখে ফেলেছেন ""ভোলগা সে গঙ্গা'', মানব সমাজ , ( সব দুই খন্ডে)। তারপর পুলিসের লাঠি খেয়ে মাথা ফাটিয়ে জেলে বসে লিখলেন একটি ক্রুদ্ধ প্যাম্ফলেট।
    রাশিয়া গিয়ে টয়লার্স অফ দ্য ইস্ট ইউনিভার্সিটিতে অধ্যাপনা করলেন, দ্বিতীয় বিয়ে এক রাশিয়ান মহিলাকে। ভারতে ফিরলেন। প্রচুর বই লিখলেন। জয় যৌধেয় আদি একগাদা ঐতিহাসিক উপন্যাস। ফর্মে কাঁচা কিন্তু কন্টেন্টের জোরে অতীব আকর্ষণীয়। তৃতীয় বিয়ে ড: কমলা সাংকৃত্যায়নকে। উনি বোধহয় এখনও বেঁচে, দার্জিলিং এ থাকতেন। বেশ কিছু বছর আগে ওনার শতবার্ষিকীতে রচনাবলী বেরুলো, সস্তায়, হিন্দিতে। বাংলায় আছে কি না-জানিনে।
    ওনার সংক্ষিপ্ত বৌদ্ধ দর্শন পড়ে আমার প্রথম প্রেম হল পতিচ্চসমুৎপাদ
    নামক কজালিটির তঙ্কÄ।
    প্লীজ কেনো "" দর্শন দিগ্‌দর্শন''। পৃথিবীর সমস্ত ধর্ম ও অন্যান্য দর্শনের সহজ সংক্ষিপ্তসার। তাহলে রঙ্গন ও দীপ্তেনের সঙ্গে পাঞ্জা লড়াতে পারবে।:)))))))))
    আমার আগের পর্বের ভারতীয় কম্যুনিস্টদের কাছে ওনার লেখা অতীব গর্বের বিষয় ছিল। যদিও পরে মতবিরোধে পার্টি ছেড়ে দেন। সেটাই স্বাভাবিক।
    বিনয়ী ছিলেন। চর্যাপদের ব্যাপারে ওকে বাংলা নয়, হিন্দির আদিরূপ ভাবতেন। পরে সুনীতিকুমার ওনাকে কনভিন্সড করেন।

    সরি! পোচ্চুর ভাট বকলাম। আসলে আমি ওনার ফ্যান যে।
  • SS | 128.248.169.57 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৫৪409805
  • কনফু/তারেক এর বই বেরিয়েছে, নাম 'কাঠের সেনাপতি'। কেউ কিনেছেন/পড়েছেন?
  • kallol | 124.124.93.202 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩০409806
  • কেউ কি তাপস ভৌমিক সম্পা: - রামায়ণ চর্চা - প্রকাশকের নাম বলতে পারবে। খুব দরকার।
  • saikat | 202.54.74.119 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩২409807
  • কল্লোলদা কে -

    কোরক
  • saikat | 202.54.74.119 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩৪409808
  • কোরক নামে যে পত্রিকাটা বেরোয়, তাদেরই এবারের সংখ্যা।
  • Blank | 203.99.212.54 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩৬409810
  • আর আমার বে হয় নাই :( :(
  • Blank | 203.99.212.54 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩৬409809
  • রঞ্জন দা
    ওটা আত্মজীবনী তো, তাই কেমন লাগবে ভাবছিলাম। সবার ছোট থেকে বড়বেলা তো খুব একটা ইন্টারেস্টিং থাকে না। তবে মনে হচ্ছে এনার জীবনটা বেশ ঘটনবহুল।
    আর ভোলগা থেকে গঙ্গা, সেই সদ্য কাঁচা বয়সের আস্ত কার্বাইড যেনো :)
    দর্শন দিগ্‌দর্শন কিনে ফেলবো। তবে আমার ধারনা ছিলো যে উনি হয়তো বাঙালী। ভ থে গ যে বাংলায় লেখা নয়, এটাই বিশ্বাস হয় না :(
  • kallol | 124.124.93.202 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫১409811
  • তবে যে শুনলাম কোরক এবার বিষ্ণু দে সংখ্যা করেছে?

    রাহুল সংকৃত্যায়ন ইউপির লোক। প্রথমে কমিউনিষ্ট পরে বৌদ্ধ। আমাদের প্রাক্তন নগরপাল তুষারবাবু ওনার খুব ভক্ত ছিলেন। একবার বইমেলায় নিজের উদ্যোগে রাহুল সংকৃত্যায়ন রচনাবলী ছাপিয়েছিলেন। সেবার পোচ্চুর পুলুশ রাহুল সংকৃত্যায়ন কিনেছিলো।
  • sinfaut | 203.91.201.55 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৩409813
  • আমি আরও কিনলাম:

    ১। ড্যাঞ্চিনামা - পরিমল ভট্টাচার্য
    ২। দার্জিলিং - ঐ
    ৩। তারাপদ রায়ের শ্রেষ্ঠ কবিতা
    ৪। চোর চাল্লিশা
    ৫। রসাতল - ২,৩
    ৬। হিরোশিমা মাই লাভ
    ৭। ধ্বংসের মুখে যাত্রা (নামটা ঠিক লিখলাম না, সন্দীপনের শেষ উপন্যাস)

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন