এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • ইন্দ্রজাল কমিকস

    Somnath
    বইপত্তর | ২৫ এপ্রিল ২০০৯ | ৩০৯৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 122.252.231.12 | ৩০ নভেম্বর ২০০৯ ২২:২৪410875
  • হ্যা, এটা হোক, বেশ ইন্টারেস্টিং।
  • Sayantan | 159.53.110.144 | ৩০ নভেম্বর ২০০৯ ২২:৩২410876
  • ঝাড়গ্রামএর ডেভিলের ব্লগ থেকে কাল রাতে বাহাদুর নামিয়ে পড়লাম। পড়তে পড়তে হঠাৎ দুই দশক আগে ফিরে গেছলাম।

    আচ্ছা, আগে লেখা হয়নি। অদূর ভবিষ্যতে বাড়ি গিয়ে আমার কালেকশন পুনরূদ্ধার করে স্ক্যান করে আপলোড করতে পারবো, এমনটা ইচ্ছে আছে।
  • Somnath | 117.194.192.49 | ৩০ নভেম্বর ২০০৯ ২২:৫৪410877
  • স্ক্যান করার চাপটা নিতে পারলে আমার নতুন কেনা এই চারশো মতো পুরোনো ইন্দ্রজাল তোকে টেম্পোরারি উইল করে দিয়ে যাবো।

    "অমর চিত্রকথা" নিয়ে আসলে এমন ডিটেল থিসিস করা যাবেনা ভেবে দেখলাম। শুধু কমিক্স শিল্পে অবদান হিসেবে ২ পাতা আলোচনা বড়জোর।

    আপাতত : http://www.deepwoods.org/indrajal.html থেকে, তবে বাংলায় না লিখলে কেমন যেন পানসে লাগছে। :-(

    The Phantom:
    A Publishing History in India

    by Bryan Shedden with thanks to Denzil Jones, Vineeth Abraham, Krishna Curam, Raja Shekar, Aman King, and Noah Nelson.

    Indrajal Comics
    Bennet, Coleman & Co. (1964-1990)

    In March 1964, the publisher of The Times of India, Bennet, Coleman & Co., launched a new series called Indrajal Comics. The first 32 issues contained The Phantom stories, but thereafter, the title alternated between various King Features characters, including Mandrake, Flash Gordon, and Buz Sawyer.

    Indrajal Comics commenced with a monthly schedule. The first 10 issues devoted 16 pages to The Phantom, so many of the stories were edited to fit this format. Twelve pages were devoted to general knowledge (Gold Key style) and other stuff. The next 19 issues were 20-24 pages. Beginning with issue #29, Indrajal standardised on the conventional 32 page format. The series switched to fortnightly publication from #35 on 1 Jan 1967 (released on the 1st and 15th of each month). Mandrake made his first of many appearances in #46 (15 Jul 1967).

    Indrajal #1 The cover artwork for the first 50 or so issues of Indrajal Comics was done by B.Govind, with the back cover featuring a pin-up poster. Govind's painted covers are highly regarded amongst Indian Phantom fans, and are on par with those of George Wilson for the Gold Key series and the Avon novels from the USA. The Indrajal Comics were a full-colour production from #8 onwards, with The Phantom's costume being coloured blue for the first 10 issues in the series, but thereafter the colour was changed to the more traditional purple. Several of the covers (eg. #1, #9, #10 and #13) even dared to show The Phantom's eyes!!!

    Because of The Phantom's close connection to India, the editors made several "politically correct" changes to places and names -- Bengali became Denkali (there are no pygmy people in Bengal, which would have puzzled Indian readers); the Singh Brotherhood were known as "Singa" pirates; and Rama (the murderer of the 20th Phantom) became Ramalu, even though Ramalu is also a common Indian name.

    From about 1980, Indrajal began to produce their Phantom comic in at least a dozen Indian dialects. One of the first was Kannada (called Canarese by the English), spoken in the state of Karnataka, in South India. The first Kannada Phantom was published on 1 May 1980 (see below), commencing with a 3-part version of the daily story Return to Tarakimo (D138) retitled as Return of the Ghost. Amusingly, "The Phantom" was called "Bethala" (pronounced as bay-ta-la) ... or "Ghost" in Kannada. After a few issues, the editors at Indrajal must have realised their mistake and thereafter called him "Fantom" for a while before finally settling on "Phantom".

    Indrajal Comics changed to a weekly schedule from #385 (1 Nov 1981) that lasted until 1989. Each issue was individually numbered until 2 Jan 1983 when the editors decided to use a volume and number typical of periodical publications. Hence, #444 was identified as Vol.20 No.1 (see cover above). The front cover design was also changed, with the introduction of the distinctive Indrajal Comics banner.

    Starting with #789 on 20 Aug 1989 (Vol 26 No 33), the series briefly returned to a fortnightly schedule with 36 pages each, before the publishers decided to cancel the series in their 27th year of production. The last issue was #805 on 16 Apr 1990 (Vol 27 No 8). A total of 803 Indrajal Comics were published, excluding #123 and #124 which were not printed due to industrial strike action. More than half of these issues contained Phantom stories.

    For some strange reason, Ray Moore's work was never popular in India. Only a few of the stories in which Moore was assisted by Wilson McCoy, were ever published in the Indrajal Comics. Ray Moore classics such as "The Singh Brotherhood" were never heard of by the majority of Indian Phantom fans!!! Instead, the editors relied heavily on Wilson McCoy and Sy Barry stories, in addition to most of the stories from the American Phantom comics produced by Gold Key / King / Charlton. Indrajal also published one story created by Team Fantomen in Sweden (Vultures Over Vacul from Nr.18/1976 was reprinted in #341-342).

    A complete index of all issues containing The Phantom stories is available from the links below. This index could not have been completed without the amazing efforts of Denzil Jones and Vineeth Abraham who provided many story summaries that helped me to cross-reference each story source.


  • Sayantan | 159.53.46.141 | ৩০ নভেম্বর ২০০৯ ২৩:০৮410878
  • তা উইল (টেম্প হি সহী) কত্তে চাইলে করিস, ভেবে দেখলাম এমনিও স্ক্যান করতে হবে, নইলে বইগুলো আর থাকবে না।

    সোমু, "ডিটি'র নতুন ইউজার হওয়া যাচ্ছে। তবে শুধু "ভিউ'। পুরনো পাপটার প্রায়শ্চিত্ত করে ফেলবো ভাবছি। উড কিপ ইউ পোস্টেড। :-)
  • walker | 121.247.230.230 | ০৯ জানুয়ারি ২০১০ ১৯:৩১410879
  • নোমোস্কর।।ওনেক দিন বাদে অবর ফির্লম।।
    অপ্নর জে বেতে বমোন এর কোথ বোলে্‌চন।।সেই গোল্পোত অমর কচে অচে।।তোবে গোল্পোত পুরোনো অনন্দমেলই অমি পই।।অপ্নর চইলে সঅন কোরে এখনে লিন্‌ক ত দিয়ে দেবো।।র হান।।অপ্নদের জোন্নো কিচু পোস্তের থক্লো।।নোবোবোর্শো উপোলোক্ষে।।সোবই ক অমর তোরোফ থেকে জনই সুভো নোবোবোর্শো।।ধোয়ে্‌নাবাদ।
  • walker | 121.247.230.230 | ০৯ জানুয়ারি ২০১০ ১৯:৪৭410880
  • নমস্কার।।অনেক দিন বাদে আবার ফির্লাম।।সবাই কে আমার তর থেকে শুভ নববর্শ।।

    আপ্নার যে বে'তে বেতাল এর কথা বলে্‌ছন সেই গল্পট আমার কাচে আছে।।আপ্নারা চাইলে এখানে স্ক্যন কোরে লিন্‌ক দিয়ে দিতে পরি।। র আপ্নাদের জন্য আমার ব্লগ এ কিছু পোস্তাঅর থাক্লো।।অব্‌শ্‌য়ই দেখে্‌বন কিন্তু।।ধন্যবাদ।
  • walker | 121.247.230.230 | ০৯ জানুয়ারি ২০১০ ১৯:৫৩410881
  • আসলে গল্পটাঅ পুরনো আনন্দমেলয় বেরিয়েছিলো।।
  • Somnath | 85.154.255.46 | ১৪ মার্চ ২০১১ ২০:৫৬410882
  • নেট খুঁজে স্ক্যান কপি গুচ্ছ যোগাড় হয়েছে। বাকি তো সায়ন্তন স্ক্যান করবে বলেছে। আমার গুলো ভুতো করবে।

    কারো কাছে ২০০৯ এর পরের আপডেট আছে বাংলা ইন্দ্রজাল কমিকসের লিস্টিটার? আমি হার্ড কপিতে মার্কার চালিয়ে একটা বাজে ও কষ্টকর চেষ্টা চালিয়ে যাচ্ছি, যেটা মোটেও সার্কুলেশনের উপযোগী কিছু না।

    বাংলা আর ইংরিজি টাইটেলের লিস্টি আর তার সঙ্গে হাইপারলিংক, এই মোটামুটি প্ল্যান। html এ এটুকু করেই সাইটটা শেয়ার করব ভাবছি। টাইমস অব ইন্ডিয়ার আর কি কোনো সঙ্কÄ-টঙ্কÄ আছে মনে হয়? পুলুস ধরবে আমায় এটা করলে?

    অচিন্ত্যদার সাথে কথা বলব ভাবছি। টাইমসের কোনো ডকুমেন্টেশন আছে কিনা ইন্দ্রজাল কমিকসের উপরে - জানতে।

    পি এইচ ডি টা কি কেউ করছেন শেষপর্যন্ত?

    বীতশোক দা, ইংরিজি লিস্টি টা মিডিয়াফায়ার থেকে উড়ে গেছে, আপনি কি নামিয়েছিলেন? আছে এখনো হার্ড ডিস্কে কোথাও? পাঠানো যাবে?
  • Arpan | 112.133.206.18 | ১৪ মার্চ ২০১১ ২১:০৪410883
  • সোমনাথ, ইংরেজি ইন্দ্রজাল কমিকসের ব্লগ ছিল তো। বছর চারেক আগে দেখেছিলাম। তুমি কি জানো সেটার খবর? না হলে খুঁজে দেখব।

    যদি এখনো অ্যাকটিভ থাকে তাহলে মনে হয় টাইমস অফ ইন্ডিয়া ব্যাম্বু দেয়নি।
  • sayan | 12.20.48.10 | ১৪ মার্চ ২০১১ ২১:৪৪410885
  • ইন্দ্রজাল কমিক্স স্ক্যানানো আমার প্রতিবছরের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তবে দুনিয়া থেকে স্ক্যানার অবসোলিট হওয়ার আগে ওগুলো ইস্নিপ্সে তুলে দিতে পারবো আশা রাখি।

    একটা চূড়ান্ত অপ্রত্যাশিত জায়গা থেকে খান-কুড়ি বাহাদুর আর ম্যানড্রেক পেয়েছি। এছাড়া প্রায় বছর ২৫ আগের কিছু বাঁধানো অরণ্যদেব বাড়িতে বই-বোঝাই একটা ট্রাঙ্কে, আশা করি অক্ষতই আছে। পাতাগুলো গুঁড়ো গুঁড়ো না হয়ে গেলে ওগুলোও স্ক্যানারে চাপানোর ইচ্ছে আছে।

    ও হ্যাঁ, সুপান্ডি, চাচা চৌধুরি - এগুলোয় কারুর ইন্টারেস্ট আছে?
  • Somnath | 85.154.255.46 | ১৫ মার্চ ২০১১ ১৯:৪৯410886
  • আচ্ছা, এখানে একটা ক্যাটালগিং ও করে রাখব ইন্দ্রজাল কমিকস সংক্রান্ত ব্লগ সমূহের। হল? গোটা ২০ ব্লগের নেড়েচেড়ে দেখা হয়েছে। সেখান থেকেই তো সব নামানো হল।

    সায়ন ইস্নিপ্সে তুলবি না মিডিয়াফায়ারে, সেটা তো পরের কথা, আগের প্রশ্ন বাড়ি কবে যাচ্ছিস?

    ৭৩ টা মত বাংলা নামানো গেছে। আর বেশ কিছু ইংরাজি। অত টাইপাতে পারলাম না, লিস্টিটা এডিটেবল ফর্ম্যাটে পেলে জানিয়ে দেবো। ঝাড়গ্রামডেভিল আর মি: ওয়াকার মনে হয় অবসর নিয়েছেন। একটা ফোন নং তবু ছিল, সেটা থেকে পরের হপ্তায় চেষ্টা করা যাবে।
  • sayan | 12.20.48.10 | ১৫ মার্চ ২০১১ ২২:১৫410887
  • আগামী দু'মাসের মধ্যে যাবো। বইগুলো সঙ্গে নিয়ে আসবো। স্ক্যান করার আগে সবক'টা পড়তেও হবে। তারপর বাকি কাজ। সোমু, ওই ২০টা ব্লগের ইউআরেল পোস্টা। নইলে যা নামিয়েছিস সেগুলো টরেন্ট বানিয়ে কোথাও তোল।
  • Somnath | 85.154.255.46 | ২৯ জুন ২০১১ ১৬:৩৮410889
  • আমার কালেকশন টা মার্ক করা আছে। সফট গুলো নীল, হার্ড কপিগুলো হলুদ।
    আপাতত এর চেয়ে বেটার উপায় পেলাম না ডির্ট্রিবিউশনের। ঝাড়গ্রামডেভিল কে লিস্টির জন্যে ধন্যযোগ।

    http://www.4shared.com/document/MkfeBv7m/Indrajal_comics_list.html?
  • jhargramdevil | 117.215.2.98 | ২০ জানুয়ারি ২০১২ ১৬:২৬410890
  • আপনাদের আলোচনা দেখে আমি অবিভূত | যাক, এখনো লোকে ইন্দ্রজাল কমিক্স কে ভোলেনি তাহলে | সেই সব মধুর শৈশবের দিনগুলি আরে ফিরে আসবে না ঠিক ই, কিন্তু যদি আমরা আবার সেই শৈশবের স্মৃতি গুলোকে ফিরিয়ে আনতে পারি, তাও নিতান্ত কম পাওনা নয় | পরে দেখে মনে হলো, আপনাদের এখানে অনেকেই ইন্দ্রজাল স্ক্যান করতে উত্‌সাহী | আমার ব্লগ থেকে আপনি সব সময় আপডেট পাবেন, যে কোন কোন ইস্যু অনলাইন হলো | শুরু করুন না সেগুলো বাদ দিয়ে আর কিছু স্ক্যান করা | অমর চিত্র কথা নিয়েও আমার পরিকল্পনা আছে ভবিষ্যতে এরকমই কিছু করার | কিন্তু আপাতত ইন্দ্রজাল এই নজর সীমাবদ্ধ রাখতে হচ্ছে | আপনাদের মত আরো স্ক্যানার এলে হয়ত সেদিন দুরে নেই, যখন সব বাংলা কমিক্স এ নেট এ পাওয়া যাবে |
  • PM | 2.50.55.221 | ২০ জানুয়ারি ২০১২ ১৭:২৪410891
  • ঝারগ্রামডেভিল, আপনি এপড়ায় আসায় খুব ভালো লাগলো। আপনার অসাধরন কাজের জন্য অনেক অনেক ধন্যবাদ
  • amit | 18.60.12.108 | ২১ জানুয়ারি ২০১২ ০০:০০410892
  • http://jhargramdevil.blogspot.com/ এটা তে গুচ্ছ ভাইরাস আছে।

  • Somnath | 117.194.193.94 | ২১ জানুয়ারি ২০১২ ০০:০৪410893
  • কোনো ভাইরাস নেই। আমি রোজ খুলি এই সাইট। গল্পদাস !!
  • Somnath | 59.160.210.2 | ৩০ মার্চ ২০১২ ২০:১৩410896
  • ঝাড়গ্রাম ডেভিলের ব্লগে পূর্ণাঙ্গ ইন্দ্রজাল কমিকসের তালিকা পাওয়া যাচ্ছে। আর ওর ব্লগে দেওয়া বইগুলো ছাড়াও বাংলাটরেন্টে সম্পূর্ণ ২৩ ও ২৬ ভলিউম দুটির সব বই পাওয়া যাচ্ছে। শুধু V26N24 টা যদি কারো কাছে থাকে, তাকে একটু এগিয়ে এসে ৮ টা পাতা স্ক্যান করে দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। ওগুলো ছঁড়া বলে V26N24 টা আপলোড করা যাচ্ছে না।

    '৮০-'৯০ ইন্দ্রজাল কমিকসেরও দশক ছিল।
  • pagloosndg | 69.160.210.2 | ১৫ জুন ২০১২ ১৪:৪৯410897
  • ৬ টা ইস্যু বাদে ইন্দ্রজাল কমিকসের ভল্যুম -২০, পুরোটাই ঝাড়গ্রাম ডেভিলের করা স্ক্যান। আমি 4shared এ তুললাম। প্রায় ৫০০ এম বি জিপ ফাইল। নামানো যচ্ছে কিনা কেউ দেখে কনফার্ম করবে?
    http://www.4shared.com/folder/9hmDsCba/Vol-20.html

    ভল্যুম ২৩ আর ২৬ পুরোটাই স্ক্যান ও আপলোড করেছেন PBands । বাংলাটরেন্টে। বেঙ্গলিডাউনলোড ডট কম এ মিডিয়াফায়ারের লিংক রয়েছে। আমি 4shared এ তুললে লিংক দিয়ে দেবো।

    এছাড়াও সংখ্যা ৪০০ থেকে ৪২০ অবধি PBands স্ক্যান করে বাংলাটরেন্টে রেখেছেন। এখন ৩০০ থেকে ৩৯৯ অবধি স্ক্যান করছেন।

    এরা দুজন ছাড়াও, মহাস্থবির, রঞ্জন ও মিঃ ওয়াকার ও প্রচুর ইন্দ্রজাল স্ক্যান করেছেন। আমি 4shared এ তুলব আস্তে আস্তে, আরেকটা শেয়ারিং এর প্ল্যাটফর্ম বানানোর জন্যে। মুক্ত হস্তে দিকে দিকে ছড়িয়ে দিন।

    শুধু, প্লীজ, ইন্দ্রজাল কমিকস নিয়ে ব্যবসা করবেন না, আর ওয়াটারমার্ক বা অন্য কিছু দিয়ে বইগুলোর কোয়ালিটি খারাপ করবেন না।
  • de | 213.197.30.2 | ১৫ জুন ২০১২ ১৫:০৬410898
  • একটা একটা করে নামানো যাচ্ছে --- অনেক, অজস্র, অসংখ্য ধন্যবাদ! জিপ ফাইলটা যদিও একসাথে নামানো যাচ্ছে না!
  • de | 213.197.30.4 | ১৫ জুন ২০১২ ১৫:৪১410900
  • নামিয়ে ফেল্লাম পুরোটা! আবারো অনেক ধন্যবাদ পাগলূবাবু!
  • pagloosndg | 69.160.210.2 | ১৫ জুন ২০১২ ১৮:৩৫410901
  • ভল্যুম ২৩

    http://www.4shared.com/folder/IqHEgXbn/vol-23.html

    সমস্ত বই ঝাড়গ্রাম ডেভিলের। বইগুলো বহু যত্ন নিয়ে স্ক্যান করেছেন PBands । সমস্ত বই অরিজিন্যালি সাইটে আপলোড করা হয়েছিল। বেঙ্গলিডাউনলোড ডট কম এ মিডিয়াফায়ারের লিংক রয়েছে। আমি 4shared এ তুলে লিংক দিয়ে দিলাম।
  • pagloosndg | 69.160.210.2 | ১৫ জুন ২০১২ ২১:০৫410902
  • ভল্যুম ২৬

    http://www.4shared.com/folder/fbVSAgfI/vol-26.html
    সমস্ত বই ঝাড়গ্রাম ডেভিলের। বইগুলো বহু যত্ন নিয়ে স্ক্যান করেছেন PBands । সমস্ত বই অরিজিন্যালি সাইটে আপলোড করা হয়েছিল। বেঙ্গলিডাউনলোড ডট কম এ মিডিয়াফায়ারের লিংক রয়েছে। আমি 4shared এ তুলে লিংক দিয়ে দিলাম।

    শুধু V26N24 বইটা কল্পনের। স্ক্যান PBands এর-ই।

    এই দুটো ফোল্ডার বিশাল বড় সাইজের বলে জিপ করা গেল না।
  • Lama | 127.194.238.148 | ১৬ জুন ২০১২ ০৯:৩৬410904
  • ঝাড়গ্রাম ডেভিলকে আমার সেলাম জানাই।
  • pagloo | 127.194.232.201 | ১৬ জুন ২০১২ ২৩:৩৫410905
  • সবাইকে বলছে? সাইন আউট করে লিংক ক্লিকালাম, আমাকে তো বলছে না !!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন