এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লোকসভা নির্বাচন ২০০৯

    shyamal
    অন্যান্য | ২৪ এপ্রিল ২০০৯ | ১৫১০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r | 198.96.180.245 | ২৪ এপ্রিল ২০০৯ ১৫:৫৭411024
  • হরিবোল হরিবোল!
  • shyamal | 24.119.67.98 | ২৪ এপ্রিল ২০০৯ ১৬:০১411135
  • স্টার আনন্দের সার্ভে অনুযায়ী কংজোট ২১টার বেশী আসন পাচ্ছে প: বঙ্গে। অর্থাৎ মেজোরিটি। আবার ২৪ ঘন্টা চ্যানেল ( ফেয়ার অ্যান্ড ব্যালেন্সড :)) বলছে জোট গোটা পনেরোর বেশী পাবেনা।
    প:বঙ্গে যে একটা প্রবল বাম বিরোধী হাওয়া উঠেছে তাতে সন্দেহ নেই। মমতার সভায় লোক উপচে পড়ছে আর বুদ্ধদেবের সভা ফাঁকা যাচ্ছে। এখন দেখতে হবে ব্যালট বক্সে কি হয়। বামেরা প:বঙ্গের বাইরের পুলিশ মোতায়েন করে ভোট করার প্রবল বিরোধী। বলছে অন্তত: কিছু বুথে প:বঙ্গ পুলিশ দেওয়া হোক ( যাতে আমরা সেখানে ছাপ্পা মেরে জিততে পারি। আরে প:বঙ্গ পুলিশের কোথায় ট্রান্সফার হবে সে তো আমাদের হাতে)। প্রচুর না হলেও কিছু সিপিএম কর্মী তৃণমূলে ঢুকেছে। সেই ডুবন্ত জাহাজের ইঁদুর নিয়ে কি একটা আছে না।
    স্টার আনন্দ অনুযায়ী শতাব্দী জিতছেন। জিতছেন তাপস পাল। হারছেন কবীর সুমন। হারছেন লক্ষ্মণ শেঠ।
  • shyamal | 24.119.67.98 | ২৪ এপ্রিল ২০০৯ ২০:০৫411243
  • ভোটের আগে সবাই নিজের আসন বৃদ্ধির দিকে নজর দিচ্ছে। তাই লালু কংগ্রেসের বিরোধীতা করছেন। অবশ্য স্বাধীনতার পরে বোধ হয় এই প্রথম বিহারে সত্যিকারের উন্নয়ন শুরু হয়েছে নীতিশকুমারের নেতৃত্বে। তারফলে লালু কটা আসন পাবে দেখতে হবে। অন্য দিকে প্রনব আর মনমোহন গুড কপ, ব্যাড কপ খেলছেন। প্রণব সঠিকভাবে প:বঙ্গে বামফ্রন্টের অপদার্থতার হিসেব দিয়েছেন পরিসংখ্যান দিয়ে। অন্য দিকে মনমোহন ও সোনিয়া ভাবছেন যদি বামেদের সমর্থন লাগে মন্ত্রীত্ব গড়তে? আসলে আমার মনে হয় তা নয়। এনারা লালু , মুলায়েমকে বলছেন যে তোমরা সমর্থন না করলে কিন্তু বামেরা আছে। এটা রাজনৈতিক পোকার গেম ছাড়া কিছু নয়।
    আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি বাম সমর্থন ছাড়া কংগ্রেস সরকার গড়তে না পারে তবে তাদের বিজেপিকে সরকার গড়তে দেওয়া উচিৎ। তাতে দেশের তো বটেই, কংগ্রেসেরো আখেরে ভাল হবে। এনিওয়ে এবার বামফ্রন্টের আসন অর্ধেক হচ্ছে ( ৬৪ থেকে ৩১-৩২)।
  • bitoshok | 75.72.245.81 | ২৪ এপ্রিল ২০০৯ ২২:২৩411254
  • শ্যামলবাবু, এদেশে বাংলা নিউজ চ্যানেল কি করে দেখতে পাচ্ছেন?
  • shyamal | 24.119.67.98 | ২৪ এপ্রিল ২০০৯ ২২:৩৮411265
  • একমাস ছুটি কাটিয়ে কাল এদেশে ফিরেছি। কাজেই এসব তথ্য দেশের টিভিতে দেখা।
  • bb | 117.195.179.215 | ২৪ এপ্রিল ২০০৯ ২৩:২০411276
  • তাহলে এবার "ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে"? কংগ্রেসের নেত্বৃত্বে কেন্দ্রীয় সরকার, বামেদের আসন সংখ্যা অর্ধেক। পশ্চিমবঙ্গে 'বদ' বামেদের রাজত্বের অবসান। উফ এত সুখ.. , তাহলে আমরা আশা করতে পারি ঘরের ছেলেরাও এবার ফিরে আসবেন সোনার বাংলা গড়ে তুলতে।
  • umesh | 86.2.250.142 | ২৫ এপ্রিল ২০০৯ ০৩:২০411287
  • bb, আপনার NRI বাঙালী দের প্রতি এত রাগ কেন?

  • Binary | 198.169.6.69 | ২৫ এপ্রিল ২০০৯ ০৪:০১411298
  • সে তো আমি মনে করি, সিমোন পেরেজ, ভারতের প্রধান মন্ত্রিহলে ভারতের সবচেয়ে ভাল হবে :)))
  • shyamal | 24.119.67.98 | ২৫ এপ্রিল ২০০৯ ১৭:০৭411309
  • নন্দীগ্রামে তাপসী মালিক নামে একটি তরুণীকে রেপ করে পুড়িয়ে মারার অভিযোগে পুলিশ কয়েকজন সিপিএম নেতাকে গ্রেপ্তার করে। তারা এখন জামিনে মুক্ত আছে।
    ভোটের আগে সিপিএম একটি ডিভিডি তৈরী করেছে। তার গল্পে দেখা যাচ্ছে মানসী মালিক বলে একটি তরুণী বাবা মায়ের অমতে ভিন্ন জাতের ছেলের সঙ্গে প্রেম করায় তার আত্মীয়রা তাকে রেপ করে পুড়িয়ে মারার ব্যবস্থা করে। এর ফলে তৃণমূল নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করায় তারা ডিভিডিটি ব্যান করে। যদিও এখনও বিভিন্ন গ্রামে ওটি দেখানো হচ্ছে। মিসইনফর্মেশন ক্যাম্পেইন পৃথিবীর সব দেশে কমিউনিষ্টদের প্রিয় পদ্ধতি। তবে এটা মনে হয় ব্যাকফায়ার করবে।

    নন্দীগ্রাম তমলুক লোকসভা কেন্দ্রে। সেখানে এবার লক্ষ্মণ শেঠের জেতার চান্স খুব কম।
  • d | 117.195.38.167 | ২৫ এপ্রিল ২০০৯ ১৮:৩৮411025
  • শ্যামল,
    তাপসী মালিক লিখে একটু গুগল করে দেখে নিন।
  • shyamal | 24.119.67.98 | ২৫ এপ্রিল ২০০৯ ১৮:৪৮411036
  • আই স্ট্যান্ড কারেক্টেড। নন্দীগ্রাম নয়, সিঙ্গুরের মেয়ে তাপসী। যদিও সিপিএমের মরণকালে বুদ্ধিনাশের গল্পটা একই থাকে।
  • shyamal | 24.119.67.98 | ২৫ এপ্রিল ২০০৯ ২২:৪৩411047
  • দুদিন আগে ফবর অশোক ঘোষ বলেছেন বাম ফ্রন্টের একটি মিটিংএ নাকি বুদ্ধদেব স্বীকার করেছিলেন তিনিই নন্দীগ্রামে গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন। পরে বিমান বাবু অবশ্য বলেছেন অশোকবাবুর কথা ভুল।
  • Binary | 70.64.8.206 | ২৫ এপ্রিল ২০০৯ ২২:৫০411058
  • শ্যামলবাবু কি বলতে চাইছেন ? উনি কি আবপ-র খবরাখবরের সামারাইজেশনের দ্বায়িত্ব নিয়েছেন ?
  • Blank | 59.93.214.252 | ২৫ এপ্রিল ২০০৯ ২৩:১৬411069
  • অশোক ঘোষ বলেছিলেন যে বুদ্ধ বাবু নন্দীগ্রামের গুলি চালনার দায় নিজেই নিয়েছেন এবং ভুল স্বীকার করেছেন।
  • kanti | 125.20.11.34 | ২৫ এপ্রিল ২০০৯ ২৩:২৯411080
  • আজ সন্ধেবেলায় একটি বাংলা নিউজ চ্যানেলে দেখা গেলো, খিতিবাবু বলছেন, সেই ১৪ তারিখে নন্দিগ্রামে পুলিশের সংগে সি পি এমের ক্যাডাররাও ঢুকেছিলো। অন্য বাম দলের কেউ যায়নি। একটূ পরেই আর একটি বাংলা চ্যানেলে স্টুডিওতে বুদ্ধ বাবুর কাছে জানতে চাওয়া হোল খিতি বাবুর কথা সত্যি কিনা। বুদ্ধবাবু অম্লান বদনে জানালেন,পুলিশ আগে গিয়েছিল,তার পিছনে ক্যাডাররা। ভাঁড়ামির প্রতিযোগীতা ভালৈ জমেছে।
  • Blank | 59.93.196.5 | ২৬ এপ্রিল ২০০৯ ১৩:৪১411102
  • এর আগের দিন ই সুনন্দ সান্যাল আর আর একজন কে যেন বলেছিলেন যে আরো বেশী করে সিপিএম দের খুন করা উচিৎ (মাওবাদী দের হাতে ৩ জন সিপিএম কর্মীর মৃত্যুর পরে)। আর সিপিএম পক্ষে লেখা সাংবাদিকদের (মনে হয় আজকালের), সরাসরি হুমকি দিয়েছিলেন নিরাপত্তা নিয়ে। তার ই পরিপ্রেক্ষিতে গনশক্তিতে এই লেখা বেড়িয়েছে।
  • Blank | 59.93.196.5 | ২৬ এপ্রিল ২০০৯ ১৩:৪৫411113
  • এটা এখানে লেখার কোনো মানে ছিলো না, দরকারও ছিলো না। তাও লিখে দিলাম, ip দি হয়তো আগের দিনের খবরটা মিস করে গেছে, তাই।
  • shyamal | 24.119.67.98 | ২৬ এপ্রিল ২০০৯ ১৪:০১411124
  • সুনন্দ সান্যাল যদি কোন বেআইনী কথা বলে থাকেন তো সিপিএম তাঁর বিরুদ্ধে মামলা করতে পারে। কিন্তু কিছু মানুষকে এভাবে ভয় দেখানো, যে আজ তোরা আমাদের বিরুদ্ধে বলছিস কিন্তু ভোটের পরে তোদের দেখে নেব -- এগুলো সাধারণ ক্রিমিনালের কাজ। আর বলতে নেই, বাম দলগুলোতে ক্রিমিনালের সংখ্যা কম নেই।

    সিপিএম কি রকম বেআইনী কাজ করে তার একটা উদাহরণ। দেখলাম কলকাতার মোড়ে মোড়ে ট্যাক্সি স্ট্যান্ডে সিটুর একজন করে লোক থাকে। প্রতি বার ট্যাক্সি কোন প্যাসেঞ্জার নিলে ট্যাক্সিওয়ালাকে দুই থেকে তিন টাকা সিটুর লোককে দিতে হয়। আমি প্রায় পাঁচজন ট্যাক্সিচালকের সঙ্গে কথা বলেছি। সবাই টাকা দেওয়ার প্রবল বিরুদ্ধে কিন্তু বিরুদ্ধতা করতে সাহস পায় না। বেচারাদের ঐটাই জীবিকা। কোলকাতায় ২৫০০০ ট্যাক্সি। প্রতি ট্যাক্সি অন্তত: দিনে দশবার প্যাসেঞ্জার তোলে। তাহলে দিনে সিটুর পকেটে যায় পাঁচ থেকে সাত লাখ টাকা। এটা মাফিয়াবাজির চিরন্তন পদ্ধতি।

    একই ভাবে প্রতি বাজারে যারা মাছ, তরকারী বিক্রি করে ( এমনকি গরিব শাকওয়ালিও) সিটুকে প্রতিদিন পয়সা দিতে বাধ্য হয়।
  • I | 59.93.247.10 | ২৬ এপ্রিল ২০০৯ ১৪:০৮411136
  • সে আর বলতে দাদা ! খুনের পরিপ্রেক্ষিতে পাল্টা খুন, হিসেবের বদলা পাল্টা হিসেব, ধর্ষণের বদলা পাল্টা ধর্ষণ, তবেই না জমবে মজা। এতদিন খুল্লম খুল্লা বলতে বাঁধত, এই যা !
    শুধু "পরিপ্রেক্ষিত' মাথায় রাখলেই ওং শান্তি। আসুন, ঘুম যাই।
  • Blank | 59.93.196.5 | ২৬ এপ্রিল ২০০৯ ১৪:২৩411147
  • ভুরভুরিয়ে হাসি পায় এগুলো শুনলে :) :)
    যাই ঘুমুই
  • a x | 99.152.72.73 | ২৬ এপ্রিল ২০০৯ ১৮:৩৪411158
  • ব্ল্যাংক, সুনন্দ সান্যালের এই বক্তব্যগুলো কোথায় পাব?
  • arjo | 24.42.203.194 | ২৬ এপ্রিল ২০০৯ ১৯:০১411169
  • ব্ল্যাংক সুনন্দ সান্যালের মন্তব্য কোথায় বেরিয়েছে বা দেখিয়েছে?
  • Blank | 59.93.210.129 | ২৬ এপ্রিল ২০০৯ ১৯:১২411180
  • ২৪ ঘন্টা চ্যানেলে, গত শুক্রবার। সুনন্দ সান্যাল, দেবব্রত বন্দ্যোপাধ্যায়।
  • arjo | 24.42.203.194 | ২৬ এপ্রিল ২০০৯ ১৯:৩৩411191
  • শ্যামলবাবুকে ডিটো দিয়ে গেলাম। যদি সুনন্দ সান্যাল এরকম কিছু বলে থাকেন তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া গেলে নেওয়া হোক, তার সাথে গণশক্তির এই গুন্ডাগিরির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক। সরকারের দলীয় মুখপত্রে এই ধরণের প্রতিবেদন বেরয় এবং লোকে তাকে সমর্থন করে দেখলে অবাক হই।
  • Blank | 59.93.210.129 | ২৬ এপ্রিল ২০০৯ ১৯:৪২411202
  • ব্যপারটা সমর্থনের ব্যপার নয়। একটা সমীকরনের একদিকটা দেখা যাচ্ছিলো বলে আমি অন্যদিকটা দিয়ে দিলাম। নইলে খবরটা সম্পুর্ন হয় না।
  • d | 117.195.42.154 | ২৬ এপ্রিল ২০০৯ ১৯:৫২411213
  • ইন্দো ঠিক বলেছে। এতদিন খোলাখুলি বলতে বাধত, এখন এই সুনন্দ সান্যাল টাইপের লোক সেই খোলাখুলি বলার পথটা খুলে দিয়েছে। আর এই ব্ল্যাঙ্কের মত লোকজন, যারা অন্যদের কথায় সর্বদা ডিসক্লেইমার খুঁজে বেড়ায় আর না পেলেই "ঐ তো ঐ তো .. খুনকে সাপোর্ট করছে ....' বলে হল্লা মচায়, তারাই আবার নিজেদের স্বপক্ষে "পরিপ্রেক্ষিত' দেখায়। এবং হ্যাঁ এক্ষেত্রেও কিন্তু সেই প্রার্থিত ডিসক্লেইমার, যা নাকি তারা অন্যদের লেখায় খোঁজেন, তা সম্পূর্ণ অনুপস্থিত।

    এবং মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় সুনন্দ সান্যাল বা গণশক্তির গুন্ডাদল -- কারোই কোন শাস্তি হবে না।
  • arjo | 24.42.203.194 | ২৬ এপ্রিল ২০০৯ ২২:০৬411224
  • সমীকরণটা ঠিক এক নয়। একদিকে একটি ব্যক্তি আর অন্যদিকে সরকারের দলীয় মুখপত্র। ধারে এবং ভারে কখনই এক হতে পারে না। কোনো এক ব্যক্তির অবিবেচকের মতন কথাবার্তার প্রত্যুত্তর এরকম হলে বোঝা যায় যে সরকার ও তার দলের চিন্তাধারা কোনদিকে চলেছে, প্রকাশ্য গুণ্ডামিকে প্রোমোট করা। রিডিকিউলাস অ্যাট দি লিস্ট।
  • Arijit | 61.95.144.123 | ২৭ এপ্রিল ২০০৯ ০৯:৫১411235
  • আজ্জোর এই শেষ যুক্তিটা দিয়ে লাস্ট কিছুদিন ধরেই সবকিছুকে ডায়ল্যুট করার একটা প্রবণতা তৈরী হয়েছে।

    যাই হোক - শ্যামলকে একটাই কোশ্চেন করবো - উত্তর উনি দেবেন না ফর সিওর (আগে কখনোই ক্রিটিক্যাল প্রশ্নের উত্তর দেননি)। তৃণমূলের ম্যানিফেস্টো কি শ্যামল দেখেছেন/পড়েছেন? যদি পড়ে বুঝে থাকেন তাহলে বলবো শ্যামল বাজারতঙ্কেÄর কিছু বোঝেন না, কিংবা বাজার দেখিয়ে আদতে ভণ্ডামি করেন (কারণ বামফ্রন্টের যে পয়েন্টগুলোকে উনি জন্মাবধি খিস্তি মেরে এসেছেন, তৃণমূলের ম্যানিফেস্টোয় এগজ্যাক্টলি সেইগুলোই আছে)।

    যেদিন টেলিগ্রাফে বেরিয়েছিলো সেদিন থেকেই এটা জিগ্গেস করার ইচ্ছে ছিলো - আজ করেই ফেল্লাম। শ্যামলের ইচ্ছে হলে উত্তর দেবেন, না হলে দেবেন না - কিস্যু আসে যায় না, কারণ ওর সাথে তক্কে আমি নেই;-)
  • Arijit | 61.95.144.123 | ২৭ এপ্রিল ২০০৯ ০৯:৫৬411244
  • গতকাল ২৪ ঘন্টার খবর - কবীর সুমনের বিরুদ্ধে নির্বাচন কমিশন মামলা করেছে/করছে - কারণ নমিনেশন পেপারে উনি স্ত্রীয়ের ইনকামের জায়গায় "নট অ্যাপ্লিকেবল' লিখেছেন (মানে সাবিনা-র আয় দেখাননি) আর মারিয়ার করা ৪৯৮-এর ফৌজদারি মামলাটার কথাও লেখেননি। নিয়ম অনুযায়ী বৌয়ের ইনকাম দেখাতে হয়, এবং কোথাও কোনো মামলা ইত্যাদি আছে কিনা সেটাও লিখতে হয়।

    আজ সকালের কাগজে এর কনফার্মেশন পেলাম না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন