এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লোকসভা নির্বাচন ২০০৯

    shyamal
    অন্যান্য | ২৪ এপ্রিল ২০০৯ | ১৫১০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | 12.144.134.2 | ১৩ মে ২০০৯ ১৮:৪৩411149
  • শ্যামলবাবু যে লিখেছেন উনি কলেজের অধ্যাপক?
  • Suvajit | 121.221.83.16 | ১৩ মে ২০০৯ ১৯:০৯411150
  • রাজস্থান (২৫) বিজেপি - ৩০%, কং - ৪৬%, বিএসপি - ৭% অন্য - ৮%
    অন্ধ্র (৪২) কং - ৪২%, টিডিপি - ২৫%, টিআরেস - ১১%, পিআরপি - ১৪%
    (বিধানসভা কং - ৩৮%, টিডিপি - ৩৩%, পিআরপি - ১৪%)

  • Suvajit | 121.221.83.16 | ১৩ মে ২০০৯ ১৯:৩৮411151
  • কর্ণাটক (২৮) বিজেপি - ৪০% কং - ৩৬%, জেডি(এস) - ১৬%, অন্য - ৮%
    মধ্যপ্র: (২৯) বিজেপি - ৪৭%, কং - ৩৭%, সপা - ৬%, বসপা - ৬%

    এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, বিজেপি শাসিত রাজ্যগুলোয় বিজেপি ভালো ফল করছে।
  • Suvajit | 121.221.83.16 | ১৩ মে ২০০৯ ২০:১৭411152
  • হরিয়ানা (১০) বিজেপি - ২৫%, কং - ৪৩%, বসপা - ৯%, অন্য - ২৩%
    মহারাষ্ট্র (৪৮) বিজেপি - ৩২%, কং - ৪৭% অন্য - ২১%
    (মহারাষ্ট্রের রেসাল্টে অনেকেই একমত নন)
  • Suvajit | 121.221.83.16 | ১৩ মে ২০০৯ ২০:৪২411153
  • বিহার (৪০) বিজেপি - ৪১%, কং - ১৩%, লালু-মু - ২৮%, অন্য - ১৮%
    দিল্লি (৭) বিজেপি - ৩২%, কং - ৫৮%, বসপা - ৯%, অন্য - ২%
  • Arpan | 122.252.231.12 | ১৩ মে ২০০৯ ২১:০০411154
  • স্টারানন্দের সমীক্ষা প:বঙ্গের ফল নিয়ে -

    বামফ্রন্ট - ২৩ (সিপিয়েম ১৫)

    বিরোধী জোট - ১৯ (তৃণমূল ১২, কং ৭)
  • Suvajit | 121.221.83.16 | ১৩ মে ২০০৯ ২১:১০411155
  • ওড়িষা (২১) বিজেপি - ২৪%, কং - ৩৭%, বিজেডি - ৩৪%, অন্য - ৮%
    (বিস: - বিজেপি - ১৬%, কং - ২৯%, বিজেডি - ৩৯%, অন্য - ১৬%)

    আসন সংখ্যার হিসাব
    ইউপিএ - ১৮৫ - ২০৫
    এনডিএ - ১৬৫ - ১৮৫
    তৃ ফ - ১১০ - ১৩০
    চ ফ - ২৫ - ৩৫
    অন্য - ২০ - ৩০

    ---
    কং - ১৪৫ - ১৬০
    বিজেপি - ১৩৫ - ১৫০
    বাম - ৩০ - ৪০
    বসপা - ২৫ - ৩৫
  • b | 117.193.34.10 | ১৩ মে ২০০৯ ২১:৪০411156
  • বিক্রম, সুবোধকে ঐ গালাগালিটি দেয়া কি ঠিক হল?
  • vikram | 193.120.76.238 | ১৩ মে ২০০৯ ২১:৪৫411157
  • এইজন্যই যতিচিহ্নের প্রয়োগ ছেলেবয়সে শিখতে হয়। নইলে এইরূপ চিন্তাভাবনা মাথায় আসে।
  • bb | 117.195.179.90 | ১৩ মে ২০০৯ ২২:০৯411159
  • অন্যান্য রাজ্য সম্বন্ধে জানিনা, অন্ধ্রের বাজারের খবর কিন্তু কংগ্রেস ফিরছে না, চিরঞ্জীবির প্রজারাজ্যম হবে ভাগ্যনির্ধারক। তাই এই exit poll নিয়ে সংশয় থাকছে।
  • Arijit | 61.95.144.123 | ১৪ মে ২০০৯ ১১:০৯411160
  • এনডিটিভি প:ব: নিয়ে কিছুই বলেনি। তবে আমি ২৮-১৪ (+/-২)-এ স্টিক করে থাকি আপাতত:।

    কাল তেরো বছর পর ভোট দিলুম - সেই ৯৬-এ লোকসভা/বিধানসভা একসাথে হয়েছিলো - তখন দিয়েছিলুম, তারপর এই। ইভিএমে বোতাম টিপলে বেশ কয়েক সেকেণ্ড ধরে পিঁইইইইইক করে আওয়াজ করে।
  • Blank | 170.153.65.102 | ১৪ মে ২০০৯ ১১:২০411161
  • আমি ওদের ১২ ধরেছি
  • Samik | 122.162.236.211 | ১৪ মে ২০০৯ ১১:৪১411162
  • আমরা আর ওরা :-)
  • Blank | 170.153.65.102 | ১৪ মে ২০০৯ ১১:৫২411163
  • শমিক হাসে কেনো? আমি কি মুখ্যমন্ত্রী নাকি যে আমরা ওরা বলা বারন !!!
  • Blank | 170.153.65.102 | ১৪ মে ২০০৯ ১১:৫২411164
  • আমি কখনো ব্যালটে ভোট দি নি :(
  • dd | 122.167.111.214 | ১৪ মে ২০০৯ ১১:৫৭411165
  • আমি খুব খুব চাই যে কেন্দ্রে কংগ্রস সরকার আসুক। তাতে বাইরে থেকে সমর্থন নয়, একেবারে মন্ত্রী হয়ে বসুক বামেরা।

    তাইলে পচ্চিম বংগে বাম বুদ্ধ পোনোব মমতা সুভাষ সোমেন সুব্রত আর উদিকে বিভাস সৌমিত্র জয়দেব মহাশ্বেতার ইস্তক সবায়ের যে বিপুল যৌথ পরিবার সুখী পরিবার হবে সেই আবেঘঘন দৃশ্যটি দেখে আমি একটি মোমবাতি জ্বালাবো আর একা একা মিছিল করে রাম খাবো।
  • dipu | 207.179.11.216 | ১৪ মে ২০০৯ ১২:০৫411166
  • আমি লালু-মুলায়ম দুজনকেই শিক্ষামন্ত্রী দেখতে চাই। আমার আশা কি আর পূর্ণ হবে (ফোঁস)
  • Arijit | 61.95.144.123 | ১৪ মে ২০০৯ ১২:০৬411167
  • তাই হয়তো দাঁড়াবে শেষমেষ।
  • lcm | 128.48.255.20 | ১৪ মে ২০০৯ ১২:১২411168
  • লেফট-রাইট, লেফট-রাইট করতে করতে বোর হয়ে হেজে গেলাম, পা ব্যাথা হয়ে গেল।
  • Samik | 122.162.236.211 | ১৪ মে ২০০৯ ১২:৩৪411170
  • ডিডির ইচ্ছে পূর্ণ হলে সবচেয়ে দূ:খ কে পাবে বলুন তো?

    মমতা। ও হারগিজ সিপিয়েমের সাথে এক ক্যাবিনেটে মন্ত্রী হবে না। কংগ্রেসকে সমর্থন করেও শেষে ওর হাতে থাকবে কাঁচকলা।
  • shyamal | 24.119.10.202 | ১৪ মে ২০০৯ ১৭:৩১411171
  • এখানে কয়েকজনই লিখেছেন, ব্যারাকপুরে তড়িৎ তোপদার হারবে কি করে? ওখানে যা পার্টি মেশিনারী আছে !

    মেশিনারীর নমুনা:
    এই কেন্দ্রের বীজপুরে পুলিশ সুপার প্রভীন ত্রিপাঠি সিপিএমের ক্যাডারদের হঠাতে গেলে সিপিএম নেতা শম্ভু চ্যাটার্জি সুপারকে বলেন, আমি সিপিএম লোকাল কমিটির সম্পাদক শম্ভু চ্যাটার্জি। আমার ছেলেদের তাড়া করার অধিকার আপনাকে কে দিয়েছে?
    প্রভীনবাবু বলেন, নির্বাচন কমিশনের নিয়ম যে ভাঙবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
    শম্ভুবাবু বলেন, আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন?
    হ্যাঁ দিচ্ছি। আপনি চলে যান। নয়তো গ্রেপ্তার করব।
    শম্ভুবাবু বলেন, ক্ষমতা থাকে তো করুন গ্রেপ্তার। (কতবড় আস্পর্ধা দেখুন এই পুঁটিমাছের)

    প্রভীনববু তৎক্ষণাৎ অর্ডার দেন, অ্যারেষ্ট হিম।

    অবশ্য উনি গ্রেপ্তার হননি। কিন্তু পুলিশের লাঠি খেয়ে ওনার চশমা ভেঙে যায়। উনি বলেছেন, আমার ২২০০ টাকার চশমা ভাঙার জন্য আমি ঐ অফিসারের বিরুদ্ধে অভিযোগ করব।

    এই খবর বর্তমান ও আনন্দবাজারে বেরিয়েছে।

    আরো বেরিয়েছে, একজন বৃদ্ধ ভোটার এই কেন্দ্রে ভোট দিয়ে এসে বলেছেন, তিন দশক পরে আবার নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ পেলাম।

    বলছি না তড়িৎবাবু হারবেনই। কিন্তু অঘটন এবারে ঘটতে পারে। সবাই না হলেও রাজ্য পুলিশের কেউ কেউ দেখাচ্ছেন যে তাঁদের মেরুদন্ড আছে।
  • shrabani | 124.30.233.101 | ১৪ মে ২০০৯ ১৭:৪৬411172
  • একদিকে খবরের সোর্স:
    বর্তমান, আনন্দবাজার, সংবাদ প্রতিদিন......
    অন্যদিকে ঐ:
    আজকাল etc....................

    মানে একটা লিমিট আছে তো নাকি?
  • Ri | 203.197.96.50 | ১৪ মে ২০০৯ ১৮:০৪411173
  • ও শ্যামল দা,
    রিগ করে দশ হাজারে জেতা যায় ,বিশ হাজারে জেতা যায় কিন্তু দেড় লাখে জেতা যায় না।দিনের আলোয় বুথ দখল এখন হয় না।হয় খুচরো প্রক্সি আর ভোটের গতি স্লো করে দিতে বুথ জ্যাম।সেটা তো ভাটাপাড়ায় অর্জুন সিং ও করে।কিন্তু প্রক্সি দিতে গেলে তো জানতে হবে কোন ছেলেমেয়ে এলাকায় নেই বা কে রিসেন্টলি মৃত/অসুস্থ। তাদের ভোট আগে টার্গেট করে।আর তড়িৎ বাবুর এলাকায় একটা জনপ্রিয়তা আছে সেটা অস্বীকার করেন কেন?লোক টা মাটি কামড়ে পড়ে সারা বছর। কারাতের মত রুটলেস নেতা নাকি যে ভোটে না লড়ে থিওরি কপচায়? রাজ্যে সিপিএমের ৪৫ শতাংশ ভোট আছে অংকের হিসেবে , এতো স্টারানন্দ,আবাপ ও বলে।তার মধ্যে ধরুন ৩০-৩৫ শতাংশ কমিটেড।বাকিটা ফ্লোটিং। এবার বাকিটা ভোট কাটাকুটির খেলা। কং + টিএমসি+বিজেপি সিপিএমের চেয়ে বেশী হতেই পারে,কিন্তু সিটে কনভার্ট হতে গেলে একদিকে ভোট টা পড়তে হয়। দিদির দল তো অনেক সমর্থক কে ভোট দেওয়াতে নিয়ে যেতে পারেনা ,তারা ল্যাদ খেয়ে ভোটের ছুটি কাটায়।আর সিপিএম মাসিমা পিসিমা কেও রিক্সা করে অটো করে নিয়ে আসে।তৃণমূলের ছেলেরা ফ্যা ফ্যা করে ঘুরে বেড়ায় দিকভ্রান্তর মত,কার কি কাজ জানেই না।আর সিপিএমে প্রতিটা ছেলের দায়িত্ব ছকা থাকে।দীনেশ ত্রিবেদি তো এবার ছেলেদের কিছু খাবার টাকাও দেয় নি।(পয়সা নেই বলবেন না লোক টা টাকার কুমীর),অর্জুন সিং যেটুকু খাইয়েছে। আর কাকাবাবু তো খেটে খেটে ক্লান্ত ছেলেগুলো কে হেব্বি খাইয়েছে।
    সংগঠন না থাকলে আক্ষেপ করে লাভ আছে ?
  • shyamal | 24.119.10.202 | ১৪ মে ২০০৯ ১৮:২০411174
  • আমিও মনে করি, যেহেতু লোকসভায় দশ বারো লাখ ভোটার, সেখানে রিগ করে জেতা মুশকিল। বিধানসভায় অনেক সহজ। তবে যদি লোকসভাতেও তফাৎটা থাকে দশ, বিশ হাজারের তবে রিগিং করে ফল বদলানো যায়।
    বুথ দখল হয়তো হয় না, কিন্তু কাগজে পড়ছি বহু বুথে বিরোধীপক্ষের এজেন্টকে মেরে বের করে দিয়েছে।
    আর এটা কি আশ্চর্য নয় যে মোট দশ ঘন্টা ভোটের সময়ের মধ্যে শেষ দুঘন্টায় অনেক অনেক বেশী ভোট পড়ে? আমার পরিচিতরা তো সবাই প্রথম দুঘন্টায় ভোট দেয়। জানিনা, এই নিয়ে কোন তদন্ত হয়েছে কিনা। কিন্তু এই শেষ দুঘন্টায় প্রচুর ভোট বোধ হয় প:বঙ্গের বিশেষত্ব।

    এতসব হয়েও এবারে বিরোধীরা অনেক বেশী সীট পাচ্ছে তার কারণ মনে হয় যে কং , তৃণ জোট অনেক আগে হওয়ায় লোকে ভরসা পাচ্ছে যে একটা বিরোধীপক্ষ পাওয়া গেল যার জেতার চান্স আছে। এবারে ২০০১ এর মত ঝগড়াও হয়নি কং আর তৃণর মধ্যে নীচুতলায়।

    আরেকটা কারণ, এবারে ছাপ্পা ভোট দুপক্ষই দিয়েছে যেটা বোধ হয় ৩২ বছরে এই প্রথম।
  • Arijit | 61.95.144.123 | ১৪ মে ২০০৯ ১৮:২৩411175
  • শ্যামল এত ভালো জোক বলতে পারেন...মানে শেষ সেন্টেন্সটা আরকি...
  • Du | 65.124.26.7 | ১৪ মে ২০০৯ ২০:০৫411176
  • সেই কং তৃণ জোট নিয়েই ভরসা পাচ্ছেন 'মানুষ'। হায় সেই ফ্রন্ট ( নামটা ভুলে গেছি) , হায় সেজ বিরোধিতা :(
  • Bratin | 117.194.98.210 | ১৪ মে ২০০৯ ২০:৪৬411177
  • ধনেখালি এলাকা তে আমার বেশ কিছু আত্মীয় স্বজন প্রায় ২৫ বছর পরে ভোট দিয়েছে।

    আগে CPM তাদের কে মিষ্টি কথায় বলত "দেখুন আপনারা vote দিতে যেতে ই পারেন , কিন্তু সে ক্ষেত্রে আপনাদের প্রানের দায়িত্ব আর আমরা নিতে পারব না"
  • pinaki | 67.43.246.22 | ১৪ মে ২০০৯ ২০:৫৭411178
  • আমার বাবা সি পি এমের কমিটেড ভোটার। বাবা এখন পারকিনসনে আক্রান্ত। শয্যাশায়ী। এবারের ভোটের গুরুঙ্কÄ বুঝে সি পি এমের ছেলেরা বাবাকে দোতলা থেকে চ্যাংদোলা করে নামিয়ে, রিক্সা চাপিয়ে বুথে নিয়ে গিয়ে ভোট দিইয়ে এনে আবার দোতলায় তুলে বিছানায় শুইয়ে দিয়ে গেছে। রিক্সা ভাড়াটি অব্দি নেয় নি। এটা ভাবার মত জায়গাতেও তিনোমূলের লোকজন পৌছোতে পেরেছে বলে তো মনে হয় না। করা তো অনেক দূরের কথা। এই মেশিনারি তৈরী হতে গেলে অন্যরকম সাংগঠনিক কাঠামো লাগে। এমনি এমনি হয় না।

    সি পি এম রিগিং তো করেই। কিন্তু উল্টোদিকে সেটাকে আটকানোর মত সংগঠন নেই বলেই করে। সাধারণ লোকেরা তো আর রিগিং আটকাবে না। আটকালে বিরোধী সংগঠকদের আটকাতে হবে। সেটা সি পি এমের অনেক বেশী সংখ্যায় আছে। তাই বহু জায়গায় বিরোধীরা নো হোয়্যার হয়ে যায়।

    সি পি এমের জেতার মূল শক্তি আজও কমিটেড ভোট। বিরোধীদের জেতার মূল ভরসা আজও ফ্লোটিং ভোট। এই তফাৎটা না স্বীকার করলে রিগিং রিগিং করে প্রতিবার কপাল চাপড়ানোই সার হবে।
  • Bratin | 117.194.96.224 | ১৪ মে ২০০৯ ২২:৩৩411179
  • :-))))))))))
  • bitoshok | 128.101.220.108 | ১৪ মে ২০০৯ ২৩:২৪411181
  • পিনাকী, আপনি একটি 'বেআইনি' কাজের উদাহরণ দিলেন!! এটা করা যায় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন