এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লোকসভা নির্বাচন ২০০৯

    shyamal
    অন্যান্য | ২৪ এপ্রিল ২০০৯ | ১৪৮৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • shyamal | 24.119.10.202 | ১৪ মে ২০০৯ ২৩:৩১411182
  • পিনাকির বাবাকে ভোট দিতে সিপিএম যে ভাবে সাহায্য করেছে সেটা মনে হয় নির্বাচনবিধি ভেঙেছে। এটা একজন ভোটারকে পার্টির পক্ষ থেকে প্যারামেডিকস আর রিক্সার খরচ দেওয়ার শামিল।

    তবে ভারতে কেই বা আইনের ধার ধারে? শিক্ষিত ভদ্রলোকেরা রাস্তায় ঠোঙা ফেলেন, লাল সিগন্যালে গাড়ি থামান না অনেক সময়ে, বেআইনী ভাবে ওভারটেক করেন, অনেক ক্ষেত্রে ঘুষ নেন, ঘুষ দিয়ে ছোটখাট বেআইনী কাজে পার পেয়ে যান, ফুটপাথ থাকলেও রাস্তা দিয়ে হাঁটেন, ওভারব্রীজ থাকলেও তাতে না উঠে বেআইনীভাবে রাস্তা পার হন -- আরো কত কি!
  • Samik | 122.162.236.88 | ১৫ মে ২০০৯ ০০:২৩411183
  • আমরা যে কেন এতটা কমিটেড হতে শিখলাম না! বেশ মেশিনারিতে মিশে যেতাম তাহলে!
  • Samik | 122.162.236.88 | ১৫ মে ২০০৯ ০০:২৪411184
  • এই মেশিনারি জ্যোতি বোসকে তুলে নিয়ে যেতে পাল্লো না ভোটের বুথে!
  • arjo | 168.26.215.13 | ১৫ মে ২০০৯ ০০:৪৫411185
  • বাম দলগুলো যদি কংগ্রেস সরকারে যোগ দেয় তাহলে হেবি মজা হবে। ভাবতেই খ্যাকখ্যাকিয়ে হাসি পাচ্ছে।
  • Ishan | 12.163.39.254 | ১৫ মে ২০০৯ ০০:৪৭411186
  • তখন জাতীয় সরকার হবে। কং, সিপিএম,টিমসি, লালু, মুলায়ম, মায়াবতী।

    খালি বিজেপি বাদ। :)
  • pinaki | 131.151.102.250 | ১৫ মে ২০০৯ ০০:৫৫411187
  • বেআইনি হতে পারে। কিন্তু সেটা প্রমাণ হবে কিভাবে? বাবা বলবে আমি সাহায্য চেয়েছি বলে ওরা আমাকে নিয়ে গেছে। বাড়ীতে আমাকে নিয়ে যাওয়ার মত কেউ ছিল না, তাই পাড়ার ছেলেদের সাহায্য নিয়েছি। আর ভাড়া না নেওয়াটাতো সৌজন্যবশত: একজন বৃদ্ধ মানুষের থেকে কেউ না নিতেই পারে। সি পি এমের ছেলেরা বলবে পার্টির পক্ষ থেকে করি নি, পাড়ার ছেলে হিসেবে করেছি সাহায্য।

    আর এখানে আইনি বেআইনিটা বড় কথা নয়। তৃণমূল যেন সব জায়গায় আইন মেনে উল্টে দিচ্ছে। আমার বক্তব্য ছিল পাড়ায় পাড়ায় এরকম "সাহায্য' করার মত লোকবল থাকাটা একটা ব্যাপার। সেটা অধিকাংশ জায়গাতেই এখনো বিরোধীদের নেই। সি পি এমের কমিটেড ভোটার কমেছে আগের থেকে অনেকটাই। তাও এখনো কম নয় সংখ্যাটা।
  • Ishan | 173.26.17.106 | ১৫ মে ২০০৯ ০৮:৩৮411188
  • ধনেখালি, আরামবাগ এসব জায়গায় ভয় দেখিয়ে ভোট হয়। ডেফিনিটলি। নইলে অনিল বসুর ৬ লাখ মার্জিন হয়না। কিন্তু বেশিরভাগ জায়গাতেই সেটা হয়না। ঐ পিনাকি যেমন বলেছে, তেমনই হয়। সংগঠনের জোরে ৪৮% কে টেনে ৫২% করা হয়। সেটা ক্রেডিট। ডিসক্রেডিট নয়।
  • shrabani | 124.30.233.101 | ১৫ মে ২০০৯ ০৯:৪৮411189
  • হরিয়ানা ইউ পি তে বুথের পর বুথ বিশেষ করে একটু ইন্টেরিয়রে গ্রামের দিকে, দখল হয় ইলেকশন অফিসারদের বন্দুক দেখিয়ে ছাপ্পা ভোট দেওয়া হয়। আমাদের অফিস থেকে যারা ইলেকশন ডিউটিতে গেছে তাদের আঁখো দেখা হাল, কোনো খবরের কাগজের খবর নয়।
    আমার এক জুনিয়র কলীগ হরিয়ানায় বুথ থেকে দুরে গিয়ে কম্বল মুড়ি দিয়ে পড়েছিল খাটিয়ায় সারাদিন। সন্ধ্যেবেলা বন্দুকধারীরা এসে ওকে সব জিনিসপত্র দিয়ে বলে এবার যাও জমা দাও সব।
    কিভাবে পুরো টাউনশিপের ভোট সকাল বেলাতেই পড়ে যায় ছত্তিশগড়ে দেখেছি (বিজেপির এলাকায়), আর এবারে দেখলাম ভোটার কার্ড থাকা সঙ্কেÄও কি ম্যাজিকে সোস্যাইটী কে সোস্যাইটীর লোকেদের নাম তালিকা থেকে উধাও নয়ডায়।
    এসবের তুলনায় পশ্চিমবঙ্গ.....?

    বিহার ইউপির ভোট নিয়ে নলিনী সিং রিপোর্টিং করত একসময়ে ডিডিতে। চিত্র টা খুব একটা কিছু বদলায়নি।
    তবে এসব সঙ্কেÄও বলা যায় একমাত্র ছাপ্পা ভোট ইত্যাদিতে ভোট জেতা কখনোই সম্ভব নয়। যদি ভোট একমাত্র রিগিং নির্ভর হত তাহলে কখনো কোথাও ক্ষমতাসীনদের গদি উল্টোতো না।

    কাদায় দাঁড়িয়ে লাফঝাঁপ করলে কাদাটা নিজের দিকেই ছিটকায়। অবশ্য চোখ বন্ধ করে থাকলে নোংরা ছিটেগুলো চোখে পড়েনা!
  • dri | 117.194.224.66 | ১৫ মে ২০০৯ ১০:২৬411190
  • আচ্ছা, মিডিয়ার এই প্রোজেক্‌শানগুলো আগের বার কতটা মিলেছিল কারো খেয়াল আছে?

    গত বিধান সভায় স্টার আনন্দ তো বলেছিল অ-বামেরা ১০০ টা পাবে। পেয়েছিল বোধ হয় তার অর্ধেক। ইফ মাই মেমারি সার্ভস মি রাইট। এন ডি টি ভি কেমন মিলিয়েছিল আগের বার? ওরা অন্ধ্রের ক্যালামিটি প্রেডিক্ট করতে পেরেছিল?

    এনিওয়ে, বাংলায় তৃণমূল জোট আগের বারের চেয়ে ভালো করবে। অবামেরা ১২ র কম পেলে খারাপ। ১২ পেলে ঠিকঠাক। ১৪ পেলে ভালো। ১৬ পেলে খুব ভালো। ১৯ পাইপ ড্রিম। আমার মনে হয় না ভালোর বেশী উঠতে পারবে।

    কিন্তু ইন আ ওয়ে, আমার মনে হয় ১৯ পেলেই ভালো হত। ১৪ র কম পেলে বাম না ভেবে বসে এটা আমাদের নীতিকে সমর্থন। সেটা হলে আমার ভয় পরের বিধান সভায় ফল আরো খারাপ হবে। ১৯ হলে বামেরা হয়ত একটু নড়েচড়ে বসত। সেক্ষেত্রে বিধান সভায় একটু বেটার হবার চান্স থাকত।
  • pinaki | 131.151.102.250 | ১৫ মে ২০০৯ ১০:৩২411192
  • আমার আবার উল্টোটা মনে হয়। ১৯ পেলে "গণেশ উল্টোচ্ছে, গণেশ উল্টোচ্ছে" - একটা রব উঠে যাবে। যার হাওয়ায় সি পি এমের গ্রাসরূটের একটা বড় অংশ যারা ক্ষমতার কারণে পার্টি করে, তারা আগে থাকতে শিবির বদল শুরু করে দেবে। আর সেটা সত্যিই গণেশ উল্টে দেবে ২০১১ তে। :-))

    কিন্তু সেসব এখনই হচ্ছে না। ১৪। ম্যাক্সিমাম ১৬।
  • Arijit | 61.95.144.123 | ১৫ মে ২০০৯ ১০:৩৭411193
  • ওই শিবির বদলানোটা দরকার। ক্ষমতার কারণে যারা করে (এরকম অনেক লোককে চিনি) যারা বেরিয়ে গেলে আখেরে ভালো। আর যদি সত্যিই সেটা হয়, আবার অ্যাক্টিভলি ঢোকার কথা ভাববো।
  • pinaki | 131.151.102.250 | ১৫ মে ২০০৯ ১০:৪৪411194
  • অরিজিৎ, কিছু মনে করবেন না। এটা একটু রোগকে না নিরাময় করে উপসর্গ নিয়ে মাথা ঘামানো হয়ে গেল না? আজকের সি পি এম আপনি করতে পারছেন না ঐ ক্ষমতালোভী অংশটার জন্য। কিন্তু কেন একটা পার্টি ক্ষমতালোভীতে ভরে যায় - সেই কারণটা কি দলের রাজনীতির মধ্যে খুঁজে বের করার চেষ্টা করা উচিৎ নয়? কিছু অসৎ লোক বেরোলেও দলের মোদ্দা রাজনৈতিক ওরিয়েন্টেশন কি বদলাবে?
  • Arijit | 61.95.144.123 | ১৫ মে ২০০৯ ১০:৫২411195
  • বদলানোর জন্যে যে চাপটা দরকার সেটা অনেক ক্ষেত্রেই দেওয়া যায় না, বা চাপটা নিজেই চাপা পড়ে যায়। বহুদিন তো দেখেছি। তবে এখানে এগুলো অপ্রাসঙ্গিক।
  • Blank | 203.99.212.224 | ১৫ মে ২০০৯ ১১:১৩411196
  • ক্ষমতার কারনে পার্টি করার লোক কি কোনো কালে কম ছিলো? প:বঙ্গে যুক্ত ফ্রন্ট সরকার পরে যাওয়ার পর সিপিএমের নীচের লেভেলের বহুলোক রাতারাতি রঙ বদলে ফেলেছিলো নিজেদের। তারপরেও ফের ফিরে এসেছিলো সিপিএম।
    ক্ষমতায় থাকলে, সব লেভেলেই কিছু ক্ষমতালোভী মানুষ আসবেই, এবং সেগুলো অ্যাভয়েড করাও খুব মুশকিল বেশীরভাগ ক্ষেত্রে।
  • Suvajit | 60.230.202.179 | ১৫ মে ২০০৯ ১৯:৩৬411197
  • প: ব: CNN-IBN সমীক্ষা।
    বাম - ৪৪%, কং-তৃমূ - ৪১%, অন্য - ১৪%
  • Suvajit | 60.230.202.179 | ১৫ মে ২০০৯ ১৯:৫৮411198
  • সরি, বাম - ৪৬%, কং-তৃমূ - ৪১%, অন্য- ১৩%
    এই হিসেবে আমি কং-তৃমু এর ১০-টার বেশী সীট দেখছি না। কারণ ১৯৮৪ র ভোটে কং ছিলো ৪৮% আর বাম ছিলো ৪৯%, তাতে ১৬ টা সীট পেয়েছিলো কং। অবশ্য ভোটের কন্সে®¾ট্রশন কিরকম হয়েছে টার ওপর অনেক কিছু নির্ভর করছে।
  • Suvajit | 60.230.202.179 | ১৫ মে ২০০৯ ২০:১৬411199
  • তামিলনাডু - ডিমকে - ৪৭% এআইডিমকে - ৩৪%, ডিমেডিকে - ১০%, অন্য - ৯%
    এই ফলাফল হলে পুরো ছক উল্টে যাবে। সরকার গড়তে সেক্ষেত্রে কংকে বামদের সমর্থনের দরকার হচ্ছে না।
  • Bratin | 117.194.98.14 | ১৫ মে ২০০৯ ২২:৩৯411200
  • দু খান প্রশ্ন

    ১। অন্য রা বেশী চুরি করলে কি আমাদের চুরি করার অধিকার জন্মায়? নাকি আমাদের চুরি করা কে "glorify " করা যায়?

    ২। সংগঠনের অন্য নাম কি লোক কে ভয় দেখেনো এবং,চমকানো? এবং বিরোধী দের সে ই "সংগঠন" গড়তে না দিয়ে ( পড়ুন ছলে,বলে এবং কৌশলে)আমরা সাংগাঠনিক শক্তি র প্রমান দেব?
  • Arpan | 122.252.231.12 | ১৬ মে ২০০৯ ০০:৪০411201
  • গভীর চিন্তার কথা। প্রণয়বাবুর অ্যানালিসিস অনুযায়ী কম আসন নিয়েও এনডিএ-র সরকার গঠন করা সোজা। অবশ্য সবই অনুমানে ভর দিয়ে।
  • shyamal | 24.119.10.202 | ১৬ মে ২০০৯ ০৯:১৩411203
  • NDTV অনুযায়ী তৃণ+কং ৭ টি, বামেরা ৫টি ও বিজেপি ২টি সীটে এগিয়ে আছে প: বঙ্গে।
    বিজেপির একটি তো দার্জিলিং। আরেকটি?
  • Ishan | 173.26.17.106 | ১৬ মে ২০০৯ ০৯:১৩411204
  • ডায়মন্ডহারবার।
  • Suvajit | 121.221.90.201 | ১৬ মে ২০০৯ ০৯:৩১411205
  • প:: - তৃমূ-কং ১৪টি, বাম ৮টি, বিজেপি-২টি এগিয়ে - CNN-IBN
    কেরালা - কং - ১০ টি, বাম - ৫টি

  • shyamal | 24.119.10.202 | ১৬ মে ২০০৯ ০৯:৩১411206
  • খাইসে! প: বঙ্গে এগিয়ে আছে:

    তৃণ+কং : ১৮
    বাম: ৯
    বিজেপি : ১

    হাওয়া নয় সুনামি মনে হচ্ছে।
  • Suvajit | 121.221.90.201 | ১৬ মে ২০০৯ ০৯:৩৯411207
  • নানা ডায়মন্ডহারবার না, NDTV দেখাচ্ছে দার্জিলিং আর বনগাঁতে বিজেপি এগিয়ে।
    ডায়মন্ডহারবারে এগিয়ে সোমেন মিত্তির।

  • Suvajit | 121.221.90.201 | ১৬ মে ২০০৯ ০৯:৪৫411208
  • দেশ:
    এখন অব্দি এগিয়ে, ইউপিএ-১৭১, এনডিএ-১১৩, তৃফ-৫০, চফ-১৭
  • shyamal | 24.119.10.202 | ১৬ মে ২০০৯ ০৯:৫৩411209
  • এগিয়ে:

    তৃণ+কং : ২০
    বাম : ১৩
    বিজেপি : ১

    আবার সব একজিট পোল ভুল প্রমানিত হয়েছে। UPA including RJD, LJP and SP মনে হচ্ছে সহজেই মেজরিটি পাবে।
  • shyamal | 24.119.10.202 | ১৬ মে ২০০৯ ১০:২৫411210
  • বামেদের অবস্থা আগের চেয়ে একটু ভাল হয়েছে।

    এগিয়ে:

    তৃণ + কং : ২১
    বাম : ১৭
    বিজেপি : ১
  • b | 203.199.255.110 | ১৬ মে ২০০৯ ১২:৩১411211
  • এর পরে??
  • kallol | 220.226.209.2 | ১৬ মে ২০০৯ ১৪:১৭411212
  • লক্ষণ শেঠ হেরেছে - বড় সুখের খবর।
  • umesh | 86.2.246.29 | ১৬ মে ২০০৯ ১৪:৪৭411214
  • ব্যারাকপুরে নাকি তড়িৎ দা কে হারানো অসম্ভব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন