এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুতে প্রথম কি ভাবে - গুরুর যা ভাল লাগে

    shrabani
    অন্যান্য | ১৭ এপ্রিল ২০০৯ | ১৪৭৭৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • shrabani | 124.30.233.101 | ১৭ এপ্রিল ২০০৯ ১১:১৭412483
  • সবারই গুরুতে প্রথম লেখার স্মৃতি আছে। কিভাবে আসেন গুরুতে, কি ভালো লেগেছিল? অনেক জায়গায় অনেকের টুকরো টুকরোতে লেখা আছে। সার্ভে টইটাতেও ভাল লাগালাগি নিয়ে কথা আছে। তবু এই সময়ে মনে হল একটু ভাল জিনিস গুলোর দিকে ফিরে দেখা যাক! এটা দরকার।

    আমি calcuttaweb লিঙ্ক থেকে আসি পুজোর আগে। পাল্লিনের পুজোর টই চলছিল। পুজোয় বাড়ি না যেতে পারার দু:খ ভুলে গেছিলাম। সে বছরই আসে পুজো স্পেশাল। খুব ভাল লেগেছিল।

  • nyara | 64.105.168.210 | ১৭ এপ্রিল ২০০৯ ১১:১৯412594
  • আমি তো প্রথম গুরু পাই গুগুলে 'সন্দীপন' সার্চ দিয়ে। তরপরে তানিয়া গুরুর কথা বলে। তারপরে গিন্নি হুকড হয়ে পড়েন। আমি বোধহয় ওয়েস্টার্ণ মিউজিকের একটা থ্রেডে পাকামি দিয়ে গুরুতে প্রথম পোস্ট করি। ২০০৭-এ। তার আগে গিন্নির প্ররোচনায় মাঝে মাঝে এক একটা থ্রেড দেখেছি।
  • Arijit | 61.95.144.123 | ১৭ এপ্রিল ২০০৯ ১১:২১412636
  • এইটা ভালো শুরু করস। থ্যাঙ্কু শ্রাবণী।

    আমরা কয়জনা বাংলালাইভে আড্ডা মারতুম - এই আমি, শমীক, দমু, রঙ্গন, ডিডিদা, উমকি - আরো অনেকে। কোনো এক মার্কেটে ইশান হাজির হয়ে আমার নীল পাঞ্জাবি নিয়ে ফুট কাটলো - দেখা গেলো ইশান আমার কলেজের বন্ধু। তাপ্পর একদিন দমু আমায় গুরুর ঠিকানা দিলো - এসে দেখলুম সবাই হাজির। সেই থেকে এখানে আস্তানা গেড়েছি - আনমডারেটেড স্টাইলটার একটা অ্যাট্রাকশন আছে।

    তাপ্পর কয় বছর হল? প্রায় বছর চারেক? এম্নিতে আমার বিশেষ বন্ধু নাই - কোনোকালে ছিলোও না - আমি একটু লোনার টাইপ। গুরু-র বড় অবদান এইটাই - যে এখন অনেক বন্ধু আছে, রেগুলার ভাটাতে পারি, ভাচ্চুয়াল হলেও। বরং ইস্কুল-কলেজের কারো সাথে তেমন যোগাযোগ নেই, ওয়েভলেংথেও আর মেলে না।

    মজাও হয়েছে - এই যেমন ধরো বোধি। বোধির বউরে আমি চিনি অনেক আগে থেকে - আমার দিদিরা যে ফ্ল্যাটে থাকতো আনোয়ার শাহ রোডে, বোধির বৌও ওখানেই থাকতো। আমার ভাগ্নী বোধির বউকে দিদি বলে, আর বোধির বউ আমার দিদিকে দিদি বলে, আমার দিদি বোধির শাশুড়িকে দিদি বলে - কি কেস;-) বোধিকে না চিনলেও ওর নাম জানতুম - দিদির কাছ থেকে। তো একবার ইউরোপ ঘুত্তে যাবো বলে দিদি বোধির সাথে যোগাযোগ করিয়ে দিলো - ওরা তখন লণ্ডনে। তাপ্পর একদিন বাপ্পা নামে একজন গুরু-তে লিখতে শুরু করলো - লণ্ডন, বাপ্পা - দুটো মিলে গেছে দেখে আমি জিগ্গেস করলুম যে ভায়া তোমার বউ কি অমুক - দেখা গেল হুঁ, একই লোক:-)
  • r | 125.18.104.1 | ১৭ এপ্রিল ২০০৯ ১২:২৪412647
  • Auld Lang Syne? :-)

    ভাট-প্রবীণদের পারস্পরিক আলাপ হয়েছিল বাংলালাইভ মজলিশের পাতায়। সেই সময়ের কিছু রক্তাক্ত যুদ্ধ এখনও স্মৃতিতে অমলিন। ;-)

    এর পরে আসে অর্কুট। বাংলালাইভের চেনাজানা কয়েকজনকে আমি অর্কুটে আসার নিমন্ত্রণ করেছিলাম। অর্কুটে প্রোফাইল ঘাঁটাঘাঁটি করতে করতে ঈশানের প্রোফাইলে দেখি । খুব সম্ভবত:, বাংলালাইভে মজলিশের পাতায় এই সাইটের উল্লেখ করেছিলাম। তখন ভাটিয়ালি, টই ইত্যাদি কিছুই ছিল না। মতামত বলে একটা সেকশন ছিল। কিছুদিন বাদে ঢুকে দেখি সোমনাথ, এবং খুব সম্ভবত: বিক্রম, সেকশনটাকে ভাটবাজি আর বাওয়ালি করে ভরিয়ে দিয়েছে।

    এর কয়েকদিন পরে ধীরে ধীরে ভাটিয়ালি, টইপত্তর ইত্যাদিরা জন্ম নিয়েছিলেন।

    প্রায় পাঁচ বছর ধরে নেটের পাতায় ঝগড়াঝাঁটি দেখতে দেখতে ও করতে করতে বুড়িয়ে গেলাম।

    গানটার যথার্থতা এখন বুঝি-

    পারছি না যে গুরু/ সেই নার্সারি থেকে শুরু।

    :-))
  • shrabani | 124.30.233.101 | ১৭ এপ্রিল ২০০৯ ১২:৩৫412658
  • পাঁচ বছর এত কিছু অনেক অনেক বছর আগে নয়, বড় হলে বোঝা যাবে!

    ঝগড়া তর্ক এগুলো খারাপ কি, মির্চ মশালা ছাড়া শুধু মিষ্টিতে মুখ এলিয়ে যায়। আমার তো ঐ "কি ভাল,কি ভাল কি দারুন লিখেছেন/লিখেছ/বলেছেন/বলেছ" আর দিনরাত ধন্যবাদ শুভেচ্ছা এসবের ছড়াছড়ি দেখলে বেশ বোর লাগে।
    তবে আসল কথাটা হচ্ছে সীমা না ছাড়ানো, আর সঠিক সীমাটার উপলব্ধি।

    গুরু ভাল লেগেছিল এ কারণেও। বেশ ঝকঝকে মন্তব্য থাকত বেশীরভাগ টইয়ে। অকারণ শুধু চেনাজানা বলেই ভাল ভাল করে যাচ্ছে লোকে এরকমটা খুব একটা দেখিনি।
  • r | 125.18.104.1 | ১৭ এপ্রিল ২০০৯ ১২:৪০412669
  • বলেন কি? আমার তো মনে হল যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ। :-)
  • Arijit | 61.95.144.123 | ১৭ এপ্রিল ২০০৯ ১২:৪২412680
  • পথের শেষে ত্রিপিটক;-)
  • Arijit | 61.95.144.123 | ১৭ এপ্রিল ২০০৯ ১২:৪৩412691
  • ভল্যুমের দিক দিয়ে দেখলে সেখানাও অন্তহীন। কি চাপ!
  • shrabani | 124.30.233.101 | ১৭ এপ্রিল ২০০৯ ১২:৪৭412702
  • দশ বছরের জন্য অবশ্য অর্দ্ধেক জীবন!:-)
  • r | 125.18.104.1 | ১৭ এপ্রিল ২০০৯ ১২:৪৭412484
  • ;-)

    এ বয়েসে তো আর মেঠোরাস্তায় মোটোরসাইকেলে চড়তে পারব না। ত্রিপিটকটাই মানাবে।
  • sinfaut | 203.91.207.30 | ১৭ এপ্রিল ২০০৯ ১২:৫১412495
  • চে না উ?
  • intellidiot | 220.225.245.130 | ১৭ এপ্রিল ২০০৯ ১২:৫৫412517
  • উপরের সোবার থেকে অমি বিচ্ছিরি রকমের নতুন। আমি গুচ প্রথম দেখি দু হাজার নয় সালের জানুয়ারি মাসে। টই এর জটিল খিল্লি গুলো ব্যপক পছন্দ হয়ে গেছিল প্রথম দিনই। ল্যাদ খেয়ে এক দুবারের বেশি আওয়াজ দেইনি যদিও ;-)
  • r | 125.18.104.1 | ১৭ এপ্রিল ২০০৯ ১২:৫৫412506
  • উ, উ।

    এ: প: য: না: শে: হ: ত: কে: হ: তু: ব: তো:
  • kallol | 220.226.209.2 | ১৭ এপ্রিল ২০০৯ ১৩:০০412528
  • সুমেরু আর নীলায়ন বাড়িতে কলকাতায় এসেছিলো আড্ডা মারতে আর গান শুনতে। তখন সুমেরু আমায় গুরু-র কথা বলে।
    আমি তো প্রথম দর্শনেই মুগ্‌ধ।
  • dipu | 207.179.11.216 | ১৭ এপ্রিল ২০০৯ ১৩:০২412539
  • আমিও নতুন। অর্কুটের চন্দ্রিল ভট্টাচার্য কমিউনিটিতে কেউ গুচ বারো তে প্রকাশিত লেখাটার লিঙ্ক দিয়েছিল। সেখান থেকেই প্রথম সন্ধান পাই। প্রথম দর্শনেই ফিদা।
  • d | 144.160.5.25 | ১৭ এপ্রিল ২০০৯ ১৪:০৬412550
  • "দ্যাখো আমি বাড়ছি মামী' থ্রেডে আছে তো সেসব গল্প।

    কথা হল, আমি চোখের সামনে রঙ্গনকে "তরুণ তুর্কী' থেকে এক্কেবারে "বুড়োহাবড়া' হয়ে যেতে দেখলাম।
  • dipu | 207.179.11.216 | ১৭ এপ্রিল ২০০৯ ১৪:০৭412561
  • সেইসব পুরনো আর্কাইভ কি হারিয়ে গেছে?
  • d | 144.160.5.25 | ১৭ এপ্রিল ২০০৯ ১৪:১০412572
  • ওগুলো একটা অন্য সাইটে তুলে রাখা ছিল। তারা একদিন হঠাৎ কাউকে কিছু না বলেটলে ঝাঁপ বন্ধ করে দিয়েছে। লালবাতি জ্বালার আগে একটা হলুদ বাতি জ্বাললে অন্তত সরিয়ে নেওয়া যেত।
  • Arijit | 61.95.144.123 | ১৭ এপ্রিল ২০০৯ ১৪:১১412583
  • লিংকটা আছে ভাটিয়া৯র মাথায়, কিন্তু সেই লিংকে মালকড়ি নাই। আম্মো তো সেদিন খুঁজছিলুম।
  • dipu | 207.179.11.216 | ১৭ এপ্রিল ২০০৯ ১৪:১৫412595
  • যা:
  • Arijit | 61.95.144.123 | ১৭ এপ্রিল ২০০৯ ১৪:১৮412606
  • অনেককাল আগে আমি একটা না দুটো জিপ ফাইল নামিয়েছিলুম - ইউনির মেশিনের ব্যাকআপটা খুঁজে দেখতে হবে। চান্স খুব কম।
  • r | 125.18.104.1 | ১৭ এপ্রিল ২০০৯ ১৪:২৩412617
  • ভয়ে ভয়ে একটা কথা বলেই ফেলি-

    একদম প্রথমদিকে গুরুতে খুবই কম লোকজন আসতেন। তাই একদিকে পার্সোনাল লেভেলে ঝগড়াঝাঁটি তর্কবিতর্ক অনেক কম হত, অন্যদিকে মরালিটির চাপও অনেক কম ছিল। তখন কিছু লিখে, ভেবে, আবার মুছে ফেলার কথা ভাবতাম না।

    এখন শিশু হাঁটতে শিখেছে। অনেক নতুন নতুন লোক আসছেন। আমিও 'বুড়োহাবড়িয়েছি"। তাই এখন ঝগড়াঝাঁটির তীব্রতাও বেশি, আবার কোড অফ কনডাক্টের চাপও বেশি। দশজনের আড্ডার আসর আর একশজনের সভার কোড অফ কনডাক্টের তফাৎ তো থাকবেই। কাজেই নিজেকেও অনেক বদলে ফেলতে হয়েছে (ত্রিপিটক ছাড়াই)।

    তবে এটাই স্বাভাবিক। এটাই প্রার্থিত। এবং এটাই ভালো।
  • Samik | 122.160.41.29 | ১৭ এপ্রিল ২০০৯ ১৪:২৬412628
  • "দেখো আমি বাড়ছি মামী' সুতোর লিংক এইখানে :

    http://208.131.141.133:8080/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content337

    আর ইয়ে, শেষ যত পর্যন্ত ভাটিয়ালি আর্কাইভ ডাউনলোড করা যেত, তত পর্যন্ত আর্কাইভ আমার পার্সোনাল ল্যাপিতে জিপায়িত করে রাখা আছে। শেষ তারিখটা মনে নেই। তবে ঐ যতদিন পর্যন্ত আর্কাইভ অ্যাক্সেস করা যেত, ততদিন পর্যন্ত যে যে আর্কাইভ পাওয়া যেত, সবই আছে আমার কাছে। ঈশান যদি নতুন একটা জায়গা খুঁজে পায় তো আমি সেগুলো দিয়ে দিতে পারি।
  • Samik | 122.160.41.29 | ১৭ এপ্রিল ২০০৯ ১৪:২৮412630
  • র,

    বরং তখনই কিছু লেখা মুছে ফেলতে হয়েছিল। আজ অনেকদিন হল সে রকম কিছু মুছে ফেলার আর দরকার হয় নি।

    পাল্লিন শ্রাবণী আর সর্বাণীর দুগ্‌গাপুজোর সুতো আমি আপিসের কিউবি-তে একলা থাকলে এখনও খুলে পড়ি আর নুকিয়ে নুকিয়ে চোখেজ্জল ফেলি। ও সব সুতো পুরনো হবার নয়। ঐ সুতোগুলো আলাদা করে টইয়ের পাতায় হাইলাইট করে রাখা উচিত। গুরুর স্ট্যান্ডার্ড জানা বোঝার জন্য ঐ কটা সুতোই কাফি।
  • r | 125.18.104.1 | ১৭ এপ্রিল ২০০৯ ১৪:৩২412631
  • "বহিরাগত"দের নিয়ে কিছু চাপ ছিল বলে মনে হয়। ;-)

    আর কিছু হয়েছিল কি? মানে যে যুগে মজলিশিরাই এখানে আসতেন এবং এক্সক্লুসিভ ভাটুরেদের জন্ম হয় নি?
  • d | 144.160.5.25 | ১৭ এপ্রিল ২০০৯ ১৪:৪০412632
  • যথারীতি বেথে রাঙার কথা বোঝে নি। :p

    কিন্তু তুই কি "বুড়োহাবড়া'য় সেন্টু খেলি নিকি?
  • r | 125.18.104.1 | ১৭ এপ্রিল ২০০৯ ১৪:৪৪412633
  • ওরে পাগল, আমি ইন্টুমিন্টুর ঊর্ধ্বে না গেলেও সেন্টুমেন্টুর ঊর্ধ্বে!
  • Samik | 122.160.41.29 | ১৭ এপ্রিল ২০০৯ ১৪:৪৬412634
  • আমার মাথায় ধূসর পদার্থ চিরকালই রিমার্কেব্‌লি কম।

    (প্রকটভাবে সেন্টি খেলাম)
  • sinfaut | 203.91.207.30 | ১৭ এপ্রিল ২০০৯ ১৪:৪৭412635
  • গুগুলে বাংলা ফন্ট বা বাংলা সাইট (কোনটা ঠিক মনে নেই)সার্চ করতে গিয়ে গুরুকে খুঁজে পাই। ২০০৭ এর মার্চ নাগাদ। প্রথম পাতার লেখাগুলো পড়েই জমে গেছিলাম। তারপর প্রায় প্রথম থেকে সব টই পড়ে ফেললাম। ও, তার আগে বইগুলোও পড়ে ফেলেছিলাম। ভাটিয়ালিতে কি কথা হচ্ছে কিছুই বুঝতে পারতাম না। কোনটা কে কাকে বলছে একজন নতুনের পক্ষে বোঝা সম্ভব নয়। তাই, প্রায় প্রথম থেকে ভাটিয়ালি আর্খাইভ ডাউনলোড করে পড়ে ফেললাম। সব নয়, বেছে বেছে। আর ডিডি, ইশান, রঙ্গন, বোধি, দ্রি কে ভীষন পছন্দ হয়ে গেল।
    তবে অনেকদিন পর্যন্ত আমি ভাবতাম রঙ্গন বোধহয় তারিণীখুড়োর বয়েসী একজন লোক। রিটায়ার করে এখানে আড্ডা মারতে আসে। ;-)
  • dipu | 207.179.11.216 | ১৭ এপ্রিল ২০০৯ ১৪:৫১412637
  • তো শমীকদা নয় সিঁফোদার থেকে নিয়ে আর্কাইভগুলো আবার আপানো হোক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন