এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুতে প্রথম কি ভাবে - গুরুর যা ভাল লাগে

    shrabani
    অন্যান্য | ১৭ এপ্রিল ২০০৯ | ১৫০০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • shrabani | 124.30.233.101 | ১৭ এপ্রিল ২০০৯ ১৪:৫২412638
  • একটা বেস্ট অফ গুরু বা সিলেক্টেড গুরুস রাখা গেলে ভাল হত । ভোটাভুটি করে ঐ সার্ভেটাতেই "আপনার সবচেয়ে পছন্দের গুরু রচনা, ১) ২) ৩)" বাছা যেত।
    পাল্লিনের শ্যামের পাঠশাল আর পিপির জলছবি এদুটোও খুব ভাল লেগেছিল কিন্তু ওরা শেষ করেনি।
  • r | 125.18.104.1 | ১৭ এপ্রিল ২০০৯ ১৪:৫৩412639
  • কন্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশি সঙ্গীতহারা...
  • Samik | 122.160.41.29 | ১৭ এপ্রিল ২০০৯ ১৪:৫৫412640
  • তাই তো তোমায় শুধাই অশ্রুজলে ... ;-)
  • d | 144.160.5.25 | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:০৩412641
  • শ্রাবণী,
    ওটা আমার অ্যাকশান আইটেমের মধ্যে আছে। ১৩ বের করেই ওতে হাত দেবো। (এই "অ্যাকশান আইটেম' পড়েই কেউ একজন যা ক্ষেপবে না ...... :-D)
  • sinfaut | 203.91.207.30 | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:০৭412642
  • বসন্ত রায় দেখচি কমন পড়েচে।
  • sinfaut | 203.91.207.30 | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:১৩412643
  • শমীকের "বেথেত্ব" প্রমাণ করার কি ভীষন অভিলাষ!

    আগের পোস্টটা, ভাটে যাবে, এখানে ভুল করে।
  • umesh | 62.254.196.200 | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:১৫412644
  • আমি 'অনলাইন বাংলা ম্যাগাজিন" এর খোজ করতে গিয়ে গুরু পেয়েছিলাম মার্চ,২০০৬ এ।
    তার পর থেকে রেগুলার পড়ি।
    প্রথম টই খুলেছিলাম 'প্রিয় লেখক, প্রিয় বই' Nov.,06, কিন্তু চলেনি, আজ খুলে দেখ্‌লাম মাত্র ৪৯ entry ছিলো।

    আমার 'পুজাবার্ষিকী-২০০৭' টই টা কিছু টা চলেছিলো, শতক পার করেছিলো।
  • arpita | 130.88.0.112 | ১৭ এপ্রিল ২০০৯ ১৬:০৮412645
  • আমি গুরুর নীরব পাঠক, বরাবর ই, সেই ২০০৬ থেকে। গুরু আমার বড্ড প্রিয় জায়গা ও বটে। বিয়ের পর চন্দননগর আর যাদবপুরের প্রিয়জন আর বন্ধুবান্ধবদের ছেড়ে আসার কষ্ট অনেক সময় ই লাঘব করেছি গুরুর পাতা উল্টিয়ে। গুরু র সব সক্রিয় সদস্যরা তাই আমার ভীষন পরিচিত।

    প্রথম পড়তে শুরু করেছিলাম সম্ভবত বন্ধুর দেওয়া কোনো লিংকের সুত্র ধরে। আর প্রথম পাতা খুলেই সেই যে smart, ঝকঝকে বাক্যবিন্যাসের ঘোরে পরে গেলাম.....সেই মুগ্‌ধতাবোধ আর মনের আরাম সত্যি আর কোথাও পাইনি।

    গুরুচন্ডালি যুগ যুগ জ্জিও।
  • vikram | 193.120.76.238 | ১৭ এপ্রিল ২০০৯ ১৬:২৮412646
  • বাল, ও বাওয়াল
    তাল তাল
    কলিকাল
    এর হাল
    ছাল
    নুন
    তালি
    তালিয়াঁ
  • san | 12.144.134.2 | ১৭ এপ্রিল ২০০৯ ১৬:৩৫412648
  • আমিও র‌্যান্ডম বাংলা সাইট খুঁজতে গিয়ে গুরুচন্ডালী খুঁজে পেয়েছিলাম।

    বাংলালাইভ আমি পড়তাম , মাঝেসাঝে, খুব নিয়মিত নয়। তবে (আমার প্রচন্ড বুদ্ধিমত্তার কারণেই হবে) লোকজনকে প্লেস করতে অনেক সময় লেগেছিল। মানে এখানকার এরাই যে সেখানকার তারা এটা কেন জানি প্রথমে বুঝতে পারিনি। আর্কাইভ পড়তে গিয়ে (তখনো তারা ছিল) যখন বুঝলাম বেশ মজা লাগল। আবার রঙ্গন আর বৈবাবু এক লোক এটা জানতে পেরে হেবি শক পেয়েছিলাম , মনে আছে । আমার ধারণা ছিল রঙ্গন এই কুড়ি বাইশের ছেলে হবে, আর বৈবাবু মাঝবয়েসী :-)

    এখানে এই যে তুমি কি ভাল নানা ছিছি তুমি তো আরো কত ভাল এই টাইপের কথাবার্তা বিশেষ দেখিনি। খুব ক্যাজুয়াল ভঙ্গীতে লোকে গল্প করত, গল্প করত না বলে ভাট করত বলাই ভাল। আর খুব শার্প মন্তব্য দেখেছি, মানে শ্রাবণীদি যা বলল, ঝকঝকে।খিল্লিসহ ও খিল্লিহীন দারুণ দারুণ তক্ক ছিল। ভাট খিল্লি আবার সাময়িকী বা টইতে সিরিয়াস আলোচনা সব বেশ একপাতে ছিল। মনে হয়েছিল বেশ মস্তির জায়গা। আর হ্যাঁ সম্পাদনাহীন ভাট আর টই এর কনসেপ্ট টা দুর্দান্ত লেগেছিল। হোঁচটও খেয়েছি, আবার এও মনে হত যে এমনটাই মানায় এখানে।

    খুব বেশি সাজানোগোছানো নয়,এটাও টেনেছিল। আচ্ছা, পুরনো সম্পাদকীয় গুলো কি আর পাওয়া যায়? প্রথম দিকের? কেমন ছিল তারা?
  • d | 144.160.5.25 | ১৭ এপ্রিল ২০০৯ ১৬:৪৯412649
  • আরিব্বাস! এইত্তো একজন নী-পা সরব হয়েছেন। অর্পিতা আপনি লিখলেই তো পারেন। মানে এই আমরা যেমন আটভাট যা খুশী তাই লিখি আর কি!

    স্যান, হায় সেসবই কালের গর্ভে হারিয়ে গেছে তো। সত্যি বলতে কি, এই যে এখনও সম্পাদকীয় নয় বলে একটাখাঁচায় পুরানোটা ঠেসে দেওয়া হয় আর নতুনের নীচে তারিখ দেওয়া হয়, তার জন্য হনুর "গাঁ গাঁ' দায়ী। নাহলে তাও হত না।
  • Sayantan | 160.83.96.81 | ১৭ এপ্রিল ২০০৯ ১৬:৫৩412650
  • জংলা আগাছা আর বুনো কাঁটাফুলের সুঘ্রাণে মাতোয়াল হয়ে অনেক শুক্লপক্ষ আগে, অনেক মতামত ও মজলিশ অতিক্রান্ত হয়ে এসে, দেখেছিলাম পথের ধারে নিরিবিলি এবং অগোছালো পড়ে থাকা ভূমিহীন সুবিস্তৃত ছায়াপথ, তার মাঝে ফুটে থাকা নানা নাম না জানা ফুলের সমারোহ। সেই সব ফুলের সাথে খামখেয়ালী মিতালি ভুলিয়ে দিয়েছিল অনেক অবসন্ন অবসর। বন্ধুত্বের মৌতাত মাঝে মাঝেই হাত ধরে পিছন পানে ছুটিয়ে নিয়ে চলে। অনেক সময় তাল মিলাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ি। উঠে দাঁড়িয়ে একচোট হাসি, আর আবার দৌড়, দৌড়, দৌড়। পথের শেষ কোথায় জানি না। জানতেও চাই না। যদি অগোচরে কেটে যায় আর কিছুকাল ...
  • Samik | 122.160.41.29 | ১৭ এপ্রিল ২০০৯ ১৬:৫৬412651
  • পারি না মাসিমা!
  • a | 203.201.231.35 | ১৭ এপ্রিল ২০০৯ ১৭:০৩412652
  • আম্মো আছি বেশ অনেকদিন হল। বোধহয় ২০০৫ সালের পুজোর আগে-পরে আগুনের(বা লা র) কাছ থেকে শুনে এসে পড়েছিলুম। তারপর থেকে, আছি।
  • Samik | 122.160.41.29 | ১৭ এপ্রিল ২০০৯ ১৭:০৮412653
  • রোলকল হচ্ছে নাকি?

    রোল নাম্বার ৩০২, --- অনলাইন সার।
    রোল নাম্বার ৩০৩, --- অনলাইন সার।

    অনেকদিন হল আসে না সুমন ফরিদাবাদী। মাঝে মাঝে ফোন করে জিগ্যেস করে, গুরু কেমন আছে। রেশমী বোধ হয় কোনওদিনই লেখে নি। বাপ্পাদা আসে না, কুন্তি আসে না, সর্বাণীও আজকাল আসা ছেড়ে দিয়েছে।
  • san | 12.144.134.2 | ১৭ এপ্রিল ২০০৯ ১৭:৩২412654
  • মানে একটা পত্রিকার সম্পাদকীয়দেরকে কেউ সেভ করে রাখার কথা ভাবে নি !!!

    অথচ, ভাট টাটের জন্য আর্কাইভ করে রাখার কথা ভাবা হয়েছিল !

    কি আশ্চর্য।
  • shrabani | 124.30.233.101 | ১৭ এপ্রিল ২০০৯ ১৭:৩৫412655
  • উমেশকে,
    টইয়ে অনেক পোস্ট পড়া মানেই যে ভাল টই তা কিন্তু সবক্ষেত্রে নয়। অল্প পোস্টের কোয়ালিটী টই বেশ কিছু আছে। ইদানীং এর পাল্লিনের লাল নীল, কলির টই। এছাড়া কিছু গল্প কবিতার টই। আবার প্রচুর মোটা টই কিন্তু ঘুরে পড়তে ইচ্ছে করবেনা এও আছে।

    (নিতান্তই ব্যক্তিগত মতামত।)
  • Pagla baba | 59.177.173.255 | ১৭ এপ্রিল ২০০৯ ১৭:৪৬412656
  • ২০০৩ কিংবা ২০০৪ এ অনলাইন বাংলা গান খুঁজতে গিয়ে Calcuttaweb পেয়ে ছিলাম। সেখানে অমর মুখো: র রম্যরচনা পড়ে ভালো লেগেছিল। কিছুদিন পরে ওখানেই এদিক ওদিক খুঁজতে গিয়ে সৈকতবাবুর লেখা কয়েকটা প্রবন্ধ পড়ে খুব ভালো লেগে গেল। বেশ কিছুদিন কেটে গেল, সৈকতবাবুর লেখা খুঁজতে গিয়ে টই ও ভাটের সন্ধান পেলাম। ওরে বাবা ! এ তো বিরাট ব্যাপার। পুরোনো সব টই পড়লাম। গু: চ:, বু বু ভা, আলোচনা সব পড়লাম।

    আমি শুধু এক নীরব পাঠক, যতটুকু সময় পাই পড়তেই আমার ভালো লাগে। ভাট নিয়মিত পড়ার সময় হয় না। টই বা অন্যকিছু, প্রায় কোনোটাই ছাড়ি না। কয়েকজনের তো আমি রীতিমত ফ্যান। বিশেষ করে রঙ্গনবাবু, বোধিবাবু, ঈশানবাবু, দীপ্তেনদা, রঞ্জনদা, কল্লোলদা এবং আরো অনেকে। অবশ্য বোধিবাবুর লেখাগুলো মাথার উপর দিয়ে বেরিয়ে যায়, বার বার পড়তে হয় বোঝার জন্যি। তাও আবার সবসময় পারিনা। যদি টই বাছার কথা হয় আমি তাহলে 'বুড়োদের কথা' টই টাকে সবচেয়ে প্রথমে রাখব। সত্যি বড় দু:খের কথা, আজকাল র বাবু একেবারে লেখা কমিয়ে দিয়েছেন। আমাদের মত পাঠকের কি অবস্থা ভাবুন।

    সত্যি এইটুকু লিখতেই হাঁপিয়ে উঠেছি। তাইতো আমার দ্বারা কিছু লেখা হয়না শুধু ভাটে মাঝে মাঝে একটু আধ্‌টু ফুট কাটা ছাড়া।

    আরো একটু :
    তনু মেয়েটি মাঝে মাঝে মাথা গরম করে ফেলতো যদিও, কিন্তু লিখতো খুব ভালো, চাই কবিতা, গল্প, কল্পকাহিনী সব।
  • indrani | 122.110.26.88 | ১৭ এপ্রিল ২০০৯ ১৮:১৮412657
  • সবাই কি রম ইয়ে হয়ে পড়েছে!!! স্মৃতিমেদুর টাইপ!! :))

    আমি বোধ হয় যে জন আছে মাঝখানে হয়েই রইলাম...
    অন্যত্র লোকে গালি দেয়-'ঐ এসেছে গুরুর লোক'...
    আবার হেথায় -না কেউ কিছু বলে নি, তবে... মানে ইয়ে...
  • intellidiot | 220.225.245.130 | ১৭ এপ্রিল ২০০৯ ১৮:৩২412659
  • এখানে বেশির ভাগই একে অপরকে চেনেন ব্যক্তিগত ভাবে। আমি বিগত কয়েক মাসে আপনাদের অনেক কেই চিনে নিয়েছি আপনাদের লেখা পড়ে :-)

    তবে Samik এর লেখা পড়ে মনে হয়েছে উনি NCR-এ থাকেন। মানে পড়শী। পড়শীই যে আরশির মুখ সেটা বুঝেছি ওনার "লা জওয়াব দিল্লী' পড়ে ;-)
  • intellidiot | 220.225.245.130 | ১৭ এপ্রিল ২০০৯ ১৮:৪৬412660
  • প্রথম দর্শনেই যেটা নজর কেড়েছিল সেটা অবলুপ্ত "৯' এর পুনর্ব্যবহার।
  • Samik | 122.160.41.29 | ১৭ এপ্রিল ২০০৯ ১৯:১১412661
  • লে হালুয়া? আপনিও দিল্লি নাকি? গোল মার্কেটের সন্দীপ নয় তো? বাই এনি চান্স?
  • Samik | 122.160.41.29 | ১৭ এপ্রিল ২০০৯ ১৯:১২412662
  • ইন্দ্রাণীদি,

    আমি তোমায় কষে গাল দিলুম: "ওপাড়ার লোক'।

    হয়েছে? শান্তি?
  • sayan | 160.83.96.81 | ১৭ এপ্রিল ২০০৯ ১৯:১৭412663
  • অ্যাই বমিক মাসিমা কাকে বল্লি র‌্যা?
  • P | 163.244.63.121 | ১৭ এপ্রিল ২০০৯ ১৯:১৮412664
  • আমি ২০০৫ এর এক সুনসান দুকুরে বোজুয়ার "শহর থেকে শহরে" সুতোয় কেমন জড়িয়ে-মড়িয়ে গেলুম। সেই এক ই পাতাতে ছিল রাঙ্গার পায়খানা বনাম পাইখানা আর তনুর বিগ ব্যাং থিওরী ইত্যাদি। আর ভাটভর্তি হাবিজাবি আলবাল খিল্লি।
    এই ভার্সেটাইলিটিটাই হেব্বি লেগেছিল।
  • Sudipta | 122.169.130.241 | ১৭ এপ্রিল ২০০৯ ১৯:১৯412665
  • ২০০৭ এর শুরুর দিকে বুনুদার কথায় পড়তে ঢুকেছিলাম, তারপর এখন-ও পড়েই চলেছি। এত বিষয় নিয়ে এত ভারস্যাটাইল আলোচনা অন্য কোনো বাংলা সাইটে চোখে পড়ে নি। না, বালা-তেও নয়।সবচেয়ে বড় কথা, এখানে লোক শুধু তর্ক করে তা নয়, নিজে পড়ে, অন্যকে পড়ায়, বোঝায়, অন্যকে পাল্টায় এবং নিজেও পাল্টায়, গোঁ ধরে কেউ বসে থাকে না। কারো সঙ্গে ভুল বোঝাবুঝি হলে মিটিয়ে নেওয়ার প্রচেষ্টা-টাও ভালো লাগে, সরাসরি সরি বলা চট করে দেখি না তো! সবাই সবার সঙ্গে তথ্য শেয়ার করে। অনেক নতুন জিনিস শিখেছি, জেনেছি গুরু-তে আসার পর। পরে ভাটিয়ালি-তে দু-একবার লিখতে শুরু করলাম, প্রথমদিন কেউ শব্দ করছে না দেখে মনে আছে রেগে গেছিলাম, দীপ্তেনদা আর ইশান এই দুজন শান্ত করেছিল :-)) তারপর চলছে।

    গুরু-র যা ভালো লাগে:
    গুরুতে মজা: ভাটিয়ালিতে র-এর ওয়ান বা টু লাইনার সমূহ, দারুণ রিফ্রেশিং

    গুরু-রস: দম-দি আর অরিজিৎদা কে কেন জানি লেখা পড়ে খুব গম্ভীর মনে হত, গুরুমশায় টাইপ, মানে দুষ্টুমি করলেই কান মুলে দেবে মত।

    গুরু-পয়েন্ট: pi এর মত পিন-পয়েন্ট করে কথা খুব কাউকে বলতে দেখি নি। একেবারে অব্যর্থ। (মাঝে মাঝে আমার সন্দেহ হত পাই কি দম-দি অথবা দম-দি কি পাই?)

    গুরু-হেঁয়ালি: হানুদা সবার ঊর্দ্ধে। বাংলা ভাষাটা সত্যি যে তেমন জানি না, হানুদার কিছু কিছু পোস্ট পড়ে বুঝতে পারি।

    গুরু-গপ্প: P এর লেখাগুলো বেশ ভালো লাগে পড়তে, বেশ লীলা মজুমদার টাইপ।

    গুরু-ক্রীড়া: অর্পণদার ইশ ব্যাঙ্গলের পেছনে লাগা আর অরিজিৎদার হেরো [;-)] নিউ ক্যাসেলের কড়চা :-)))

    গুরু-সুপুরি: স্যান্দি কে কেউ সরাতে পাল্লো না বোধ হয়। সঙ্গে রসগোল্লা আর কাসুন্দি

    এই অবধি থাক, পরে মনে পড়লে বলব আবার।

  • Sudipta | 122.169.130.241 | ১৭ এপ্রিল ২০০৯ ১৯:২১412666
  • *গুরু-রস টা গুরু-গম্ভীর হবে

    আর একটা কথা কিছু টই শুরু করে না এগোনোর দায়ে কয়েকজনের পানিশমেন্ট হওয়া উচিৎ। এটা নিয়ে গুরুকুলের সিরিয়াসলি ভাবনা চিন্তা করা উচিৎ, এতে পাঠক কে খুন করা হয়।
  • intellidiot | 220.225.245.130 | ১৭ এপ্রিল ২০০৯ ১৯:২৯412668
  • না:... চান্স টা ফস্কেছে ;-)

    আমি নয়ডায় থাকি
  • Samik | 122.160.41.29 | ১৭ এপ্রিল ২০০৯ ১৯:২৯412667
  • সুদীপ্তকে তা হলে সুমেরুর কিছু গদ্য আর দীপ্তেন্দার কিছু অনুকরণ পড়াতে হবে। সে তো এপাড়ায় নেই।

    হায়, কোথায় সেই অক্ষয়কুমারের সিঁথির সিঁদুর, কোথায় সেই সব প্লাটিপাস, বি. ঈশান আর তার দুর্বোধ্য জ্যামিতি ...
  • Sudipta | 122.169.130.241 | ১৭ এপ্রিল ২০০৯ ১৯:৪২412670
  • গুরু-পুরাণ ও রন্ধন প্রণালী: দীপ্তেনদা উবাচ :-))

    গুরু-গদ্য: লা-জওয়াব শমীকদা, ঝরঝড়ে লেখা বেশ ভালো লাগে।

    শমীকদার গল্প লেখা বেশীর ভাগ-ই ভালো জিনিস পত্তর গল্প ওপাড়ায় বা অলিন্দ-য় পড়েছি। সুমেরুর লেখা পড়া হয়ে ওঠে নি তেমন, খুঁজে পেতে দিও তাইলে। dd র লেখা ভালো-ই পড়িচি :)

    basically গুরুর অধিকাংশ লোক জন কেই বেশ কালার ফুল লাগে, অল ওভার অভিজ্ঞতা, এখনো ওবধি (বার না খাইয়ে বল্লুম)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন