এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুতে প্রথম কি ভাবে - গুরুর যা ভাল লাগে

    shrabani
    অন্যান্য | ১৭ এপ্রিল ২০০৯ | ১৪৭৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samik | 122.160.41.29 | ১৭ এপ্রিল ২০০৯ ১৯:৫১412671
  • আমি এই মুহুর্তে নয়ডাতে আমার আপিসে বসে আছি। সেক্টর দুই।
  • Samik | 122.160.41.29 | ১৭ এপ্রিল ২০০৯ ১৯:৫২412672
  • সুদীপ্ত, পিঠটা বড়ো চুল্কুচ্ছে, একটু চুলকে দিবি? আমিও তোর পিঠটা চুলকে দোবো, আয় ...
  • umesh | 62.254.196.200 | ১৭ এপ্রিল ২০০৯ ২০:১০412673
  • sudipta, তুমি কি কল্লোলদা আর রঞ্জনদার কিছু-ই পড়ো নি? ওদের নাম গুলো তো বললে না।
  • intellidiot | 220.225.245.130 | ১৭ এপ্রিল ২০০৯ ২০:১১412674
  • এ: পড়াতুতো সম্পর্কটা ফস্কে গেল। আমি এই মুহুর্তে sec 59 -এ আমার আপিসে বসে একখানা মাকর্সা বানাচ্ছি :-)
  • Samik | 122.160.41.29 | ১৭ এপ্রিল ২০০৯ ২০:২৪412675
  • যাক, উনষাটও আমার বাড়ি থেকে খুব দূরে নয়। রাস্তার এপার আর ওপার তো। আমি বৈশালীতে থাকি।
  • intellidiot | 220.225.245.130 | ১৭ এপ্রিল ২০০৯ ২০:২৮412676
  • বাহ।
    আমি থাকি বারো তে। মেট্রো হাসপাতালের কাছে। আর বৈশালী শিপ্রার পিছন দিকটাতে না?

  • Samik | 122.160.41.29 | ১৭ এপ্রিল ২০০৯ ২০:৩৩412677
  • হ্যাঁ। শিপ্রা ইন্দিরাপুরমে পড়ে, তার পেছন দিকেই বৈশালী / বসুন্ধরা। আমার বাড়ির ঠিক সামনেই ডাবরের চ্যবনপ্রাশ তৈরি হয়। ডাবর চক বলে জায়গাটাকে।

    মেট্রো হাসপাতালের কাছে? বারো সেক্টরের L ব্লকে একটা মিষ্টির দোকান ছিল, কমলা সুইট্‌স, উঠে গেছে না আছে?
  • intellidiot | 220.225.245.130 | ১৭ এপ্রিল ২০০৯ ২০:৪৭412678
  • মিষ্টির দোকান একখানা আছে বটে, তবে সেটা কমলা কিনা এই মুহুর্তে মনে পরছে না যে :-(
    দেখে বলবখনে। ইয়ে, খাদ্য খাদকের কোন সরল অথবা জটিল সম্পর্ক ছিল কি ঐটির সাথে?

    তবে vice versa -টা সত্যি। আমি ভেতো বাঙালি ঐ ডাবরের চ্যবনপ্রাশের জোরেই এখানকার শীত কালটা কাটাই কোনমতে ;-)
  • Binary | 198.169.6.69 | ১৭ এপ্রিল ২০০৯ ২০:৫০412679
  • এসেছিলাম এমনি-ই ক্যালকাটাওয়েব থেকে, তখন চৈত্রমাস, নন্দীগ্রম মধ্যগগনে, আনন্দবাজারে-ও গুরুতেও।

    থেকে গেলাম এমনি-ই ভাললাগে বলে, আর নেশাধরে গেছে বলে।

    আর হ্যাঁ, এতসহজে বাংলালেখা যায় বলেও :)))
  • Samik | 122.160.41.29 | ১৭ এপ্রিল ২০০৯ ২০:৫৫412681
  • কমলায় মালপোটি বড় সরেস বানাতো। ওরা আসলে সি আর পার্কের দোকানি ছিল।
  • intellidiot | 220.225.245.130 | ১৭ এপ্রিল ২০০৯ ২১:০৫412682
  • বা: তাই বুঝি।

    আচ্ছা আজ কাটি। আবার পরে কথা হবে। সুযোগ পেলে শুভদৃষ্টি টিও :-)

    শুভরাত্রি। ভাল থাকবেন সবাই
  • arjo | 168.26.215.13 | ১৭ এপ্রিল ২০০৯ ২১:১২412683
  • গুরুচণ্ডা৯ যখন লঞ্চ করা হল বা তার খানিক পরে আমার কাছে গুরুচন্ডা৯ র পক্ষ থেকে একটা ইমেল এসেছিল। আমি তখন বোস্টনে, তখন থেকেই পড়ি। আস্তে আস্তে ভাটিয়ালি হল, দীপ্তেনদা প্লাটিপাস আর তারসাথে লাঞ্চের বর্ণনা লিখলেন, লিখতেই থাকলেন, আর আমিও জড়াতেই থাকলাম। দীপ্তেনদার আমার সত্তর, বিক্রমের বাংলা বয়েজ, তীর্থদার রাবন্দা, ঈশানের গরুর রচনা, রঙ্গনের প্রফেসর সুলভ লেখা ইত্যাদি নেশা ধরাল। মধ্যে বসল আইপি ওদিকে তৈরী হল টই। ঝগড়া, পেপার, গল্প, কবিতা, ভাট, সিপিএম, বিদেশ বেশিদিন নীরব থাকতে দিল না। ;)

    একটা মজার ঘটনা, এখানে সরব হওয়ার পর শুনেছি আমাকে নাকি অনেকেই আমাকে আর এক বিখ্যাত ব্যক্তির সাথে গুলিয়ে ফেলত। প্রচন্ড মজা পেয়েছিলাম। সব মিলিয়ে, কেলিয়ে কুলিয়ে, মিলিয়ে ঝুলিয়ে বেশ ভালো আছি। গল্প, কবিতা, সাহিত্য, প্রবন্ধ তো আসে যায়। কিন্তু এমন কালারফুল একটা ভাইব্র্যান্ট একটা কমিউনিটি দেখা যায় না। আগে বড়ো গুরু ও চন্ডালেরা।
  • ranjan roy | 122.168.75.73 | ১৭ এপ্রিল ২০০৯ ২২:২১412684
  • অরিজিৎ জোয়ান বেইজের লাইভ প্রোগ্রাম দেখে"মজলিশে লিখলো। আমর অনুরোধে "'জেরুজালেম'' গানটা পুরো লিখে দিল। তারপর সিডনির ইন্দ্রাণী আর অরিজিৎ ডাকলো এখানে আসতে। আমি তো খুলে দেখে থ'- অ্যায়সা কৈ দিলওয়ালা রে!
    তারপর দময়ন্তী । মাঝে মাঝেই জিজ্ঞেস করতে লাগলো--- আপনার সাইট পছন্দ হয়নি বুঝি? নাহলে কোন একটাতে লিখছেন না কেন?
    আমার অবস্থা সেই--- পাগলা খাবি? না, আঁচাবো কোথায়।
  • M | 59.93.192.16 | ১৭ এপ্রিল ২০০৯ ২৩:২২412685
  • আমিও বোধহয় এলুম ০৯ এর প্রথমে,তার আগে অবশ্য অরিন্দমের কথা শুনে ওর লেখা দু এক বার পড়ে গেছিলাম, কিন্তু BL এ তুলকালাম বোর হয়ে যাচ্ছিলাম যখন মানে ঝার খাচ্ছি আর ঝার দিতে গেলেই দেখছি সে পোষ্ট উধাও তখন আর কি, জেমস এর কথায় ঢুঁ মেড়ে দেখি খাসা জায়গা, কিন্তু একটু বকা খেয়ে মানে ছোট থেকে ঝাঁঝি খেতে একদম অভ্যস্ত নই কিনা, আবার খালি এসে পড়ে যাই, সত্যি দারুন লাগে।
  • Blank | 170.153.65.23 | ১৮ এপ্রিল ২০০৯ ০০:০৩412686
  • প্রথম আসা ২০০৫ এর জানুয়ারী। তখন বাড়িতে বসে কদিন, বাইরে তুষার ঝড়। সেই সময় দিদি লিংক দেয় এটার। গুরু তে এসে আবিষ্কার করি যে এই তো সেই 'গরু' রচনা যেটা ফরোয়ার্ডেড মেলে পেতাম (মামুর লেখা)। কিন্তু সেবার গুরু পড়া ছারা আর কিছু হয় নি। বাকি কোথায় কি আছে, সে সব ঘাঁটা লাগতো (এই জন্যি বার বার বলি গেট আপ পাল্টাতে)।
    পরে ফের আসা ২০০৬ এর মাঝা মাঝি। ভাটানো শুরুতো ২০০৭ এ মনে হয়।
    (বা লা আমি একবার মামুর আইডি ঝেড়ে দিয়েছিলাম, মামুর কি তা মনে আছে?)
  • Ishan | 12.163.39.254 | ১৮ এপ্রিল ২০০৯ ০১:১৭412687
  • মোটেই আইডি ঝাড়োনি। একটু কনফিউজড হয়ে গিয়েছিল লোকজন (আমি সহ) এই যা।
  • Blank | 170.153.65.23 | ১৮ এপ্রিল ২০০৯ ০১:২২412688
  • সেই একই তো হলো প্রায়। সব্বাই ভ্যবাচ্যাকা :)
  • Somnath | 117.194.193.112 | ১৮ এপ্রিল ২০০৯ ০৬:৫৬412689
  • পুরোনো গুরু।

    http://www.4shared.com/dir/14635306/f591468f/sharing.html

    দুটো ফাইল কোরাপ্ট করেছে বলে দেওয়া গেল না, পরে বাঁচাতে পারলে দিয়ে দেব। বা শমীক দিয়ে দিতে পারে।

    pages_30nov05.zip
    pages_21jan07.zip

    শুধু শেষ আর্কাইভটা কারো কাছে নেই, যেটা ঈশান জিপ করবে বলে সরিয়ে নিয়ে প্রায় কয়েক মাস সময় নিয়েও জিপ করে উঠতে পারে নাই। ততদিনে অন্য আর্কাইভগুলোর হোস্টিং সাইটটা উঠে যায়।
  • dipu | 121.243.161.234 | ১৮ এপ্রিল ২০০৯ ০৭:৩৬412690
  • থ্যাঙ্কু সোমনাথদা
  • dipu | 121.243.161.234 | ১৮ এপ্রিল ২০০৯ ০৭:৪৭412692
  • কিন্তু বাংলা তো পড়ছি না, এ যে সব হিব্রু লেখা আসছে :-(
  • omnath | 117.194.193.112 | ১৮ এপ্রিল ২০০৯ ০৮:১০412693
  • প্রথম আর্কাইভটার প্রথম কয়েক পাতা জালি আছে। মানে তখন মতামত ছিলো শুধু। লোকে ইংরিজিতে লিখতো। ইংরিজিগুলো আতাউষরফধকম হয়ে গেছে মামুর জিপ করার সময়।

    তা আমি কি করব? মামুরে কও।

    কিংবা কপি করে ওয়ার্ডে পেস্ট করে ফন্ট বদলে ইংরিজি করে দেখ।

    শমীকের কপিটায় ঠিক ঠাক ফর্মাটিং থাকতে পারে, তবে চান্স কম।
  • Somnath | 117.194.196.40 | ১৮ এপ্রিল ২০০৯ ০৯:৫৭412694
  • না, এই আতাঊশযাফর কেস টা জিপ করার আগেই হয়েছিল। শমীকের সেকেন্ড পাতার পোস্ট এ বলা আছে।

    তবে দীপু, হিব্রু এলে ফন্টটা নামিয়ে ইন্সটল করতে হয় দেখেছি, নরমালি।
  • dipu | 121.243.161.234 | ১৮ এপ্রিল ২০০৯ ১৫:০৫412695
  • না:, তাতেও হল না :-(
  • Samik | 122.162.236.9 | ১৮ এপ্রিল ২০০৯ ২২:২৯412696
  • সকলে ট্রাই মারো, আমি আপলোড করে দিয়েছি সমস্ত। হোস্টিং সাইটে মোট দশটা জিপ ছিল। আমার মেশিনে সবই ঠিকঠাক আসছে। ফায়ারফক্সে বোধ হয় বাংলাপ্লেন ইনস্টল করে দেখতে হয়।

    http://www.esnips.com/web/guruchandali-archive/
  • Z | 117.194.198.95 | ১৯ এপ্রিল ২০০৯ ১১:২১412697
  • সেটা ২০০৭ এর ফেব্রু:

    বেলা তিনটে, ব্যাপক ল্যাদ খাচ্ছি...

    কি খেয়াল হল, "বোকাচোদা' লিখে গুগলে সার্চ মারলাম।

    হে: হে: প্রথম রেজাল্টেই বেরিয়ে এল ফ্যাতাড়ুর টই।

    সেই শুরু।
  • sinfaut | 218.248.76.21 | ১৯ এপ্রিল ২০০৯ ১৬:৩৮412698
  • সত্যিই ইউরেকা মোমেন্ট। :)))
  • tania | 65.115.93.98 | ২১ এপ্রিল ২০০৯ ০২:৫৩412699
  • ২০০৬ এর জানুয়ারি। এক বন্ধুর কাছে ঠিকানা পেয়ে এসেছিলাম এখানে। বেশী কিছু আশা ছিলনা। oh well, just another webzine। একটু দেখে চলে যাব। এইভেবে এসেছিলাম সেদিন। গুরুতে তখন দুরন্ত ঈগল উড়ছে। ওদিকে দমদিদির সেই মেয়েটা ভেলভেলেটা। ব্যাস, সেই যে আটকা পড়ে গেলাম, আর যাওয়া হলনা :-)
  • Tim | 71.62.2.93 | ২১ এপ্রিল ২০০৯ ০৫:৩২412700
  • ২০০৬ এর শেষের দিকে ক্যালকাটাওয়েব থেকে লিংক দেখে এসেছিলাম একবার। ভাটিয়ালি দেখে অবাক হয়েছিলাম। আমার কেমন জানি মনে হলো, যারা গল্প করছে তারা সব্বাই এক আপিসে চাগ্রি করে, বহুদিনের চেনাশোনা। হয়ত নিজেদের বাংলায় লেখার সুবিধের জন্য এটা বানিয়েছে। দু একটা পোস্ট পড়ে চলে গেলাম।
    ২০০৭ এর জানুয়ারি নাগাদ বাড়ি থেকে ফিরে আবার এলাম। এট্টু ভালো করে দেখে ব্যাপারটা বোঝা গেল। একটা টইতে নেমসেক নিয়ে আলোচনা চলছিলো। সেই শুরু।
    গুরুর সবসেরা আকর্ষণই আবার তার সবথেকে বড়ো সমস্যা। নিয়মের বাহুল্য নেই। আপনি-আজ্ঞে করার, সাজিয়ে গুছিয়ে কথা বলার ব্যাপার নেই, মেকি ভদ্রতার প্রলেপ মাখানো সংলাপের ছড়াছড়ি নেই। আবার সেইজন্যই, সময়বিশেষে যথেচ্ছ ঝগড়াঝাঁটি আছে, গালাগাল দিয়ে ভূত ভাগিয়ে দিলেও কেউ কিছু বলার নেই। টই আছে, যেখানে ইচ্ছেমতন লেখা যায় (অবশ্য ইচ্ছেমতন লেখা ভেস্তিয়ে দেওয়াও দেখেছি)। তো, সব মিলিয়ে, কিকরে যেন আটকে গেছি। গুরুর বাইরে আমার অজস্র বন্ধু, তাদের অনেকেই চন্ডালীতে সিদ্ধ, অনেকে গুরুগিরিতে, কিন্তু একইসাথে দুটোতেই কেউ হাত পাকাতে পারেনি। সাদা কে সাদা, কালোকে কালো বলার সততা, তুমুল তক্কো আর তাপ্পরেই ঝগড়া মিটিয়ে খুনসুটি, নিত্যদিনের নির্দোষ খিল্লি- এগুলোর জন্যই আসি। এছাড়া নির্ভেজাল পড়াশুনোর ব্যাপার তো আছেই। যদিও আগের থেকে এখন অনেক কম আলোচনা হয়। বিষয়বৈচিত্র্যও কমে যাচ্ছে।
  • h | 203.99.212.224 | ২১ এপ্রিল ২০০৯ ১৪:৪৬412701
  • এই বিষয় বৈচিত্র কমে যাওয়ার ব্যাপারে আমার বক্তব্য হল, বুক রিভিউ কমে গিয়ে ভালো কিসু হয় নি। সকলের মতই আমি-ও বই পড়ি, কেউ-ই লেখে না আমিও লিখি না। তাছাড়া আমি দেখেছি, আমার যে বইয়ে ইন্টারেস্ট আছে, সেটাতে কেউ ইন্টারেস্ট পায় না। মাঝে মাঝে প্যাঁক ও দেয়, তাই আমার ও লিখতে ইচ্ছে করে না। অন্যরা কেন লেখেন না জানি না।
  • Arijit | 61.95.144.123 | ২১ এপ্রিল ২০০৯ ১৫:০৯412703
  • প্রায় একই কারণ। পার্টিসিপেশন কম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন