এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুতে প্রথম কি ভাবে - গুরুর যা ভাল লাগে

    shrabani
    অন্যান্য | ১৭ এপ্রিল ২০০৯ | ১৪৯৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bhuto | 203.91.207.30 | ২১ এপ্রিল ২০০৯ ১৬:০৩412704
  • আমি ? ইশানদার কাছ থেকে মেল পেয়েছিলাম। সাইটটা খুলেছে খবর পেয়ে। এলাম , লিখলাম । তখন ফাঁকা, সব চেনা লোকজন ঘোরাফেরা করছে মাঝে মাঝে। তখন আমি এট্টু ছোট ২৩ হবো হয়তো। তারপর মাঝে প্রচন্ড কাজের চাপ। নতুন কাজে লেগে পড়লাম। তারপর একদিন খুলতে গিয়ে দেখি ব্লক। মেজাজটা খুব একটা বিগড়ালোনা , কেননা সবাই তখন ওপাড়ায় আছে প্লাস এপাতার প্রতি টান তখনও আসে নি।

    যাক , পরে খবর পেলাম, প্রচন্ড ঝড় উঠেছে এখানে। সে সবের আঁচ পাই নি তেমন, খবর পেয়েছিলাম। আস্তে আস্তে আমার অগোচরেই গুরুর ভোল পাল্টালো, নতুন বিভাগ নতুন লেখা, নতুন অনেক মুখ। বহুদিন পর মিঠুদিকে একটা মেল করলাম। সেই মেলের জবাবটা মনে একটা জেদ এনে দিল। তখন অনেক বড়ো হয়ে গেছি, মাথায় বুদ্ধি খেলে গেছে, বাড়িতে নেট এসে গেছে। গুরু খুলে ফেল্লম প্রায় ৪ বছর পর। আমি কিনা সারানোর লোক আর আমাকে ফাঁকি। আপিসে দিলাম কল ঠুকে, টানা এক সপ্তাহ টেকনিক্যাল বকে বকে,বুঝিয়ে সুঝিয়ে আপিসে গুরু খোলালাম।

    খুব আনন্দ হয়েছিল প্রথম বলেছিলাম দ'দি কে। even আনন্দে মেলটাই ফরোয়ার্ড করতে যাচ্ছিলাম যাতে বলা ছিল 'You’re requested URL has been unblocked. Please kindly check it & confirm to us.' কিন্তু আপিসের পলিসি ভেবে শেষে শুধু বাকিগুলো মুছে এই লেখাটাই ফরোয়ার্ড করলাম।

    ব্যাস তারপর আর কি লেখা শুরু। এখন তো এটা কমন পাতার মতো খোলাই থাকে সিস্টেমে :)

    মাঝে খালি হারিয়ে গেল ৪ টি বছর :(
    পুরোনো মুখের (দ-দি,মিঠুদি,ইশানদা,সায়নদা,রঙ্গনদা,অরিজিৎদা,বুনু,dd,অয়ন,ইন্দো ডাক্তার,সর্বাণীদি,যোষিতাদি,তনুদি,ইন্দ্রাণীদি,শমীকদা,বিক্রম,কলিদি,সোমুদা,আগুন,মিতামাসি,তারেক\কনফু,সামরান আপু,সুমেরুদা,সুমনদা,সুহাসিনীদি ইত্যাদি ইত্যাদি) মাঝে নতুন মুখ দেখতে পেলাম।
  • Bhuto | 203.91.207.30 | ২১ এপ্রিল ২০০৯ ১৬:০৭412705
  • সুদীপ্তর নামটা হঠাৎ মনে পড়ল , আরো হয়তো আছে আরো। যাই হোক নাম বড় নয় আসল হল গুরুতে আসা।
  • d | 117.195.41.1 | ২১ এপ্রিল ২০০৯ ২২:১৩412706
  • বিষয়বৈচিত্র্য কমে যাওয়াটার একটা কারণ বোধহয় কলেজের ছেলেপিলে কম আসা। এই রোকেয়ার মত খোকাখুকু আরো কিছু আসলেই দেখা যাবে নানারকম বিষয়ের আলোচনা আসছে। কাজেকর্মে ঢুকে গেলে লোকে এত বেশী ব্যস্ত হয়ে পড়ে যে বিভিন্ন বিষয়ে আগ্রহ থাকলেও, সে নিয়ে পড়লেও, লিখে ওঠার সময় পায় না।
  • arjo | 168.26.215.13 | ২১ এপ্রিল ২০০৯ ২২:১৬412707
  • দুর যতসব নস্টালজিক বুড়োদের দল। বিষয় বৈচিত্র কিছু কমেছে বলে মনে হয় না। আর কমেছে বলে মনে হলে নিজেকে শুরু করতে হবে। সবাই সব বিষয়ে দাঁত ফোটাতে পারে না, তাবলে পড়ে না নাকি? যেমন ইন্দোদার জীবুর টই। ওটা দাঁত ফোটানো যায় নি কিন্তু পড়ি নি নাকি? তাই বিষয় পেলে লিখতে থাকুন। হ্যাঁ একটু উৎসাহর দরকার পড়ে। মাঝে মাঝে বাহা বাহা করে আসব ঠিকই। :))
  • Du | 65.124.26.7 | ২১ এপ্রিল ২০০৯ ২৩:১০412708
  • ঠিক কথা আর্জো। হনু , আগ্রহ নেই ভেবো না, তেমন কিছু বলারই ক্ষমতা নেই। র যেমন এত ভালো লিখেছে, যে আমি গিয়ে - বাহ খুব ভালো হয়েছে বলার কথাও ভাবতে পারি না। এইরকম জীবনানন্দ টইও। তবে ঠিক কথা অনেকে নেই, যারা কত কত বিষয়ে লিখে মন ভরিয়েছিল,সেই অভাবটা তো টের পাওয়া যাবেই।
  • a x | 143.111.22.23 | ২১ এপ্রিল ২০০৯ ২৩:৫৬412709
  • আমি সিরিয়াসলি ট্যানকে মিস করি। অনেক বিষয় নিয়ে বেশ ভাবনা চিন্তা করে লিখত। সেগুলোর সাথে না মিলতে পারে, কিন্তু তাও। যোষিতা, ইন্দ্রাণী, কলি, পিপি এদের লেখাও খুবই মিস করি।
  • M | 59.93.240.229 | ২২ এপ্রিল ২০০৯ ১২:০৪412710
  • এখানে যোষিতা আসে কি? আমার ওর লেখা বেশ লাগে, এইরে এটা এখানে লেখা যায় তো? নাকি ভাটে? আমার শুধু শুধু ঝাড় খেতে ভাল্লাগেনা।
  • Arijit | 61.95.144.123 | ২২ এপ্রিল ২০০৯ ১২:০৮412711
  • সব টপিকে কি সবাই ইন্টারেস্ট পায়? এটা যেমন ফ্যাক্ট, তেমনি এটাও ঘটনা যে কোনো রিভিউ বা টইয়ে একতরফা একজন লিখে যাওয়াটাও বোরিং। টপিকগুলোই হয়তো সেভাবে বাছা উচিত - কে জানে।
  • Tim | 71.62.2.93 | ২৪ এপ্রিল ২০০৯ ০৭:৫১412712
  • একটা কথা বলতে ভুলেই গেছিলাম। আমি গুরু'র পাতা নিয়ে সিরিয়াসলি ঘাঁটাঘাঁটি শুরু করি মামুর একটা লেখা পড়ে। ""আদালত ও কয়েকটি মেয়ে ""'র প্রথম পর্ব লিখছিলো মামু তখন।
  • Mridha | 147.154.235.51 | ০৬ মে ২০০৯ ০০:১৪412485
  • কি ভবে এসেছিলম ঠিক মোনে নেই এখন, মনে হয় নেট সারফ করতে করতে পৌছে ছিলাম ২০০৩-২০০৪ নাগদ। কিছু কিছু কমেন্ট পড়ে মনে হল বেশ নিজের চিন্তা ভাবনার সাথে মেলে। আমার মতো মফসল স্কুল থেকে বের হওয়া বেশ কিছু লোক্‌জন আছে। ও ই অড্ডাটা বিদেশে খুব মিস করি। ব্যাস তার পর থেকে আফিসে ফ্রি থাকলেই দেখি। মনে হয় নিজের দুনিয়া তে একটু উকি মেরে গেলাম। আজ প্রথম নিজে কিছু লেখার চেষ্টা করছি, ট্যাং খাও বলতে।
  • Blank | 170.153.65.102 | ০৬ মে ২০০৯ ০০:৩২412486
  • যাঁরা শুধু পড়েন, তারা ও মাঝে মাঝে ভাটে এসে এট্টু ভাটিয়েও যেতে পারেন
  • Ri | 203.197.96.50 | ০৬ মে ২০০৯ ০৯:৪৮412487
  • ব্ল্যাংকি তুই নিজেও তো ২০০৫ থেকে এপাড়ায় আসলেও ভাটে লিখতিস না ২০০৭ অবধি :-)
  • tkn | 122.163.79.7 | ২৮ অক্টোবর ২০০৯ ১৯:৩০412488
  • ২০০৫ নাকি ২০০৬-এ-এ জেনেছিলাম গুরু আছে। বিএল-এর মজলিশ আর চ্যাটরুমের মধ্যে 'ওরা গুরুতে লেখে...', 'তুমি গুরু পড়োনা?' শুনতাম। পড়েছি কখোনো সখোনো। খুব একটা না। নীরব পাঠক বলতে যা বোঝায় তাই আর কি। এর মাঝে দেশে ফিরলাম। নেট খুলে বাংলা দেখার ক্ষিদে কমে এলো কিছুদিনের জন্য। দেশে গুছিয়ে বসতে বসতে একদিন এক বন্ধু একটা থ্রেড পড়তে লিঙ্ক পাঠালো। পড়লাম, পরের দিন আবার, তার পরের দিন আবার। মূলত: বিষয় বৈচিত্রের জন্যই খুলতাম সাইটটা। তার ওপর দশবছর কলকাতার বাইরে থেকে ফিরেছি। নতুন বাড়ি, নতুন পাড়া, নতুন কলকাতা। বন্ধুবান্ধব কেউই তেমন নেই। গুরু খুলে একটু বসলে মনে হত একসঙ্গে অনেকগুলো মানুষের কথা শুনছি। কিছু হিউমার, কিছু তিক্ততা, কিছু মিঠেকড়া সব মিলিয়ে যেন একটা ট্রেনজার্নি। তবু লিখিনি। এমনিই। মনে হত এখানে সকলেই সকলের খুব চেনা, এর মাঝে আমি.... কি দরকার.... কিই বা লিখব নতুন করে....
    এতদিন পর, হঠাৎই একদিন পর্বে পর্বে কবিতা পড়তে পড়তে দু চার লাইন... এমনিই.... আর তারপর ভাঙা প্রেমের থ্রেড...
    গুরুতে আবাহন নেই, বিসর্জনও নেই, কিন্তু বন্ধুত্ব আছে। এটুকু থাকুক...
  • rabaahuta | 121.241.111.12 | ২৮ অক্টোবর ২০০৯ ২০:১৭412489
  • দুনিয়া জালিম, তাই গুরূ পড়ি
  • d | 117.195.38.133 | ২৮ অক্টোবর ২০০৯ ২১:৩০412490
  • তেকেনা,

    তোমার শেষ লাইনটা ---- এই সারকথাটা মাথায় রেখে যারা চলে, তাদের কোন কমিউনিটিতেই (সে ভার্চুয়াল হোক কি রিয়াল) কখনও অসুবিধে হয় না। যে কোন অপরিচিত বা স্বল্প পরিচিত জায়গায় গিয়ে সবার সাথে মিশে ?যাওয়াটা একটা বড় গুণ। তোমার সেটা আছে।
  • tkn | 122.163.79.7 | ২৮ অক্টোবর ২০০৯ ২২:৩৪412491
  • :-)
  • A or Amreeta | 99.183.185.250 | ১৭ নভেম্বর ২০০৯ ১২:৩৫412492
  • একজন বল্লেন ২০০৩ এ গুরু পড়তেন। তখন কি গুরু ছিল???

    যাইহোক,

    ২০০৫ এর শুরুর দিকে http://www.boipara.com/ এ গুরু'র লিংক পেয়ে এসেছিলাম। তারপর নী পা -ই ছিলাম। প্রথম পোস্ট করি সেইবছরই পুজোর কিছুদিন আগে। পোস্ট বলতে গেলে একদমই করিনা। কিন্তু পড়ি সঅঅঅঅঅব। তবে গুরু'র পাতায় বাঙ্গাল-ঘটির লড়াই শুরু হলে চুপ করে থাকতে পারিন, ঠিক লিখে ফেলি (অবশ্যই বাঙ্গালের হয়ে) :)
  • d | 117.195.37.43 | ১৭ নভেম্বর ২০০৯ ২২:২৫412493
  • না না ২০০৩ এ গুরু ছিল না। মিঠু একটা কোথায় লিখেছিল তো যে গুরু আর উজান একবয়সী। :) ২০০৫ এই সৈকত লিঙ্ক দেয়। আমি প্রায় তনুর এক আধদিন পরেই লিখি আর অনেককে ধরে আনি। "মতামত' নামে ছিল আনমডারেটেড অংশটা। আর টই, বুবুভা এসব তখন কোথায়! অবশ্য "কূটকচা৯' ছিল, তাতে শুধুই সৈকতের লেখা। পরে ২-১ দিনের মধ্যে নাম বদলে আনমডারেতেড অংশ "ভাটিয়া৯' হল। সেই সময় একটা দারুণ ব্যপার হয়েছিল। "গুরুচন্ডা৯' সাময়িকী পরপর ৩ মাসে ৩টে বেরিয়েছিল। কিন্তু তখন তো "সম্পাদকীয় নয়' থাকত না, তারিখ ফারিখেরও বালাই ছিল না। তো বিভিন্ন বিষয় আলোচনা করতে ভাট-এ একটু অসুবিধে হচ্ছিল। ২০০৫ এর ডিসেম্বরে "টইপত্তর' লঞ্চ হল, সেটাও আনমডারেটেড। বুবুভা ২০০৬ এ।
  • Samik | 122.162.75.73 | ০২ জুলাই ২০১০ ০৯:৪৮412494
  • রিসেন্টলি অনেকে এসেছে। এখানে হুতোর পোস্ট দেখছি, কিন্তু লামা নেই। বোকা এসেছেন, কেলো এসেছেন, আরো নতুন নতুন মুখ। ও ইয়েস, ভুলে গেছিলাম, কার্তুজ এসেছেন।

    একবার পদধূলি দেবেন, হেঁ হেঁ।
  • Lama | 155.57.192.1 | ০২ জুলাই ২০১০ ১০:২৯412496
  • প্রথম আসি ২০০৫এ। অরিজিৎ অর্কুটে একটা স্ক্র্যাপ করেছিল লিংকটা দিয়ে। তারপর থেকে নিয়মিত পড়ি, কিন্তু ২০১০ এর আগে কখনো কিছু লিখি নি। যতদূর মনে পড়ে, এবছরের ফেব্রুয়ারিতে আমাদের অফিসের সামনের রাস্তায় তৃণমূলের একটা অবরোধ হচ্ছিল- সেই ব্যাপারে ব্ল্যাঙ্কির একটা পোস্টের উত্তর দিয়েছিলাম। সেটা আমার প্রথম পোস্ট। তারপর থেকে টুকটাক পোস্ট করতাম। বইমেলায় কাবলিদা আর বড়ম-র সঙ্গে আলাপ হবার পর থেকে গল্পের টইতে লিখতে শুরি করি। তার আগে টইতে কখনো লিখি নি। আর আমার শুরু করা প্রথম এবং একমাত্র টই হচ্ছে "বারুদ'।

    মামুকে চিনি অনেক বছর, কিন্তু এই মামুই যে সেই লোক সেটা জানতে পারলাম মামুরই পোস্ট পড়ে। আর হুতো লোকটা যে কে, হুতো নিজে না জানালে জানতে পারতাম না।
  • gandhi | 203.110.246.230 | ০৩ এপ্রিল ২০১২ ১১:৫৬412497
  • ২০০৭-০৮ হবে, অরকুটের যুগে গুরুর অর্কুট কমিউনিটিতে যোগ দিয়েছিলাম, সেখান থেকে লিংক পেয়ে মাঝে মাঝে গুরু-পাড়া ঘুরে যেতাম। লেখার সাহস ছিলনা। হেব্বি গুরু-গম্ভীর লাগতো, দু-একটা পোস্তো ও করেছিলাম, পড়ে খুঁজে পাইনি।

    তারপর, ফেবু যুগে আবার ফেবু ফেসবুক পেজ পেলাম, কিন্তু রেগুলার পড়তে শুরু করলাম তখনই যখন দেখলাম, আমাদের দু-তিনজন বন্ধুও গুরু পড়ে, তখন আমাদের আড্ডার রেফারেন্সে গুরু আসতে শুরু করল। তারপর গুরুতে ফুটবলের টই খুঁজে পেয়ে দেখলাম যে এখানে লেখা যায়, লিখে দেখলাম কেউ চাটলো না।। ফলে লিখতে শুরু করলাম এক্টু এক্টু
  • Kaju | 121.242.160.180 | ০৩ এপ্রিল ২০১২ ১২:১৩412498
  • আমি এসেছিলাম তিনটে কারণে -

    ১। বাংলায় কেমন লেখা যায় দেখতে। এদের ফন্টটা খুব ভালো তো। বেঙ্গল ফ্লাইটে আর কি।

    ২। একার মনের ফক্কুড়ি অনেকের মধ্যে ছড়িয়ে দেবার জন্যে। যদিও সেটা আজ অব্দি পারিনি। কেউ পাত্তাই দেয় না। :(

    ৩। যাই হাবিজাবি লিখি, কেউ ওড়াতে পারবে না। ৫ বছর পরেও নিজেরেই পাবে খুঁজে ইহাদের ভীড়ে।
  • d | 14.96.6.109 | ০৩ এপ্রিল ২০১২ ১২:১৮412499
  • তারমানে 'যদি হৃদয়ে লেখো নাম' এর বদলে এখন 'যদি গুরুতে লেখো নাম' (কিন্তু এইটা কিরম অসুব্য শোনাচ্ছে) হবে?
    :-))))
  • tatin | 122.252.251.244 | ০৩ এপ্রিল ২০১২ ১২:২৪412501
  • কাজুর তিন্নং পয়েন্টটা গুরুতে লেখার জন্যে সমস্যাবিশেষ মনে হয় আমার। যাই লিখি উড়ানোর উপায় নেই।
  • shrabani | 117.239.15.27 | ০৩ এপ্রিল ২০১২ ১২:২৪412500
  • এই টই টা আমি খুলেছিলাম? কেন?....এটা নিয়েও এবার "এই তো সেদিন" লিখতে হবে মনে হয়.....কবে একটা রঙ্গন বলেছিল আমার কোনো মন্তব্যে যে পাঁচ বছর অনেকটা সময়, আমি বোধহয় উল্টো বলেছিলাম.....:((((
  • Kaju | 121.242.160.180 | ০৩ এপ্রিল ২০১২ ১২:৩৮412502
  • দমদি-র কথাটা নীনাদি অনেকদিন আগে একবার বলেছিল। :))

    নতুন গুরুতে ওড়ানোর ব্যাপারটা থাকলে কিন্তু ভালো হত। এখানে একবার যদি 'ভাবিয়া করিও কাজ (মানে পোস্তো)' না করি, তো গেল ...
  • Somnath | 59.160.210.2 | ০৩ এপ্রিল ২০১২ ১৪:০৪412503
  • আমি ওড়ানোর বিপক্ষে ভোট দিলাম।

    আমার এখনো মনে হয় প্রচলিত স্যোসাল সাইট আর ব্লগসমূহের পপুলার অভ্যাসগুলোর প্রতি উদাসীন প্রত্যাখ্যানই গুরুর প্রতি আমার টান, মূলত:। ফেসবুক আর ব্লগস্পটের ছাঁচে ঢালাই না হওয়া, প্রবল রংচং, অডিও ভিডিও, এমবেড, স্মাইলি, সিগনেচার -এর গতানুগতিকতায় মিশে না যাওয়াই গুরুকে আলাদা রেখেছে এখনো। বাংলালাইভও যেটা পারেনি শেষতক।

    কারণ হিসেবে ল্যাদ ও প্রফেশনাল ব্যস্ততা দায়ী হলেও প্রকৃত প্রস্তাবে প্রশংসাই প্রাপ্য তাদের এ কাজের জন্যে। ওয়েব দুনিয়ার ঘটমান পরিবর্তনের আঁচ এখও লেগে ওঠেনি গুরুতে, অন্তত ফর্ম্যাট ও লুক এর দিক থেকে। এখনো কোনো পোস্ট কে সাজানো গোজানো নয়, বক্তব্যের ধার ভার আর গুরুত্বই একমাত্র উপজীব্য কোনো পোস্টের, যেকোনো পোস্টের, সমস্ত পোস্টের - এটা অনন্যসাধারণ, এখনো, ওয়েবদুনিয়ায়।
  • Kaju | 121.242.160.180 | ০৩ এপ্রিল ২০১২ ১৪:১২412504
  • 'ভাবিয়া করিও কাজ'-এর অনুশীলন ও সু-অভ্যাস গুরুতে পোস্টের মাধ্যমেই পরোক্ষে ও অজান্তে হতে পারে। সেই হিসেবে প্রকৃত প্রস্তাবে আমিও ওড়ানোর বিপক্ষেই রয়েছি।
  • siki | 155.136.80.36 | ০৩ এপ্রিল ২০১২ ১৪:১৬412505
  • কনটেন্ট আর প্যাকেজিং।

    প্যাকেজিংএর দিক দিয়ে গুরু অন্যান্য সাইটের থেকে অনেক পেছনে। কিন্তু কনটেন্ট অন্য লেভেল।
  • sinfaut | 121.241.218.132 | ০৩ এপ্রিল ২০১২ ১৪:৩২412507
  • সোমনাথকে কয়েক হাজার 'ক' দিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন