এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুতে প্রথম কি ভাবে - গুরুর যা ভাল লাগে

    shrabani
    অন্যান্য | ১৭ এপ্রিল ২০০৯ | ১৫০৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | 122.248.183.1 | ০৪ এপ্রিল ২০১২ ১১:০৭412574
  • ও ই দ্যাকো। কেসি,টেনে খেলিয়ে দিলো। 'সুযোগের অপেক্ষায়' ছিল :-))
  • Kaju | 121.242.160.180 | ০৪ এপ্রিল ২০১২ ১১:২২412575
  • ইয়ে কেশীদা আম্মো কিন্তু কৌশিক। নিশ্চয়ই জানতেন না। :))
    ১০:০৩ দেখে খুশী হতে গিয়েও ভাবলাম 'বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো?'
  • Tim | 128.173.39.70 | ০৪ এপ্রিল ২০১২ ১১:২৯412576
  • সোনার কেল্লার ডায়লগও ভাবা যেত...
  • de | 79.168.255.33 | ০৪ এপ্রিল ২০১২ ১১:২৯412577
  • কেলোবাবুর লেখা পড়ে চোখে জল এসে গেলো -- দিনের শেষে পুরো দুনিয়াই জেনারাল কম্পার্টমেন্ট, একটু আলাপ করে সহযাত্রীদের সঙ্গে আড্ডা মেরে আর দেওয়া-নেওয়ায় সময় কাটলেই ভালো, গোমড়া-মুখ করে হিসেবী হলে নিজেরই পাওনার ভাঁড়ারে কম পড়ে।

    নীনাদি আর হুচির সঙ্গেও একদম একমত -- সারা পৃথিবী জুড়ে আমারও অনেক মধুসূদনদাদারা ছড়িয়ে আছে, তাদের ভরসাতেই আমিও একা-একা রাত-বিরেতে, জায়গায়-বেজায়গায় পথ চলি। বিশ্বাস করে আজ অবধি কখনো ঠকিনি!
  • kumu | 122.160.159.184 | ০৪ এপ্রিল ২০১২ ১৫:১৮412578
  • কৌশিক,অসাধারণ।
    হাত্তালি,হাত্তালি।

    খুব,খুব,খুব ভালো লাগল এত গুরুরা মধুসূদনদাদার স্পর্শ পেয়েছ বলে।
    আমার অভিজ্ঞতা একটু অন্য,তাতে কী!তোমরা সবাই যেন সরা জীবন পাশে পাও মধুসূদনদাদাকে।
  • m | 50.82.180.165 | ০৪ এপ্রিল ২০১২ ২০:০৬412579
  • কৌশিক, খুউব ভালো লাগলো। এই বিশ্বাসবোধ বাঁচিয়ে রাখতে পারা বড় কম কথা নয়।

    অনুযোগ, আপনি এত ভালো লেখেন , এত কম লেখেন কেন?
  • shrabani | 59.94.97.169 | ০৪ এপ্রিল ২০১২ ২০:২০412580
  • গুরুচন্ডালী জেনারেল কম্পার্টমেন্টই থাক...এটা খুব ভালো বলেছেন আর লেখাটা দারুন লাগল...তবে বিশ্বাস বোধহয় সবারই আছে নাহলে তো পথ চলাই দায় হত...
  • Abhyu | 97.81.109.75 | ০৪ এপ্রিল ২০১২ ২২:১২412581
  • কেলোদার লেখাটা খুব ভালো লাগলো। ওনার লেখা এমনিই ভালো লাগে, তবে বড্ড কম লেখেন।
  • nk | 151.141.84.239 | ০৪ এপ্রিল ২০১২ ২২:১৮412582
  • কেলো র লেখা এমন যে কী বলবো! আরো লিখুন, আপনার লেখা যেন সঞ্জীবনী ধারার মতন নিশিকান্তের ভিতর বাহিরের সব বিষ ধুয়ে দিলো, আবার যেন আলো দেখতে পেল নিশিকান্ত। সে আবার বাঁচলো।
    ভালো থাকুন।
  • ranjan roy | 122.168.14.114 | ০৪ এপ্রিল ২০১২ ২৩:৪০412584
  • কেলো গত বইমেলায় আমার জন্যে মধুসূদনদাদা হয়ে এটিএম খুঁজতে ও পথ চিনে গুরুর টেবিলে ফিরে আসতে খুব সাহায্য করেছে।
    ওর লেখা পড়ে আমার বাবার একটা কথা মনে পড়ে গেল-- মানুষ আলু-বেগুন না, যে পইচ্যা গেলে ফালায়া দিবা। আর, অবিশ্বাস কইর‌্যা ঠগার চেয়ে বিশ্বাস কইর‌্যা ঠগা ভাল।
  • Siddhartha | 131.104.241.62 | ০৪ এপ্রিল ২০১২ ২৩:৪৭412585
  • না ঠকা সবচে ভাল।

    ঠকবার পরে বিশ্বাস করে হোক অবিশ্বাস করে হোক হেবি বিরক্ত লাগে
  • aka | 168.26.215.13 | ০৪ এপ্রিল ২০১২ ২৩:৫২412586
  • তা কেলো লিনাক্ষ নিয়ে আবার কবে ঝগড়া করবে? :))

    কেলোর সাথে আলাপের বিশেষ ইচ্ছে রইল।
  • sayan | 115.241.111.217 | ০৪ এপ্রিল ২০১২ ২৩:৫২412587
  • বিশ্বাস করে ঠকা ভালো - রঞ্জনদা'? ঠিক শুনলাম!
  • Tim | 128.173.38.196 | ০৪ এপ্রিল ২০১২ ২৩:৫৪412588
  • সিদ্ধার্থকে ক। ঠকা বিশ্রী ব্যাপার।
  • pi | 137.187.241.4 | ০৫ এপ্রিল ২০১২ ০০:০০412589
  • কেলোদার শেষ দুটো লাইন বিশেষ করে ভাল লাগল।
  • I | 14.96.7.144 | ০৫ এপ্রিল ২০১২ ০০:২৩412590
  • ঠকছি সে কথা না ভাবলেই হয় ! সেদিন যে ফেসবইতে কে একজন লিখেছিল গাঁধিবাবা'র কথা- তুমি না চাইলে পৃথিবীতে কেউ তোমায় ব্যথা দিতে পারে না।

    তবে কিনা, মহাপুরুষের উক্তি। চারিদিকে কোলাহল করে। আর আমরা দণ্ডিতের মত দাঁড়ায়ে থাকি। বাদে কেলোদা। কেলোদাকে একটা চকাস করে চুমুই খেয়ে ফেল্লাম। আমারো একটি বউ, একটি ছানা। তাই এজন্মে কেলোদা হওয়া হল না, কী কেলো ! এক যবে রিটায়ার হবে। একটি সাহসের বিচি "জ্জয় কেলো' বলে মাটিতে পুঁতে এলাম মাঝরাতে। যখন যেমন পারি জল দেবো। দেখি কী দাঁড়ায়।
  • PM | 2.50.43.169 | ০৫ এপ্রিল ২০১২ ০০:২৯412591
  • খুব ভালো লাগলো কেলো বাবু। কতো দিন বাদে মন ছুয়ে যাওয়া লেখা পড়লাম।

    আপনার লেখা পড়ে অনেকদিন আগে একজনের কাছ থেকে শোনা একটা কথা মনে পড়ে গেলো হঠাৎ। "ছোটি ছোটি বাঁতো সে সম্পুর্নতা আতি হ্যায়, অউর সম্পুরনতা কৈ ছোটি চীজ নেহি"।
  • Nina | 12.149.39.84 | ০৫ এপ্রিল ২০১২ ০০:৪৪412592
  • PM ভারি সুন্দর কথাটি--কে বলেছিল জানতে ইচ্ছে করছে--
    টুকে রাখলাম মনের খাতায়!
  • anandaB | 135.214.40.21 | ০৫ এপ্রিল ২০১২ ০১:১৩412593
  • আর এই বড়াই ছেলেটা ("ছেলেটা'-ই বলে ফেল্লাম সাহস করে, বলতে ভালো লাগে আর কি), যাই লেখে তাই কিরকম মন্ত্রমুগে্‌ধর মত পড়তে সাধ হয়

    সামান্য কথা তবু কিরকম অসামান্য ভাবে বলা
  • dukhe | 202.54.74.119 | ০৫ এপ্রিল ২০১২ ০৯:৫৭412596
  • নাইটক্লাবে সদ্য আলাপী পুরুষকে বিশ্বাস করে তার গাড়িতে উঠে ঠকা ভালো ?
  • Siddhartha | 131.104.241.62 | ০৫ এপ্রিল ২০১২ ১০:৪০412597
  • এই দুখে কি কোনোভাবে ইন্দ্রদেব চ্যাটার্জির ব্যাচমেট? আই এস আই, ১৯৯৭?

    অথবা এই দুখেই কি বাংলালাইভে লিখত?

    যে কোনো একতা হ্যাঁ হলেই অন্যটা হবে। এ এক্কেরে ইফ এন্ড অনলি ইফ কন্ডিশন।
  • dukhe | 202.54.74.119 | ০৫ এপ্রিল ২০১২ ১০:৪৫412598
  • না ।
  • Siddhartha | 131.104.241.62 | ০৫ এপ্রিল ২০১২ ১০:৫২412599
  • ওহ, তাহলে যে কোনো একটা না হলে অন্যটাও না। নট ইফ অ্যান্ড নট অনলি ইফ

    যাউজ্ঞিয়া।
  • শুভ্রদীপ | 126.193.136.134 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৩০412600
  • জীবনের অধিকাংশ ‘প্রথম’ মনে না রাখতে পারলেও প্রথম বইমেলা মনে পড়ে গেল আজ। মনে পড়েই গেল উত্তর বাংলার এক লাজুক, মুখচোরা, ছোট্টখাট্টো, রোগা মতন ছেলের তার বাবার হাত ধরে ময়দানে ঘুরে ঘুরে বেড়ানো, অবাক চোখে সমস্ত কিছু দেখা, হাতে শক্ত করে ধরে থাকা প্যাকেট; সম্বল – ‘বাংলার মনীষি’ নামে এক চওড়া মত বই, আর ‘স্বদেশী যুগের গান’ (তিন রঙের সুন্দর কভার ছিল সেই ক্যাসেটের)...

    না। এখানে স্মৃতিকথা রচনা করতে বসি নি মোটেই। তবু এ’টুকু না বলে থাকতে পারলাম না। কেন না, আজ সব আবার মনে পড়ে গেল। মনে পড়ে গেল গুরুচন্ডালির স্টলে দাঁড়িয়ে থাকতে থাকতে। রসিদ কাটতে বসা, স্টলে এমনিই দাঁড়িয়ে থাকা, স্টলের বাইরে দাঁড়িয়ে আড্ডা মারা, গান, পিছনের মশা জর্জ্জর খোপে সিগারেট, যেখানেই যাই কিছু পরে পরেই আবার গুরুচন্ডালির স্টলের সামনে হাজির হয়ে যাওয়া, একে একে সৈকতদা, ঈপ্সিতাদি, সংযুক্তা, শুদ্ধসত্ত্ব, দীপ্তেনদা এবং আরো কত জনের সাথে পরিচয় হওয়া, দশের কফি, আর সমস্ত ব্যাপারটাই খুব ভালো লাগা। এই সবেই মনে পড়ে গেল প্রথমের সেই দিনটা।

    কারন বিশ্লেষণ করা মুস্কিল। প্রায় অসম্ভব। প্রথম পরিচ্ছেদের কারন হিসেবেই তবু দ্বিতীয় পরিচ্ছেদ লিখলাম। লিখলাম, কেন না সেটাই সত্যি। কিন্তু গুরু ভালো লাগা (বলতে ইচ্ছে করছে – “গুরুর অংশ হওয়া” – যদিও গুরুতে আমার কন্ট্রিবিউশন দেখতে গেলে ওই ভাঁড়ে মা ভবানী গোছের ব্যাপার) – তা কেন আমার প্রথম বইমেলার মুহূর্ত আমার সামনে এনে হাজির করল, জানি না।

    হয়ত বা গত কয়েকটা বইমেলায় থেকেই থেকেই অনেক ভীড়ের মধ্যে একটু একটু করে একলা লাগতে শুরু করেছিল। যা আমল দিতে চাই নি। হতে পারে গত সপ্তাহ খানেক ধরে গুরুচন্ডালির সঙ্গে সঙ্গে থাকা থেকে থেকে সেই একলা লাগাকে মুছে দিয়েছে। হতেই পারে আজ গুরুচন্ডালির কাছ থেকে পাওয়া এই প্রত্যাশিত ভালো আমাকে সেই সেদিনের উত্তর বাংলার এক লাজুক, মুখচোরা, ছোট্টখাট্টো, রোগা মতন ছেলের মুখোমুখি দাঁর করিয়ে দিয়েছে, যার কাছে সেই কতদিন ধরেই কলকাতা বইমেলা বছরের সেরা উৎসব।
    ...................................................................................................

    এটা আজ থেকে ঠিক সাত দিন আগে, অর্থাৎ ফেব্রুয়ারির সাত তারিখ বইমেলা ফেরত রাত্তিরবেলায় লিখি এবং একটা গ্রুপ মেলে (যেখানে তেরো গুরুর মেল ঠিকানা ছিল) পাঠাই। সেটাই এখানে তুলে দিলাম।
  • ...................... | 24.139.211.2 | ০৩ মার্চ ২০১৩ ১৪:৪৭412601
  • হঠাত হাওয়ায় ভেসে এসেছিল এক মানুষ। দুর্দিনের দুখ্খুকে সুখে ভাসিয়েছিল সে রবিবাবুর গানে আর জীবনানন্দের কবিতায়। তার সঙ্গে ঘুরেছি এপার বাংলা ওপার বাংলার পথে পথে। চুলের রুপোলি রেখার কথা ভুলে সোনালী সুখে ভেসে একদিন তার হাত ধরতে যাব ---- সে পাশ থেকে উঠে যায় দুরের দিকে তাকিয়ে বলে ঘরে ফিরতে হবে মানসী থালায় ভাত নিয়ে বসে। তারপর কেটে গেছে বেশ কিছু দিন। চুলের রেখা আজ রুপোলি ছায়াপথ। একাকিত্বের একদিনে তার সঙ্গে হঠাত দেখা। আমি কিছু বলিনি। সে বলেছিল আমায় খোজো তুমি। পাবে আমায় গুরুতে। সেই আমার প্রথম আসা। তারপর গুরুতে এসে তাকে আর খুঁজে পাইনি কখনো তবে পেয়েছি তার মতো অনেক মানুষ। সহিত এর হাত ধরে সাহিত্যে ডুবে চেতনার চুন্নি পান্নার রামধনু ভাঙ্গি গাড়ি।
  • সিকি | 135.19.34.86 | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৪৫412602
  • ডিসি এইখানে নিজের স্মৃতিচারণ করে ফেলতে পারেন টুক করে।
  • dc | 52.104.62.177 | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ১৬:১৫412603
  • আমি আগের বছর থেকে ফলো করছি। যদ্দুর মনে পড়ছে একটা বাংলা গান খুঁজছিলাম, সেখান থেকে বোধায় bdnews এ গেছিলাম, তারপর আরো লিংক ঘঁটেঘুঁটে এখানে এসে হাজির হয়েছিলাম। তারপর বেশ কিছুদিন পোস্ট পড়ে পড়ে প্রথম পোস্ট করতে শুরু করলাম এবারের লোক সভা ভোটের একটু আগে থেকে। এবারে বাকিটা বললে সবাই মিলে আমাকে ভালোমতন গাল দেবেন।

    তখন নরেনবাবুর প্রচার একেবারে তুঙ্গে, রোজ টিভিতে, রাস্তায়, বাড়ীতে, অফিসে নরেনবাবুর প্রশংসা শুনে শুনে জ্বলে যেতাম। যতোই লোককে বলি যে গুজরাটের গণহ্ত্যার নায়ককে কেন তোমরা এভাবে তোল্লাই দিচ্ছ, সবাই ততো ইনিয়েবিনিয়ে উন্নয়ন হ্যানত্যান নিয়ে কাঁদুনি গাইতো। বিরক্ত হয়ে একদিন ভাবলাম ঠিক ওদের ভিউপয়েন্ট থেকে, মানে নরেন মোদীর স্বপক্ষে, গুরুতে পোস্ট করে দেখি কেউ যুক্তি দিয়ে কাটতে পারে কিনা। মানে আমার কুযুক্তিগুলো কেউ কাটতে পারে কিনা। তখন পাই ও অন্যান্য অনেকেই "আমাকে" বোঝানোর অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু দেখ্লাম ঐ সময়ে, প্রবল মোদী ঝড়ের মুখে, কেউ ঠিক কনভিনসিংলি অপোজ করতে পারলেন না। আমিও বুঝলাম, সমস্ত মিডিয়াতে এমনভাবে প্রোপাগান্ডা করা হচ্ছে যে এর বিরুদ্ধে কথা বলা যাচ্ছেনা, বললেও কেউ শুনছেনা। আর কংগ্রেসের ব্যর্থতা তো ছিলই। তারপর ভোট হলো, মোদীও এলো।

    আমিও গুরুতে থেকে গেলাম। এই হলো আমার গুরুতে আসার কাহিনী। এখানে দুএক্জন একটু জানেন।
  • সিকি | 135.19.34.86 | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ১৬:১৮412604
  • এইটা ব্যাপক দিয়েছেন। :)
  • dc | 52.104.62.177 | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ১৬:২৩412605
  • আরেকটা কথা, তখন dc নামে লিখতাম না। অন্য কি একটা নিকে লিখতাম, এখন ভুলে গেছি। ফুল অ্যান্ড ফাইনাল কনফেশান।
  • সিকি | 135.19.34.86 | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ১৬:২৪412607
  • কমা নয় তো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন