এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দেশে থাকাকালীন অতি বাম, তার পর "আংকেল স্যাম" - সুবিধাবাদ না পরিস্থিতির শিকার?

    bb
    অন্যান্য | ১২ এপ্রিল ২০০৯ | ৫৮৪৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sibu | 71.106.244.161 | ১৩ এপ্রিল ২০০৯ ১০:১০412955
  • খাটে বই কি। মানে ইউনিয়নের মেম্বারশিপ না নিয়ে গেলে।
  • arjo | 24.42.203.194 | ১৩ এপ্রিল ২০০৯ ১০:৫৫412956
  • তা পিপিটি লিখতে শুরু করেছিলাম। কিন্তু ভেবে দেখলাম সিপিএম ঘরানার লোকজন তাঁদের লিঙ্গো বাদ দিয়ে যদি সবার বোঝার মতন একটা বক্তব্য রেখে বুঝিয়ে না দেন যে টইটার আসল বিষয় কি তাহলে ঠিক লেখা যাচ্ছে না। :(
  • sibu | 71.106.244.161 | ১৩ এপ্রিল ২০০৯ ১০:৫৮412957
  • আজ্জো কি ক্লেম করছে বিষয় না বুঝে পিপিটি বানানো যায় না!!!
  • arjo | 24.42.203.194 | ১৩ এপ্রিল ২০০৯ ১১:০৭412958
  • যাবে না কেন। তখন আবার মিথ্যে বলতে হবে। সিপিএম ঘরানার লোকজন মিথ্যে পছন্দ করেন না। তা যাদের জন্য পিপিটি বানাচ্ছি তাদের কথা তো মানতেই হবে। ক্লায়েন্ট মিথ্যে চাইলে মিথ্যে, না চাইলে নয়, ক্লায়েন্ট মাই বাপ।
  • sibu | 71.106.244.161 | ১৩ এপ্রিল ২০০৯ ১১:১০412959
  • যা:, রিকোয়ারমেন্ট তো ইভলভিং। একবারে ক্লায়েন্ট পুরো রিকোয়ারমেন্ট স্পষ্ট করে বলে দিলে কনসালট্যান্ট কি করবে?
  • arjo | 24.42.203.194 | ১৩ এপ্রিল ২০০৯ ১১:১১412960
  • কোন মডেলে ওয়াটারফল না স্পাইরাল না ইনক্রিমেন্টাল?
  • sibu | 71.106.244.161 | ১৩ এপ্রিল ২০০৯ ১১:১২412961
  • যেটায় খরচ কম, সোসন বেসী।
  • arjo | 24.42.203.194 | ১৩ এপ্রিল ২০০৯ ১১:১৪412962
  • খাইসে রিকোয়ারমেন্ট মডেলে সোসন? কিসের রিকোয়ারমেন্টের কথা হচ্ছে? না সেটাই ইভলভিং?
  • sibu | 71.106.244.161 | ১৩ এপ্রিল ২০০৯ ১১:১৬412963
  • সোসন সব কিছুতেই আছে। সুদু সোসনই ধ্রুবক। আর সবই ইভলভিং।
  • arjo | 24.42.203.194 | ১৩ এপ্রিল ২০০৯ ১১:১৯412965
  • সোসিত হয়ে হয়ে সিবুদাই আজকাল কেমন যেন হয়ে গেছে। যাক ভাটাতে ভাটতে এবারে আমিই সোসিত হয়ে যাচ্ছি। গু:না:
  • pinaki | 131.151.102.250 | ১৩ এপ্রিল ২০০৯ ১১:৫৩412966
  • হনুদা ভাটে কি প্রস্তাব দিয়েছো খুঁজে পেলাম না। এখানে একটু লিখে দিলে ভালো হয়।
  • dipu | 207.179.11.216 | ১৩ এপ্রিল ২০০৯ ১১:৫৮412967
  • এট্টু বড় করতে বলেছে।
  • pinaki | 131.151.102.250 | ১৩ এপ্রিল ২০০৯ ১২:৪১412968
  • কি বড় করব?
  • r | 125.18.104.1 | ১৩ এপ্রিল ২০০৯ ১২:৪৩412969
  • ঈশেনের সাথে একমত। বাম, ডান, অতিবাম, অতিডান, হিন্দু, মুসলমান, ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থ- যাই হোক না কেন, সবাই সুখেশান্তিতে ঘরকন্না চায়, টাকাপয়সা রোজগার করতে চয়। টাকা রোজগার করলে তো আর "জাত" যায় না? "ভাবনার" জায়গায় ঠিক থাকলেই হল। :-)
  • d | 144.160.5.25 | ১৩ এপ্রিল ২০০৯ ১২:৫৮412970
  • (এ: এরা যে কিরম সব কথাবার্তা বলে! )

    পিনাকী,
    আপনার লেখা পড়তে খুব ভাললাগছে। তো, যদি এক আধটা বুলবুলভাজা লেখেন, বড় খুশী হই। হনু আপনাকে "আলোচনা' লিখতে বলেছে, কিন্তু "আলোচনা' নয়, আমি বলি কি আপনি একটু বুবুভা লিখুন না।
  • pinaki | 131.151.102.250 | ১৩ এপ্রিল ২০০৯ ১৩:২৬412971
  • চেষ্টা করব। কিন্তু সত্যি বলছি, তর্ক টর্ক করতে গেলে যেমন জোশ আসে, নিজের থেকে লিখতে গেলে সেটা কেমন হারিয়ে যায়। তবে লিখতে পারলে আমারও ভালো লাগবে।
  • lcm | 69.236.173.221 | ১৩ এপ্রিল ২০০৯ ১৪:১০412972
  • ছোটোবেলায় শুনতাম, সোভিয়েত রাশিয়া হল স্বপ্নের দেশ, বন্ধু দেশ। 'সোভিয়েত দেশ' ম্যাগাজিনের চকচকে পাতা, বইয়ের মলাট... রাশিয়ার মহাকাশ সাফল্য - লাইকা, ইউরি গ্যাগারিন, ভ্যালেন্তিনা তেরেস্কোভা... ... টলস্তয়, গোর্কি-র বাংলা অনুবাদ...রাশিয়ান পাবলিকেশনের অংক বই, শস্তা এবং দারুণ প্রিন্ট...রাশিয়ান গোলকিপার লেভ ইয়াসিন, শিল্ড ফাইন্যালে মোহনবাগান-আরারত... ...। এছাড়া, নভেম্বর বিপ্লবের রোমাঞ্চকর গল্প... ব্রিগ্রেডে মিটিং-এ পরের দিন কাগজে ছবি বেরোত লেনিন-স্টালিনের ইয়া বিশাল ছবির সামনে ধুতি পাঞ্জাবি-তে জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্ত। স্টালিন ঠিক কতজন স্বদেশীয় রাশিয়ান হাপিস করে দিয়েছিল, বা, রাশিয়ানদের আফগানিস্তান দখল নিয়ে বেশী কথা শোনা যেত না। মাও, হো চি মিন... - এদের কথা শোনা গেলেও রাশিয়ার মতন এত বিস্তারিত ভাবে নয়। আর ছিল, কাঁচাপাকা দাড়িমেশানো এক আধ বুড়ো লোকের ছবি - কার্ল মার্ক্স। এক সহপাঠী ..ম্যানিফেস্টো... থেকে পড়ে বোঝাতে গিয়েছিল, এত বোরিং আর কঠিন ব্যাপার যে বেশী ক্ষন পোষায় নি, ঈষ্টবেঙ্গলের খেলা দেখতে পালিয়ে গিয়ে বেঁচেছিলাম। মাওবাদী শব্দটা সেরকম শুনেছি বলে মনে পড়ছে না, বরং নকশাল শব্দ অনেক বেশী পরিচিত ছিল, লোকজন কিরকম ভয়মেশানো সম্ভ্রমের সাথে নানা ঘটনা বলত(গুল সমৃদ্ধ)...। নিকারাগুয়া, এল সালভাদোর, কাস্ত্রো, চে - গুটি কয়েক কলেজের দেওয়ালে পোস্টারে এসব দেখা যেত।
    অন্যদিকে, আমেরিকা ছিল বিশাল ধনী দেশ, কিন্তু বদমাইশ। হিরোশিমায় বোম ফ্যালে, ভিয়েতনামে যুদ্ধ করে, সর্বোপরি পাকিস্তানের বন্ধু এবং 'সাম্রাজ্যবাদী'। আমেরিকা-র কালো হাত ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও - স্লোগান তো প্রায়ই শোনা যেত। মধ্য আমেরিকা, লাটিন আমেরিকার দেশগুলোর ওপরে আমেরিকার অত্যাচারের কথা শোনা যেত। দশ বছর ধরে ইরান-ইরাক যুদ্ধ আসলে পেছন থেকে আমেরিকা করাচ্ছে - বুঝিয়েছিল এক বন্ধু। তেলের জন্যেই কুয়েত-কে সাপোর্ট করল কুটিল আমেরিকা, সাদ্দাম-কে আক্রমন করল। কিন্তু, একটা ব্যাপার ছিল, কেউ আমেরিকায় পড়তে বা কর্মসূত্রে গেছে শুনলে তার প্রশস্তিতে পঞ্চমুখ হতেন সবাই... বাম/ডান নির্বিশেষে। স্বামী বিবেকানন্দ-র শিকাগো ধর্মসভায় ভাষন নিয়ে আপ্লুত হয়ে কথা বলতেন মানুষ, ঐ ভাষন যদি উনি ঘানা বা ইন্দোনেশিয়ায় দিতেন (অন্য অনেক জায়গায় দিয়েছিলেনও) এত আলোচনা হত কি না বলা মুশকিল। ছিল, আমেরিকান ফিল্ম, আর, আমেরিকান ইউনিভার্সিটি... কোন প্রফেসর কোন ইউনি থেকে পিএইচডি... ইত্যাদি। ইংরেজি গান-এর ভক্তদের গানের আলোচনায় আমেরিকার কথা আসত। সিআইএ-কেজিবি নিয়ে গপ্প(গুলগপ্পো) শোনাতো লোকজন। উচ্চশিক্ষায় মেধাবী ছাত্র/ছাত্রীদের মধ্যে দেখা যেত আমেরিকায় পড়তে আসার প্রবণতা, এবং, এই দলে অরাজনৈতিক/বাম/ডান সব ধরনের ফ্যামিলির ছেলেমেয়েরাই থাকতেন।

    যাই হোক, কর্মসূত্রে নব্বুইএর দশকের প্রথমার্দ্ধে আমেরিকায় আসি, পেরেস্ত্রৈকা/গ্লাস্তনস্ত হয়ে রাশিয়া ভেঙ্গে যাবার ৩/৪ বছর পরে। প্রথমে এসেছিলাম নিউইয়র্ক-এ, মনে হয়েছিল যে পৃথিবীর নানা দেশের এত মানুষ এখানে কি করতে আসে, কেন আসে। সহকর্মী ছিলেন একদল রাশিয়ান, '৮৯/'৯০-তে অ্যাসাইলাম নিয়ে রাশিয়া থেকে আমেরিকায় আসে। তাদের দেখে খুব ঘাবড়ে গিয়েছিলাম, স্বপ্নের দেশ ছেড়ে এরা এখানে এসেছে কি করতে, এত কষ্ট করে ইংরেজি বলতে! ধীরে ধীরে একটা জিনিস মনে হয়েছে যে ৪০/৫০ বছরের আমেরিকা-রাশিয়া কোল্ড ওয়ার সমস্ত পৃথিবীর মানুষকে কতটা আচ্ছন্ন করে রেখেছিল, সাংঘাতিক রকমের পোলারাইজ্‌ড করে রেখেছিল। এখনও অনেক আমেরিকান মনে করেন, কমুউনিজম একটা জঘন্য ব্যাপার, কম্যুনিষ্টরা মানবজাতির পক্ষে বিপজ্জনক সম্প্রদায়। ঠিক যেরকম ভাবে, পৃথিবীর অনেক দেশের মানুষ মনে করেন আমেরিকা একটি অভিশাপ, এই দেশটা না থাকলে পৃথিবীর সুদিন আসবে। লেবু কচলানো চলছে, চলবে।

    bb-র এই টই-তে এই সব কথা না বললেও চলত, কিন্তু, কেন জানি মনে হল, এই লেবেলিং এখনও চলছে। সাম্রাজ্যবাদী আমেরিকা। সেখান বসে অন্য দেশের অত্যাচারিত মানুষদের প্রতি সহানূভুতি দেখানো হল হিপোক্রেসি। আর সে দেশ যদি তোমার জন্মভূমি হয় তবে তো আরো বেশী। bb-র মতন এই প্রশ্ন অনেকেই করেন । ভাবি, সত্যিই তো, দূর থেকে বসে কমেন্ট করা একধরনের হিপোক্রেসি তো বটেই, বিশেষ করে যখন এত দূর। কিন্তু, এও ভাবি যে, ipkf-এর হাতে নিগৃহীত শ্রীলংকান তামিল পরিবারের চোখে হয়ত ভারত সবথেকে বড় সাম্রাজ্যবাদী। তাহলে, যারা এ আলোচনা করতে চায় তারা কোথায় যাবেন? রাশিয়া? ইংল্যান্ড? ভিয়েতনাম? ঠগ বাছতে যে পৃথিবী উজার হয়ে যাবে।
  • r | 125.18.104.1 | ১৩ এপ্রিল ২০০৯ ১৪:৩২412973
  • এলসিএম দিল পে লে লিয়া! আরে, কুছ তো লোগ কহেঙ্গে, লোগোঁ কা কাম হ্যায় কেহনা।
  • h | 203.99.212.224 | ১৩ এপ্রিল ২০০৯ ১৪:৩৩412974
  • এত মাইন্ড করলে হবে?
  • saikat | 202.54.74.119 | ১৩ এপ্রিল ২০০৯ ১৮:২০412976
  • lcm এত ভাবছেন কেন? বাম এবং একটু বেশী পড়াশুনো করলে অতিবাম কম বেশী সব বাঙালী। :-) ঐটি বাঙালীর যৌথ নির্জ্ঞানে ঢুকে গেছে, ঐ আপনি প্রথম প্যারায় যা কিছু উল্লেখ করেছেন তার সূত্র ধরে। মমতা ব্যানার্জীও তো নিজেকে বাম বলেন, সুকান্ত পড়েন ইত্যাদি।
  • arjo | 168.26.215.13 | ১৩ এপ্রিল ২০০৯ ১৮:২৯412977
  • ল্যাদোষদা সবই বলেছে একটা ব্যাপার শুধু মিস করে গেছে। এককালের অতিবামেরা যারা নাকি সিঙ্গুরে শিল্পবিপ্লব হতে দিল না, আম্রিগায় এলে, টাকা রোজগার করলে শুধু তাদের জাত যায়। তাই ল্যাদোষদা যদি ছোটবেলায় ""অতিবাম"" না হয় তাহলে কোনো ভয় নেই।
  • Blank | 203.99.212.224 | ১৩ এপ্রিল ২০০৯ ১৮:৩৪412978
  • ধুর ধুর। আম্রিগা আবার কি? ধর্ম আর দেশ দুটো ই তো আমাদের তুলে দেবার কথা ছিলো। এখনো এই সব বর্ডার নিয়ে বসে থাকলে হবে কমরেড!!
  • arjo | 168.26.215.13 | ১৩ এপ্রিল ২০০৯ ১৮:৩৭412979
  • :)))))

    এই লাইনে বহুকাল আগের একটা কথা ও আমার প্রবল ছড়ানোর কথা মনে পড়ে গেল। :(((
  • r | 198.96.180.245 | ১৩ এপ্রিল ২০০৯ ১৮:৪০412981
  • আজ্জো "অনেক কিছুই পুরোনো অভ্যেস, অসুখবিসুখ হবার পরে জিলিপিসন্দেশ" ছেড়ে দিল, সিপিএম ছাড়তে পারল না। দেখ রে, নয়ন মেলে জগতের বাহার। :-))
  • Blank | 203.99.212.224 | ১৩ এপ্রিল ২০০৯ ১৮:৪০412980
  • মনেই যখন পরলো, তখন লিখেই ফেলো
  • arjo | 168.26.215.13 | ১৩ এপ্রিল ২০০৯ ১৮:৪১412982
  • ধ্যার ছড়ানোর কথা লিখলে মান যায়। কিস্যু জানে না বুউকা।
  • dipu | 207.179.11.216 | ১৩ এপ্রিল ২০০৯ ১৮:৪৩412983
  • কাউক্কে বলব না। প্রমিস করলাম।
  • arjo | 168.26.215.13 | ১৩ এপ্রিল ২০০৯ ১৮:৪৫412984
  • আম্মো বলব না প্রমিস করলুম। ;)

  • saikat | 202.54.74.119 | ১৩ এপ্রিল ২০০৯ ১৮:৪৬412985
  • কেন ছাড়বে? সিপিএম ও তো পশ্চিমবঙ্গকে ছাড়ছে না।:-)
  • r | 198.96.180.245 | ১৩ এপ্রিল ২০০৯ ১৮:৪৯412987
  • অন অ মোর সিরিয়াস নোট, বিদেশে বসে যে টাকা কামাচ্ছে, সে বামপন্থী কি ডানপন্থী- এটা খুবই মাইনর ইস্যু, বা প্রবন্ধযোগ্য ইস্যু। ;-)

    তার থেকে অনেক বড় এবং জটিল ব্যক্তিগত নৈতিকতার ইস্যু আছে, যা প্রায় প্রত্যেক প্রবাসীকেই কোনো না কোনো সময় ফেস করতে হয়। এই ইস্যুগুলো যেহেতু ব্যক্তিগত নৈতিক জাজমেন্টের অঙ্গ, তাই তা নিয়ে তর্ক করা খুব একটা শোভন না, এবং তর্ক করে লাভও নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন