এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দেশে থাকাকালীন অতি বাম, তার পর "আংকেল স্যাম" - সুবিধাবাদ না পরিস্থিতির শিকার?

    bb
    অন্যান্য | ১২ এপ্রিল ২০০৯ | ৫৮৪২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • saikat | 202.54.74.119 | ১৩ এপ্রিল ২০০৯ ১৮:৫৪412989
  • আবার জল ঢালা হোল। :-) হনু ?

    শেষ পর্যন্ত খুব একটা একটা তর্কযোগ্য ইস্যু পাওয়া যায় না।
  • r | 198.96.180.245 | ১৩ এপ্রিল ২০০৯ ১৮:৫৪412988
  • পশ্চিমবঙ্গ? ওহ্‌! দ্যাট ওয়ান? আই সী।
  • arjo | 168.26.215.13 | ১৩ এপ্রিল ২০০৯ ১৮:৫৫412990
  • বুঝিয়ে বলো, ঠিক বুঝলাম না। মানে দেশীয় ইস্যু গুলোতে প্রবাসীদের কথা বলা উচিত কিনা? মানে সিঙ্গুরে শিল্প হবে কিনা সেই নিয়ে প্রবাসীদের মতামত থাকতেই পারে কিন্তু জানানোটা নৈতিক নয়, এমন?
  • r | 125.18.104.1 | ১৩ এপ্রিল ২০০৯ ১৯:০৪412991
  • কইসিলাম। আগেই কইসিলাম। অরে ছ্যামড়া, সিঙ্গুর-নন্দীগ্রাম-সিপিএম-তৃণমূল থাইক্যা বাইরইতে পারিস না?

    এ সব আদৌ বলি নি। ধরা যাক, বাবা-মাকে দেখাশোনার কথা। আমি প্রবাসে থাকার সময় এইধরনের নৈতিক দ্বন্দ্বে ভুগেছি বলে বলছি। এরকম আরও ছোটোখাটো নৈতিকতার দ্বন্দ্ব প্রতি মূহুর্তে ফেস করতে হয়। এখন আমার মনে হয়, এই বেসিক নৈতিকতার সমস্যাগুলো অনেক প্রখর, র‌্যাদার দ্যান বামপন্থী না ডানপন্থী এত সেতেরা।
  • san | 123.201.53.131 | ১৩ এপ্রিল ২০০৯ ১৯:০৫412992
  • এই র একদিকে দুক্ষু করে আজকাল আর লোকে ঝগড়া করেনা বলে। আরেকদিকে ঝগড়া হতে পারে হতে পারে অবস্থা আসলেই বালতি করে জল ঢালতে থাকে।

    কমরেড, ইহা ভয়ানক দ্বিচারিতা।
  • arjo | 168.26.215.13 | ১৩ এপ্রিল ২০০৯ ১৯:০৯412994
  • বাম, অতিবাম, সাম্রাজ্যবাদের থ্রেডে এইসব তুলবা জানব কেমনে?

    ওটা বড্ড পার্সোনাল জোন, এইসব নিয়ে আলোচনা আমি মাল খাওয়া বন্ধুদের সাথেও করব কিনা ভাবি। এবং সবার সাথে করি না। তা এখানে গুরুর টইতে তো হার্গিস না। এর থেকে বিবির প্রশ্নমালা ভালো।
  • r | 125.18.104.1 | ১৩ এপ্রিল ২০০৯ ১৯:০৯412993
  • সফল টেস্টিং তাহাকেই বলে যখন টেস্ট কেস ফেইল করে। সফল ইমপ্লিমেন্টেশন তাহাকেই বলে যখন একটি টেস্ট কেসও ফেইল করে না।

    কমরেড, আগে বড়ো।
  • r | 125.18.104.1 | ১৩ এপ্রিল ২০০৯ ১৯:১০412995
  • সেটাই তো কইলাম।
  • r | 125.18.104.1 | ১৩ এপ্রিল ২০০৯ ১৯:২৫412996
  • নইলে বিবি-র প্রশ্ন ও পিনাকীর উত্তর নিয়ে তো একখান বই ল্যাখা যায়। যেমন "বামপন্থা আন্তর্জাতিকতাবাদী"। এই জায়গায় আমার মনে হয়, ঐটা মার্ক্সবাদ হইব। ইন ফ্যাক্ট, স্ট্রিকটলি স্পিকিং, মার্ক্স হইব। তার পরের বাক্যগুলি লইয়া প্র্যাক্সিস, প্র্যাক্সিসের দর্শন, মার্ক্স নিজের ফ্যামিলির হাভাতে দশা দেইখ্যা কি কইসিলেন- ইত্যাদি ইত্যাদি কতশত প্যাঁচাল যে আছে! কি লাভ!

    কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝার! :-)
  • h | 61.95.144.10 | ১৩ এপ্রিল ২০০৯ ১৯:৩৪412998
  • :-), দিকে দিকে আলোচনার পক্ষে জনমত নিজে নিজেই সংঘটিত হচ্ছে। নীরবে দ্যাখে মেজরিটি।
  • arjo | 168.26.215.13 | ১৩ এপ্রিল ২০০৯ ১৯:৩৮412999
  • laissez-faire। নাক গলিও না নিজের মতন চলতে দাও। নইলে এফিশিয়েন্সি কমে যাবে। ;)
  • ranjan roy | 122.168.73.185 | ১৩ এপ্রিল ২০০৯ ২২:৩৭413000
  • কাইল থেইক্যা একটা কথা ভাবতে আছিলাম।
    কিছু বন্ধুর হাতে রামক্যালানির সম্ভাবনায় কই নাই।
    এখন রঙ্গনের পোস্ট পইর‌্যা মনে হইলো কইয়াফালাই।
    bb,
    আমার মনে হয় আর আগের একটা "" নৈতিক দ্বিচারিতা'' লইয়া ভাবেন। দ্যাখেন, হেই সূত্র ধইর‌্যা আপনার টইয়ের সূত্রবাক্যের সমস্যা সমাধানে সাহায্য হইতে পারে।
    কথাডা হইল, ফ্রান্স-জার্মানীতে বিপ্লব ফেইল হইলে কার্ল মার্ক্স সপরিবারে ( মার্কসদাদু ফ্যামিলি প্ল্যানিং জানতো না; আমার নিজের দাদুও না।) লন্ডনে ঠিহা বানাইলো, ক্যাপিটাল ও আরওঅনেক ভারি ভারি বই ল্যাখলো। কিন্তু পরিবারের খাওন জ্জুটলো ক্যামনে?
    সবাই জানেন--- বন্ধু এংগেলসের কাপড়ের কারখানায় শেয়ারের সূত্রে পাওয়া ডিভিডেন্ড থেকে।
    ক্যাচালটা এইখানেই।
    ক্যাপিটালের হিসাবে ঐ ডিভিডেন্ডের অর্থ কাপড়ের কারখানার শ্রমিকদের সারপ্লাস লেবার দিয়া তৈরি সারপ্লাস ভ্যালু।
    অর্থাৎ শ্রমিকের মুক্তির পথনির্দেশিকা ল্যাখতে হইলে সপরিবারে বাঁইচা থাকা জরুরি, দরকার হইলে শ্রমিক শোষণ হইতে প্রাপ্য মুনাফার অংশমূল্যে?
    এই নৈতিক টানাপোড়েনের সামনে অতিবামেদের আম্রিকা যাওয়ার সমস্যা তো নস্য!
    তবে মহামানবের কথা আলাদা। তারা বুক ফুলাইয়া ক¾ট্রাডিকটরি
    কাজ করেন। তাই তারা মহামানব। বেশি কইলে আর একটা টই খুলতে হইবো।
    আমাগো গান্ধীজিরে দ্যাখেন। নৈতিকতারে মাথায় পাগড়ি কইরা বান্ধছেন। কিন্তু নোয়াখালির দাঙ্গার সময় গ্রামে গ্রামে ঘুরতে ঘুরতে রাইতের বেলায় নাতনির সমান মাইয়াদের লগে নির্বস্ত্র হইয়া এক চাদরের নীচে শুইতেন।
    কেন? না, আশি বছরের বুড়া নিজের ব্রহ্মচর্য্যের টেস্টকেস দেখেন।
    আর রঙ্গন যেমন কইছে-- যত বেশি ফেলিওর, তত সফল টেস্ট কেস।
  • ranjan roy | 122.168.73.185 | ১৩ এপ্রিল ২০০৯ ২২:৪৩413001
  • বিবির পদচিহ্‌ণ ধরে ওনার টইয়ের টাইটেলটা একটু পালটে দিয়ে দেখি তর্কযোগ্য কিছু দাঁড়ায় কি না?

    বঙ্গের ভিতরে-"'আসেন টাটা, বসেন টাটা''; বঙ্গের বাইরে "" টাটারে দেই ঝাঁটা'': সুবিধেবাদ, না পরিস্থিতিজন্য?
  • sibu | 207.47.98.129 | ১৩ এপ্রিল ২০০৯ ২২:৫৫413002
  • রঞ্জনদার যুক্তিটা বেশ। এরপর থেকে কেউ আমাকে সুবিধাবাদী বললেই মার্কস দেখিয়ে দেব :)।
  • ranjan roy | 122.168.73.185 | ১৩ এপ্রিল ২০০৯ ২৩:০০413003
  • অক্ষকে,
    অনেক আগে RCL এ ""কমরেড বব অ্যাভাকিয়ানকে পিষে ফেলা বন্ধ কর'' গোছের সম্পাদকীয় দেখেছিলাম, সঙ্গে অতি হ্যান্ডসাম এক যূবকের ছবি, অনেকটা চে'র মত দেখতে।
    ভেবেছিলাম সব ভোগে গেছে।
    আচ্ছা, আশির দশক্বে ""প্রোগ্রেসিভ লেবার'' ও ""চ্যালেঞ্জ দেসাফিও'' নামে দুটো পত্রিকা বেরোতো। আছে না ভোগে গেছে?
  • ranjan roy | 122.168.73.185 | ১৩ এপ্রিল ২০০৯ ২৩:০৫413004
  • শিবুদা, এক্কেরে ঠিক।
    আসেন, ""আমরা দুটি ভাই,
    কোন চাপ নাই।
    পুঁজির ঘরে মাথা কামাইয়া বগল বাজাই।''
  • sibu | 207.47.98.129 | ১৩ এপ্রিল ২০০৯ ২৩:০৭413005
  • মার্কসের মত ;)।
  • bb | 117.195.163.78 | ১৩ এপ্রিল ২০০৯ ২৩:০৮413006
  • LCM এর ইমোশনাল হওয়া বা arjoর ফ্রন্টফুটে যাওয়া খুবই প্রত্যাশিত। কারন এনারা প্রশ্নটাকে ব্যাক্তিগত ভাবে নিয়েছেন এবং তাই এর মধ্যে CPM কে টেনে এনেছেন। আমি অতিবাম লিখেছি কারণ দক্ষিণপন্থার সঙ্গে আমেরিকার চিন্তাধারার কোন সংঘাত নেই। বামেরাও আজ সংশোধনবাদী এবং চিনের মতো শিল্পের দ্বারা উন্নয়েনে চেষ্টা করছে। অতিবামেরা তাদের চিন্তাধারায় অনেকবেশি radical এবং বেশিরভাগ প্রচলিত ধ্যানধারনার বিপরীতে।
    LCM সুযোগ পেলেই সবাই আমেরিকায় পড়তে যায় এটা বোধহয় সত্যের অপালাপ না হলেও সর্বাংশে সত্য নয়।আর হিপোক্রেসি কথাটা ঠিক না হলেও যারা বিদেশে বসে আদিবাসী আন্দোলন থেকে ভারতীয় জাতপাত বা শিক্ষাব্যবস্থা নিয়ে radical মতবাদ দেন, তখন মনে নিশ্চয় এই প্রশ্ন জাগে এরা দেশে ফিরে এসে সমাজবদলের চেস্টা করেন না কেন? এদেশে এখন সুযোগ কম নয়।আরো এই প্রশ্ন মনে হয় কারণ এদের অনেকেই ভারতের টাটা বিড়লারও মুন্ডপাত করেন তারা শ্রমিকের রক্তচোষে বলে, অথচ আমেরিকান কোম্পানী কাজ করতে তাদের মানে লাগেনা যেখানে Hire & Fireaccepted নীতি।
    এই দ্বিচারিতা নেয়েই আমার প্রশ্ন।
    ডি: গত ১০ বছরে কর্মসুত্রে আমাকেও বার৮-১০ আমেরিকা যেতে হয়েছে এবং আমি আমেরিকা মানে বদ এই মতবাদে বিশ্বাস করিনা।
  • Ishan | 12.163.39.254 | ১৩ এপ্রিল ২০০৯ ২৩:১৯413007
  • "বামেরাও আজ সংশোধনবাদী'। ইন্টারেস্টিং।

    বোঝা গেল, আপাতত: পৃথিবীতে দুই প্রকার মতবাদ আছে। দক্ষিণপন্থা এবং অতিবামপন্থা। শুধু "বাম' দের ক্ষেত্রে দ্বিচারিতার প্রশ্নটাই ওঠেনা, কারণ তাঁরা সংশোধনবাদী, দক্ষিণপন্থী। :)
  • arjo | 168.26.215.13 | ১৩ এপ্রিল ২০০৯ ২৩:২৫413009
  • না দাদা, ব্যক্তিগত ভাবে নেওয়ার প্রশ্নই নেই। আমি নিজে কি করছি, না করছি , কেন করছি সেসব খুব ক্লিয়ার। এই নিয়ে টইতে জাস্টিফিকেশন দেওয়ার দরকার মনে করি না।

    সে যা হোক আপনি যদি সত্যি একটু বড় ধরণের বিতর্ক চাইতেন তাহলে টইয়ের টপিক হতেই পারত ""এককালের যুবা বাম মধ্যবয়সে সফল ম্যানেজার - পরিস্থিতির শিকার না সুবিধাবাদ?"" বলার কিছু ছিল না। তা আপনি কিছু লোকজনকে টার্গেট করে খোঁচা দিতে চেয়েছেন। সেই খোঁচাটা বিরক্তিকর লেগেছে। যাক খোঁচা ফোঁচা ছাড়ুন।

    একটু চীনের শিল্পায়ন নীতিটা বুঝিয়ে বলবেন। কেমন করে চীনে উন্নতি হচ্ছে আর কেমন করে তা আমেরিকার থেকে আলাদা? এবং কেমন করে পশ্চিমবঙ্গে তা উন্নয়ন আনবে? সিরিয়াসলি এটা জানার খুব ইচ্ছে। চীন সম্বন্ধে খুব একটা কিছুই জানি না।
  • Du | 65.124.26.7 | ১৩ এপ্রিল ২০০৯ ২৩:৩২413010
  • বিশেষ করে বাংলা থেকে আসলে ( যেখানে হগ্গলেই বাম, মমতাও - সৈকতকে :)) ) একটা বিশাল অস্বস্তির জায়গা তো কোন প্রসঙ্গে কমুনিস্টদের প্রতি অত হীন ভাব দেখেও চুপ করে থাকা এবং নিজের মনোভাব চেপে রাখা। তবে সেক্ষেত্রে অসুবিধেটা বেশি হয়তো 'সিপিএম' দেরই কারন আসল 'বামেরা' বাম মনে না করা সঙ্কেÄও বাংলা তথা ভারতে মিডিয়া ইত্যাদি সাধারন জনভাষায় কম্যুনিস্ট বলতে তাদের সিপিআই সিপিএমেরাই পড়ে আর কম্যুনিস্ট বলে করা গালাগালিও তাদের সমর্থকেদের গায়েই লাগে। বাকীরা সেই গালি দেশেও মাখেনও না কাজেই এখানে কিসের প্রবলেম? বাম ওয়াটেভার তো এদেশে গালাগালি নয়।
    তাই দ্বিচারিতা বলুন, পরিস্থিতি বলুন তাদেরই। বাকীরা আদর্শের জেনেরিক লেভেলে আছেন, সেই স্বপ্নের জায়গা কোথাও নাই এমনিতেই, হইবোও না, মাথাব্যথাও নাই - তো আর আম্রিগা কি দোষ করলো?
  • rokeyaa | 203.110.243.21 | ১৩ এপ্রিল ২০০৯ ২৩:৩৬413011
  • এই টই টা কি কেবল যারা স্যাম কাকুর কাছে জায় তাদের জন্যই? অনেকে তো জার্মানী যায়, ফ্রান্স যায়, সুইজারল্যান্ড যায় --তাদের টা কি ধরা হবে না? মানে, ওখানেও তো "মাওবাদ" সরকার কেউ স্বাগত জানায় না।
  • lcm | 128.48.7.72 | ১৪ এপ্রিল ২০০৯ ০০:৩৬413012
  • আর্য, আমি বাম/ডান/অতিবাম/.. কিনা ডিপেন্ড করছে দিনটা কিরকম, বা দিনের কোন সময় আলোচনা হচ্ছে তার ওপর। ভাটিয়ালিতে লিখেছিলাম, আমি সকালে সিপিএম, লাঞ্চে ওবামা, ভরদুপুরে তৃণমূল, বিকেলে নকশাল, সন্ধেবেলা কংগ্রেস, রাতে শোবার আগে লালু-র পার্টি (আজও নাম মনে নেই) :-)

    bb-র কথা অনুযায়ী, নিউইয়র্কে বসে ঝাড়খন্ডের আদিবাসীদের নিয়ে কমেন্ট দ্বিচারিতা। সাংহাই বা পিয়ংইয়ং থেকে হলে bb বোধহয় কিছু মনে করবেন না :) ব্যাঙ্গালোর বা দিল্লী-ও থেকে করা উচিত কিনা সে নিয়ে bb কিছু বলেন নি। আর, IBM-এর চাকরি করে টাটা-র সমালোচনা করাও দ্বিচারিতা। পাবলিক সেক্টরে চাকরি না করলে টাটা-র সমালোচনা মানায় না। বাই দ্য ওয়ে, আমি কিন্তু টাটা-র একটাই সমালোচনা করেছি, শেষ মুহূর্তে যেভাবে পশ্চিমবঙ্গ ছেড়ে ন্যানো কারখানা গুজরাটে নিয়ে গেল, কিরকম যেন মনে হল, ওখানে ভাল ডিল তাই ওখানে যাই, মমতা ব্যানর্জি-রা শুধু রাস্তাটা ক্লিয়ার করে দিল :)

    আসলে, এই বাম/অতিবাম/ডান/বিজেপি এসব নিয়ে কচলানো-তে মাঝে মাঝে কিঞ্চিৎ বোর হয়ে যাই, যত দিন যায় সব ঘোলাটে হয়ে যায়। মাঝে বেশ ভালো চলছিল বাম/ডান মিলজুলকে, মনমোহন-বুদ্ধ ভাই-ভাই... বেশ লেগে গিয়েছিল। কিন্তু গুলিয়ে দিল, মমতা, কারাট, মেধা আর সুশীল্রা.... । আবার সেই বাম/অতিবাম/ডান - ধোর! ধোর!
  • Ishan | 12.163.39.254 | ১৪ এপ্রিল ২০০৯ ০২:১১413013
  • কোত্থাও তো কোনো প্রবলেম নেই তো। বিবির ব্যাখ্যা শুনে পরিষ্কার বুঝে গেছি, এই টইটা তাদের জন্য, যারা আমেরিকায় থাকেন, এবং "অতি বাম'। বাকিদের কোত্থাও কোনো দ্বিচারিতা নেই।

    বুঝে টুঝে একটা স্মাইলি দিয়ে দিলাম। :)
  • sibu | 207.47.98.129 | ১৪ এপ্রিল ২০০৯ ০২:২৮413014
  • নান্নাহ্‌। রঞ্জনদা বলেছেন বাকীদের দ্বিচারিতা মার্কসের সাথে কাটাকুটি হয়ে গেছে।

    আম্মো একটা স্মাইলি দিলুম :)।
  • arjo | 24.42.203.194 | ১৪ এপ্রিল ২০০৯ ০৯:১২413015
  • আশায় রইলাম বিবি সংশোধনবাদী শিল্পায়নের মানে উন্নয়নের মডেলটা বুঝিয়ে বলবেন। ভাববেন না ইয়ার্কি করছি, আমি সত্যি মডেলটা বুঝতে চাই।
  • bb | 125.16.17.152 | ১৪ এপ্রিল ২০০৯ ০৯:১৪413016
  • LCM ঝাড়খন্ডের আদিবাসী নিয়ে মতামত দেওয়া নিশ্চয় দ্বিচারিতা নয়। আসলে কোনকিছু নিয়ে মত দেওয়াই দ্বিচারিতা নয়। আমার প্রশ্ন এঁরা যখন বাজারের সমস্ত উন্নয়নের মডেলকে বাজে বলেন। দুই একটি ব্যক্তি বা গোষ্ঠির কাজ যা scalable নয় বা mass scaledeployed নয়, তাকেই উন্নয়নের মাপকাঠি ধরেণ বাকিদের নসাৎ করেন। যারা এদেশে থেকে এই পরিকাঠামোর মধ্যে কাজ করছেন তাদের ভুল কিন্ত ক্ষমাযোগ্য কারণ তারা চেষ্টা করছেন, অন্যরা খালি সমালোচনা।

    রোকেয়ার কথা সত্যি uncle sam ছাড়া সমস্ত ক্যাপিটালিস্ট দেশের জন্যই একই প্রশ্ন।
    LCM আমি প্রশ্নর referenceUS দিয়েছি কারন সেটাই সবচেয়ে বেশি অনাবাসী ভারতীয়দের জায়গা বলে। চিন বা অন্য কোন জায়গায় বসে এই প্রশ্ন করলে একই অনূভুতি হত।
    আরেকবার মনে করাচ্ছি ব্যক্তিগতভাবে প্রশ্নটা নেবেন না। আপনি টাটা বিরোধিতা করেছেন না সমর্থন করেছেন সেটা এই প্রশ্নে বিচার্য নয় এবং কাম্য নয়।
    আমি বাম সমর্থক মাত্র CPM এর ইজারাদার নই আর মনে করিনা তাদের সব ঠিক। গত ১৯ বৎসর বাংলার বাইরে তাই পাঁড় CPM ও বলা যাবেনা।(এর মধ্যে কিচুদিন US,Netherlands,Japan,Korea,UK ইত্যাদি খুচখাচ)
    ব্যক্তিগত উদাহরন হিসাবে যেমন আমার মনে হয়েছে শ্যামল is a perfect fit to be in US। তার চিন্তাধারা, রাজনৈতিক মতবাদ/বিশ্বাস ইত্যাদির মধ্যে দ্বন্দ্ব নেই (শ্যামল আশা করি কিছু মনে করবেন না তার উদাহরন দেওয়ার জন্য)।

    arjo ভাই আমি ত্বঙ্কÄ কিছু জানিনা বা বুঝি না, সাধারণ মানুষ হিসাবে মনে করি সবাইকে ছাড়া বাঁচা যায় না, বিশ্বাস করি inclusive growthএ। মনে করি শিল্প হলে trickle down effect এ সমাজের তথাকথিত অন্তজ শ্রেনীর মানুষ তার সুফল পেতে বাধ্য, শিক্ষার মান বাড়লে আর নিজের অধিকার বুঝলেই তারা নিজেরাই লড়ে নিতে পারবে, আমাদের মত বাবুশ্রেনীর সাহায্য লাগবেনা। সেটা কোনো মডেলকে অনুসরণ করে হবেনা, নিজেদের খুঁজে নিতে হবে।

  • h | 203.99.212.224 | ১৪ এপ্রিল ২০০৯ ০৯:৪৩413017
  • নন্দীগ্রামের আন্দোলনের সমর্থন আর ফার্স্ট ইয়ারের পাল্টা ক্যালানির বিরোধিতা - এইটা ইশান ব্যাপক দিল। সামান্য পার্থক্য হল, একটাতে খুন পর্যন্ত এগোবে আরেকটাতে, কোন দিন ই খুন অব্দি এগোবে না, নন্দীগ্রামে যে অপার শান্তি এখন বিরাজ করছে তাতে যাকে বলে সাংঘাতিক লিবেরেল ডেমোক্রাসি পালিত হচ্ছে এটা ভাবা হাস্যকর। আর হাতে হাতে বন্দুক দেওয়ার প্রস্তাবটা আমি করি নি, যে কোনো তর্কের একটা পদ্ধতি হল বিরোধী বক্তব্য একটা হাইপোথেটিকাল রিডিকিউলাস এক্সট্রিমে নিয়ে গিয়ে তার সমালোচনা করা। যেমন আর্যো প্রথম দিন বলছিল, তার মানে হনু বোধ হয় ইরাকে যুদ্ধ সমর্থন করবে ইত্যাদি।

    ইশান এইটা ভেবেই শান্তিতে থাকুক যে তার এই বিষয়ে তার মতামতের অনন্যতা ও মেরিট একাধারে রয়েছে!!

    যাই হোক, স্ববিরোধিতার অভিযোগ করছি না। কারণ স্ববিরোধিতার অভিযোগটা জেনেরালি নিজেই হাস্যকর হয়ে গেছে। তার দোষ অবশ্য ইশানের নয়, বালাই ষাট। বৃহত্তর রাজনীতির ছাগলেরা এটা সাফল্যের সঙ্গে প্রতিষ্ঠা করেছেন।

    একদল বাচ্চা ছেলেমেয়ে ঘুরে চোখ রাঙালে দামড়া রা চমকান, অত্যাচারীদের এই প্রতিক্রিয়াই স্বাভাবিক। বিশেষ করে তাঁদের যদি পরবর্তী কালে ভোট চাওয়ার থাকে। ইউনিয়ন ও কর্তৃপক্ষ সমর্থিত র‌্যাগারদের সামলানোর একটি ভালো উপায় হল ফার্স্ট ইয়ারের ঘুরে দাঁড়ানো।

    যাক অনেক বয়স হল। এই নিয়ে আর তর্ক করতে ভাল্লাগে না:-)
  • h | 203.99.212.224 | ১৪ এপ্রিল ২০০৯ ০৯:৪৪413018
  • যা ভুল জায়গায় চলে গেছে। নিজে নিজে কি করে গেল?
  • lcm | 69.236.173.221 | ১৪ এপ্রিল ২০০৯ ০৯:৪৫413020
  • এ কি, bb! তুমি..trickle down থিওরি - ধনী আরও প্রচুর ধনী, ফলস্বরূপ গরীব আর এক ফোঁটা কম গরীব - তুমি তো দেখছি ছুপা রুস্তম, তুমি তো অতি ডান হে! শ্যামল না, তুমিই তো একেবারে আমেরিকায় রাইট উইং - রিপাবলিকান ফিট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন