এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হুতোর কাজ

    Abhyu
    অন্যান্য | ২৭ জুলাই ২০০৯ | ১৭৬৬৪ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | 59.163.30.6 | ০৪ মার্চ ২০১০ ১৫:৫৭415569
  • কলি হুতো আর বকুল বিক্রমের কি যুগলবন্দী! অহো!
  • vikram | 193.120.76.238 | ০৪ মার্চ ২০১০ ১৬:৪৫415570
  • তোমাদের ট্যাক্স তোমাদের ঋণ
    কি আসে আমার? ছ্যারাব্যারা দিন
    ক্ষমা করি তারে, দেই কৌপীন
    হে অলস, (হেউ), অঙ্ক কঠিন

    সভাঘরে তুমি তুমি তুমি মিলে
    চপ কাটলেট এসি খেয়েছিলে
    পেটে গ্যাস আর হাড় পিলপিলে
    আমার কাঁচা! আমার নবীন!

    হে মহাজীবন, কতো কি ভাববো
    হে পাঠক, বলো, কতোটা নাববো?
    শূণ্য এ বুকে দু:খ চাপবো
    এ বিরহে একা পাঠিকা রঙীন

  • tkn | 122.163.79.50 | ০৪ মার্চ ২০১০ ১৭:১২415571
  • লেখকের মনে বেদম ব্যাদনা
    বসন্ত আসে বাঁশুরী জোটে না
    কেবল ট্যাক্সো মক্‌শো করিয়া
    যোজন মাপিছে স্যালারী ধরিয়া
    চোখে শুধু ভাসে ক্রে'কার্ডের বিল
    রঙিন পাঠিকা, কোথা তোর দিল্‌?
  • rabaahuta | 203.99.212.54 | ০৪ মার্চ ২০১০ ১৭:৫৬415572
  • ভুঁড়ি বাড়ে, বসন্তবিকাল যেন আনায়াসে গোধুলিতে মেশে
    আঁধারে তারার মতো দাঁড়িগুলি পাকে চুপি চুপি
    বিপুল জীবন গেল আদার আড়তে
    জাহাজীরা দেখে নিল বিকিনিমেখলা মুরতী
    সকল সোনার ধান কূটকালবুলবুলি একে একে পুরেছে উদরে
    তীর দূর তরী মাতোয়ারা মাঝগাঙে
    খাজনা কিরুপে দিব? বাদ্যের কোলাহল বড়ো
    জীবন গিয়েছে চলে, দুপুরেও, সঙ্গী বিহীন একা বারে
  • vikram | 193.120.76.238 | ০৪ মার্চ ২০১০ ১৮:২৫415573
  • রবে গো নীরবে হৃদয়ে ন্যানো
    সোনর বাংলা ছেড়ে গেছিলে ক্যানো
    শালুক ভরা দীঘি
    হাসিনা ভিগি ভিগি
    আবার কখনো খেরে যেও না যেন

    রবে কি হৃদয়ে রতন টাটা
    শুধু তোমার তরে নিয়েছি ডাটা
    কালুলায়িত ফেস-ও
    এবারে ফিরে এসো
    দেখা দাও দেখা দাও অন্নদাতা

    দো আঁখে বারা হাত দেখেছো তুমি?
    এ জমি জমি নয়, পূণ্যভূমি
    খোল তব মল দ্বার
    (কেনাকাটি করিবার)
    আয় তোর চাঁদমুখে সঘনে চুমি
  • vikram | 193.120.76.238 | ০৪ মার্চ ২০১০ ১৮:৪০415574
  • কর্তার ইচ্ছায় কর্ম
    ভর্তায় বেগুন
    (পড়তায় পোষালে তবে)
    দোকানে আগুন
    বেগুনভিলিয়া গাছে আগুন লেগেছে
    দু-চারজনে একটি একটি পুষ্প চয়নিছে
    বাইংগনের পুষ্পে পোকা তাম্বাকু জর্দায়
    খরচখরচা সামলে চলো রুপালি পর্দায়

  • rabaahuta | 203.99.212.54 | ০৪ মার্চ ২০১০ ১৮:৫৬415575
  • রুপালি - রুপালি ডানার হায় চিল
    দরোজায় খিল এঁটে ঘুমায়েছে
    অবনী, পদ্মপাতায় খুঁজে মিল
    দিকে দিকে নাগিনীরা স্কিম্পি কাপড়ে
    মাতায়েছে পোড়া দেশ - টলোটলো বাংলার ঝিল
    রজনী এখনো বাকি, খোলামেলা ঢাকাঢুকি
    দোষ কারো নহে সোনা, এইসবই স্বখাত সলিল

  • vikram | 193.120.76.238 | ০৪ মার্চ ২০১০ ১৯:১০415576
  • ঢাকাঢুকি আর টোকাটুকি
    সেই ছোটোবেলা থেকে বেনফিস
    খুকী - দরজায় আছে নম্বর লেখা
    চুক করে হুতো খায় কিস -
    না পরিলে যারে পাওয়া যায়
    তার তরেই গোপনে ফিসফিস
    স্কিম্পি কাপড়ে চাম্পি যা পরে
    আসিবে, দেখিব হার্গিজ

  • Nina | 66.240.33.44 | ০৪ মার্চ ২০১০ ২০:৫৫415577
  • একেবারে জমে ক্ষীর!! আহা এই টইটা কি ভাল।
  • vikram | 193.120.76.238 | ০৪ মার্চ ২০১০ ২১:২৩415579
  • প্রিয়তমা তুমি
    বাতাসে শুনেছো
    বসন্ত এলো?
    মর্মর ধ্বনি

    (লবেজান বিবি
    কবে যান বিবি
    খুঁজে পান বিবি
    সন্মার্জনী)

    শোনো প্রিয়তমা
    হৃদয়প্রতিমা
    শারদ নীলিমা
    করকমলেষু

    (দাঁত ছরকুটে
    মূঢ় মর্কটে
    ফাঁকা মোর ঘটে
    শুধু পিপুফিশু)

    দাঁড়াও হে প্রিয়ে
    আমাদের বিয়ে
    উকিলকে নিয়ে
    খচাখচ সই

    (মেরি জান বিবি
    ধড়ে প্রাণ বিবি
    ঘেমে চান বিবি
    চিলিম্পা, অয়ি)

  • rabaahuta | 203.99.212.54 | ০৪ মার্চ ২০১০ ২৩:১১415580
  • ভুলচুক মাফি
    রাত হলো কাফি
    মহাশয় ধড়ে প্রাণ
    না রহিবে যদি
    কেন নিরবধি
    গলা ফেঁড়ে শামগান
    গহন গগনে
    দূষিত স্বপনে
    কারা যেন আনচান
    এ রজনী হায়
    বৃথা কেটে যায়
    নিশিথিনী লবেজান
  • tkn | 122.163.79.50 | ০৪ মার্চ ২০১০ ২৩:১৯415581
  • ওহে প্রিয়তম
    শরমে মরম
    যতেক যাতনা
    অতএব ইতি

    হৃদয়ে নিভৃত
    চাহনি চকিত
    সাতপাকে বাঁধা
    অশনি নিশুতি

    জেনো হবে ভোর
    কাটিবেক ঘোর
    বাজারের ব্যাগে
    দুটি চারাপোনা

    সান্দ্র ভ্রমনে
    মুগ্‌ধ নয়নে
    আর কোনো ঘুম
    কেহ কাড়িবেনা

    গালে পমেটম
    হেরিবে অধম
    হংসিনী সম
    লবেজান বিবি

    মিটিমিমিটি হাসি
    দখিনা বাতাসী
    ফাঁদে পড়ে রবে
    মূর্খ নবাবই
  • sayan | 59.164.109.76 | ০৪ মার্চ ২০১০ ২৩:৫৮415582
  • অসাধারণ লিখছে সবাই, যেন সবার হাতেই খাগের কলম, সকলেই ভিন্ন ভিন্নভাবে সরস্বতীর বরপ্রাপ্ত, আজ এই যুগলবন্দীর আসরে বিক্রম, রঙ্গন, তেকোনা, রবাহুত, ফরিদা, রঞ্জনদা, দীপ্তেন্দা -- সবাই একসঙ্গে লিখলে কী ভালোই না হত।
  • Dalia | 83.83.40.194 | ০৫ মার্চ ২০১০ ০২:৪২415583
  • দারুণ, দারুণ, সকলের হাতে যেন দেবী সরস্বতী ভর করেছেন, চালিয়ে যান মহায়রা, খুব ভাল লাগছে পড়তে।
  • Tim | 71.62.121.158 | ০৫ মার্চ ২০১০ ০৬:৪২415584
  • সান্দাকে ডিট্টো। আরো হোক!
  • de | 59.163.30.3 | ০৫ মার্চ ২০১০ ১২:০৭415585
  • ব্যাপক লাগছে পড়তে!! চালিয়ে যান সব্বাই!
  • . | 198.96.180.245 | ০৫ মার্চ ২০১০ ১৩:৫৭415586
  • ক্ষ শুনতেই ধুক্ষুধুক্ষু বক্ষ-
    সেক্ষ বুঝি? কোথায় সখী?
    মুই বিরহী যক্ষ,
    বসিয়া থাকি এক্ষা এক্ষা
    বিজন বিরল কক্ষ।
    পথ চেয়ে চেয়ে জ্বলছে যখন চক্ষু
    এলেন, তিনি এলেন-
    আমি মুদিতনেত্র ভিক্ষু
    (ক্ষম হে মম দীনতা
    ধৈর্যের এই ক্ষীণতা)
    ক্ষুলতে দেখি এক্ষি!!
    বিস্ফারিত অক্ষি-
    বালের সেক্ষ!
    বকেয়া ট্যাক্ষো-
    জীবন পুরো কৃষ্ণপক্ষ
    ধুক্ষুধুক্ষু গায়ব, ভয়ে
    ক্ষ্যাকর ক্ষ্যাকর ক্ষ্যাক্ষ।
  • . | 198.96.180.245 | ০৫ মার্চ ২০১০ ১৪:১০415587
  • রুক্মিণী যেই পার্লারে
    কানাই অমনি নেটে-
    রাধিকা না হোক, গোপিনী
    ঠিক মিলেই যাবে চ্যাটে।

    (পরের লাইনগুলো অন্য কেউ পূরণ করুন)

  • Samik | 219.64.11.35 | ০৫ মার্চ ২০১০ ১৪:২৯415588
  • পেডি ও ম্যানি-কিওরে
    চন্দনে-হার্বালে
    চ্যাট-কামরায় ঠোঁট কামড়ায়
    গোপিনী ও এক ছেলে।
  • tkn | 122.163.79.50 | ০৫ মার্চ ২০১০ ১৪:৩১415590
  • গোপিনীর আছে অবসর
    আছে অফুরান চ্যাট কাব্য
    কেগো তুমি চ্যাট জানলায়
    চলো কথার সাগরে নাবব

    "হল কাজ সারা?" ' এই তো,
    সবে স্নান সেরে এসে বসলাম
    অফিস যাওনি, বাড়িতে?"
    'আজ ছুটিটা ম্যানেজ করলাম'

    'এমন দুপুরে একলা?
    শুধু আমার জন্যে? সত্যি?
    চলতেই থাকে চ্যাটালাপ
    যাতে সচ্‌ আছে একরত্তিই

    (পরের লাইন... আবার কেউ)
  • Samik | 219.64.11.35 | ০৫ মার্চ ২০১০ ১৪:৪১415591
  • লাস্ট লাইনটা এরকম করলে জমে যেত না?

    ... যাতে সত্যিটা একরত্তিই ...
  • rabaahuta | 203.99.212.54 | ০৫ মার্চ ২০১০ ১৪:৪২415592
  • কানুর বদামি কিঞ্চিৎ
    অধিক হয়েছে আজকাল
    নেটের পিছনে কেজানে
    দাদরা নাকি সে তিনতাল
    গোপিনী অপাপে বিদ্ধ
    একটু ফষ্টিনষ্টি
    এমন কি আর অন্যায়?
    ডুববেনা তাতে সৃষ্টি
    কবি কেঁদে গেল বিফলে
    কেন লোকে বলে মন্দ?
    নিকষিত হেমে খাদ নাই
    বলেছেন পিসি চন্দ্র
  • tkn | 122.163.79.50 | ০৫ মার্চ ২০১০ ১৪:৪৩415593
  • একই প্যারাতে দুটো সত্যি কেমন যেন লাগছিল, তবে, হুঁ, হতেই পারে। পরেরটা লেখ :-)
  • Samik | 219.64.11.35 | ০৫ মার্চ ২০১০ ১৪:৪৫415594
  • তাল কাটছি, কিন্তু কানু আর গোপিনী শুনে একটুখানি মন্দাক্রান্তা মনে পড়ে গেল

    নুপূর বেজে উঠল শুনে
    কদমতলায় ছুটল চটুল বালা
    সাইকেলে ঠেস, দাঁড়িয়ে ছিল কালা

    একটা দুটো কথার পরে
    বুকের ভেতর ব্যথার কথা হয়
    কেমন মিঠে বেদনা আর হয়

    ...

    পাত্র টেকো, সরশুনাতে বাড়ি
    তেইশটা গোঁফ, বাহান্নটা দাড়ি ...
  • tkn | 122.163.79.50 | ০৫ মার্চ ২০১০ ১৪:৫৭415595
  • তালই যদি কাটলে তো পুরোটা বাজাও না কেন?

    আশীর্বাদে মুক্তো দেবে
    মা খাওয়াবে সুক্তো, ইলিশভাত
    আমি তোমায় ভাবব সারারাত

    পরশু এসো বিকেলবেলা
    নিমন্ত্রণের অঢেল আয়োজন-
    তুমি, তোমার মা, বাবা, আর বোন

    মা বলেছে, ফালতু ছেলে
    এবং তোমার চালচুলো নেই মোটে
    বিয়ের ফুলও অনেক ভাগ্যে ফোটে

    কম্পিউটার পড়তে থেকো
    বরের ঘোরা চড়তে তোমার দেরি
    আর রেখোনা শাহরুখ-খানী টেরি

    নূপুর বাজে সকাল সাঁঝে
    বয়স কালে নাকাল কত রাধা
    কীসের জোরে ভাঙব কুলের বাধা!

  • Samik | 219.64.11.35 | ০৫ মার্চ ২০১০ ১৫:০১415596
  • পুরোটা মনে ছিল না যে ... :-(
  • rabaahuta | 203.99.212.54 | ০৫ মার্চ ২০১০ ১৬:১০415597
  • ক্লান্তশ্বাস ছুঁয়েছে আকাশ মাটি ভিজে গেছে ঘামে
    এই ভুঁড়িভারে যৌবন পারা চচ্চড় করে নামে
    রাধিকা ধেয়ানে গোপিনী নয়ানে এফটিভিবালা বামে
    শোষনে তোষনে বিজনপোষনে দিগহারা বৃথা কামে
    বিগলিত বেলা সাগরমেখলা ঐ পারে, পশ্চিমে
    কবি দিশাহারা কিসে দুখহরা? হুইস্কিতে? নাকি রামে?
  • rabaahuta | 203.99.212.54 | ০৫ মার্চ ২০১০ ১৮:৫৭415598
  • ক্ষীন প্রাণ বসন্তে ভীত
    উইঞ্চিটারে রুধে প্রেম
    কামনা বিধুর মধুরাতি
    অবহেলে এনেফেস গেম

    লিখে লিখে কড়া পড়ে হাতে
    তামরস ডাঁটা মেখে ভাতে
    মধুময় রাতি কাটে প্রাতে
    আধখাওয়া পেন্সিল হাতে

    প্রেয়সী এহেন যন্ত্রনা
    সহেনা কুসুমে ম্যাগো- কীট
    ভ্রমরের হুলে বড় জ্বালা
    ভস করে মারো কালো হিট

    এইসব আট ভাট ত্যেজে
    আয় দেখি কাছে আয় বাছা
    বলদেখি ওডা ক্যাডা হোথা?
    ইসে নাকি সৃফ হাঁড়িচাঁছা?

    মানো তো হে আমি সদালাপী
    কদাচিৎ গেছি আনবাড়ি
    তবু বলো কি করি উপায়
    ছলে যদি কোন পুরনারী?

    আমি নহি, আমি তো অপাপী
    আমি তো নিদাগ শৈশব
    তবু বলো কি করি উপায়?
    সদা চারপাশে ঐসব

    ঋতুরাজ বেয়াকুল নীচে
    আমি দেখ ঠায় একটানা
    ইতিউতি পেয়ালা পিরিচে
    কর্মঠ বসন্তকানা

    তবু কেন পৃথিবী নিঠুর
    তবু কেন পাখিয়ালি বৃথা
    হায় হৃদি ভরা খাঁটি প্রেমে
    হায় কেন মিলে না গ্রহীতা?
  • viikram | 193.120.76.238 | ০৫ মার্চ ২০১০ ২০:১৬415599
  • অসাধারণ লিখছে সবাই
    সবার হাতেই খাগের কলম
    ছুঁলেই তোর জাত যাবে জাত
    নয়কো ট্রেনে দাদের মলম
    সবার হাতেই সরস্বতী
    ভর করেছেন ভিন্নভাবে
    করুক, তাতে কালির দোয়াত,
    স্ট্যাটিক গণেশ কে ওল্টাবে?
    দারুণ দারুণ চালান মহায়
    আজব যুগলবন্দী বটে
    মোদ্দা, কিছু যায় বা না যায়
    সঙ্গে থাকুন সেকেন্ড থটে
  • sayan | 125.22.97.34 | ০৫ মার্চ ২০১০ ২০:২১415601
  • :-))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন