এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হুতোর কাজ

    Abhyu
    অন্যান্য | ২৭ জুলাই ২০০৯ | ১৭৭২৫ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Lama | 203.99.212.53 | ০৫ মার্চ ২০১০ ২০:৪৬415602
  • তামরস ডাঁটা ভাতের সঙ্গে মেখে খায় বুঝি? চচ্চড়ি?
  • rabaahuta | 203.99.212.54 | ০৮ মার্চ ২০১০ ১৩:০৫415603
  • সোম্বার, মহাশয়, কাব্য নয় গদ্য প্রখর
    বহুজাতি মহাজন তীরে বসে শানায় নখর
    বসন্ত ডুবুডুবু সমীরের ভেঙেছে খোঁয়াড়ি
    শ্রীমতী ফিরেছে বাড়ি নিঙাড়িয়া নীলপানা শাড়ি
    চৌদিকে ঝাঁঝা করে প্রোজেইক নিদাঘ
    পাখালি ভুলেছে কলতান - এক্সেলে বিষময় বাগ
    মহাশয়, এই ঋতু কঠোর ক্লিষ্ট ঠাঠা পড়া
    স্মৃতিপাঁক ঘেঁটেঘুঁটে দেখি,
    জুহি মাধুরীরা দিকে দিকে - রয়েছেন নেহাৎ অধরা
  • rabaahuta | 203.99.212.54 | ০৮ মার্চ ২০১০ ১৪:০৫415604
  • সামাজিক
    *****
    সরেই তো বসলাম, এগিয়েছি পিছনের দিকে
    ও মশাই আর কত যাবো? কষ্টেসৃষ্টে আছি টিকে
    চলুননা, নাহয় তিরিশ টাকা বেশি
    রজনী গভীর হলো বাড়ি ফেরা বেজায় কঠিন
    ও ভাই মাড়িয়ে দিলে পা?
    এ শকট ঘোড়ারোগে কেনা
    তা হোক থাকিনা সাতেপাঁচে
    লোকে বলে এইসব নেহায়েৎ খঞ্জ বাহানা
    ও ভাই তোমার প্রানে শখ
    তোমারই পথপানে পাড়া
    সঙ্গীত সুমধুর বটে
    আমার যে নিশি নিদহারা
    মানি বাপু সমাজের চাহ
    না মানিলে আমিই বেয়াড়া
    নানা আমি তোমাদেরই লোক
    নানা, কোনো নাই তাড়াহুড়া
  • rabaahuta | 203.99.212.54 | ০৮ মার্চ ২০১০ ১৭:৩০415605
  • এ জীবন কঠিন কঠোর
    কমরেড ধরো হাতে হাত
    ধরো তোলো কষে দাঁড় পাল
    অন্যথা বৃথা কুপোকাৎ
    ভাইটু এ রজনী নিঝুম
    ভাইটু তোমার চোখে ঘুম
    ফ্যাচাখেউ তাড়াও এখনি
    কফি খাও বিড়িতে দুটান
    চারিদিকে নানাবিধ ষড়
    নানাবিধ আনসান গেম
    কমরেড সাবধানে থেকো
    চারিদিকে অনায়াস জাল
    ওঁৎ পেতে টিকটিকি, প্রেম

  • Nina | 66.240.33.34 | ০৮ মার্চ ২০১০ ২২:১৩415606
  • শুধু হুতোরই হইচই
    সুতোর সুতো কই??!!
  • rabaahuta | 203.99.212.54 | ১১ মার্চ ২০১০ ১৩:২৫415607
  • সেক্ষি বসন্ত সে ক্ষি শেষ?
    এক্ষনো বিকালে এই একটু আবেশ
    পিকরব মাতোয়ারা
    ক্ষি সোসনে হলো হারা
    জালনায় চোখকাড়া অফশোল্ডার, চারু কেশ
  • rabaahuta | 117.194.228.102 | ২৯ এপ্রিল ২০১০ ২৩:১০415608
  • আপাতত এটি দেরাজে দিলেম রেখে:

    http://sayankb.webs.com/alien/
  • rabaahuta | 203.99.212.53 | ১১ মে ২০১০ ১৩:০২415609
  • লখতেজিগর তখতেতাউস দন্ডাবায়স দাঁড়ে
    গ্রন্থি বাঁধা সুত্রপাতে বংশ কেন ঝাড়ে
    দেউড়ি ঘিরে দোবে চোবে খিড়কি দিয়ে পাঁড়ে
    জোহরাজবি হাসিন খুবি জওয়ানী বুড়া হাড়ে
    কম্প দিয়ে বুখার আসে ঘর্ম দিয়ে ছাড়ে
    নর্ম্যসহচরীরা আর নাচেনা ঘিরে ঘিরে
    অবনী গেছে বাজারে, তালা লাগিয়ে দিয়ে দ্বারে
    চুরাকে দিল গোরিয়া যায় পিছনে বাঁকে ছোড়ে

  • rabaahuta | 203.99.212.54 | ২৪ মে ২০১০ ১৯:১০415610
  • এরকম শান্ত চরাচর স্তব্ধনীল বর্ষনক্ষান্ত বিকালে
    কাব্য পায় মৃদু, মন চায় বেগুনী খিচুড়ি মুড়িভাজা।
    পেঁয়াজী পায় যাদের বয়েসকাল এখনো আছে হাতে, আর বাবরী আছে
    কানঢাকা জুলপী আছে, স্পাইক আছে মাথার সুমুখে।
    ঘিজিমিজি ভীড় বাড়ে, লাল হলুদ ট্রাফিকের আলো
    ধ্যার মশাই, কাদা পায়ে পা মাড়ালে ইয়ে আর ইসে-
    বাড়ি ফেরা বড় ঝাম, পানশালে লোক আর
    লৌকিকতা বেড়ে ওঠে চায়ের দোকানে।
    জাহাজীরা গোঁৎ খায় চুপি চুপি আদার আড়তে, কেজো লোক
    মেটিয়াবুরুজ ছোটে এরকম কাদাখোঁচা পথে। আর আমি কিনা কবি, তাই
    আমার কাব্য পায় এরকম স্তব্ধনীল বর্ষনক্ষান্ত বিকালে - পদ্যময় ভীড়ে।
    ************************************
    একটা সিরিয়াস পদ্য লিখলাম, প্রশংসা করবেন যেন, কেমন?
  • rabaahuta | 203.99.212.54 | ২৪ মে ২০১০ ১৯:২২415361
  • দেকোচো, আমার কাব্য পড়ে বেবাক লোক কিরম মন্ত্রমুগ্‌ধ স্তব্ধবাক হয়ে গেছে?
    আত্মপ্রসাদ, দাঈ নেম ইজ আত্মপ্রসাদ।
  • Samik | 121.242.177.19 | ২৪ মে ২০১০ ১৯:৫৫415362
  • :-B
  • rabaahuta | 203.99.212.54 | ২৬ মে ২০১০ ১৮:৪৩415363
  • যা ভয় পেয়েছিলাম, ঠিক তাই হয়েছে। আমার ইদানীং পদ্যকাঠিন্য হয়েছে। তো, সকাল বিকেল কুলত্থকলাইয়ের রস খাওয়ার সঙ্গে সঙ্গে মর্মপীড়ের উপাসনাও কর্তব্য। লোকশিক্ষের দিকটাও দেখতে হয়।
    তাছাড়া, দীর্ঘরাইটার্সব্লকহেতু যদি লোকের মনে আমার কাব্য প্রতিভা সম্পর্কে সন্দেহ জাগে, সেটাও ঠিক নয়। হাজার হোক, সতর্ক থেকে, জাগ্রত থেকে, লোককে ভুল বোঝা থেকে বিরত রাখাটা আমার দায়িত্ব। আমার কর্তব্য।
  • rabaahuta | 203.99.212.54 | ২৬ মে ২০১০ ১৮:৪৪415364
  • TesTing

    সিক্ত হেমা ধরমবীর
    লাঠ্যৌষধ মর্মপীড়
  • rabaahuta | 203.99.212.54 | ২৬ মে ২০১০ ১৮:৪৬415365
  • মর্মপীড়ের পাঁচালী ও ব্রতকথা

    চর্মশির ধর্মক্ষীর
    হও আগুয়ান মর্মপীড়
    শশব্যস্ত ভস্থির
    সবার পিছে মর্মপীড়
    ব্যাঘ্রনাদ সিংহগির
    সবার আগে মর্মপীড়
    বিবশকাতর বায়সনীড়
    সবার মাঝে মর্মপীড়
    সিক্ত হেমা ধরমবীর
    মর্মপীড় মর্মপীড়

    ***************

    জগাই পাগল খাচ্ছে ক্ষীর
    মস্তকে তার মর্মপীড়
    সাত জার্মান ভীষন বীর
    ঠেকিয়ে রাখেন মর্মপীড়
    শীতের সকাল শীতল নীর
    গিজার দেবেন মর্মপীড়
    গরম কালে বাসের ভীড়
    বন্ধ ডেকেছেন মর্মপীড়
    মধ্যরাতে সাইন্সসিটির
    ট্যাক্সিচালক মর্মপীড়
    দাশকেবিনের আফগানীর
    পাঁউরুটিতে মর্মপীড়
    একলা ফ্ল্যাটে রাতগভীর
    নীলছবিতে মর্মপীড়
    মদনা ছোঁড়া ছুঁড়ছে তীর
    বর্ম বেচেন মর্মপীড়
    চশমাচোখে তীক্‌ষ্‌ঞধীর
    ব্রেনোলিয়ায় মর্মপীড়
    গহ্বর চাই শল্লকীর
    লোন মেটাবেন মর্মপীড়
    আধেক ডাগর হুইস্কির
    রক্সোপরি মর্মপীড়
    আপত্‌কালীন চকখড়ির
    ব্ল্যাকবোর্ড দেন মর্মপীড়

    ***************
    ভাটুরিয়া কূটপর্ক সন্ধানে আকুল
    হইয়া খুঁজে ইতি উতি বিষম ব্যাকুল
    এইটবি হইতে ফিরে বিফল আশায়
    হাতিবাগানেতে গিয়া তবু নাহি পায়
    কূটপর্ক কূটপর্ক ঘুমে জাগরনে
    ভাটুরিয়া ভাট ভুলে তার সন্ধানে
    বিফল মনেতে ভেটো মধ্য দুপুরে
    নিদ্রা মাঝে স্বপ্নে হেরে দিব্যজ্যোতি দুরে
    দেখা যায়, মনোরম নলবন মাঝে
    কাকলি কূজন আর শঙ্খনাদ বাজে
    নানাবিধ পক্ষীকূল মধু গীত গায়
    মধ্যবর্তী জ্যোতির্ময়, তার পানে ধায়
    সকল রসের ধারা জিলাপি ও প্যাঁড়া
    মদ্য মাংস ঘৃত পক্ক কুক্কুট আর ভেড়া
    হেনকালে উর্ধাকাশে দৈববানী বাজে
    ওরে মূঢ় ভাটুরিয়া এ জগত মাঝে
    মর্মপীড় মহাবীর চর্মশির ত্যেজে
    পরধনে কেন লোভ স্যালাডে পেঁয়াজে?
    মর্মপীড় ধর্মক্ষীর সিংহগির আলা
    বন্দেগী পীড়ের থানে হবে তোর ভালা
    পাঁচ পোয়া হুইস্কিল আধ গাড়ু রামে
    ভক্তিভরে রাখি দিবা ফিশফ্রাই বামে
    মর্মপীড় ধর্মক্ষীর চর্মশির তোষে
    রক্ষা পাবা ভার্যাক্রোধে আর রাজরোষে
    কুটপর্ক চাহো যদি মর্মপীড় থানে
    ইস্পিশাল পুজা দাও ভদকা নিদানে
    পেয়ে যাবি মনষ্কাম ধন্য হবে জিনা
    সার্থক হইবে যত খুন ও পসিনা
    ******************
    ইতি মর্মপীড়ের ব্রতকথা প্রথম অধ্যায়
    ******************
    সিক্ত হেমা ধরমবীর
    লাঠ্যৌষধ মর্মপীড়

    জয়

  • pipi | 78.52.228.13 | ২৬ মে ২০১০ ১৮:৪৯415366
  • হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা
  • Nina | 64.56.33.254 | ২৬ মে ২০১০ ১৯:২২415367
  • :-))
  • rabaahuta | 203.99.212.53 | ২৭ মে ২০১০ ১১:৩০415368
  • :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

    IPAddress:203.99.212.54Date:25Jan2010 -- 01:36PM

    সায়ন্তন কে কবির প্রতি কবিসুলভ জন্মদিনের শুভেচ্ছা।
    কিন্তু রঞ্জন্দা কি আমার কবিত্ব কে অস্বীকার করলেন?
    অপমানানলে জর্জরিত হয়ে এক কবির জন্মদিনে উড়িয়ে দিলাম অন্য কবির প্রতিবাদ প্রভঞ্জন।
    ******************************
    চিনিল না মোরে
    গরীব কবিরে
    জালিম জমানা, রঞ্জন

    কাব্যের ঘোরে
    রাত্রে দুপুরে
    কত গালাগালি গঞ্জন

    কাব্য খাদ্য
    কাব্য পানীয়
    কাব্য দন্ত মঞ্জন

    ভ্রমি দিকহারা
    নকড়া ছকড়া
    কবিতা অন্ন ব্যাঞ্জন

    খুঁটে খুঁটে খাই
    কানু গীতি গাই
    খড়ুস মালিক বর্জন

    করেছে আমারে
    গরীব কবিরে
    হেরো কবিভয় ভঞ্জন

    সহেনা যাতনা
    গৃহিনীর তানা
    ঘরে ও বাহিরে গঞ্জন

    তবু চিনিলনা
    হুতাশ বাসনা
    জনতা জমানা রঞ্জন

  • debu | 72.130.151.116 | ২৭ মে ২০১০ ২৩:২৯415369
  • এর জন্য তো নোবেল বাঁধা
  • rabaahuta | 203.99.212.54 | ০৯ জুন ২০১০ ১৮:৫০415370
  • তৎকালীন বঙ্গসমাজ ও যৎকিঞ্চিৎ স্মৃতিমেদুরতা
    ************************

    বাকি রয়ে গেছে সুখের বিলাস
    ধুমকি জেগেছে গাঢ়
    উড়ালপুলের নীচে তরজায়
    বন্ধু জমেছে আরো

    পানভান্ডটা ভরে দেহো ভাই
    ফটজলে সুধারসে
    এখনো সন্ধ্যা নেহাত স্খলিত
    বসনে মুচকি হাসে

    ঐপারে আছে জনপদ আছে
    তিরিক্ষি কুহু কেকা
    নগরে নীলিমা বিবশ কালিমা
    পাততাড়ি তোলে একা

    কালো রিজেন্টে কড়া তামাকুতে
    মর্ত্যে জানাডু পুরী
    শৌন্ডিক দেখো ডুবিছে মানুষ
    এ তুফান দেবে পাড়ি

    সমাধি ঘটিবে নির্বিকল্প
    আত্মাকে বিঁধে সূঁচে
    উড়ে যাবে রাত অল্প থাকতে
    মোহের কালিমা মুছে

    চাট কোথা? চাট কোনজন খোঁজে?
    চাট নিয়ে গেছে চিলে
    বোয়াল মৎসে মদ নিয়ে যাবে
    এতটুকু ঢিলা দিলে

    চৌদিকে দেখ কত প্রাণ দেখ
    কত সুবিমল হাসি
    চোখ মোদো ওরে বিহঙ্গ, ওরা
    বুঝি ভুবনের মাসি

    ওরে বিহঙ্গ মোহজাল ভুলে
    পরমব্রহ্মে লীন
    এখনো রজনী বাকি পড়ে আছে
    এখনো ঘন্টা তিন

    তোলা আছে ঝাঁপ খোলা আছে খাপ
    দোলা লেগে আছে হৃদে
    পোলাপান গোন কালে লহরী
    এই পথই গেছে সিধে
  • d | 115.117.245.242 | ০৯ জুন ২০১০ ২১:২২415372
  • হুতোর এই কবিতাটা মনে হচ্ছে গতকাল কাকভেজা ভিজবার ফল।
  • ranjan roy | 122.168.170.215 | ১০ জুন ২০১০ ১৪:২০415373
  • হুতো,

    নিদাঘপীড়িত আমি,
    কম্পু খুলে পোস্ট দেখি নাই,
    ক্ষমা কোরো ভাই।
    ৪৬-৪৭ সেলসিয়াসে কবিতার দল
    উপে যায় বাষ্প হয়ে, নয় করে শিবিরবদল,
    ""পরভোজী ঠিকেদার'' সম;
    তবু বলি-ক্ষমো, মোরে ক্ষম।

    তোমারে বলেনি কবি, সার্টিফিকেট দেয় নাই?
    -এই দু:খ বহিছ সদাই?
    তোমারে গঞ্জনা দিবে কে এক রঞ্জন,
    তাহার তুলনা শুধু "" বৈদ্যনাথ দন্তমাঞ্জন''।
    দন্তকেলাসিত করি যত্র তত্র ছড়াইয়া যায়,
    উদরাময়ের মত তাহার কবিতাবেগ পায়।

    শোন বলি--
    যেইদিন তুমি অতি ধীরে,
    জন-অরণ্য মাঝে অফিসবাসের ব্যস্ত ভিড়ে,
    শুধাইলে তাকে,
    -- সত্যবচন কর, বিয়া শুধু করিবে আমাকে!
    সেইক্ষণে আকাশেতে বাজিল দুন্দুভি,
    কহিলেন দেবগণ--রবাহুতো এক সাচ্চা কবি।
    নিজের জীবন নিয়া রচিয়াছে এক কাব্যগাথা,
    বিশ্বায়ন ভোগে যাক,
    মরে নাই, মরে নাই প্রেমের কবিতা।।
  • Nina | 64.56.33.254 | ১০ জুন ২০১০ ২৩:৩৩415374
  • রঞ্জন --এ-ক-ঘ-র !
  • a x | 143.111.22.23 | ১১ জুন ২০১০ ০২:০১415375
  • আচ্ছা হুতোর পুঁটের একটা অ্যানিমেশন পাবোনা আমরা? :-)
  • ranjan roy | 122.168.170.215 | ১১ জুন ২০১০ ১১:৫২415376
  • অক্ষদার প্রস্তাবকে দুহাত তুলে সমর্থন।
  • rabaahuta | 203.99.212.54 | ১৭ জুন ২০১০ ১৭:৩২415377
  • কষ্টকল্পিত কাব্য জল্পনা
    ধকল আছে গুরু নেহাৎ অল্প না
    স্বল্প শ্রম দিয়ে এরচে খালকেটে
    আদার বিজনেসে প্রফিট গল্প না

    সান্ধ্য হাহুতাশে একটু আশেপাশে
    চকিত চাহনীতে বৃথাই জাল বোনা
    মানসে যথা ফলে মধুর তামরস
    তাদের খেয়ে ফেলে বেয়াড়া চারাপোনা

    রাস্তা পদে পদে স্খলিত, সরু বাঁকা
    এসব খল ক্রীড়া ক্লিষ্ট লাজ ব্রীড়া
    সময়ে হাত মারে রজনী হুহু ফাঁকা
    বেকার পেঁয়াজী এ, ফালতু শির পীড়া

    এরচে পাঁচ পেগে কেৎরে মদালসা
    ঘৃষ্ট নিশিথিনী প্রখর জিজীবিষা
    বাহিরে চারুকেশী রভসে মুখচাঁদে
    আকাশে কত তারা - বিলোল বেশভুষা
  • rabaahuta | 203.99.212.53 | ১৮ জুন ২০১০ ১৮:৩৩415378
  • এটা বিশ্বকাপ টইয়ে লেখার ইচ্ছে ছিল, কিন্তু খেলোয়াড় লোকজনকে ভরসা নেই। এমনিতেই আজ সকাল সকাল গালাগাল খেয়েছি, তো নিজ গুহাতেই পাঁয়তারা কষা শ্রেয় ও নিরাপদ।
    --------------------------------------------------------
    গ্যালারীর পাখিরা ও নৃত্যপর শাকিরা : কবির চোখে বিশ্বকাপ
    --------------------------------------------------------
    এইতো দিকে দিকে লোকেরা ওঁৎ পেতে
    দেখছে চোখ ফেঁড়ে বিশ্বকাপ
    পূর্ব আভাসে ও বিশেষ মতামতে
    বসছে নড়েচড়ে রক্তচাপ
    নিরীহ কবিবর থাকেনা সাতে পাঁচে
    ঘোরে না মাঠে ঘাটে দিন বেবাক
    কবির ক্ষীন আশা গ্যালারী থেকে আসা
    ললনা ক্ষীণকটি নিঁখুত তাক
    কবির গোল চোখে ত্রিতাল বোল তুলে
    রজনী বেড়ে ওঠে নিশির ডাক
    এদিকে মধুখেলা ওদিকে ভুভুজেলা
    মধ্যে বহুজাতি মুদ্রা পাক
    এদিকে জিমে ট্রিম ওদিকে গদি আঁটা
    কেদারা চেপে কোলা খাচ্ছে খাক
    স্থবির কবিবর নিশীথে জেগে দেখে
    শাকিরা নেচে কুঁদে গাইছে গাক
  • Tim | 71.62.121.158 | ১৮ জুন ২০১০ ২২:০৪415379
  • হুল্লাট! আরো হোক। :-))
    সকাল সকাল গালাগালটা কিসের?
  • rabaahuta | 203.99.212.54 | ২৩ জুন ২০১০ ১২:৫২415380
  • পীড়ের প্রতি পীড়িতের প্রার্থনা
    ****************
    ধুলায় পড়েছে হুতো হাহাকারে হুতাশ ধরনী
    পুরাতন হুতো, আধেক আঁখির পানে চেয়ে
    কটু হাস্য দিয়াছে ঘরনী

    পুরাতন হুতো তার দীর্ন কাব্য কথা, জীর্ন তরনী
    অপ্রশংস পাঠক পাঠিকা অবহেলে
    কেড়েছে স্বপ্নফল, পদে পদে মিল খুঁজে আনা
    অনিমিখ উদাস পারানী

    শোকাকুল হুতো, হেলায় পড়েছে ধূলাতে
    পীড়িতের পরমনিধি, মর্মপীড়
    চারন গাহিছে তব গাঁথা
    মোর আশ্রয় তোমা থানে
    সব পথ ধরেছে শেষমেষ
    তোমার দেখানো সরনী
  • lcm | 69.236.190.194 | ২৩ জুন ২০১০ ১২:৫৫415381
  • বাহ! কি মিল!
    পীড়বৃত্ত ও মর্মমাত্রা-র কি অসাধারণ নমুনা।
  • san | 203.91.201.56 | ২৩ জুন ২০১০ ১৩:৩৪415383
  • আহা রে !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন