এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জুজুবাদ : অলস অস্তিত্বের সংকট

    dd
    অন্যান্য | ২১ জুলাই ২০০৯ | ৭৭৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Boo | 203.189.230.3 | ২৯ জুলাই ২০০৯ ২০:২৯415822
  • বোজোদা না হলে কী ডিডিদা বাহাস করবেন না? :( বোজো!
  • dd | 122.167.37.70 | ৩০ জুলাই ২০০৯ ২০:১৭415823
  • দেখুন তো "দ্রোহসা" - এটা কেমন লাগছে? এর আবিষ্কর্ত্তা আমি। হেঁ হেঁ হেঁ। দ্রোহসা !! বা: বা:।

    মানে জিঘাংসা, রীরংসা, লালসা এইসবের পর। দ্রোহসা।

    অর্থাৎ বিদ্রোহ করিবার ইচ্ছা। একটা মোমবাতির কামনা,মিছিলের স্পৃহা, একটা বিশ্বব্যাপী শত্রুর নাক ফাটিয়ে দেবার আকুতি।

    আসলে জুজু শুধু একটি ভয়েরই আস্তানা নয়। জুজু হচ্ছে এক পরম শত্রু ভাবনা। যার দিকে তুলে ধরতে হবে মাউসের বর্শাফলক। ইন আর ইয়াং। আপনি ও আপনার পছন্দসই হাওয়াকল।

    সেই ভিয়েতনাম যুদ্ধের পর থেকে অবিরল কালো আর অবিরাম সাদা কিছু নেই।
    সবই গ্রে রঙের খেলা। কম গ্রে বনাম বেশী গ্রে।
    বুদ্ধবাবুর নাক ফাটিয়ে দিতে চান? তো ভালো কথা,কিন্তু তার প্রতিদ্বন্দ্বী যে সেই মমতা। শালা, কোথায় যে যাই।
  • dd | 122.167.37.70 | ৩০ জুলাই ২০০৯ ২০:১৮415824
  • যতোদিন বুশ (বুশ ভাই) তক্তে তাউসে মোতায়েন ছিলেন ততদিন তাও একটা ফোকাল পয়েন্ট ছিলো, কিন্তু অবিমিশ্র নয়। ইরাকে শিশুহত্যা নিয়ে প্রতিবাদ করলেও সাদ্দামকে সমর্থন করা যায় না। আফঘানিস্তানে আম্রিগা না বিন লাদেন, কে বেশী কম গ্রে এই নিয়ে ধন্দে পরে যাই।

    কিন্তু এমনই কপাল, সেই বুশভাই ও চলে গেলেন, এলেন ওবামা। মুসলিম পিতার পুত্র,তায়ে আফ্রো অ্যামেরিকান। তার সংগী হিলারী একজন আদ্যোপান্ত মেয়েমানুষ। সারা জীবন জেনে এলাম আম্রিগান প্রেসিডেন্ট একটি সুমধুর হাওয়াকল,এক চিরস্থায়ী বন্দোবস্ত। আর আজ কেমন ভ্যাবাচাকা খেয়ে যাই। হচ্ছেটা কি ?

    লাওসে কি হচ্ছে? কিউবা?
    নর্থ কোরিয়া বড্ডো ভুলভাল যায়গা। সাপোর্ট করবার মতন ,র‌্যালী করবার জন্য দুনিয়াতে আর কেউ রইলো না।

    সে ও সহ্য হয়। কিন্তু ঢিল মারবার জন্যও কেউ নেই? একজনও না?
  • dd | 122.167.37.70 | ৩০ জুলাই ২০০৯ ২০:২০415825
  • বৃহৎ পুঁজিপতিরা অবশ্য এখনো টিঁকে আছেন, এই যে রক্ষা। আর কিছু বহু ব্যবহৃত জীর্ন সিম্বল।

    দেবানন্দ বল্লেই ,ঐ একই নি:শ্বাসে বলতে হবে এভারগ্রীন। তেমনি শপিং মল বল্লেই ঝাঁ চকচকে, বলতে হবে। বলতেই হবে। এটা আইন। এ ছাড়াও হাতে রইলো ফ্লাই ওভার। এছাড়া? কেউ না? কিছু না?

    নৈর্ব্যক্তিক শত্রু নিয়ে ঠিক,অতোটা মজা আসে না। তাও, এই মন্দার বাজারে যা পাওয়া যায়।

    ভালো কথা স্মোকিং ও প্যাসিভ স্মোকিং নিয়ে যারা হামলে তর্ক করছেন ,সেই দুই দলই পিছিয়ে পরেছেন।

    সিগ্রেটের লেটেস্ট হাতে গরম জুজু হচ্ছে টারসিয়ারী স্মোকিং। মানে আপনে সিগ্রেট খেলেন না, বেশ, কারুর সামনে সিগ্রেটের ধোঁয়া আপনাকে ইচ্ছের বিরুদ্ধে গিলতে হলো না, বেশ, বেশ। কিন্তু এতো সহজেই ছাড়া পেয়ে যাবেন। হা: হা:। হা:। বালকের দল।
  • dd | 122.167.37.70 | ৩০ জুলাই ২০০৯ ২০:২২415826
  • এসে গেছে টারশিয়ারী স্মোকিং। আপনি যে ঘরে ঢুকলেন সেই ঘরে ঘন্টা খানেক আগে কেউ সিগ্রেট ফুঁকে গেছে, আপনি গন্ধ পেলেন না, টেরও পেলেন না।

    কিন্তু,স্যার,রক্ষাও পেলেন না।
    কেনো না, ঘরের দেওয়ালে, ছাদে,আসবাবপত্রে, ফারনিশিংএ ওঁৎ পেতে রয়েছে শিকারী কার্সিনোজেনের দল। আপনাকে পেয়ে ঘাড়ের উপর এক্কেবারে ঝাঁপিয়ে পরে আক্রমন। ফলাফল ? ক্রনিক ইনস্ট্যানটেনিয়াস ডেথ।

    আমার আম্রিগা বাসী কাজিন এর খপর রাখেন, হোটেল ঘরে ঢুকেই ফ্যাচ ফ্যাচ করে কী একটা স্প্রে করে ন্যান। টারশিয়ারী স্মোকিংএর হাত থেকে বাঁচবার পন্থা আর নেই কো। এই একটাই।
    জনস্বার্থে এই জুজুটির সাথে আপনেদের পরিচয় করিয়ে দিলেম।

    কি ভাবছেন? সিরিয়াসলি এরকম হয় ? না কি আমি স্বভাববিরুদ্ধ ভাবে এয়ার্কি মারলাম?
    খুঁজুন। খুঁজে বার করুন উত্তর।

    দ্রোহসার এইটাই মজা, কখন প্রতিবাদ নিছক বাতিক বা ফক্কুরীতে মর্ফ করে যায় শিকারেরা টেরও পান না।
  • a x | 75.53.196.106 | ৩০ জুলাই ২০০৯ ২০:৫১415827
  • হে: ডিডি, পিছায়ে তো আপনে পড়সেন। রিমি সেই কবে থার্ড হ্যান্ড স্মোকিংএর কথা লিখ্যে গেসে।
  • d | 117.195.34.3 | ৩০ জুলাই ২০০৯ ২০:৫৬415828
  • টারশিয়ারি স্মোকিং তো রিমি না আর্য্য, কে যেন বলেছিল।

    আর একঘন্টা এমনকি ৬-৭ ঘন্টা আগেও কোন ঘরে(বন্ধ ঘরে) বিড়াল থাকলে বা গাড়ীতে বিড়াল নিয়ে ঘুরে আসার পর চাপলে ---- যাদের বিড়ালে অ্যালার্জী আছে, তাদের হাঁচি শুরু হয়ে যায়। আমার বিড়ালে অ্যালার্জী আছে। আমি অবশ্য জানতাম না। তবে আমেরিকায় একজনের গাড়ীতে উথলেই হাঁচতে শুরু করতাম। একজনেদের বাড়ী গিয়েও এমনি এমনি হাঁচতে শুরু করেছিলাম। অথ ত্রিসীমানায় বিড়াল নেইকো। বিড়ালদের সব বেসমেন্টে বন্ধ রাখা হয়েছিল। তা সঙ্কেÄও। তাতেই সবাই রায় দিল আমার নির্ঘাৎ বিড়ালে অ্যালার্জী আছে। পরে জানা গেল সত্যিই।

    তো, বিড়ালকে কি জুজু বলা যায়?
  • arjo | 168.26.215.13 | ৩০ জুলাই ২০০৯ ২১:৩৫415829
  • নোপ, ওসবে আমি বিসোয়াস করি না। থার্ড স্মোকিং থাকলে থার্ড হ্যান্ড পেট খারাপও আছে। অন্য একটা থ্রেডে অথেন্টিক জার্ণালের পেপার ফেলে দিয়েছি। এই নিয়ে কিছু বক্তব্য থাকলে ঐ থ্রেডে আসুন।
  • r | 125.18.104.1 | ৩১ জুলাই ২০০৯ ১৩:৪২415830
  • অনলস অস্তিত্বের মানুষরা কি জুজুবাদে ভোগেন না?
  • dd | 122.167.23.138 | ৩১ জুলাই ২০০৯ ২২:১৭415832
  • উফ। উফ। উফ।
    উ:ফ।
    উ:।
    এইডা কি কইলা রমগম? জুজুবাদে কেউ "ভোগে"? এরপর তো জিগাইবা মইদ্যপান কইরলে কি হয় ?

    খুব ভাল্লাগে। হ্যার জইন্ন্যই লোকে জুজুবাদ তাড়িয়ে তারিয়ে (দুটো র/ড় ই দিলাম) এনজয় করে। এনজয়। এনজয়।

    জুজুবাদ অলস অস্তিত্বের সংকট, নিরলস অস্তিত্বের পেশা বা জীবিকা।
    সংকট = টাইম পাস। খুব কঠিন ধাঁধাঁ যেমন। খুব ঝাল ঝাল মটন কারী য্যামন।

    বা খুব টেনেটুনে নেশা। আর কিছু না।

    এইরকম এলেবেলে কোশ্চেন কল্লে, একেক সময় ,সত্যি, একেক সময় সন্দেহ হয়। তুমি সি ই ও হবে তো ?

  • ranjan roy | 122.168.68.168 | ০১ আগস্ট ২০০৯ ০০:৫৬415833
  • ডিডির ""দ্রোহসা''র ফিদা হয়ে গেছি। লং লিভ্‌ দ্রোহসা। ডিডি এইবার "দ্রোহসা''র ম্যানিফেস্টো লেখ। আমি তার""নীলকন্ঠ-টীকা'' লেখার চেষ্টা করবো।
    আমার সামনে ঢিল মারার কেউ নেই। আমার সেই বিল্ডারকে কাবু করতে গিন্নিই যথেষ্ট। এখন আমি কী করি? ( দমু'র কল্যাণে বুড়ো বয়সে কিঞ্চিৎ হ্রস্বি-দীঘঘি জ্ঞান হচ্ছে।)
    আগামী বছর রিটায়ার কচ্চি, তারপর কী করি! লং লিভ্‌ দ্রোহসা!!
  • dd | 122.167.21.5 | ০১ আগস্ট ২০০৯ ০১:০৯415834
  • অ্যা:

    রঞ্জন কি zএ কয়। ধ্যুর্‌র। ধুস্‌স্‌স। ফ্যা:।

    দ্রোহসা শুদু মুদু ভার্চুয়াল হাওয়াকলের এগেইনস্টে। মাউসের বর্ষাফলক। আস্ফালন। কুইকসটের যাত্রাপালা। গলা কাঁপনো ক্যাথ্যারসিস।

    বিল্ডারের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে খুবই পার্সোনাল। সেখানে রিয়ালিটির মুখোমুখী। নিস্তার নেই। সেইখনে তুমি আমি আছি। একা একা।
  • dd | 122.167.46.254 | ২৯ আগস্ট ২০০৯ ০০:৩২415835
  • কালকে লিখবো।
    তো ? অ্যাখন ক্যানো তুল্লাম?
    সিম্পল, ঐ বিজ্ঞাপনের ধোঁকা কাটাইতে।
  • ha ha | 115.240.195.54 | ২০ সেপ্টেম্বর ২০০৯ ২২:৫৩415836
  • ডিডিদা,
    কাল কবে আসবে? কাল?
  • dd | 122.167.20.72 | ১৮ অক্টোবর ২০০৯ ২২:৩১415837
  • ক্যানো এখনো এটা নিয়ে লিখে যেতেই চাই,আপনমনে? কেনো নো ইটি আমার ফেবারিট টপিক। আমার আদরের হাওয়াকল। সোহাগের সাম্পান।

    এই সুখী নিরুপ্রদব জীবন বড্ডো বোরিং রে দাদা, একটা ঢিল মারার মতন শত্রুও আর নেই। বাড়ীতে আরশুলারাও আসে না।

    তো এই ভয়াবহ শত্রুশুন্যতার রাজত্বে কি ভাবে তৃপ্ত হবে দ্রোহসা?
    চাই নতুন কিছু হাওয়াকল। সিগ্রেট,গ্লোবাল ওয়ার্মিং,বিটি কটন। বিটি বেগুন। যা পাওয়া যায়।

    কিন্তু নিয়মাবলী গুলো স্মরনে রাখুন :

    (১) চেঁচান। বিকট চেঁচান। জানবেন আপনাদের উদ্দেশ্য মহৎ কিন্তু প্রতিরোধকে জুজুবাদের স্তরে তুলে নিতে প্রয়োজন হিস্টিরীয়ার। সেটি নাহলে জুজুবাদ ব্যর্থ, আপনার দ্রোহসাও।

    (২) যেখানে চেঁচিয়ে লাভ হবে না, যুক্তি এতোই দুর্বল সেইখানে গলা কাঁপান। অন্তত: পচ্চিম বংগের,ম্যাম্মাম্মা আংলায় যাত্রা পালা অমর। চিরকালের চিরদিনের।

    (৩) নিছক মিথ্যা কথা বলুন। ঠেসে বলুন,হাত খুলে বলুন। গুল্প ছাড়ান।
    প্রায় একশো বছর আগে ভাগলপুরের নিরক্ষর কৃষকের বানানো অলৌকিক কাহানীকে ছাপিয়ে উঠুক আপনার প্রত্যক্ষদর্শী প্রতিবেদন।
    কেউ চোখে আঙুল দিলে পন্থা (১) অথবা পন্থা (২)অথবা দুটোই চালান। অন্য জুজুবাদীদের ডাকুন যারা আরো চমকপ্রদ তঙ্কÄ নিয়ে হাজির হবেন।
    মোটকথা হিস্টিরীয়ার থেকে এক কদম ও পিছিয়ে নয়।
    এবং, মনে রাখবেন দাঁতের বদলে হাঁটু, চোখের বদলে কনুই। তথ্যের বদলে শুধুই তঙ্কÄ, ফ্যাক্টের বদলে থিওরী। পাকা দ্রোহসীর এগুলই অস্ত্র।
  • dd | 122.167.20.72 | ১৮ অক্টোবর ২০০৯ ২২:৪০415838
  • বি টি কটন। এক দ্রোহসীর রুপকথা। শুনুন, চোখ খুলকে শুনুন।

    রুপকথাটি এই রকম : এমএনসি নামক এক কুচ্ছিত সেলফিশ জায়েন্ট এক আজব কল বানিয়েছে। বিটি কটন। এটি অস্বাভাবিক চড়া দামে বিককিরি হয়। কিনলেই ভয়ানক আর্থিক ক্ষেতি। ফলে মৃত্যু। এই ভাবে তৃতীয় বিশ্বে কৃষকদের কে মেরে মেরে মেরে জনশুন্য করে আম্রিগা সাম্রাজ্যবাদ বাড়িয়ে চলেছেন। ক্যামন? খুব সুন্দর না?

    হেডলাইন গুলি দেখবেন ?
    "১৫০০ কৃষকের গণ আত্মহত্যা"। এইবারে আপনি ঘাবড়ে গিয়ে ডিটেইলস চাইবেন। একদিনেই কি হলো এই মাস সুইসাইড? ক্লিক মেরে দেখবেন খবর কিছুঅই নেই। শুধুই হেডলাইন। শুধু এই হেডলইন টুকুই

    আর হপ্তাখানিক আগেই রেডিফে দেখলাম হেডলইন ।" ভারতীয় কৃষকদের আত্মহত্যার রক্তে লাল হয়ে আছে আম্রিগার হাত"। সেই বি টি কটন।

  • dd | 122.167.20.72 | ১৮ অক্টোবর ২০০৯ ২২:৫১415839
  • রেডিফের সেই "প্রতিবেদনে" তথ্য কিছুই নাই। শুধু একই কথা। কি ভাবে বিটি কটনের প্রলোভনে খপ্পরে পরে উজার হয়ে যাচ্ছে ভারতের গ্রামাঞ্চল।

    তা,প্রায় দশ বছর হয়ে গ্যালো বিটি কটন এয়েছে এ দেশে। এবং যে কারনেই হোক না ক্যানো (অবশ্যই বিটি কটনের দরুন নয়, কেনো না অ্যাদ্দিনেও তুলা চাষের জমির খুব বেশী হলে ৪০% বিটি কটনের বীজ ব্যবহার করেন, ম্যাক্সিমাম) তুলা চাষের উৎপাদন ও প্রডাক্টিভিটি দুটো ই বেড়েছে লাফিয়ে লাফিয়ে। এক সাকসেস স্টোরী।

    মুশকিল হলো, সাপ্লাই বেড়ে গ্যালো হু হু করে, খরচাও। কিন্তু দাম তেমন বাড়লো না। গ্লোবাল মার্কেট। ইম্পোর্টেড তুলার উপর আমদানী কর মাত্র ৫%। দেশে দাম বাড়াতে গেলেই হু হু করে ঢুকে পরে বিদেশী তুলা।

    তো আমদানী শুক্ল বাড়িয়ে প্রটেক্ট করা যায় না? দেশী তুলা চাষীদের?

  • dd | 122.167.20.72 | ১৮ অক্টোবর ২০০৯ ২২:৫৮415840
  • না, যায় না।

    আরেকটি বিশাল লবী আছে ভারতে। টেক্সটাইল লবী। আছে তুলার রপানী সংস্থারা। সাবসিডাজিড রেটে তুলা বিদেশে বিক্রী করে ভারত। নানান দেশে। ফলে বিদেশে (চীন/বাংলাদেশ/শ্রীলংকা) তৈরী জামা কাপড় প্রচন্ড কমপিটিটিভ।

    তুলো চাষীদের প্রটেক্ট করে দেশে তুলার দাম বাড়লে ক্ষতি হবে টেকস্টাইল সেক্টরের। দিন চার পাঁচ আগে মারান এই নিয়ে বিবৃতিও দিয়েছেন। তিনি চান দেশের টেকসটাইল সেক্টরকে বাঁচাতে তুলা রপ্তানীতে সাবসিডি বন্ধ হোক। এর ফলে বিদেশে উৎপন্ন জামা কাপড়ের দাম বাড়বে। দেশেও অত্যাধিক সাপ্লাইএর ফলে আরো দাম কমবে তুলোর। কিন্তু লাভ হবে টেক্সটাইল সেক্টরের।

    শ্যাম রাখি না কুল রাখি? শ্যাম না কুল? কুল না শ্যাম?
  • dd | 122.167.20.72 | ১৮ অক্টোবর ২০০৯ ২৩:০৭415841
  • তো এই হলো বেত্তান্ত।

    এবার দ্রোহসীদের কথা শুনুন। তাদের মানসচক্ষে দেখা চাষী ভাইদের রুপকথার এক ঝাঁকি দর্শন।

    চাষীভায়েরা সরল গোলগাল ও নিজেদের ভালো মন্দ কিছুই বোঝে না। বুঝবে কেং করে? তারা যে নিষ্পাপ চাষী ভাই।

    বোঝেন দ্রোহসীরা। বা বলা যায় এই ১০৫ কোটী ভারতীয়দের মধ্যে দেড় জন প্রতিবেদক। ভালো দ্রোহসার জন্য অবশ্য দেড়জন প্রতিবেদকই কফি।

    মনসান্টো,ভারত সরকার ও আরো নানান সাম্রাজ্যবাদী শক্তি ও তার তাঁবেদার কম্প্রাডর দিশি বুর্জোয়া, ও তাদের অনুগত ছুটন্ত কুত্তারা ক্রমাগত: এই সরলমতি ভাইদের লোভ দেখিয়ে ঠেলে দিচ্ছেন আথহত্যার পথে। এই ভাবে তারা জনশুন্য করে দেবেন ভারতকে। বছরের পর বছর, গাঁ উজার হয়ে যাচ্ছে বিটি কটনের দৌরাত্ম্যে। কিন্তু চাষী ভায়েদেরও এক গোঁ। তারা ধার করে হলেও ঐ বিটি কটনই কিনবেন। কিনেই যবেন বছরের পর বছর। লেমিং ইঁদুরের সিম্পটম।

    দেড়জন দ্রোহসী প্রতিবেদক আর কতো লড়বেন?
  • dd | 122.167.20.72 | ১৮ অক্টোবর ২০০৯ ২৩:২০415843
  • তো ,দ্রোহসীদের ল্যাখা রুপকথায় ভারতবর্ষ মাগো, একদিন তুলা চাষ হীন
    বর্বর ভুমিতে পরিনত হবে। কেনো না প্রতিবেদকদের কথা না শুনে সরলমতি চাষী ভায়েরা বিটি কটন কিনেই যাবেন। ফলত: মৃত্যু।
    অত: কিম?

    এইবার মাঠে নামছেন বিটি বেগুন।
    চোখের সামনে দ্রোহসীরা দেখতে পাচ্ছেন সেডিয়ুস্ট চাষী ভাইদের। যারা নিজেদের ভালো মন্দ বোঝেন না। প্রতিবেদকদের কথা শোনেন না। তারা গাঁটের কড়ি খচ্চা করে বেশী দামে বিটি বেগুনের বীজ কিনে যাবেন বছরের প বছর। ফসলের খুব ক্ষতি হবে। প্রতি বছর। তারা আত্মহত্যা করবেন। দলে দলে।

    এ দিকে যে টুকু বিটি বেগুন ফসলায়িত হবে তারা ঘিয়ে ভাজা লুচির সাথে আপনার পাতে পরে আপনাকে একেবারে মৃত্যু,এপিলেপ্সী,ম্যালেরিয় এমন কি গাঁটে ব্যাথার দিকে ঠেলে দেবে।

    দ্রোহসী কমরেডেরা। তৈরী হোন। জোট বাঁধুন। হাওয়াকল আর বিশেষ নেই। এইটা নিয়ে ঠে পরে লাগুন।

    (আপাতত: থামছি)।
  • bhabuk | 207.172.130.39 | ১৮ অক্টোবর ২০০৯ ২৩:৫৭415844
  • দীপ্তেন্দা, আপনি সত্যি-ই বিশ্বাস করেন বি টি তুলা, দশ বছরে এক লাখ ( এন্ড কাউন্টিং) চাষীর অত্মহত্যা, বি টি বেগুন নিয়ে বাওয়াল - সব দ্রোহসা। কোথাও কোনো গোলমাল নেই, সব অলস মস্তিস্কের বিদ্রোহ বিলাস( =দ্রোহসা)? আপনার স্বভাব বিরুদ্ধ ইয়ার্কি নয় তো? :)
  • dd | 122.167.20.72 | ১৯ অক্টোবর ২০০৯ ০০:০৭415845
  • ইয়েস ইয়েস। আমি সত্যই মনে করি (গীতা হাতে নিতে কইছি) বিটি কটন আর গত দশ বছরে একলাখ আশী হাজার(রেডিফ সুত্র)চাষী আত্মহত্য(মানে প্রতি আধ ঘন্টায় একজন) এক সম্পর্কহীন ইকুয়েশন।

    অতএব কৃষক আত্মহত্যা = বিটি কটনের প্রাদ্রুর্ভাব =সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র, এই সহজ শিশুবোধ্য সমীকরনটিকে আমি একটি দ্রোহসা বা গোদা বাংলায় অলস মস্তিষ্কের খেলাকরন মনে করি।

  • bitoshok | 76.113.141.128 | ১৯ অক্টোবর ২০০৯ ০৬:২৭415846
  • খালি ফর্ম আর ফর্ম। কন্টেন্ট কিছুই নাই।

    বিটি কটনে প্রডাক্টিভিটি বাড়ানোর কোন জিন নেই। আন্ডারলাইন এন্ড বোল্ড ফেস। মনসান্টো-দুঁপোর বাপেরাও সেরকম দাবি করে না। বাকি প্যারামিটার সেট করতে চাইলে, আগে এক্সটেন্সিভ ফিল্ড রিপোর্টের ডেটা ফেলা হোক, তারপর কথা।

    না কি ইহা মার্ক্স(xx)বাদ, অতএব ইহা বিজ্ঞান, অতএব ইহা সত্য?
  • a x | 75.53.200.70 | ১৯ অক্টোবর ২০০৯ ০৮:৪১415847
  • ডিডি, মুশকিলটা হল, এই দ্রোহসীরা ঠিক দেড়জন প্রতিবেদক নন। শুধু শুভ্রাংশু আর সাইনাথ আর বন্দনা শিভা নন। অসংখ্য নামজাদা বিজ্ঞানী, গ্রীনপিসের মত সংস্থা, ইউরোপিয়ান ইউনিয়ান, ব্রাজিল ও আরো কিছু দেশ :-)
    কাজেই চিন্তা করবেন না, লড়াইটা অত একপেশে না।
  • a x | 75.53.200.70 | ১৯ অক্টোবর ২০০৯ ০৮:৫৭415848
  • অ ডিডি, আরেকখান কথা মনে হল। এই যেমন আপনি কইলেন চাষীভাইরা যেমন আছেন থাকেন না, তারা কি তাদের ভালো বোঝেন না। তাদেরকেই বেছে নিতে দেওয়া হোক। তো ডিডি, আমরা কি আমাদের ভালোটা বুঝিনা? আমাদের কেন একটু বেছে নিতে দেওয়া হয়না? জেনেটিকালি মডিফায়েড লেবেল লাগানো বেআইনী জানেন তো? কেন বলুন তো? কিসের ভয়? সবাই তো আর জুজুবাদে ভুগছেনা, তাইলে আমি GM খাবো কি খাবো না, তা আমাকে জানতে দিতেও অস্বীকার করা হয় কেন?
  • shyamal | 24.117.233.39 | ১৯ অক্টোবর ২০০৯ ১০:১১415849
  • ডিডির লেখায় দেখলাম মারান বলেছেন, তুলো রপ্তানীতে ভর্তুকি বন্ধ করতে হবে। আমি একমত। সস্তায় তুলো রপ্তানী করে যদি অন্য দেশের টেক্সটাইল সেক্টরকে সুবিধা করে দেওয়া হয়, সেটা ক্ষতিকারক। তুলো র মেটিরিয়াল। আমি মনে করি র মেটিরিয়াল রপ্তানীতে ( যেমন খনিজ ওর, কয়লা) বাধা থাকা উচিৎ। রপ্তানী ভর্তুকি তুলে নিলে যদি তুলোর দাম দেশে কমে যায় ও টেক্সটাইল সেক্টর আরো বাড়ে ও রপ্তানী করে সেটা উন্নতির লক্ষণ। কারণ তুলোর চেয়ে টেক্সটাইলে ভ্যালু-অ্যাড অনেক বেশী। ওয়েজও বেশী।

    আর লাভ বাড়ানোর জন্য তুলো চাষীরা উৎপাদনশীলতা বাড়াতে চেষ্টা করবেন।

    বাই দা ওয়ে, এখন ভারতীয় কুর্তিতে আমেরিকা ছেয়ে গেছে। মার্কিনি মহিলাদের এই টপটি অতিশয় পছন্দ হয়েছে। কিন্তু বড় দোকানে অধিকাংশ কুর্তি চীনে তৈরী, ভারতীয় ডিজাইন।
  • dd | 122.167.16.15 | ১৯ অক্টোবর ২০০৯ ১২:১৭415850
  • বীতোশোক

    বিটি কটনে প্রডাকটিভিটি বাড়ানোর কোনো কলা কৌশল নেই, সে তো সবাই জানে। আম্মো।
    আর এই কথা তো আমি কখনো ই বলি ও নি।

    এটি নেহাৎ ই একটি ব্র্যান্ডেড প্রডাক্ট। যেমতি দুলালের তাল মিছরি বা হরলিক্স বিস্কিট। ব্যবহারকারীদের পছন্দ হলে কিনবেন না হলে কিনবেন না, এর বেশী কিছু নয়।

    সেই প্রডাক্তটিকে হাওয়া কল বানিয়ে বিদ্রোহবিলাস নিয়ে লিখলাম, ঐ তুলাবীজের পক্ষে / বিপক্ষে কোনো লিখি না।
  • dd | 122.167.16.15 | ১৯ অক্টোবর ২০০৯ ১২:৩৬415851
  • অক্ষের সেকেন পোস্টিং নিয়ে।
    এই জি এম বেগুন আমি ও খাবো না। কি জানি, এদের পেটে পেটে কি আছে।

    আম্রিগায় শুনেছি জিএম ফুড আলাদা কাউন্টারে বিক্রী হয়। এইখানেও এরকম ই হওয়ার কথা।

    চাষীরা জেনে শুনে চাষাবেন, মলে খদ্দের পেলে স্টক করবে। কারুর ইচ্ছা হলে খাবেন।

    কিন্তু এই খানে অলরেডি বেগুন বিদ্রোহ শুরু হয়ে গেছে, চুয়াল্লিশ হাজার লোক পিটিশন দিয়েছেন। মলগুলিকে মেইল করা হচ্ছে। তবে এই মহাবিদ্রোহ শান্তিপুর্ন ই থাকবে আশা করা হচ্ছে।

    আমি খালি "আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ?" এই মনোভাবের বিরোধী। যারা চাষ কর্বেন, যারা বেচবেন, যারা খাবেন, সবাই জেনে শুনে করবেন। এটা ছাড়া আর কোনো দাবী থাকার দরকার কি? এক অলস জুজুবাদী দ্রোহসা ছাড়া ?
  • Arpan | 216.52.215.232 | ১৯ অক্টোবর ২০০৯ ১২:৫৩415852
  • ডিডিদা,

    বিটি বেগুন খোলা বাজারে বিক্রি হলে আলাদা করে চেনা যাবে? স্পেন্সার বা ফুডবাজারজাতীয় মলের কথা বলছি না। পাতি গড়িয়াহাট বা হ্যাল মার্কেটে এই বেগুনের আলাদা কাউন্টার থাকবে??!!
  • dd | 122.167.17.22 | ১৯ অক্টোবর ২০০৯ ১২:৫৭415854
  • না, কোনো তথ্যই জানি না। শুদু পড়লাম মন্ত্রী মশাই কয়েছেন আলাদাকরনে সব সুব্যবস্থাই থাকবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন