এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জুজুবাদ : অলস অস্তিত্বের সংকট

    dd
    অন্যান্য | ২১ জুলাই ২০০৯ | ৭৬৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 216.52.215.232 | ১৯ অক্টোবর ২০০৯ ১৩:০০415855
  • সে যাগ্গে! আশা করা যায় বিটি বেগুন বিচিবিহীন হবে। তালে অবশ্যই আমি খাবো। :-))
  • Arijit | 61.95.144.122 | ১৯ অক্টোবর ২০০৯ ১৩:০৬415856
  • জিএম খাবারদাবার নিয়ে বিলেতে বেশ চিল্লামিল্লি হয়। রেস্তোরাঁগুলোতে আলাদা করে ডি: দেয় যে আমরা কোনো জিএম প্রোডাক্ট ব্যাভার করি না।
  • shyamal | 24.117.233.39 | ১৯ অক্টোবর ২০০৯ ১৭:৪২415857
  • আমেরিকায় এখনও কোন গ্রসারী স্টোর আমার চোখে পড়েনি যেখানে জি এম ফুড বলে আলাদা মার্ক করা থাকে। তবে আপনি যদি অর্গ্যানিকালি গ্রোন খাবার খেতে চান whole foods নামক সুপারমার্কেটে যান। সব জিনিষের দাম দু থেকে তিনগুণ বেশী। কেমিক্যাল সার, পেস্টিসাইড ছাড়া এসব তৈরী হয়।
  • Blank | 170.153.65.102 | ১৯ অক্টোবর ২০০৯ ১৮:১৩415858
  • আম্রিগান অনেক গ্রসারীতেই আমি দেখেছি আলাদা করে অর্গানিক টমাটো রাখা। সেগুলোর দাম ও বেশী। প্রথম প্রথম বুঝতাম না যে ইনর্গানিক টমাটো টা কি বস্তু।
  • Arpan | 216.52.215.232 | ১৯ অক্টোবর ২০০৯ ১৮:১৬415859
  • হ্যা আজকাল দেশেও চালু হয়েছে।
  • a x | 75.53.200.70 | ১৯ অক্টোবর ২০০৯ ১৮:২৫415860
  • ডিডি, না জি এম বলে কখনও চেনা যায়না। কেননা জি এম লেবেল লাগানো বেআইনী। এই নিয়ে প্রচুর লবিং করা হয়েছে।
    তবে উল্টো দিকে তো পিটিশন সম্বল। তাই লেবেল না থাকাটাই নিয়ম। মানে আপনি নিশ্চয়ই আপনার ভালো বোঝেন না। কাজেই না বুঝে যদি ভুল ডিসিশন নেন, তার জন্য এই ব্যবস্থা।
  • bitoshok | 76.113.141.128 | ২০ অক্টোবর ২০০৯ ১১:৩৬415861
  • জিএম লেবেল লাগানো হবে কেন? আম কে যদি আমড়া না মনে হয়ে আম বলেই চেনা যায়, তাই লে আর লেবেল লাগানোর দরকার টাই বা কি? পৃথিবী সুদ্দু লোক জানে আম অতি সুস্বাদু ফল। পোঁয়া পাকা কিছু লোক ঝামেলা পাকালেই হল নাকি?

    ইহারে কয় 'প্রিন্সিপল অব সাবস্টেনশিয়াল ইকুইভ্যালেন্স'। এফ ডি এ কয়্যা দিসে।
  • dd | 122.167.17.178 | ২০ অক্টোবর ২০০৯ ২০:৫২415862
  • আরো এট্টু কচলাই? ক্যামন ?
    আইজের ব্যাংগালোর মিররে (একটি ছ্যাবলা মার্কা দৈনিক ট্যাবলয়েড) কিরন মজুমদার শ'এর ইন্টার্ভু বেইরেছে। জি এম ফুড নিয়ে।
    যারা বিলেতে থাকেন তাদের জানাই এই মহিলা এক বায়োটেক ইনডাস্ট্রীর মালকিন। বিস্তর ট্যাকা।

    একটি তথ্য প্যালাম ,বিটি কটন শুদুমাত্র মনসান্টো ই বেচেন না, কিছু দেশী কোম্পানীও এগুলি উৎপাদন করেন ও বেচেন।

    ফ্রী মার্কেটে য্যামন হয়।
  • dd | 122.167.43.145 | ২০ অক্টোবর ২০০৯ ২১:০০415863
  • আরেকটি ইন্টেরেস্টিং প্রশ্ন ও উত্তর।

    অনারে জিগানো হলে "এই বিটি কটন,তার ফলে বেশী খরচাএর ফলে কি চাষী ভাইদের ঋন ফাঁদে ফেলে দেওয়া হচ্ছে না?'

    কিরন মেমসাহেব কইলেন ...It is time we reject these notions about our farmers that they are gullible and can not make judgments about their own lives....Let us be a lkittle more generous in granting them their wisdom"

    aammo to seTaai kai.
  • dd | 122.167.43.145 | ২০ অক্টোবর ২০০৯ ২১:০৮415865
  • আর আরেকটা।
    এই সংবাদ ২৩ সেপ্টেম্বর TOI ব্যাংগালুরু এডিশনে বেড়িয়েছে, একেবারে ফ্রন্ট পেজে।
    গ্লোবাল ওয়ার্মিং সামিটে একটি তথ্য পেশ হয়েছে - গত দশ বছরে পিথিবীর গড় তাপমাত্রা বেড়েছে মাত্র ০.০১ ফারেনহাইট। আসলে ৯৯ সাল থেকেই একটা relatiuvely cool সময় চলছে।

    এর ফলে জুজুবাদীরা নিশ্চয়ই অস্বস্তিতে পরেছেন।

    আর সোয়াইন ফুলু? তার দুর্দশার কথা আর না বলাই ভালো।
  • bb | 117.195.162.148 | ২০ অক্টোবর ২০০৯ ২১:৩৫415866
  • @dd কিছু লোক আর NGO এই জুজু দেখিয়ে বেশ করে খাচ্ছে আর আপনি তাতে ব্যাগড়া দিচ্ছেন? আপনার বিরুদ্ধে signature campaing শুরু করতে হবে দেখছি :)
  • bb | 117.195.162.148 | ২০ অক্টোবর ২০০৯ ২১:৩৬415867
  • *Campaign
  • bitoshok | 128.101.220.108 | ২১ অক্টোবর ২০০৯ ০০:২০415868
  • ব্রেশ! ব্রেশ! বায়োটেক ইন্ডিয়ার কিরণ মজুমদারের বাণী এতো মিষ্টি লাগলে বন্দনা শিবা কি দোষাইলেন?
  • a x | 143.111.22.23 | ২১ অক্টোবর ২০০৯ ০০:২৭415869
  • দোষ এই যে কিরণ মজুমদার করে খাচ্ছেন না আর বন্দনা শিভা করে খাচ্ছেন :-)

    মনসান্টো ছাড়াও বাজারে আরো কোম্পানী আছে - কিরণ মজুমদার।

    মনসান্টো - "provider of the seed technology for 90 percent of the world’s genetically engineered (GE) crops." - গ্রীনপিস
  • a x | 143.111.22.23 | ২১ অক্টোবর ২০০৯ ০০:৩০415870
  • The story starts in the White House, where Monsanto often got its way by exerting disproportionate influence over policymakers via the “revolving door”. One example is Michael Taylor, who worked for Monsanto as an attorney before being appointed as deputy commissioner of the US Food and Drug Administration (FDA) in 1991. While at the FDA, the authority that deals with all US food approvals, Taylor made crucial decisions that led to the approval of GE foods and crops. Then he returned to Monsanto, becoming the company’s vice president for public policy.

    http://www.greenpeace.org/international/news/monsanto_movie080307

  • a x | 143.111.22.23 | ২১ অক্টোবর ২০০৯ ০০:৩২415871
  • Over the last decade, Monsanto aggressively bought up over 50 seed companies around the globe.
  • a x | 143.111.22.23 | ২১ অক্টোবর ২০০৯ ০০:৩৬415872
  • INDONESIA: Monsanto bribery ends in court - January 2005 Monsanto, the US agro-chemical company, had to pay 1.5 million US dollars in penalties to the US government over a bribe paid in Indonesia in a bid to bypass controls on the screening of new genetically engineered cotton crops.

    করে যে খেতে পাচ্ছেনা, এমন নমুনা আরো দেব, এইকটি পড়ে নিন আগে।
    http://www.greenpeace.org/raw/content/international/press/reports/7-deadly-sins.pdf
  • a x | 143.111.22.23 | ২১ অক্টোবর ২০০৯ ০০:৪৪415873
  • ডিডি যে বললেন চাষীরাই ঠিক করুন, মানে আপনিও বললেন, কিরণ মজুমদারও নাকি বললেন। চাষীরা কি বলছে সব টিভিতে দেখায়?
    আমি তো দেখছি চাষীরা অন্য কথা বলছে। এই চাষীগুলোও কি করে খাবে বলে জুজু দেখাচ্ছে নিজেরাই নিজেদের?

    ৫৫ পাতার রিপোর্ট। অত সময় কার আছে। ৬ নং পাতা দেখুন।
    http://www.grain.org/research_files/BT_Cotton_-_A_three_year_report.pdf
  • a x | 143.111.22.23 | ২১ অক্টোবর ২০০৯ ০১:০০415874
  • ডিডি, হ্যাঁ যেহেতু এব্যপারে আপনি বলছেন, আশা করছি ইন্টেরেস্ট আছে একটু খতিয়ে দেখার। কিরণ মজুমদার যে ঐ আরো অন্য কোম্পানীর কথা বলেছেন, তাদের নাম উল্লেখ করেছেন? সেই কোম্পানীতে Mahyco'র কত পার্সেন্ট শেয়ার সে নিয়ে কিছু বলেছেন?
  • a x | 143.111.22.23 | ২১ অক্টোবর ২০০৯ ০১:০২415876
  • -"provider of the seed technology for 90 percent of the world’s genetically engineered (GE) crops."
    এই কথাটার পর "ফ্রী মার্কেটে যেমন হয়" এটা যোগ করতে ভুলে গেছিলাম :-)
  • bitoshok | 128.101.220.108 | ২১ অক্টোবর ২০০৯ ০২:০৯415877
  • আমেরিকাতে এক জাতের গোয়েন্দা-পুলিশ আছে -- যারে কয় জিন পুলিশ। পোষে মনসান্তো। এদের কাইজ হইলো গিয়া নন-বিটি গ্রোয়ার দের জমিতে বিটি-র কন্টামিনেশন খোঁজা। আর পাইলেই হিড় হিড় কইরা কোর্টে তোলা। কোর্টে কি বাতলাইবেন?

    বিটি চাষ না কইরা যাবেন কোথায়?
  • Binary | 198.169.6.50 | ২১ অক্টোবর ২০০৯ ০২:২১415878
  • এই সেদিন জন গ্রিসাম পড়লুম। দ্য অ্যাপীল। দীপক চ্যাটার্জি-রতনলাল টাইপ গপ্প। পড়তে গেলে নাক সিঁটকাতে হয়, শুরু করলে ছাড়া যায় না।

    তো এতে বীতশোকের লাস্ট কনস্পিরেসি থিওরিটা আছে।
  • bitoshok | 128.101.220.108 | ২১ অক্টোবর ২০০৯ ০২:২৭415879
  • কেউ কখনো শুনেছেন পেপার লিখে, এমন কি লিখব লিখব করে কার-ও চাগ্রি নট হয়? তাও আবার 'নেচারে' পেপার ছেপে?
  • bitoshok | 128.101.220.108 | ২১ অক্টোবর ২০০৯ ০২:৩৭415880
  • না জেনে থাকলে গুগল সার্চান:

    ১) arpad pusztai + monsanto

    ২) chapella + berkeley + monsanto
  • a x | 143.111.22.23 | ২১ অক্টোবর ২০০৯ ০২:৫৪415881
  • নেলসন ফার্ম কে স্যু কোরেছিল মনসান্টো। তো আম্রিকান চাষা, বড়লোক চাষা। তার একখান ওয়েবসাইট আছে। দেখুন তো এই চাষা নিজের ভালো বুঝে কি বলছেন?
    http://nelsonfarm.net/
    কিম্বা এই ভদ্রলোক - একেবারে গ্রীশামের টান টান নভেল
    http://www.savethepinebush.org/News/04FebMar/PercySchmeiser.html
    Percy never had anything to do with Monsanto. He never purchased seed from Monsanto. He was concerned that Monsanto seed had contaminated his farm. The GMO canola plants got into his fields by the wind blowing pollen or seed onto his land.

    It took two years for the pre-trail motions and paper-work to be completed. During this time, Monsanto dropped their charge that Percy had illegally obtained the GMO seed. Because this was a patent case, the case would not be heard by a jury but by one federal judge. The trial took two and one-half weeks.

    The federal judge decided that it did not matter how the GMO crops got into his field, he must pay Monsanto their fee of $15/acre. In addition, the judge ordered that Percy pay Monsanto all of the profits from his 1998 crop, and that he must turn over all of the plants and seeds to Monsanto. Two of Percy’s fields were not contaminated with Monsanto GMOs and 60% of the GMOs Monsanto found were in the ditch by the road.
  • dd | 122.167.33.10 | ২১ অক্টোবর ২০০৯ ১১:৪৩415882
  • বীতশোক

    বন্দনা শিভার ল্যাখা আমার তিতা লাগে আর কিরন মজুমদর শএর ল্যাখা মিষ্টি লাগে। হক কথা।

    কারন প্রথম জনের সাথে আমার মতের মিল নাই, দ্বিতীয় জনের লগে আছে। আপনের ক্ষেত্রে একেবারে উল্টো কেস। তো কি করা যাবে?

    অক্ষ
    একবার সখ করে চীন+বিটী কটন বোতাম টিপে দেখি হুলুস্থুলু ব্যাপার। শয়ে শয়ে ল্যাখা।
    তাদের হেডিং গুলি এমনি
    (১) বিটি কটনে চীনের সর্বনাশ
    (২) বিটি কটনে চীনের উন্নতি জোর কদমে
    (৩) বিটি কটনের চীনের আর্থিক ক্ষতিতে ওয়াল স্ট্রীট সন্ত্রস্থ
    (৪) বিটি কটনে চীন এগিয়ে চলেছে হু হু করে ১৯৯৭ সাল থেকে

    আর এঁয়ারা সবাই হনারেবল মানুষ। তো কোনটা ছাড়বো? কোনটা ধরবো?

    আমাদের দেশী না হয় চাষে ভাইদের অভিভাবক লাগে। কিন্তু আম্রিগায়? চীনে? আরো আরো দেশে?
  • dd | 122.167.33.10 | ২১ অক্টোবর ২০০৯ ১১:৫০415883
  • অক্ষ (ও বীতশোক)

    সারা জীবনেও কোনো তুলা চাষীকে চক্ষেও দেখি নাই, মানে সজান্তে।

    বিটি কটন সত্যি ভালো না মন্দ আমি শুধু লিং দেখে বোলবো ক্যানো? লাখে লাখে ল্যাখা আছে। পরষ্পর বিরুদ্ধ।

    আমার পোস্টিং কেউ পড়ে না। দোষের কিছু নেই। আমি ও চোখ বুঁজেই লিখি।

    তাও আবার বলি : বিটি কটন নিয়ে আমি, তুমি,কিরন, শুভ্রাংশু কারুর দরকার নেই। ওটা পয়সা দিয়ে কিনতে হয়। ভারত,চীন,আম্রিগা,ইজীপ্ট সর্বত্রই পাওয়া যায়। লোকের কাজে লাগলে কিনবে, না হলে কিনবে না। অন্তত: দশ বারো বছর ধরে কিনবে না।

    হাওয়াকল বানিয়ে একতরফা লিং দিয়ে লাভ কি? অতো সংখ্যকই উল্টো লিং রয়েছে।

    বরম এটার ডিসিসন সারা বিশ্বের চাষীভাইদের হাতেই ছেড়ে দাও না । ন্যাটা চোকে।
  • a x | 143.111.22.23 | ২১ অক্টোবর ২০০৯ ১৮:১৫415884
  • ডিডি, সারা বিশ্বের কথা থাক। আমাদের দেশের "চাষীভাই"রা কি পার্ফেক্ট ওয়ার্ল্ডে থাকেন? তাঁদের ওপর কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ চাপ নেই? এবং আমাদের দেশের চাষীভাইরা যা যা বলেন তা আপনার ধারণা মেনস্ট্রীম মিডিয়া কভার করে?
    চাপের একটা ছোট উদা দিই। এখানে অহরহ ফোন করে বলে তোমার অমুকের ক্রেডিট কার্ডের সব ব্যালেন্স আমরা দিয়ে দেব, তুমি আমাদের ক্রেডিট কার্ড নাও।
    চাষীভাইদের সাথে এমনটি হয়েছে কিনা জানেন? তোমার মহাজনের সব ঋণ আমি দিয়ে দেব, তুমি আমাদের থেকে বীজ নাও। এমনটি? যদি আর সব কনস্ট্রেন্টস গুলো না থাকত তাহলে চাষীভাইদের মুক্ত ইচ্ছে বলে কিছু জিনিসও থাকত। সেটা নেই।
  • a x | 143.111.22.23 | ২১ অক্টোবর ২০০৯ ১৮:১৬415885
  • আর অন্যতরফ লড়াই করছে বলেই তাকে হাওয়া কল বলারই বা মানে কি? মানে আপনি যদি বলেন হ্যাঁ এটাও বলছে ওটাও বলছে, সেটা একরকম, কিন্তু অন্যপক্ষ কি বলছে সেটা না দেখেই আপনি তাকে হাওয়াকল বললে তো হয়না।
  • Arijit | 61.95.144.122 | ২১ অক্টোবর ২০০৯ ১৮:৩৮415887
  • আমাকে একটা জিনিস খুব সোজা ভাষায় কেউ বোঝাবে? এখনকার এই জিএম ক্রপ এবং সবুজ বিপ্লবের হাই-ঈল্ডিং ভ্যারাইটি অব সীডস-এর তফাত কি? জয়া/রত্না (এই দুটো নামই মনে আছে) ইত্যাদি হাইব্রিড বীজের ফলে ধানের ফলন প্রচণ্ড বেড়েছিলো। গমের ক্ষেত্রেও এই ধরণের বীজ তৈরী হয়েছে। তবে সেসবই ভারতেই হয়েছিলো। হাইব্রিড বীজ কি জিএম নয়?

    এখনকার জিএম ক্রপ বা এই বিটি কটন নিয়ে আপত্তিটা মূলত: কোথায়?

    (ডি: এটা কৌতূহলমাত্র - এই তক্কোটা আমার ঠিক বোধগম্য হচ্ছে না এখনো)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন