এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জুজুবাদ : অলস অস্তিত্বের সংকট

    dd
    অন্যান্য | ২১ জুলাই ২০০৯ | ৭৭৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • stoic | 160.103.2.224 | ২১ অক্টোবর ২০০৯ ১৮:৫৬415888
  • এটা এই ফিল্ডের কেউ এক্সপ্লেইন করলেই বেটার, তবে আমি গোদা বাংলায় যা বুঝি বলছি, যদিও এটা অন্য টই খুলে ডিসকাস করলে বোধহয় ভাল হয়।
    জিএম ফুড হল সেটা যেটা জেনেটিক্যালি মডিফায়েড ওর্গ্যানিজম থেকে পাওয়া যায়। এবার প্রশ্ন হল সেটা কি। তা জেনেটিক্যালি মডিফায়েড ওর্গ্যানিজম হল তারা যাদের DNA তে genetic engineeringএর সাহায্যে পরিবর্তন (change) ই®¾ট্রাডিউস করা হয়েছে। এর সাথে হাই-ইল্ড ক্রপের তফাৎ হল যে এদের ক্ষেত্রে selective breeding বা mutation breeding করে অরিজিনাল ওয়াইল্ড ভ্যারাইটি কে মডিফাই করা হয়েছে। এগজ্যাম্পল: সিডলেস গ্রেপ্স। এই আঙুরের একটা প্যারেন্ট কে উইথ সীড হতে হবে। এটা টেকনিক্যালি জিএম ফুড নয়।
  • dd | 122.167.30.205 | ২১ অক্টোবর ২০০৯ ২০:৪২415889
  • অক্ষ হে
    গুছিয়ে তো লিখতে পারি না, এই হয়েছে মুশকিল।

    দ্যাখো, বিটি কটন, মনসান্টো এই সব নিয়ে জ্ঞান নেই আমার। লিং ঘেঁটে কোনো লাভ নেই। পক্ষে চাট্টে লিং থাকলে বিপক্ষে ও চাট্টে।

    আবার কই। এটি ,একটি পণ্য, আর কিছু নয়। খারাপ ভালো বলবেন ক্রেতারা। বিককিরি হচ্ছে সারা বিশ্ব জুড়ে, ইনক্লুডিং চীন ও আম্রিগা। আর সেটা দশ বছরের বেশী সময় ধরে। আমার মোটা বুদ্ধিতে বলে বিক্রিবাটা যদি বেড়েই চলে এতোদিন ধরে এতোরকমের দেশগুলিতে তবে আর এটার "পক্ষে" ও "বিপক্ষে" কি? যেটা তুমি বল্লে। বলবে তুলাচাষীরা, কিনে বা না কিনে। আর তাদের চয়েস অব ব্র্যান্ড নিয়ে তুমি আমি ক্যানো মাথা ঘামাবো?

    অথচ বিটি কটন নিয়ে যে প্রচার চলছে (ঐ কদিন আগে রেডিফেরটাও যদি পারো তো দেখো) যেখনে কৃষকদের "ম্যাস সুইসাইডের" পিছন "আমেরিকার হাত" - সেইটাই হাওয়া কল। তবু ভাগ্য ভালো এখনো কুমীররা হাজির হয় নি। ঐ টুকু ই বাকী।

    এই যে বিরোধী প্রচারের বন্যা এটাকেই আমি হাওয়াকল বলি।
  • a x | 143.111.22.23 | ২১ অক্টোবর ২০০৯ ২০:৪৩415890
  • অরিজিৎ, স্টয়িক মোটামুটি বলে দিয়েছে। জেনেটিকালি মডিফায়েড মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে একটা "ফরেন" জেনেটিক মেটেরিয়াল ঢোকানো।

    বিটি কটন নিয়ে আপত্তি two pronged একটা সায়েন্সের দিক থেকে আরেকটা- বিগ মোনোপলি, তাদের মার্কেট ম্যানিপুলেশনের দিক থেকে এবং ছোট চাষীদের কাছ থেকে তাদের বেসিক কিছু রাইটস - যেমন সব চাষীই বহু প্রজন্ম ধরে বীজ বাছাই, ব্রিড, মজুত ইত্যাদি করে থাকেন- বিটি সেগুলো করতে দেয়না।

    তোমার প্রশ্ন বোধহয় প্রথমটার বেসিসে।
    ব্যক্তিগত ভাবে আমি অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিংএর পক্ষে। কিন্তু। বিশাল কিন্তু, তার জন্য অনেক টেস্টিং দরকার। বিটি কটনের ক্ষেত্রে বা প্রচুর এই GMএর ক্রপের ক্ষেত্রে টেস্টিং গুলো এখনও করা হয়নি। ঐ যে বললাম রিকম্বিন্যান্ট জিন ঢোকাচ্ছে, সেটা কতটা স্টেবল সেগুলো নিয়ে এখনও অনেক কাজ বাকি। এই ধরণের ম্যানিপুলেশনে একটা আনস্টেবেলিটি আসার সম্ভাবনা রয়েই যায়। তাই অনেক প্রজন্ম (মানুষের না, ক্রপের) ধরে এক্সপেরিমেন্ট করে তারপর বাজারে ছাড়া প্রয়োজন।

    এবার আরও দুটো পয়েন্ট।
    ১) যারা GM cropএর বিরোধিতা করেন, তারা বলেন, তৃতীয় বিশ্বে, বিশেষ করে ট্রপিকাল কাϾট্র তে বায়োডাইভার্সিটি এত বেশি, যে সেটা খুবই conducive for স্টেবিলিটি এবং প্রোডাক্টিভিটি। এই বায়োডাইভার্সিটির ওপর টিংকারিং আদৌ প্রয়োজনীয় কিনা, এবং আদতে ক্ষতিকর কিনা সেটা ভালো করে দেখা দরকার।
    ২) যারা GM cropএর ফেভারে তারা প্রায়শই বলে থাকেন, এই ধরণের প্রযুক্তির ফলে পৃথিবীর খাদ্যসমস্যা দূর হবে। কিন্তু বহু বহু স্টাডি দেখিয়েছে, পৃথিবীর খাদ্যসমস্যা, উৎপাদনের সমস্যা না, অ্যাক্সেসিবিলিটির সমস্যা।
  • a x | 143.111.22.23 | ২১ অক্টোবর ২০০৯ ২০:৫০415891
  • ডিডি, এইডা ঠিক বুঝলাম না। সবাই সবার অবস্থান থেকে কথা বলে, তাই সব অবস্থানই ভ্যালিড? মানে মোদীর অবস্থান, এনরনের অবস্থান, এদের পক্ষে, বিপক্ষে যেহেতু একই সংখ্যক লিংক পাওয়া যাবে, কাজেই it is just a matter of which side you belong to, and everyside is equally valid? অবস্থানগুলোর ইন্টেরেস্ট দেখার দরকার নেই?
    বিটি কটনের বিক্রি বেড়েছে এটা আমি ডিফেন্ড করার আগেই আমাকে গিলিয়ে দেওয়া হচ্ছে বিটি কটনের বিক্রি বেড়েছে। আগে সেই ডেটাটা দেখি? প্রতি বছরের হিসেবে, ঠিক যেই বেল্টগুলোতে সুইসাইড হয়েছে, সেখানে কিরকম বেড়েছে? প্রথমে সেটা আমি পাই, কে সেই ডেটাটা তৈরি করেছে দেখি, তারপর পরের প্রশ্ন।

    আপনি বায়োটেক কোম্পানীর মালকিন যখন চাষীদের হয়ে কথা বলছেন, সেটা মেনে নিচ্ছেন, অথচ চাষীদের কো-অপারেটিভ, বা তারা নিজেরা যখন তাদের হয়ে কথা বলছেন, তখন বলছেন এরকম লিংকের বিপক্ষে আরও লিংক আছে। কাজেই বিরোধী প্রচার হাওয়া কল। এটা ঠিক ফেয়ার প্লে হল না।
  • dd | 122.167.30.205 | ২১ অক্টোবর ২০০৯ ২০:৫২415892
  • আরেকটা হাতে গরম জুজুবাদের কথা বলে নি?

    সেটা গম। বছর খানেক আগেই বিশ্ব জুড়ে গমের ঘাটতি, দাম বাড়লো হু হু করে। আম্রিগার কে জানি,ওবামাই বোধয়, ভেঙিয়ে কইলেন - হবে না? ভারত আর চীনারা বড্ডো বেশী খাচ্চে?

    দুনিয়া জুড়ে হৈ চৈ। একই নাম ঘুড়ে ফিরে আসে নেটে। স্ব আতংকবাদীরা (এটও আমার কয়েনেজ, অতি চমৎকার) নেট ভরিয়ে ফেল্লেন। দেশেও। সেই প্রতিবেদকেরাই। আবার।
    এসে গেছে, এসে গ্যাছে দুনিয়া জুড়ে দুর্ভিক্ষ।

    বছরও ঘুড়লো না। সার পৃথিবী জুড়ে জোরদার ফলন হলো। গমে উপছে পরছে ধরনী। চাষীদের মাথায় হাত। দাম ক্মে গেছে গত বছরের তুলনায় ৬৫%।
  • Arpan | 216.52.215.232 | ২১ অক্টোবর ২০০৯ ২০:৫৫415893
  • ওবামা না। কন্ডোলিজা রাইস।
  • dd | 122.167.30.205 | ২১ অক্টোবর ২০০৯ ২১:০৩415894
  • তা অক্ষ

    যদি দেখাতে পারি যে বিটি কটনের বিক্রী দত দশ বছর ধরে উর্দ্ধমুখী তাইলে কি তুমি মানবে যে চাষী ভাইরা তাদের ভালো মন্দ ঠিক বোঝে ? আপাতত: বছর দুয়েকের জন্য এই বিটি কটনের তক্কো মুলতবী রাখি, তুমি ও আমি।

    যদি গ্লোবাল ওয়ার্মিং, বিটি বেগুন, দুর্ভিক্ষে আমার এন্তেকাল না হয় আর তখনো তুমি যদি এই সব ব্যাপার নিয়ে আমার সাথে কথা কইতে চাও তাইলে সেম টাইম সেম প্লেস ২০১১ এ হিসেব কষে দেখবো বিটি কটন তখনো রমরমিয়ে চলছে কি না। ঠিকাছে ?

    আর আমাকে তুমি fair play'র কথা কইলা ক্যান? আমি মোটেই নিরপেক্ষ নই। আমি মেহনতি বয়োটেক মালকিনের পক্ষে।

    আমি তোমারে হাওয়াকলবাদী কই। তুমি ও আমারে কিছু একটা কইতেই পারো। য্যামন ধরো, য্যামন ধরো ..... না:, ত্যামন জুৎসই গালি মন আসতেছে না।
  • a x | 143.111.22.23 | ২১ অক্টোবর ২০০৯ ২১:০৭415895
  • উঁহু, হাওয়াকলবাদী, মাওবাদী যাই বলুন, আমি স্পেসিফিক প্রশ্ন রেখেছি। সেই ডেটা আছে? সুইসাইড যেখানে যেখানে হয়েছে, সেখানে বিটী কটনের বিক্রি, প্রতি বছর হিসেবে কি হয়েছে, এবং এই ডেটা কালেক্ট কে করেছে। ব্যাস। এইটুকু। আপনাকে আমি কোনো বাদী বলবনা, হয়ত সিনিকাল হতে হতে বৃত্ত সম্পূর্ণ হতে চলেছে বলতেও পারি :-)
  • dd | 122.167.30.205 | ২১ অক্টোবর ২০০৯ ২১:৩০415896
  • ডেটা? আমার কাছে? কিচ্চু নেই। রাখি না।

    সে একটা সময় ছিলো (দুধ তখন চারানা সের, টমেটোএ কি সোয়াদ) তখন নিজের মতামতকে খুব দামী মনে হতো। খপরের কাগজ কেটে কেটে কপি করে স্ক্র্যাপ বুক করে রাখতাম। নেট ঘেঁটে টুকতাম। অবিশ্বাসীদের মুখের উপর ছুঁড়ে মারতাম ডেটা। তাদের থোঁতা মুখ ভোঁতা হয়ে যেতো।

    এখন ইতি উতি পড়ি। কিছু টুকে রাখি না। বিশেষ মনেও রাখবার চেষ্টা করি না।

    বৃত্তাকারী সিনিক্যাল? বা গোল্লা সিনি? হ্যাঁ, এটা চলবে।
  • pi | 128.231.22.89 | ২১ অক্টোবর ২০০৯ ২১:৩৪415613
  • এখেনে এই বি টি কটন নিয়ে কয়েক দফা চাপান উতোর হয়েছিল না ?

    http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1241622435870

    বিটি কটন ই সর্ব সমৃদ্ধির গোড়ায়, কি সর্ব সর্বনাশের মূল , দুটো এক্সট্রীম বক্তব্যেই প্রচুর জল ও জালি আছে।
  • Du | 65.124.26.7 | ২১ অক্টোবর ২০০৯ ২১:৪২415614
  • এদেশে হেলথকেয়ার বিতর্কের জুজু হল - ঠাকুমাকে মেরে ফেলা হবে।

  • d | 117.195.40.105 | ২২ অক্টোবর ২০০৯ ১৯:৪৮415615
  • দু আবার ধাঁধা দেয়!! কার ঠাকুমা? কে মারবে?
  • dd | 122.167.55.72 | ২২ অক্টোবর ২০০৯ ২১:৪৪415616
  • সন ১৯৯৫।
    আমি সবে ব্যাংগালুরে এইচি, আর সেটি উদযাপন কত্তে KFC ভারতে পোথোম ব্রাঞ্চ খুললো ব্যাংগালুরের মোস্ট হ্যাপেনিং স্ট্রীটে।
    ব্রিগেড রোডে।

    আর তখুনি কর্নাটক রায়ত সংস্থা, তারা ভারতীয় পোÒট্রী শিল্পের আশু নিধন চোখের সামনে দেখতে পেলেন। কর্নেল স্যান্ডার্সের এম এন সি ষড়যন্ত্রে ভারতীয় মুর্গীরা অবলুপ্ত হবে, শুধু আম্রিগান মুরগী থাকবে। তারা কোঁকোর কোঁ কর্বে না, কইবে কক অ ডুডুল ডু।

    শুরু হোলো ধর্না। তারপর মিছিল ও একদিন ভাংচুর। ব্যাংগালুরে দোকান ভাংচুর এক অভাবনীয় হিংস্রাশ্রয়ী ঘটনা। প্রায় ঐতিহাসিক। তাদের নেতাদের রক্ত গরম করা ভাষন,বিবৃতি ও তার স্বপক্ষে বিদ্ব মহলের সাম্রাজ্যবাদ বিরোধী সমর্থন এখনো বেশ মনে আছে।

    তারপর আস্তে আস্তে কি হইলো, সেতো সব শ্যামলালই জানে।
    আসলে জুজুবাদের ইতিহাস লিখতে গেলে এইসব বিদ্রোহ গুলিও তুলে ধরতে হবে। আর আমি ছাড়া, হায়, কে ই বা আছে ইতিহাসবেত্তা।
  • dd | 122.167.55.72 | ২২ অক্টোবর ২০০৯ ২১:৪৬415617
  • আর হিন্দুত্ববাদীদের আম্রিগান/অস্ট্রেলিয়ান গো বিরোধী আন্দোলন? মনে আছে?
    দাঁড়ান, লিপিবদ্ধ করছি।
  • dd | 122.167.55.72 | ২২ অক্টোবর ২০০৯ ২১:৫৫415618
  • ঐ ৯০এর দশকেই।
    কোনো এক ডেয়ারী মালিক বিলেত (অস্ট্রেলিয়া বা আম্রিগা) থেকে কিছু বুল আমদানী করলেন। উদ্দেশ্য দিশি গরুর উন্নতি।
    ব্যাস। লাগ লাগ লাগ। হিন্দুত্ববাদীরা ক্ষেপেই লাল। সাহেব ষাঁড় আনা চলবে না। তারা দিশি গোমাতাকে .... ছি,ছি। ছি ছি ছি।

    প্রায় দাংগা বাঁধে আর কি মুম্বাইতে।
    শেষ মেষ কি করে জানি বুঝিয়ে সুজিয়ে সেই লালমুখো ষাঁড়েদের খালাস করা হয়েছিলো।

    আর এখন দেখি বিলেত থেকে টোপাকুল, গাঁদাফুল, এসব আনলেও কেরু রা কাড়ে না। দেশটা উচ্ছন্নে গ্যালো।

    তবে কাশফুল ইম্পোর্ট করলে বোধয় রক্তগংগা বয়ে যাবে।
  • d | 117.195.40.105 | ২২ অক্টোবর ২০০৯ ২১:৫৯415619
  • হ্যাঁ এই দুটো কেস আমার মনে আছে। আর আরও আগে পশ্চিমবঙ্গে LIC তে কম্পিউটার ধুকতে না দেওয়া।
  • dd | 122.167.55.72 | ২২ অক্টোবর ২০০৯ ২২:১৭415620
  • আরেকটি জুজুবাদী হচ্ছে পোটা। এরা চান সবাই শুদ্ধ শাকাহারী হোন।

    কিন্তু এরা কথায় কথায় উদুম হয়ে যান, প্রকাশ্যে। ফলে কাগজে কাগজে খুব ছবি ওঠে।

    খ্যাল করে দেখবেন ঐ দলে বাঁটলু,টেকো, ভুঁড়ো,বিদিকিস্রী চ্যাহারার* লোকজন খুব কম।

    *যদি ভাবেন আমি বিদিকিশ্রী চ্যাহারার একটা পলিটিকালি ইনকারেক্ট প্রোফাইলিং করছি, তাইলে আমি নাচার।
  • Arpan | 122.252.231.12 | ২২ অক্টোবর ২০০৯ ২২:১৯415621
  • কেএফসির ঘটনা আমার পরিষ্কার মনে আছে।
  • a x | 143.111.22.23 | ২২ অক্টোবর ২০০৯ ২২:৪২415622
  • "তথ্যের বদলে শুধুই তঙ্কÄ, ফ্যাক্টের বদলে থিওরী। পাকা দ্রোহসীর এগুলই অস্ত্র।" তো ডিডি, ঐ দিয়ে শুরু করেছিলেন, আমি যখন তথ্য চাইলাম, বললেন "ডেটা, আমার কাছে? কিচ্চু নেই, রাখিনা। " আপনাকেই কোট করলাম। তাইলে এগুলো কে কি তঙ্কÄ বলব? নিজেই দ্রোহসী হয়ে উঠলেন?
  • dd | 122.167.55.72 | ২২ অক্টোবর ২০০৯ ২২:৫০415624
  • আরে, আমি দ্রোহসী নই কে বল্লো ?
    এটাকে দ্রোহসার বিরুদ্ধে ইস্তাহার ভাবলেই বা ক্যানো ? এ এক দ্রোহসীর কনফেসন। যেমতি ফ্রী মেসনদের এক আধ জন প্রকাশ করে দেয় গোপন কথা। তেমতি।

    ও হো। দুটো ক্যাপশন লাইন আছে দ্রোহসীদের। এক তো "আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ" আগেই বলেছি আর আরেকটা " জীর্ন পুরাতন থাক টিঁকে থাক, থাক টিঁকে থাক"।

    নাহলে ভ্যালেন্টাইন ডে'র বিরুদ্ধে গর্জে উঠবেন কি করে?
  • a x | 143.111.22.23 | ২২ অক্টোবর ২০০৯ ২২:৫৪415625
  • ভ্যালেন্টাইন ডে-র বিরুদ্ধে তো বিজেপি গর্জায়, তারা তো আবার কেএফসি থাক চায়, দ্রোহসীরা একেবারেই ওভারল্যাপিং না, বরঞ্চ কন্টেস্টিং দেখি।
  • dd | 122.167.55.72 | ২২ অক্টোবর ২০০৯ ২৩:০০415626
  • এক্কেবারে ঠিক।
    বাম দ্রোহসী ,বিশ্ব দ্রোহসী, ধর্ম দ্রোহসী, জাতীয়তাবাদী দ্রোহসী। অন্তহীন।

    ওভার্ল্যাপ,কনফ্লিক্ট সবই চলে।
  • a x | 143.111.22.23 | ২২ অক্টোবর ২০০৯ ২৩:০৫415627
  • অ, আমরা সবাই দ্রোহসী নইলে মিলব কি করতে?
  • r | 125.18.104.1 | ২৩ অক্টোবর ২০০৯ ১২:৪০415628
  • পোটা না, পেটা। আমার হেবি লাগে। পেটা দিয়ে একবার গুগুল ইমেজ সার্চ মাইরা দ্যাখেন। রথদর্শন ও কদলীবিক্রয়ের দুর্লভ সমন্বয়। :-))
  • dipu | 207.179.11.216 | ২৩ অক্টোবর ২০০৯ ১২:৪৯415629
  • আমিও অমনি সরলমনে আপিসে বসে গুগুল ইমেজ সার্চ মেরে দিইচি!
  • tkn | 122.173.176.122 | ২৩ অক্টোবর ২০০৯ ১৩:০০415630
  • আমিও... উফ্‌ফ্‌হ
  • Arpan | 216.52.215.232 | ২৩ অক্টোবর ২০০৯ ১৩:০২415631
  • তেকোনাও অফিসে???
  • san | 121.50.4.240 | ২৩ অক্টোবর ২০০৯ ১৩:০৪415632
  • এরা কেউ পাগলা দাশুর গল্প পড়েনি মনে হয় !

    ( আমি অবশ্য পড়েও , সরলমনে, অফিসে ....)
  • tkn | 122.173.176.122 | ২৩ অক্টোবর ২০০৯ ১৩:০৭415633
  • নাহ, আমি এখন বাড়িতে, কিন্তু সরলমনেই :-)))
  • Arpan | 216.52.215.232 | ২৩ অক্টোবর ২০০৯ ১৩:১০415635
  • জিকে বাড়ান। জিকে। নাহলে এইরম ভোগান্তি আছে কপালে! :-))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন